এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • m | 24.166.170.155 | ১৬ মে ২০০৬ ০৩:০৭560883
  • এই কিছু ক্ষণ আগে ডাক্তারের কাছ থেকে ফিরলাম,রুটিন ভিজিট ছিলো।ছেলে মহানন্দে গেলো,শুধু কার-সিটে বসতে হয় ,এই যা বেদনা,চেক আপ এর সময়,আমার কোলে বসে ছিলো,স্টেথো দিয়ে বুক দেখা র সময় নট নড়ন-চড়ন,শেষ হতেই এক গাল হেসে বলে"" আবার করো" মহিলা তখন পিঠ দেখছেন,কান দেখার সময় আবার হি হি হেসে গায়েই গড়িয়ে পড়ে যাবার জোগাড়।সব শেষে শট দেওয়া র সময় এক বিন্দু আওয়াজ( এখানে প্রায় সবাই,বেশ বড়ো বাচ্চারাও ভ্যাঁ করে কাঁদে আর ললিপপ খায়)করলো না, নার্স মহিলা বল্লেন " গুড জব" শুনে সেও বলে "গুড জব" মহিলা যতবার রিপিট করলেন,ইনি ও দাঁত বের করে ততবার।
  • Paramita | 64.105.168.210 | ১৬ মে ২০০৬ ০৯:১৮560884
  • ম, আপনার ছেলে তো বেশ ডাকাবুকো মনে হচ্ছে - আমারটি ডাক্তারকাকুর কাছে এরম লক্ষ্মী হলে বেঁচে যেতাম। ডাক্তারের ভয়ে পার্কিং লট থেকে আর শব্দের ঘায়ে প্রেশার কুকারের মুন্ডুটাকে দেখেই সে মুচ্ছো যায়। তবে তার সাহসী অভিযানের মধ্যে ঘরের মধ্যে হেলায় সাপেরে ধরার একটা কাহিনী আছে, যদিও ৯১১ সাপ ধরতে আসার আগে পর্যন্ত ১৫ মিনিট তারস্বরে কেঁদে গেছে সাপের সঙ্গে সেই আপ ক্লোজ অ্যাণ্ড পার্সোনাল এনকাউন্টারে।
  • indo | 59.93.209.146 | ১৬ মে ২০০৬ ১৩:৩৭560885
  • আমার খোকা ডাক্তারদের সঙ্গে যেন কেমনধারা ব্যাভার করে, কন্সিস্টেন্সি নেইকো কোনো। তার একটি ডাক্তারবাবা আছে , তাকে সে ভয় পায় না মোট্টে। কিন্তু ডাক্তারকাকু-ডাক্তারজেঠুরা ধল্লেই চিলচীৎকার আর এলিয়ে পড়ে মুচ্ছোমত। আবার ভাঙা হাতে টা টা-ও করেছে।
    ই কি? এতটা কি ভালো? এতে ডাক্তারকুল কনফ্যুজ হয়ে যাবে না?

  • Tina | 64.12.116.5 | ২০ মে ২০০৬ ০২:০১560886
  • ঋজু র ডাক্তার এখন তাকে পরীক্ষা করার সময় একটু সাবধানে থাকেন। এর আগে একবার তিনি ঋজু র জিভ দেখতে এসেছেন (এই কাজ টা ঋজু একদম পছন্দ করে না) আর সে আমার কোলে, আমি হাত আড়াআড়ি করে একহাত দিয়ে তার দুই হাত ও অন্য হাত দিয়ে তার মাথা ধরে রেখেছিলাম। ডাক্তার যেই তার কাছে এসেছেন সে জোড়া পায়ে এক লাথি মেরে দিয়েছে সোজা ডাক্তার এর বুকে। ডাক্তার উফ করে সরে গিয়েছিলেন আর আমি লজ্জায় হাজার বার দু:খিত বলেছি আর কটমট করে ঋজু র দিকে তাকিয়েছি। তারপর থেকে ডাক্তার তাকে মনে রেখেছেন যে এ একটি গুন্ডা ছেলে।
  • raatri | 59.93.201.219 | ২০ মে ২০০৬ ২০:২১560887
  • কাল ছেলের ১৬ মাসের সময়সীমা পেরোলে সে নিজেকে বেশ মাতব্বর ঠাওরায়-অসুস্থতার কদিনের সেবায় মাম্মামকে সে 'গুড গাল'-এর শিরোপা দেয়,তার মা তো গদগদ। চামচ ভরে দিলে মুখে পোরে মাছের প্রতি অজানা ক্রোধে,বলে 'এদ্দম ধান(সাবধান)'।আর রাতে সবাইকে এদ্দিনে পুরো 'গুন্নাইত' জানাতে সমর্থ হয়।কারো দিকে দৃকপাত না করে পুরো বিস্কুট গুঁড়ো করে বিছানায় লেপে বলে 'এ আম(রাম)' ...বড়ো হয়ে যাচ্ছে কি দ্রুত!!!
  • Paramita | 64.105.168.210 | ২৮ মে ২০০৬ ০৪:১৮560888
  • শিশুর ছোটবড় জ্ঞান হয়েছে ভেবে আমি খুব পুলকিত ছিলাম এ কদিন। "তোমার বিগ বল চাই না স্মল বল" - "স্মল", "এটা স্মল গাড়ি না বিগ গাড়ি" - "বিগ" ইত্যাদি। কাল "নীল বেবি চাই না লাল বেবি"-তে "নান" উত্তর দিয়ে নীলটাকে তোলায় একটু সন্দেহ হলো। আর দু-চারটে প্রশ্নের মধ্যে দিয়ে সন্দেহের নিরসন - শর্ট টার্ম মেমোরির কালো হাত! যেটাই শেষে বলবো শিশু তাই রিপিট করবে! কান, কান, তোমার মাথা নাই কুসুম?
  • Samik | 202.56.231.117 | ২৮ মে ২০০৬ ১৩:৫৩560889
  • সাঁঝও বড় হচ্ছে দ্রুত। কাল থেকে সে শুধু নিজে নিজে হাঁটতে পারছে তাইই নয়, বসে থাকা অবস্থা থেকে নিজে নিজে উইদাউট সাপোর্ট উঠে দাঁড়াতেও পারছে। এখন সদ্যোজাত বাছুর স্টেজে আছে, হাঁটার থেকে ছোটার দিকে বেশি নজর, ফলে থুপুস থাপুস পড়ে যাচ্ছে, আর তাতে কী মজা! বেজায় খোসমেজাজে আছে, এই প্রথম আবিষ্কার করেছে, দু-পায়ে হাঁটলে হাতদুটোকে খালি পাওয়া যায়।

    কিন্তু এ দিকে আমি পড়েছি আইডেন্টিটি ক্রাইসিসে। কুকুর দেখলে সোৎসাহে ভৌউ ভৌউ করে, ছগল বা গরু দেখলে অতটা উৎসাহী হয় না, কিন্তু মিনমিনিয়ে বলে ভৌউ। কিন্তু হেলমেট পরা বাইক চালানো যে কোনো লোক দেখলেই 'বাব্বা:, বাব্বা:' বলে সে কী চিৎকার! সকালে পার্কিং থেকে যখন গাড়ি বের করি, অনেকেই নিজ নিজ বাইক বের করে অফিসমুখী যাবার জন্য, সাঁঝ এতগুলো বাবাকে পেয়ে কী যে খুশি হয়!

    মেয়ে বড় কেয়ারিংও। মা বিকেলে অফিস থেকে গলদঘর্ম হয়ে ফেরে, ক্লান্ত থাকে তো, তাই ক্রেশ থেকে পিকআপ করার সময়ে সে মায়ের হ্যান্ডব্যাগটা নিজেই বয়ে নিয়ে যায়। এবং সত্যিই নিজে বয়, কোনও হেল্প ছাড়াই। তিনশো চারশো গ্রাম ওজন তো হবেই।
  • raatri | 59.93.200.16 | ৩১ মে ২০০৬ ১৯:১৭560890
  • সত্যি শমীক কি ভালো মেয়ে সাঁঝ।যেমন মিষ্টি নাম,তেমন স্বভাবও হচ্ছে।

  • Arjit | 128.240.229.65 | ৩১ মে ২০০৬ ১৯:৪৬560891
  • ঋক হল একদম পারফেক্ট "বীরপুরুষ"। আমরা A1 ধরলেই এখানকার বিখ্যাত কাকতাড়ুয়াটা দেখা যায় (একটা লোহার গাম্বাট মুর্তি, বিখ্যাত, কিন্তু আমার ওটাকে কাকতাড়ুয়া ছাড়া কিছু মনে হয় না - - এখানে দেখতে পাবে) - তো ঋক ওটাকে দেখলেই চেঁচায় "দেয়ার হি ইজ, দেয়ার হি ইজ" করে। সেদিন ইয়র্কশায়ার থেকে ফেরার সময় ভাবলুম কাছ থেকে দেখিয়ে আনি - সামনে নিয়ে যেতে সে আর কোল থেকে নামবে না - বল্লুম ওটার সামনে দাঁড়া, ছবি তুলে দিই - সে কি কান্না - ওটা নাকি "টু বিগ" - তাই যাবে না...
  • m | 67.173.95.163 | ২৭ জুলাই ২০০৬ ০২:২৯560894
  • টিনটিনের অ-আ শিক্ষা:-

    মুখে মুখে ভাবলাম অ-আ টা শিখিয়ে দিই,।

    তো তিনি শিখেছেন, নমুনা:-
    অ এ অজগর আসছে তেড়ে
    আম টি আমি খাবো পেড়ে
    ইঁদুর ছানা ভয়ে মরে
    ঈগল পাখি পাছুতে হাত দেয়
    উট চলেছে মুখ টি তুলে
    ঊ টি ঝুলে আছে
    ঋষিমশাই বসেন পোজন
    লি কার যেন কি খাচ্ছে?
    এক্কা গাড়ি ...
    ঐই দেখো ভাই চাঁদ উঠে গেছে
    ওল খেয়ো না গলা ধরবে,মেডিসিন খেতে হবে:-((

    অ এ অজগর আসছে তেড়ে
    আম টি আমি খাবো পেড়ে
    ইঁদুর ছানা ভয়ে ময়ে
    ঈগল পাখি পাছুতে হাত দেয়( সঙ্গে একগাল হাসি)
    ( পাছে = পাছু ই হতে পারে,যা ওর জানা,ধরে= ধরা বা হাত দেওয়া)
    উট চলেছে মুখটি তুলে
    ঊ টি ঝুলে আছে( মিলের আর কি দরকার)
    ঋষি মশাই বসেন

    ( এখানে বিরতি,কোথায়?বলে চারদিকে দেখা,বোধহয় ঘরেই বসে আছে কিনা খুঁজে দেখার চেষ্টা, তার পর এক চীৎকার)
    পোজন

    লি কার যেন কি খাচ্ছে?
    ( গড়িয়ে পড়া,ডিগবাজি বোধহয় খুব ভালো আর হাসির খাবার জিনিস)
    এক্কা গাড়ি জোর
    (বলা মাত্রই খুব জোরে)
    ঐ দেখো ভাই চাঁদ উঠে গেছে
    ওল খেয়ো না
    (আপন মনের মাধুরি মিশায়ে)
    গলা ধরবে মেডিসিন খেতে হবে:-))))))
  • Tina | 152.163.100.204 | ২৭ জুলাই ২০০৬ ০৭:১০560895
  • মিঠু,
    খুব হাসলাম। ঋজু কে অ-আ কয়েকদিন না পড়ানো হলে তারপর যেদিন পড়াবো শুরু করে দেবে অ তে স্নেক, আ তে পাইন অ্যাপল, হ্রস্ব-ই তে মাউস। একদিন খুব রেগে গিয়ে চেঁচিয়ে বলেছি তুই এত তাড়াতাড়ি সব ভুলে যাস কেন রে? তাতে খুব কাঁদোকাঁদো হয়ে বলেছিলো আমায় বকো না।
  • Paramita | 64.105.168.210 | ২৭ জুলাই ২০০৬ ১১:৪৫560896
  • হেবি অরিজিনাল :)
  • Paramita | 64.105.168.210 | ২৮ জুলাই ২০০৬ ১১:৩৪560897
  • মেঘের প্রগ্রেস রিপোর্টও দি তালে:

    মা : ওয়ান টু
    মেঘ : বাকল ছু
    মা : থ্রী ফোর
    মেঘ : ছাত দোল (shut the door)
    মা : ফাইভ সিক্স
    মেঘ : পিক ছিক (pick up sticks)
    মা : সেভেন এইট
    মেঘ : লে ছিট (এটা একেবারে ট্রান্সলিটারেশান-অযোগ্য)
    মা : নাইন টেন
    মেঘ(মুক্তির আনন্দে চেঁচিয়ে) : বিগ ফেন (fat + hen = fen)
  • m | 67.173.95.163 | ০৭ আগস্ট ২০০৬ ০৩:৫২560898
  • টিনটিনের দুটি কবিতা:

    ১,হান্টি টুন্টি স্যাত ওনা ওয়াল
    হান্টি টুন্টি হাঅ গেট ফল

    ২,আই আই আই
    কাল বাই যাবো
    পর্শু যাবো ঘর
    হনুমানের লেদ ধয়ে টানাটানি বেবি কব্বে :-)))
  • Samik | 202.131.141.197 | ০৭ আগস্ট ২০০৬ ১৩:৫৯560899
  • ঈশ্‌শ্‌, আমার মাইয়াডা যে কবে কথা কইতে শিখবে এমন। এখনও পর্যন্ত কেবল বাবা, মা, মাম্‌ (মানে ক্ষিদে পেয়েছে-ও হতে পারে, কোলে নাও-ও হতে পারে), আর ধোচি (টুপি-র অপভ্রংশ) বলতে শিখেছে।

    ও হ্যাঁ, মোবাইল বা রিমোট হাতে পেলে কানে ধরে সারা ঘরে হালু হালু বলতে বলতে ঘোরে। আর ডিসকভারি বা বইয়ের পাতায় হাতি দেখলে 'হাচি:', কুকুর দেখলে 'ভৌ ভৌ:', আর আপেল, বল, আলু টাইপের যে কোনও গোলাকার জিনিস দেখলেই 'বাল', 'বাল'।

    ছড়া বলতে তো পারে না, কেবল, আয় আয় চাঁদমামা বললে প্রথমে ইশারায় চাঁদমামাকে ডেকে নিজের কপালে, বাবার কপালে, আর মায়ের কপালে পর্যায়ক্রমে টি দেবে।

    আগডুম বাগডুম বললেই হাঁটু মুড়ে বসে হাঁটু থাবড়াবে। আর আমপাতা জোড়া জোড়া বললে হাততালিটুকু দেবার চেষ্টা করে।
  • raatri | 59.93.241.251 | ১১ আগস্ট ২০০৬ ১৭:৫৫560900
  • টুংকাই কি না বলছে!পুরো তোতাপাখি!
  • raatri | 59.93.241.251 | ১১ আগস্ট ২০০৬ ১৭:৫৮560901
  • কেন যে ওকে 'সাত রাজার ধন' ডাকতে গেছিলাম!!হায়!হায়!এখন 'তোমার মাম্মা তোমায় কি ডাকে গো? জানতে চাইলে বলে 'সাত্তার দন'...শোনায় ঠিক সাট্টার ডন-এর মতো!
  • raatri | 59.93.205.55 | ১২ আগস্ট ২০০৬ ১২:৫৭560902
  • কাউকে শাসন করার সুযোগ হাতছাড়া করে ন পারতপক্ষে।মাস আড়াই আগে একটা নতুন মেয়ে এসেছে ওর দেখাশুনার জন্য,খুব হাসে মেয়েটা...সারাদিন,কারণে-অকারণে।২-৩ দিন দেখে একদিন টুংকাই বলেই বসলো 'হাচ্ছিস কেনো?' এর পর থেকে হাসলেই 'আবার হাচ্ছিশ!'অথচ এই কথাগুলো আমরা কেউ বলি নি কখনো।
  • raatri | 59.93.202.144 | ১২ আগস্ট ২০০৬ ১৩:৩৬560904
  • আগে ওর কথা না বুঝলে খুব রেগে যেতো।এখন ও বুঝে গেছে যে আমরা বেশ বোকীসোকা প্রাণী,অনেককিছুই বুঝবো না।এখন বুঝিয়ে দেয় একটুও রাগ না করে।
    সেদিন বই খুলতেই বললো 'অয়াত'...আমি বুঝলাম না।বেশ কয়েকবার 'কি বলছো বাবাই?কি বলছো বাবাই?' করলাম।ও শুধু বলে 'অয়াত'।আমি যখন শেষমেষ বললাম 'বুঝতে পারছি ন তো',তখন ক্ষমাঘেন্না করে বুঝিয়ে বললো 'পিত্তে,পিত্তে,অয়াত,অয়াত'।মানে ant!সেই ছবি বের করে বাঁচলাম!
    একটু পরে বলে 'আজা গলে্‌চা'...আমি আবার অথৈ জলে।খানিক চেষ্টার পরে বুঝিয়ে বললো 'তুতুনি আজার গলে্‌চা'(টুনটুনি আর রাজার গল্প)!
  • raatri | 59.93.202.144 | ১২ আগস্ট ২০০৬ ১৩:৪০560905
  • ডানদিকে বাঁলা আসছে না।অনেক ভুল হয়ে গেলো টুংকাই কথাগুলোয়।ওটা 'তুতুনি আজার গলচো' হবে।আর কিভাবে লিখবো জানি না।antটা 'এত' হবে।
  • raatri | 59.93.202.144 | ১২ আগস্ট ২০০৬ ১৪:২৪560906
  • টুংকাই-ও একদম টেপ রেকর্ডার।ওর বাবা বললো 'অক্লান্ত লড়ে জাচ্ছিস!',ও বললো 'অক্কান্তো লোয়ে জচ্চি'।সকাল থেকে 'আমার তৈতব,আমার তৈতব' করে পাগল করে দিলো।খুঁজে পেয়ে বললাম 'এই তো তোমার আমার শৈশব'...বললো 'এই তো আমার আমার তৈতব'!
    আর কবিতা বলে নিজের মনে:
    'কান্তো বুয়ি দিদিশশুয়ি পাব্বোন কান্নায়(ক্ষান্ত বুড়ীর দিদিশাশুড়ীর পাঁচবোন থাকে কালনায়)
    ছায়িগুলো উনুনে হায়িগুলো আন্নায়(শারীগুলো তারা উনোনে বিছায় হাঁড়িগুলো রাখে আলনায়)
    কোনো দোচ পাচে ধয়ে নিন্দুকে(কোনো দোষ পাছে ধরে নিন্দুকে)
    নিজে থাক লোয়া ছিন্দুকে(নিজে থাকে তারা লোহা সিন্দুকে)
    তাকা কোয়ি হাওয়া কাবে এখে দেয় খোলা জান্নায়(টাকাকড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায়)
    নুন দিয়ে ছাচিপান ছাজে চুন দেয় দান্নায়(নুন দিয়ে তারা ছঁচিপান সাজে চুণ দেয় তারা ডানলায়)'...
    আবার শুরু করে 'কোনো দোচ...শেষ করে,আবার কোনো দোচ।।।চলে্‌তই থাকে।
  • Samik | 59.144.177.75 | ১৩ আগস্ট ২০০৬ ০০:০১560907
  • রাত্রি, অসাধারণ।

    অ্যা লেখো এইভাবে: ayA
  • raatri | 59.93.199.106 | ১৩ আগস্ট ২০০৬ ১৩:৫০560908
  • আজ সকালে ঘুম থেকে উঠলো যখন ওর বাবা বললো 'কি,ঘুম হয়েছে?' ও এক গাল হেসে বললো 'ইয়ার্কি হয়েছে?'তারপর...আমরা স্তম্ভিত আর তার কি হাসি!

    সাংঘাতিক জ্ঞানপাপী।ও বলে জ্ঞানকাকী।'কোথায় টয়লেট করতে হয়?'...'বাত্থুনে'...'তুমি কোথায় করলে?'...'ঘয়ে'।ওর বাবা বললো 'ছি,ছি,ছি',ও বললো 'এ কি কান্দো কোয়েছি'।কবে যেন এই গানটা শুনেছিলো।

    আর সব কাজে হাত লাগাতে একদম তৈরী।সারাক্ষণ 'তুমি আমি দুজনে,তুমি আমি দুজনে'...রান্নই হোক বা ব্লাড প্রেসার মাপা,ঘর মোছা বা কি বোর্ড টেপা ও আমাদের সবার দিকে সাহায্যের হাত বাড়িয়েই রেখেছে।
  • raatri | 59.93.199.106 | ১৩ আগস্ট ২০০৬ ১৪:০১560909
  • দিব্যি নিজের নাম বলে 'উদান'।বাবার নামও 'ইল্লিলীল','পাপা কি গো?'..'দত্তর','কোথায় যায়?'...'হত্ততাল'।এতো পারে আর মায়ের নামটা পারবে না,এমন ছেলে!আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি 'বল সংগীতা' আগে বলতো 'হগতা',এখন 'হুংকিতা' অবধি এসেছে।

    বেশীর ভাগ সময় খালি গায়ে রাখতে হয় ওকে,এতো দৌড়োয় আর এতো ঘামে!সেদিন একটা জামা পড়েছে,নিজের দিকে দেখলো,তারপর বললো 'দ্রেস পয়েচি,আগ্লাস পয়েচি,হিয়ো'...আগ্লাস মানে সানগ্লাস বোঝাতে চোখে হাত দিয়ে কাল্পনিক বস্তুটিও দেখালো।
  • Samik | 125.23.68.79 | ১৩ আগস্ট ২০০৬ ১৬:০০560910
  • কতো বয়েস?
  • raatri | 59.93.192.97 | ১৩ আগস্ট ২০০৬ ১৬:১০560911
  • বাচ্চাটি খুবই ব্যক্তিত্ববান।ওর কথা অমান্য করা বেশ কঠিন।খাবার খাবে না কিছুতেই,প্রতি গ্রাসেই বলে 'দায়াও',কতো আর দাঁড়াবো!দিলাম ধমক,সাথেসাথে খেলাম 'অ্যাই' করে দ্বিগুণ জোরে ধমক!তো আমি তিতিবিরক্ত হয়ে হাত ধুতে গেছি,আমার বোনকে বললো 'চোয়ে গেচে,অ্যাই বোলে দিয়েচি'!!

    একদিন পাশের ঘরে ও আর ওকে দেখে যে সেই মেয়েটি রয়েছে--সে কিছু একটা ভুলভাল বলছিলো,আমি 'অ্যাই,কি বললি ওটা?' বলে উঠেছি।টুংকাই-এর মনে হয়েছে যে আমি ওকে বকলাম।থমথম করছে মুখ, বেরিয়ে এসে বললো 'পোচোন্দো এগে গেচি।উক্কাই পোচোন্দো এগে গেচে'।আমি কোনোক্রমে হাসি চেপে আদর করে বললাম 'তোমায় বকিনি তো!'
  • raatri | 59.93.192.97 | ১৩ আগস্ট ২০০৬ ১৬:১৭560912
  • এই ১৯-এ ওর ১৯ মাস হবে।
    পরশু টুংকাই-এর বাবা বাড়ি ফিরে ওকে অল্প আদর করে নিজের কাজ-কম্মে ব্যস্ত হয়ে পড়েছে।ও কাছে গিয়ে ঘুরঘুর করছে আর বলছে 'অ্যাই পুচকু!'
    আবার খানিক পরে কাছে গিয়ে 'পাপালো!বলো!'নিজেই ডাকছে,নিজেই বাবার হয়ে উত্তর দিচ্ছে।
    কি আর করে?বাবার প্রক্সি!!

  • Paramita | 64.105.168.210 | ১৩ আগস্ট ২০০৬ ২১:১৯560913
  • উজান নামের শিশুরা দেখছি কথাসাগর হয়!
  • s | 141.80.168.31 | ১৪ আগস্ট ২০০৬ ১৪:১৪560915
  • রাত্রিদি,
    পড়ে অহসতে হাসতে আমার হাল খারাপ। ঘুরছি ফিরছি মনে পড়ছে আর একা একাই খিকখিক করে হেসেই চলেছি। পুচকুটাকে আমার হয়ে খুব আদর করে দিও তো, একদম চটকে মটকে আদর কোরো।

    তোমাকেও বলছি আর বাকী সবাইকে, শিশু টক আরো বেশী করে লিখুন। এই দিনগুলো আর ফিরে আসবে না, শিশুরা বড় তাড়াতাড়ি বড় হয়ে যায়, এই মজার কথা, সাতসতেরো খুঁটিনাটি মজারু - সব লিখে রাখুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন