এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ৯৮৮৯১ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 125.118.145.85 | ২৬ জানুয়ারি ২০১৫ ১৮:৪৬509964
  • হ্যাঁ, সিকি আবার বিয়ার খায়, আর বাকিদের আবাজ দেয়। ;)
  • সিকি | ২৬ জানুয়ারি ২০১৫ ১৮:৫০509965
  • খায় না, খেত। ও ভি দশ সাল পেহলে।

    হ্যাঁ, সুরাপায়ী আর মাতাল এক না, যেমন আঙুর ফল টক হয় না।
  • Arpan | 125.118.145.85 | ২৬ জানুয়ারি ২০১৫ ১৮:৫৫509966
  • রাম রাম, এই সেদিন লুরুর বার্বিকিউ নেশনে কে কিংফিশার প্যাঁদাল? সে কমরেড সিকির ক্লোন ছিল নাকি!!
  • sosen | 212.142.95.40 | ২৬ জানুয়ারি ২০১৫ ১৯:০৩509967
  • এখানে তো সবাই মুখুজ্জে, কোন মুখুজ্জে? নামের টই কেউ তুল্লো না তো?
  • robu | 122.79.36.132 | ২৬ জানুয়ারি ২০১৫ ১৯:০৪509968
  • সিকি ওটা পাখি ভেবে খেয়েছে, শিওর।
  • Pi | 122.79.39.181 | ২৬ জানুয়ারি ২০১৫ ২১:৪৪509969
  • কাব্লিদাদু।
  • !! | 59.207.251.116 | ২৬ জানুয়ারি ২০১৫ ২৩:১২509970
  • স্বাধীন দেশে নিজের পয়সায় মদ খেলে কার কি বলার আছে। প্রশ্ন হচ্ছে সত্যি কি মদ খাওয়াটা এতটাই ফ্যাশান যে সেটাই মুখ্য হয়ে দাড়াঁয়।
    অন্যকালচার যেমন পাঞ্জাবী বা দক্ষিণে মদ অনেকদিনই চলিত, কিন্তু বাঙালীদের মধ্যেও কি এখন মদ্যপ্রীতি এত প্রবল যে সকল অনুষ্ঠানে এটি না হলে চলে না?
    এটিকে আওয়াজ বা ব্যক্তিগতভাবে নেবেন না -এটি একটি সরল নিরীহ গোলগাল কোশ্ন।
  • Blank | 127.194.45.222 | ২৬ জানুয়ারি ২০১৫ ২৩:২০509971
  • বাঙালীদের মদ নিয়ে ন্যকামি আগের চেয়ে কমছে
  • এলেবেলে | 126.203.131.60 | ২৬ জানুয়ারি ২০১৫ ২৩:২৮509972
  • মদ সাতিশয় খারাপ। খাবেন না।
  • Arpan | 125.118.145.85 | ২৭ জানুয়ারি ২০১৫ ০০:০৩509974
  • বিচিত্র নয়। একসময় চা খাওয়া নিয়ে এসব প্রশ্ন উঠত।
  • Tim | 101.185.30.212 | ২৭ জানুয়ারি ২০১৫ ০০:৩৯509975
  • মদ খাওয়া খারাপ আর মদ নিয়ে প্রশ্ন করলেই সেটা বাঙালীর ন্যাকামি এইদুটোই একই ইসের এপিঠ ওপিঠ
  • একক | 24.96.76.123 | ২৭ জানুয়ারি ২০১৫ ০২:০৭509976
  • ইয়ে বাঙালি একটু শুকনো নেশা বেশি করত আগে। আফিমের গুলি থেকে ভাং ঠান্ডাই , পুজোয় সিদ্ধিবাটা এসব চিরকাল ছিল । মেয়েরা দোক্তা-তামাক-আফিমে অসম্ভব আসক্ত ছিলেন । মদ এর প্রচলন একটু কম ছিল মনে হয় ওভারঅল । পরবর্তীকালে অন্যগুলোর চল কমে গিয়ে মদ বাকি জায়গা নিয়েছে । সরকার শুকনো নেশার মার্কেট টা নষ্ট করেছে এন্টি ড্রাগ মুভমেন্ট এর সঙ্গে গুলিয়ে ।তবে সবচে বড় কারণ লাইফস্টাইল রিলেটেড হতে পারে। অন্য নেশাগুলোর কম বেশি সাইকডেলিক , হ্যালুসিনেটিভ এফেক্ট আছে । বা হাইপারপ্রায়মিং লেভেল খুব হাই যেটা চ্যানেল করা মোর চ্যালেঞ্জিং । সেসব দিক দিয়ে মদ ভীসন ভীসন রিস্ক ফ্রি নেশা । সোশাল মিক্সিং এর ক্ষেত্রে । ফ্যামিলি পারসন দের ক্ষেত্রেও সুইটেবল ।এখন আর একান্নবর্তির বড় বারান্দায় পিসিমা আহ্নিক দিয়েই মুখে একটা আফিমের গুলি ঠুসে ঝিমের দেশে যেতে পারেননা । কাজেই নাতনির জন্মদিনে ওয়াইনে চুমুক দিলে ক্ষতি কী ! বাঙালি চিরকালই নেশা করে । মদের হাত ধরে প্যাটার্ন টা অনেক স্মল ফ্যামিলি ওরিয়েন্টেড হয়েছে । নিজের নিজের খোপে ঢুকে গিয়ে সন্ধের পর ঝিম নয় । ফুড কনসাম্পসন প্যাটার্নের সঙ্গে ম্যাচ করানো সোজা ।
  • কল্লোল | 111.63.217.116 | ২৭ জানুয়ারি ২০১৫ ০৭:২৮509977
  • ধ্যুস মাইরী। মদ খাবো, তাও কে কি কেন কবে কোথায় কত্তে হবে?
    আগে তো গাঁজা চরসও খেতাম। কিন্তু এখন গলার সমস্যার জন্য সিগারেটও খেতে পারি না।
    যারা খান না, তারা কেন খান না তা নিয়ে তো সরল নিরীহ গোলগাল কোশ্ন করিনি ভাই।
  • aranya | 83.197.98.233 | ২৭ জানুয়ারি ২০১৫ ০৯:০২509978
  • কলি ভাট কেমন হল - খোঁয়ারি ভাঙলে জানিয়ে যাবেন বন্ধুগণ
  • !! | 24.96.181.192 | ২৭ জানুয়ারি ২০১৫ ১০:০১509980
  • এককের উত্তর ভাল লাগল - ব্যক্তিগত ভাবে না নিয়ে উত্তর দিয়েছেন। কল্লোল কিন্তু সেই নিজের গায়ে নিলেন। আমি যদিও বলেছি এটি ব্যক্তিবিশেষের উদ্দেশ্যে নয়।
  • a | 69.167.178.117 | ২৭ জানুয়ারি ২০১৫ ১০:৪৫509981
  • পাইকে, যাদবপুরের টইতে করা প্রশ্নের উত্তর কবে পাব?
  • - | 109.133.152.163 | ২৭ জানুয়ারি ২০১৫ ১১:০১509982
  • যে কোনও নেশা, মদ-গাঁজা-চরস যাই হোক, করতে ভালোবাসা লোকেরা কেন ধর্মাচারের নেশা করা মানুষদের উদ্দেশ্যে থেকে থেকেই সরল নিরীহ গোলগাল কোশ্ন তোলেন কেউ জানে?
  • jenegan | 233.29.204.178 | ২৭ জানুয়ারি ২০১৫ ১১:০২509983
  • রিদ্ধি উত্তর দেবে। টই গোলাবেন না
  • san | 11.39.32.140 | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:০৩509985
  • ক ) কিন্তু প্রশ্নটা ভ্যালিড। ইনি (মদের) নেশা করে ডুবে যান , উনিও (ধর্মের) নেশা করে ডুবে যান। মরাল হাইগ্রাউন্ড নেবার যায়গা কোথায় ? অবভিয়াসলি মারপিট খুনোখুনি বাদ দিয়ে শুধু আইডিওলজিকাল লেভেলে বলছি।
    ডিঃ আমি বন্ধুদের জমায়েতে মদ খাই , দিব্বি খাই। আক্রমণ করলে আমার গায়ে লাগবেনা :-)

    খ ) হ্যাঁ বাঙালিদের মধ্যে মদ নিয়ে ইনহিবিশন আগের চেয়ে কমছে । অন্তত একটা সেক্টরে হলেও কমছে। সুখের কথা। মদ খায় মানেই নর্মদাশোভিত মোদোমাতাল এইসব মফস্বলী ইনহিবিশন যত কমে তত ভালো।

    গ) ন্যান , এবার 'মফস্বলী' নিয়ে মিনিময় করুন । উহা ব্যক্তির না , মানসিকতার সিগনিফায়ার। তাও করুন।
  • tapas | 233.29.204.178 | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:০৬509986
  • ^^^^ গুড ওয়ান --- কক
  • Bhagidaar | 218.107.71.70 | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:০৯509987
  • ক্ষী কান্ড!
  • san | 11.39.32.140 | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:১২509988
  • উফ নর্দমা লিখতে গিয়ে নর্মদা লিখেছি। একটু বুঝে ন্যান প্লিজ।
  • Bhagidaar | 218.107.71.70 | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:১৩509989
  • আমি তো তাপসের টাইপোতে কমেন করলাম।
  • শ্রী সদা | 113.19.212.21 | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:২১509990
  • ধর্মাতাল জনতা নিজের ঘরের ভেতর বসে লিটার লিটার ধর্মসুধা পান করুন, কোনো আপত্তি নেই। কিন্তু নিজের বিশ্বাস জোর করে অন্যের ঘাড়ে চাপাতে গেলে আপত্তি হ্যাজ। এর মধ্যে ফাটা মাইকে তারস্বরে আজান, বিকট বক্স বাজিয়ে জয় লোকনাথবাবা সবই ইনক্লুডেড। মদ, সিগু, গাঁজা সবই আনন্দের সঙ্গে খাই কিন্তু যে খায়না তার মুখে গুঁজে দিতে যাইনা।
  • কল্লোল | 111.63.222.242 | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:২৮509991
  • যিনি ধর্মাচারণ করেন, তিনি তার ভালোলাগা/বিশ্বাসের জায়গা থেকে করেন। তাতে আবার কে কবে প্রশ্ন তুললো?
    ধর্ম বা নেশা জিনিসটা ব্যক্তিগত। সেটা ব্যক্তিগত পর্যায়ে থাকলে কেউ তো কোন কোশ্ন করে না। নেশা করে অন্যের অসুবিধা ঘটালে সেটা নিয়ে কথা হবেই। ঠিক তেমনই ধর্ম নিয়েও।

    যেহেতু নেশা বিষয়টা আমার কাছে ব্যক্তিগত, তাই ব্যক্তি হিসাবে জবাব দিয়েছি। কিন্তু আমার কোশ্ন ফ্যা ফ্যা করে ঘুরে মরছে। যারা নেশা করেন না, তারা কেন করেন না।
  • san | 11.39.32.140 | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:৩১509993
  • হ্যাঁ হ্যাঁ , অন্যের ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ নিয়ে সদাকে ক দিতে আমার কোনো দ্বিধা নাই। সে ধার্মিক লোকেই মাইক বাজিয়েই করুক , (যেকোনো) পার্টি আপিসের দাদারাই পাড়ার দাদাগিরি করুক , আর হাল্কা র‌্যাগিং এর নামে অনিচ্ছুক লোকের মুখে মদ ঢেলে দেওয়াই হোক।
  • Arpan | 233.227.37.105 | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:৩১509992
  • " প্রশ্ন হচ্ছে সত্যি কি মদ খাওয়াটা এতটাই ফ্যাশান যে সেটাই মুখ্য হয়ে দাড়াঁয়। "

    সরি, প্রশ্নটা তো বটেই, তার উদ্দেশ্য বিধেয় কিছুই বুঝিনি। মুখ্য শব্দের প্রয়োগও বুঝিনি। কাদের মধ্যে মুখ্য? এগুলোর কনভিন্সিং ব্যাখ্যা পেলে কনভিন্সিং উত্তরের চেষ্টা করব।
  • ranjan roy | 24.96.76.4 | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:৩৫509994
  • শ্রীসদাকে বড় করে ক।
    তবে দুটো কথাঃ
    ১) নিজে নিজে মদ ইত্যাদি খেলে কারো কিছ বলার নেই। ভালো মন্দ নিজে ভুগবে, অন্যের কি?
    --- কিন্তু শুধু অন্যের মুখে গুঁজে দেওয়াই নয়, না গুঁজেও পাবলিক প্লেসে মাতলামি করলে চাপ আছে। বা নিজের বাড়িতে বসে মাল খেয়ে মাতাল হয়ে চেঁচামেচি করে অন্যের শান্তিভঙ্গ করলে চাপ আছে।

    ২) তেমনি নিজে নিজের ঘরে বা ধর্মস্থানে ধর্মাচরণ ( যে কোন ধর্ম, যাগ-যজ্ঞ, ভজন, আরতি , নমাজ পড়া যাই হোক) নিয়ে কারো কোন আপত্তি থাকতে পারে না।
    --- কিন্তু অন্যের কানে জোর করে ঢোকানোর জন্যে হাই ডেসিবেলে সকাল সন্ধ্যা মাইক বাজানো ( যে কোন ধর্মের) বা সরকারি অফিসে কাজের সময় ধর্মাচরণ করলে চাপ আছে।
  • ranjan roy | 24.96.76.4 | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:৪৩509997
  • সবাই নেশা করে। আলাদা রকমের। ধর্মের বা বইপড়ার বা গানশোনার বা খেলাদেখার বা রাজনীতির ।
    "সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে"।

    আর গুরুর ভাটে মদ থাকে, সিগ্রেট থাকে। কেউ কেউ খায়। যার যা ইচ্ছে। নানান খাবার দাবার মিষ্টি থাকে, গান থাকে। সবাইকে গাইতেই হবে এমন নয়। আসলে কোন কিছু নিয়েই জোরাজুরি করা হয় না। নির্ভেজাল আড্ডার মেজাজ, সেটাই এর ইউএসপি।
    আদৌ মোদো-মাতালের আড্ডা নয়। ঃ))
    ওটা সিকির একপেট হিংসে থেকে বলা। আড্ডাবাজ ছেলে , যেতে পারছে না বলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন