এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এঁচোড়েপক্ক টক

    byaang
    অন্যান্য | ০৫ এপ্রিল ২০১২ | ১৯৩৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | 168.26.205.19 | ০৭ এপ্রিল ২০১২ ০০:১৮537585
  • এই রে পাই আবার তক্কের দিকে যাচ্ছে। কি জানি পাই, আমি আমার চারিদিকে সমানেই বিভিন্নরকম বদল দেখে চলেছি। তবে ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে বন্ধ টন্ধ বা প্রতিবাদ সভা হয় না সেটা ঠিক।

    এদিকে আকাকে দেখো, আত্মপক্ষ সমর্থন করা সম্পর্কে নিজের নীতিটা দিব্বি ভুলে গেল???? ছি ছি ছি
  • Tim | 98.249.6.161 | ০৭ এপ্রিল ২০১২ ০০:১৯537586
  • হ্যাঁ কথা বন্ধটা আমারো কমন পড়লো। কে যেন একটা শিখিয়েছিলো মা কে। সংসারে কুচক্রীর অভাব নাই।
  • siki | 122.177.58.73 | ০৭ এপ্রিল ২০১২ ০০:২০537589
  • এটা আমারো কমন পড়েছে। ইন ফ্যাক্ট আমি এটা করেই আমার বউকে টাইট দিই এবং ভাইসি ভার্সা।
  • aka | 168.26.215.13 | ০৭ এপ্রিল ২০১২ ০০:২০537588
  • বাবা দুটোই কথা বলত - কেন করেছ? আর কোরো না।
  • nk | 151.141.84.81 | ০৭ এপ্রিল ২০১২ ০০:২০537587
  • আসলে পাই, বদল আসবে না। মানুষে নিজে থেকে না চাইলে আসে না বদল, আর মানুষের সেরকম "জোর" চাওয়াটা নেই। নিজে না চাওয়া সত্বেও বদল আসতে গেলে বাইরের প্রচন্ড চাপ দরকার, বাইরের সেরকম চাপ ও নেই।

  • pi | 137.187.241.6 | ০৭ এপ্রিল ২০১২ ০০:২৩537591
  • না:, তক্কের দিকে যেতে চাইনা বলেই ঐ টইতে আর লিখিনি :)
  • nk | 151.141.84.81 | ০৭ এপ্রিল ২০১২ ০০:২৩537590
  • আর কালেক্টিভ সমাজিক চাপ এখনো এসব আমাদের কোনো না কোনোভাবে অ্যাক্সেপ্ট করে নিতেই শেখায়, ওভার অল। নানা আবেগ সম্পর্ক ভালোবাসা টালোবাসা ইত্যাদি ব্যাপারের ফ্যাক্টর দিয়ে।
    যদি ক্রিমিনাল অফেন্স হিসাবেই দেখা হোতো, সেরকম কড়া আইন ও তার ইমপ্লিমেন্টেশন থাকতো, সে সামাজিক আইন হোক বা রাষ্ট্রের আইন, তাহলে এসব কমে তো কিছুটা যেতো ই, একেবারে না গেলেও।
  • sayan | 115.241.46.26 | ০৭ এপ্রিল ২০১২ ০০:২৪537592
  • কোনও দুষ্কর্ম করে ধরা-পড়ে-যাওয়া আমাকে বলা হত বেরিয়ে যা বাড়ি থেকে, সাধারণত: রাতের দিক করে। বেরিয়ে যেতে কোনওদিনই আপত্তি ছিল না, শুধু যদি অন্ধকার সিঁড়ির ঘরটা না থাকতো! ভয় এবং অভিমানকে ভিত্তি করে ব্ল্যাকমেল করার ট্যাকটিক কতোখানি ইফেক্টিভ হতে পারে সে বেশ জানা হয়ে গেছিল সেই বয়সেই।
  • nk | 151.141.84.81 | ০৭ এপ্রিল ২০১২ ০০:২৭537593
  • মুখে রুমাল গুঁজে দড়ি দিয়ে বেঁধে লাঠিপেটা করা আর দেয়ালে মাথা ঠুকে দেওয়া ক্রিমিনাল অফেন্স, আবার সেটা করা হচ্ছে একটা বাচ্চার উপরে, অপরাধীদের রীতিমত আইনী সাজা পাওয়া উচিত ছিলো। পরবর্তীকালে শত মধুর ভালোবাসাতেও কোনো অপরাধ কোনোদিন জায়েজ হয়ে যায় না।
  • Siddhartha | 131.104.241.62 | ০৭ এপ্রিল ২০১২ ০০:২৮537595
  • ইহারে ব্ল্যাকমেলিং বলে না, বলে ক্ষমতার পায়েসের ওপর শাসন ও ভালবাসার নলেন গুড়ের ছিটে।

    এর সামনে বিপ্লব প্রতিবিপ্লব সক্কলে অসহায়।

    আমার যুগান্তকারী থিওরি আসবে এই নিয়ে। ছয় মাস থেকে এক বছর ওয়েট করুন সকলে।
  • Abhyu | 97.81.99.177 | ০৭ এপ্রিল ২০১২ ০০:৩১537597
  • আমাকে বলা হত কুড়ি টাকা দিয়ে ছেড়ে দেওয়া হবে, এবং সেই টাকা দিয়ে কি করতে হবে তারও সুস্পষ্ট নির্দেশ ছিল। জুতো পালিশের বাক্স কিনে জুতো পালিশ করে খেতে হবে। এদিকে জুতো পালিশের বাক্সের কতো দাম হয় সে বিষয়ে সম্যক ধারণা ছিল না, আর বাড়িতে কেউ চামড়ার জুতো পরত না, ফলে জুতো পালিশের কোনো অভিজ্ঞতাও ছিল না। সেই যে জব নিয়ে ইন্সিকিওরিটি তৈরি হল...

    আর ছিল বোস্টেল। সে গল্পও তো বলেছি আগে।
  • sayan | 115.241.46.26 | ০৭ এপ্রিল ২০১২ ০০:৩১537596
  • টূ লেট মাইট, আরও জলদি চাই।
  • Tim | 98.249.6.161 | ০৭ এপ্রিল ২০১২ ০০:৩২537598
  • আমাকে টাকা দেবার কথাও বলতোনা। অ্যাকচুয়ালি টাকা জিনিসটা যে খুবই দুÖপ্রাপ্য একটা ব্যাপার সেইটা এম্নিতেই জান্তাম।
  • Tim | 98.249.6.161 | ০৭ এপ্রিল ২০১২ ০০:৩৪537599
  • ইন ফ্যাক্ট আমাকে কখুনি জব সার্চ সম্পর্কে কিসুই বলেনি। জুতো পালিশও না। সেই থেকেই আমার চাগ্রিবাক্রির প্রতি অনীহা।
  • sayan | 115.241.46.26 | ০৭ এপ্রিল ২০১২ ০০:৩৯537600
  • কুড়ি টাকা! বাপ্‌স! একটা সিকি হাতে পেলে কুলপির স্বপ্ন দেখা লালঝরা মুখ টিফিনের খুচরো জমিয়ে বিএসএ ফোল্ডম্যান কিনতে চেয়েছিল। হাতিভাঁড়টা আর ভাঙাও হয়নি কেন কি টেরাকোটার হাতি কেম উইথ অ্যান ইমোশনাল ট্যাগ টূ, ফ্রম মায়ের বাপের বাড়ি।
  • Lama | 117.194.228.214 | ০৭ এপ্রিল ২০১২ ০০:৪৪537601
  • হুতোর প্রচন্ড স্বাধীনতাস্পৃহা ছিল। চার বছর বয়স থেকেই কর্মখালির বিজ্ঞাপন দেখত, যাতে ,মা বাবার খপ্পর থেকে বেরিয়ে গিয়ে স্বাবলম্বী হয়ে যাওয়া আয়। অবশ্য পাত্র চাইও দেখত তখন থেকেই।
  • Abhyu | 97.81.99.177 | ০৭ এপ্রিল ২০১২ ০০:৪৫537602
  • পাত্র চাই বলতে মনে পড়ল: পাত্রীর নিজস্ব বাড়ি থাকা প্রয়োজন। বাড়ির ফটোসহ যোগাযোগ করুন (শিব্রামোবাচ)
  • Lama | 117.194.228.214 | ০৭ এপ্রিল ২০১২ ০০:৫৫537603
  • জুতো পালিশটায় আবার আমার দক্ষতা বেশ জাহির করে বলার মত। বাবা ছোটবেলায় আমাকে দিয়ে জুতো পালিশ করাত, এখনো করায়। আবার মেয়েও করায়।
    এনসিসিতে জুতোর জন্য বেশ তারিফ পেতাম, এখনো অফিসের জুতোয় মুখ দেখা যায়।
  • pipi | 173.161.6.201 | ০৭ এপ্রিল ২০১২ ০১:০১537604
  • ছোটবেলায় আমাকে ভয় দেখানোর চেষ্টা হত এই বলে যে ফুচকাওলা/পানওলা/মিষ্টির দোকানীর সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে কথা না শুনলে। কিন্তু তার কোনটিতে কোন আপত্তি থাকা তো দূর আমার রীতিমত উৎসাহ প্রকাশ দেখে বাড়ির লোক ট্যাকটিক্স বদলে বলা শুরু করল এককাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যা। তাতেও আমার অবশ্য কোন আপত্তি দেখা না যাওয়ায় শেষমেষ বলা হল খালি পায়ে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এইখানটায় কুপোকাৎ হয়ে পড়লাম। জুতো ছাড়া এক পা'ও চলতে পারতাম না। পায়ের নীচে ধূলো কাদা মাটি বালি লাগলে দশবার ধুয়েও শান্তি পেতাম না। তা এমন লোককে খালি পায়ে বের করা দেওয়া আর তিনদিন না খাইয়ে রাখা একই ব্যাপার।
  • nk | 151.141.84.239 | ০৭ এপ্রিল ২০১২ ০১:১৬537606
  • জুতো বা চটিতে প্রচন্ড অনীহা ছিলো নিশির। ক্লাস থ্রী অবধি মানে প্রায় গোটা প্রাইমারিটাই সে জুতো চটি ইত্যাদি ছাড়া থাকার চেষ্টা করেছে বাড়িতে আর পাড়ায়, কিন্তু ইস্কুলে তো জুতো পরতে হোতো। :-( কোনোরকমে সেটুকু সময় জুতো পরে থেকে বাড়ি এসেই জুতোমুক্তি। ওহ কী আনন্দ! গাছে গাছেই থাকার চেষ্টা ছিলো নিশির, বাড়ীতে বড়ো বড়ো পেয়ারা স্বরুপা কাঁঠাল ইত্যাদি গাছ থাকায় সুবিধাও হয়েছিলো। :-)
    তার পরে কী হইতে কী হইয়া গেলো, লালু বন গয়া জেন্টলম্যান এর মতন নিশি বন গয়া ফিটফাট। গাছেও আর উঠলো না, স্বর্গ হইতে বিদায় লইয়া পৃথিবীতে আসিয়া পড়িলো।
  • pi | 137.187.241.6 | ০৭ এপ্রিল ২০১২ ০১:৪৬537607
  • টিমের 12:13 র সাথে একমত। সবকিছু নিয়ে নির্মোহ ব দেওয়া যায়না বোধহয়। বা, সবার পক্ষে দেওয়া সম্ভব হয়না।
    আমার অবশ্য যেকোন কিছুর গ্রস জেনেরালাইজেশনেই অসুবিধে লাগে। অবশ্যই ইলিশ মাছ ছাড়া।
  • nk | 151.141.84.239 | ০৭ এপ্রিল ২০১২ ০১:৫৬537608
  • ব্যাং, হিন্দি সিনেমা তো দেখা হয় না বিশেষ, কিন্তু এই উড়ান সিনেমাটা দেখেছিলাম, তুমি অনেক দিন আগে ভাটে বলছিলে এর কথা, তখনি খুঁজে দেখেছিলাম।
    সত্যি, সাংঘাতিক। এই ধরনের বাপগুলোর জেল আর ভ্যাসেকটমি দুটোই জরুরী ভিত্তিতে হওয়া উচিত। এরা কি পিতৃত্ব অর্জনের দাবীদার কোনোমতেই হতে পারে? এরা তো রাক্ষস! অথচ কত ক্যাজুয়ালি আমাদের সমাজ এদের দিব্যি মূলস্রোতে আশ্রয় দিয়ে রেখেছে।
  • Tim | 198.82.19.110 | ০৭ এপ্রিল ২০১২ ০২:২০537609
  • বনে থাকে বাঘ
    গাছে থাকে নিশি
    ডাকে শুধু কাগ
    ঘাটে বসে পিসি
  • Bratin | 14.96.106.237 | ০৭ এপ্রিল ২০১২ ১১:৫৫537610
  • আমার যেটা মনে হয় সেট হল এই রকম:

    পৃথিবী তে আমাদের আন-কন্ডিশ্যানালি যে দুজন ভালো বাসেন তার হলেন বাবা আর মা। কাজেই তার যা করেন/করেছেন সেটা আমদের ভালো জন্যেই। তবে এখানে একট ট্রেড অফ র দরকার। এক জন কে যদি ক্রমাগত মারতে থাকা হয় বা সামান্য কারনেই তিরস্কার কর হয় তখন সেই মারের ভার কমে যায় এবং ছেলে পিলে রা মার ঘাঁচরা টাইপ্স হয়ে যায়। তাদের অবচেতন মনে বাব/মা সম্পর্কে অভিযোগ/অনুযোগ জমতে থাকে। সেটা পরে কখন জ্বালামুখী হয়ে উঠে।

    আমার পাশের বাড়ির একটি ছেলে কে জানি কথায় কথায় তার বাবা তাকে পেটাতো। পরে সেই ছেলে টি যখন লায়েক হল তখন তুমুল ঝগড়া একদিন । শুনলাম ছেলে টি তার বাবা কে বলছে তুমি আরেক টা কথা বললে মেরে তোমার লাশ ফেলে দেব এখানে। এট কিন্তু এক দিন হয় না। সেই পুঞ্জীভুত রাগের আগ্নেয়গিরি মুখ খোলার দিন ছিল হয়তো এটা।

    আমাকে বাবা জীবনে এক দিন পিটিয়েছে। কিন্তু বাবা কে খুব ভয় করতাম। বাবা ঘরে ঢুকলেই হালকা করে কেটে পড়তাম। বাবা র একটা 'বাপী' ডাক শুনলে হাত পা বুকের মধ্যে ঢুকে যেত। সেই জন্যে যা কিছু আব্দার মায়ের কাজে ছিল। এট দাও ওটা দাও। মা রেগে গেলে মারতো। পাখার বাঁট, ছোট লাঠি সব কিছুই ব্যবহৃত হত এই 'মহান' কাজে। কিন্তু তাই নিয়ে আমার কোন অনুযোগ বা অভিযোগ ছিল না কারন ৯০% ক্ষেত্রে আমর যথেষ্ট দোষ থাকতো। সে গুলো নিয়ে কোন খারপ স্মৃতি এখন মনে ভিড় করে না।

    তবে ব্যাঙ,পিপি,রিমি বা অন্য কারুর মা এত মারতেন সেই ব্যাপার টাও ভালো লাগছে না।
  • bb | 14.96.99.166 | ০৭ এপ্রিল ২০১২ ১২:২০537611
  • লিখবনা ভেবেও একটা কথাই লিখলাম, ব্যাংদেবী লিখতে কেমন লাগছিল তাই সুচেতনা লিখেছিলাম তাতে যদি ব্যক্তিগত আক্রমণ হয় তাতে আমি নাচার।
    এটা বুঝলাম সহজ সরল ভাবে দেখাটা আমরা ভুলে যাচ্ছি
    বাকিটা আপনাদের ব্যক্তিগত অভিঞ্জতা যা আমার কাছে অন্যরকম আর অবিশ্বাস্য লেগেছিল। আমার চেনাজানার মধ্যে কাউকে শুনিনি বা দেখিনি।

    আর বাবা- মাকে সমালোচনা করা যাবেনা কেউ বলেনি। খোলাপাতায় আপনি কি লিখবেন এটা আপনার বিষয়।

    আর ক্ষমা করতে পারা একটা মহৎ ব্যাপার যা অনেক সময়ই বয়েসের সঙ্গে সঙ্গে আসে। তাই দৃষ্টি-ভঙ্গীর পরিবর্তন হয়।
  • Du | 117.194.198.5 | ০৭ এপ্রিল ২০১২ ১৩:১৬537612
  • ব্যাং তোমার 'কি হতে চায়' পোস্টটা একটা ঘটনা মনে পড়িয়ে দিল।
    এই কদিন আগে। আমার ছেলেকে একদিন বলেছি এইরকম পড়াশোনা না করে দিনরাত বল পেটালে ফেল করবি। তো তাতে তার উত্ত - বেকহ্যাম তো স্কুলও পাশ করেনি। তো আমিও বলেছি হ্যাঁ , বেকহ্যাম কটা আছে পৃথিবীতে। তো আচমকা চুপ করে গিয়ে মিনিটখানেক পরে আস্তে বললো - actually Mama, you yourself do not believe I have it in me
    আমি , আমি সেদিন একটা স্বপ্নের মৃত্যু দেখলাম চোখের সামনে। সেখানে আমিই ছিলাম ঘাতকের ভুমিকায়।

    কি জানি, আমি কখনো মনে করিনা এই অধিকারটা আমার ছিল কোনদিন। ছোট একটা নড়বড়ে শরীর যেদিন হাতে এসেছিল সেদিন থেকে শিখেছি -- আমি মহান কিছুই করছিনা -- এই অবস্থায় যা করেছি তা ছাড়া কিছু করার থাকে না। এই সব করা আমাকে তো দেবতা করে দেয় না।

    এইজন্য নীনাদি ঐ life goes on এর শ্লোকটা খুঁজছিলাম , জানিনা কোন ত্রিকালজ্ঞ ঋষিরা ঐটে লিখেছেন - বড় মনে মত কথা যতটুকু বুঝেছিলাম।

    আমাদের মারধোর করা, সাধারনভাবে প্রোটেক্ট করার ইচ্ছে থেকেই আসে, খুব কম ক্ষেত্রে প্রবলতর কারো ওপর জমা রাগ ভেন্ট করার ইচ্ছে, সেগুলো বাদ দিয়েই ভাবি, আমরা নদীকে বাঁকাতে পারিনা, একটু আধটু পাথর সরিয়ে দেওয়া, ভালোবাসা আর আত্মবিশ্বাসে ভরিয়ে দেওয়া, একটা সিকিওরড এনভায়রনমেন্ট দেওয়া ( এখানে সামহাও স্বাতন্ত্র্যবোধহীন প্রাচীন সমাজই বেটার স্কোর করে এসীয় হোক বা কনজার্ভেটিভ সাউথ) এই।
  • PM | 2.50.43.169 | ০৭ এপ্রিল ২০১২ ১৬:৩৪537613
  • ঐ যে শরৎবাবু কোথায় লিকে গেচিলেন " শাসন করা তারেই সাজে সোহাগ করে যে" । সকলের কথা শুনে এটাই মনে পড়লো। যারা মারের সাথে প্রচুর ভালোবাসাও পেয়েছে তাদের মনে মারটা অতো রেখাপাত করে নি দেখাই যাচ্ছে। তারাই মনে রেখেছে যারা ভালোবাসার ছোঁয়াহীন মার খেয়েছে।
  • Du | 117.194.198.5 | ০৭ এপ্রিল ২০১২ ১৬:৪১537614
  • একেবারেই না। মারের ভালবাসা হয় না, খেয়াল করবেন , কাবি বলেছে শাসন। ভালবাসা তো মনে থাকেই তাতে মারটা ভুলে যাওয়া যায় না, তেমনই মারটা মনে রাখা মানে ভালবাসাটা ভুলে যাওয়া নয়।
  • i | 124.171.39.133 | ০৭ এপ্রিল ২০১২ ১৭:১০537615
  • যে তোর হাত জানে না, মারকে জানে, ভয় লেগে রয় তাহার প্রাণে/ যে তোর মার ছেড়ে তোর হাতকে দেখে , আসল জানা সেই জানিছে-
    দু কি এমত কইতে চাইলেন? :))
  • PM | 2.50.43.169 | ০৭ এপ্রিল ২০১২ ১৭:১৯537617
  • দু, একমত। আমার শব্দ চয়নে গোলমাল। আমি "শাসন"-ই মিন করতে চেয়েছিলাম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন