এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ৯৮৮৭৪ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৬ জানুয়ারি ২০১৫ ০৯:৪১509931
  • আকা এটা ক্কি লিখেছে? :-O
  • সিকি | 135.19.34.86 | ১৬ জানুয়ারি ২০১৫ ০৯:৫১509932
  • ইন ফ্যাক্ট ল্যাদোশদার পোস্টানো ছবির থেকেও মারাত্মক আকার কমেন। :-)
  • ranjan roy | 24.97.183.231 | ১৬ জানুয়ারি ২০১৫ ১০:২২509933
  • মিষ্টির সম্মুখের অলংকরণ ফটোগ্রাফির নান্দনিকতার স্বার্থে করা হইয়াছে।
    তবে ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়া পোস্টের নিমিত্ত বিধিসম্মত সতর্কীকরণ করিলাম।
  • potke | 126.202.122.198 | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:১৬509934
  • জোর আড্ডা, সদা ইসে নিয়ে এসেছিল। সাউথ লুরু ভাট ইন ইটসেল্ফ দিল্লী-ভাটের চে বড় মনে হয়।
  • সিকি | 135.19.34.86 | ১৬ জানুয়ারি ২০১৫ ১৪:৩২509935
  • দিল্লি ভাট মরে গেছে। কেউ আসে না, বেশির ভাগ মেলের উত্তরই দেয় না।
  • pi | 192.66.6.126 | ১৬ জানুয়ারি ২০১৫ ১৫:০৫509936
  • কোলকাতায় আবার ভাট হবে। পোস্ট কলেজস্কোয়ার ও প্রাক কোলকাতা বইমেলা ভাট। যে যে পারবেন চলে আসো/আসুন। ২৬ তারিখ, টেন্টেটিভ।
  • de | 69.185.236.52 | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:১৫509937
  • কোথায় হবে? ঠিকানা দিও!
  • pi | 24.139.221.129 | ১৬ জানুয়ারি ২০১৫ ১৭:৩৭509938
  • হয় কাব্লিদার বাড়ি নয় বইমেলার মাঠ, আর নয় ... লোকজন বলুক।
  • Abhyu | 85.137.13.161 | ১৬ জানুয়ারি ২০১৫ ১৮:৫০509939
  • এতো বছর গুরু করছে - এমন পরিস্থিতে ল্যাদোশদা কখনো পড়ে নি, শেষে রঞ্জনদাও? :)
  • কল্লোল | 111.63.202.36 | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:১১509941
  • হ্যাঁ। ইয়ে গিয়ে বলে ৮ ফেব্রু অমিত-সদা লুরুভাট।
    এর আগে দঃ ল্রুরু ভাট বার দুয়েক হোয়েছে, হাঁস ইঃ সহযোগে। এবার সায়ন মঞ্জিলে গোটালুরুভাট।
    এখনও পর্যন্ত যাঁরা কনফার্ম করেছে(ন) -
    অমিত, সদা, ডিডি, ভুতো-ভুতোনী, দীপু-সুহাসিনী, অপ্পন, ঐশিক,

    সোমা-জামাই, পটকে, অভতিমা, ঐশিক, ব্যাঙ, একক জনাও জনাও জনাও

    ঈশানী এবার পারছে না।

    আমরা এবার রান্নাবান্নায় বাউনঠাউরে উন্নিত হয়েছি। ইয়ে মানে উন্নততর লুরুভাট।

    কি রে কুমু আসবি নাকি?
  • aka | 81.91.97.164 | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:১৫509942
  • 'ল্যাদোষদার' শব্দটা 'খাওয়া' কে কোয়ালিফাই করছে। উফফ যত্তসব।
  • cm | 127.247.114.20 | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:২৪509943
  • আগন্তুকের সাথে আলাপ হইল কিন্তু আইএস আই টই এ আপডেট নাই! ছি ছি
  • a x | 138.249.1.206 | ১৬ জানুয়ারি ২০১৫ ২১:৪০509944
  • পাতাটা খুলেই তরতর করে নিচে স্ক্রোল করতে হল!!
  • Arpan | 125.118.218.236 | ১৬ জানুয়ারি ২০১৫ ২৩:৫৮509945
  • ইসে, কল্লোলদা, মেনুটাও ঠিক হয়ে যাক।

    পুরো যজ্ঞিবাড়ির রান্না চাই কিন্তু!
  • কল্লোল | 111.63.209.20 | ১৭ জানুয়ারি ২০১৫ ০৫:৩৫509946
  • অপ্পন। মেনুতে এট্টু সায়নরে লাগবে। অ সায়ন তরে ম্যাছেজ করসি। এহানেও দিয়া দিলাম। বাউনঠাউর(লুরু) ৯৫৯০৯৯৩৭০৫। নাম রঞ্জিত।
    আমি আজ থে ২৬ পজ্জোন্তো কোল্কেতায়।
  • pi | 192.66.11.155 | ১৭ জানুয়ারি ২০১৫ ০৯:০৬509947
  • আরে কল্লোলদা ছাব্বিশে আছো ! মেইল দেখো।
    চব্বিশে পুণ্যদার বইয়ের উদ্বোধনে যাচ্ছো ?
  • কল্লোল | 125.242.178.45 | ১৭ জানুয়ারি ২০১৫ ১০:০৪509948
  • নারে! ২৬ সকালেই ফিরবো।
  • lcm | 118.91.116.131 | ১৮ জানুয়ারি ২০১৫ ১২:০৬509949
  • cb,
    ঐ দোকানে 'গুলাবজাম কাটলেট' (ল্যাংচা) - ওটা কেটে চাকতি করে বিক্রি করে। ছবি তোলবার আগেই চাকতি কাটতে শুরু করে দিয়েছিল।
  • আকাশবাণী কলকাতা | 233.29.204.178 | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:১৭509950
  • ছোট্ট সোনা বন্ধুরা - তোমাদের জন্যে দারুন খবর ।

    ২৬ তারিখ বিকেলে, প্রজাতন্ত্র দিবসের দিন, তোমাদের লামাকাকু কাবলিদাদুর বাড়িতে যাবে। আমরাও অনেকে মিলে যাব। লামাকাকু সেদিন কাব্লিদাদুকে বকাবকিও করবে। ওরা লাল/সোনালি রঙের হোমিওপ্যাথি ওষুধ গন্ধ ওয়ালা জল খাবে। তোমরা তো এখন বড় হচ্ছ, জীবনের নানা অভিজ্ঞতা যেন তোমাদের সহজে গায়ে না-লাগে, সেই জন্যে এই দিনটাকে এক্সকারশন হিসেবে নাও। সব্বাই চলে এস।

    ২৬ এর বিকেলে তাহলে দেখা হচ্ছে, তোমাদের প্রিয় গল্প দাদুর আসরে ---
    টুং টাটুং টুং
  • সিকি | 135.19.34.86 | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:২১509952
  • কী সাংঘাতিক! এদিকে ২৬ তারিখ ড্রাই ডে বলে মৌর্য শেরাটনে ওবামার সান্ধ্য পার্টিতে পর্যন্ত হার্ড ড্রিংকস সার্ভ করা হচ্ছে না। ওবামাকে মেড ইন ইন্ডিয়া ডাবেজ্জল আর কোলা খেয়ে কাটাতে হবে।
  • h | 127.194.251.118 | ২৩ জানুয়ারি ২০১৫ ১২:৫৩509953
  • ওবামার কোনো প্ল্যানিং নেই। আমি রেডি। ড্রাই ডে র অত্যাচার থেকে বাঁচার জন্য, দু বোতল ওয়াইন আর একটি বিনীত হুইস্কি বোতল এনে রেখিছি, যাতে পিত্ত রক্ষা হয়।
  • kd | 69.92.67.202 | ২৪ জানুয়ারি ২০১৫ ১২:১৭509954
  • ইংল্যন্ডে রোব্বার বিকেল ছ'টা অব্দি বারে মাল ব্যাচে না (আমাদের ওখানেও না, তবে দুপুর দু'টো অব্দি) ঃ-(
    তো অ্যাকবার কাজে বার্মিংহ্যাম গিয়ে আটকে গেছি। আমরা চারজন - অরিজিন স্কট, আইরিশ, ইটালিয়ান আর অবভিয়াসলি বাঙালি। শনিবার কাটলো ওয়ারউইক ক্যাসেল ঘুরে আসতে। রাতে ঠিক হ'লো পরেরদিন স্ট্র্যাফোর্ড ঘুরে আসা যাক, আমারাও কাল্চার্ড প্রমাণ করতে (স্যাডলি, আমাদের সকলের বৌই আমাদের আনকালচার্ড ভাবে - আমরা নাকি সক্স/পেট্রিয়ট্স/সেল্টিক্স/ব্রুইন্সের বাইরে কিছুই জানিনা)।
    সকালে দু'জন বেরিয়ে গ্যালো চার্চে গজর গজর করতে, হিদেনদু'টোকে লাউঙ্জে পটভর্তি কফি আর প্লেটভর্তি কিপার্স দিয়ে বসিয়ে রেখে - টাস্ক, ম্যাপ দেখে রাখা। গজর-গজরের কারণ, এ'দেশে নাকি সত্যিকারের চার্চ (সত্যি = ক্যথলিক) পাওয়া 'ওয়েরি ডিপিকাল্ত'।
    এনিওয়ে, ওরা ফিরলে আর্লি-লান্চ করে আমরা রওনা দিলুম। দু'টোয় ডেস্টিনেশন - সাউথবস্টন-ব্রেড ১০০%আইরিশ-ব্লাড, হেঁ হেঁ বাবা! ড্রাইভারের কথা জানিনা, তবে বাকি তিনজন জাস্ট একজস্টেড - এনার্জিবুস্টার অ্যাবসোলিউটলি নীডেড।
    সামনেই একটি সুন্দর বার (অসুন্দর বার কি হয়?), এভনের কোল ঘেঁষে। ভেতরে গিয়ে জানা গ্যালো এই ব্লু ল'এর কথা। সব্বোনাশ! আমরা চেয়ারে ধুপুস। কিন্তু হাল নহি ছোড়নে কা - এগিয়ে এলো লু' ডি'কোলা, আমাদের ইটালিয়ান "নিগোশিয়েটর' - ওর মতে দুনিয়ায় সব ব্যাপারেই লুপহোল থাকে, খুঁজে নিতে হয়। পেয়েও গ্যালো - বারে সার্ভ করার আইন নেই, কিন্তু টেবিলে ডিনারের সঙ্গে অ্যালাউড। ব্যস, ডিনার অর্ডার করা হোয়ে গ্যালো - টু বি সার্ভড অ্যাট সেভেন, টিল দেন, ড্রিন্ক্স ----------!!
    বোধহয় আটটা নাগাদ ও'রা আমাদের গাড়িতে তুলে দিয়েছিলো (আমিই একমাত্র নিজের পায়ে হেঁটে গাড়িতে উঠেছি বলে ড্রাইভিংটা আমাকেই করতে বল্লো)।
    পরের দিন আমরা ঠিক সময়েই কাজে গেছি। কে একজন একটা বই জোগাড় করে নিয়েছিলো - লাঞ্চে আমরা ডিসকাস করে নিলুম, ওখানে আমরা কি কি দেখেছি (থিয়োরিটিকালি)।
    প্রয়োজন ছিলো, বৌএর হাতে ধরা পড়ার ভয় পৃথিবীর কোন দেশের মানুষের নেই?
  • ranjan roy | 24.96.184.141 | ২৪ জানুয়ারি ২০১৫ ২৩:১৮509955
  • বাক আপ! কাবলিদা, আরো হোক।
  • তাপস | 126.203.140.208 | ২৬ জানুয়ারি ২০১৫ ১০:৩৯509956
  • এদিক-ওদিক হুইসল বাজছে । ট্রেন-ফ্রেনও একটু আধটু করে পৌঁছে যাচ্ছে । সে হুইসল আলাদা। কলকাতায় আজ গুরুতন্ত্র দিবস। কাবলিদার বাড়ি পতাকা উত্তোলন। পতাকা রেডি হয়নি । কারণ সে পতাকার নিচে মুঠিভর যে ফুল বাঁধা হবে, সেইগুলো কে আনবেন তারই লাগি কাড়াকাড়ি। সূচ্যগ্র মেদিনী কে ছাড়ে? শুওর মনে হয় কাটা হচ্ছে, বিফ ঠিক কী অবস্থায় জানা নেই। কাল প্রকাশ্য আলোচনায় মদের ব্যবস্থাদি নিয়ে অনলাইনে বিলকুল ঝগড়া হয়ে যাওয়ায় কেউ কেউ ড্রপ করে যেতে পারেন । ৪ লিটার ৭৫০ মিলি মতন তরলে কী বা হয়? লোকজন কত হবে সে নিয়ে গেস না-করাই ভাল । ২০ থেকে ৮০ র মধ্যে ভ্যারি করে যাবে। ধুলো পায়ে মাঠ থেকে ঈপ্সিতা আসবে, সিঙ্গুর থেকেও লোক আনা হচ্ছে। না, নন্দীগ্রাম নেই । তবে যাঁরা আসবেন তাঁদের মধ্যে কারো নাম নেতাই হলে কর্তৃপক্ষ দায়ী নহে । আজ কি প্লাস্টিকের থালা গেলাস পাওয়া যাবে? এখন সেই নিয়ে চাপান। উতোর পার্টটা শুরু হয়নি, তবে হয়ে যাবে। জয়া মিত্র, রবিশংকর বল আসছেন বলে জানা যায়, বিশিষ্ট সাংবাদিক মধুমিতা দত্তও আসছেন। বহু বিশিষ্ট মাতাল আসছেন, তাঁদের ভাব দেখে মনে হচ্ছে, আজ রেড মার্চ শুরু করে দেওয়া যেত, রেড ওয়াইন নেই বলে যা হয়ে উঠবে না । তালিকায় গেঁজেল-প্রিন্টার-পাবলিশার-রাইটার আছেন । গান হবে। গানের সঙ্গে বা আলাদা করে কোমর দোলাবে না, এমন পাষণ্ড খুব বেশি নেই বলেই ধারণা। এর মধ্যে কিছু ভাটের জনতা থাকবেই, যারা ভাট শুরু হতে না হতেই উঠে চলে যেতে চাইবে । কেউ কেউ পৌঁছবে আরেক দল বেরিয়ে যাওয়ার ঠিক আগে আগে বা পরে পরে, তবে এরা সব সংখ্যালঘু। চন্ড চাড্ডি ও লাল রঙের লোমওয়ালারা এক সঙ্গে বসে খানা-পিনা শুরু করবেন, শেষ কোথায় কী আছে শেষে, সে কবির মতই আমাদেরও জানা নেই। আসলে কিন্তু এসব বই পত্র ক্যাশমেমো ফ্লেক্স গোছানোর জন্যেই । তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি করে ক্যাশবাক্স আগেভাগে না গুছিয়ে ফেললে মুশকিল। সব্বাইকে আলাদা করে ডাকা হয়নি, কিন্তু গুণী মানুষরা ক্ষমাঘেন্না করে নেবেন। চাইলে আলাদা করে পোস্ট মার্ক্সিজম কিম্বা স্পিভাককে খিস্তনোর ব্যবস্থাও হয়ে যেতে পারে। ওবামা কিম্বা ইজিপ্ট। গুরু সব দ্যান। শুধু চাইতে জানতে হয়। এসে পড়ুন। ৩ ঘটিকা থেকে শুরু। আপনি চলে গেলেই শেষ।
  • pi | 233.176.0.81 | ২৬ জানুয়ারি ২০১৫ ১১:০০509957
  • শুধু, তাই নয়, মুখুজ্জে পরিবারে নবতম সদস্যর আগমনও সেলিব্রেট করা হবে বটেক ঃ)
  • সিকি | ২৬ জানুয়ারি ২০১৫ ১৪:১৬509958
  • হুঁঃ। যত্তো সব মোদো মাতালদের ঠেক।
  • ?? | 59.207.251.116 | ২৬ জানুয়ারি ২০১৫ ১৬:৩১509959
  • সিকির এই প্রশ্নটা আমারও -আজকাল মদ খাওয়া টা সত্যি এত ফ্যাশান? জানি এই প্রশ্নটা পলিটিক্যালি সঠিক নয় কিন্তু মনে হয়। সবাই এখানে মদ খাওয়া নিয়ে এত পাতার পর পাতা লেখেন দেখে মনে হত তাই কোশ্ন।
  • dd | 132.171.118.188 | ২৬ জানুয়ারি ২০১৫ ১৬:৪৩509960
  • আমি বলি?

    মদ খাওয়াটা ফেশন নয় প্যাশন। আরো বেশী। অলমোস্ট রিলিজিয়ন। আপনি য্যামোন ভাবছেন, ইটি ইয়ং সাজার ন্যাকামি নয়। নট অলয়েজ। নট এভ্রিহোয়ের।

    আমার খুব ইসসে করে, জানেন, যাবতীয়ো ন্যাশা নিয়ে অসম্ভোব কঠিন এক ফিলোজফিক্যাল প্রবন্ধো লিখি। অলডাস হাক্সলে লিখেছিলেন - সে ও প্রায় চল্লিশ বছোর আগে। "মাইন্ড এক্ষপানসন"। ই; ইঃ।

    \কিন্তু হায়, কঠিন ল্যাখা লিখতে গ্যালেই হাসি পে' যায়। ঐ, একককেই ধত্তে হবে।
  • সিকি | ২৬ জানুয়ারি ২০১৫ ১৮:৩৬509961
  • ইয়ে, আমি ঠিক কোশ্নো টোশ্নো করি নি। পাতি আবাজ দিয়েছিলাম।
  • Arpan | 125.118.145.85 | ২৬ জানুয়ারি ২০১৫ ১৮:৪৪509963
  • অবজেকশন।

    সুরাপায়ী আর মাতাল এক না। এর পর শুনব পেটুক ও খাদ্যরসিকও এক। যত্তসব।

    আর সমবেত মদ্যপান হল তাৎক্ষণিক আনন্দের মুহূর্তের এক যৌথ উদযাপনের উপায়। কেউ কেউ বোর্নভিটা দিয়েও করে অবশ্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন