এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এঁচোড়েপক্ক টক

    byaang
    অন্যান্য | ০৫ এপ্রিল ২০১২ | ১৯৫১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 178.61.96.29 | ০৬ এপ্রিল ২০১২ ১৭:৪০537485
  • 05:32 PM এর স্টেটমেন্টে পুরুষদের টেনে আনাটা একটা বিশাল সুইপিং স্টেটমেন্ট। সত্যের পথ থেকে বিচ্যুত না হওয়ার চেষ্টা অব্যাহত রাখার জন্য প্রতিবাদ রেজিস্টার করছি।
  • sda | 59.97.137.103 | ০৬ এপ্রিল ২০১২ ১৭:৪২537487
  • আম্মো।
  • Bratin | 122.248.183.1 | ০৬ এপ্রিল ২০১২ ১৭:৪২537486
  • আমদের ও তো মনিতার চেঞ্জ হত না । ১/২ জন চিরকাল রং নিয়ে যেত :-((
  • Bratin | 122.248.183.1 | ০৬ এপ্রিল ২০১২ ১৭:৪৩537488
  • 5:32 এ ব্যাঙ কাঁপিয়ে দেবার চেষ্টা করেছে :-))
  • aka | 168.26.215.13 | ০৬ এপ্রিল ২০১২ ১৭:৪৪537489
  • ইসে আমিই তো সেরকম ছিলাম - কেলাস টু থেকে সেভেন অবধি টানা মনিটর। ছেলেরা স্বেচ্ছায় ইলেক্ট করত।
  • Bratin | 122.248.183.1 | ০৬ এপ্রিল ২০১২ ১৭:৪৬537491
  • তার মানে হয় আকা স্যারেদের প্রিয় পাত্র ছেল নয় ছেলে রা বাঁদরামি করলেও তাদের নাম লিখতো না :-)
  • sda | 59.97.137.103 | ০৬ এপ্রিল ২০১২ ১৭:৪৬537490
  • ইয়ে, আমার পোস্টটা কেসিদার পোস্টের পরিপ্রেক্ষিতে।
  • rimi | 75.76.118.96 | ০৬ এপ্রিল ২০১২ ১৭:৪৭537492
  • ব্যাংএর 5.25 আর 5.35 এর পোস্টদুটোয় তুমুলভাবে ক।

    কারুর বাবা মার সঙ্গে (বা অন্য কারুর সম্পর্কে) তার ব্যক্তিগত সম্পর্ক কি রকম সেইটা প্রকাশ্যে লিখলে লোকের এত গা জ্বলুনি হয় কেন কে জানে!!! এইটা আজ অবধিও আমার মাথায় ঢুকল না। :-(

    আর ইয়ে, গরু রচনা সম্পর্কে আর কিই বা বলব!! ব্যাংএর পর্যবেক্ষণ একদম ঠিক, অনেকেই...... রীতিমতন...................
    ভয় পায় !!!!!!!!!:-)))))))))))))
  • aka | 168.26.215.13 | ০৬ এপ্রিল ২০১২ ১৭:৪৮537493
  • আমি খুবই বাজে টাইপ ছেলে ছিলাম। কিন্তু কেউ কোনদিন আমার অপরাধগুলো জানল না বলে মারও খেতে হয় নি। মা মাঝে মাঝে কান টান মলে দিয়েছে, তাও দাদুর রেফারিংয়ে বেশি সম্ভব হয় নি। একবারই বাটাম দিয়ে কেলিয়েছিল। সেদিন একটু বাড়াবাড়িই করেছিলাম। সকাল আটটা পঁচিশে ম্যাচ খেলতে বেড়িয়ে গিয়েছিলাম।
  • ppn | 202.91.136.71 | ০৬ এপ্রিল ২০১২ ১৭:৫৩537496
  • বোঝো! আমাকে বলে কিনা সিপিয়েম।

    রাজদীপ দেইখ্যা শেখো। :)))
  • byaang | 122.167.248.161 | ০৬ এপ্রিল ২০১২ ১৭:৫৩537495
  • সত্যি রে রিমি, এখানে সত্যি কথাগুলো লিখলেই তাও নিজের জীবনের সত্যি কথাগুলো লিখলেই লোকজন কেমন গেল গেল রব তোলে, দেখে হাঁ হয়ে যাই। তখন যত মানবাধিকারের প্রশ্ন, সব্বাইকে সমানাধিকারের প্রশ্ন, যৌক্তিকতার প্রশ্ন এইসব দিয়ে ডিফেন্ড করতে বসে ছেলেগুলো। আর ভাইচারার কী মহিমা। এক শেয়াল হুয়া ধরলেই বাকি সবকটা বলে হুক্কাহুয়া। আকাকে গুচর ভীতুরত্ন উপাধির জন্য নমিনেট করলাম। নেহাত তোর মতন একটা শক্তসবলসাহসী বৌ পেয়েছিল তাই এজন্মটা নিরাপদেই কাটিয়ে দিল।
  • aka | 168.26.215.13 | ০৬ এপ্রিল ২০১২ ১৭:৫৫537497
  • খ্যাকখ্যাক খ্যাক খ্যাক। রণে, বনে, জঙ্গলে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেসব কথা না হয় থাক। খ্যাকখ্যাক খ্যাক খ্যাক।
  • byaang | 122.167.248.161 | ০৬ এপ্রিল ২০১২ ১৭:৫৯537498
  • হ্যাঁ থাকই বরং। তুই রিমিকে রণে-বনে তো ছেড়েই দে, লোকাল ট্রেনের ভীড়েও রক্ষা করেছিস বললে বিশ্বাস করব না। মানে তোর করার সদিচ্ছা ছিল কিনা সে প্রশ্নতেই যাচ্ছি না, রিমির জাস্ট দরকারই হত না। তোরা মেয়েদের জীবনে রিডান্ডান্ট।
  • kc | 178.61.96.29 | ০৬ এপ্রিল ২০১২ ১৮:০২537499
  • আমারটা মনে হয় তোমাদের মধ্যে সবথেকে ভয়াবহ টাইপ ছিল। ছুটকো ছাটকা মারধর ভালোই খেয়েছি, ওই মোটামুটি ফাইভ সিক্স অবধি। তারপর মার বন্ধ হয়ে গেল, কিন্তু শুরু হয়েছিল এক আজব ব্ল্যাকমেলিং গেম। কোনও অন্যায় অপরাধ করলে বাবা নিজের উপর কষ্ট দেওয়া শুরু করল। রাত্রে খেলোনা, খালি পায়ে রাস্তায় ঘুরতে শুরু করত, খুব উত্তেজিত হলে নিজেই নিজেকে মারত। সে এক ভয়াবহ পরিস্থিতি। যে ফেস করেনি সে বুঝতেও পারবেনা।
  • rimi | 75.76.118.96 | ০৬ এপ্রিল ২০১২ ১৮:০৩537500
  • খিখিখিখিখিখি :-)))

    তবে হ্যাঁ, সিরিয়াসলি, এই আনমডারেটেড ফোরামে কেউ নিজের নাম দিয়ে লেখে না, অন্য কারুর নাম দিয়ে লেখে না, এবং অনেকেই অনেকের সম্পর্কে অনেক কিছুই লেখে, যারা অনেকে এখানে আসে না। মানুষ সামাজিক জীব - জীবনের যে কোনো ঘটনাই এক বা একাধিক মানুষের সঙ্গে জড়িত। অতএব অন্য মানুষের কথা বাদ্দিয়ে লিখতে গেলে কিছুই লেখা চলে না। একই সঙ্গে, অন্যান্য সব মানুষের সঙ্গে সবরকম ইন্টার‌্যাকশন সবসময়ে সুখের হয় না।

    আর,বাবা মা মানেই এই নয় যে তাঁরা সব সময়ে জানেন সন্তানের জন্যে সত্যিই কোনটা ভালো। ভালোবাসা কোনো ম্যাজিক চাবিকাঠি নয় যে ভালোবাসলেই ভালোবাসার মানুষ সম্পর্কে সবসময় সঠিক সিদ্ধান্ত নেবার বা সঠিক ব্যবহার করার ক্ষমতা জন্মে যাবে।

    এই কয়েনের উল্টোপিঠে হল সন্তান। সন্তানের অধিকার আছে বাবা মার শাসনপদ্ধতির সমালোচনা করার। বিশেষ করে যেসব বাচ্চাকে ছোটোবেলায় ছোটো বলে দাবিয়ে রাখা হয়, বড় হলে তারা স্বাভাবিকভাবেই সেই শাসনের বিরুদ্ধে কথা বলবে। এর মানে এই নয় যে সেই সন্তান বাবা মাকে ভালোবাসে না বা সন্তান হিসেবে তার কর্তব্য করে না। সন্তানের মুখে প্যারেন্টিংএর বিরূপ সমালোচনা শুনলে যদি কোনো বাবা মা মূর্চ্ছা যান তবে সেটা তাঁদের এক্সপেক্টেশনের দোষ।
  • bb | 117.216.212.172 | ০৬ এপ্রিল ২০১২ ১৮:০৯537501
  • দেখুন বাবা-মায়ের কথা বলা এক ব্যাপার আর তাদের দ্বৈত্য বানান অন্য ব্যপার। বিশেষ করে তারা যখন নিজেদেরকে ডিফেন্ড করতে পারছেন না। নইলে এগুলি আপনার ব্যক্তিগত ব্যাপার তাই আমার কি বলার থাকতে পারে।
    আর এর মধ্যে পুরুষ তান্ত্রিকতা কেন আসছে?
    @hu আমি সিনেমাটা দেখিনি তাই মন্তব্য করতে পারব না, কিন্তু আপানার মন্তব্যটি বেশ জেনারালাইজড।
    ঐ বে-ওয়াচ দেখে সব আমেরিকান খোলাপোষাকে ঘুরে বেড়ায় ধরণের মন্তব্য। অনার কিলিং হলেই দেশে লোকের সম্মান নেই বা শেখান হয় না - বেশ ভুলভাল মন্তব্য।
  • rimi | 75.76.118.96 | ০৬ এপ্রিল ২০১২ ১৮:১৬537502
  • কাউকেই "দৈত্য" বানানো হয় নি। আমাদের দেশে ছেলে মানুষ করার শ্রেষ্ঠ উপায় হিসেবে শারীরিক শাস্তি এবং মানসিক হিউমিলিয়েশন কয়েকশো বছর ধরেই প্রচলিত। অধিকাংশ বাবা মাই এগুলোকে "সন্তানের ভালোর জন্যে " করা উচিত বলে মনে করেন। শুধু আমাদের দেশে নয়, পুরো পূর্ব এশিয়াতেই এইরকম কঠিন প্যারেন্টিং মেথড প্রচলিত।
    বাচ্চাদের সম্মান করা উচিত কিম্বা পজিটিভ রি-ইনফোর্সমেন্ট অব ডিসিপ্লিন ইত্যাদি ইত্যাদি এগুলো পশ্চিমী সমাজ থেকে এসেছে। এবং আমরা এগুলো নতুন শিখছি। তাই বাবা মাদের ঐরকম মারধোর সম্পর্কে এমন খোলাখুলি কথা বলতে পারছি।
  • byaang | 122.167.248.161 | ০৬ এপ্রিল ২০১২ ১৮:১৭537503
  • ভাই বিবি, বাবামার কাজগুলি যদি দৈত্যসম না হত, তাহলে আর তাদের দৈত্য বানানোর স্কোপ পেতাম না। আর হ্যাঁ আরেকটা কথা, আমি অনেককেই জানি যারা বাবামার কাছে বেধড়ক পিটুনি খেয়েও বাবামায়ের সঙ্গে যথেষ্ট ফ্রী। তাই বলে বাবামা যে সন্ত লুই হয়ে যান, তাও তো নয়।
  • sda | 59.97.137.103 | ০৬ এপ্রিল ২০১২ ১৮:১৮537506
  • কিন্তু পুরুষতন্ত্র ?
  • byaang | 122.167.248.161 | ০৬ এপ্রিল ২০১২ ১৮:১৮537504
  • রিমি, আমি বাপু সেই নয়বছর বয়স থেকেই এগুলো খোলাখুলি বলে আসছি। বাবামার সমালোচনা কেন করা যাবে না তাদের কৃতকর্মের জন্য, সেটা আমাকে কেউ যুক্তি দিয়ে বোঝালে বাধিত হই।
  • byaang | 122.167.248.161 | ০৬ এপ্রিল ২০১২ ১৮:২৩537507
  • বিবি, কোনো কোনো মানুষের জীবনে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো আপনার মেনে নেওয়ার ক্ষমতার বাইরে মানেই তারা সেইসব ঘটনা বানিয়ে বলে দৈত্যনির্মাণ করছে! বিন্দুমাত্র যুক্তি খুঁজে পেলাম না ভাই আপনার বক্তব্যে।
  • Lama | 117.194.231.130 | ০৬ এপ্রিল ২০১২ ১৮:২৮537508
  • ছোটবেলা থেকে আমার মায়ের ধারণা, যে পরিস্থিতিতে যে কাজটা করা দরকার সেটা মায়ের বড় ছেলে, মানে আমি কখনোই করব না, করতে পারি না।

    এই যেমন-

    (চার বছর বয়েসে)

    'মিঠুদিদা কি জিজ্ঞেস করল?'
    'জিজ্ঞেস করল মা এসেছে কিনা।'
    'তুমি বললে না কেন, এসেছে।'

    (চল্লিশ বছর বয়েসে)

    'কোত্থেকে এলি?'
    'বাজার থেকে।'
    'একটু মাছ, ফল আর শাকসকবজী আনলি না কেন?'
  • bb | 117.216.212.172 | ০৬ এপ্রিল ২০১২ ১৮:৩০537510
  • দেখুন সুচেতনা (দেবী) আপনাকে যতটা এই খোলাপাতায় চিনেছি তাতে এইটা বলতে পারি যে আপনি যতটা গর্জান ততটা বর্ষান না আর তাই আপনার বর্ণনা কতটা সত্যি এই নিয়ে আমি এখনও সন্দেহান ।
    আর আমি আপনার দাদা বা দাদু হতে পারি ভাইয়ের বয়সী নই :)
  • byaang | 122.167.248.161 | ০৬ এপ্রিল ২০১২ ১৮:৩০537509
  • বিবি, সময় পেলে একটু দেখবেন।



    দেখে বলবেন তো মা-টি এখানে নিজের ছেলেকে এবং তার ইচ্ছে-অনিচ্ছেকে কতটা সম্মান দিতেন। ছেলেরই বা কী দায় পড়েছে তাহলে যেটা সে শেখেই নি করতে মানে অন্যের ইচ্ছেকে সম্মান দিতে, সেটা করার! মায়ের ইচ্ছেমতন মাকে মায়ের পরিশ্রমের দাম, মায়ের স্বপ্ন সব পূরণ করার?
  • byaang | 122.167.248.161 | ০৬ এপ্রিল ২০১২ ১৮:৩৫537513
  • *পাতি গুলবাজ বলে কাটিয়ে দিন।
  • Lama | 117.194.231.130 | ০৬ এপ্রিল ২০১২ ১৮:৩৫537512
  • আমাদের বাড়ির আরেকটা নিয়ম, কোনো প্রসঙ্গ শেষ করতে দেওয়া চলবে না। তার আগেই প্রসঙ্গান্তরে যে চলে যাবে না, সে অসামাজিক।

    যেমন,

    মা: বড়পিসিকে একটু ইমণ রাগটা বাজিয়ে শোনা না।
    বড়পিসি: শোনা না।
    আমি: এখন দুপুরবেলা। এখন ওটা বাজানোর সময় না।
    বড়পিসি: সময় না।
    মা: মনে কর এখন সন্ধ্যে।
    বড়পিসি: হ্যাঁ, মনে কর না।
    আমি (বেজার মুখে): আচ্ছা, বাজাব। কিন্তু মন দিয়ে শুনতে হবে।
    বড়পিসি: শুনবে কিন্তু বৌদি।
    হাওয়াইয়ান গিটাস: টুং টং টুং টাং ট্যাঁও ট্যাঁও (ইত্যাদি)...
    মা: তারপর বুঝলে, কান্তির দোকান থেকে একটা শাড়ি কিনলাম।
    বড়পিসি: শাড়ি কিনলে।
    গিটার:...
    আমি...

    (গিটার সহ আমার প্রস্থান। শ্রোতাগণের প্রসঙ্গান্তরে মনোনিবেশ)

    ওভার টু হুতো।
  • byaang | 122.167.248.161 | ০৬ এপ্রিল ২০১২ ১৮:৩৫537511
  • বিবি, আপনি আমাকে কতটা চিনেছেন জানি না, তবে যুক্তিতে না পোষালেই লোকের নামধামকোঅর্ডিনেটস তুলে অ্যাটাক আগেও করেছেন, আবারও করলেন, এ আর নতুন কী!
    আমার বর্ণনা সত্যি মানতে হবে এমন কোনো মাথার দিব্যি আপনাকে কেউ দিয়েছে কী? পাতি গুলবাজ বলে কাটিয়ে দিওন। তবে কিনা যৌক্তিকতার প্রশ্ন তুলেছিলেন কিনা, তাই ভেবেছিলাম ইদানিং হয়তো আপনি ফেয়ারপ্লেতে বিশ্বাস করতে শুরু করেছেন! তা সে ভাবনাটা আমারই ভুল এটা মেনে নিতে আমার কোনো অসুবিধে নেই।
  • byaang | 122.167.248.161 | ০৬ এপ্রিল ২০১২ ১৮:৩৮537514
  • বিবি, আমার কথা কাটান দিন, পিপির অভিজ্ঞতাগুলো নিয়ে কোনো মন্তব্য?
    নাকি খোলাপাতায় যেসব মহিলাদের ভালো করে চেনেন না, তাদের দেওয়া বর্ণনা নিয়ে মন্তব্য করেন না?
  • bb | 117.216.212.172 | ০৬ এপ্রিল ২০১২ ১৮:৪০537515
  • আপনাকে ব্যক্তিগত আক্রমণ করার কোন অভিপ্রায় আমার নেই আর সেই চেষ্টাও আমি করিনি, বরং আমার মন্তব্যের সপক্ষে আপনি প্রমাণ করলেন যে আপনি এই ব্যাপারটা উত্তেজনার পক্ষে নিয়ে যেতে আগ্রহী তাই আর এই নিয়ে কোন কথা নয়।
  • byaang | 122.167.248.161 | ০৬ এপ্রিল ২০১২ ১৮:৪৫537518
  • ব্যক্তিগত আক্রমণ অবশ্যই করেছেন বিবি। খোলাপাতায় আমার নাম লিখে, আমাকে তির্যক মন্তব্য করে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করেছেন। তবে এটা আপনি নতুন করলেন না, এই যা সান্ত্বনা। আমার সব ব্যাপারেই অসীম আগ্রহ (উত্তেজক অথবা অনুত্তেজক) , তাই ঝাঁপি খোলার আগে আপনি কতদূর যেতে আগ্রহী সেটা ভালো করে ভেবে নিয়ে তবে খোঁচা দিতে আসবেন। তাতেও জদি ভুলে গিয়ে আবারও একই কাজ করে বসেন, ভয় নেই , খোলা পাতায় ""হেরো'' বলে দুয়ো দেব না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন