এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এঁচোড়েপক্ক টক

    byaang
    অন্যান্য | ০৫ এপ্রিল ২০১২ | ১৯৩২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | 122.167.254.145 | ১১ এপ্রিল ২০১২ ২১:৩৮537685
  • আমি আমার অতীত-বর্তমান পাবলিক করেছি মানেই বিবির হাতে অস্ত্র তুলে দিয়েছি এটা বলতে চাস?
  • pi | 72.83.76.34 | ১১ এপ্রিল ২০১২ ২১:৩৯537686
  • অভদ্রভাবে ব্যক্তিগত আক্রমণ করার সময় এখানে অনেকেই আসল নাম টেনে থাকেন, আর মজা হল সে নিয়ে অনেকে শুধু আপত্তি করেন না, তাই না , মজাও করেন :)
    দেখে শুনে মজা লাগে :)
  • byaang | 122.167.254.145 | ১১ এপ্রিল ২০১২ ২১:৪১537687
  • সিকি, সেই সময়ের অপেক্ষা করতে গেলে কোনোদিনই আলোচনা করা হবে না। আমি উত্তাল রেগে আছি কিনা, এই চিন্তাটা কাটিয়ে দিয়ে আমাকে শুধু বল, আজ আমি আমাকে করা ভদ্রতাসম্পর্কিত পোস্টটার পরে কীভাবে বিবিকে ব্যক্তিগত আক্রমণ করেছি? এই অভিযোগটা কিন্তু তুই এনেছিস, তাই তুইই উত্তর দে।
  • pi | 72.83.76.34 | ১১ এপ্রিল ২০১২ ২১:৪৪537688
  • তবে আমি কোন তর্কে ঢুকতে চাই না।অপমান সজ্য করার থ্রেশহোল্ডটা একটু কমে গেছে। তাই আমার পোস্টটাকে ইগনোর করা যেতে পারে।
  • siki | 122.177.24.139 | ১১ এপ্রিল ২০১২ ২১:৪৫537690
  • দেবো না। পিছিয়ে পড়ে নাও।

    এই মেন্টালিটিতে আলোচনা চলে না।

    দুটো পোস্ট আপাতত পেলাম। আমি একা আর লড়ব না। যা বলার বলে দিয়েছি। বাকি কথা বলবে এই পোস্টদুটো।

    10 Apr 2012 -- 11:32 PM
    11 Apr 2012 -- 08:35 PM

    খুব তুচ্ছ জিনিসকে বিশালভাবে ম্যাগনিফাই করে ফেলেছো। রাগ কমাও। রাগ চণ্ডাল, জানো তো? ১০ই এপ্রিলের পোস্টটা না লিখলে বিবি মনে হয় ভদ্রতা নিয়ে প্রশ্ন তুলতেন না। তা হলে তোমাকেও প্রত্যুত্তরে ১১ই এপ্রিলের পোস্ট লিখতে হত না।
  • aka | 168.26.215.13 | ১১ এপ্রিল ২০১২ ২১:৪৫537689
  • বিবি এটা আমার সাথে বহুবার করেছে। কোন বিষয়ে বিরুদ্ধে (বিবির সাথে সহমত এখনও হই নি) বলতে হলে উনি আমার নামটাই ইউজ করেন।

    আমার নাম এখানে পুরনো সকলেই জানেন। নতুন কেউ ইচ্ছে করলেই জানতে পারেন। অনেকে আমাকে ""ভালো"" নামেই ডেকে থাকেন। কিন্তু আমি প্রেফার করি আমার নিক নামেই ডাকা হোক। সেইজন্যই নিক নামে লেখা।

    বিবির এই বিষয়টি খুব ভদ্র ভাষায় বললে ভালো লাগে না। আর ব্যক্তিগত আক্রমণ ইত্যাদি কথা থাক। এখানে কেউই তার ঊর্ধে নয়। যা ভালো লাগে না, সেটুকু কিলিয়ার করে বললেই হয়।
  • aka | 168.26.215.13 | ১১ এপ্রিল ২০১২ ২১:৪৭537691
  • সিকি আজ বা কাল বিবি লিখেছেন হয়ত তেমন কিছু না। কিন্তু এটা একটা কনসিসটেন্ট বিহেভিয়ার প্যাটার্ণ।
  • siki | 122.177.24.139 | ১১ এপ্রিল ২০১২ ২১:৪৯537692
  • সো হোয়াট আকা? আমার কোনও জিনিস পছন্দ নয় বলে সক্কলে সেটা অক্ষরে অক্ষরে মেনে চলবে, নইলে আমার লক্ষ্মণরেখা ভেঙে চুরমার হয়ে যাবে, হোয়াই দিস কোলাভেরি ডি? তুইতোকারির সম্পর্কের সন্তানকেও অনেক বাপ মা বকার সময়ে তুমি-তুমি করে কথা বলেন। গুরুর পাতাতেই অনেকে ধৈর্য হারালে f সম্বলিত শব্দসহযোগে ইংরেজি ভাষা ইউজ করেন। নামের সাথে "দাদা' সম্বোধন আমার পছন্দ নয়, তা সত্বেও অনেকে আমায় সিকিদা বা শমীকদা বলে সম্বোধন করে। তো, প্রবলেম কী? আমার কী ছেঁড়া যাচ্ছে তাতে? আমার পার্সোনাল কোন স্পেসে আঘাত লাগছে?
  • siki | 122.177.24.139 | ১১ এপ্রিল ২০১২ ২১:৫০537693
  • আমার মনে হচ্ছে আমাদের অনেকেরই ধৈর্যশক্তি কমে যাচ্ছে। ভীষণভাবে কমে যাচ্ছে। আমিও ব্যতিক্রম নই।

    আর্বান হ্যাজার্ড। ক্ষী করা যাবে।
  • aka | 168.26.215.13 | ১১ এপ্রিল ২০১২ ২১:৫৪537695
  • সিকি, তুমিও রেগে গেছ নইলে তোমার 9:49 এর পোস্টটি ক¾ট্রাডিকশনে ভর্তি।

    যেমন f ওয়ার্ড বেশি অকোয়ার্ড না ছেঁড়া সেটা কার জায়গা থেকে বলছ? :)
  • byaang | 122.167.254.145 | ১১ এপ্রিল ২০১২ ২১:৫৫537696
  • পড়লাম তোর উল্লেখ করা আমার দুটো পোস্টই। আজকের ৮:৩৫য়ে কোনো ব্যক্তিগত আক্রমণ খুঁজে পাই নি। উনি প্রথম দিন ঠিক যে টোনে লিখেছিলেন আমাকে উদ্দেশ্য করে সেই একই টোনে লিখেছি। আমার গতকালের করা পোস্টটা আক্রমণাত্মক, তবে সে আক্রমণও আমাকে করতে হত না, যদি না উনি আমাকে তার আগে সিঙ্গল আউট করে আক্রমণ করতেন। তোর কাছে তো দুইদিকই সমান আপত্তিকর মনে হওয়া উচিৎ।
  • siki | 122.177.24.139 | ১১ এপ্রিল ২০১২ ২১:৫৭537697
  • আকা, বললাম তো, ধৈর্য কমে গেছে। আমিও ব্যতিক্রম নই। :)

    ব্যাং, তোমার যদি মনে হয়, তো তাইই। :) তোমার খারাপ লেগেছে, তুমি প্রতিবাদ জানিয়েছো তোমার মত করে, আমার খারাপ লেগেছে, আমি প্রতিবাদ জানালাম আমার মতন করে। শোধবোধ? :-))
  • byaang | 122.167.254.145 | ১১ এপ্রিল ২০১২ ২১:৫৮537698
  • এনিওয়ে সিকি, আমারও মনে হচ্ছে তোর সঙ্গে আলোচনা চালানো যাচ্ছে না, কারণ যুক্তি দিলেও তুই সেগুলোকে যুক্তি বলে মানতে পারছিস না। আমার বিবির পোস্টে যেটা আপত্তির কারণ সেটা আমার আগে নিশিও লিখেছে, আজকে আকাও লিখল। তুই দেখতে পাচ্ছিস না যখন তখন বাদ দে।
  • siki | 122.177.24.139 | ১১ এপ্রিল ২০১২ ২২:০০537700
  • বাদ দিলাম। :)
  • byaang | 122.167.254.145 | ১১ এপ্রিল ২০১২ ২২:০০537699
  • আমার ধৈর্য্য নতুন করে কিছু কমে নি। বরাবরই ঐ ব্যাপারটায় আমি ডেফিসিটে চলি, আর রিঅ্যাক্ট করায় সারপ্লাস। :-))
  • riddhi | 128.62.51.117 | ১১ এপ্রিল ২০১২ ২২:০২537701
  • খারাপ কথা বলার জন্য একটা সুন্দর শুনতে ভাল নাম, আর ভাল কথা বলার জন্য 'ব্যাং' !
    বিবি বাবুর সেন্স ওফ হিউমার কে লাল সেলাম।

    আমার একটা প্রশ্ন আছে, ঝগড়ার সময় ভাল নাম ব্যবহার করা খারাপ কেন? বোঝায় যাচ্ছে, বিবি এটা মোক্ষম রণনীতি হিসেবে ব্যবহার করেন আর সেদিক থেকে খুব সফল ও।
    একটা জিনিস হতে পারে, এই ভাল নাম, যারা পড়ছে তারা সবাই জেনে যাবে, তাদের্কে জানানো উদ্দেশ্য। এরকম হলে পাতি ছ্যাছড়ামো। আমরা 'বাসব বাবু' নাম টাই ব্যবহার করব।

    আর একটা কারণ হতে পারে - আমার বায়োলজির মিস রেগে গেলেই আমার পুরো নাম, সারনেম সহ উল্লেখ করে কথা বলতেন । যাতে আমি এই যে আমি, একটা বায়োলজিতে তোটল ফালতু মানুষ, আর আমার একটা ভারিক্কি নাম এর কন্ত্রাস্ট টা তুলে ধরবার জন্য, মোটমাট আমাকে পুরো ল্যাংটো করার জন্য। পরে জেনেচি, এসবে গভীর সাইকোলজি এপলাই হয়। তবে বিবিবাবুর অন্য সব পোস্ট পড়ে যা বুঝেছি, উনি সিপিএমের লোক, সাইকোলজি ফিল্ডের এইসব নয়া আবিষ্কার নিয়ে অতখানি আপ টু ডেট নন।

  • byaang | 122.167.254.145 | ১১ এপ্রিল ২০১২ ২২:০৪537702
  • ঋদ্ধি, হাহাগখা :-)))
  • rimi | 168.26.205.19 | ১১ এপ্রিল ২০১২ ২২:০৬537703
  • হোহোহোহোহোহো ঋদ্ধি ফের দারুণ দিয়েছে :-))
  • aka | 168.26.215.13 | ১১ এপ্রিল ২০১২ ২২:০৮537704
  • কবেই বলেছিলাম রিদ্ধির হবে। :)))
  • siki | 122.177.24.139 | ১১ এপ্রিল ২০১২ ২২:১১537706
  • ঋদ্ধি একদম ঠিক। আমিও একবার নিশির ওপর খুব রেগে গেছিলাম, তখন ওর আসল নাম ধরে ডেকে বকাঝকা করেছিলাম। এটা হয় তো। :) কমন সাইকোলজি।
  • aka | 168.26.215.13 | ১১ এপ্রিল ২০১২ ২২:১৪537708
  • ঠিক। রেগে গিয়ে কিছু বললে তার উত্তরেও তো লোকে রেগেই যায়। সেটাও কমন সাইকলজি তো। এক্ষেত্রে দায়িত্বটা বর্তায় কে প্রথম ড্রপ দা বল।
  • byaang | 122.167.254.145 | ১১ এপ্রিল ২০১২ ২২:১৪537707
  • ও: তাই বল, এইবার বুঝলাম।
  • Bratin | 117.194.102.237 | ১১ এপ্রিল ২০১২ ২২:১৬537709
  • গ্রেট ঋদ্ধি। থ্যাঙ্কু ।:-))
  • aka | 168.26.215.13 | ১১ এপ্রিল ২০১২ ২২:১৭537710
  • বোতিন কি পড়ে থ্যাংকু দিল। কেমন সন্দো দেখা দেল মনে। ;)
  • Bratin | 117.194.102.237 | ১১ এপ্রিল ২০১২ ২২:২২537711
  • হ্যাঁ ঝগড়া থামানো জন্যে আমি অফ লাইনে ঋদ্ধি কে কনট্যক্ট করেছিলাম । তো? :-)
  • aka | 168.26.215.13 | ১১ এপ্রিল ২০১২ ২২:২৬537712
  • ও আচ্ছা। ভালো, ভালো। রিদ্ধি কি লিখল পড়েছ তো? তাহলেই হল। :)
  • kc | 178.61.96.29 | ১১ এপ্রিল ২০১২ ২২:২৭537713
  • সেসমেস তাইলে ক্ষী ঠিক হল? আসল নামে ডাকা চলবে কি চলবেনা? আকাকে আকা নামে, সিকিকে সিকি নামে, প্পনকে প্পন নামে, বেঙিকে বেঙি নামে, পাইকে পাই নামে ডাকতে আমার ভাল লাগেনা। কিন্তু ন্যাড়াদাকে ন্যাড়াদা বলে, অক্ষদাকে অক্ষদা বলে, ডিডিকে ডিডি বলে ডাকতে বেশ ভাল লাগে।
  • aka | 168.26.215.13 | ১১ এপ্রিল ২০১২ ২২:৩১537714
  • আসল কথাটা রিদ্ধি তো বলেই দিয়েছে। এর কোন ব্ল্যাংকেট উত্তর নেই। কিন্তু যদি পার্টিকুলারলি বিরোধের সময়ে আসল নামে ডাকলে যে ছ্যাঁচড়ামোর টাচটা আলতো করে নিজের ঘাড়ে নিয়ে নিলে সেটা সামলাতে পারলেই ডাকা যাবে।

    ডিডিদা যে আমাকে আজ্জোদা বলে ডাকেন মাঝে মাঝে সে বেশ লাগে তো শুনতে। গুরু সব কিছু এক করলে চলবে কেন?
  • dukhe | 117.194.241.255 | ১১ এপ্রিল ২০১২ ২২:৪৪537715
  • বলেই যাই। বিবি প্রতিপক্ষকে ডাউন দেবার জন্য ভালোনামে ডাকবেন কেন এইটা আমি বুঝিনি। আমার সঙ্গে ওনার অনেকবার তর্কাতর্কি হয়েছে, এমন করতে দেখিওনি। ডাকলেও আমি ডাউন খেয়েছি বলে বুঝতাম না বোধহয়। উনিও কি বুঝতেন? জানি না।

    আর বলেছেন তো বেঙী যত গর্জান তত বর্ষান না। তাই সত্যতা নিয়ে সন্দিহান। এটার মানে আমি বুঝেছি বেঙীর বক্তব্যে উনি অতিরঞ্জন দেখেছেন। তো সেটাও দোষের কিছু না। অতিরঞ্জন একটি ভ্যালিড টেকনিক অফ এক্সপ্রেশন। সে হাহাছিচেথেপগে হোক বা বিবাহিত পুরুষকে চিরতরে দূর করার প্রস্তাব হোক। অতিরঞ্জন আর মিথ্যাচারের ইঙ্গিত এক না। আমার মনে হয়েছে বিবি প্রথমটাই করেছিলেন। হালকাচালেই। প্রতিক্রিয়াটা পাতি ভুল বোঝার ফল।
  • aka | 168.26.215.13 | ১১ এপ্রিল ২০১২ ২২:৫৫537717
  • কার কি পছন্দ সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। আমার কি অপছন্দ সেটা জানাতে পারি। কেউ মানবেন কিনা সেটা তার ব্যপার। সেক্ষেত্রে আমার অপ্‌ছন্দ এবং সেইহেতু প্রজ্বলিত ঝাঁটের উত্তাপ খানিকটা সহ্য করতে হতে পারে। ডিপেন্স অন মুড।

    এটা একটা নির্মোহ ব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন