এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এঁচোড়েপক্ক টক

    byaang
    অন্যান্য | ০৫ এপ্রিল ২০১২ | ১৯৩৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | 122.178.200.26 | ১২ এপ্রিল ২০১২ ০৭:৪৭537752
  • রিমি, কাটিয়ে দে, কাল রাতে পিপি আর সায়নের পোস্টের পরে খ্যাঁচাখ্যাঁচি বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বেজায় বোর হয়েছে। তাই নতুন করে চাগিয়ে দেওয়ার প্রচেষ্টা ""ব্যাং/সুচেতনা'' লিখে, বুঝতে পারলি না? অ্যাদ্দিন অবিশ্যি ছোট্টোএ আমাকে ব্যাংদি বলেই ডাকতেন।
  • a | 65.204.229.11 | ১২ এপ্রিল ২০১২ ০৮:১৫537753
  • কি নামে ডাকব সেটা বুঝতে পারিনি বলেই তো। আর সত্যি বলতে আমি নমাসে ছমাসে আপনাকে উদ্দেশ্য করে কিছু বলি, তাই কি নামে ডাকি নিজেরই মনে নেই।

    তবে এটা ঠিক তর্জা বন্ধ হওয়ায় বেজায় বোর হয়েছি, ফ্রিতে এন্টারটেনমেন্ট তো চট করে পাওয়া যায় না
  • byaang | 122.178.200.26 | ১২ এপ্রিল ২০১২ ০৯:০৯537754
  • ব্ল্যাংকির জন্য :
    গতপরশু একটা নতুন বানান দেখলাম, বান্‌ছা। হসন্ত ছিল না অবিশ্যি, এরকম লেখা ছিল বানছা। আমি আপত্তি করে ঞ লিখতে বলায় যা শুনতে হল - ""বান্‌ছা ওয়ার্ডটায় একটা ন সাউন্ড আছে শুনতে পাচ্ছ না? কথাটা কি "বা ইয়োন ছা' ? সবাই ভুল বানান লেখে বলে আমি সেটা ফলো করব না। যেমন শুনব, সেই বানানই লিখব। তুমি যদি বাইয়োন্‌ছা বল তবেই ঞ লিখব''।
    ফ্রি স্বগতোক্তি : ""নিজেই কনফিউজড, আমাকে বলছে!''
  • Blank | 59.93.206.207 | ১২ এপ্রিল ২০১২ ০৯:৫০537755
  • একদম ই ঠিক বলেছে। পুরো ১০০% সহমত, ক এবং লাইক
  • Bratin | 14.99.118.153 | ১২ এপ্রিল ২০১২ ১০:০০537756
  • অনেকে কিন্তু বাবা মা রা খুব ই মারেন। আমার পাশের বাড়ির অধ্যাপক জেঠুর কথা লিখেছি। এ ছাড়াও আমি আরো অনেক কে মারতে দেখেছি এই ভাবে। যাঁরা কোন দিন এই ভাবে মার খান নি তাদের কাছে এটাকে 'অতিশয়োক্তি','অতিরঞ্জন' বা 'দৈত্যনির্মান' মনে হতে পারে। কিন্তু খোলা পাতয় সেটা লেখা মানে যে লিখেছে তাকে মিথ্যে বলা। একটা কথা আমাদের বুঝতে হবে মানুষের মনে খুব কষ্ট হলে তবেই সে তার নিজের বাবা , মা র নামে কোন বাজে কথা লিখবে। তাও খোলা পাতায়। আশা করি বোঝাতে পারলাম।
  • Bratin | 14.99.118.153 | ১২ এপ্রিল ২০১২ ১০:০৯537757
  • অয়ন,গ্রুপ বাজি তো গুরু তে নতুন নয়। এখানে তো যাঁরা রেগুলার লেখেন তাঁরাই লিখেছেন। ক্ষেত্রে বিশেষে আমি নীরব পাঠক কে ব্যক্তিগত আক্রমন করার জন্যে সরব হয়ে উঠতে দেখেছি। এই গুরু র পাতা তেই। তোমার চোখে পরে নি?
  • dukhe | 202.54.74.119 | ১২ এপ্রিল ২০১২ ১২:০৩537758
  • বাবা ব্রতীন, মনে করে দেখো - আইএসাই টইয়ে তুমি দুখের একখান গল্পকে ৯৫ ভাগ জল বলে সন্দেহ করেছিলে ! তার মানে কি তুমি আমাকে মিথ্যাচারের ইঙ্গিত করেছিলে হে ?
    বোঝো কাণ্ড ! এই ছিল তোমার মনে ! আমি তো টেরও পাই নাই !
  • Bratin | 122.248.183.1 | ১২ এপ্রিল ২০১২ ১২:১০537759
  • আমি বাংলা স্মাইলি দিয়েছিলাম বস। মনে করে দেখো :-)
  • cb | 192.193.164.10 | ১২ এপ্রিল ২০১২ ১২:১৪537760
  • ছি ছি
  • dukhe | 202.54.74.119 | ১২ এপ্রিল ২০১২ ১২:১৫537762
  • আরে স্মাইলি তো শুনেছি বক্তব্যের ঝাঁজ কমানোর জন্য !
    তাও দেখবে একেকজন একেক রকম। আমি কালেভদ্রে স্মাইলি দিই।
    যাকগে - মর‌্যাল হল - ভালোনাম নিওনিকো। কিলিয়ার।
  • a | 125.16.135.194 | ১২ এপ্রিল ২০১২ ১৫:২৩537763
  • বোতিন্দা, সেতো গুরুতে গ্রুপবাজি আছেই। চোখে পড়বে না কেন, অনেকবার প্রতিবাদও করেছি। সে যাই হোক...

    ব্যাং/সুচেতনা (দি), আপনি ইনফিরিয়রিটি কমে্‌প্‌লক্সে ভুগছেন, ভালো ডাক্তার দেখান। বিশ্বসুদ্ধু মানুষ শুধু আপনাকে নিচু প্রমাণ করতে চাইছে বা আপ্নার কথাকে মিথ্যে প্রমাণ করতে চাইছে, এই ভাবনা অতি হাস্যকর!!
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৫:৩৪537764
  • বিশ্বশুদ্ধু মানুষ হয় বুঝি গুরুর একদুইজন পুরুষকে দিয়ে? কী সুপিয়রিটি কমপ্লেক্স!!
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৫:৩৮537765
  • ছোটোএ, বিশ্বশুদ্ধু মানুষকে নিয়ে কোনো মাথাব্যথা নেই আমার, কার কী নিয়ে আপত্তি খুব পরিষ্কার ভাষায় লিখেছি, গতকাল সিঁফো, পিপি এরাও লিখেছে, যুক্তি দিয়ে সেইসব পয়েন্টগুলো কাটাতে পারলে কাটানো হোক, তাবাদে এরকম প্রলাপে কোনো আগ্রহ নেই আমার।
  • dukhe | 202.54.74.119 | ১২ এপ্রিল ২০১২ ১৬:১১537766
  • না:, বেঙী আজও মাথায় বরপ দেন নাই।
  • aka | 75.76.118.96 | ১২ এপ্রিল ২০১২ ১৬:১৩537767
  • ক্ষী ক্ষাণ্ড গ্রুপ্‌বাজি কেন হবে? বিবি তো এই জিনিষ আমার সাথেঅও করেছেন। সমব্যথী বলতে পারেন।
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৬:১৬537768
  • দুখে, বরফ দেওয়াটা এত আবশ্যক কেন? আমাকে ছুড়েদেওয়াব্যাঁকাকমেন্টগুলো পাতে পড়তে পাচ্ছে না বলে?
  • dukhe | 202.54.74.119 | ১২ এপ্রিল ২০১২ ১৬:২২537769
  • আরে বরপ না দিলে যুক্তি মাথায় ঢুকবে কোদ্দিয়ে? ক্রোধ হইল গিয়া চণ্ডাল। গোবিন্দমাসির সামনে খাড়াবে কেডা ?
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৬:৪১537770
  • আগে আপনারা যুক্তি দ্যান, আম্মো বরপজলে স্নান করব, প্রমিস।
    এখনো অব্দি যুক্তি বলে যা যা চালানো হয়েছে -
    ১) নিজের পরিধির বাইরে যা যা কিছু, তাই অতিরঞ্জিত।
    (উপযুক্তি : অতিরঞ্জিত হলেই বা দোষের কী! অতিরঞ্জন হল গিয়া ভ্যালিড অর্ম অফ এক্সপ্রেশন। সুতরাং তুমি অতিরঞ্জন করে দোষের কিছুই কর নি, আর তাই কেউ যদি তোমার বক্তব্যকে অতিরঞ্জন বলে থাকে দোষের কিছুই নেই)
    ২) কারুর কারুর মনে হয় অতিরঞ্জন বলে অন্য কারুর বক্তব্যকে দাগিয়ে দেওয়াটা হাল্কাচালে করা, সুতরাং বিনাপ্রশ্নে গ্রহণীয়।
    (এক্ষেত্রে "মনে হয়'টা ইতি গজর মতন ব্যবহার করা হয়েছে অবশ্য।)
    ৩) যদি অন্য কেউ কেউ মনে করিয়ে দেন, আমি আমার আপত্তি উদ্দিষ্ট মানুষটিকে আগেও জানিয়েছি, কারণ আগেও একইস্টাইলে আমাকে আক্রমণ করা হয়েছে, তাহলে সেই পোস্টগুলো ঠান্ডামাথার যুক্তিবাদীদের চোখে পড়ে নি, যেহেতু চোখে পড়ে নি তাই ভ্যালিড নয়।
    ৪) আরেকজন তোমার সম্পর্কে যা যা ইঙ্গিত করেছেন, তুমি তা মেনে নিতে পার নি বিনা প্রশ্নে, উল্টে প্রত্যাঘাত করেছ; অতএব মার খেয়েও ভদ্রতা শিখতে না পারার পোস্টটা প্রত্যাশিত। যদি সেটাও মানতে না পার, তাহলে তোমার মেন্টালিটি তর্কের উপযুক্ত নয়, তুমি ইনফিরিয়রিটিকমপ্লেক্সগ্রস্ত, তোমার রাগ হল গিয়ে চন্ডাল।

    আর কিছু??
  • Bratin | 122.248.183.1 | ১২ এপ্রিল ২০১২ ১৬:৫৩537771
  • এ কীরে ইফ, দেন ,এলস ... সবই লিখে দিয়েছে মনে হচ্ছে। :-((

    ও দুখে দা, আর কিছু বাকি আছে নাকি? কী মুশকিল?
  • dukhe | 202.54.74.119 | ১২ এপ্রিল ২০১২ ১৬:৫৮537773
  • ১) অতিরঞ্জনটা আমি দোষারোপ বলে মনেই করি না। হাহাছিচেথেপগে শুনে 'ধুর মশায় আপনি তিলকে তাল করেন, সত্যি কি আর হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেলেন' বললে আমি দোষ দেখব না। কেউ একে মিথ্যাচারের ইঙ্গিত হিসেবে দেখলে অবাকই হব। কেউ যদি খুব অবিশ্বাস্য কোন ঘটনা আমার কাছে শুনে বলে - "এটা বাড়াবাড়ি হয়ে গেল, তাই আবার হয় নাকি!" বা "নির্ঘাত ৯৯% জল মেশালে হে!", রে রে করে তেড়েও যাব না।
    ২) ঐ
    ৩) মনে করিয়ে দিল কোথায়, আকা বলল এটা ওর ধারণা। কনফার্মেশন পাইনি। আপনি কি একবারও লিখেছেন আপনি বিবিকে বারণ করেছেন? তাহলে মেনে নেব ভালোনামে ডেকে বিবি অন্যায় করেছেন। তবে ভালোনামে ডাকাটা কেন অফেন্স উহা রহস্যই থাকবে।
    ৪) ভদ্রতা শেখার পোস্টটা নিয়ে আমি কিছু বলতে চাইনি কারণ ওটা এমন একটা পোস্টের উত্তরে যেটা আপনি নিজেই 'অনেকের কাছে কুরুচিকর লাগতে পারে" বলে স্বীকার করেছেন। ওটা নিয়ে লেবু কচলানো অ্যাভয়েডই করছিলাম।

    কিলিয়ার? না হলে বরপসহ পড়ে দেখুন।
  • omnath | 59.160.210.2 | ১২ এপ্রিল ২০১২ ১৭:০৯537774
  • কিন্তু চিরন্তন,
    আপনি আপনাকে দুখে ডাকতে বললেও আমি আপনাকে চিরন্তনই ডাকবো। অন্তত ঝগড়ার সময়। আহ্লাদ বা ফস্টিনষ্টির সময় দুখে ডাকতেও পারি, যদি ইচ্ছে হয়। আমি আপনাকে কি বলে সম্বোধন করব সেটা কিন্তু আমিই ঠিক করবো। আপনি বড়জোর আমার কথার উত্তর দেওয়া বন্ধ করতে পারেন। ব্রতীন যেমন দীপঙ্করের সাথে কথা বন্ধ করেছেন, ঘোষণা সহযোগে।
  • dukhe | 202.54.74.119 | ১২ এপ্রিল ২০১২ ১৭:১২537776
  • এই মরেছে! এখন কি তাহলে রাগতে হবে? ঝগড়া করতে হবে? নইলে ওমনাথ হতাশ হবে? কী জ্বালা!
  • Bratin | 122.248.183.1 | ১২ এপ্রিল ২০১২ ১৭:১২537775
  • দীপঙ্কর টা আবার কে vc নাকি? আমি লিখলেই যে চিমটি কাটে সে? সে আমাকে কী কী লিখেছে সব পড়েছো তো ওমনাথ?
  • bratin | 122.248.183.11 | ১২ এপ্রিল ২০১২ ১৭:১৪537777
  • আমার পেট ট একটু ভালো হোক দুখে । তারপরে খেতে গিয়ে ২ জনে মিলে ওমনাথ কে চেপে ধরবো!!:-)
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৭:১৫537778
  • দুখে, কথাটা অতিরঞ্জনে থেমে থাকলে তো কথাই ছিল না। অতিরঞ্জন থেকে উদ্দেশ্যমূলকভাবে দৈত্যনির্মাণের পোস্টটা আপনার চোখে পড়ে নি? সেটাকেও দোষারোপ বলে ধরা যাবে না তাই তো? উনি ওনার যা মনে হয় লিখেছেন, আপনি আপনার যা মনে হয় লিখলেন সিলেক্টিভলি কিছু পোস্ট কোট করে, চোরের দায়ে ধরা পড়েছি আমি, তাই আমি আমার যার যার সম্পর্কে যা যা মনে হয় সেটা লিখলে আমার মানসিকতার দোষ।
    আকার আগে নিশিও বলেছিল কথাটা, যে উনি আগেও বেশ কয়েকবার একই জিনিস করেছেন। আর কাল আকার কথার কনফার্মেশন চেয়েছিলেন বুঝি? সেটা আপনার পোস্ট থেকে পরিষ্কার হয় নি আমার কাছে, এখন আপনার ৪:৫৮র পোস্ট পড়ে বুঝলাম যে আপনি একটা কনফার্মেশন প্রচ্ছন্নভাবে চেয়েও থাকতে পারেন, তো আমি করলাম কনফার্ম। আমি আগেই গুরুর পাতায় লিখেছি শুধুমাত্র ঝগড়ার সময়ে ওনার এই অন্যের (এবং আমার) নামধাম দিয়ে মন্তব্য করার অভ্যাসটা আপত্তিকর। তবে হ্যাঁ শুধু মুখে বলেই কনফার্ম করতে পারব। অসংখ্য ভাটের পাতা আর টইয়ের পাতা খুঁজে আমার সেই আপত্তি জানানোর পোস্ট খুঁজে আনার ক্ষমতা আর সময় কোনোটাই আমার নেই। তাতে যদি আরো একবার আমি মিথ্যেবাদী বলে প্রতিপন্ন হই, তাতেও কোনো আপত্তি নেই।
    চার নম্বর পয়েন্টটায় তো আপনি আবার যা বললেন সেটা আমি আমার ৪:৪১এর পোস্টে চারনম্বরে আগেই লিখে দিয়েছি। তাই আমিও মনে করি ওটা নিয়ে লেবু কচলানোর দরকার নেই। সুতরাং আপনার যুক্তি বুঝতে (অন্তত চার নম্বরের পয়েন্টের ক্ষেত্রে) আমার যে কোনো অসুবিধেই হয় নি, সেটা নিশচয়ই বোঝা যাচ্ছে।

    কী মনে হয় আপনার বক্তব্য কি আমার কাছে কিলিয়ার হয়েছে ? নাকি এখনো হয় নি?
    আমাকে অলরেডি একজন অনুরোধ জানিয়েছে আমার পোস্টে স্মাইলি অ্যাড না করার অভ্যাটা ক্ষতিকর। কিন্তু স্মাইলি লাগিয়ে ঝাঁজ কমাতে আমার একেবারেই ইচ্ছে করছে না।
  • vc | 121.241.218.132 | ১২ এপ্রিল ২০১২ ১৭:১৫537779
  • বিশেস কিছুই লিখিনি স্যার। আপনার ওষুধ আপনার ওপর try করেছি।

    তবে আমার নাম দীপংকর নয়।
  • aka | 75.76.118.96 | ১২ এপ্রিল ২০১২ ১৭:১৬537780
  • দুখের যুক্তিটা এমন। চিমটি কাটতে এক্সপ্লিসটলি যতক্ষণ না বারণ করা হচ্ছে ততক্ষণ যে চিমটি কাটছে সে বুঝবে কি করে?

    সত্যিই এটা ভ্যালিড বটে।
  • vc | 121.241.218.132 | ১২ এপ্রিল ২০১২ ১৭:১৬537781
  • না, আপাতত এটা safe জায়গা নয়। চলি।
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৭:১৬537782
  • *অভ্যাসটা
  • omnath | 59.160.210.2 | ১২ এপ্রিল ২০১২ ১৭:১৮537784
  • ব্রতীন, দাঁড়ান আগে মানসী ম্যাডাম কে বকে আসি। সন্তানের জীবনে যে কি ভয়ঙ্কর প্রভাব উনি ফেলতে চলেছেন, ভেবেও সিউড়ে উঠলাম। নির্ঘাত উনি টইপত্তর পড়াশুনো করেন নি ঠিকমতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন