এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Suchetana | 59.94.2.175 | ০৯ নভেম্বর ২০০৬ ১৩:৪১560830
  • তখন মাস ছয়েক হয়েছে ঋভু playschoolয়ে যাওয়া শুরু করেছে। সকালবেলা একটি মারুতি ভ্যান চেপে ৭-৮টা বাচ্চা একসাথে চলে যায় bye করে দিয়ে, দুপুরবেলা ফেরে । যিনি গাড়ি চালিয়ে নিয়ে যান, তিনি ঋভু-দের "ভাইয়া" কিন্তু আমাদের পুট্টাস্বামী-ভাইয়া (puttaswami)। এছাড়া-ও ওদের সাথে আরেকজন ঐ গাড়িতে যাওয়া-আসা করেন, ওদের জলতেষ্টা পেলে ওদের জলের বোতল খুলে দেওয়া, গাড়ির ঝাঁকুনি-তে কেউ seatএর নিচে পড়ে গেলে আবার তাদের seatয়ে তুলে বসানো, গাড়িতেই কারো জামাকাপড় ভিজে গেলে change করে দেওয়া, এইসব দেখা-শোনা করার জন্য, নাম শিভাম্মা (Shivamma), ওরা ডাকে "আন্টি" ।
    মাস ছয়েক যাতায়াতের পর আবিষ্কার করি ঋভু দিব্ব্যি কন্নড় ভাষা বলতে এবং বুঝতে পারে, শিক্ষকটি হচ্ছেন "ভাইয়া"। এবং ঋভু তার পরমপ্রিয় ভাইয়ার ছাত্র হওয়ার যোগ্যতা লাভ করেছে ওর "গাঙ্গুলি" পদবির কারনে। ভাইয়ার পাশের seatটি এখন থেকে শুধু "দাদা"র জন্য বরাদ্দ। ঋভুর বাবা TVতে ক্রিকেট দেখতে বসলে মাঝেমাঝেই ঋভুর মুখ দিয়ে ভাইয়া-উবাচ বেরিয়ে পড়ে, "চ্যাপেল zaasti পবলেম" , "দাদা আলি, চেন্‌চুরি মারি, চ্যাপেল ফিনিশ"। যদিও জানে না চ্যাপেল, সেন্‌চুরি এইসব জিনিশগুলো খায় না মাখে।
    একদিন ঋভু বাবা-মা-র সাথে বেড়াতে যাচ্ছে, red signalয়ে গাড়ি থেমে আছে, ঋভু বকবক করতে করতে উৎসাহের চোটে বাবা-কে ডাকলো "ভাইয়া স্পীদ মারি" । বলেই খুব লজ্জা পেয়ে দুই হাতে মুখ ঢেকে বসে আছে, মা-বাবা তো হেসেই কুটিপাটি। মা জিগ্যেস করলো "বাবা-কে ভাইয়া বললে আমাকে কি বলবি রে?", মুখ থেকে হাত সরিয়ে ফিকফিক করে হেসে বললো "আন্টি"।
    simple deduction, বাবা গাড়ি চালাচ্ছে, তাই ভাইয়া, আর মা তো দেখাশোনা করার জন্যই আছে, তাই আন্টি।
  • Suchetana | 59.94.2.175 | ০৯ নভেম্বর ২০০৬ ১৪:২১560831
  • sorry বলতে ভুলে গেছি উপরের গল্পটার সময়ে ঋভুর বয়স আড়াই। (যদি আবার প্রশ্ন ওঠে ওর বয়স নিয়ে, তাই আগের থেকে উত্তর দিয়ে রাখলাম। এখন ওর বয়স সাড়ে তিন)

    ঋভু প্রতিবার কোলকাতা এসে মায়ের সথে একবার করে মায়ের school ঘুরে আসে। এবারে এসে বললো "আমি কখনো বাবার ইস্কুল দেখি নি, বাবার ইস্কুল দেখবো"। মা নিয়ে গেলো বাবার ইস্কুল দেখাতে। বাবার ইস্কুলের বড় মাঠটা খুব পছন্দ, একটু দৌড়াদৌড়ি করে হোস্টেলের দাদাদের সাথে ফুটবল খেললো, খরগোশের খাঁচাটাও খুব পছন্দ, খরগোশদের পাতা খাওয়ালো। তবু ঋভু ইতিউতি চায় আর কি যেন খোঁজে। কিছুক্ষন বাদেই প্রশ্ন করলো, "ছারুকমামার ছবি নেই কেন?"
    ছারুখমামা হল শারুখ খান। ঋভুর মা-ই ঋভুকে শিখিয়েছে শারুখমামা, অভিষেকমামা, জনমামা, বিপাশামাসি, করিনামাসি এইসব আত্মীয়তা। আজকাল আবার টাটকা শেখা alphabets আর বড়দের মুখে শোনা সিনেমার নামগুলো relate করে সিনেমার পোস্টার দেখে, সিনেমার নাম পড়তে পারে একটুআধটু। ছারুখমামা, অভিষেকমামা, মুন্নাভাইমামাকে তো এক ঝলক দেখলেই চিনতে পারে।
    তো বোঝা গেল ঋভু এতক্ষন শারুখ খানের ছবি খুঁজছিলো, কিন্তু কেন? কিছুক্ষন প্রশ্নোত্তরের পালা চললো মা-ছেলে মিলে। জানা গেলো, বাবার ইস্কুলে আসার আগে ওকে পাখিপড়া করে বাবার ইস্কুলের নাম শেখানো হয়েছে, এমনকি কাগজে লিখে বানান-ও শেখানোর চেষ্টা হয়েছে। ও বেচারার কোনো দোষই নেই, বাবার ইস্কুলের নাম Don Bosco হলে, ও তো ছারুখমামাকে খুঁজবেই।
  • samran | 59.93.255.186 | ০৯ নভেম্বর ২০০৬ ১৫:৩৩560832
  • এই শিশুটক পড়তে পড়তে বরাবর ভাবি, আমার ছানাগুলো এত বড় না হয়ে গেলে আমিও তো লিখতে পারতাম কিছু কথা!

    বাচ্চাগুলো এত বেশি পাকা যে মা-বাবারা এদের সামনে শিশু। ভাবো, ডন বসকো স্কুলে গিয়ে ছারুখমামার খোঁজ!

    এই সুতো পড়ে অনেকের নিশ্চয়ই লিখতে ইচ্ছে হয় নিজেদের ছানার কথা। তেমন কেউ থাকলে শুরু করে দিন। আমরা মন দিয়ে শুনি। টুংকাই টিনটিন ঋভু মেঘ রোদ্দুর এর 'টক' এর সাথে যোগ হোক আরও কিছু টক।
  • ® | 203.197.96.50 | ০৯ নভেম্বর ২০০৬ ১৬:৫২560833
  • ভারি মজার তো :-)
    নির্ভয়ে লিখুন দিদি। পড়ার জন্যে অপেক্ষা করব
    -ঋজু
  • tan | 131.95.121.127 | ০৯ নভেম্বর ২০০৬ ১৯:৩৩560834
  • সুচেতনা,
    বালাই ষাট ষাট,ষেটের বাছা ষষ্ঠীর দাস।
    নজর না লেগে যায়,কনে আঙুলে কামড় দিয়ে মাথায় ষাট ষাট করে দিই।
    বেঁচে থাক,সুখে থাক, ভালো হোক সব।
    আমি আবার কিনা এই গুরুর ঠানদি,তাই পুরানো আমলের যত কুসংস্কার রয়ে গেছে।
    ভালো থাকবেন।
  • vikram | 128.42.22.163 | ০৯ নভেম্বর ২০০৬ ২১:২২560835
  • সুচেতনা,
    দিস ইজ দা ইস্পিরিট। আউড়ে যান।

    বিক্রম
  • du | 67.111.229.98 | ০৯ নভেম্বর ২০০৬ ২২:৩৬560836
  • প্রথম এসে লেখাগুলো পড়তাম আর মন ভালো হয়ে যেত আমারও অন্যদের মতো ই।সামরানের মতো আমারও মনে হয়েছে সত্যি এমন কতো আনন্দের মুহূর্ত এসেছে এখন অবিশ্বাস্য হলেও সত্যি যে আজ আর মনে করতে পারিনা। তন কে বলি, website না করলেও ধরে রেখো অন্তত text editor এ ,নাহয় এই টইয়ের পাতাতেই। কবে যে বেবি আর বেবি থাকে না! বলে I am not a baby, I am seven year old!
    এখন তিনি গত চার বছর ধরে টাইটানিক নিয়ে গভীর গবেষণারত , যত বলি ওরে , এ জাহাজ ডুবে গেছে, খুঁজে পাওয়া গেছে, হাজার বই লেখা হয়েছে, বেশ কটা সিনেমাও হয়ে গেছে , আর এই নিয়ে ভাবিস না , কে শোনে কার কথা। থমাস ট্রেনের গর্ডন ছিল এক big আর তারপরেই আরেক great হলো এই জাহাজ। কাজেই ...
  • raatri | 59.93.201.17 | ২০ নভেম্বর ২০০৬ ২০:৫৯560837
  • এখন টুংকাই 'কথা কম আর কাজ বেশী'তে বিশ্বাস করছে।কিছুদিন আগের কথা লিখি।পাশের বাড়ির কাকিমা ওকে জানলায় ডেকে গুপী বাঘা-র গান গেয়ে শোনালো একদিন,ও যেহেতু ঐ গান শোনে সারাক্ষন।টুংকাই মুগ্‌ধ,শেষ হতে বললো 'গুদ,ভেয়ি গুদ,তেংকিউ'।আমি বললাম 'তুমি কিছু শোনাও,কি শোনাবে?আমার ভিতর বাহিরে শোনাও দিদানকে'।কে শোনে কার কথা!!সে শোনালো না,কাকিমাই উল্টে ওকে ওটা শোনালো।তখন বললো 'কি থুইত'!!
  • raatri | 59.93.201.17 | ২০ নভেম্বর ২০০৬ ২১:০৭560838
  • দিনে কম করে পঁচিশ রকম identity হয় টুংকাই-এর।কাকাতুয়া,খরগোশ,পুশী য়াট,তপশে(সোনার কেল্লর শুরুটা দেখার পর থেকে),হায়না,মাংকি...ইত্যাদি।সেদিন বলে 'আমি তাইপিশ'।আমি ভাবছি টাইপিস্ট শব্দটা তো ও শোনে নি কখনও।কি বলছে তাহলে?পরে বুঝলাম ওটা হল স্টারফিশ!!
  • b | 59.145.136.1 | ২০ নভেম্বর ২০০৬ ২১:৪১560840
  • আমার মেয়ে এখন পাখা দেখলে 'ফ্যা:' আর ফুল দেখলে 'ফু:' বলছে।

    কিন্তু ব অর ম বলার আগে যে ফ শিখলো এইটেতে আমরা হালকা কাঁটা হয়ে আছি, কবে আবার কি কয়।
  • r | 61.95.167.91 | ২৩ নভেম্বর ২০০৬ ১৪:০৫560841
  • আমার মেয়ে আরও ছোটোবেলায় জলকে বলত "বিল", বিস্কুটকে বল "বিল্‌চ্‌", কলাকে বলত "আলম" আর প্লেনকে বলত "পিল্লু"। একটু বড় হয়ে এখন যাকে যা বলার তাই বলে। কাজেই শিশুদের শব্দ নিয়ে চিন্তা করবেন না। শুধু এখনও আমার মেয়ে কুকুরকে "ভুয়া" বলে। আর তার সাথে সাথে আমরাও বেশির ভাগ সময়ে......
  • Parolin | 213.94.228.210 | ২৩ নভেম্বর ২০০৬ ১৫:২৪560842
  • আজ পজ্জন্ত শোনা শিশু-শব্দের সেরা শব্দ-
    "দোপে"।
    অর্থাৎ লেপ। আমার পরিচিত এক কুচো বলত।
  • shrabani | 220.227.146.21 | ২৩ নভেম্বর ২০০৬ ১৭:৩৭560843
  • খুব ভালো লাগছে শিশু টক পড়তে। সুচেতনা তোমার ওয়েবসাইটে ছোট্টো রিভু ভারী মিষ্টি।
    বড়োদের বকবকের থেকে শিশুদের টকটকে অনেক বেশী আনন্দ। তাই বোধহয় বেশী বকুনি বাজ রা আতংকিত!
  • Arjit | 128.240.229.66 | ২৩ নভেম্বর ২০০৬ ১৯:৩০560844
  • ঋক মাঝে মাঝে এখনো "থ" বলতে গিয়ে "ফ" বলে ফ্যালে - "আই থিংক" বলতে গিয়ে "আই ফিংক":-) আগে তো হামেশা বলতো।

    সে যাক, ছেলে মনে হয় নেচারিস্ট হবে। এখন থেকেই "ডেভিড অ্যাটেনবরো"-র ফ্যান। "প্ল্যানেট আর্থ" বলতে অজ্ঞান। হাঁ করে বসে প্ল্যানেট আর্থ আর স্প্রিংওয়াচ/অটামওয়াচ দ্যাখে। সে না হয় সকলেই দ্যাখে - অনেক জন্তু-টন্তু দেখায়, কিন্তু এ ছেলে গেলে। ইস্কুলে "book-week" ছিলো, নিজে পছন্দ করে একটা "ওয়েদার" আরেকটা "তিমি/ডলফিন" নিয়ে বই কিনে এনেছে - আমরা কিছু বলিওনি - শুধু ক্লাস টীচারের হাতে টাকা দিয়ে দিয়েছিলাম। এখন সর্বক্ষণ সকলে জ্ঞান দিয়ে চলেছে - কিলার হোয়েল, ব্লু হোয়েল, হাম্পব্যাক হোয়েল...

    আরেকটা অবসেশন হল ট্রেন। এবার তাই ক্রিসমাসে ভেবেছি একটা হর্নবির সেট কিনে দেবো - খেলনা হিসেবে নয়, যদি হবি হিসেবে নেয়...দারুণ হবি (এবং আমারো পোচুর ইন্টারেস্ট আছে)।
  • Paramita | 64.105.168.210 | ২৩ নভেম্বর ২০০৬ ২১:৩৮560845
  • ফ নিয়ে ব্যথা আছে। রোজ "ফুইঙ্কল ফুইঙ্কল লিটল স্টার" শুনতে হয়। বেষ্পতিবার ফাসডে(এটা তো টিনটিনও বলতো)। ট্রেন হয়ে যায় ফেন। আর অবোধ্য বক্তৃতার সময় "ফ্যাস ফ্যাস ফুকাম ফ্যাম" ইত্যাদি ফ-এর আধিক্য-ওলা বাক্য শোনা যায়।

    আর দন্ত্য-স (মানে স্যামবাজারি স) শোনা যাচ্ছে না। ইয়েশ। শুফা(sofa)। ইটশি বিটশি পাইডার। শেক(snake)। কতো বললাম জিভ দাঁটে ঠেকাও, এই এই এইভাবে, তারপর স বলো। সোফা সোফা সোফা। ও বললো শুফা শুফা শুফা। তারপর ছুপা ছুপা ছুপা। বলেই হো হো হাসি।

    "পুজু গান" এক প্যারাগ্রাফ এইভাবে গাইছে:

    ও ও ও ও পুজু গন্দ এসিচি
    ঢ্যাম কু কু ঢ্যাম কু কু বাদি বেজিচি
    ঘয়ী শিলি(শিউলি) .. ভোম্বো (ভোমরা) ছুটিচি
    পাল্লা (শব্দ ড্রপ) মেঘ(নিজের নাম জোরে) জুটিছি

    আর গুগাবাবা আমাদের এখন আর দিনে এক বা একাধিক বার দেখতে হচ্ছে না। তার বদলে সারাক্ষণ ক্যাসেটে গান চালিয়ে রাখতে হচ্ছে বা ক্যাসেট না থাকলে ইনফাইনাইট লুপে অনুরোধের আসর। সবাই ক্লান্ত হয়ে গেলে নিজেই "জগতের বা আ হা আ আ র" গেয়ে নিচ্ছে, খুব ভাব দিয়ে। এই গুগাবাবার গানে কিছু একটা আছে।
  • Arjit | 128.240.229.66 | ২৩ নভেম্বর ২০০৬ ২১:৫৩560846
  • হুঁ, আগে দিনে দশবার গুগাবাবা আমাদের বাড়িতেও চলতো, পরে অরুণ-বরুণ-কিরণমালা হল। এখন হল ফাইন্ডিং নিমো, বা লায়ন কিং, বা ম্যাডাগাস্কার। গানের মধ্যে final countdown বা matilda বা একটা গান আছে কেউ কি শুনেছ -

    আই লাইক টু ইট, ইট, ইট অ্যাপলস অ্যাণ্ড ব্যানানাস
    আই লাইক টু এট, এট, এট এপলস এণ্ড বেনেনেস,
    আই লাইক টু আইট, আইট, আইট, আইপলস আইণ্ড বানাইনাইস...

    ভাওয়েল শেখানো আর কি।

    সে সিডি ঘুরে ফিরে চলছে। দুটো ক্যাসেট কাম সিডি প্লেয়ারের পঞ্চত্বপ্রাপ্তি আগেই হয়েছে, এটাও যাবে।
  • Arjit | 128.240.229.66 | ২৩ নভেম্বর ২০০৬ ২১:৫৭560847
  • ও, মজার খপর - ঋক "ব্যাপটাইজড" হবার বায়না ধরেছে:-)
  • mrinmoy | 59.93.241.251 | ০২ জুন ২০০৮ ০৮:২২560849
  • ম্রিন্মোয়
  • rimi | 168.26.215.135 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২০:৩০560851
  • এটা শিশুটক, আবার ধেড়ে টকও বটে।

    আমাদের এখানে কদিন ধরে খুব বৃষ্টি, বন্যার আশংকা। সাম্পান বন্যা সম্বন্ধে নতুন জ্ঞানলাভ করার পরে রাতে আমাকে স্বরচিত কবিতা শোনালো:

    "ফুল ফুটে আছে, ফুল ফুটে আছে;
    বাড়িতে বন্যায়"।

    এর মানে কি? আমি অবাক হয়ে জানতে চাইলাম। সাম্পান আমাকে বুঝিয়ে দিল, এর মানে বেবি (অর্থাৎ কিনা ও নিজে) মাম্মির কাছে এলে মাম্মির মনে হয় বন্যার জলের মধ্যে ফুল ফুটে উঠল।

    এই ব্যাখ্যায় মাথা যখন আমার বোঁ বোঁ করে ঘুরছে, তখন হঠাৎ মনে পড়ল, দশ বছর আগেকার কথা। আমরা বন্ধুরা মিলে তালসারি বেড়াতে গেছি। হঠাৎ আমাদের মধ্যে এক আÒট্রা আধুনিক কবি সমুদ্দুর দেখে উদাস হয়ে কবিতা লিখলেন:

    "সারি সারি তালগাছ, চিল ওড়ে আকাশে;
    বড় বড় ঢেউ ওঠে, মাছ ভাসে বাতাসে।"

    সবই তালসারির সঙ্গে মিলে যাচ্ছে, কিন্তু শেষ লাইনে আমরা সকলেই হোঁচোট খেলাম। একি উড়ুক্কু মাছের কথা লেখা হয়েছে নাকি? কিন্তু তালসারিতে উড়ুক্কু মাছ কোথায়?

    কবি তখন দয়া করে বুঝিয়ে দিলেন, এর মানে মাছের আঁশটে গন্ধ বাতাসে ভাসছে।

    বলা বাহুল্য, সেই আধুনিক কবিই সাম্পানের বাবা। অতএব অবাক হবার কিছুই নেই।
  • pi | 72.83.210.50 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২০:৩৫560852
  • :D
  • a x | 143.111.22.23 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২১:০৫560853
  • :-))) টু গুড!
  • tkn | 122.162.42.125 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২১:১২560854
  • :-)))
  • ranjan roy | 115.184.53.200 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২৩:০৬560855
  • হেব্বি হয়েছে।
  • Ishan | 12.163.39.254 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২৩:১২560856
  • :)

    একি। আম্মো বকখালিতে গিয়ে অনুরূপ অবস্থায় একটা কবিতা লিখেছিলাম। সেটা অবশ্য দুই লাইনের।

    নদীকূলে করি বাস।
    হারিজিতি নাহি লাজ।

    কনটেক্সট কি ছিল ভুলে গেছি। ভক্তদের অনুরোধে কবি পংক্তি দ্বয়ের কি ব্যাখ্যা দিয়েছিলেন তাও ভুলে গেছি।তবে এ কবিতা এখনও লোকের মুখে মুখে ঘোরে।
    ছন্দটি বলাবাহুল্য অমিত্রাক্ষর।
  • Du | 65.124.26.7 | ১৬ ডিসেম্বর ২০০৯ ০১:২২560857
  • কবির পিতা লুকিয়ে আছে শিশু কবির অন্তরে :))
  • Samik | 122.162.75.233 | ১৬ ডিসেম্বর ২০০৯ ০৮:৫০560858
  • তা ঘেনুর কি কাব্যপ্রতিভা বিকশিত হয়েছে এখনো পজ্জন্ত?
  • d | 117.195.34.238 | ১৬ ডিসেম্বর ২০০৯ ০৯:০৮560859
  • রিমি,
    :))))
  • SB | 114.31.249.105 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৫:৪২560860
  • এই টইটা পড়ে বিস্তর আনন্দ পেলাম। আমার মেয়ের (উপক্রমণিকা, এখন সাড়ে পাঁচ +) ইকির মিকির এর একটা পুরনো ভিডিও: http://video.google.com/videoplay?docid=2938397646626343092&hl=en#

    সারাক্ষন রান্না করে গেল, শেষে "কী রান্না করছ" জিগাতে বল্ল, "বাবা, তোমাকে রান্না করছি!!"
  • Samik | 219.64.11.35 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৫560862
  • উরিম্মা! উপক্রমণিকা??? সুকুমার রায় মনে পড়ে গেল যে !!

    জোক্‌স অ্যাপার্ট। সুন্দর নাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন