এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা বই এবং পরবর্তী প্রজন্ম

    jhumjhumi
    অন্যান্য | ০৯ ফেব্রুয়ারি ২০১২ | ২৩২১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • demba ba | 121.241.218.132 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৬532352
  • একটা টই ছিলো - দু চারটে গল্প লেখাও হয়েছিলো। সেটা খুঁজে বের করলেই চলবে।
  • S | 99.26.200.89 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৬532351
  • আমি কিন্তু এই ভার্সানটাই জানি। এটা বাচ্চাদের (১-৬) জন্যে খুব ভালো বলেই আমার মনে হয়েছে।
  • byaang | 122.178.243.231 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৭532353
  • কুমুদি দেখে নিয়েছ নিশ্চয়ই, তোমার জন্য একটা বই রেকমেন্ড করেছি।
    আর নতুন টই খোলার ব্যাপারে বলি এখানে এর আগে বেশ কিছু টইতে রিমি, নিশিকান্ত, হুচি, তিমি এরা সব এমন আশ্চয্যি করে দেওয়া লেখা লিখেছে ছোটোদের জন্য, যে এরা সব আমার হাঁটুর বয়সী হলেও আমার এদের পেন্নাম করার সাধ গেছে। কিন্তু যেই এখন একটা কাজের কথা বলেছি অমনি সব ঘাপটি মেরে বসে আছে। মায় লামা-হুতোরও আর সাড়া পাওয়া যাচ্ছে না।
  • Kaju | 121.242.160.180 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১০532355
  • কুমুদি এই যে বলল না, দত্যিই বড় কঠিন? একদম সত্যি কথা। আজকাল আর সেইসব শিংওলা পাহাড়প্রমাণ দত্যিদের তো চোকেই দ্যাকা যায় না। আগেও অবিশ্যি যেত না, তবে লেখকরা কল্পনায় তাঁদের টেনে আনতেন। এখন ওদের নিয়ে কেউ ভাবেই না। ওরা কিন্তু এখনকার মানুষ-দত্যিদের চেয়ে ভালো ছিল। গল্পের শেষে ঠিক রাজপুত্রদের জিতিয়ে দিয়ে যেত।

  • byaang | 122.178.243.231 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৩532356
  • ডেম্বা বা, থ্যাংকিউ কনফার্ম করার জন্য। আমি যখন ওগুলো পড়তাম, তখনও খুব খারাপ লাগত। লালকমল-নীলকমল পড়ে খুব খারাপ লেগেছিল, সৎ মা বলে সৎ ছেলেকে খাওয়ার চিন্তাটা মেনে নিতে অসুবিধে হত। শীত-বসন্তর-ও বহু জায়্‌গা নিষ্ঠুর বলে মনে হয়েছিল। আর বুদ্ধু-ভুতুম তো কথাই নেই। বুদ্ধু-ভুতুমের মাদের জন্য খুব কষ্ট পেয়েছিলাম। রাগ-হিংসে-প্রতিশোধস্পৃহার সঙ্গেও পরিচয় হয়ে গেছিল ঐ বয়সেই, ঐ একটি বইয়ের মাধ্যমে। রাজার বড় রাণীদের আচরণ পড়ে জাস্ট হাঁ হয়ে গেছিলাম, এত খারাপ কাজও কেউ করতে পারে ভেবে।
  • Ishan | 122.248.183.1 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৪532357
  • আমাচ্ছেলে ইদানিং সুকুমার রায় খুব পছন্দ করছে। কিন্তু সমস্যা এই, যে, সেখানেও ভোকাবুলারি মেলেনা। অতদিন আগে যে ভাষায় কথা হত, তার অর্ধেকই বুঝতে পারেনা। তাকে আমি তার নিজের শিশুটক নিয়েই তাই একটি বই লিখে দিয়েছি। প্রিন্ট ফিন্ট করে। হেব্বি হিট সেটা। গড়গড়িয়ে পড়ছে। :)
  • byaang | 122.178.243.231 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৫532358
  • ডেম্বা বা, আরো একবার থ্যাংকিউ, পুরনো টইটার লিংয়ের জন্য।
  • byaang | 122.178.243.231 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৭532359
  • ঈশান, মেল করা যায় না? সিরিয়াসলি চাইছি, আমার ছানাটার জন্য। তারও ঐ সুকুমার রায়ের বাংলা পড়তে অসুবিধে হয়। অবিশ্যি লীম পড়তে দিব্যি মজা পায়।
  • dd | 123.237.15.232 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৭532361
  • ঠাকুমার ঝুলি টুনটুনির বই, এ সবেই এখনকার যুগের প্রেক্ষিতে প্রচুর উল্টোপাল্টা কথা আছে। কিন্তু বাচ্চারা অমন কিছু ছোটো নয় যে একটা কিছু পড়লেই ধড়াম করে একটা ম্যাল ইম্প্রিন্ট হয়ে যাবে যা বাচ্চাটা সেই বোঝা বয়ে বেড়াবে সারা জীবন ? তেমন মোটেও হয় না।

    বাচ্চারা অতো সেন্সিটিভ থাকলে তো দু একটা নীতিকথার বই পড়িয়েই এক্কেবারে পার্মানেন্টলি ভালো করে দেওয়া যেতো।
  • byaang | 122.178.243.231 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৯532362
  • আর লীলা মজুমদারের একটা লেখাও পড়েছিলাম এই শিশুসাহিত্যের মান নিয়ে। উনি বলেছিলেন, যে গল্পে বিন্দিমাত্র নিষ্ঠুরতার আঁচ আছে, অন্যকে আঘাত করার ইঙ্গিত আছে, সেগুলো নিয়ে উৎকৃষ্ট সাহিত্যের মর্যাদা দেওয়া যায়, কিন্তু শিশুসাহিত্য বলে মানা যায় না। উনি যেসময়ে সন্দেষের সম্পাদনার কাজ করেছেন, এই কথাটা মাথায় রেখে লেখা নির্বাচন করতেন।
  • dd | 123.237.15.232 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২১532363
  • টম অ্যান্ড জেরী? বিভৎস ভায়োলেন্স থাকে। আমার কিন্তু বেশ বাজে লাগে।
  • byaang | 122.178.243.231 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৩532364
  • ডিডিদা, কথাটা ম্যাল ইম্প্রিন্ট হয়ে যাওয়ার নয়, কথাটা হচ্ছে কোন বয়সের হাতে কোন বই দেব, আরো বেটার অপ্‌শনের কথা কেন ভাববো না। আমাদের ছোটোবেলাতে আমরা পড়েছিলাম বলেই আমাদের ছানাদেরও পড়াতেহবে। তারা যদি অন্য ভাষার বইএর থেকে মনের রসদ খুঁজে পায়, তাহলে আমাদের ছোটবেলায় আমরা বাংলা পড়েছি, আর ওরা পড়লে বাংলা ভাষার ভবিষ্যৎ মজবুত হবে এই দুটো যুক্তিতে ওদের উপর চাপিয়ে দেব কেন?
  • byaang | 122.178.243.231 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৭532365
  • ইংরাজিতে ছোটদের বই নিয়ে রোজ নিত্যনতুন কাজ হচ্ছে, এদেশে বসেও সহজেই সেইসব নতুন বই হাতে এসে যাচ্ছে, সেখানে একশো বছরের পুরনো বই, এখন্‌কার বাংলার থেকে শত যোজন দূরের একটা বাংলায় লেখা বই পড়তে কেন এখনকার বাচ্চারা উৎসাহিত হবে, এই প্রশ্নটার উত্তর খুঁজছি।
    কিন্তু সবার কথা থেকে যে উত্তরটা উঠে আসছে, সেটা হল - এসব বই আমরা পড়েছি মজা পেয়েছি, আমাদের মা-বাবারা পড়েছে মজা পেয়েছে, তাই আমাদের ছানাদেরও মজা পাওয়াটাই স্বাভাবিক।
  • byaang | 122.178.243.231 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩০532366
  • টম অ্যান্ড জেরীও তো বহু পুরনো কনসেপ্ট। আমারও বেশ খারাপ লাগে। শুধু ওরকম ফাস্ট অ্যানিমেশন বলে মগজে বোমা মেরে থ হয়ে টিভির দিকে তাকিয়ে বসে থাকতে হয়।

    আমার ছেলে টম অ্যান্ড জেরী দেখতে চাইলে আমি দেখতে দেব। আমার ছেলে ঠাকুমার ঝুলি পড়তে চাইলেও পড়তে দেব। কিন্তু সে ঠাকুমার ঝুলি না পড়ে ড:সিউস পড়তে চাইলে কেন তাকে ঠাকুমার ঝুলিই পড়তে বলব?
  • Kaju | 121.242.160.180 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৩532367
  • ব্যাঙদি,

    আমার মনে হয় ঠিক এটাই যে, বাচ্চার সামনে দুটো অপশানই রাখা হল - আবোল তাবোল এবং ড: সিউস। দুটোর সাথেই পরিচয় করিয়ে দেয়া হল। এবার সে যদি আবোল তাবোল পড়তে গিয়ে শুধুমাত্র কয়েকটা অজানা শব্দের মানে না বুঝে উৎসাহ হারায়, তাহলে তাকে মানেগুলো বুঝিয়ে দিলে সে আগ্রহ অনুভব করছে কিনা দেখতে হবে। যদি না হয়, তবে তো তার চয়েস বোঝা হয়েই গেল। ইনসিস্ট করার প্রশ্নই নেই। কিন্তু, মানে না বুঝিয়ে যদি এখন থেকেই 'ওর পছন্দ' বলে ছেড়ে দেয়া হয়, তাহলে সেটা ঠিক হল কি?

    দুটোকেই বলতে হবে, 'দেখ্‌ পড়ে কেমন লাগছে'। সে যদি কোনোভাবেই আ২ তাবোল ভালো না বাসে, তখন এই পছন্দের প্রশ্নটা আসে। প্রথমে ভালো লাগানোর মত করে পড়ে শোনাতে হবে, চেষ্টা তো করতেই হবে। সে আগে জানবে ওই ব্যাপারে, তবে তো। অনেক ভালো জিনিসও ওপর ওপর দেখার কারণে ইগনোর হয়ে যায়।৮

  • byaang | 122.178.243.231 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫১532368
  • ভাই কাজু, বছর খানেক আগে এই নিয়ে খুব তক্কো হয়েছিল শিশুদিবসের টইয়ে, এই টইয়ের প্রথম পাতায় আমি তার লিং দিয়েছি। সেই টইয়ের আমার পোস্টগুলো দেখিস, আমি ঠিক তোর এই কথাগুলৈ লিখেছিলাম। আমারও মতামত এটাই। কিন্তু যখন একটা বাচ্চা দুটোর মধ্যে থেকে একটা বেছে নিচ্ছে, তখন আর এই কোন ভাষার বই নিয়ে মাথা ঘামানোর দরকার আছে বলে মনে হয় না।
    এই টইয়ে দেখবি আমি বা রিমি মোটামুটি একই কথা বলছি। আমরা দুজনেই প্রচুর সময়, যত্ন এবং পরিশ্রম দিয়েছি আমাদের ছানাদের বাংলা বই পড়ার অভ্যাস তৈরি করার জন্য। এখানে আমরা যেটা লিখছি, সেআ এই সময়ে দাঁড়িয়ে আমাদের অভিজ্ঞতা এবং হাতে গরম অব্জারভেশন থেকে লেখা। যেসব বাচ্চারা বাংলা বই ভালোবাসছে, পড়ছে, তাদের নিয়ে তো কোনো গোল নেই। কিন্তু ঐ টই খোলা হয়েছিল, কেন এখনকার বাচ্চারা বাংলা বই পড়ছে না তার কারণ খুঁজতে। সেখানে আমার যা অভিজ্ঞতা সেটাই লিখছি।
  • byaang | 122.178.243.231 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৫532369
  • আমার আগের পোস্টের লাস্ট লাইন, ঐ টই খোলা হয়েছিল হবে না। পড়তে হবে, এই টইটা খোলা হয়েছিল।
  • Kaju | 121.242.160.180 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০২532370
  • এই জিনিসটা মুখ্যত বাংলার বাইরে যেসব ছেলেমেয়েরা বড় হচ্ছে বা শুরু থেকেই ইংলিশ মিডিয়ামে পড়ছে, তাদের ক্ষেত্রেই বেশী দেখা যায় নাকি অন্যদেরও? এদের অবশ্য একটা কারণ আছে, এরা বাংলা ভাষা যেটুকু বাড়িতে শোনে, সেটুকুই এদের পরিচয়, বাকি পুরোটাই অবাঙালী পরিমন্ডল। আগ্রহ তৈরি না হওয়াটা খুব স্বাভাবিক।
  • paapaai | 223.176.161.6 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০৩532372
  • কিশোর পত্রিকাগুলো খুলে দেখলাম সাধান ইস্যুতে এদের অল্পবিস্তর লেখা আছে।
    কখন বা পুজোতে।
    একটি শারদীয় সন্দেশ এ পড়লাম রাজেশ বসুর - মমি আতঙ্ক,দেবাশিস বন্দ্যোপাধ্যায় এর - চঁআদামামা ও চঁআদুচোর,হিমাদ্রিকিশোর এর চঁআদবরের শেষ শ্লোক,রানী হাটশেপশুটের মমি,মানুষ কুমীর।সৈকত এর গ্রহান্তরের গঁআজাখোর,মৌলিক মশাই।কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের চিড়িকলাল।জয়দীপ এর নতুন স্কুলে গঙ্গাপদ,প্রচেত গুপ্ত কাঞ্চনগড়েড় ককিলস্যার এই সব
  • pi | 72.83.80.169 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১১532373
  • দুটো প্রশ্নের উত্তর পেলে বুঝতে সুবিধা হত।

    প্রবাসী, অনাবাসী বা দীর্ঘদিন বিদেশে কাটানো,প:বংগেও সেরকম ইংরাজী মাধ্যাম, যেখানে বাংলা সেভাবে পড়ানৈ হত না, আশেপাশে বাংলা বলা, শোনার রেওয়াজ কম, রেওয় যারা ইংরাজী বইয়ের এক্সপোজার ভাল করে পেয়ে যেত, সেইসব বাচ্চাদের ক্ষেত্রে আগে কী হত ?

    আর, 'এখনকার' বাংলা মাধ্যমের বাচ্চাদের প্রেফারেন্স কীরকম ?

    ফ্যাক্টরটা 'এখনকার' বাচ্চা, নাকি বাংলার সাথে মূল সংযোগ না থাকাটা ?
  • paapaai | 223.176.161.6 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৮532374
  • কিন্তু প্রছর যেনো সুধু রহস্য গল্পের সেই কাকাবাবু,অর্জুন,মিতিন্মাসি অর ভালো লাগেনা।কিশোর পত্রিকাগুলোর মান ও নিম্নমুখী।মনেহয় যতটা না লেখার অভাবে তার চেয়ে বেশি ভালো সম্পাদকের অভাবে।
    এই নিয়ে একটা ঘটনা শেয়ার করি।জহলাল ধর এর কলিকাত রহস্য র খোঁজ করতে গেছি আবাপ কলকাতার কড়চা তে পড়ে।ছোত্তো দোকান পরশপাথর।বেশকিছু পুননো বই পুনমুদ্রন করেছে।যেমন বিজয়রাম সেন এর যাত্রামঙ্গল,একশো বছরের পুরনো আর্জিলিং যাত্রা,জ্যোতিরিন্দ্রনাথ থাকুরের অনুবাদে ইংরেজ বর্জিত ভারতবর্ষ এইসব।ওখানে দেখলাম কিশোর গল্প বৈ রয়েছে।দেবশিস এর ডাকাতিয়া,হিমাদ্রিকিশোর এর মানুষ-কুমীর,গৌর বৈরাগীর বাঘ-মারুনী,অমর মিত্রর পালিয়ে গেল গরম সিং।অগের লেখক দের নাম বলে প্রশ্ন করলাম এদের বয়স কেমন?
    উত্ত পেলাম - শিশির বিশ্বাস,গৌর বৈরগী,রতনতনু,অমর মিত্র বাবু ৬০,প্রচেত,কৃষ্ণেন্দু,সৈকত ববু ৫০,রাজেশ,হিমদ্রি,দেবজ্যোতি ববু ৪০+।
    অর দেবশিস ৩০ এর আসেপাশে।
    বল্লাম যারা ৬০,৫০ এর ঘরে তারা এতদিন লিখতেন না?
    উত্তর পেলাম - দুএকজন দেরিতে শুরু করেছেন।তবে ঐ যে রহস্য গল্প প্রতি পুজোতে তাই হয়তো নামগুলো পরিচিত হয়নি।
    কুমীর-মানুষ অর ডাকাতিয়া কিনলাম।ভালৈ লাগে্‌ছ।লেখকদের বয়স ও কম।
  • Update | 117.194.33.53 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৭532375
  • Name:DuMail:Country:

    IPAddress:117.194.205.209Date:13Feb2012 -- 06:34PM

    কোন এক আশ্চর্য্য কারনে মহাভারতের গল্পগুলো ছেলের ভালো লাগে অন্য সমসাময়িক এতটা না তানলেও। অবাক হয় ভাবি, তাই কি এরা মহাকাব্য, দেশ কালের সীমানা পার করে যায়?

    Name:BratinMail:Country:

    IPAddress:117.194.103.215Date:13Feb2012 -- 07:26PM

    আগে আমরা পড়াশুনা করে নিয়ে ঠাকুরদা, দাদু,দিদিমা কে ঘিরে বসতাম ছোটছোট ছেলে রা। ওনারা নান রকম গল্প বলতেন। আমর হা করে সেগুলো গিলতাম। বিশ্বাস অবিশ্বাসের প্রাচীর টা খন ই ভেঙে যেত নিজেদের অজান্তেই।

    এখনকার বাচ্ছা দের আমরা এই রিলাক্স করার সময় / সুযোগ কি দিতে পারি পরির্বতিত পরিস্থিতিতে? এখন তো আমাদের নিজেদের সঙ্গে সঙ্গে আমাদের বাচ্ছা রাও ছুটছে। আরো ভালো রেজাল্ট। আরো বেশী স্কিলসেট র সন্ধানে।

    Name:rimiMail:Country:

    IPAddress:168.26.205.19Date:13Feb2012 -- 07:41PM

    হ্যাঁ ব্রতীন, এই সুযোগ দেওয়াটা আদৌ কঠিন ব্যপার নয়, বাবা মাই দিতে পারে, ঠিকমতন প্রিপারেশন নিলে। রাতে ঘুমোনোর সময় আধঘন্টা বাচ্চাকে রোজ দেওয়াটা কি খুব কঠিন ব্যপার? দৈনিক রুটিন সেভাবে তৈরী করলে রাতে ৩০ মিনিট বাচ্চাকে গল্প বলাটা কিচ্ছু কঠিন কাজ না। এটাকে শুধু প্রায়োরিটির মধ্যে আনতে হবে। এছাড়া খাওয়ার সময়, কিম্বা কোথাও যাবার সময়, এমনকি স্কুলে যাবার রাস্তাতেও গল্প বলার আর গল্প শোনার অভ্যেস তৈরী করা যায়। এতে ভাষাও অনেক তাড়াতাড়ি শেখা যায়।

    Name:byaangMail:Country:

    IPAddress:122.178.243.231Date:13Feb2012 -- 07:45PM

    রিমি, ব্রতীন :-)। এইটা আমার আর আমার ছেলের প্রিয় খেলা। আগেরদিন আমার ছেলে যে গল্পটা পড়ে, পরের দিন সে আমাকে তার অর্ধেকটা বলে আমাকে জিজ্ঞেস করে আমি গল্পটা লিখলে কীভাবে শেষ করতাম। আবার উল্টোটাও হয়, আমার ছেলেও তারপর বলে সে হলে গল্পটা কীভাবে শেষ করত। কোন কোন ক্যারক্টারকে তার পছন্দ হয় নি। এই খেলাটা হয় রাত্তিরে খেতে খেতে।

    Name:byaangMail:Country:

    IPAddress:122.178.243.231Date:13Feb2012 -- 07:46PM

    এনিওয়ে এই সব কটা পোস্ট উড়ে গেল বলে, কেউ একজন ব্যাকাপ নাও। তবে আমাকে আবার ব্যাকাপ নিতে বোলো না।

    Name:rimiMail:Country:

    IPAddress:168.26.205.19Date:13Feb2012 -- 08:23PM

    ব্যা,ং এইটা খুব ভালো খেলা রে। চালিয়ে যা।

    Name:rimiMail:Country:

    IPAddress:168.26.205.19Date:13Feb2012 -- 08:57PM

    আর ইশানের শিশুটক দিয়ে বই বানানোর আইডিয়াটা দারুণ লাগল। এইজন্যেই আমি ইশানের ফ্যান :-))

    Name:BratinMail:Country:

    IPAddress:117.194.101.73Date:13Feb2012 -- 09:18PM

    রিমি, সেটাই প্রশ্ন তুমি যদি পারো। খুব ভালো।

    কিন্তু বেশীর ভাগ আমাদের সেই সময় টাই নেই। জীবন এখন খুব দ্রুত গতি তে চলছে। আর তার সাথে তার মেলাতে গিয়ে আমরা জেরবার।

    ব্যাঙ খুব ভালো। ছেলে র কল্পনা শক্তি পাখা মেলতে পারবে।

    Name:paapaaiMail:Country:

    IPAddress:106.198.173.184Date:13Feb2012 -- 10:16PM

    ১-৬ এর শিশুদের গল্প পড়ানোর চেয়ে গল্প শোনানো বোধহয় বেশি কাজে দেবে।অকার্তিক ঘোষ,বলরাম বসাক,গৌরী ধর্মপাল শিশুদের বই লিখেছিলেন।অশিশু সাহিত্য সংসদ থেকেই আছে ভাল্লুকের দোলনা,গাছের কান্না,উপনিষদের গল্প এই সব বই।অকেমন বিক্রি কে জানে।অবাড়িতে বাবা মা কে পড়তে না দেখলে,স্কুলে বই পড়ে স্যারদের থেকে বেশি সম্মন না পেলে সে পড়বে কেনো?নিছক আনন্দ করর তো অনেক জিনিস/প্রলভন বর্তমান।অজদি সচিন কত সেন্‌চুরি করছে,সিরিয়াল এ এই এপিসোডে কি হলো এতা জে বলতে পরবে সে বেশী হনু এই সিস্টেম চলে তবে ছতোরা পড়বে এই আশা করা ঠিক হবে না।অতবে কেউ কেউ পড়বে।অপড়েও।অএটা কি ন্যেচার৯AFআল সিলেকশান?কে জানে।অএদের কে ঠকানো হচ্ছে ভুলভাল লেখা পড়িয়ে।অশিষু সাহিত্য সংসদ ভালো কাজ করেছে মণিলাল গাঙ্গুলী থেকে যোগীন্দ্রনাথ সর্কার হোয়ে সুবোধ গোষ সবার কিশোর লেখাগুলো এক প্রকাশনার তলায় এনে।অবইগুলো এই পড়ুয়াদের পড়ানো যাবে।
  • dukhe | 117.194.233.111 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২২532376
  • মণীন্দ্র গুপ্ত লিখেছিলেন একটা বয়সের পর নিজের পছন্দের কবিতা নিজেকেই লিখে নিতে হয় । ঈশানের পুত্র এখনই সেই দশা প্রাপ্ত হলেন !
  • aka | 168.26.215.13 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৪532377
  • ঈশানের আইডিয়াটা ব্রিলিয়ান্ট। নির্মোহ ব দিলাম ঈশানকে। :)
  • Somnath | 117.194.200.186 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৫532379
  • কালচার তৈরি করাটাই বড় ব্যপার। একজন যদি বাড়িতে গল্প শুনে গিয়ে সেগুলো স্কুলে বন্ধুদের বলে, ধরো দিনে একটা করে, তবে দেখবে প্রতিদিন স্কুলের কোনো একটা সময়ে, বা টিফিনের ফাঁকে তাকে ঘিরে বন্ধুদের গোল হয়ে বসে পড়া থাকবে। সে গল্প বলছে আর বন্ধুরা শুনছে - এটা থাকবে। আরো গল্পের ডিমান্ড থাকবে। সব বন্ধুদের, তাদের নিজের নিজের বাড়ি ফিরে নতুন গল্প শুনে আসার জন্যে বাবা মাকে জ্বালানো থাকবে। মানে, আমার মনে হয়, এভাবে করা যায়।

    বোনকে এভাবে টিনটিন পড়ালাম, আর স্কুলে গিয়ে বন্ধুদের কছে ঘ্যাম নিতে শেখালাম যে সে টিনটিন পড়ছে, আর সেটা অসাম লাগছে। তো, এইভাবে ৩ টে টিনটিন শেষ হল। আর ডিমান্ড বাড়ছে।
  • pi | 72.83.80.169 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৫532378
  • শিশুটক দিয়ে কতদিন আগে যে কাগুজে গুরুর পাতা বানানো হল, তার বেলা ?

    একটা কথা জানার ছিল। শিশুদের লেখা শিশুরা পড়ে কেমন পায় ?
  • Du | 117.194.205.209 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৫532380
  • আমি কিন্তু ঈশানকে অনেকদিন আগে শিশুটকে রিকোয়েস্ট করেছিলাম টিনটিনের কথা নিয়ে বই বের করতে - এইবেলা বলে যাই -- আমারও কপি চাই কিন্তু :)
  • ranjan roy | 115.118.159.175 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৬532381
  • চমৎকার লেগেছে ব্যাং ও ওমনাথের কথা।
    আমার মা কয়েক বছর রোজ রাতে দুই নাতনিকে পাশে শুইয়ে গল্প শোনাতেন। এমনকি দেশ পত্রিকা থেকে পড়ে সুনীল
    গাঙ্গুলীর ""পূর্ব পশ্চিম'' ( অল্পবিস্তর এডিট করে্‌)। বাবলু ও অলি একটা বয়েসে ওদের প্রিয় ক্যারেক্টর হয়ে গেছিল। আমি কিছু করতে পারিনি। তাই ওরা সত্যজিত রায় পড়েছে ইংরেজিতে।
  • aka | 75.76.118.96 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ০৭:৪৯532383
  • বোতিনকে একটা কথা বলার ছিল। তুমি বা আমি কত পড়েছি, কি পড়েছি ঠিক সেই হিসেব করতে চাই নি। তুমি বাংলা যে বইগুলো বলেছ সেগুলো আর চার পাঁচজনের মতন আমিও পড়েছি। যখন পড়েছি তখন ভালোও লেগেছে। আরও বেশির ভাগ ছেলেমেয়ের মতন আমারও বিশ্ব সাহিত্যের অ্যাকসেস খুব কম ছিল। এখন যখন ছেলের সাথে ছোটদের বিশ্ব সাহিত্যের সাথে নতুন করে পরিচয় হচ্ছে তখন দেখছি তার মান অত্যন্ত ভালো। বিশেষত একেবারে কুচোদের জন্য। একেবারে কুচোদের জন্য যে শুধু রঙচঙ লাগে এই ধারণাটা কেটে যাবে যদি তুমি এরিক কার্লের যেকোন একটা বই পড়ো। সেটাই বলছিলাম যে আমি কোন বইয়ের সাথে কমপেয়ার করছি সেটা যদি তুমি না দেখো তাহলে বুঝতে পারবে না। সেটা বোঝানোর মতন ভাষা আমার জানা নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন