এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা বই এবং পরবর্তী প্রজন্ম

    jhumjhumi
    অন্যান্য | ০৯ ফেব্রুয়ারি ২০১২ | ২৩২১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 128.192.7.51 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪২532218
  • বলেছি তো? আমার ২০১২-র লিস্টিতে :)
    তবে স্ক্যান করতে পারবো না !
  • nk | 151.141.84.239 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৩532219
  • হাঁ, গিরীশ ও এমন ছিলো। :-)
  • byaang | 122.172.227.244 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৪532220
  • পেন্সিল আর সর্বকর্মা স্ক্যানিয়ে তো দমু আপলোডিয়েছিল। তার লিং অবশ্য আমাকে খুঁজতে বোলো না কেউ।
  • Abhyu | 128.192.7.51 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৫532222
  • অ্যাহ্‌, পড়া না করে আসে - গিরিশ
  • rimi | 168.26.205.19 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৫532221
  • ইস ব্ল্যাংকিকে খুব মিস করি এসময়। ব্ল্যাংকি কেমন সুন্দর ঝটাপট যে কোনো বই স্ক্যান করে ফেলত। আমি একদিন জিগালাম, ভালো স্ক্যান মেশিনেও তো স্ক্যান করতে অনেক সময় লাগে, এত বই স্ক্যান করার সময় কি করে পাস? ব্ল্যাংকি বল্ল, স্ক্যান মেশিন না তো, ক্যামেরায় ছবি তুলে তাই দিয়ে পিডিএফ বানাই।

    তো ব্ল্যাংকির এই শিক্ষা আমার অনেক কাজে লেগেছে পরে।
  • aka | 168.26.215.13 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৭532223
  • অ্যাহ পড়া করে আসে না, শুধু G রে, কেত ছিল বুইলে।
  • dukhe | 117.194.235.116 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৩532226
  • মেগাআপলোড কেস খেয়েছে। ইস্নিপস শুধু সময়ের অপেক্ষা ।
  • aka | 168.26.215.13 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৩532225
  • বাইনারী ভাষায় বাংলা বই পড়তে পারব নি বাপু।
  • Abhyu | 128.192.7.51 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৪532229
  • দুখেদাদা ভালো আছেন? অনেকদিন পর -
  • byaang | 122.172.227.244 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৪532228
  • :-)))
  • Tim | 198.82.22.9 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৮532230
  • আকাদা এরম বলতে নেই। যে বাইনারি ছাড়া অন্য কোন ভাষাই জানেনা ( ধরো অন্যগ্রহের জীব) তার কি তা বলে পেন্সিল ও সর্বকর্মার রসগ্রহণে অসুবিধে হয়? হ্যাঁ অনুবাদটা ভালো হতে হবে, সেটা অন্য কথা। ;-)
  • Abhyu | 128.192.7.51 | ১১ ফেব্রুয়ারি ২০১২ ০০:০০532231
  • অন্যগ্রহের জীবের দরকা৯ কি? এই তো সেদিন মনে হল আমার কম্পিউটারটাই একটা ফাইল খুলে পড়ছে আর ফিক ফিক করে হাসছে।
  • Abhyu | 128.192.7.51 | ১১ ফেব্রুয়ারি ২০১২ ০০:০২532232
  • *দরকারই বা

    (কলটাও বিগড়েছে)
  • Tim | 198.82.22.9 | ১১ ফেব্রুয়ারি ২০১২ ০০:০৩532233
  • কলের পোতিশোধ
  • nk | 151.141.84.239 | ১১ ফেব্রুয়ারি ২০১২ ০০:০৫532234
  • না না কম্পুটাই এরকম বিগড়ে দিচ্ছে লেখা আর ফিকফিকিয়ে হাসছে। :-)
  • Abhyu | 128.192.7.51 | ১১ ফেব্রুয়ারি ২০১২ ০১:৫৯532235
  • কদিন আগে চল্লিশ টাকা দিয়ে একটা বই কিনলাম। পুরোনো বইয়ের দোকান থেকে। নতুনই বলতে হবে। মোটা কাগজ - এই রকম ছবি http://www.horntip.com/html/books_&_MSS/1860s/1862ca--1875ca_a_book_of_nonsense__edward_lear_%28HC%29/index.htm
    ইয়েস, রঙীন। চল্লিশ ডলার মোট্টে বেশি না।
  • rimi | 168.26.205.19 | ১১ ফেব্রুয়ারি ২০১২ ০২:০৩532236
  • আরিব্বাস!!! অভ্যু কোথায় রে এই পুরোনো বইএর দোকানটা? এডওয়ার্ড লিয়র আমি কিনেছি ১২ না ১৫ ডলার দিয়ে, কিন্তু সেটা সাদা কালো। :-((
  • Abhyu | 128.192.7.51 | ১১ ফেব্রুয়ারি ২০১২ ০২:০৯532237
  • এথেন্সে। পুরো আর্ট পেপারের মতো মোটা কাগজ। জম্পেশ জিনিস।
  • rimi | 168.26.205.19 | ১১ ফেব্রুয়ারি ২০১২ ০২:২১532239
  • তোর বাড়ি গেলে নিয়ে যাস ঐ দোকানে। আমার পুরোনো বই ঘাঁটতে যে কি ভালো লাগে!!
  • Bratin | 117.194.100.132 | ১১ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৯532240
  • কেউ কেউ বোধহয় বলছিল । বাংলায় ছোটে্‌দর জন্যে তেমন বই নেই:

    ১। উপেন্দ্রকিশোর রচনাবলী
    ২। ও ই রামায়ণ
    ৩। ও ই মহাভারত
    ৪। সুকুমার রায় ১
    ৫। সুকুমার রায় ২
    ৬। হাসিরাশী দেবী
    ৭। যোগীন্দ্রনাথ সরকার
    ৮। বাংলার উপকথা - লালবিহারী ( নাকি ) সম্পাদিত
    ৯।ঠাকুমার ঝুলি
    ১০।দাদা মশাই র থলে
    ১১। ছবি তে রামায়ন
    ১২। ছবি তে মহাভারত ( কাদের প্রকাশন ) মনে নেই
    ১৩।পঞ্চতন্ত্রএর গল্প - ওরিয়েন্ট লংম্যান
    ১৪।বাঁটুল তি গ্রেট
    ১৫। হাঁদা ভোঁদা
    ১৬।নন্টে ফন্টে
    ১৭। ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু
    ১৮।লীলা মজুমদারের বেশ কিছু গল্প
    ১৯ গোরী ধর্মপাল - আর্শ্চয্য কৌটো
    ২০। শ্যামাদাস নিয়োগী - রুনু ( কিশোর ভারতী তে এক সময় নিয়মিত প্রকাশিত)
    ২১। The list is endless

    পরে আবার লিখবো।

    ৯,১০ আধুনিক বাব মা অনেক সময় পড়তে দিতে যায় না। অদ্ভুত বলে। তার আবার কিন্তু হ্যারি পটার পড়তে অনুরোধ করেন। কারন টা আমার জানা নেই।
  • sda | 117.194.197.152 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৪532241
  • সন্দেশ পত্রিকাটাই যেন একটা সোনার খনি ছিলো। ময়ূখ চৌধূরীর কমিক্স , জীবন সর্দারের লেখা প্রকৃতি পড়ুয়ার আসর আমার খুব প্রিয় ছিলো। সার্থক কিছু ছোটগল্প ও পড়েছি তখনকার সন্দেশে। অনিতা অগ্নিহোত্রীর লেখার সংগে প্রথম পরিচয় সন্দেশের মাধ্যমেই। লীলা মজুমদার আর প্রেমেন্দ্র মিত্রের ডুয়েটে লেখা "হট্টমেলার দেশে", প্রিয়ংবদা দেবীর (আসল নাম জানি না) "পঞ্চুলাল" ইত্যাদি অসাধারণ সব উপন্যাস পড়ার সুযোগ করে দিয়েছিলো সন্দেশ।
    মনে আছে, ১৯৯৬-৯৭ নাগাদ একটা বিশেষ ক্রিকেট সংখ্যা বের করেছিলো সন্দেশ, প্রচুর দুÖপ্রাপ্য ছবি আর তথ্যে ঠাসা। ১৯৯৮ সাল অব্দি গ্রাহক ছিলাম , তার পর সাময়িকভাবে পত্রিকা বন্ধ হয়ে যায়। পরে নতুন ভাবে যখন আবার চালু হলো তখন আর ভালো লাগতো না। তবে এটা ঠিক যে ঐ সময়ের সন্দেশে যে কোয়ালিটির লেখা পড়েছি , বাজার চলতি আনন্দমেলা বা শুকতারা কোনদিনই তার কাছাকাছি আসতে পারবে না।
    সারা বছরের গ্রাহক চাঁদা এক সঙ্গে দিলে সন্দেশ কার্যালয় থেকে একটা বই গিফ্‌ট করতো। একবার পেয়েছিলাম রেবন্ত গোস্বামীর "বাবলা ফুলের গন্ধ"। একটা ১০-১২ বছরের ছেলের চোখ দিয়ে দেখা দেশভাগ আর দাঙ্গার ছবি , পূর্ববঙ্গের শামলাডাঙ্গা নামের প্রত্যন্ত গ্রাম থেকে আজন্মের সঙ্গী বন্ধুবান্ধব আর প্রতিবেশীদের ছেড়ে কোলকাতা চলে আসার গল্প। সত্যিকারের ভালো লেখা যে ছোটদের-বড়দের বলে ক্লাসিফাই করা যায় না , এই ধারণাটাই আমার মতে সন্দেশের ইউ এস পি ছিলো। অন্যদিকে সুকুমার, সত্যজিৎ, লীলা মজুমদারকে নিয়ে অত্যধিক আদিখ্যেতাও দৃষ্টিকটু লাগতো সময় সময়।
  • Bratin | 117.194.96.212 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩৪532242
  • সদা, ঠিক আমিও গ্রাহক ছিলাম সন্দেশের এক সময়ে। তখন সত্যজিৎ রায়, লীলা মজুমদার আর নলিনী দাস সম্পাদক। প্রকৃতি পড়ুয়ার দফতর পড়তাম। আর তোমাদের পাতা। নলিনী দাসে 'গন্ডালু' পড়তে? সেই কালু,টুলু,মালু আর বুলু ( কালু টা ঠিক আছে। মালু ও। বাকি গুলো কে নিয়ে কেমন সন্দেহ লাগছে)। এছাড়া অজেয় রায়। মঞ্চিল সেনের 'ডাকবুকো' পড়েছিলাম। খুব ভালো লেগেছিল। সেটা কী সন্দেশে ধারবাহিক ভাবে বেড়িয়েছিল?

    তবে আনন্দমেলা আর শুকতারা তেও অনেক ভাবো ভালো লেখা বেরোতো। এক সময় নিয়মিত শুকতারাও নিতাম।
  • sda | 117.194.197.152 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৪৯532243
  • অজেয় রায় বোধহয় রহস্য/কল্পবিজ্ঞানের দিকে ছিলেন। মঞ্জিল সেনও তাই। শুকতারা আর আনন্দমেলা ২০০০ সালের পর আর পাতে দেওয়ার মতো রাখেনি। শিশুসাহিত্য না সাহিত্যিক শিশুর দল ! :)
  • hu | 24.13.11.220 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০১:৩২532244
  • ব্রতীনদার 11,09 এর পোস্ট নিয়ে দুটি বক্তব্য।

    ১) এই লিস্টের বইগুলোর মধ্যে কটা বই গত কুড়ি বছরে লেখা হয়েছে? (কমিকস বাদে)
    ২) আমি জানি না আপনি হ্যারি পটার পড়েছেন কিনা। হ্যারি পটারের সাতটা বই হ্যারির সাত বছরের স্কুল জীবন নিয়ে। সেই স্কুলে সেমেস্টার সিস্টেমে ক্লাস হয়। স্কুলের টিচারদের কাউকে খুব ভালোবাসা যায়, কারোর ওপর খুব রাগ হয়, কাউকে নিয়ে খিল্লি করা যায়। বন্ধুদের নিয়ে দারুন হুল্লোড় হয়, কখনো ঝগড়া হয়, কখনো একে অপরের জন্য জান লড়িয়ে দেয়। সেখানে কোন রাজকন্যা গালে হাত দিয়ে অপেক্ষা করে নেই যে কবে রাজপুত্তুর এসে তাকে বিয়ে করে উদ্ধার করবে। আমি নিজে যে কোন দিন ঠাকুমার ঝুলির রাজকন্যেদের চেয়ে হারমিয়োনির সাথে বেশি আইডেন্টিফাই করব। (হারমিয়োনি এই সিরিজের একটা প্রধান চরিত্র)। তবে ঠাকুমার ঝুলি পড়িনি এমনটা নয়। রূপকথা পড়তে ইন জেনেরাল ভালোবাসি। তবে হ্যারী পটারের সাথে ঠাকুমার ঝুলির কোন তুলনাই চলে না।
  • S | 99.26.200.89 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০১:৪৪532245
  • আমার মনে হয় ব্রতিনবাবুর কথাটা অন্য। ঠাকুমার ঝুলির সাথে Harry Potter এর তুলনা হচ্ছেনা। যে যুক্তিতে বাবা মা বাচ্চাকে ঠকুমার ঝুলি পড়তে দেয় না (আজগুবি বলে) সেই যুক্তিতে হ্যারিও বাদ যাওয়ার কথা।
  • hu | 24.13.11.220 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০২:০২532246
  • তা কেন? আজগুবি বললে তো যেসব ফোকটেলে জন্তু জানোয়াররা কথা বলে সেটাও বাদ যাওয়ার কথা। ব্রতীনবাবু তো বিস্ময় প্রকাশ করেন নি যে ঠাকুমার ঝুলি পড়তে দেওয়া হচ্ছে না, অথচ টুনটুনির বই পড়তে উৎসাহিত করা হচ্ছে। বা গুপি গাইন পড়তে উৎসাহ দেওয়া হচ্ছে। সেখানেও তো আজগুবি কান্ড ঘটছে।
    আমি অনেককেই এই একই সুরে হ্যারি পটারের সমালোচনা করতে দেখেছি। এবং তারপর তাদের সাথে কথা বলতে গিয়ে আবিষ্কার করেছি তারা বইগুলো পড়েন নি। বড়জোর সিনেমা দেখেছেন। তাঁদের অভিযোগ এই যে বাংলা বই না পড়ে কেন বাচ্চারা হ্যারি পটার পড়বে। হ্যারি পটার যদি বাংলাতে লেখা হত আমার ধারনা তাহলেও বাচ্চারা সেটা পড়ত। বাংলা বই বলে সরিয়ে রাখত না।
    বই - যে কোন ভাষারই হোক না কেন - আরো বেশি পড়তে উৎসাহ দেওয়া উচিত - এ পর্যন্ত কোন তর্ক নেই। কিন্তু ইংরিজি বই কেন বেশি পড়ছে এই অভিযোগটা দাঁড়ায় না। কারন অবসরে মানুষ যেটা ভালোবাসবে সেটাই করবে। ইংরিজি বই বেশি পড়া হলে ধরে নিতে হবে সেটা পড়তে বেশি ভালো লাগছে। এটা নিয়ে সমালোচনা হয় কি?
  • S | 99.26.200.89 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০২:২৮532247
  • আপনি ঠিকি বলেছেন। কিন্তু আজকাল (আগেও ছিলো) বাবামায়েরা বাঙ্গলা থেকে বাচ্চাদের দুরে সরিয়ে রাখার চেষ্টা করে। সেটা কেন হবে? আমার তো মত হোলো যে বাচ্চাকে সবরকম options দেওয়া হোক, সে নিজে choose করুক। হ্যারির সাথে সাথে ঠাকুমার ঝুলি বা পাগলা দাশুও দেওয়া হোক বাচ্চাকে। নিজে ডিসাইড করবে বাচ্চা। যেমন বাচ্চাকালে অনেক সময় আমাদের অনেক কিছুই খেতে হয়েছে, কারন বড়রা বলেছেন এটা খেতে খুব ভালো। তাদেরকে বোঝানো যায়নি যে এটা তোমাদের ভালো লাগে, আমার নয়। তবে দিনকাল যা পড়েছে তাতে বাচ্চা হ্যারি না পড়লে স্কুলে আওয়াজ খাবে, আর ঠাকুমার ঝুলি পড়লে আওয়াজ খাবে। দিনকাল এর সাথে তাল মেলতে হলে হ্যারি ই ঠিক আছে।
  • hu | 24.13.11.220 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০২:৫৫532248
  • হ্যারির সাত নম্বর বইটা আমাকে হতাশ করেছে। কিন্তু প্রথম ছ'টা বই ভীষন লজিকাল। যদি ম্যাজিকের দুনিয়াটাকেই বাস্তব ধরে নিই, তাহলে সেই দুনিয়ার কিছু নির্দিষ্ট নিয়ম আছে যা বইয়ের শুরুতেই বলে দেওয়া হয়েছে। বাকি যা কিছু ঘটনা ঘটছে সেগুলোর কোনটাই সেই নিয়মকে অগ্রাহ্য করে নয়। আজগুবি গল্প লিখতে গিয়েও লেখক যে লজিকাল স্ট্রাকচারটা ফলো করেছেন সেটা আমাকে আকৃষ্ট করেছে।

    রূপকথা পড়লে আওয়াজ দেওয়া হচ্ছে বুঝি? এদেশে দেখি হ্যালোয়িনের সময়ে ছোট বাচ্চাদের কাছে ফেয়ারী টেল কস্টিউম এখনও খুব জনপ্রিয়। দেশে রূপকথার কদর কমে গেছে?

    আবারো বলি হ্যারির সাথে ঠাকুমার ঝুলির তুলনা হয় না। ঠাকুমার ঝুলির সাথে গ্রিম ভাইদের রূপকথার তুলনা হতে পারে। এরকম কি মনে হচ্ছে যে ঠাকুমার ঝুলি পড়া হচ্ছে না অথচ গ্রিমের রূপকথা কদর পাচ্ছে? তেমন হলে পাশাপাশি রেখে তুলনা করা যায় যে কোথায় খামতি। হ্যারি তো যেকোনদিন বেশি ভালো লাগবে। ঐ চরিত্রগুলো তো অনেক কাছের, আমাদের মত।
  • S | 99.26.200.89 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০৪:১১532250
  • জানিনা আওয়াজ দেওয়া হয় কিনা। বলতে চাইছি যে দিনকাল বদলে গেছে। তাই হ্যারি পড়ার প্রয়োজনটা অন্য।

    আর হ্যারি পটার যারা পড়ছে (বাচ্চারা) তাদের হাতে কি ঠাকুমার ঝুলি তুলে দেওয়া হচ্ছে। হলে কোনো ক্ষতি নেই, সে যদি নিজেই হ্যারি পড়তে চাই - নো প্রব্লেম। কিন্তু বাবা মা মনে করে যে হ্যারি পটার বেশি ভালো তাই বাচ্চাকে হ্যারি পড়তে হবে এটা মানা যায় না। কারণ বাবা মা এর decision টা অন্য অনেক কিছু influence করছে।

    মনে করুন ছোটোবেলায় আমার ডাঁটাচচ্চরি খেতে ভালো লাগতো না (এখন অবশ্য খুবি প্রিয় - যদিও বহুদিন খাওয়া হয়নি)। কিন্তু বাড়ির লোকজন বলতো খেতে হবে কারণ খুব ভালো খেতে। আমার আপত্তিটা ঠিক এই জায়গায়, তোমাদের ভালো লাগে তার মানে আমারো ভালো লাগতে হবে কি মানে আছে। আমার যদি ভালো লাগে তাহলে আমি নিজে থেকেই খাবো। তাই চয়েসটা বাচ্চার উপরে ছেড়ে দিলে ভালো হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন