এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এঁচোড়েপক্ক টক

    byaang
    অন্যান্য | ০৫ এপ্রিল ২০১২ | ১৯৩৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | 168.26.205.19 | ১২ এপ্রিল ২০১২ ১৮:৩১537818
  • কিকির পোস্টটা খুব ভালো লাগল আমার। আমিও এইটাই বলব বলে ভাবছিলাম যে মার খাওয়া নিয়ে ব্যাংএর একটা দুর্বল জায়গা আছে। অতিরঞ্জন ব্যপারটা দুখে ইত্যাদির কাছে খুব বড় কিছু না মনে হতে পারে। কিন্তু ব্যাংএর দুর্বল জায়গায় এটা আঘাত করেছে এতো পরিষ্কার।

    ব্যাং লিখেছে ওর ধারণা ও মেয়ে বলেই মা ওকে বেশি মারতেন। মায়েরা এমন কিছু দেবী নন। তাঁদের এক সন্তানের উপরে বেশি দুর্বলতা থাকতেই পারে, থাকেও। আমারও এক সময় মনে হত আমার মা ছোটো বোনকে বেশি ভালোবাসে আমার থেকে। এই মনে হওয়াটা যে কি কষ্টকর সেটা সেই বুঝবে যে নিজের ক্ষেত্রে এটা ফিল করেছে। অনেক সময়েই বাবা মারা জানেন না যে বাচ্চাদের সঙ্গে কি রকম ব্যবহার করা উচিত যাতে তাদের কাছে এই বৈষম্য স্পষ্ট না হয়ে ওঠে। নিনাদি যেমন বলে, একটা প্যারেন্টিং গাইড থাকা উচিত ভারতে। যাই হোক, ব্যাং এর এই ব্যপারটা সফট কর্নার বলে আমারো মনে হয়েছে।
  • dukhe | 202.54.74.119 | ১২ এপ্রিল ২০১২ ১৮:৩৩537819
  • সাব্বাস বেঙী। একটা হ্যাপি এন্ডিং হচ্ছে। কাম অন বিবি। এই শুভক্ষণে আবার বাটামের কথা কেন?
  • bb | 117.195.186.73 | ১২ এপ্রিল ২০১২ ১৮:৩৭537820
  • ব্যাংকে ধন্যবাদ, উনি আমাকে ক্ষমা করেছেন। আশা করি বুঝবেন যে ওনাকে ব্যক্তিগত ভাবে আঘাত করার কোন উদ্দেশ্য ছিল না।

    আমার মন্তব্যের জন্য আমি নিশর্ত ক্ষমা প্রার্থী। আর একটা কথা আমি আপনাদের আগের জেনারেশনের তাই "নেটিকেট' ভাল নয়, তাই কোন কিছু ভাল না লাগলে সরাসরি বলবেন, ভুল মেনে নেব।
  • rimi | 168.26.205.19 | ১২ এপ্রিল ২০১২ ১৮:৩৭537821
  • আর এই জন্যেই ব্যাংকে আমার এত ভালো লাগে। (6.26 পোস্ট)
  • omnath | 59.160.210.2 | ১২ এপ্রিল ২০১২ ১৮:৪২537822
  • না না মানসী ম্যাডাম, আপনি চারবেলা রান্না করছেন আর বাসন মাজছেন শুনে বললাম। এসব করে সন্তানের স্মৃতিপথ কন্টকিত করে তুলছেন নির্ঘাৎ, টই পড়ে যেটুকু বুঝলাম। বুড়ো বয়সে ছেলে আপনার চাট্টি গলদঘর্ম ছবি মনে রাখলে ভালো লাগবে? মারামারি সংক্রান্ত কিছু বলিনি। বেল্টের নিচের দিকে আমি হাত বাড়াতে বিশেষ পছন্দ করি না (বিভিন্ন কারণে)।

    তবে আর্য, আপনাকে আমি আর্য বলে ডাকব, না, আকা বলে, সে তো আমিই ঠিক করব। তাই না?
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৮:৪৩537823
  • যা:ব্বাবা এটা কেমন এন্ডিং হল!! কেমন আবারও হাল্কাচালে জেনারেশন-ফেনারেশন তুলে নিজের বড়ত্বটা আরোপ করলেন! আর ক্ষমা চাইলাম আমি, উত্তরে লিখলেন যে আমি নাকি আপনাকে ক্ষমা করেছি! আমি কাউকে ক্ষমা করব সেইটুকু ভেবে আনন্দ পাওয়ার সুযোগটাও কি এখানকার বিবাহিত পুরুষরা আমাকে দেবেন? একমাত্র সিঁফোকে বাদ্দিলে বাকি সবকটা বিবাহিত পুরুষই আমার এগেনস্টে কথা বলেছে। নামগুলো নোট করে নিয়েছি, রিমিও দেখে নিয়েছে আশা করি। আর সিঁফো যে ব্যতিক্রম সে তো আগেই বলেছি, নয়তো প্রুভ করব কেমন করে?
  • omnath | 59.160.210.2 | ১২ এপ্রিল ২০১২ ১৮:৪৬537824
  • হ্যাঁ হ্যাঁ এত তাড়াতাড়ি শেষ হলে হবে? সেই কখন থেকে ব্যাটন আর বাটাম নিয়ে দাঁড়িয়ে আছি!!
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৮:৪৮537825
  • ফোড়নের মশলাগুলো রোদ্দুরে দিতে হবে, একেবারেই ঝাঁজ নেই, ক্যামোন মিয়োনোমতন।
  • dukhe | 202.54.74.119 | ১২ এপ্রিল ২০১২ ১৮:৪৮537826
  • ও: পুরো ত্রিলোচনের বিয়ে।
    তখন থেকে বলছি আপনাদের মত ভদ্রলোক দেখিনি - কিছুতেই মানবেন না! আমরা তবে মিথ্যেবাদী হলাম?

    আহা সে ছিল আমাদের ক্ষমাসুন্দর বকা। মাঝেমধ্যেই খেপে যেত, আবার নিজগুণে আমাদের ক্ষমা করে ক্ষমার প্রমাণ হিসেবে কিশোরদার দোকানে আইসক্রিম খাওয়াত!
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৮:৫০537828
  • দুখে, সাবধান করছি কিন্তু! X-(
  • dukhe | 202.54.74.119 | ১২ এপ্রিল ২০১২ ১৮:৫২537829
  • খাইসে! আরে এই আইসক্রিমের সঙ্গে বরপের সম্পর্ক নাই।
  • omnath | 59.160.210.2 | ১২ এপ্রিল ২০১২ ১৮:৫৪537830
  • আর ফোড়নটা পুরোপুরি মা আর রান্নামাসীর এক্তিয়ার। আমার আবার ওটাতে তত নামযশ নাই।
  • Bratin | 122.248.183.1 | ১২ এপ্রিল ২০১২ ১৮:৫৪537831
  • আহা আর মাত্র ক টা পোস্ট । তারপরেই আবার নতুন টই খুলতে হবে:-)
  • omnath | 59.160.210.2 | ১২ এপ্রিল ২০১২ ১৮:৫৮537832
  • এই প্রথম কোনো টই ক্ষমাসুন্দর উপসংহারে পোস্ট লিমিটের মধ্যেই শেষ হতে চলেছে। কে বলে জগতে আজকাল অলৌকিক ঘটনা ঘটে না? গুরুতে প্রবীর ঘোষকে ডাকা হোক।
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৮:৫৯537833
  • শুধু দুখে আর ওমনাথে কী রক্ষে আছে!! এখনো তো টিম আর ঋদ্ধির আসা বাকি।
    :-)
  • Kaju | 121.242.160.180 | ১২ এপ্রিল ২০১২ ১৯:০০537834
  • ফোড়ন আমার এক্তিয়ারে নয় জেনো
    যে কোনো দোকান থেকে যথার্থ পহা দিয়ে কেনো

    এখেনে যেই ভুল ওকখোরবিত্তে লিখলাম, ওমনি ইহা ওমুদার এরিয়ার ভেতর চলে এল ! কিমাশ্চর্যম্‌ !
  • kiki | 59.93.218.150 | ১২ এপ্রিল ২০১২ ১৯:০৯537835
  • ইসে, সোমনাথ আমায় ম্যাডাম ট্যাডাম বলে নাম ধরে ডাকছে। এটাও নোটিয়ে রাখা হোক!

    কেন মানসীদি বলতে কি অসুবিধা হয়?

    ( পোষ্টটা কি গ্যাদগ্যাদে টাইপ হলো? দমুকে ডাকা হোক! সে এসে এটা ন্যাকাষষ্ঠীপানা কি না একবার বলে যাক!)

    আর হ্যাঁ, বেঙী বিছুটি নাহি ভুলনা, হাঁ। ঝুমঝুমির মুখের দিকে তাকিয়ে নরম হানি হোনেকা।

    যাই, আবার রান্নাই.............
  • kiki | 59.93.218.150 | ১২ এপ্রিল ২০১২ ১৯:১১537836
  • লে! নাহি।
    মামুর কল মুর্দাবাদ!( যত দোষ, ই:)
  • bratin | 112.79.36.8 | ১২ এপ্রিল ২০১২ ১৯:১২537837
  • ইয়ে আমা এক্টা প্রশ্ন পাচ্ছে। কবি এখানে হ্যাপি এনি্‌ড্‌ন।ম বলতে কী বুঝিয়েঝেন?
  • omnath | 59.160.210.2 | ১২ এপ্রিল ২০১২ ১৯:১৩537839
  • কৌশিক,
    আপনি কি আজকাল অক্ষরবৃত্তের ভুল ঠিক ও ঠিকঠাক ধরতে পারছেন না? এই যে আপনি পয়সা লেখার সমস্ত প্রলোভন অস্বীকার করে পহা লিখলেন, এইখেনেই আপনার এক ঠোঙা ঝালমুড়ি পাওনা হল। কোনো সন্ধ্যায় নিচে টিপিন ফেতে নামলে আমায় ডেকে নেবেন।
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৯:১৩537840
  • :-))))
    ""ঝুমঝুমির মুখের দিকে তাকিয়ে নরম হানি হোনেকা'' টা একটা ঐতিহাসিক মন্তব্য, গুরুর হল অফ ফেমে যাওয়ার মতন। তাই না? দুখে, কী বলেন?
  • Kaju | 121.242.160.180 | ১২ এপ্রিল ২০১২ ১৯:১৫537841
  • 'প্রথমে কান্নার স্রো-ও-ত বয়ে যাবে, বুঝেচিস তো লালু, আর শেষে আছে হ্যাপি এন্ডিং।'

    টই বেন্ডিং টুওয়ার্ডস হ্যাপি এন্ডিং।
  • Kaju | 121.242.160.180 | ১২ এপ্রিল ২০১২ ১৯:১৮537842
  • না না আমি ওরম লিখি না আর কি। বিশেষ করে প্রথম লাইনের মত তো কদাপি নয়। আর কারুর ভুল ঠিক ধরতেও যাই না। কাজেই অজ্ঞতা পোকাশের ফাঁদে পড়িবার চান্স খুবই কম। হে: হে:। :)))
  • omnath | 59.160.210.2 | ১২ এপ্রিল ২০১২ ১৯:২৩537843
  • এই যে কাল রেজোলিউশন লিলাম, জনতাকে শুধু অজ্জিনাল ফার্স্টনেমে ডাকব। তদুপরি সমস্ত গ্যাদগ্যাদে দাদা দিদি বাদ। বক্তব্যের ঝাঁঝ ই:।
    নেহাৎ মহিলাদের এখনো সাহস করে নিশুদ্ধ ফার্স্টনেমে ডেকে উঠতে পারি নাই বলে খানিক ম্যাডাম গোছের খড়কুটাশ্রয়ী হয়েছি।

    আমার বাড়িতেও আবার মুড়ো খ্যাংরা রয়েছে কি গুটিকতক। আর ভয় জিনিসটা রিপুর লিস্টে পড়ে না বলে ওটা বর্জনের কথাও ঠাকুর বলে যাননি কিছু। (কিংবা বলে গেলেও বিপ ও মুক্তমনার বাইরে লোকে জানে না বিশেষ।)
  • kc | 178.61.96.29 | ১২ এপ্রিল ২০১২ ১৯:২৪537844
  • কিন্তু বেঙি কার কার নাম নোট করে রাখল জানলে সুবিধা হয়।
  • pi | 72.83.76.34 | ১২ এপ্রিল ২০১২ ১৯:২৪537845
  • ব্যাংঅদি যখন অন্য মোডে ঢুকেছে, আর এত তুল্য মল্য বিচার হচ্ছে, তখন আশা করবো, ইন্টারন্যাশানাল স্কুল নিয়ে আমি খোঁচা দি, বাজে কথা বলি ( সঠিক বাক্‌য়্‌মনে নেই) বলে যে ভুল অভিযোগটা ( অমন কোন খোঁচা আমি তো দি ই নি, উল্টে অন্যের লেখায় সেই খোঁচা এসেছে বলে আপত্তি জানিয়েছিলাম) আমার নামে করেছিল, সেটাও প্রত্যাহার করে নেবে। আমার কথা সেদিন স্পষ্টভাবে জানানোর পরেও অভিযোগটা করা ভুল হয়েচি, এমনি কিছু শুনিনি।

    জানাতেই হবে, এমন কোন দাবী নেই। আমার একটা দু:খের কথা জানিয়ে রাখলাম আর কি।
  • Kaju | 121.242.160.180 | ১২ এপ্রিল ২০১২ ১৯:২৬537846
  • কিন্তু আমার অজ্জিনাল নেমে ডাকলে তো কেশীদা, কেলোদা আর যারা যারা আছেন, সবাই ধন্দে পড়ে যাবেন। পয়েন্টার উইল বি অ্যাম্বিগুয়াস টু ক্র্যাশ দ্য ইয়েক্ষি।
  • Tim | 98.249.6.161 | ১২ এপ্রিল ২০১২ ১৯:৩২537847
  • আরে হানি মাত্রেই নরম, কিন্তু নরম হলেই সব্বদা হানি নয়।
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৯:৪১537848
  • পাই যখন আমাকে উদ্দেশ্য করে লিখলিই, তখন বলি, ভাটের ঝগড়া ভাটেই সুন্দর, টইয়ের ক্ষমা টইয়ে। :-))
    তুই যদি মনে করিস পুরনো হিসেব মিটিয়ে নেওয়ার এটাই সুযোগ, মনে করতেই পারিস, আমি এই মুহুর্তে অমন কিছু মনে করছি না।
  • cb | 202.156.10.245 | ১২ এপ্রিল ২০১২ ২০:০৪537851
  • টই শেষ হল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন