এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এঁচোড়েপক্ক টক

    byaang
    অন্যান্য | ০৫ এপ্রিল ২০১২ | ১৯৩২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 115.184.87.57 | ০৭ এপ্রিল ২০১২ ২১:১৮537618
  • সম্প্রতি আমার এক বড়োই আপনজন, যার মেয়ে হরিদ্বারে থাকে, আমার কাছে পরামর্শ চাইলো। তার মেয়ে একটি ছেলের সাথে থাকছে। ছেলেটি দিল্লীতে থাকে। মাঝে মাঝে হরিদ্বারে তার মেয়ের সাথে থাকতে যায়। সে হঠাৎই জানতে পেরেছে। মেয়েও অস্বীকার করেনি।
    সে কী করবে? মেয়েকে কী বলব?
    আমি তাকে বলেছিলাম, ""মেয়েকে বলিস, তুই বড়ো হয়েছিস। তোর নিজের ভালো মন্দ বোঝার বয়স হয়েছে। তুই যা করবি/করছিস ভালো বুঝেই করছিস। আমার তা নিয়ে কিছুই বলার নেই। কিন্তু যদি কোনদিন কোন বিপদে পড়িস, তবে আমাকে ভরসা করতে পারিস। আমি তোর পাশে, আছি, থাকবো, একমত না হলেও থাকবো।
    আমার তো এরকমই মনে হয়।
  • nk | 151.141.84.239 | ০৮ এপ্রিল ২০১২ ০০:৫০537619
  • ব্রতীন, মহাস্থবির জাতকে ঠিক এইরকম ঘটনা আছে।
    স্থির কে একদিন ওদের বাবা যে কিনা কারণে অকারণেই ওদের তিন ভাইকেই পিটিয়ে তক্তা করতো, সেই বাবা সারাদিন ধরে পেটাচ্ছিলো, ঘরের মেঝে রক্তারক্তি, ওদের মাও চুপচাপ দেখছে, শেষে স্থির একসময় দরজার হুড়কো তুলে ধরে বাপকে কইলো, "আর একটা আঘাত করলে তোমাকে শেষ করে দেবো। আজই সব কিছুর শেষ হয়ে যাক।"
    সেই দিনের কিছু পরই স্থির বাড়ী থেকে চিরকালের জন্য চলে যায়, প্রথমে দেশেই ছিলো, পরে বিদেশে চলে যায়। আর কোনোদিন বাড়ি ফেরেনি।
    পেরেন্টিং এ ঐ বাপ মা চিরকালের জন্য ফেল, অথ্‌চ ওদের ১০ টা সন্তান ছিলো। ৫ ছেলে ৫ মেয়ে। কী অবস্থা!
    আমার এখন মনে হয়, ঐ লোকেরা কর্মফলের যে অমোঘ বিধান, সেই বিধানে চিরকালের জন্য শাস্তি পেয়ে গেছে। যতকাল এই বই থাকবে, তত কাল নতুন মানুষেরা ঐ বই পড়বে। ততকাল ওনারা জনতার আদালতে দাঁড়াতে বাধ্য হবেন আবরণহীন।
    সেই জন্যেই মনে হয় আমাদের দেশের লোকে কর্মফল মানে, মানুষের আইন তো আসলে আমাদের সমাজে সেভাবে চলে না, "জোর যার মুল্লুক তার" ই চলে।
  • bb | 14.96.28.75 | ০৮ এপ্রিল ২০১২ ১১:০১537620
  • @ কল্লোল - খুব ভাল উপদেশ দিয়েছেন। এই অস্থির সময়ে নিজের সন্তান যাই সিদ্ধান্ত নিক, বাবা - মায়ের তাকে জানানো উচিত যে আমরা তার পাশে আছি, মতে না মিললেও।

  • Bratin | 117.194.100.110 | ০৮ এপ্রিল ২০১২ ১৩:১৭537621
  • আরো দু:খের ব্যাপর কী জানো নিশি, এই ভদ্রলোক (বাবা) উচ্চ শিক্ষিত( পশ্চিম বঙ্গের তৎকালীন সব থেকে ভালো দুটো কলেজে পড়েছেন) এবং নিজে নামী কলেজের অধ্যাপক।
  • nk | 151.141.84.239 | ০৯ এপ্রিল ২০১২ ০৩:২৩537622
  • প্রকৃত শিক্ষা জিনিসটা খুবই কঠিন। কজনেই বা তা অর্জন করতে পারে?
  • dukhe | 202.54.74.119 | ০৯ এপ্রিল ২০১২ ১২:৩৭537623
  • পেরেন্টিঙে ফেল করলে যদি সন্তান প্রেমাঙ্কুর আতর্থী হয় তো খামোখা পাশ করতে চায় কুন হালায় ?
  • sinfaut | 121.241.218.132 | ০৯ এপ্রিল ২০১২ ১৬:৩৯537624
  • মাথায় পেঁয়াজ বাটা আর কী কী সব বেটে দেওয়ার ব্যাপারটা কী?
  • Kaju | 121.242.160.180 | ০৯ এপ্রিল ২০১২ ১৬:৪১537625
  • নোড়ার বদলে শিলে মাথা ইউজ করে পেঁয়াজ ও কী কী সব বাটা বোঝাচ্ছে মোনয়।
  • sinfaut | 121.241.218.132 | ০৯ এপ্রিল ২০১২ ১৬:৪৯537626
  • না বুঝলাম না ওটাও হিউমিলিয়েশনের অঙ্গ না মাথার ফোলা কমানোর জন্য।
  • nabanita | 152.79.94.97 | ০৯ এপ্রিল ২০১২ ২২:৪০537629
  • ব্রতীন,

    বাবা-মা আন-কন্ডিশানালি ভালবাসেন কথাটা বিশ্বাস করতে ইচ্ছে করে - কিন্তু data অন্য কথা শোনায় মাঝে মাঝেই। ছেলে মেয়ে এখনো ভারতের অনেক বাবা মায়েরই living রিটায়ারমেন্ট ফান্ড- তাই ছেলের স্কুল সাধ্যের অতিরিক্ত ভাল, ছেলের পাতে পুষ্টিকর খাবার বেশি - মেয়ে বাঙলা মিডিয়ামের ফ্রী স্কুলে...

    তবে এটা ঠিক আমি ছোটোবেলায় যখনই মার খেয়েছি নিজেও জানতাম দোষ গুলি বেশ মারাত্মক টাইপের।

    কল্লোল, আমার মা-বাবাও আপনার পরামর্শের মতই ছিলেন - মতে না মিললে তর্ক হত কিন্তু জানতাম বিপদে পড়লে ওনারা পাশে থাকবেন। কলেজে পড়ার সময়ে বন্ধুরা মিলে সারান্ডা ফরেস্টে বেড়াতে গিয়েছিলাম - পাঁচের মধ্যে চারজনই ছেলে। এক স্বঘোষিত গার্জেন পুলিশ মহাশয় আমাদের আটকিয়ে তর্জন গর্জন ইত্যাদি করে বোধহয় টাকা আদায়ের চেষ্টা করছিলেন, আমার বাড়ি কল করে বাবার সঙ্গে কথা বলে দু:খিত মনে আমাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। ওনার আশা ছিল বাড়িতে কল করাতে কাকতি মিনতি ও অন্যান্য সুবিধা হবে ওনার!
  • nk | 151.141.84.239 | ০৯ এপ্রিল ২০১২ ২২:৫৬537630
  • ঐ পুলিশটাকেও দলের সঙ্গে নিয়ে নিলে পারতেন। :-)
  • nk | 151.141.84.239 | ০৯ এপ্রিল ২০১২ ২৩:০১537631
  • সিঁফো, ছোটোবেলায় কন্যাসন্তানদের মাথা ন্যাড়া করে পেঁয়াজবাটা, কেশুত পাতা বাটা, ডিম ইত্যাদি এককালে দেওয়া হতো হাই কোয়ালিটি চুল যাতে গজায় তার জন্য, ঘন ও কালো ও লম্বা হবার গুণবিশিষ্ট চুল। কারণ, জানেন তো জন্মমাত্রেই কন্যার বিবাহ চিন্তা জাগতো অভিভাবকদের। আর বার বার ন্যাড়া করার সুযোগ একমাত্র শিশুবয়সেই পাওয়া যায়, তাই "থাকতে সময় সাধন করো" । :-)
  • nk | 151.141.84.81 | ১০ এপ্রিল ২০১২ ০০:১১537632
  • হার্বাল বিউটি ট্রীটমেন্ট ও বলা যায়। একটু আর্লি, এই যা। :-)
  • sinfaut | 121.241.218.132 | ১০ এপ্রিল ২০১২ ১০:৫৬537633
  • আচ্ছা, বুঝলাম। পেঁয়াজ বাটা টা আগে শুনিনি, ডিম শুনেছি।
  • Kaju | 121.242.160.180 | ১০ এপ্রিল ২০১২ ১১:১৩537634
  • ডিমবাটা? ও বাবা !
  • Jhiki | 182.253.0.99 | ১০ এপ্রিল ২০১২ ১১:২৬537635
  • আমাকে ছোটবেলায় মাথায় কেউ এসব হাবিজাবি লাগিয়ে দেয় নি......... তাই বড় হওয়ার পর নিজেই নিজের মাথায় ডিম লাগিয়েছি..... এবং কনভিন্স করিয়ে দু একবার বরের মাথায়-ও :)
  • Kaju | 121.242.160.180 | ১০ এপ্রিল ২০১২ ১১:৩৪537636
  • তখন ঝিকিদি কোন গানটা গাইত, সেটাও জানি -

    আও শিখাউঁ তুমহে আন্ডে কা ফান্ডা
    ইয়ে নেহি জানে কোই মামুলি বান্দা

    ঠিক কিনা?
  • rimi | 168.26.205.19 | ১০ এপ্রিল ২০১২ ১৮:৫৬537637
  • দুখেদার পোস্টের সহধর্মী একটি পোস্ট না করে থাকতে পারছি না:

    অ্যালকোহলিজমের খপ্পরে পড়ে যদি কেউ মান্টোর মতন একখান টোবা টেক সিং নামাতে পারে, তাহলে ছেলেকে বোতল বোতল মদ জোগান দেব না কেন?

  • nk | 151.141.84.239 | ১০ এপ্রিল ২০১২ ২২:৪৫537638
  • রিমি, :-)
    মাইকেল মধুর উদাটাও প্রায় এক, অমন মদ খেয়ে যদি কেউ মেঘনাদবধ কাব্য নামাতে পারে, তবে ছেলেকে অঢেল মদ যোগানো খুবই দরকার নয় কি?
  • dukhe | 117.194.230.30 | ১০ এপ্রিল ২০১২ ২২:৫৩537640
  • মদের জন্য কেউ কি আর বাপের ভরসায় থাকে রে ফাগোল ?
    বাপের পয়সায় বাবুয়ানির সেই সুখের দিন আজ ইতিহাস। হায়।
  • byaang | 122.172.228.232 | ১০ এপ্রিল ২০১২ ২৩:৩২537641
  • হুঁ, কথার স্রোত অন্যদিকে গড়িয়েছে যদিও, তবুও আমি পুরনো কথাই বলে যাই।
    পয়েন নম্বর এক : আতুসিদের ""গেল গেল'' রব দেখে মনে হচ্ছে, সেদিন আমরা ইচ্ছে করে বাপ্‌মার কুচ্ছো গাইব বলে যেন এখানে লিখতে বসেছিলাম। অন্যরা কে কেন কী লিখেছে জানি না, আমার কথাটা বলে দিই - সেদিন কে কেমন বকুনি-পিটুনি খেয়েছে ছোটোবেলায় তাই নিয়ে এখানে কথা হচ্ছিল, তাতে দুই-তিনজনের অভিজ্ঞতার সঙ্গে আমার অভিজ্ঞতা মিলে যাওয়ায় সেগুলো লিখেছিলাম, শেয়ার করেছিলাম। এতে ভদ্রলোকদের অ্যাত্তো আপত্তির কী আছে বুঝলাম না।
    পয়েন নম্বর দুই : আমি আমার মায়ের কাছে চোরের পিটুনি খেয়েছি বলে কখনো ভালোবাসা পাই নি, এমন কোনো কথা আমি লিখি নি। কিন্তু তাই বলে এখন আমি মোটেও আমার মাকে জাস্টিফাই করতে বসব না যে তিনি অন্য সময়ে আমাকে ভালোবাসতেন নাকি বাসতেন না, তিনি কেন কী কী কম্পাল্‌শন থেকে আমাকে পেটাতেন, আমি তাকে বোঝার চেষ্টা করেছি কিনা, আমি তার সঙ্গে ফ্রী কিনা, বাই ইন্ডাকশন আমি আমার ছেলের সঙ্গে ফ্রী কিনা, এত সব হিসেব আমি মোট্টেও দেব না। পিটুনি খাওয়া নিয়ে কথা হচ্ছিল, আমি আমার পিটুনি খাওয়ার কথা শেয়ার করেছি, পিরিয়ড।

    পোস্টস্ক্রিপ্ট : ন্যাকামি টু দি পাওয়ার ন্যাকাষষ্ঠীপনার একটা লিমিট থাকা উচিৎ। কারুর নাম লিখে তার কথাগুলো মিথ্যে এমন ইঙ্গিত দিয়ে লিখে তারপরে ""ব্যাংদেবী'' লিখতে কেমন লাগছিল বলে নাম ধরে লিখেছি, সহজসরলভাবে দেখতে ভুলে যাচ্ছি এইসব কাঁদুনি আমার কাছে খুব হাস্যকর লাগে। নিজের পরিধির বাইরে যা কিছু, তাইই মিথ্যে, এরম ট্যাগ যারা লাগায়, তাদের বলার কিছুই নেই।

    আমার পোস্ট অনেকের কাছেই খুব কুরুচিকর লাগল, কিন্তু আমিও নাচার।
  • rimi | 168.26.205.19 | ১০ এপ্রিল ২০১২ ২৩:৩৫537642
  • ব্যাংএর পোস্টে ক দিলাম।
  • nk | 151.141.84.239 | ১০ এপ্রিল ২০১২ ২৩:৪৪537643
  • ক কয়ে ক্ক দিলাম ব্যাংএর পোস্টে।
  • Bratin | 14.96.39.121 | ১১ এপ্রিল ২০১২ ০৯:৫১537644
  • নবনীতা, আমি খুব লাকি আমাকে আমার বাবা বা মা কখনো পড়াশুনার জন্যে খুব জোরাজুরি করেন নি। আমি মাঝারি মানের রেজাল্ট করতাম। কিন্তু সে ই নি ওনা দের সেরকম হা হুতাশ করতে দেখি নি। আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন বাপী একদিন প্রায় ১ ঘন্টা ধরে বুঝিয়েছিলেন কেন মাধ্যমিকে কেন ভালো রেজাল্ট করা জরুরী।

    তবে সব বাবা মা চান তাদের সন্তাত তাদের অপুর্ন ইচ্ছা কে যেন ছুঁয়ে ফেলে। কিন্তু ছেলে বা মেয়ে টির ক্ষমাত দেখতে তার অনেক সময় ভুলে যান। তাই ক্রিকেট,সাঁতার,আঁকা,গীটার আর ৫/৬ প্রাইভেট টিউটরের ধাক্কা সামলানো বাচ্ছা ছেলে বা মেয়ে টির মনে অ প্রতিযোগিতার বীজ বাবা/না শৈশবের পুঁতে দেন তার ফল কিন্তু সুদূর-প্রসারী। সব বাচ্ছা সেই চাপ নিতে পারে না।
  • bb | 14.96.14.57 | ১১ এপ্রিল ২০১২ ১৬:১৫537645
  • বোঝাই যাচ্ছে যে এত মার খেয়েও ভদ্রতাটা আর শেখা হয়ে ওঠেনি।

  • sinfaut | 121.241.218.132 | ১১ এপ্রিল ২০১২ ১৭:২৫537646
  • ^ যদিও অন্যের ভদ্রতা শেখার বিষয়ে বলা, তবু উপরের পোস্টটাতে ভদ্রতার চিহ্নমাত্র দেখতে পেলাম না।

    মার খেয়ে যে ভদ্রতা কেন অনেক কিছুই যে শেখা যায় না, সে কথা বলার জন্য পাতার পর পাতা এতজনে লিখে চলেছেন। তারা যে অন্তত আপনার ক্ষেত্রে ব্যর্থ সে তো বোঝাই যাচ্ছে।
  • dukhe | 202.54.74.119 | ১১ এপ্রিল ২০১২ ১৮:০৪537647
  • বিবিকে মনে হয় বেঙী আদ্যোপান্ত ভুল বুঝলেন। ভালো নামে ডাকা অ্যাটাক হবে কেন?
  • aka | 168.26.215.13 | ১১ এপ্রিল ২০১২ ১৮:০৭537648
  • বিবি বেঙীকে ভালো নামে ডাকলেন অথচ অন্যদের নিজেকে বিবি নামেই ডাকতে বললেন। ভালো নামটা অন্তরালেই রইল। সবই মায়া মতান্তরে মায়াজাল।
  • dukhe | 202.54.74.119 | ১১ এপ্রিল ২০১২ ১৮:০৯537649
  • আহা সে তো গুরুর গোয়েন্দারা বের করবে। বিবি নিজে ফাঁস করবেন কেন ?
  • aka | 168.26.215.13 | ১১ এপ্রিল ২০১২ ১৮:১৩537651
  • বিবি বেঙীর ""ভালো"" নাম বার করিয়া গুরুর গোয়েন্দা হইবার দায়ভার তো নিয়েই নিয়েছেন। ফাঁস করবেন কিনা সে অবশ্য ব্যক্তিগত চয়েজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন