এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এঁচোড়েপক্ক টক

    byaang
    অন্যান্য | ০৫ এপ্রিল ২০১২ | ১৯৩২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 98.249.6.161 | ০৬ এপ্রিল ২০১২ ২০:১৩537519
  • লামাদা, :-))

    মনটা ভালো হয়ে গেল। একটা অন্য টই খুলে লিখবে নাকি?

    প্রসঙ্গান্তরে: বন্ধুবান্ধবেরা যখন অভিজ্ঞতা শেয়ার করে তখন খারাপই লাগে, অস্বস্তি হয়। ক্রমশই বুঝতে শিখেছি যে আমার পৃথিবী আর বাকিদের পৃথিবী এক ছিলোনা। কাল আমিও ব্যাঙদিকে খ্যাপাচ্ছিলাম, তবে আসল কথা হলো খারাপ লাগলেও সত্যি সত্যিই। বাবা মায়েরা কিছু ক্ষেত্রে যে বাড়াবাড়িটা করেন, সেটা ক্ষমার অযোগ্য। এই মুহূর্তে সেই ছেলেটির কথা মনে পড়ছে যে টেবল টেনিসে হেরে যাওয়ায় তার বাবা পিটিয়ে মেরে ফেলেছিলো। এইগুলো দৈত্যনির্মাণ নয় বিবিদা, এরা দৈত্যই। আমি আপনি ভাগ্যবান, তাবলে অন্যদিকটা মিথ্যে হয়ে যায়না। এই রাগের বহি:প্রকাশ, প্রতিহিংসাপ্রবণতা খুব স্বাভাবিক। নিজেকে দিয়ে জানি, ক্ষমা কত কঠিন ক্ষেত্রবিশেষে।
    এই পাতায় হুচি, নিশি, পিপি, ব্যাঙদি আর রিমিদি যা লিখেছে তার কণামাত্রও সত্যি হলে সেটুকুই অভিভাবকদের প্রতি বীতশ্রুদ্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট।
  • hu | 12.34.246.72 | ০৬ এপ্রিল ২০১২ ২০:২২537520
  • হেই টিম! বিতশ্রদ্ধ হওয়ার গল্প এখানে লিখিনি রে। এখানে আমি অন্তত যা লিখেছি সবটাই হাল্কা মেজাজে। তার মানে এই নয় যে আমার কোন ক্ষোভ নেই। রীতিমত আছে। আমার পছন্দের জিনিস পড়া হল না বলে। কিন্তু সেটা অন্য গল্প।
  • hu | 12.34.246.72 | ০৬ এপ্রিল ২০১২ ২০:২৩537521
  • আমি আর টিম দুজনেই সুন্দর সুন্দর বানান লিখে চলেছি বীতশ্রদ্ধের।
  • Tim | 98.249.6.161 | ০৬ এপ্রিল ২০১২ ২০:২৬537523
  • হাতের লেখাটা খারাপ হয়ে গেছে
    বানানো ভুল হয়। ভাগ্যিস এখন ফোরে পড়িনা। :-)
  • nk | 151.141.84.239 | ০৬ এপ্রিল ২০১২ ২০:২৬537522
  • একটি বাচ্চা মুর্শিদাবাদ থেকে চিঠি লিখেছিলো এক পত্রিকার "দিদিমণির পাতা" বলে এক পাতায়। সে পাতায় বাচ্চাদের নিজের সমস্যা জানানোর জন্য সুবিধে দেওয়া হতো।
    তো সেই বাচ্চা লিখেছিলো, যে তার বাবা তাকে বেল্ট দিয়ে পেটায় পড়াশোনায় সামান্য অমনোযোগ দেখলে, মা ও সেই মারধোর সাপোর্ট করে। সে আরো লিখেছিলো, তার বাবা ও মা দুজনেই চাকরি করে, ভালো রোজগার, কিন্তু তাকে সব্‌সময় বলে, তোর পড়ার পেছনে এতো খরচ করছি, তত খরচ করছি, সব জলে যাচ্ছে। শেষ লাইনটা মারাত্মক, সে ছেলে লিখেছিলো সে মরে গেলেই ভালো হয়, সব দিক রক্ষে হয়।
    ঠিক এই ভাষায় সে লেখে নি, ক্লাস ফাইভে পড়া বাচ্চা ছেলে কত আর গুছিয়ে লিখতে পারবে, অথচ পরিষ্কার বোঝা যাচ্ছিলো, একটা সূক্ষ্ম অনুভূতিশীল বাচ্চা ছেলে কীভাবে শেষ হয়ে যাচ্ছে। নইলে একটা দশ এগারো বছরের বাচ্চা মরে যেতে চায় কেন শুধু শুধু?
    যে যতই অস্বীকার করুক, আমাদের সমাজে এইসব হয়, চারিদিকে হয়, প্রতিকার খুব একটা হয় না, কারণ সমাজের নীরব সাপোর্ট থাকে এইসবের পিছনে। ছেলেপিলে বাপমায়ের সম্পত্তি, এই যুগ যুগব্যাপী ধারণা এখনো সমাজে শিকড় গেঁড়ে বসে আছে।
  • hu | 12.34.246.72 | ০৬ এপ্রিল ২০১২ ২০:৩৫537524
  • ছেলেপিলেরা তাদের নিজের ইচ্ছেয় জন্মায় না। একটা মানুষকে পৃথিবীকে আনলে তার শারীরিক আর মানসিক সুস্বাস্থ্যের দায় যারা তাকে আনল তাদের নিতেই হয়। নইলে সেটা অপরাধ বলে মনে হয় আমার। তবে দেখে ভালো লাগে আজকাল দায়িত্বজ্ঞানহীন বংশবৃদ্ধির প্রবণতা অনেক কমে আসছে।
  • bratin | 112.79.36.57 | ০৬ এপ্রিল ২০১২ ২০:৪১537525
  • শান্তি শান্তি শান্তি
  • Tim | 98.249.6.161 | ০৬ এপ্রিল ২০১২ ২০:৪৫537526
  • গঙ্গাজল দিচ্ছে?
  • nk | 151.141.84.239 | ০৬ এপ্রিল ২০১২ ২০:৪৭537527
  • পাতি পুকুরের জল ছিটিয়ে কইছে গঙ্গাজল। হুঁ, সবই জানি। :-)
  • rimi | 168.26.205.19 | ০৬ এপ্রিল ২০১২ ২০:৪৯537529
  • কিছুকাল আগে একটা স্টাডি হয়েছিল, লিং জমিয়ে রাখিনি তাই দিতে পারব না। বেশ কিছু দেশের বাচ্চাদের নিয়ে স্টাডিটা হয়েছিল। হ্যাপিনেস ইন্ডেক্স বের করা হয়েছিল বাচ্চাদের। তাতে দেখা গেছিল যে ভারতসহ এশিয়ান দেশগুলিতে বাচ্চাদের গড় হ্যাপিনেস ইন্ডেক্স পশ্চিমের বাচ্চাদের হ্যাপিনেস ইন্ডেক্সের থেকে বেশ কিছুটা কম।

    এছাড়া ঐ একই স্টাডিতে দেখা গেছিল, ভারতীয় বাচ্চাদের মধ্যে ডিপ্রেশন এবং আত্মহত্যার প্রবণতা বেশি, আর তাদের গড় ঘুমের সময় পশ্চিমী বাচ্চাদের তুলনায় রিমার্কেবলি কম।

    আমি একটুও মনে করি না ব্যাং বা হুচে বা পিপি বা পাই কেউ একবর্ণও বাড়িয়ে বলছে। আমি এরকম মার দেখেছি নিজের চোখে।
  • aka | 168.26.215.13 | ০৬ এপ্রিল ২০১২ ২০:৫০537530
  • স্টাডিটায় কি আর্বান পপুলেশন বেশি ছিল?
  • pi | 137.187.241.7 | ০৬ এপ্রিল ২০১২ ২০:৫৫537531
  • আরে আমি কিন্তু বাবা মায়ের ভয়ঙ্কর কোন মারের কথা লিখিনি :( । মানে, আমি নিজে চেনাজানার মধ্যে সেরকম দেখিনি বা ভুক্তভোগী নই। তবে, শুনেছি।

  • hu | 12.34.246.72 | ০৬ এপ্রিল ২০১২ ২০:৫৮537532
  • হ্যাঁ, এটা আমিও লিখে দিয়ে যাই। সেরকম কোন শারীরিক অত্যাচারের আমি ভুক্তভোগী নই। বেশিটাই স্নায়ুযুদ্ধ :-)
  • Tim | 98.249.6.161 | ০৬ এপ্রিল ২০১২ ২০:৫৯537533
  • হুঁ মার খেতে দেখেছি। ওরকম পাশবিক নয় অবশ্য। সেসব খালি অন্যদের কাছে শুনেছি।

    আমি নিজে একবারই খেয়েছিলাম, ইশকুলে। ভূতের গল্প শুনে হাসার অপরাধে। সেই থেকে অমি ভূতে বেজায় ভয় পাই।
  • Tim | 98.249.6.161 | ০৬ এপ্রিল ২০১২ ২১:০০537535
  • পাশবিক মারের সম্পর্কে বললাম।
  • kk | 107.3.243.18 | ০৬ এপ্রিল ২০১২ ২১:০০537534
  • আচ্ছা, আমাকে একটা জিনিষ কেউ বুঝিয়ে দাও তো। এই যে কেউ এপাতায় এসে নিজেকে ডিফেন্ড করতে পারেনা নিয়ে মাঝে মধ্যেই কথা ওঠে শুনি। তাহলে --

    ১। " মাই নেম ইজ খান এ শারুখ কি যাচ্ছেতাই অভিনয় করেছে!" ..... বলা চলবে না চলবেনা?

    ২। "এই মিতিনমাসি মহিলাটি কথায় কথায় বরকে বড্ড হ্যাটা করে!" ..... বলা চলবে না চলবেনা?

    ৩। শিশুটকে যা যা লেখা হয় (এবং পড়ে আমরা বেজায় আমোদ পাই)একটি শিশুও এসে বলার সুযোগ পায়না সে ঠিক কি ভেবে কথাটা বলেছিলো এবং সেটি তার কাছে কত সিরিয়াস ব্যপার,হয়তো আদৌ হাসির মত কিছু নয় ..... শিশুটক সুতোটা উড়িয়ে দেওয়া উচিৎ কি উচিৎ না?
  • pi | 137.187.241.7 | ০৬ এপ্রিল ২০১২ ২১:০২537536
  • হ্যাপীমেস ইন্ডেক্স গুলোর মাথামুন্ডু বিশেষ বুঝিনা। এত্তরকমের ইনেডেক্স নিত্যনতুন গজায়! কোথায় দেখলুম, নরওয়ে সবএ উপরে। আবার নরওয়ে তে ঐ অন্ধকারের কারণে শুনেছি ডিপ্রেশন ও মারাত্মক বেশি।

    আবার আরেকটা পেলাম, হ্যাপী প্ল্যানেট ইন্ডেক্স।
    তাতে ভারত রীতিমতন উপরে।
  • nk | 151.141.84.239 | ০৬ এপ্রিল ২০১২ ২১:০৩537537
  • কেকে র প্রতিটা প্রশ্নে ক ক ক দিয়ে গেলাম। (এই প্রথম ক দিতে শিখলাম :-) )
    এই প্রশ্নগুলো ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নিশির ও মনে এসেছিলো নানা নানা সময়ে।
  • ppn | 112.133.206.20 | ০৬ এপ্রিল ২০১২ ২১:০৮537538
  • ভয়ঙ্কর মার নয়, তবে তুচ্ছ কারণে গরুছাগলের মত মার আমিও খেয়েছি। সেইগুলো লিখতে গেলে ছোটবেলা জুড়ে ইতস্তত দগদগে ঘা বেরিয়ে পড়ে যদিও এইসব ঘায়ের অনুভূতি তৈরি হতে শুরু করা অনেক পরের কথা, হয়ত যখন বয়:সন্ধিকালে এসেছি। তাই লিখতে জাস্ট ভালো লাগছে না।

    আর সেইজন্যই ঘরের শিশুটির গায়ে যখন মাঝেমধ্যে হাত পড়ে তখন ব্যথিতও হই। ঘরোয়া বিবাদেও মোড় নিয়েছে কখনো সখনো।

    দ্যাখেন, জেনেরালাইজ করলে সবকিছুই করা যায়। ছোটবেলায় ব্যপক মার খেলেও সবাই জহ্লাদ হয় না, কেউ কেউ তার ব্যতিক্রমও হয়।
  • rimi | 168.26.205.19 | ০৬ এপ্রিল ২০১২ ২১:১৬537540
  • কেকের প্রশ্নে ক। এইসব প্রশ্ন অনেকদিন ধরেই আমার মাথায় ঘুরছে। এই আত্মপক্ষ সমর্থন করার ব্যপারটা আকা আর প্পনের মস্তিস্কপ্রসূত। ওদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও!!!

    হ্যাপিনেস ইন্ডেক্স আমিও বুঝি না। এইব্যপারে বলার কিছু নেই কারণ আমি সাইকোলজিস্ট না। কিন্তু ঘুমের ব্যপারে আমি বেজায় ভুক্তভোগী। ঘুম কম হলে যে ব্রেনের ফাংশন কমে যায়, সেইটা মাকে কোনোদিন বুঝিয়ে উঠতে পারি নি। মাধ্যমিকের সময় রাত বারোটায় ঘুমিয়ে আবার ভোর পাঁচটায় উঠে পড়তে হত, ঘুম চোখে সেই পড়াশুনো করার যন্ত্রণা মনে পড়লে আজো গায়ে জ্বর আসে। বিশেষ করে পড়তে হত ইতিহাস বা ভূগোল। কারণ কে না জানে মুখস্তের কাজ ভোরবেলাতেই ভালো হয়????
    ঐ মুখস্তের কথা মনে পড়লেই দেশে ফেরার আদ্ধেক ইচ্ছে উবে যায়, ছেলের কথা ভেবে।
  • nk | 151.141.84.239 | ০৬ এপ্রিল ২০১২ ২১:২৮537541
  • যখনি ব্যাপার ঘোরতর হয়ে ওঠে, তখনি কোথা থেকে বিবি ভুস করে ভেসে উঠে ব্যাঙের ঠ্যাং কামড়াতে শুরু করেন, এটা খুবই আপত্তিকর! ইচ্ছে থাকলে যুক্তি টুক্তি দিয়ে তথ্য উপাত্ত দিয়ে বলুন তেনার বক্তব্য, কিন্তু এভাবে ব্যাঙের(অথবা আর কারুর) ব্যক্তিগত পরিচয় নিয়ে টানা হ্যাঁচড়া কীসের? এইসব আলোচনায় আপত্তি থাকলে সেটা কারণ দিয়ে বুঝিয়ে বলুন, যুক্তি থাকলে সবাই মেনে নেবে।

  • sda | 117.194.193.62 | ০৬ এপ্রিল ২০১২ ২১:৩২537543
  • পুরুষরাই শুধু কেন কাঠগড়ায় দাঁড়াবে সেটা এখনো ক্লিয়ার হলনা যদিও। যাগ্গে যাগ্গে।
  • shrabani | 203.145.131.164 | ০৬ এপ্রিল ২০১২ ২১:৩২537542
  • আমাদের বাড়িতে মেয়েদের মারা একেবারে নো নো ছিল, তাই ঐ বকা চোখ পকানোর ওপর দিয়েই চলত। মা সেটুকুও ঠিকঠাক পারত না, তবে কিছু গড়বড় করলে খুবই দু:খী দু:খী মুখ করত এমন যে মায়া হত, আর সেটুকু এড়াতেই কিন্তু কেউ গড়বড় খুব কিছু করত না, আর যেটা করত তা হল বাবাকে কমপ্লেন, বাবার দাদাকে মারের গল্প সবার মুখে মুখে ফেরে। ... চার বছরের ছেলেকে পুকুরে ছুনে্‌ড় ফেলে দিয়েছিল। একবার শিল চাপা দিয়ে দিয়েছিল, সিলিম থেকে ঝুলিয়ে দিয়েছিল, সবই ছোতোতে একটু বড়
  • Tim | 98.249.6.161 | ০৬ এপ্রিল ২০১২ ২১:৩৪537544
  • অভিভাবক = পুরুষ

    এরকমটাই বলছে কি? বললে সেটা সত্যের ভয়ানক অপলাপ হবে।
  • Kaju | 59.93.254.149 | ০৬ এপ্রিল ২০১২ ২১:৩৯537546
  • পপ্পন নিশ্চয়ই এমন কিছু করতে, যে কারণে ক্যাল খেতে। (এখন দেখেই তো বুঝি)।

    কই আমি তো তেমন খাইনি মার। কেলাস থ্রিতে থার্ড হবার পর অনেকদিন ধরে মা মারতে এলেই এই ডায়লগটা দিতাম - 'মার খাওয়া ওব্যেস নেই।' মা হেসে গড়িয়ে পড়ত। আলতো করে কান মুলে দিয়ে চলে যেত। হুঁ হুঁ বাবা, আমি খুব বাধ্য ছিলাম। হ্যাঁ, শীতের সকালে পড়তে বসে চোখে ঘুমেরা এসে বড্ড পাতা দুটো নিয়ে টানাটানি করত, ভারি ভারি কীসব ঝুলিয়ে দিত আর আমার বিপত্তি। তখন রান্নাঘর থেকে দেখতে পেয়ে মা মারতে আসত। ওই দেখেই ঘুমকে মেরে ভাগাতাম।
  • nk | 151.141.84.239 | ০৬ এপ্রিল ২০১২ ২১:৩৯537545
  • প্রচুর ন্যাকা মা দেখেছি আশেপাশে, নিজের বাচ্চা কোনো অপকর্ম করলে ভয় দেখাতো, "তোর বাবা আসুক, বাবাকে বলে দেবো", এরকম বলতো। এদের ঝুঁটি নেড়ে আমার বলতে ইচ্ছে করতো, "আরে তোমার নিজস্ব কোনো ইয়ে নেই? অন্যায় মনে হলে নিজে শাসন করো, বাবাকে বলে দেবো, আবার কী রকম ইয়ে?"
    এসব হোলো পলায়নবাদিতা, নিজে আলগা আলগা হরিন্নাম করলাম, ছেলে বাপের হাতে কাসাইয়ের পিটানি খেলো, ছেলের "ভালোর জন্যই তো" বলে মা আলগা থেকে ভালো রইলেন। এরা আরো বেশি মিচকা বান্দরনী।
  • hu | 12.34.246.72 | ০৬ এপ্রিল ২০১২ ২১:৪২537547
  • উফ! নিশি পুরো আমার মনের কথাটা বলে দিল। এই ন্যাকা মাগুলোকে দেখলে আমারো পিত্তি জ্বলে যায়।
  • Tim | 98.249.6.161 | ০৬ এপ্রিল ২০১২ ২১:৪৩537548
  • এইত্তো কলিযুগের একজন এলো। কলিযুগে থার্ড হলেই বিপত্তি।

    আর আমি একবার থার্ড ( তাও হাফিয়ার্লিতে) হয়ে যাওয়ায় সে কি অবিশ্বাস আর পোসোংসা। শুধু পুষ্পবিষ্টিতাই হতে বাকি ছিলো।
  • nk | 151.141.84.239 | ০৬ এপ্রিল ২০১২ ২১:৪৮537549
  • সত্যযুগে ডিডি ও এমন করেছিলেন, লিখেওছিলেন। কেলাস থিরিতে কান ঘেঁষে। :-)
  • nk | 151.141.84.239 | ০৬ এপ্রিল ২০১২ ২১:৪৯537551
  • হু, দেখেছ কেমন টেলিপ্যাথি ধরনের কেস হয়ে গেছে? :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন