এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা বই এবং পরবর্তী প্রজন্ম

    jhumjhumi
    অন্যান্য | ০৯ ফেব্রুয়ারি ২০১২ | ২৩১৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | 12.34.246.73 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৩532151
  • এটা আবার কি দাঁত ছরকুট্টে হাসি! মাইরি বলছি, আমি এভাবে হাসি নি। গুরুর কলে ভূত ঢুকেছে।
  • aka | 168.26.215.13 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৪532153
  • না না বাংলাদেশে বাংলায় অফিশিয়াল কাজ হয়। আর বাংলাদেশের আইডেন্টিটির সাথে বাংলা ভাষা ওতপ্রোতো ভাবে জড়িত। একটু অন্য ব্যপার।
  • byaang | 122.172.227.244 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৪532152
  • নিজে নিজেই কেনেন, নিজে নিজেই পড়েন। কাকপক্ষীকেও টের পেতে দেন না এসব খবর। আমি কিনা দশ বছর পর বইমেলায় গেলুম তাই এই সিরিজটার খোঁজ পেলুম। বলি আমাদের প্রতি দয়ামায়ামমতা নাই থাকতে পারে, কুচোগুলোর খাতিরেও তো এমন সব বইয়ের কথা শেয়ার করতে পারেন?
  • Tim | 198.82.22.9 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৫532155
  • ব্যাঙদি,
    আমার অভিজ্ঞতা বললামই তো। আমার দেখা সবাই ইংরেজি অঙ্ক বিজ্ঞান নিয়ে যত দরদী তার দশ শতাংশও বাংলা নিয়ে নয়। বাকিসব বিষয়ে দূর্দান্ত এদিকে বাংলায় কম পাচ্ছে বলে র‌্যাঙ্ক নেমে যাচ্ছে, একমাত্র সেক্ষেত্রেই দেখেছি বাবা-মা বাংলা নিয়ে কনসার্নড।
  • rimi | 168.26.205.19 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৫532154
  • ব্যাং তোকে কেলাইবো, তুই আমাকে সার্কাসের ছেলে দিলি না এখনো!!:
  • hu | 12.34.246.73 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৮532158
  • আমার আগের পোস্ট আমার নিজেরই ১০।১২ তে করা পোস্টের উদ্দেশ্যে।

    টিম, বাংলা ভাষা মৃত কিনা সেটা ভবিষ্যত বলবে। আমার শুধু একটাই বক্তব্য। গল্পের বই পড়া তো একটা আনন্দের জিনিস। কেউ স্বেচ্ছায় স্বত:স্ফুর্ত ভাবে না চাইলে কেন তার মাথায় গজাল মেরে আনন্দ ঢোকাতে হবে। এবং সেটা না পারলে হা-হুতাশ করতে হবে। রিমিদি যেমন বলল, তেমন হোক না স্কুলে স্কুলে। বছরে বেশি না, দশটা বাংলা বই পড়লে স্পেশাল রেকগনিশন। খুব খুশি হব। কিন্তু আজকালকার বাচ্চারা বাংলা না পড়ে উচ্ছন্নে গেছে - এরকম কথা শুনে শুনে কান পচে গেছে।
  • I | 14.99.154.128 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৮532157
  • তবে এখনো কিছু আশা আছে। গতবছর অবধিও ছেলে বুড়ো আংলা শুনতে চাইত না-আবার সেই এক গল্প শুরু করেছে-বলে মুখ বেঁকাত। এবার কিন্তু সোনা হেন মুখ করে শুনেছে। চেয়ে চেয়ে শুনেছে। তবে কিনা ইঞ্জিরি বই-ই বেশী পছন্দ করে, কেননা ভাষাটা পড়তে পারলে ওগুলো বেশী ভালো লাগে। বেশ বাচ্চাদের মত সহজ করে, সুন্দর ছবি টবি দিয়ে লেখা হয় । আকা ঠিকই বলেছে-ছ-বছরের নীচের বাচ্চাদের জন্য বাংলায় ভালো কম। তবে নেই , তা নয়। বাংলা ক্রমে আসিতেছে। শিশু সাহিত্য সংসদ, স্বর্ণাক্ষর, লালমাটি, দোয়েল ইত্যাদি।

    আরেকটু বড় হয়ে উঠলে কিন্তু বাংলা বইয়ের খনি খুলে যাবে। তদ্দিন অবধি বাংলা বই পড়ার ( ইন ফ্যাক্ট, বাংলা-ইংরেজী সবধরণের বই পড়ার) অভ্যাস জারি রাখতে হবে।
  • Tim | 198.82.22.9 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৮532156
  • আকাদা,

    ভবিষ্যতে বাংলায় স: কাজকর্ম করাটাও প্রবল অসুবিধের বলে প্রতিভাত হবে। মনে হবে উল্টোদিকে হাঁটছে। :-)
  • hu | 12.34.246.73 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:২১532159
  • এই তো! ইন্দোদার মতটাই আমারো মত। আরেকটু বড় হলে আর বইকে ভালোবাসলে নিজেই খুঁজে পড়ে নেবে। তবে সবাইকে বই ভালো বাসতে হবে এমন মাথার দিব্যিও নেই।
  • I | 14.99.154.128 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:২২532161
  • আরে ব্যাং, কব্বে মানে কি সত্যিই কব্বে ! আমারো এই বইমেলা থেকে কেনা। :-)
  • byaang | 122.172.227.244 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৩532162
  • বড়াই আর হুর শেষ পোস্টে কয়ে ক্ক দিলাম।
  • Abhyu | 97.81.75.239 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৪532164
  • রিমিদি, তোমার ছানার জন্যে দুটি বই আছে, একবার এসে নিয়ে যেও।
  • byaang | 122.172.227.244 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৪532163
  • মানে বড়াইয়ের ১০:১৮ আর হুচির ১০:২১কে।
  • Tim | 198.82.22.9 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৫532166
  • হুচি
    আমার বক্তব্যটা গজাল মেরে ঢোকানো না। সমস্যাটা হলো ছ বছরের পরে কি বাচ্চাদের জীবনে ম্যাজিকাল কিছু হবে, যে তারা হঠাৎ করে আরেকটা নতুন ভাষা শেখার চাপ নিতে পারবে? বরং চাপ আরো বাড়বে, ভালো নম্বর পাওয়ার প্রয়োজন ও পিয়ার প্রেশার আরো বাড়বে। তো, বাংলাটা শিখবে কিকরে তারা?
  • tatin | 117.197.68.45 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৫532165
  • বাংলা বাজারের বাংলাকে মারবে এত বড় মাইকা লাল কোনো ক্যাপিটালের পেটে জন্মায় নি।
    'জমি আমি দুবনি' কোনো ইংলিশ-হিন্দিতে মুছবেনা।
    তবে মেকলের জারজদের বাংলা সম্ভবত: মৃতপ্রায়- অন্তর্জলি যাত্রায়
  • Abhyu | 97.81.75.239 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৭532168
  • তবে সার্কাসের ছেলে অন্য লোকে নিয়ে গেছে :(
  • byaang | 122.172.227.244 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৭532167
  • বড়াই, আপনাকে একটা দাঁতকিড়মিড়ানির স্মাইলি দিলাম। স্বর্ণাক্ষর থেকে কী কী কিনলেন? আমার টাকা ফুরিয়ে যাওয়ায় আর ঢুকতে ইচ্ছে করলা না। সব টাকা গাংচিল আর থিমাতেই শেষ হয়ে গেল।
  • rimi | 168.26.205.19 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৮532169
  • হু র সঙ্গে একমত। বই হল ভালোবাসার জিনিস। চাপিয়ে দিলে পড়া হয়ত হয়, কিন্তু ভালোবাসাটা হারিয়ে যায়। স ম র মেয়েকে না খেতে দিয়ে পথের পাঁচালী পড়ানোর আইডিয়াটা আমার পছন্দ হয় নি।

    ললিপপ আবার বুড়ো আংলা শুনতে খুব ভালোবাসত ছোটোবেলায়। আমাকে দিয়ে তিনবার পড়া করিয়েছে ঐ বই। কি সুখের সময় ছিল সেসব। এখন এই AR প্রোগ্রামের ধাক্কায় বাংলা বই পড়া কমে গেছে। লাইব্রেরী থেকে গুচ্ছের ইংরিজি বই আসে, আর সেগুলো পড়তে সময় চলে যায়! অপেক্ষা করে আছি কবে সামার আসবে। আর কবে ব্যাং সার্কাসের ছেলে দেবে! কেননা নতুন বাংলা বই আর নেই বাড়িতে।
  • byaang | 122.172.227.244 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৯532170
  • রিমি সার্কাসের ছেলে স্ক্যান করতে তো সময় লাগে রে, তাহলে তক্কো করব কখন? :-) কটা দিন সময় দে। তবে আমার থেকে সার্কাসের ছেলে চাওয়ার আগে অভ্যুর জয়গান গা। অভ্যু না থাকলে কোনোদিনও এত ভালো একটা বই হাতে পেতাম না।
    অভ্যু, ঋভুরও খুব ভালো লাগছে গল্পগুলো। রিপিট করে করে পড়ছে। ওরও নেশা ধরছে, বুঝতে পারছি।
  • hu | 12.34.246.73 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩০532172
  • ও! বাংলা ভাষা শেখা নিয়ে কথা হচ্ছিল? সেটা তো বুঝি নি। মানে যাদের নিয়ে কথা হচ্ছে তাদের বাংলা অক্ষর পরিচয় নেই সেটা বুঝি নি। অক্ষর পরিচয় ছোটবেলায় না হয়ে থাকলে বড় হয়ে হওয়া চাপ। তো সেক্ষেত্রে তার আর বাংলা পড়া হল না। ইংরিজিতে অনুবাদ পড়ে নিতে হবে। এখানে ব্যাংদি বা ইন্দোদা যাদের কথা লিখেছে তাদের অক্ষর পরিচয় আছে, কিন্তু বাংলা বইতে এই মুহুর্তে ইন্টারেস্ট পাচ্ছে না।
  • Abhyu | 97.81.75.239 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩১532173
  • ওর কাশতানকা আমার সবচেয়ে প্রিয় গল্প। আন্তন চেকভের।
  • nk | 151.141.84.239 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৪532175
  • ওরে! এরা দেখি সেই কাশতানকার কথা কইছে রে! :-))))
    গতজন্মে পড়া জিনিসের মতন আবছা মনে পড়ে।
    সার্কাসের ছেলে এখন কার কাছে?
    বাড়ীর পথে বলে কোনো গল্প আছে কি সেখানে? সেই দু উ উ রে সাইবেরিয়ার একটা শহরে যাচ্ছে লোকেরা হেঁটে হেঁটে?
  • Tim | 198.82.22.9 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৪532174
  • আমার কাছে সার্কাসের ছেলে আছে। :-)
  • nk | 151.141.84.239 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪১532176
  • স্কুলের লাইব্রেরী গুলো কতভাবে কাজে লাগানো যায়। ভালো ভালো বই আনিয়ে টানিয়ে পাঠ্যের বাইরের বই পড়ার ক্লাস একটা রেখে---সেখানে কেউ শেয়ার করলো নতুন পড়া কোনো বই, অন্যরা শুনে সেটা পড়তে উৎসাহিত হলো---এরকম সব।
    আমাদের আমলে হায় আমাদের স্কুলের লাইব্রেরী বেশীরভাগ সময়েই তালা মারা থাকতো। আর পরতে পরতে ধুলো জমতো যেসব বই ছিলো আলমারিতে আলমারিতে, সেগুলোর উপরে। :-(
  • Abhyu | 97.81.75.239 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৩532178
  • নিশি, আমার ২০১২-র বইয়ের লিস্টিটা দেখতে আজ্ঞা হোক!
  • rimi | 168.26.205.19 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৩532177
  • টিমবাবু, তবে আমাদের বাড়ি থেকে ঘুরে যা একবার, সঙ্গে সার্কাসের ছেলে :-))

    কাশতানকা আর ধলা পুডল ছিল আমার সবচেয়ে প্রিয় গল্প। দুটো গল্পই ছেলেকে বহুবার শুনিয়ে দিয়েছি। কিন্তু আসল বইটার জন্যে আসলে আমার নিজেরই মন ছটফট করছে।
  • rimi | 168.26.205.19 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৪532181
  • nk, আমাদের স্কুলে বেশ ভালো লাইব্রেরী ছিল, সেই লাইব্রেরী নতুন বড়দি এসে বন্ধ করে দিলেন। গল্পের বই পড়লে রেজাল্ট খারাপ হবে বলে।
    ( সেই একই বড়দির দৌলতে আমাদের স্কুলের দেওয়ালে রা সা বির ছবি। ইনি বেজায় রা সা ভক্ত।)
  • Tim | 198.82.22.9 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৪532180
  • রিমিদি,
    যাবো লিচ্চয়। :-)
  • Abhyu | 97.81.75.239 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৪532179
  • রিমিদি আমার ১০:২৪-র পোস্টটা পাতি ইগনোর করে দিল।
  • Tim | 198.82.22.9 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৬532183
  • আমাদেরও ফাইভ থেকে গল্পের বই দেওয়া বন্ধ হয়ে গেছিলো। যত্তসব ভুলভাল লোকজন হেডু হয়! :-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন