এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা বই এবং পরবর্তী প্রজন্ম

    jhumjhumi
    অন্যান্য | ০৯ ফেব্রুয়ারি ২০১২ | ২৩২০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Jhiki | 182.253.0.99 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৫৭532384
  • গত কয়েকদিন ধরে যেটুকু সময় পাচ্ছি, এই টই টাই পড়ছি..... রিমি, ব্যাঙ-এর মতামত খুব ভালো লাগছে।

    তাই আমি ভাবলাম আমারও কিছু অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করি।

    আমার ছেলে অতিরিক্ত দুষ্টু.... এটা আমার কথা নয়, আমাদের সমস্ত পরিচিত, প্লেন/ট্রেনের সব সহযাত্রী সবাই আমার ছেলের সম্বন্ধে এই মুল্যায়ন করেছে...... খালি ওর টীচাররা বলে যে ও দুষ্টু নয়, একটু বেশী 'active'। তো আমার এহেন ছেলেও কিন্তু রোজ ইংরাজী বই পড়ে। মাঝে মাঝে বাংলা বই নিয়ে এসে আমাকে গল্পটা ইংরাজীতে বলে দিতে বলে....... সে স্কুলে ইংরাজী ছাড়াও হিন্দি আর ভাষা ইন্দোনেশিয়া শেখে, তাই বাংলা নিয়ে আমি কোন চাপ দিই না।

    আমি কিন্তু কোনদিন ওর পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য আলাদা করে কিছু করি নি, খালি নিয়মিত বই কিনে দিয়েছি,....... ও বড় হচ্ছেই এই দেখে যে বাবা-মা রোজ রাতে, ছুটীর দিন যখন-তখন বই মুখে শুয়ে থাকে.... আমাদের কে নকল করার জন্যই ও-ও বই নিয়ে আমাদের মাঝখানে ঢুকে যেত বছর দেড়েক বয়স থেকেই.... তারপর নিজেই অনুরোধ করত পড়িয়ে দেওয়ার জন্য.... এই ভাবে সে খুব তাড়াতাড়ি পড়তে শিখে গেল...... ওর যখন বছর চারেক বয়স তখন PTC তে ওর টীচার আমাকে জিজ্ঞেস করেছিল যে ও কিকরে এতো ভালো পড়তে পারে, ও কি কোন রিডিং স্কুলে যায়? আমি তখনও অবধি 'রিডিং স্কুল' কাকে বলে জানতামই না, টীচারের কাছেই জানলাম। গত বছর গরমের ছুটীতে আমি ওকে 'I Can Read' নামের একটা রিডিং স্কুলে সামার ক্লাসের জন্য ভর্তি করে দিলাম........ মাসখানেকের কোর্সে ও খুবই ভালো করল, ওদের টীচার আমাদের ডেকে বলল, ওকে 'I Can Read' না ছাড়াতে..... আমরাও ওর উন্নতি দেখে সেটা মেনে নিলাম। এখন ওর 'I Can Read' এর শেষ
    কোর্সটা চলছে। সপ্তাহে দুদিন সেখানে যায়।

    তিন বছর বয়সে স্কুলে ঢোকার পর থেকে প্রত্যেক শুক্রুবার ও লাইব্রেরীর বই পায়, সেটা সোমববার ফেরত দিতে হয়, KG ক্লাস থেকে সোমবারে আর একটা বই পায় যেটা বৃহস্পতিবার ফেরত দিতে হয়। এটা পড়ে একটা লগ-এ নতুন শেখা শব্দ লিখতে হয়। প্রত্যেক সোম-শুক্রু আমি বাড়ী ফেরার আগেই বইগুলো ওর বারকয়েক পড়া হয়ে যায়, আমি বাড়ী ঢুকলেই আমাকে নিজে এসে আর একবার পড়ে শোনায়, নতুন শব্দ শিখলে তাও বলে........ এখন ওর বন্ধুর জন্মদিনে উপহার দেওয়ার বই-ও ও নিজে বাছে!

    আমি কিন্তু এত কথা ছেলের গুন গাইতে লিখলাম না, শুধু এটা বলতে লিখলাম, যে বাড়ীতে গল্পের বই পড়ার পরিবেশ থাকলে বাচ্চাদের আলাদা করে গল্পের বই পড়া শেখানোর কোন দরকার নেই.......... বাচ্চারা যা দেখে তাই শেখে।
  • S | 99.26.200.89 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ০৯:০৪532385
  • একটা অপশানের কথা মাথায় এলো। সিন্ধবাদের গল্প। বাঙ্গলা অনুবাদ আছে। এটা সম্ভবত আমার জীবনের প্রথম গল্পের বই।
  • Bratin | 117.194.101.49 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৫532387
  • না না আকা নো অফেন্স। আমি আগেই লিখেছি বাচ্ছা রা বাংলা তেমন ভাবে জানে না এটা মাথায় ছিল না।

    আর একটা বাচ্ছা বাংলা বেশী শিখবে না ইংরেজী এটা সম্পুর্ন তার নিজের (হয়তো খানিক ট বাবা মা র চয়েস ) সেটা নিয়ে আমার কিছু বলার নেই।

    আমার বিশ্ব সাহিত্যের স্বাদ পাওয়া (অনেক ছোট বয়েসেই ) দেব সাহিত্য কুটিরের অনুবাদ সিরিজের বই গুলোর মাধ্যমে।

    আশা করি আর বিতর্ক নেই। আই হেট বিতর্ক :-))
  • lcm | 69.236.174.254 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৭532388
  • উফ্‌। খালি পড়ার কথা। সেই এক কথা। তোমাদের আর কোনো কথা নেই না! সব বাবা-মা গুলো এক রকম। নচিকাকুর গান শোনো নি তোমরা!
    ...
    ভীড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে
    চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ
    ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে
    গ্রন্থকীটের দল বানায় নির্বোধ
    ....

  • jhumjhumi | 117.194.231.21 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫২532389
  • ঝিকির সঙ্গে একমত। তার সাথে যদি ছোটোবেলা থেকে বাচ্চাদের রোজ গল্প শোনানো হয় তাহলে তারা একসময় গল্পের জন্যই বই পড়তেশুরু করে। আমার মেয়ে কিন্তু এই ভাবেই বই পড়া শুরু করেছিল। আর আগে দেখলাম অনেকে লিখেছেন, ছয় বছরের বাচ্চা যুক্তাক্ষর পড়তে পারে কি না। তাদের জানাই,আমার মেয়ে সাড়ে চার বছর বয়স থেকেই যুক্তাক্ষর পড়তে পারে,তখন থেকেই সে গল্পের বই পড়ছে। না,জোর করে তাকে আমরা শেখাই নি,বরং সে ই নিজের ইচ্ছেতে শিখেছে । আর অমরাও তো (অন্তত: আমি ) ছয় বছরের আগেই যুক্তাক্ষর পড়তে শিখেছিলাম।
  • Jhiki | 219.83.85.197 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৫532390
  • ব্রতীন আমারও তাই.... ক্লাস থ্রী থেকে আমি পাড়ার লাইব্রেরীর মেম্বার ছিলাম, দেব সাহিত্য কুটীর থেকে প্রকাশিত সব অনুবাদ দিয়েই (চাঁদমামা/শুকতারা বাদে) আমার বই পড়া শুরু। ছেলেকে সহজ ইংরাজীতে সেই বই গুলো কিনে দেব ওর বছর সাতেক বয়স হলে, তারপর পড়া না পড়া ওর ইচ্ছে, তবে ও-ও আমার আর ওর বাবার মত সর্বগ্রাসী পাঠক, তাই মনে হয় পড়বে।
  • rimi | 168.26.205.19 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০০532391
  • নচিকাকুর গানের সঙ্গে একমত। তবে কি না, বিকেলের সোনা রোদ যদি চুরি করা একেবারেই আটকানো না যায়, সেক্ষেত্রে ভিডিও গেম কিম্বা টিভির চাইতে বই বেটার অপশন। :-|
  • hu | 12.34.246.73 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৪532394
  • আমার মনে হয় বিশ্বসাহিত্য বলতে আকাদা ক্লাসিকগুলোর কথা বলেনি। আমাদের জেনেরেশনের প্রায় সবাই ছোটবেলায় ঐ বইগুলো পড়েছি দেবসাহিত্য কুটিরের অনুবাদের মাধ্যমে। সেই অনুবাদের মানও বেশ ভালো ছিল। 7.49-এর পোস্টে আকাদা ছোটদের নিয়ে সারা পৃথিবীতে যে কনটেম্পোরারী কাজ হচ্ছে সেগুলোর কথা বলেছে।
  • Bratin | 117.194.97.142 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৪532392
  • বাহা ঝিকি। ও ই বই গুলো আমর খুব পছন্দের। আর আমি ও ঠিক তোমার মতো 'সর্বগ্রাসী পাঠক'।

    ৩/৪ দিন আগে ভাটে করা তোমার এক প্রশ্নের জবাব হল না :-))
  • lcm | 69.236.174.254 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৯532395
  • টিভি দারুণ জিনিস। কার্টুন বা বিভিন্ন সিটকম দেখলে এত রিলিফ হয়, ফুরফুরে হয় মন, স্বচ্ছ হয় চিন্তাভাবনা - শুধু বাচ্চাদের নয়, আবালবৃদ্ধবণিতার (লিংক নাই, তৈরী করতে হবে)।
    ভিডিও গেম্‌স হল গিয়ে ঘরে বসে এক্সসারসাইজ্‌। উই-তে আধ ঘন্টা টেনিস খেললে মাইনাস ২০০ ক্যালোরি। তার ওপরে আবার স্কোর ট্র্যাকিং।
    স্কুলের বই পড়া হোমওয়ার্ক ইত্যাদি সামলে, একটু আধটু অন্য বই পড়া ঠিক আছে।
    কিন্তু, টিভি/গেম্‌স বাদ দিয়ে সবসময় শুধু বই পড়া - উফ্‌ কি দু:সহ।
  • lcm | 69.236.174.254 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪০532396
  • হেমেন্দ্রকুমার রায়?
  • aka | 168.26.215.13 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪১532397
  • :)
  • lcm | 69.236.174.254 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:০৯532400
  • থ্যাংকু আকা। এই জন্য ইন্টারনেট এত ভালো। যাই লিখি না কেন লিংক ঠিক এসে যায়। আগে পোস্ট, পরে লিংক।
  • byaang | 122.178.203.4 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:২১532401
  • আব্বে আকা, আমি সেদিন যখন ভিডিও গেমসের সুখ্যাত করলাম, তখন যে উল্টো কথা বললি! কখন যে কোন দলের হয়ে খেলিস!!!
  • aka | 168.26.215.13 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:২৯532402
  • বড় প্লেয়াররা যে দলে খেলে সেই দল জেতে। :)

    তোরা কি পারবি আমার বউকে উই ২ কিনতে রাজি করাতে? পারবি না। পারলে যদি এক এই ল্যাদোষদাই পারে। অতএব ব্যাকেন্ড সাপোর্ট দিতেই হবে।

    অন এ সিরিয়াস নোট পুরোটাই ব্যালেন্সের ব্যপার। সারাদিন পড়া পড়া পড়া এ ভালো নাকি? নাকি সারাদিন খেলা খেলা খেলা এই ভালো? মুশকিল হল এদেশে ছেলেকে খেলাতে গেলে নিজেকে ৪০০ মিটারের ট্র্যাকে হাঁপাতে হয়, নয়ত রেগুলার কোন ক্লাবে টাবে নিয়ে যেতে হয়। ভিডিও গেমস বিশেষত এই উই ২ টা খারাপ না। কিন্তু একটু অ্যাডিক্টিভ। ব্যালেন্স ইজ দা কি।
  • rimi | 168.26.205.19 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:১৫532403
  • দু:খিত, উই২ বাড়িতে এই মুহুর্তে ঢুকবে না। ছেলের ১২ বছর বয়স হোক, তখন দেখা যাবে। আরো অনেক ভালো খেলা আছে, যেগুলোর খবর আমি জানি।
    আর ক্যালোরি ঝরাতে হলে সবচে ভালো বাইরে গিয়ে খেলা, যাতে ছেলের সঙ্গে বাপেরও ক্যালোরি ঝরে। নইলে মিডলাইফ ক্রাইসিস হু হা করে চলে আসবে :-(
  • byaang | 122.178.203.4 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:২০532405
  • :-))
  • Ishan | 117.194.37.76 | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:০১532406
  • এই যে।

    https://sites.google.com/site/bsaikat/ghoton.pdf?attredirects=0&d=1

    লিংকটা কপি পেস্ট করে দেখুন। আর প্রিন্ট করতে হলে বোথ সাইড বুকলেট প্রিন্টিং করবেন। তারপর ভাঁজ করে স্টেপল করলেই আস্ত বই হয়ে যাবে। সেই জন্যই ফন্ট সাইজ বড়ো রাখা হয়েছে।
  • aka | 168.26.215.13 | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:০৫532407
  • ঈশানকে আমি ভারতরত্ন আর পদ্মবিভূষণ দুটো একসাথে দিলাম। গুজ্জব। চটি ফটি না ছেপে এই স্নিকারটা ছেপে দিলে পারতে। খানিক লোকশিক্ষেও হত।
  • pinaki | 85.231.136.38 | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৫532408
  • দারুণ, দারুণ। কোনো কথা হবে না!! :-)
  • Tim | 198.82.25.6 | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:৪৩532409
  • নোবেলটাও দিয়ে দেওয়া হোক মামুকে এবার। আমি সেভ করে রাখলাম। :-)
  • dukhe | 122.160.114.85 | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪১532410
  • কিন্তু রিমি আকার মিডলাইফ নিয়ে পড়ল কেন ? তার তো ঢের দেরি । সুনীল সত্তর বছরে 'অর্ধেক জীবন' লিখল ।
  • siki | 122.177.201.225 | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৪532411
  • মামুকে আমি সোনার মেডেল দেবো।
  • i | 124.168.29.190 | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৭:০১532412
  • এই কাজটা খুব ভালো হয়েছে।
  • Netai | 121.241.98.225 | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১০532413
  • ইয়েস। অনবদ্য।
  • Du | 117.194.198.54 | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৪532414
  • দারুন জিনিষ ! অসংখ্য ধন্যযোগ ঈশানকে।
  • aka | 168.26.215.13 | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৫532416
  • টেকনলজি মানুষের বিহেভিয়ার চেঞ্জ করছে। পড়াশুনো বলতে ঠিক কি বোঝায় তাও বিগত দশ বছরে অনেক বদলে গেছে।

    এই দেখুন এমাইটি কমপ্লিটলি অটোমেটেড অনলাইন ক্লাস খুলেছে।

    http://www.bbc.co.uk/news/education-17012968

    বলার যা ছিল, টেকনলজি কোথায় যাচ্ছে ভবিষ্যতে কি হবে সেটা বুঝতে গেলে আর একটু ফ্লেক্সিবল হতে হবে। এককালে ডাইনসররা পারে নি, দেখছেন তো তাদের অবস্থা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন