এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এঁচোড়েপক্ক টক

    byaang
    অন্যান্য | ০৫ এপ্রিল ২০১২ | ১৯৫১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | 168.26.205.19 | ০৬ এপ্রিল ২০১২ ০২:০২537385
  • ব্যাংএর মারের কথা আমিও অবিশ্বাস করি নি। আমার এক বন্ধুকে ছোটোবেলায় ওরকমই মার খেতে দেখেছি। ইন ফ্যাক্ট, ওদের বাড়ি গিয়ে চোখের সামনে হাতা খুন্তি দিয়ে পিটুনি খেতে দেখেছি। ওর মাকে যমের মতন ভয় পেতাম। এদিকে তিনি আমার মার বন্ধু বলে ওদের বাড়ি গিয়ে প্রায়শই ছুটির দিনে থাকতে হত। একদিন দুপুরে খেতে বসে বন্ধু মাছ খেতে চাইছিল না বলে তুমুল মার খেল। আমি ভয়ে ভয়ে প্রাণপণ কষ্ট করে মাছটা গিললাম, যদিও পেটে একদম জায়গা ছিল না। তারপরে বাথরুমে গিয়ে সোজা বমি হয়ে গেল। ভয়ে একদম সিঁটিয়ে গেছিলাম। কিন্তু সেই মাসি আমাকে একটুও বকেন নি।

    তো আমারি এরকম ভয় হত, বন্ধুটির যে কি দশা ছিল বলা বাহুল্য।
  • Tim | 198.82.19.78 | ০৬ এপ্রিল ২০১২ ০২:০৪537386
  • আরে আম্মো বিস্তর ক্যাল খেয়েছি। তবে এরকম না। এগুলো শুনতে চুরি করে ধরা পড়ার মত। প্রায় অবিশ্বাস্য লাগলো শুনতে, তাই ঢপ বললাম। ইয়ার্কি মেরেই। আমাদের ইশকুলে স্যাডিস্ট টাইপের টিচারেরা এরকম মারতেন। সেই ক্যালও এক দুবার খেয়েছি।
  • Siddhartha | 131.104.32.147 | ০৬ এপ্রিল ২০১২ ০২:০৬537388
  • আমার মা খুব একটা মারেনি। ঠুসঠাস।

    বাবা মেরেছে ভালই। তবে পিপিদি-র মত না। ঐ, চুলের মুঠি ধরে থাপ্পড় টাপ্পড়।
  • byaang | 122.172.199.58 | ০৬ এপ্রিল ২০১২ ০২:০৬537387
  • রিমি, তোর এই বন্ধুর বাড়ি কি কোলকাতায় হাতিবাগানে? তাহলে আমি চিনি।
  • Tim | 198.82.19.78 | ০৬ এপ্রিল ২০১২ ০২:০৮537389
  • সত্যি বলতে কি আম্মো দেখেছি। আমার বন্ধু দেবুর এরকম মার খাওয়ার কপাল ছিলো। ওর বাবা আর্মিতে টিচার ছিলেন। যত মারতো ততই বাঁদরামো বেড়ে যেত। এইকথা সেদিন ভাটে লিখেছিলাম।
  • Tim | 198.82.19.78 | ০৬ এপ্রিল ২০১২ ০২:১০537391
  • কোন ক্লাসে?
  • byaang | 122.172.199.58 | ০৬ এপ্রিল ২০১২ ০২:১০537390
  • আমি আমার থেকেও ভয়াবহ কেস দেখেছি। আমাদের ক্লাসের এক বন্ধু, নাম নেব না, ক্লাসটেস্টে দশে আট পেয়েছিল বলে তার মা আমাদের সামনেই তাকে মেরে তার গাল-মুখ আঁচড়ে রক্ত বার করে দিল।
  • byaang | 122.172.199.58 | ০৬ এপ্রিল ২০১২ ০২:১১537392
  • ক্লাস টু-থ্রী হবে।
  • byaang | 122.172.199.58 | ০৬ এপ্রিল ২০১২ ০২:১৩537395
  • সৌভাগ্য নাকি দুর্ভাগ্যের বিষয় জানি না, সে বড় হয়ে কখনো কোনো কিছুতেই আশি শতাংশ নাম্বার পায় নি, তার থেকে অনেক কমই পেত। আমার তাতে কেন জানি না মনে হত, আমার বন্ধুটি জিতে গেছে, অমন মাকে উচিৎ শিক্ষেটি দিতে পেরেছে।
  • Tim | 198.82.19.78 | ০৬ এপ্রিল ২০১২ ০২:১৩537393
  • জত ফালতু লোকজন। ওদের নরোয়েতে পাঠিয়ে দেয়া উচিত।
  • Siddhartha | 131.104.32.147 | ০৬ এপ্রিল ২০১২ ০২:১৬537396
  • আমার মায়ের হিংস্রতম কান্ডটি ছিল আমার ওপর রেগে গিয়ে একটা ক্যালকুলেটর ছুঁড়ে ভেঙ্গে ফেলা। সেটা বা৬শ হয়ে গেছিল কারণ তার দু/তিন দিন বাদেই এইচ এস পরীক্ষা ছিল
  • riddhi | 128.62.12.113 | ০৬ এপ্রিল ২০১২ ০২:১৮537397
  • 'ইচ্ছে' দেখুন। আমার দারুন লেগেছিল। ৯০ এর দশকের মধ্যবিত্ত বাঙ্গালী বাড়ির প্রোটোটাইপ । সোহিনি সেনগুপ্ত কে দেখে মনে হল, বন্ধুর মাকে কেউ তুলে বসিয়ে দিয়েছে।
  • byaang | 122.172.199.58 | ০৬ এপ্রিল ২০১২ ০২:১৯537398
  • অথচ আমি যত মার খেয়েছি, আমার ভাই তার ওয়ান পার্সেন্ট মারও খায় নি, আমার থেকে দশগুণ বেশি বাঁদরামো করেও। এটা আমাদের পাড়াপ্রতিবেশীদের কাছেও বিস্ময়। তাতে করে আমার আরো বদ্ধমূল ধারণা হয়েছিল যে, মা আমাকে কোনোদিনই সহ্য করতে পারে নি আমি মেয়ে বলে।
  • Siddhartha | 131.104.32.147 | ০৬ এপ্রিল ২০১২ ০২:২০537399
  • ব্রাত্য আরো অসাধারণ ছিল। একদম অসহায়, যার কোনোদিকে যাবার জায়গা নেই।

    আর সিনেমাটায় কেউ ভিলেন না। সকলে নিজের ছকে বন্দী হয়ে আছে। লাস্টে সকলের জন্য কষ্ট লাগে
  • riddhi | 128.62.12.113 | ০৬ এপ্রিল ২০১২ ০২:২২537401
  • ব্রাত্য এমন একটা লোক, যাকে সিনেমা টিনেমাই বেশ ভালই লাগে। ধন্না দাকে তো ঘ্যামা লেগেছিল।
  • hu | 12.34.246.72 | ০৬ এপ্রিল ২০১২ ০২:২২537400
  • 'ইচ্ছে' দেখার পর ইউটিউবের কমেন্টগুলো পড়ছিলাম। প্রচুর লোকজন দেখলাম লিখেছে যতই যা করুক ছেলে হয়ে মা-কে অমন শাস্তি দেওয়া ঠিক হয় নি। যে মা ছেলের প্রেমপত্র পাবলিক করে তার আরো বড় শাস্তি হওয়া উচিত ছিল।
  • byaang | 122.172.199.58 | ০৬ এপ্রিল ২০১২ ০২:২৪537404
  • হুচিকে ক্ক।
    মা-টি ছিলেন ক্ষমতালোভী, স্বার্থান্ধ। নিজে যেমনটি চাইবেন, সবাইকে সেইভাবেই বাঁচতে হবে। অমন মহিলাদের ওর থেকেও বেশি শাস্তি হওয়া উচিৎ। একদম ঠিক বলেছিস হুচি।
  • nk | 151.141.84.239 | ০৬ এপ্রিল ২০১২ ০২:২৪537403
  • ইচ্ছের ঐ মা কে খুব কড়া পাব্লিক শাস্তি দেওয়া উচিত হতো।
  • hu | 12.34.246.72 | ০৬ এপ্রিল ২০১২ ০২:২৪537402
  • না সিদ্ধার্থ, আমার ঐ মা-টির জন্য কষ্ট লাগে নি। প্রতিটা সম্পর্কের একটা লিমিট আছে যেটা ক্রস করা যায় না।
  • sayan | 115.241.47.85 | ০৬ এপ্রিল ২০১২ ০২:২৭537408
  • এমন বিভীষিকাময় অত্যাচারের কথা শুনেই বোধহয় এই টইয়ের পাতাগুনো শুঁটকি পাকিয়ে গেছে। আমার ক্যালময় কালকের পুরোভাগ জুড়ে ছিল হাতপাখা, পুরীর ছড়ি, আর বাবার ওয়াকিং স্টিক। এখন পিঠ পুরো সীজনড। জীবনের ছোটবড়ো কোনও ওঠাপড়াই আর পিঠে লাগে না।
  • byaang | 122.172.199.58 | ০৬ এপ্রিল ২০১২ ০২:২৭537407
  • সাধে আমার অকারণে মা-বাবাকে গ্লোরিফাই করা এত বিরক্তিকর লাগে। জাস্ট বিকজ ক্ষমতা দেখানোর মতন একটা দুর্বল ছোট্ট পুতুল পেয়েছে বলে সারাজীবন ছড়ি ঘুরিয়ে যাও আর সবাই স্বর্গাদপি গরীয়সী বলে গড়াগড়ি যাক।
  • Siddhartha | 131.104.32.147 | ০৬ এপ্রিল ২০১২ ০২:২৯537409
  • মা নিজেও তো অসহায়। তার সব অপুর্ণ ইচ্ছেগুলো ছেলের ওপর চাপাতে হয় তাই।

    মহিলা নিজে কিচ্ছুটি পাননি। কোনো কেরিয়ার নেই, আকাশ বলতে রান্নাঘরের ছাদ। তাই অমন অন্ধ, প্রায় জন্তুর মত ভালবাসার প্রকাশ।

    সিনেমায় তো কখনো ব্যাপারটাকে ইডিপাস কমপ্লেক্সের মত লাগে। স্পেসালি সেখানে, যখন মা-কে খুঁজতে ছেলে মামার বাড়ি এসেছে, আর ছেলের শব্দ শুনে মা উথাল পাথাল বুক নিয়ে দেয়ালের ধারে লুকিয়ে পড়ছে। তারপর ছেলে একতা মোমবাতির আলোয় মায়ের মুখ দেখল, মা চোখ বুজে আছে।

    মহিলার নিষ্ঠুরতাগুলো দেখব, আর তার কারণগুলো দেখব না?
  • nk | 151.141.84.239 | ০৬ এপ্রিল ২০১২ ০২:৩৫537410
  • আমি মহাস্থবির জাতক প্রথম পর্ব পড়ি, আর স্থির স্থবিরের বাপটাকে মাছের বাজারে নিয়ে রাম পিটানি দেবার ইচ্ছে হয়।
    কারণে অকারণে নিজের অধিকার ফলানোর জন্য সহায়হীন বাচ্চাদের যে মেরে রক্তাক্ত করে, স্ত্রীটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্যাখে, তাদের পাব্লিক শাস্তি হওয়াই শুধু দরকার ছিলো না, ওদের কাছ থেকে বাচ্চাগুলোকে কেড়ে নিয়ে পালক পিতামাতার কাছে পাঠানো উচিত ছিলো, আর ঐ বাপ মা দুটোকেই স্টেরিলাইজ করে দেওয়া উচিত ছিলো যাতে আর বাচ্চকাচ্চা না হয়। "বাচ্চা পেড়ে ফেলে কী বাহাদুরি করেছি, এবারে যত খুশি পেটাবো", এটা কোনো সভ্য দেশেই কানুন হতে পারে না।
  • hu | 12.34.246.72 | ০৬ এপ্রিল ২০১২ ০২:৩৬537411
  • হ্যাঁ, ঐ দৃশ্যে সোহিনী অসামান্য। কিন্তু নিজের না পাওয়া বা নিজের অক্ষমতার দায় তো অন্যের ওপর চাপিয়ে তার জীবনটা নষ্ট করে দেওয়া যায় না, তাই না? প্রতিটা বাবা-মায়েরই প্রত্যাশা থাকে সন্তানের ওপর। কিন্তু এক্ষেত্রে শুধু কি তাই? যাকে কেউ ভালোবাসে তাকে কি পাবলিকলি হিউমিলিয়েট করা যায়? এটা তো অক্ষম অধিকারবোধ। অবশ্য খুব দুর্লভ নয় এই জিনিস। আমি দেখেছি আমার বন্ধুর মাকে তার প্রেমিকের বাড়ি গিয়ে ঝগড়া করে আসতে। তাঁকে সমর্থন করার লোকেরও অভাব ছিল না। মেয়ে প্রেম করায় অখুশী হওয়া, দুশ্চিন্তা হওয়া এক জিনিস। আর নিজে উদ্যোগ নিয়ে সেটা কাটিয়ে দেওয়া অন্য লেভেলের অপরাধ।
  • sayan | 115.241.47.85 | ০৬ এপ্রিল ২০১২ ০২:৩৭537412
  • অফ অল প্লেসেজ, হোয়াই মাছের বাজার? হোয়াই দিজ কোলাভেরি??
  • riddhi | 128.62.12.113 | ০৬ এপ্রিল ২০১২ ০২:৩৮537414
  • 'ইচ্ছের' মা একটা অসাধারন চরিত্র।
    কিছু কিছু ছবিতে ভিলেনের প্রতি যেমন আকর্ষন হয়, প্রায় সেরকম হয়েছিল।
    মানে ওর ছেলে হলে লাইফ হেল হয়ে যাবে অবশ্যই। ওদিকে বুদ্ধিমতী, আর অসম্ভব প্রতিভাবান। যেগুলো ওর খামোখা নাটকীয়তার দিকে অসম্ভব ঝোক গুলো দিয়ে বোঝা যায়।

    আর পোসেসিভনেস বা পেছনে লাগা এসবের স্কেলে এভারেজ বাবা মা-র থেকে খুব আলাদা না তো। একটাই মেজর অভিযোগ, প্রেম ভেঙ্গে দিয়েছিল। শাস্তি প্রাপ্য হলে অনেক অনেক চেনা বাবা মা দের শাস্তি প্রাপ্য হয়।

  • nk | 151.141.84.239 | ০৬ এপ্রিল ২০১২ ০২:৩৮537413
  • মাছের বাজারেই সবচেয়ে বেশি বাঙালি ভীড় করে কিনা! ওখানেই শিওর প্রচুর দর্শক পাবার গ্যারান্টি থাকে।
  • nk | 151.141.84.239 | ০৬ এপ্রিল ২০১২ ০২:৪২537415
  • শুধু তাই না, পরে আবার সেইটা লাগাতে গেছিলো, নিজে থ্রেট দিয়ে এসেছে যে বাড়ীতে সেখানে গিয়ে আবার তু তু মিঠা মিঠা করে বন্ধু পাতিয়ে সেই মেয়েকেই বৌমা করতে গেছিলো। কী লেভেলের আত্মসম্মানহীন নির্বোধ !!!
    খুব ভালো করেছে যে ছেলেটা ল্যাং মেরে উড়ে গেছে।
  • hu | 12.34.246.72 | ০৬ এপ্রিল ২০১২ ০২:৪৩537419
  • আসলে নিশি যেটা বলে সেটাই ঠিক। আমাদের দেশে তো মানুষকে সম্মান করার কালচারটা তৈরী হয় নি। ছেলেমেয়েকে মানুষ করতে গেলে তাদের যে সম্মানটাও দিতে হয় সেটা কজন বোঝে!
  • riddhi | 128.62.12.113 | ০৬ এপ্রিল ২০১২ ০২:৪৩537418
  • হু, এগুলো সবি ঠিক। কিন্তু এই যে বেশী প্রত্যশা করা , এই নিয়ে পাগলামো, এ তো সব সম্পর্কেই আছে। প্রেমে তো আকছার।
    নাটক নভেলের কোটি কোটি হিরো হিরো-ইন দের তাহলে বিচারে বসাতে হয়।
    হ্যামলেত ম্যাকবেথ সবাইকে শাস্তি দেয়া উচিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন