এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বেড়ানোর প্ল্যান

    Toon Army
    অন্যান্য | ২৮ মে ২০১২ | ৩৩৯৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 116.198.169.206 | ২৩ আগস্ট ২০১২ ১৮:০৫550892
  • ঠিক। ১৬ th অক্টো।
  • 4z | 84.115.197.228 | ২৩ আগস্ট ২০১২ ১৮:৪১550894
  • কোন ট্যুরটা করবি?
  • pipi | 139.74.191.152 | ২৩ আগস্ট ২০১২ ১৮:৪১550893
  • গিরে কি সত্যি সিংহ দেখা যায়?
  • Ben Arfa | 131.241.218.132 | ২৩ আগস্ট ২০১২ ১৮:৪২550895
  • অমিতাভ বচ্চন তাই বলে।
  • 4z | 84.115.197.228 | ২৩ আগস্ট ২০১২ ১৮:৪৮550896
  • বাঘ দেখতে চাইলে বান্ধবগড় গেলেই হয়।
  • sosen | 24.139.199.1 | ২৩ আগস্ট ২০১২ ১৮:৫২550897
  • ঢাকা -কক্সবাজার-সিলেট

    তবে অন্যটা হলেও ক্ষেতি নাই।
  • 4z | 84.115.197.228 | ২৩ আগস্ট ২০১২ ১৯:০০550898
  • ঠিক আছে। আমি তোকে পরে মেল করছি বা ফোন করে নিচ্ছি।
  • pipi | 139.74.191.152 | ২৩ আগস্ট ২০১২ ১৯:২৫550899
  • না না অমিতাভের ঘোলাটে চোখে কি দেখতে কি দেখ্ছে সেই নিয়ে ইন্ফি চাই না। বলি একানে কেউ রিসেন্টলি গির যায় নি? গিয়ে থাকলে সিংহ দেখেছে কি না জানতে চাইছি।
  • 4z | 84.115.197.228 | ২৩ আগস্ট ২০১২ ২২:৫১550900
  • যদি কেউ আমাকে আর সোসেনকে জানুয়ারী ট্যুরে জয়েন করতে চায় তো বলে রাখি আমারা গেলে ২০ তারিখ বা তার পরে যাব।
  • প্পন | 122.133.206.23 | ২৩ আগস্ট ২০১২ ২৩:০৩550902
  • গিরে বহুত সারে সিংহ দিখনে মে মিলেগা। ফটো খিঁচওয়ানে কে লিয়ে আলস্যভরা পোজ ভি দেতা হ্যায়।

    ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স। তবে বছর পনেরো আগের।

    অয়ন, কোচির কাছে চেরাই বলে একটা অমন নির্জন বিচ আছে। আলেপ্পির কাছের বিচটা এবার সময় পেলে টুক করে ঘুরে আসব।

    তবে অগাস্টে গেলি, বিষ্টি পাস নি?
  • RATssss | 73.192.82.30 | ২৪ আগস্ট ২০১২ ০৪:১২550903
  • হাওয়াই দ্বীপপুঞ্জ বেড়ানোর জন্য কেমন জায়গা? শুধুই কি বড়লোকদের বিলাস? কখন যাওয়া উচিৎ? নভেম্বরে গেলে কি গরম জামা একটাও লাগবে না? মানে হাতকাটা হাওয়াই শার্ট পরে গলায় জবাফুল না কেঁদুফুলের মালা ঝুলিয়ে নেত্ত্য করা যাবে?
  • a | 209.16.140.26 | ২৪ আগস্ট ২০১২ ০৬:৩৬550904
  • নো বিষ্টি, নাথিং। যেদিন ফিরলাম তার পরদিন থেকে নাকি বেজায় বিষ্টি হয়েছে। তাতে আমার কি ঃ)

    চেরাই যাইনি, কারণ ওখানে সমুদ্রের সামনে দিয়ে সুনামি বিরোধী দেয়াল। চান করা মুশকিল। সেই কারণে হোটেল বুক করেও কাটিয়ে দিলাম।

    চেরাই গেলে ফিডব্যাক দিও তো।
  • | 127.194.96.133 | ২৪ আগস্ট ২০১২ ০৯:১৩550905
  • পিপি, হ্যাঁ আমি ২০১১ এ গিয়েঅছিলাম। দুটো সিংহ দেখালম অলমোস্ট হ্যান্ড শেকিং দূরত্ব থেকে। ব্যাটা রা শুয়ে ছিল। আমাদের দেখে কেমন একট মুখ ব্যাদ্ন করলো। ' আমাকে দেখতে আবার কিছু মর্কট এসেছে' এমন একট ভাব। অবশ্য বন্দুক হাতে ২/৩ পহার্দার ছিল। কিন্তু তাও তো সিংহ রা ছাড়া জায়গায়!!
  • ঐশিক | 213.200.33.67 | ২৪ আগস্ট ২০১২ ১৫:৪২550906
  • আমি ট্রান্স সাইবেরিয়ান রেলে চড়তে চাই, কার যেন অনেক টাকা আর সে সব্বাইকে দিয়ে দিচ্ছে, আমাকেও সে একটু দিক যাতে আমি এটু মনের সুখে ঘুরতে পারি
  • de | 213.199.33.2 | ২৪ আগস্ট ২০১২ ১৫:৪৯550907
  • ঐশিক -- টিমের বাড়ি নেমন্ত আদায় করো!
  • ঐশিক | 213.200.33.67 | ২৪ আগস্ট ২০১২ ১৫:৫৩550909
  • *নেমন্ত
  • ঐশিক | 213.200.33.67 | ২৪ আগস্ট ২০১২ ১৫:৫৩550908
  • নিমন্ত নাহয় আদায় হলো, কিন্তু পহা কে দেবে সে অব্দি যাবার?
  • de | 213.197.30.4 | ২৪ আগস্ট ২০১২ ১৬:০৫550910
  • পিপি -- গিরে দুটো সাফারি আছে -- একটা বেশ ছোট, বাসে করে নিয়ে যায়, ঘন্টা দু-তিনেকের। গিরের মেন গেট থেকে একটু দূরে, অ্যাকচুয়াল ফরেস্টের এক্সটেনশন। ওখানে গেলে সিংহ আর নানা রকমের হরিণ দেখতেই পাবেই, ওখানে দর্শক ডিম্যান্ড ফুলফিল করার জন্য আলাদা করে ছেড়ে রাখা হয়েছে! বেশ অনেকগুলোই আছে! বাসের জানালা দিয়ে লোকজন দেখে খুব এক্সাইটেড হয়ে চেঁচামেচি করে--

    অন্যটা অ্যাকচুয়াল কোর-সাফারি -- ওটার জন্য মাস দুয়েক আগে থেকে পারমিশন নিতে হয়, গুজরাত ট্যুরিজমের অফিসে, ছোট ছোট জিপে বা ল্যান্ডরোভারে করে একেবারে ভেতর অব্দি নিয়ে যায়। যেকদিনের পারমিশন থাকবে সেই অনুযায়ী করা যাবে। ওখানে পুরোপুরি জঙ্গলের জীবদের মর্জির ওপর নির্ভরশীল -- তারা চাইলে দেখা হবে নাহলে হবে না। তবে সিংহেরা বাঘের মতো লুকিয়ে থাকতে পছন্দ করে না বলে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।

    বর্ষাকালে গিরে ঢোকা মানা-- তবে ঐ সময়ে গির হয়ে জুনাগড়ে আসার যে রাস্তা, ঐ রাস্তাটা একদম জঙ্গলের মধ্যে দিয়ে গেছে -- ঐ রাস্তার ওপরে সিংহেরা পুরো ফ্যামিলি নিয়ে বসে থাকে। দুয়েকটা বাস যা চলে ঐ রাস্তায়, সামনে পড়লে তারা হেডলাইট-টাইট নিভিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পথ ফাঁকা হলে আবার চলতে শুরু করে। এটা ওখানকার সরকারী ইন্স্ট্রাকশন -- লোকজন বেশ মেনে চলে এগুলো!
  • de | 190.149.51.66 | ২৪ আগস্ট ২০১২ ১৭:০৯550911
  • এট্টু ওয়েট করো - মামু স্পনসর করবে --
  • ঐশিক | 213.200.33.67 | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:০২550913
  • আমায় কেউ কালিম্পং এ কি কি জায়গা দেখার আছে বলে দাও, সুন্লুম ব্ল্যান্ক দা ওখেনে একা একা ২-৩ দিন ছিল। হেল্পালে সুবিধে হয়
  • kd | 69.93.254.197 | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৯550914
  • পিপিদিদি, বলি কি অতো কষ্ট করে গিরিফিরি গিয়ে মশামাছির অত্যাচার না সয়ে গ্রেহাউন্ডে করে হুতোসুতো/নীনা/অরন্যদের দেশে চলে যাও, সকালবিকেল দুই রান্নাপটিয়সীর তৈরী খানা খাও, হুতোর সঙ্গে মাল খাও আর অরন্যর বাড়ির কাছেই সিক্স ফ্ল্যাগ্সে ছাড়া মাঠে ডজন ডজন গাট্টাগোট্টা বাঘসিঙ্ঘি দেখো - এতো কাছ থেকে যে তুমি তাদের গোঁফ চুমরিয়েও দিতে পারো।

    AAA মেম্বারেরা বোধহয় ডিস্কাউন্টে টিকিট পায়।
  • kumu | 132.160.159.184 | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১৮:১৯550915
  • নীনাকে এট্টু হেল্পিয়ে এসো,বেচারী একা খেটে মরছে।
  • Blank | 180.153.65.102 | ০৯ অক্টোবর ২০১২ ১৪:০৫550916
  • ভুটান নিয়ে দু কথা কয়ে যাই।
    ১) ট্রেনে গেলে অবশ্যই হাসিমারা স্টেশনে নামবেন। এন জে পি তে নামলে হয়ে গেলো। ফুন্টশিলিং বেঁচে ফেরার চান্স খুব কম।
    মাঝের একটা ১৫ কিমি রাস্তার হাল এত খারাপ যে দেড় ঘন্টা লেগে যায় ঐ জায়্গা পেরোতে। এন জেপি টু জয়গাও, ঘন্টা চারেক লাগবেই।
    ২) অবশ্যই পার্মিট আগে বানান। ভুটানের সরকারি আপিসের হাল সুবিধের না। আমাদের কে ঘন্টা চরেক অপেক্ষাতে হয়েছে কারন পার্মিটে যে ইমিগ্রেশান অফিসার সই করবেন তিনি বাড়ি গেছিলেন।
    ৩) ভুটানি হুইস্কি খুব বাজে খেতে। তাই আগে ভাল দোকান থেকে ভালো হুইস্কি কিনে নেবেন।
    ৪) আর ভুটান জায়গাটা অসাধরন।
  • Blank | 180.153.65.102 | ০৯ অক্টোবর ২০১২ ১৪:১৫550917
  • টাইগার নেস্টে ছবি তুলতে দেয় না। আর ওঠার সময় অবশ্যই সাথে জল নিয়ে উঠবেন। নইলে আর্ধেক রাস্তায় জল পাবেন না।
  • de | 190.149.51.68 | ০৯ অক্টোবর ২০১২ ১৪:১৯550918
  • ছবি কই? অ্যাঁ ? ভুটানী ছবি?
  • Blank | 180.153.65.102 | ০৯ অক্টোবর ২০১২ ১৪:২৩550919
  • আসবে আসবে।
  • /etc/hosts | 131.241.218.132 | ০৯ অক্টোবর ২০১২ ১৪:২৬550920
  • ছবি এখন ফ্যাক্টরিতে নিগ্ঘাৎ। পিপি হবে, তাপ্পর।
  • /etc/hosts | 131.241.218.132 | ০৯ অক্টোবর ২০১২ ১৪:২৭550921
  • এই কেলাবে ঢুকে বদভ্যেস তৈরী হয়েছে, এখন আর raw ছবি তুলে দিতে মন চায় না। অবিশ্যি পুরোটা তুলে দিলে একটু রিপিটেটিভও হয়ে যায়।
  • Blank | 180.153.65.102 | ০৯ অক্টোবর ২০১২ ১৪:৩১550922
  • বাছা বাছি করতে হবে। মনে হয় খান ৫/৬ ছবি বেড়োবে। তারপর ধুয়ে টুয়ে তুলবো। আমার তো ফান্ডা ডেলি একটা করে ফে বু তে দেওয়া। আজ সকালে এক খানা দিয়েছি।
  • Rit | 213.110.243.21 | ০৯ অক্টোবর ২০১২ ১৯:২১550924
  • Ratsss,
    হাওয়াই বিন্দাস জায়গা। ডিসেম্বরে আমারো যাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখি কি হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন