এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এঁচোড়েপক্ক টক

    byaang
    অন্যান্য | ০৫ এপ্রিল ২০১২ | ১৯৩২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 202.54.74.119 | ১১ এপ্রিল ২০১২ ১৮:১৫537652
  • ধুর বেঙীর ভালো নাম আম্মো আগেই জানি। যেমন আকা দুখেরটা জানে।
  • aka | 168.26.215.13 | ১১ এপ্রিল ২০১২ ১৮:৪৫537653
  • আরে সেতো দুখেও আকার ভালো নাম জানে। কিন্তু দুখে এবং আকা কেউই কারুর ভালো নাম বলে না। বীরের প্রতি বীরের ব্যবহার। :)
  • kc | 46.186.226.245 | ১১ এপ্রিল ২০১২ ১৮:৪৭537654
  • বাসবদা মনে হচ্ছে লঘু পাপে বেশি গাল খেয়ে গেল I

  • aka | 168.26.215.13 | ১১ এপ্রিল ২০১২ ১৮:৫৯537655
  • সবই কর্মফল মতান্তরে কপালের দোষ।
  • byaang | 122.167.254.145 | ১১ এপ্রিল ২০১২ ২০:৩৫537656
  • বিবি, অ্যাদ্দিনে একটা ঠিকঠাক কথা বললেন। একবারেই শেখা হয় নি ভদ্রতা ব্যাপারটা। যে ভদ্রতা সম্বল করে অকারণে মানুষের ব্যক্তিগত ইতিহাস টেনে মানুষকে আক্রমণ করা হয়, আমি সেই ভদ্রতা শিখতে একদমই ইচ্ছুক নই। এমন তো নয় যে গুরুর পাতায় শুধু আমারই নাম-কোঅর্ডিনেট্‌স টেনে বাঁকা কথা বলা হয়, পিনাকীকে এর আগে জবাবদিহি করতে হয়েছে অন্য এক টইয়ের পাতা যে ওর রাজনৈতিক বিশ্বাস নিয়ে ও কেন এদেশে পড়ে না থেকে আম্রিগায় গেছিল। কল্লোলদাকে তো অজস্রবার ওনার অতীতের রাজনৈতিক পরিচয় টেনে আক্রমণ করা হয়েছে, এদের পাশে আমি তো কোন ছার! তবে কিনা আমি ওনাদের মতন অত ভালোমানুষও নই, আমি বেজায় কুচুক্ষুরে ও বজ্জাত। আপনার ভদ্রতার ধারণা আর আমার ভদ্রতার ধারণা কোনোদিনই মিলবে না।
  • rimi | 168.26.205.19 | ১১ এপ্রিল ২০১২ ২০:৪২537657
  • খিখিখি।
    বিবি এমন গোয়েন্দা হয়েও, আর আমার উপরে বেজায় চটে গিয়েও আমার ভালো নামটা মনে হয় এখনো আবিষ্কার করতে পারেন নি :-))

    যাগ্গে, কুচুক্কুরে বজ্জাতদের আবার আমার খুব পছন্দ। আর ভদ্রতা ব্যপারটা আমার কেমন যেন আলুনি মত লাগে। ভাগ্যিস গুরুতে ব্যাংএর মতন একটা কুচুক্কুরে বজ্জাত আসে!!!
  • pi | 72.83.76.34 | ১১ এপ্রিল ২০১২ ২০:৪৭537659
  • তবে গুরুতে ভদ্রতা আর বি্‌য়্‌ক্‌তগত আক্রমণ নিয়ে আপত্তিগুলো বড়ই সিলেক্টিভ হয় :)
  • siki | 122.177.24.139 | ১১ এপ্রিল ২০১২ ২০:৪৭537658
  • ভালো লাগল না বিবির ওপরে এই আক্রমণগুলো। একেবারে ভালো লাগল না।
  • pi | 72.83.76.34 | ১১ এপ্রিল ২০১২ ২০:৪৮537660
  • * ব্যক্তিগত
  • pi | 72.83.76.34 | ১১ এপ্রিল ২০১২ ২০:৪৯537662
  • কিছু ব্যতিক্রমও আছেন অবশ্য।ভাগ্যিস আছেন।
  • byaang | 122.167.254.145 | ১১ এপ্রিল ২০১২ ২০:৫৩537663
  • আমাকে যখন আমি মিথ্যে বলছি এই ইঙ্গিত করা হয়েছিল, তখন ভালো লেগেছিল?
  • bratin | 112.79.36.100 | ১১ এপ্রিল ২০১২ ২০:৫৮537664
  • বোধহয় কোথাও এক্টা বুঝতে ভুল হচ্ছে। সুচেতনা আর বাসব দা দু জন কেই অমি ব্যক্তিগত ভবে চিনি। দু জনেই খুব ভালো মানুষ। অনেক সময় কোন কথা বে টক্করে গায়ে লেগে যায়। প্লিজ আর ঝগড়া নয়
  • rimi | 168.26.205.19 | ১১ এপ্রিল ২০১২ ২১:০১537665
  • ওমা!!!! বিবিকে "ব্যক্তিগত আক্রমণ" কোনটা??
    ব্যক্তিগত আক্রমণ বিবি নিজেই বরং করেছেন সেটা। 4.15 র ভদ্রতা সম্পর্কিত পোস্টটা কি?
  • brarin | 112.79.36.100 | ১১ এপ্রিল ২০১২ ২১:০২537667
  • এখন সেল থেকে লিকহি্‌ছ।বাড়ি গিয়ে আবার লিখবো
  • byaang | 122.167.254.145 | ১১ এপ্রিল ২০১২ ২১:০২537666
  • ব্রতীন, আমি এখানে যে নাম ব্যবহার করে লিখি, সেই নামে উল্লেখ করতে পারলে করবি, নয়তো করবি না।
  • siki | 122.177.24.139 | ১১ এপ্রিল ২০১২ ২১:০৫537668
  • সরি ব্যাং। যদ্দূর মনে হচ্ছে তোমার মুখ্য আপত্তিটা ছিল তোমাকে ব্যাং না ডেকে "সুচেতনাদেবী' বলে সম্বোধন করায়। মিথ্যে কথা বলা বা না-বলাটা তোমার প্রায়োরিটি ছিল না।

    06 Apr 2012 -- 06:30 PM
    দেখুন সুচেতনা(দেবী) আপনাকে যতটা এই খোলাপাতায় চিনেছি তাতে এইটা বলতে পারি আপনি যতটা গর্জান ততটা বর্ষান না আর তাই আপনার বর্ণনা কতটা সত্যি এই নিয়ে আমি এখনও সন্দিহান।

    এইটা লিখেছিলেন বিবি।

    06 Apr 2012 -- 10:38 PM
    সকালে ঘুমচোখে মোবাইল থেকে লাস্ট পোস্ট পড়ে ব্যাঙের তেলচুপচুপে চুল নিয়ে একটা কমেন্ট করেছিলাম বটে, কিন্তু সত্যিকারের পুরো টইটা এইমাত্র পড়ে উঠলাম। উরেবাবা, কী রোমহর্ষক কঠিন ভয়াবহ হরর ব্যাপারস্যাপার। আমি পড়ে জাস্ট ব্যোমকে গেলাম। বিশ্বাস করা উচিত হবে কি হবে না, সেটাই বুঝতে পারছি না।

    এইটা লিখেছিল সিকি।

    বিশ্বাস করার অপারগতায় বিবি যদি মিথ্যেবাদী প্রতিপন্ন করেছে বলে মনে হয় তোমার, তা হলে সিকিও একই দোষে দোষী। ওকেও তিনদিনের জেল আর সাতদিনের ফাঁসি দেওয়া হোক।

    বিবি-বাবু হালকা চালে কথাটা বলেছিলেন বলেই আমার মনে হচ্ছে, সেটার প্রত্যুত্তর বোধ হয় খুব হালকা হল না। অসম্ভব ভারী হয়ে গেল।

    অবিশ্যি পুরোটাই আমার মনে হওয়া। একমত হবার কোনও কারণ নেই।
  • bratin | 112.79.36.100 | ১১ এপ্রিল ২০১২ ২১:০৬537669
  • আরে সেল থেকে ফ্রগ বেঙ্গলি তে লিখতে পারছি না
  • siki | 122.177.24.139 | ১১ এপ্রিল ২০১২ ২১:০৭537670
  • আরেকটা কথা। এখানে অনেকেই সিকিকে শমীক, পাইকে ঈপ্সিতা, ইশানকে সৈকত, mকে মিঠু ইত্যাদি নামে সম্বোধন করে থাকে। ব্যাং-কে সুচেতনা সম্বোধনে এতবড় আপত্তিটা সেভাবে জানা ছিল না। তবে জেনে নিলাম, মনে রাখব। :)
  • siki | 122.177.24.139 | ১১ এপ্রিল ২০১২ ২১:১৬537671
  • এবং রিমিকেও। ব্যক্তিগত বা অ-ব্যক্তিগত অনেক আক্রমণই বিবিকে করা হচ্ছিল লাগাতার, যেটা বিবির খুব একটা প্রাপ্য ছিল বলে আমার মনে হয় নি। অনেকগুলো পোস্টের জবাবে ভদ্রতা নিয়ে প্রশ্ন করাটা তাই আমার খুব অযৌক্তিক লাগে নি।

    সরি এত কিছু লিখে ফেললাম বলে, কিন্তু খারাপ লাগছিল। সত্যিই।
  • byaang | 122.167.254.145 | ১১ এপ্রিল ২০১২ ২১:২৪537673
  • সিকি, কী বলি বল তো! যতগুলো পয়েন্ট লিখলি সবগুলোতেই তো মনে হয় আর মনে হয় না লিখলি। নিশ্চিত করে কিছুই লিখলি না।

    যাই হোক, বিবি এটা আমার সঙ্গে প্রথমবার করলেন না। নিশির পোস্টটা দেখিস, ও-ও লিখেছে বিবি এইভাবে আক্রমণ আমাকে আগেও করেছেন। আমার আপত্তিটা শুধু সুচেতনাদেবী বলা নিয়ে নয়। উনি সুচেতনা নামটা তখনি ব্যবহার করেছেন, যখন উনি আমার ট্র্যাক রেকর্ড উল্লেখ করে আমার চরিত্রের দিকে ইঙ্গিত করেছেন। উনি সময়সুযোগমতন আগেও এরকম বেশ কয়েকবার আমার সঙ্গে করেছেন। তুই তোর অবিশ্বাস নিয়ে হাল্কা চালে কথাগুলো বলেছিলিস, এবং কনভিনিয়েন্স অনুযায়ী আমার আসল নাম টেনে এনে আমাকে আক্রমণ করিস নি, তাই এক্ষেত্রে আমার খারাপ লাগে নি। যেদিন তুই এটা করবি, সেদিন খারাপ লাগবে এবং এইভাবেই রিঅ্যাক্ট করব।

    আর ছোটো মকে মিঠু আমি বলি, তবে সবসময়ই বলি, ক্ষেত্রবিশেষে শুধু আক্রমণ করার জন্য শুধু বিশেষ বিশেষ সময়ে ওকে মিঠু বলি না। বিবি, যদি সবসময়ই আমাকে আমার ভালো নাম বলে উল্লেখ করতেন, কিছু বলার থাকত না।
  • byaang | 122.167.254.145 | ১১ এপ্রিল ২০১২ ২১:২৬537674
  • বিবিকে আজকের আগে কী কী ব্যক্তিগত আক্রমণ আমি করেছি, একটু বলবি সিকি প্লিজ?
  • rimi | 168.26.205.19 | ১১ এপ্রিল ২০১২ ২১:২৯537676
  • সিকি আমি জানি না তুমি খেয়াল করেছো কি না। কিন্তু অন্য সবার আসল নাম ধরে ডাকা, আর বিবির নাম ধরে ডাকার মধ্যে একটু তফাৎ আছে রে ভাই। বিবি শুধু ব্যাংকে না, আরো অনেককেই নাম ধরে ডাকেন শুধু মতে না মিললে। বিশেষ করে তাদেরকে যাদের সঙ্গে বিবির কোনোরকম ব্যক্তিগত পরিচয়ই নেই। সেইজন্যেই এটা বিশেষ ভাবে ইরিটেটিং। শুধু ব্যাং নয়, অনেকদিন ধরেই আরো কারুর কারুর কাছে শুনেছি বিবির এই বিশেষ বিশেষ সময়ে নাম ধরে ডাকাটা বিরক্তিকর লাগে। বিশেষ করে যেখানে সেই লোকগুলোর সঙ্গে বিবির অন্য কোনোরকম ইন্টার‌্যাকশন নেই, পরিচয় নেই, কিছুই নেই।
  • siki | 122.177.24.139 | ১১ এপ্রিল ২০১২ ২১:২৯537675
  • বাদ দাও। আমি শুধু আজকের কথা চালাচালিটুকু নিয়েই কথা বলেছি। পুরনো স্মৃতিচারণা করতে চাই না। তবে তোমার ওপরের নটা চব্বিশের পোস্টের সঙ্গে একমত হলাম না।

    খুব খারাপ না লাগলে এভাবে বলতাম না।
  • omnath | 59.160.210.2 | ১১ এপ্রিল ২০১২ ২১:৩০537677
  • একটা ইচ্ছে হচ্ছে। এবার থেকে আমি সবাইকে ভালো নামে সম্বোধন করেই লিখব, সে যাই পেন নেম নিক না কেন। যেটুকু জানি। আর যাদেরটা জানিনা, তাদের সাথে/বিষয়ে কথাই বলব না।

    ওপেন ফোরামে পেন নেম নেওয়াটা সময় বাঁচানো বা মজা করার জন্যে আমার কাছে অ্যাক্সেপ্টেবল, ডেলিবারেট এবং সিরিয়াস আইডেন্টিটি মাস্ক করার জন্যে নয়।

    আরেকটু এগিয়ে, পার্সোনাল সম্বোধন (দাদা/দিদি) না করে নাম ধরে আপনি করেও কথা বলতে পারি। তবে এটা নিয়ে আরেকটু ভেবে দেখব। :-?
    (কারণ গুচ নতুন ভার্সানে আইপি না থাকলে আর সবাই আরেকটা করে নতুন নাম নিয়ে নিলে ব্যাপারটা বেশ কঠিন হয়ে যাবে।)
  • byaang | 122.167.254.145 | ১১ এপ্রিল ২০১২ ২১:৩১537678
  • আচ্ছা আজকেই বা আমি বিবিকে কী ব্যক্তিগত আক্রমণ করেছি সেটা অ্যাট লিস্ট বল? ওনার আমাকে করা, আমার অতীত টেনে এনে ভদ্রতা সম্পর্কিত পোস্টটা তোর কাছে জাস্টিফায়েড বললি, কিন্তু সেটা যখন আমাকে ব্যক্তিগত আক্রমণ বলে তোর মনে হচ্ছে না, আমি আজ ওনাকে কী ব্যক্তিগত আক্রমণ করেছি, সেটা বল?
  • siki | 122.177.24.139 | ১১ এপ্রিল ২০১২ ২১:৩২537679
  • একই কথা আমার ক্ষেত্রেও খাটে। ব্যাংকে আমি বার দুতিন চোখে দেখেছি। তোমাকেও দেখি নি, আকাকেও দেখি নি, বিবিকেও দেখি নি। তোমরা সকলেই আমার থেকে সমান দূরত্বের মানুষ।

    যাক গে, তোমার মনে হওয়া তুমি বলেছো, বিবি অন্যভাবে ভাবতেই পারেন। মানে তুমি যে সব জিনিস খেয়াল করার কথা বলেছো, আমি সত্যিই সে সব খেয়াল করি নি।

    ফেয়ার এনাফ। আমার বক্তব্য আমি জানালাম। এরপর বিবি কী ভেবে ব্যাংকে নাম ধরে ডেকেছেন সেটা বিবি জাস্টিফাই করবেন। সেটা আমার এক্তিয়ারে পড়ে না।
  • byaang | 122.167.254.145 | ১১ এপ্রিল ২০১২ ২১:৩৪537681
  • তুই কি রিমির সঙ্গে মতে না মিললে শুধু সেইসব সময়েই রিমির আসলপরিচয় খুল্লম্‌খুল্লা করার উদ্দেশ্য নিয়ে রিমিকে আজ অব্দি রিমির ভালোনাম নিয়ে রিমির অতীত টেনে এনে রিমিকে আক্রমণ করেছিস?
  • siki | 122.177.24.139 | ১১ এপ্রিল ২০১২ ২১:৩৪537680
  • ব্যাং। নিজের ছোটবেলায় মায়ের শাসন ইত্যাদির বিবরণ খোলাপাতায় নিয়ে এসে তুমি নিজে নিজের অতীত টেনে এনে পাবলিক করেছো। তখন অন্য লোক তোমার অতীত নিয়ে টানলে এত আপত্তি কীসের? :-)

    অতীত টানা বলতে তো, উনি বলেছেন, আপনাকে যতটা চিনেছি তাতে মনে হয়েছে আপনি যত গর্জান তত বর্ষান না। এই কথায় এত রেগে গেলে?
  • byaang | 122.167.254.145 | ১১ এপ্রিল ২০১২ ২১:৩৭537682
  • সিকি, এতবার করে কেন রেগে গেছি সেটা লেখার পরেও যদি চোখ বন্ধ করে থাকতে চাস, কিছু বলার নেই।
    শুধু একটা অনুরোধ, যখন বিবিকে ডিফেন্ড করছিসই, একটু বল, আমি আজ কী কী বলে বিবিকে ব্যক্তিগত আক্রমণ করেছি? নাকি উনি আমাকে ভদ্রতা না শেখা নিয়ে যে পোস্টটা করেছেন, সেটার উত্তরে আমার চুপ করে থাকা উচিৎ ছিল?
  • byaang | 122.167.254.145 | ১১ এপ্রিল ২০১২ ২১:৩৮537685
  • আমি আমার অতীত-বর্তমান পাবলিক করেছি মানেই বিবির হাতে অস্ত্র তুলে দিয়েছি এটা বলতে চাস?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন