এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এফ ডি আই বিল: ইনফর্মড্‌ ডিবেটের অপেক্ষায়

    ranjan roy
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০১১ | ৩১৪৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ০১ ডিসেম্বর ২০১১ ২০:২০500560
  • সেটাই ভাবছি। ওয়ালমার্ট এদেশে তো গরীবদের দোকান। দেশে মনে হয় বড়লোকদের দোকান হবে।

    আর ওয়ালমার্ট আর ভারতির পার্টনারশিপে ওয়ালমার্টের কতটাই বা ভয়েস থাকবে? ভারতি ই আসলে ডমিনেটিং পার্টনার।

    আর হানু যদিও এনগেজড হবে না বলেছে। কিন্তু কোক কেন টেকনলজি আর বিজনেস মডেল নয় সেটা বুঝিয়ে বলবে না?

    কোক এসে লিমকা উঠে যাওয়া বেটার টেকনলজি না বিজনেস মডেল সেটা বিচার্য্যই বা কেন যতক্ষণ তা জনগণের লাভ করছে? কলকাতার বাজারে কোকের ইকনমিক ইমপ্যাক্ট কতটা? তা কি বিজলি গ্রিলের আইসক্রিম সোডা জীবনে অ্যাচিভ করতে পেরেছিল?
  • pi | 72.83.76.29 | ০১ ডিসেম্বর ২০১১ ২০:২২500561
  • ওয়ালমার্টকে নিয়ে এদেশের মূল অভিযোগ যে নিজের প্রচণ্ড বেশি প্রফিট মার্জিন রাখার জন্য তারা এমপ্লয়ীদের যতভাবে পারে এক্সপ্লয়েট করে, তো তারা ভারতে এলেও নিশ্চয় একটা বিশালাকার মার্জিন রাখারই চেষ্টা করবে। সেটা করলে এমপ্লয়মেন্ট 'জেনেরেশন' হবে কি ?
    সরকার বারবার বলছে, ১০ মিলিয়ন ফ্রেশ জব তৈরি হবে। কিন্তু কত জব যাবে তার কোন এস্টিমেট আছে কি ?

    এক জায়গায় এই হিসেবটা দেখলাম।
    In the United States, Wal-Mart dominates big retail. It has a turnover of US $ 400 billion, and employs 2.1 million people. Ironically, the Indian retail sector too has a turnover of US $ 400 billion, but has 12 million shops and employs 44 million people. It is the Indian retail which is a much-bigger employer, and any effort to allow retail FDI will only destroy millions of livelihoods.

    তবে ওয়ালমার্টের মত কোম্পানীকে দেশে আনতে পারলে কিছু রাজনৈতিক দলের প্রচুর লাভ হবার সম্ভাবনা আছে। এদেশে যে পরিমাণে টাকা ঢালে ! The Walton family (the largest shareholders of Wal-Mart stock and descendants of its founder) is the wealthiest family in the United States with an estimated net worth of $92 billion (according to Forbes’ latest ranking). That’s more wealth than the bottom 40% of Americans combined. They directly gave $7,000,000 in political contributions in 2010 and billions more through their family foundations in an effort to buy our legislative process.
    তবে ঠিক জানা নেই, পার্টি ফাণ্ডে বিদেশি কোম্পানি থেকে চাঁদা নেওয়া অ্যালাওড ?
  • ppn | 216.52.215.232 | ০১ ডিসেম্বর ২০১১ ২০:২৩500562
  • কেন, ৫১% হলে ডমিনেটিং হবে না কেন?

    আর প্রথম বিশ্বের গরীবের দোকান দেশে বড়লোকের দোকান হয়েছে এই উদাহরণ তো হাতের সামনেই রয়েছে। ম্যাকডি।
  • pi | 72.83.76.29 | ০১ ডিসেম্বর ২০১১ ২০:২৬500564
  • মামু, 'উন্নত' র সংজ্ঞা দিলে না তো ?

    আর, বইয়ের সংখ্যা বাড়াতে গেলে , অ্যাভেলেবিলিটি বাড়াতে গেলে এইসব চেইন ছাড়াও বাড়ানো যায়, সেই ভাবনটা আসেনা কেন ? অ্যাকচুয়ালি সেটা আসেনা, মানে সেটা বাড়ানোটা কখনো অ্যাজেন্ডাতেই নেই বলে এইসব চেন এসেও হয় না ( কারণ এনিওয়ে এইসব চেন বাংলা বই সম্প্রসারণের মহান দায়িত্ব অ্যাজেন্ডা করে আসেনি। ওটা হতে পারে বলে লোকজনের ধারণা হয়েছিল )।
    এই এতদিন ধরে বুকসেলার্স গিল্ড টিল্ড হবার পরেও এই ব্যাপার নিয়ে কিছু ভাবনা চিন্তা করা হয়না, সেটাই আশ্চর্যের।
  • aka | 168.26.215.13 | ০১ ডিসেম্বর ২০১১ ২০:২৬500563
  • ওয়ালমার্ট নয় শুধু দেশে এফডিআই বাড়লে তার ট্রিকল ডাউন সব মিলিয়ে ১০ মিলিয়ন হবে। যদি ছাঁকনি লাগিয়ে ধরি তাহলে ৫ মিলিয়ন হবে।

    আর যদি না হয় তাহলে একপ্রস্থ সিঙ্গুর হবে। কয়েকটা ভাঙা ওয়ালমার্টের বাড়ি মানে জুয়োর আড্ডা আর কিছু হাভাতে চাষী যাদের কেউ কেউ ইচ্ছুক ছিল।

    পাই পেপারটা কি সেইটা যেটা ওয়ালমার্ট এলে কি কি ব্যাড হবে বলেছে?
  • Ishan | 117.194.34.132 | ০১ ডিসেম্বর ২০১১ ২০:২৯500565
  • উন্নত মানে প্রথম বিশ্ব। এই সেন্সেই লিখেছিলাম।

    বুকসেলার্স গিল্ডের অনেক প্রকার সমস্যা আছে। তার মধ্যে একটা হল চেন বানানোর পহা নাই।
  • aka | 168.26.215.13 | ০১ ডিসেম্বর ২০১১ ২০:৩৫500566
  • খুব সহজ দেশীয় ভেষজ পদ্ধতিতে মানে সরকারী পদ্ধতিতে এসব হয় না

    ১। বহুত পয়সা লাগে।

    ২। এফিশিয়েন্সি লাগে।

    দুটোর কোনটাই সরকার গত অনেক দশক ধরে দেখাতে পারে নি। পারবে এমন আশাও খুব নেই ব্যক্তিগত ভাবে।
  • aka | 168.26.215.13 | ০১ ডিসেম্বর ২০১১ ২০:৩৯500567
  • আর সরকারের এই এক্সপেরিমেন্টেশনের জন্য টাকা লাগলে আসবে সেই আমার আপনার পকেট থেকেই - ট্যাক্স রুপি। আমার পয়সায় সরকার রিস্ক নেবার থেকে বিলিতি কোম্পানি তার পয়সায় রিস্ক নিক না।

    ফাণ্ডামেন্টাল প্রশ্ন FDI তে আপত্তি কি? রাম, দুই, তিন করে লিখুন দিকি। ঠিক বুইতে পারছি নাকো। হানুরটা বুঝেছি বামপন্থী স্টান্স, দেশীয় পুঁজি ভালো কিন্তু বিদেশী পুঁজি খারাপ কারণ তা ক্যাপিটালিস্ট দেশ থেকে আইছে, ফ্রি মার্কেটের দিকে আরও একধাপ এগোনো, ফাইনান্সিয়াল ক্যাপিটালিজম যা কিনা ফরেনে ভেঙে পড়ছে আমরা তার দিকে আরও এগিয়ে গেলাম। এটা নীতিগত একটা স্টান্স। এটা বুঝেছি।

    পাই কেন আপত্তি করছে তার একটা লিস্টি পেলে ভালো হয়।
  • pi | 72.83.76.29 | ০১ ডিসেম্বর ২০১১ ২০:৫৩500568
  • আমি তো ক'দিন আগেই লিখলাম !
  • pi | 72.83.76.29 | ০১ ডিসেম্বর ২০১১ ২১:০৬500570
  • আর দেশী ঐ রিলায়েন্স ইত্যাদি নিয়ে আমার আপত্তি নেই ,বলিনি তো। আমি ঐ ডকুটা দিয়েছিলাম। আরো যা যা পড়েছি, তাতে মনে হয়েছে, জব জেনেরেশনের থেকে বেশি ক্ষতি হয়েছে। সেটা বিদেশী কোম্পানীগুলো এলে আরো বেশি হতে পারে। এরা গোড়াতে দাম অনেক কমিয়ে লোক্যাল ব্যবসাগুলোকে আরো অনেক বেশি শক্ত কমপিটিশন দিতে পারে।

    এটা দেখেছিলে ? তুমি তো কাউন্টার করার জন্য পয়েন্ট খুঁজছো। এখানে তো বেশ কিছু আর্টিকল দেওয়া হয়েচে। সেগুলো অনেকেই ঠিক মনে করছে। আবার পয়েন্ট বাই পয়েন্ট তার বঙ্গানুবাদ করে কী হবে। তুমি ঐ পয়েন্টগুলোর বরম কাউণ্টার করো।শুনি।
  • pi | 72.83.76.29 | ০১ ডিসেম্বর ২০১১ ২১:১০500571
  • একটা দোকানের চেন ই কেন বানাতে হবে ? সারা রাজ্য জুড়ে বইয়ের দোকানপত্তর তো কম নেই ! একটা ডিস্ট্রিবিউশন চেইন করে ( আর সেরকম চেইন আছেও, টেক্সট বইপত্তর কি ম্যাগাজিনের জন্যই আছে ! ) তার মাধ্যমে নানা ছোটো বড় পাবলিশিং হাউসের বইপত্তর আরো সিস্টেমেটিক্যালি ডিস্ট্রিবিউট করার একটা 'সিস্টেম' তো করাই যায়। পাড়ার বইয়ের দোকানে এইসব বই রাখা যাবে না, কারণ চাহিদা নেই, এটা তো কথা নয়। চাহিদা আছে, কিন্তু আনতে সেই কলেজ স্ট্রীট যেতে হয়, তাই অসুবিধা, এটা ধরে নিয়েই বাকি কথা বল্লাম।
  • pi | 72.83.76.29 | ০১ ডিসেম্বর ২০১১ ২১:১২500572
  • http://www.countercurrents.org/dsharma301111.htm

    কাউন্টারকারেন্টসকেই কাউণ্টার করা দিয়েই নাহয় শুরু করো :)
  • pi | 72.83.76.29 | ০১ ডিসেম্বর ২০১১ ২১:৩০500573
  • দ্রি, এদিক পানেও আসুন একটু।
    দেশের পলিটিক্যাল পার্টির ফান্ডে বিদেশী কোং গুলো টাকা ঢালতে পারে ?
  • maximin | 59.93.240.198 | ০১ ডিসেম্বর ২০১১ ২১:৩৪500574
  • তুমি আগে নিজে পড়েই দেখোনা। দ্বিতীয় পয়েন্ট (চাষিদের লাভ হবে) কে কাউন্টার করা হচ্ছে কোন তথ্য দিয়ে? সবটুকুই আমেরিকার তথ্য। আমেরিকার ফার্মার আর আমাদের চাষি? কিসে আর কিসে, ধানে আর তুষে।
  • pi | 72.83.76.29 | ০১ ডিসেম্বর ২০১১ ২১:৩৮500575
  • বেশ তো। আমাদের দেশের ক্ষেত্রে কোথায় কোথায় কেন আলাদা হবে একটু তথ্য দিয়ে বোঝানো হোক।
  • pi | 72.83.76.29 | ০১ ডিসেম্বর ২০১১ ২১:৩৯500576
  • ওটাকেই ধ্রুবসত্য ধরতে চাইছি না তো। অন্যদিকে যুক্তি পেলে নিশ্চয় বুঝতে পারি। কিন্তু জাস্ট একটা কথা, তুলনা চলেনা, তাতে বুঝতে পারছিনা।
  • maximin | 59.93.240.198 | ০১ ডিসেম্বর ২০১১ ২১:৪৩500577
  • শুধু আমেরিকা যুক্তরাষ্ট্র নয়, ইয়োরোপও আছে। ডাবলিউ টি ও বার্গেইনিং বিষয়ে যাদের সামান্য মান্ত্র ধারণা আছে তারা জানে ইয়োরোপ কৃষিক্ষেত্রই প্রায়োরিটি সেক্টর। আমাদের দেশে বহুদিন ধরেই অ্যান্টি-অ্যাগ্রিকালচার।
  • dri | 117.194.238.38 | ০১ ডিসেম্বর ২০১১ ২১:৪৫500578
  • আজ হবেনা। আর তাছাড়া এখানে তো অনেক কিছুই বলা হয়ে গেছে। আমার আর অরিজিনাল বলার মতো কিছু বাকি আছে কি? এবার কে কোন সাইড নেবে সেটা তার ব্যাপার। টাইম নেই। চুরি করে একটু দেখে গেলাম।
  • maximin | 59.93.240.198 | ০১ ডিসেম্বর ২০১১ ২১:৪৬500579
  • আমাদের দেশের তথ্য থাকলে কি আর ইনি দিতেন না নাকি?
  • aka | 168.26.215.13 | ০১ ডিসেম্বর ২০১১ ২১:৪৮500581
  • পাই কাউন্টার করেছি, তুমি দেখো নি।

    দেশে প্রথমে দাম কমিয়ে পরে দাম বাড়ানোর যুক্তি চলে না।

    কারণ যেই সেটা করবে তখনই কোন একজন ইনফরমাল সেক্টরের লোক সেই সুযোগে পাড়ার মোড়ে একটা দোকান খুলে ফেলবে। কারণ তার পাড়ার মোড়ে দোকান খোলা খুব সহজ। বিদেশে এমনকি একটা ছোট দোকান খুলতেও প্রচূর মূলধন লাগে।

    আর আপত্তিটাও ঠিকমতন বুঝতে পারছি না। সেটা বুঝে যদি ঠিক মনে না করি তাহলে কাউন্টার করব, নইলে করব না।
  • ppn | 122.252.231.10 | ০১ ডিসেম্বর ২০১১ ২২:০২500582
  • আমেরিকা বনাম ভারত নিয়ে একটা জিনিস বলার আছে।

    এগ্রিকালচারাল প্রোডাক্টের বাইরেও এইসব রিটেল শপ প্রচুর জিনিস বেচে। মনে হচ্ছে (আবার খামচা খামচা পড়ে) আমেরিকার মম এন পপ শপেরা ওয়ালমার্টের চাইনিজ জিনিসের সাথে কম্পিটিশনের বাজারে দাঁড়াতে পারছে না। কিন্তু ভারতের বাজারে প্লেয়িং ফিল্ড আলাদা। এখানের মম এন পপ শপেরা বহুদিন ধরেই শস্তায় চাইনিজ/ভারতীয় জিনিস বেচে। ইনফ্রাকস্ট্রারাল ক্ষেত্রে খরচ অনেক কম হওয়ার জন্য মনে হয় এরা ওয়ালমার্টের থেকে কম দামেই সেসব জিনিসপত্তর বেচে যেতে পারবেন।

    এগ্রিকালচারাল প্রোডাক্টের ক্ষেত্রে ব্যপারটা এত সোজা না। সেখানে ফুড সিকিওরিটি, জিনিসপত্তরের রিটেনশন ইত্যাদি বহু আনুসঙ্গিক ব্যপার জড়িয়ে আছে।

    আমার মত ল্যালা পাব্লিকের যা মনে হয়।
  • Bratin | 117.194.103.252 | ০১ ডিসেম্বর ২০১১ ২২:১৩500583
  • নিশ্চয়। আমি আলু চাষের ব্যাপার টা খানিক টা জানি।

    ধরুন একজন আলু চাষ করল। নিজের পয়সায় বা ধার কর্জ করে।কিন্তু সে কিন্তু ফসল ওঠার সঙ্গে সঙ্গে পয়সা পাচ্ছে না। বেশী লাভের আশায় সে কোল্ড স্টোরে আলু রাখছে। এখান তার খরচ কী কী

    ১) আলু ঝাড়াই বাছাই করে বস্তা-বন্দী করার ( পচা/ধ্বসা জন্যে কে আর পয়সা গুনতে চায়)

    ২)কোল্ড স্টোরের ভাড়া গোনে প্যাকেট প্রতি।

    যখন সে আলু বার করছে তখন সে কিন্তু সরাসরি বাজরে বেচতে পারছে না।তর ফলে যত টা লাভ করা দরকার সেটা পারছে না।

    অর্গানাইজড ওয়ে তে করলে মনে সরকার বা কেউ ন্যায্য দামে আলু কিনলে এরা দু পয়সার মুখ দেখতে পারতো। অনেক সময় ধার মেটাতে প্রয়োজনীয় সময়ের আগেই এরা আলু বেচতে বাধ্য হয় আরো লস করে।
  • maximin | 59.93.240.198 | ০১ ডিসেম্বর ২০১১ ২২:২০500584
  • খাদ্যশস্যের বেলায় সেইফলি বলা যায় আমরা যেটা ১০০ টাকা কিলো দরে কিনি চাষি সেটা বিক্রি করে ২৫ টাকা থেকে ৩৩ টাকা কিলো দরে। এটা কেন হচ্ছে? কারণ আমাদের দেশে যারা কিনে নিয়ে এসে বিক্রি করে তারা বড়ো স্কেলে অপারেট করতে পারেনা। কেন পারে না?

    অ) ট্‌র্‌যান্সপোর্টের খরচ, কন্টেইনার কেনার খরচ, এবং স্টোর করে রাখা ইত্যাদির খরচ প্রথমেই একবারে করে নিতে হয়। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট।
    আ) ইনিশিয়াল ইনভেস্টমেন্টের টাকা ধার করে নিলেই হয়? সুদের হার যথেষ্টই বেশি।
    ই) সুদের হার কমালেই হয়? ইনফ্লেশন হলে সুদের হার সাধারণত কমানো হয়না, বাড়ানো হয়।
    ঈ) ইনফ্লেশন কমানো যায়না? ইনফ্লেশন হয় প্রধাণত খাদ্যশস্যের দামের কারণেই।
    উ) খাদ্যশস্যের উতপাদন বাড়ানো যায়না? আমাদের দেশে খাদ্যশস্যের উতপাদন আজ অবধি প্রকৃতির দর ওপরে নির্ভরশীল।
  • maximin | 59.93.240.198 | ০১ ডিসেম্বর ২০১১ ২২:২৪500585
  • ও: ব্রতীন দেখছি আগেই লিখে দিয়েছ।
  • a | 208.240.243.170 | ০১ ডিসেম্বর ২০১১ ২২:২৭500586
  • আরেকটা কুইক কোসে্‌চন:
    শুনেছি আমেরিকার বড় শহরে ওয়ালমার্ট নেই, কিন্তু ভারতে ঠিক তার উল্টো প্রোপোজ করা হয়েছে।

    এইটা কেন?
  • maximin | 59.93.240.198 | ০১ ডিসেম্বর ২০১১ ২২:৩১500587
  • এদিকে ওঅলমার্ট আসবে শুনেই প্যান্টালুনসের শেয়ারের দাম পড়ে গেছে।
  • aka | 168.26.215.13 | ০১ ডিসেম্বর ২০১১ ২২:৩২500588
  • আম্রিগায় বড় শহরে বেশি ওয়ালমার্ট নেই। কারণ করার জায়গা নেই। কিন্তু শহরের প্রান্তে অবশ্যই আছে। সেখানে যাওয়াও সহজ।

    ভারতে শহরের লোক ছাড়া কেউ ওয়ালমার্টে কিনবে না কারণ গ্রামের লোকেরা গরীব। তাদের চাহিদা অন্য।
  • pi | 72.83.76.29 | ০১ ডিসেম্বর ২০১১ ২২:৩৪500590
  • দেশে দোকান খুলতে মূলধন লাগে না ? একটা ব্যবসা লাটে উঠে যাবার পর সহজেই আবার একটা দোকান দিয়ে দেওয়া যায় ? এটা জানতাম না।
  • maximin | 59.93.240.198 | ০১ ডিসেম্বর ২০১১ ২২:৩৪500589
  • *প্রকৃতির দ-য়া র ওপরে।
  • aka | 168.26.215.13 | ০১ ডিসেম্বর ২০১১ ২২:৩৮500592
  • লাগে না না, কম লাগে। টেকনিকাল টার্মটা হল বেরিয়ার টু মার্কেট। তারমধ্যে মূলধন আছে, লাইসেন্স, হ্যানা ত্যানা এসবের চক্কর নেই। তাইজন্য বিদেশে একটা যেকোন ছোট দোকান খুলতেও কয়েকশ হাজার ডলার মূলধন নিয়ে নামতে হয়। দেশে সেই স্কেল টা অনেক কম। বক্তব্যটা হল ওয়ালমার্ট যদি বেশি প্রফিট খেতে যায় তাকে ছোট ব্যবসায়ীরাও বসিয়ে দিতে পারবে। যে কারণে লোকে কি জানি ঐ বইয়ের দোকানে না কিনে এখনও কলেজ স্ট্রীটে কেনে কারণ ১০% ডিসকাউণ্ট দেয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন