এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এঁচোড়েপক্ক টক

    byaang
    অন্যান্য | ০৫ এপ্রিল ২০১২ | ১৯৩২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৭:২৪537785
  • শুধুমাত্র ঝগড়ার সময়ে আসল নাম-পরিচয় ব্যবহার করে অ্যাটাক করার অভ্যেসতা বিরক্তিকর। ""শুধুমাত্র ঝগড়ার সময়'' বোল্ড, আন্ডারলাইন্ড, ফন্ট সাইজ : ৩২, ফন্ট কালার : জ্বলজ্বলে লাল
  • dukhe | 202.54.74.119 | ১২ এপ্রিল ২০১২ ১৭:২৪537786
  • বেঙী, এবার থাক।
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৭:২৫537787
  • একটু গ্লিটারও ছড়িয়ে দিলাম, যারা যারা ""শুধুমাত্র ঝগড়ার সময়'' এই তিনটে শব্দ এখনো দেখতে পাচ্ছেন না, তাদের জন্য।
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৭:২৫537788
  • ঠিকাছে দুখে। থাক বরং।
  • dukhe | 202.54.74.119 | ১২ এপ্রিল ২০১২ ১৭:২৬537789
  • আকা, চিমটি কাটা আর ভালোনামে ডাকা এক বলছ? কিন্তু ওমনাথ আমাকে ডাকল, তেমন কিছুই টের পেলাম না।
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৭:২৮537790
  • আকা, ভালোনামে ডাকার সামনে ""শুধুমাত্র ঝগড়ার সময়'' এই তিনটি শব্দ মনে করে বসিয়ে দিস। ওটা মনে না থাকলে আমিও কিছুই টের পেতাম না।
  • kc | 194.126.37.78 | ১২ এপ্রিল ২০১২ ১৭:২৯537791
  • থাকবে কেন? কুন্ডু বসে গেল তো কি হয়েছে? আমি উঠলাম এবার। আচ্ছা বেঙি তুই এত রেগে থাকছিস কেন? ইদানিং? দৈনন্দিন লাইফে কি রাগের কারণ একেবারেই উধাও হয়ে গেছে? যে মায়াপাতাতে আসতে হচ্ছে শুধুমাত্র রাগবার জন্যি?
    আমি কিন্তু সিরিয়াস।
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৭:২৯537792
  • তিনটে মন্ত্র নিয়ে যাদের জীবন বলে কিশোর নাকি মান্নার একটা গান আছে না? কোন সিনেমা?
  • bb | 117.195.186.73 | ১২ এপ্রিল ২০১২ ১৭:৩০537793
  • বার বার মিথ্যা কথা লেখা হচ্ছে বলে আমি কষ্ট করে এইটা তুলে দিলাম, নাম ধরে লেখাই কিন্তু তখন কোন প্রতিবাদ হয় নি:

    Name: bb Mail: Country:

    IP Address : 213.62.124.98 Date:26 Jul 2010 -- 10:55 PM

    আর্য আপনি হাসপাতালকে বলুন, ওরা একটা এস্টিমেট দেবে, একটু বেশি করে দিতে বলুন। ইন্সুরেন্সকে বলুন তার বেসিসে এপ্রুভাল নিয়ে রাখতে, এর পর যখন ফাইনাল বিল আসবে তখন ওরা ২ ঘন্টার মধ্যে টাকা রিলিজ করে দেবে। দেখুন কাজ হয় কিনা।

    Name: aka Mail: Country:

    IP Address : 168.26.215.13 Date:27 Jul 2010 -- 12:51 AM

    বিবি, থ্যাংকু থ্যাংকু। ইন্সিওরেন্সের সাথে কথা বলেছি। হসপিটালের সাথেও কথা হয়েছে। মোটামুটি যা বুঝলাম, শেষদিনের পুরোটাই আউট অফ পকেট যাবে। বাকিটার ওপর হিসেব নিকেশ হবে। এইসব আর কি। একজনকে এই পুরো ব্যপারটা বুঝে কো-অর্ডিনেট করতে হবে। যাইহোক কিছু করার নেই। যা হবার হবে। বলে দেখতে বলব যে লাস্ট দিনের টা প্রোজেক্টেড কস্ট দেখানো যায় কিনা।


  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৭:৩১537795
  • কেন রে কেসি, তোর কি মনে হয় আমার মধ্যে বৈচিত্র্যের এতই অভাব যে শুধু খিল্লিই আমার জন্য যথেষ্ট? আমারও বুঝি রাগ করতে, ব্যাঁকা কথা বলতে, চিমটি কাটতে সাধ যায় না?
  • dukhe | 202.54.74.119 | ১২ এপ্রিল ২০১২ ১৭:৩২537796
  • ওরে বাবা, বিবি এসব কি পোস্টালেন? এর চেয়ে তো আমাকে ভালোনামে ডাকাও ভালো ছিল। উইথ অর উইদাউট ঝগড়া।
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৭:৩৩537797
  • আর দৈনন্দিন লাইফের কথা যদি জিগাস, ব্রতীন আর সায়ন কিছুটা জানে, ওদের থেকে অফলাইনে জেনে নিস।
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৭:৩৪537798
  • দুখের ভালোনাম কী? আমি জানি না কেন? আমি জানতে চাই, দুখের ভালো নাম কী।
  • bb | 117.195.186.73 | ১২ এপ্রিল ২০১২ ১৭:৩৪537799
  • এছাড়া সাম্প্রতিক কালেই আকা আমার নাম ধরে লিখেছিলেন, তাতে আমি কোন আপত্তিকর কোনই কারণই দেখিনি।
    এই ভাবে ওনারা নিজেরা বানিয়ে বললে কিছু করার নি, তবে ভাল search করলেই টইতে পাওয়া যাবে। এই gang-up টা ভাল লাগছে না।
  • bb | 117.195.186.73 | ১২ এপ্রিল ২০১২ ১৭:৩৬537800
  • @dukhe সরি আমি search করে যা পেলাম তা post করলাম।
    আর আমার জন্য এই নিয়ে আর দয়া করে লড়বেন না।
  • dukhe | 202.54.74.119 | ১২ এপ্রিল ২০১২ ১৭:৩৬537801
  • তবেই দেখুন বেঙী, রেগে থাকলে কত কিছু মিস হয়ে যায়!
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৭:৩৭537802
  • আমি, নিশি এবং আকা তিনজনেই বানিয়ে বলছি? তিনজনেই গ্যাংআপ করেছি!!!!! তাও তো আমাদের ফেসবুকে/মেলে/ফোনে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে হয় না একসঙ্গে আপত্তি জানাতে! যাই হোক আমার গ্যাংয়ে নিশি আর আকার মতন দুইজন আছে ভাবতেই গর্ব হচ্ছে।
  • pi | 72.83.76.34 | ১২ এপ্রিল ২০১২ ১৭:৩৮537803
  • আমার কেবল কিছু কথা মনে পড়ে যাচ্ছে। আমার নামে তোলা কিছু মিথ্য অভিযোগ নিয়েও প্রমাণ ট্রমাণ চাইতে ইচ্ছে করছে। বা, বিনা কারণে কেন অভিযোগ করা টরা হল ইত্যাদি ইত্যাদি :)
    যারা নিজের বেলায় এত সেন্সিটিভ, অন্যদের বেলাতেও হলে ভাল হয়।
  • dukhe | 202.54.74.119 | ১২ এপ্রিল ২০১২ ১৭:৩৯537804
  • বিবি, আপনার পোস্টটা শুধু কোশ্চেনমার্ক দেখে বললাম। ইউনিকোডে কপি করে ইউনিকোডে পেস্ট করলে ঠিকঠাক দেখা যাবে।
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৭:৪০537806
  • বুঝলাম, ওমনাথের পোস্ট দেখে। চিরন্তন কুন্ডু। তাও আবার কুন্ডুটা জানতে হল কেসির পোস্ট দেখে। আপনি তো খন্ডিত ব্যক্তিত্ব মশাই!! :-)))
    এবারও স্মাইলি অ্যাড না করলে কেসটা সত্যি সত্যিই খারাপ হয়ে যেত। :-)
  • Kaju | 121.242.160.180 | ১২ এপ্রিল ২০১২ ১৭:৪১537807
  • হ্যাঁ আম্মো নিড টু ভেরিফাই দুখেদা কা আসলি নাম ক্যা হৈ। ইজ ইট সৃজন সমাদ্দার। দেবাশীষদা বললাম, চিনতেই পারেনি।
  • Kaju | 121.242.160.180 | ১২ এপ্রিল ২০১২ ১৭:৪২537808
  • *?
    *দা-কে
  • Bratin | 122.248.183.1 | ১২ এপ্রিল ২০১২ ১৭:৪২537809
  • ব্যাঙ প্লিজ।:-((
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৭:৪৩537811
  • তুই আবার কাঁদিস কেন ব্রতীন?
  • kiki | 59.93.218.150 | ১২ এপ্রিল ২০১২ ১৭:৪৩537810
  • সোমনাথ কি আমায় বললে?

    আমি এটা পড়ছি তো! মানে অফ লাইনে এটার কথা শুনে(:P)

    কিন্তু আমি ভয়েতেই আসিনি। কারন আমি জানি আমি কি অন্যায় করেছি ঋভুর উপর। যদিও আমি নিজেই সুস্থ ছিলাম না তখন। এখন ও কতটা জানিনা। কিন্তু অনেকটা শান্ত ভাবে ভাবতে পারি। প্রসঙ্গত: আমি অত্যন্ত আদরে বড় হয়েছি যে শুধু, তাই ই নয়, আমার মায়ের সংযম শেখার মতই জিনিস। আমার থেকে অনেক ছোট বয়সে তার বিয়ে হয়।আর তার অবস্থাও খুব যে অনুকূল ছিলো তাও তো নয়। বেচারী ইঞ্জিনিয়ার বাবার সব থেকে আদরের মেয়ে, আর পড়াশুনায় ও খুব ভালো ছিলো। কিন্তু মাধ্যমিকের পর পর ই বিয়ে হয়ে যায়। আর পড়াশুনার ইতি। আজ ও এ বয়সে মাকে পড়তে বললে লাফিয়ে শুরু করবে বোধায়। অথচ আমি এমন ই সৃষ্টিছাড়া। যে বাবা মায়েরা আমার মতন তারা কিন্তু মেরে আনন্দ পায় না। আরো তীব্র কষ্ট পায়। আর সেটাই নেশা হয়ে যায়। সেটা তাদের বিরাট দোষ, কারন কোনো রাইট নেই পরের প্রজন্মকে কষ্ট দেবার, তাদের পার্সোনালিটি কে ক্ষতি করে দেবার যেটা তাদের সারা জীবনের ক্ষতি। যেটা আমি করেছি। তবুও তাদের অপরাধের পিছনেও বোধায় আরো অনেক অপরাধ থাকে। সেগুলোর পিছনেও।:P

    সে যাগ্গে। আসলে কি জানো, বেঙীর এমন একটা সফট জায়গায় বিবিদাদা ( না বুঝেই হয়তো) আঘাত হেনে দিয়েছেন যেটা অন্যদের নয় বলে হয়তো বেঙীকে অমন মনে হচ্ছে সবার। আর কারোর সফট জায়গা নিয়ে ঘষা আমার ভাল্লাগেনা।

    আর তুমি বাপু বেচারী ব্রতীনকেই ধরে ঠ্যাং টানছো কেন? বেচারীর কি কপাল! একবার আমি ওর হয়ে কথা বলেছিলুম বলে অনেক ভুলভাল জিনিস আজো সইছে। কিন্তু জানিনা এটা বলা হাস্যস্কর হবে কিনা, আমার কোনোদিনই কারোর সাথে অফলাইনে তত যোগাযোগ থাকে না। আর ব্রতীনকে যতটুকু দেখেছি বা আমি যতটুকু বুঝি ও অত্যন্ত সরল ছেলে, আর তাই এত ছড়ায়। অত্যন্ত প্রটেকশনে এই ধেরে বয়সেও থাকে। মানে আমি বোঝাতে পাচ্ছি না, বা কোথাও একটা এখন ও আমার যেটুকু ভদ্রতা বোধ আছে তাতে স্পষ্ট বলতে রুচিতে বাধছে, মানে , থাগ্গে........... আমি এভাবে পারিনা পলিশড ওয়েতে বলতে। সময় মত ঠিক আমার ভাষাতেই বলে দেবো।
  • bb | 117.195.186.73 | ১২ এপ্রিল ২০১২ ১৭:৪৮537812
  • Unicode এ কি ভাবে Post করতে হয় জানি না, তবে আমার postটা ছিলো যে aka -ইন্সুরেন্সের জন্য লিখছিলেন আর আমি তার নাম ধরেই উত্তর দিয়ে ছিলাম আর উনি লিখেছিলেন ধন্যবাদ।
    তাই বললাম নামে আপত্তি থাকলে সেটা তখনও বলতে পারতেন। সুতরাং নেমকলিং এর অভিযোগটা সঠিক নয়।
  • pi | 72.83.76.34 | ১২ এপ্রিল ২০১২ ১৮:০৩537813
  • ইউনিকোডে পোস্ট করতে হলে পাতার উপরে ইউনিকোড ভার্শনে গিয়ে কপি করে পেস্ট করতে হয়। ইউনিকোড ভার্শনেই, 'ইউনিকোডে মতামত দিন' এ গিয়ে।
  • aka | 168.26.215.13 | ১২ এপ্রিল ২০১২ ১৮:১৫537814
  • দেখুন খুব পরিষ্কার করে বলি।

    যে রেফারিংয়ের অভিযোগ আমি করি, নিজেই খানিকটা করে চলছি।

    বিবি, আপনি একাধিকবার আমার নাম ধরে বলেছেন। সে খোঁজার সময় আমার নেই। আমি এককালে নিজ নামে লিখতাম, কিছু কারণে এখন এই নিক নামে লিখি। কেন, কি জন্য সে কথা বলব না। কিন্তু এটা এক্সপেকটেড যে আমি এখানে যে নামে লিখি আমি সেই নামেই আইডেন্টিফায়েড হতে চাই। এরপরেও অনেকে বন্ধুত্ব বশত, স্নেহ বশত আমার আসল নামেই ডেকে থাকেন, তাতে মনে করার কিছু নেই। কিন্তু আপনার সাথে আলাপচারিতা সেই জায়গায় পৌঁছনর আগে এখানে আমি যে নামে লিখি সেটাই লিখবেন, প্লিজ।

    আমিও আপনার নাম ধরেই বলেছি, কারণ খানিকটা রাগই বলতে পারেন।

    ব্যাংয়ের কথা ব্যাং নিজেই বলবে তার কি পছন্দ, অপছন্দ।
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৮:২৬537815
  • বিবি, ঝামেলাটা টানতে আর ইচ্ছে করছে না, দমও প্রায় ফুরিয়ে এসেছে বললেই চলে। কয়েকটা কথা আপনাকে সরাসরি বলতে চাই।
    আপনি অনেক সময়ে আমার অনেক কথাতেই আপত্তি জানিয়েছেন , সব ক্ষেত্রেই যে আমি এভাবে রিঅ্যাক্ট করেছি তা নয়। কখনও কখনও আপনার খারাপ লেগেছে বলে ক্ষমাও চেয়ে নিয়েছি। এই মুহুর্তে মনে করতে পারছি এন আর ব্যানার্জ্জীকে গালাগালি করে আমি যে পোস্ট করেছিলাম, তাতে আপনি আপত্তি জানিয়েছিলেন এবং আমিও সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিয়েছিলাম বলে আপনিও আর ঐ বিষয়ে কথা বাড়ান নি। সুতরাং ব্যাপারটা এমন নয় যে আপনি আমার ঘোষিত শত্রু। কিন্তু আমার ভালো নাম ব্যবহার করে এখানে আমাকে আক্রমণ করলে আমার খুবই বিরক্তিকর লাগে, যেটা আপনি আগেও আমাকে করেছেন এবং আমি আমার বিরক্তিটা, গাজ্বলুনিটা এখানে লিখে আপত্তিও জানিয়েছি। (আবারও বলছি সেগুলো খোঁজার মতন দম আমার নেই) কিন্তু গত তিন-চারদিন ধরে যেটা হল, সেটা আমার করতে অত্যন্ত খারাপ লেগেছে, আমি রীতিমতন বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী ব্রত নিয়ে লড়ে গেছি। সবাই যখন বলছে যে আপনি হাল্কা চালে আমার ভালো নাম ব্যবহার করে নিজের বিস্ময়প্রকাশ করেছিলেন, আমিই ওভাররিয়াক্ট করেছি, সেটাই বিশ্বাস করতেই ইচ্ছে করছে। এই ঝগড়া টানতে আর নিরন্তর আঘাত-প্রত্যাঘাতের এই লটবহর টানতে আর ইচ্ছে করছে না।
    হাত বাড়িয়ে দিলাম, বেনারসী মশলার কৌটোটাও এগিয়ে দিলাম, আপনাকে রূঢ় ভাষায় আঘাত করার জন্য ক্ষমাও চেয়ে নিলাম। আমি যে আপনাকে ন্যাকা-ন্যাকাষষ্ঠী ইত্যাদি বলেছি সেগুলো খুবই কুরুচিকর এবং বিলো দি বেল্ট বলে আমি নিজেও মনে করি।
  • byaang | 122.167.249.237 | ১২ এপ্রিল ২০১২ ১৮:২৯537817
  • বোঝো, এরা আমাকে কোনো ব্যাপারেই ফার্স্ট হতে দেবে না। এত বড় পোস্ট টাইপ করতে সময় লাগে না আমার? আকার সাততাড়াতাড়ি পোস্ট করার কী দরকার ছিল?
    তবে দুখে যদি এসে এখন আমাকে আবার বরপসংক্রান্ত কোনো কথা বলে, বাটাম তুলে পেটাব দুখেকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন