এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এঁচোড়েপক্ক টক

    byaang
    অন্যান্য | ০৫ এপ্রিল ২০১২ | ১৯৫১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 198.82.20.26 | ০৬ এপ্রিল ২০১২ ০১:০৯537354
  • ইস পিপি হেবি ক্যাল খেয়েছে। আমার এক পিসতুতো দিদিও এইরূপ অত্যাচার সহ্য করেছে।

    আমি অবশ্য বেশিদিন মার খাইনি। আমার মধ্যে আত্মসম্মানবোধ আর পোতিভার অভাব দুইই এট্টুস প্রবল ছিলো কিনা। হাল ছেড়ে দিয়েছিলো।
  • byaang | 122.172.199.58 | ০৬ এপ্রিল ২০১২ ০১:০৯537353
  • এ কীরে পিপি, তোর পোস্ট পড়ে তো দেখছি আমার ছোটবেলাটাকে রিওয়াইন্ড করে দেখছি চোখের সামনে। বাবার ""অঙ্কর খাতাবই নিয়ে আয়'' হাঁক থেকে গরমকালে ন্যাড়ামুন্ডিতে কেশুতপাতাজবাফুলবাটাছাঁচিপেয়াজের রস তাতে আবার মেথির ফোড়ন।
  • Nina | 69.141.168.183 | ০৬ এপ্রিল ২০১২ ০১:০৯537352
  • রিমি নিন্দুকেরা আমার দিকেই দেখাবে :-)
    বাঁদর তো হবে না --
    রী ??
    (কনফেশন)
  • pipi | 129.74.191.152 | ০৬ এপ্রিল ২০১২ ০১:১০537355
  • ব্যাংদির সাথে এখানেও একমত। ছোট দুটি তুতো ভাইবোন জন্ম ইস্তক প্রায় আমার কোলেপিঠে বহু দিন কাটিয়েছে। এছাড়াও বাচ্চাদের ক্লাস নিতাম। ধৈর্য্যের বাঁধটা দেখেছি সহজে ফাটে না। ফাটলেও চেঁচামেচি করি (ভার্বাল অ্যাবিউস?)। কিন্তু গায়ে হাত? নৈব নৈ চ। গায়ে হাত তুলতে গেলে কেন জানি চোরের মারটা বড্ড মনে পড়ে।
  • pipi | 129.74.191.152 | ০৬ এপ্রিল ২০১২ ০১:১৩537357
  • ঠিক ঠিক। ছাঁচি পেঁয়াজের রস। গরম কালে তার যা খোশবাই। টানা ছয় দিন নাগাড়ে লাগিয়ে সপ্তম দিনে শ্যাম্পু! ততদিনে আশপাশের লোকেরা হার্টফেল করে ফেলেছে প্রায়!
  • riddhi | 128.62.12.113 | ০৬ এপ্রিল ২০১২ ০১:১৩537356
  • ব্যাং আর পিপি, আপনার মোসাদ, র, আর কন্ডোলিজা রাইসদের এই গল্পগুলো নিয়ে একটা চিঠি লিখুন। ওরা টুকে রাখবে টরচার ম্যানুয়ালে ঢোকানোর জন্য। থানা পুলিশের কেস ছাড়া এই লেভেলের গল্প খুব কম শুনেছি। খুবি কম। একজন প্রতিবেশী ছিল, সে ১৭ বছর বয়েস পর্যন্ত ছেলেকে বেধড়ক পেটাত। জয়েন্টের দিন পাড়ার লোক গিয়ে বাড়ি ঢুকে ঝামেলা করে বন্ধ করে।


    এইটা অনেকজনের অনকেবার দেখা হতে পারে। যারা দেখেননি, তাদের খুব ভাল লাগবে গ্যারান্টি।
  • hu | 12.34.246.72 | ০৬ এপ্রিল ২০১২ ০১:১৪537358
  • পাই, কি প্রতিষেধক? আমার ভাই একটা আবিষ্কার করেছিল বটে। গায়ে হাত তোলা তো দূরের কথা ওর দিকে চোখ পাকিয়ে তাকালেই ও তারস্বরে চেঁচাতে আরম্ভ করত। পাড়ার লোকেরা এসে বলে যেত তোমরা ছেলেটাকে বড় মারো। কে বিশ্বাস করবে ওকে কিচ্ছু করা হয় নি!
  • rimi | 168.26.205.19 | ০৬ এপ্রিল ২০১২ ০১:১৯537360
  • অন্যান্য সবব্যপারের মতন এখানেও আমি বানী (ভবিষ্যতের) বিতরণ করে যাই।

    এই প্রজন্মের বাচ্চারা বড় হলে ছেলেমেয়েকে আদৌ মারবে না, মিষ্টি কথায় বশ করবে। এভাবে দু তিন প্রজন্ম কাটলে সাইকোলজিস্টরা লেখালিখি শুরু করবে যে ছেলে পুলেদের বড় বেশি আদর দিয়ে মাথা খাওয়া হচ্ছে। তখন আবার ধীরে ধীরে সেইসব মারধোর ফিরে আসবে। এবং এভাবেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে বারম্বার।
  • pipi | 129.74.191.152 | ০৬ এপ্রিল ২০১২ ০১:১৯537359
  • রিদ্ধি, আমি খেয়েছি ২১ অবধি:-)
    বাবা অবশ্য সেই দশ বছরের পর থেকে গায়ে হাত তোলা তো দূর, কড়া কথাও বিশেষ বলে নি আর। হয়েছিল কি, সেবারে ঐ অঙ্কের গেরোয় আর দেওয়ালের মুণ্ডপাতে ক্যাল খেয়ে বেহুঁশ হয়ে গিয়েছিলাম। হুঁশ ফিরলে দেখি বাড়ি ময় হইচই। মা একপাশে পাগলের মত কাঁদছে আর বাবার উপর চেঁচাচ্ছে - আমার মেয়েটাকে তুমি শেষ করে ফেললে ইত্যাদি প্রভৃতি! ঘরময় আরো লোকজন। কে যেন আমার মাথায় মুখে ঘটি ঘটি জল ঢালছে। আর বাবা কেমন একটা পেঁচোয় পাওয়া মুখ করে ভ্যাবাচাকা একপাশে দাঁড়িয়ে। যেন টোকা মারলে খসে পড়বে।
    সেইদিনের পর থেকে আদর ছাড়া বাবার কাছ থেকে আর কিছু পাই নি:-)
  • pipi | 129.74.191.152 | ০৬ এপ্রিল ২০১২ ০১:২৬537362
  • দেখ বাপু, কোন ওষুধই অতি মাত্রায় ভাল না। তবে সব ওষুধেরই কিছু না কিছু গুণ আছে। লাঠ্যৌষধিরও। সময় বিশেষে দু চারটি ঢিপঢাপ ভাল বই মন্দ করে না (ব্যক্তিগত মত) নইলে ছানাপোনারা এই আম্রিগি ছানাপোনাদের মত হবে (আবারো ব্যক্তিগত মত):-)
  • byaang | 122.172.199.58 | ০৬ এপ্রিল ২০১২ ০১:২৭537363
  • দেখো দিকি নি, আমি জীবনে প্রথমবার একটা টই খুল্লুম, যেখানে যেসব ছানাদের গপ্পো আর কোনোমতেই শিশুটকে লেখা যায় না, তাদের গপ্পোগুলো লিখে রাখতে। সবাই মিলে চাইল্ড-অবিউজের টই বানিয়ে ছাড়লে!!
  • byaang | 122.172.199.58 | ০৬ এপ্রিল ২০১২ ০১:২৯537364
  • এখানে আমি এক্টু অন্য কথা বলি। আমার ধারণা হল, যার যা হবার, সে তা হবেই। মেরেও তাকে পাল্টানো যাবে না, আদর দিয়েও না।
  • nk | 151.141.84.81 | ০৬ এপ্রিল ২০১২ ০১:৩০537365
  • হ্যাঁ, রিমি, সেই তো। মহাভারতে কুরুক্ষেত্রে হাইড্রোজেন বোম ফোম ফেলে টেলে একাকার করে আবার সব ভুলে গেলো সবাই। তারপরে এতকাল পরে আবার সব বোম ফিরে এলো। ইতিহাসের লুপ। :-)
  • rimi | 168.26.205.19 | ০৬ এপ্রিল ২০১২ ০১:৩১537366
  • আম্রিগি ছেলেপুলেদের নিন্দে করলে শুনছি না শুনব না। আম্রিগি ছেলেপুলেরা খুবই ভদ্র সভ্য। :-)) মাইরি, ১২ বছরের অভিজ্ঞতা।
  • nk | 151.141.84.81 | ০৬ এপ্রিল ২০১২ ০১:৩২537368
  • ব্যাঙের কথাটি হোলো কোটি কথার এক কথা। :-)
    যে যেমন হবার, তেমনি হবে। মেরে ধরে কিসুই হবে না, আদর দিয়ে লাই দিয়ে মাথায় তুলেও কিসুই হবে না।
  • pipi | 129.74.191.152 | ০৬ এপ্রিল ২০১২ ০১:৩২537367
  • অ্যায়! এইটা কতবার যে বোঝানোর চেষ্টা করেছি মা'কে! যে দরকচা মেরে গেছে তাকে কি আর বদলানো যায়। এত মেরে বকে কিস্যু হবে না, খালি তোমার হাতে আর মুখে ব্যথা।
  • rimi | 168.26.205.19 | ০৬ এপ্রিল ২০১২ ০১:৩৩537369
  • হ্যাঁ ব্যাং একদম লাখ কথার এক কথা বলে দিয়েছে। এইজন্যেই ব্যাংকে এত ভালোবাসি:-)
  • byaang | 122.172.199.58 | ০৬ এপ্রিল ২০১২ ০১:৩৪537371
  • কাটি এবার, কাটার আগে নীনাদির কথার উত্তর দিয়ে যাই।
    নীনাদি বললে না, ছেলে যেটা হওয়ার স্বপ্ন দেখে, ওকে সেটা হতে দিতে?

    তবে শোনো তার ইদানিংকার স্বপ্ন কী! আগে তার স্বপ্ন ছিল ইন্ডিয়ার ক্রিকেট টিমে খেলা, এখনো সেই স্বপ্নই আছে, তবে তার সঙ্গে আরেকটা স্বপ্ন যোগ হয়েছে, সেটা হচ্ছে ডাব্লুডাব্লুইর রেসলার হওয়া। যখন ক্রিকেট খেলবে না, তখন আম্রিগা গিয়ে কুস্তি করবে। ক্যামোন করি হেল্প করি বল দিকি নি?
  • hu | 12.34.246.72 | ০৬ এপ্রিল ২০১২ ০১:৩৪537370
  • ব্যাংদি, সেটা বোধহয় ঠিক না। সামান্য মারধোর, বকুনিকে আমি অত বড় অ্যাবিউজ বলে মনেও করি না। বিশেষ করে আমাদের দেশের এবং আমাদের ছোটবেলার পরিপ্রেক্ষিতে। আবার আদর মানেই যে চুমু খেতে হবে, অনেক কিছু কিনে দিতে হবে এমন না। আসল কথাটা হল বাচ্চার মধ্যে একটা সেন্স অফ সিকিউরিটি ঢুকিয়ে দেওয়া। বাবা-মার কাছে কি নিরাপদ মনে হয়? অকপটে সব বলা যায়? সব কিছু হারিয়ে ফিরে আসা যায় তাদের কাছে? এগুলো থাকলে ছোটবেলার মারধোর মধুর স্মৃতি। নইলে জীবনের ওঠাপড়ার একটা আঁচড় মাত্র।
  • byaang | 122.172.199.58 | ০৬ এপ্রিল ২০১২ ০১:৩৭537374
  • হুচি, সামান্য মারধোর-বকুনি ঠিক আছে। কিন্তু আমার আর পিপির অভিজ্ঞতাগুলো দ্যাখ, যেগুলো লেখায় কেউ বিশ্বাসই করতে চাইছে না, ঢপ বলে কাটিয়ে দিচ্ছে। আমার মায়ের কাছে কোনোদিনই সবকিছু অকপটে বলতে পারি নি।
  • rimi | 168.26.205.19 | ০৬ এপ্রিল ২০১২ ০১:৩৭537373
  • এঁচোড়ে পাকা ছেলের গপ্প হল:
    ছেলে আর বাবা দৌড়তে গেছে রাস্তায়। রাস্তা পার হবার সময় ছেলে কথা শোনে নি, বাবার হাত ধরে নি। বাবা তাই দিয়েছে বকুনি! বকুনি মানে "কথা না শুনলে দৌড়নো বন্ধ" বা এই জাতীয় কিছু। ৬ বছরের ছেলে তখন বাবাকে সটান বলে দিল: "You sound too bossy. " এই হল আম্রিগার জলবাতাসের গুণ!!!
  • rimi | 168.26.205.19 | ০৬ এপ্রিল ২০১২ ০১:৩৮537375
  • এইবার হু বলে দিয়েছে কোটি কথার এক কথা। একদম ঠিক। :-)
  • byaang | 122.172.199.58 | ০৬ এপ্রিল ২০১২ ০১:৪১537376
  • হুচির শেষ পোস্টটা মনটা ভারি করে দিল। সব হারিয়ে বাবার কাছে ফিরতে পেরেছি, মায়ের কাছে আজ অব্দি পারি নি। যাগ্গে কাটান দেই।
  • nk | 151.141.84.81 | ০৬ এপ্রিল ২০১২ ০১:৪৩537377
  • রিদ্ধি তো থানা পুলিশের লেভেল বলে ফেলেছে। ঠিকই। যা সব শুনছি। আর আমাদের সমাজের দিক থেকে অসম্ভবও না, আজকালও যা সব শুনি শহরে গ্রামে মফস্বলে। বাড়াবাড়ি হলে তখন খবর আসে, তার আগ পজ্জন্ত তো খবরি আসে না। পাড়া পিতিবেশি ও তো হরিবোল, তেনারা বলবেন "আহা ভালোর জন্যই তো কচ্ছে।" কেউ বলবেন, তোমার পাঁঠা তুমি মুড়োয় কাটো কি লেজে কাটো, কার কী? "

    বাপরে এই ধরনের অ্যাবিউসিভ বাপ মায়ের ক্ষেত্রে রিহ্যাবে নিয়ে ওদের লাঠৌষধি দেবার দরকার ছিলো, তাইলে কদিনেই পরিষ্কার বুঝে ফেলতেন ওভাবে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়।

  • rimi | 168.26.205.19 | ০৬ এপ্রিল ২০১২ ০১:৪৪537378
  • হ্যাঁ মারধোর না খেলেও অকপটে মোটেও সব কথা বলা যায় না। আমিও পারি নি। অকপটে সব কথা বলার মতন সম্পর্ক আমাদের দেশে কি আদৌ তৈরী হয়? বিশেষ করে টিন এজে সবচেয়ে অসুবিধা হয়। কারণ বাবা মা খোলা মনে ছেলে মেয়েদের সব কথা শুনতে পারে না, টেনশনে রিঅ্যাক্ট করে ফ্যালে প্রচন্ড ভাবে। জাজমেন্টাল হয়ে পড়ে। এমন সব বকুনি দেয় যাতে ছেলেমেয়েরা অপরাধবোধে বা লজ্জায় ভোগে। ইত্যাদি।
  • hu | 12.34.246.72 | ০৬ এপ্রিল ২০১২ ০১:৪৬537379
  • সব হারিয়ে ফিরতে পারার জায়গাটা তো খুব সহজলভ্য নয়। এরকম একটা জায়গা থাকলেও সেটাও তো খুব বড় পাওয়া।
  • riddhi | 128.62.12.113 | ০৬ এপ্রিল ২০১২ ০১:৫০537380
  • ব্যাং আমি ঢপ বলছি না কিন্তু। খুব চরম লেভেলের খারাপ এটাই বলছি।
  • nk | 151.141.84.81 | ০৬ এপ্রিল ২০১২ ০১:৫২537381
  • আর নিশির মা তো নিশির কাছেই সব বলে পরামর্শ চাইতে আসতো, সেই নিশির প্রি-টিন থেকে। :-)
    কোন্‌দিন দেখলাম এই নিশির ঘাড়েই ই কেমন করে জানি ওদের প্রোটেক্ট করার ভার পড়ে গেছে, দজ্জাল ননদ ননাসদের থেকে ওদের রক্ষা করার জন্য। নিশি কালাপাহাড়, ভার্বাল লড়াই করে ওদের বাঁচাচ্ছে। তেনারা মানে মা জ্যেঠিমারা তো সুনাম রাখতে খারাপ হতে পারবেন না, নিশির গজগজ করবেন, আমার ঘাড়েই পড়লো কালাপাহাড় হওয়া। আর আগে থেকেই যে কালিতারা, তার পক্ষে কালাপাহাড় হওয়া আর এমন কী? :-)
  • nk | 151.141.84.81 | ০৬ এপ্রিল ২০১২ ০১:৫৩537382
  • রিদ্ধির সঙ্গে একমত। এই প্রথম একমত হলাম। :-)
  • byaang | 122.172.199.58 | ০৬ এপ্রিল ২০১২ ০১:৫৭537384
  • রিদ্ধি, আমি তোমাকে বলি নি। তিমি, আকা, ব্রতীন এরা সব ভালো করে না পড়েই ট্যাগ করে দিল কিনা ঢপ বলে! :-)
    (বক্তব্যের ঝাঁঝ কমাতে স্মাইলিটা দিলাম না কিন্তু, বেচারারা পোলাপান কীইই বোকা কীইই বোকা, কিস্যু জানে না, টাইপের একটা স্মাইলি দিলাম)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন