এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Paramita | 64.105.168.210 | ২৯ এপ্রিল ২০০৬ ১৩:০২560772
  • শিশুসম্বন্ধীয় আলোচনা চলুক এখানে।

    শিশুরা আদিখ্যেতারই জিনিস, তাই বাবা-মা-কাকু-মাসিদের তাদের নিয়ে আদিখ্যেতারও পুর্ণ অধিকার রইলো এই থ্রেডে, আশা করি।
  • huko | 203.197.125.66 | ২৯ এপ্রিল ২০০৬ ১৩:৩৬560870
  • হুম
    শিশুরা খুব ভালো.... অবিশ্যি যতক্ষন না কাঁদে।
  • indo | 59.93.242.168 | ২৯ এপ্রিল ২০০৬ ১৮:২৬560881
  • শিশু টক ঠিকই, তবে বেশী কচলালে তেতো হয়ে যায়।
  • Samik | 221.134.224.142 | ২৯ এপ্রিল ২০০৬ ২০:৪৩560892
  • আপনার প্রতিবেশীর বাচ্চাকে আপনার কখন সবচেয়ে সুন্দর লাগে?

    যখন সে ইস্কুলে থাকে।
  • Paramita | 64.105.168.210 | ২৯ এপ্রিল ২০০৬ ২১:০৬560903
  • কুকুবেরি (বা ঐরকমই শুনতে কিছু) বস্তুটা কি? খায় না মাথায় দেয়? বুড়োবয়সে বিজাতীয় খোকা গান শিখতে গিয়ে হাবুডুবু। বলে দিলাম লেজঝোলা পাখি।
  • vikram | 82.22.227.88 | ২৯ এপ্রিল ২০০৬ ২২:৩২560914
  • কুকাবুরা সিটস অন অ্যান ওল্ড গাম ট্রি
    মেরি মেরি কিং অফ দা বুশ ইজ হি

    লাফ কুকাবুরা লাফ।

    কি বুইলে? ওয়াল্ট ডিজনি।

    বিক্রম

  • Paramita | 64.105.168.210 | ৩০ এপ্রিল ২০০৬ ০০:২০560925
  • থ্যাঙ্কু হ্যাঁ ঐ গানটাই তো। কুকাবুরা, কুকাবুরা। মানে দেখাচ্ছে পানকৌরি। লেজঝোলা আর পানকৌরি ঐ একই হলো।

    কুকাবুরা সিটস অন দা ওল্ড গাম ট্রি.. হুঁ .. হুঁ ..
  • m | 24.166.170.155 | ৩০ এপ্রিল ২০০৬ ০১:২২560936
  • কুকাবুরা র ছবি দেখছি,ছেলের বইয়ে,পানকৌড়ির সঙ্গে তো মিল দেখলাম না,বরং মাছ রাঙা আর কাঠ ঠোকরার সঙ্গে বেশ মিল।রংএর নয় ,চেহারার।

    আমি তো টিনটিন কে মনের আনন্দে সব বাংলা ছড়া শোনাই,যেমত,আমপাতা জোড়া জোড়া,ইকির মিকির চামচিকির,-এগুলো বলার সময় বীর রসের সাহায্য নিতে হয়।সে খুব দ্রুত না বল্লে মেম খায় চা-বিস্কুট টা দু লাইন পরে পরে বলে চলে।
    খোকন সিরিজ আগে খুব প্রিয় ছিলো,আজ কাল শোনে,তবে একটু পরেই বলে "খোকন শেষ":-))))) তবে বাংলা ছড়ার গানের একটা সংকলন আছে ,আলপনা বন্দ্যোপাধ্যায়ের,সেটা এনেছিলাম,শোনাবো বলে,উনি আবার বাংলা গান পছন্দ করেন না:-( দেবু দাদু আগে শুনতেন,আজকাল চালালেই বলে "ঐ গানটা কব্বে না আ আ"।
  • dri | 66.81.197.245 | ৩০ এপ্রিল ২০০৬ ০২:০৫560947
  • আমার মেয়ের রেজাল্ট বেরিয়েছে। ওজনে টেন পার্সেন্টাইল, আর লম্বায় নাইনটি নাইন পার্সেন্টাইল। ডাক্তার বলে দিয়েছে মেয়ে মডেল হবে। শুনে ওর পিসি বলেছে ভালোই হয়েছে, আমাদের বড়িতে একটাও মডেল ছিল না। আমিও কিছুটা নিশ্চিন্ত হয়েছিলাম। কেরিয়ার যখন ঠিকই হয়ে গেল পড়াশুনো নিয়ে আর মারামারি করতে হবে না। বউকে বলতে বউ বলেছে সে আশাতেই থাক। শর্মিলা ঠাকুর না কার জানি মেয়ে হার্ভার্ডে ব্যচেলর এবং অক্সফোর্ডে মাস্টার করার পর মডেলিং করছে। শুনে বেশ মুষড়ে পড়লাম।

    এদিকে মেয়ে এখন হাংগার স্ট্রাইক করছে। কিন্তু দাবিদাওয়া কিছু বলছে না।
  • Paramita | 64.105.168.210 | ৩০ এপ্রিল ২০০৬ ০২:৪৮560773
  • দ্বিভাষিক বাচ্চাগুলোর প্রথম থেকেই দেখছি মাথার মধ্যে একটা ম্যাপিং হয়ে যায় সব জিনিসের দুটো করে নাম থাকে। আমার মেয়ের ডে কেয়ারে তার এক দিদি বন্ধু ছিল। সে যখন প্রথম কথা শিখছে, তাকে ডে কেয়ারে একটা স্টিকার দেওয়া হয়েছিলো। মা যখন তুলতে গেছে ছুটির পর, সে মাকে স্টিকার দেখিয়ে বলেছে "স্টিকার স্টিকার"। তারপর তার সন্দেহ হয়েছে, মা তার কথা বুঝবে না, কাজেই অনুবাদ করে দিল সঙ্গে সঙ্গে, "টিপ টিপ"। [ মাকে টিপ পরতে দেখে স্টিকার আর টিপের সে অব্যর্থ মিল খুঁজে পেয়েছে।

    তবে বাংলা ছড়ার বইতে আমার মেয়ে তার মতো করে রেলেভেন্স খোঁজে। তুতু-ভুতুর ছবি দেখছিল, শাড়ি পড়া বেড়াল দেখে তার কোন হেলদোল হোলো না। "নোটন নোটন পায়রা" সেই তুলনায় আশাব্যঞ্জক কারণ লেক, ডাক, মাছ, পায়রা এসব সে রোজ দেখে। আমায় দু ভাষার শব্দ, পরিচিত জায়গার রেফারেন্স বলে একটা প্যারালাল টেনে দিতে হয় এই যা।
  • m | 24.166.170.155 | ৩০ এপ্রিল ২০০৬ ০৯:৫২560784
  • আমার ছেলেকে যখন ছবির বই দেখাই ,সে সব কিছুর ইংরেজি নাম বলে,সঙ্গে বাংলা,দুটোকে এক সঙ্গে জুড়ে বলে, যথা,আমব্রেলা ছাতা,এগ ডিম,কলিফালা ফুলকপি,লিফ পাতা,ট্রি গাছ,তার বাক্য অনেক টা এই রকম,বেবি ট্রি-গাছ দেখেছে।আমি তো হেসেই কুটি পাটি।তবে তার এই বুদ্ধি হয়েছে,যে বাড়ির বাইরে যাদের সে দেখে ,তারা অন্য ভাষায় কথা বলে,সে দোকানে কেউ হাই বল্লে বলে "সে হাই'':-)আর যা যা সে জানে,আমাদের কে বড়িতে মাঝে মাঝে বলে,কাম অন,সিট ডাউন,বেবি কাম হিয়ার ....ইত্যাদি। তবে বাবা কে মিটিং করতে শুনে কয়েক দিন আগে বল্লো,"বাবান ইঙ্গেজি তে কি বল্লো?" বাংলা শব্দ প্রয়োগ তার চমৎকার,আজ সকালে ঘুম থেকে উঠে তার প্রথম কথা" নেকু দুধ খাবে" আমি বুঝতে পারি নি প্রথমে,আমি বল্লাম কি বলছো?সে আবার বল্লো নেকু দুধ খাবে:-)) শব্দের এ হেন প্রয়োগে আমি হাসবো না কাঁদবো বুঝে পেলাম না।
  • Tina | 64.12.116.5 | ৩০ এপ্রিল ২০০৬ ১০:২৮560795
  • পারমিতা,
    কুকাবারা র গান টা কোথায় শুনলেন? বার্নি তে নাকি? জিজ্ঞাসা করার কারন এই যে আমার এই গান টা ওখানেই শোনা। যদিও বার্নি এন্ড ফ্রেন্‌ড্‌স হলো বাচ্চাদের শো তবুও ওটা আমি দেখতে খুব ভালোবাসি। দেখে দেখে প্রায় সব গান জানা হয়ে গিয়েছে। এখন ব্যাপার হলো ঋজু ওটা দেখতে বসলেই আমাকে তার পাশে চাই-ই চাই, কারন সে জানে যে গানগুলো সব তার সাথে সাথে মা ও গাইবে :-)

    কুকাবারা র পুরো গান টা এরকম :-

    Kookaburra sits in the old gum tree
    Merry, merry king of the bush is he
    Laugh, Kookaburra! Laugh, Kookaburra! Gay your life must be

    Kookaburra sits in the old gum tree
    Eating all the gum drops he can see
    Stop, Kookaburra! Stop, Kookaburra! Leave some there for me!

    Kookaburra sits in the old gum tree
    Counting all the monkeys he can see
    Stop, Kookaburra! Stop, Kookaburra! That's not a monkey that's me

    Kookaburra sits on a rusty nail
    Gets a boo-boo in his tail
    Cry, Kookaburra! Cry, kookaburra!
    Oh how life can be!


    গানের সাথে সাথে নাচ ও আছে, সেটা দেখতে হলে এখানে চলে আসুন, ঋজু আর আমি দেখিয়ে দেবো :-)))
    এই পাখিটা বেশ লেজঝোলা, অস্ট্রেলিয়া আর নিউ গিনি র নেটিভ, এর ডাকটাতে একটা বিশেষত্ব আছে অনেকটা মানুষ জোরে হাসলে যেরকম শোনায় সেইরকম। সিডনি অলিম্পিক এর তিনটে ম্যাসকট এর মধ্যে একখানা ছিলো এই পাখি।

  • Tina | 64.12.116.5 | ৩০ এপ্রিল ২০০৬ ১০:৪৪560806
  • মিঠু,
    ঋজু র ও আগে উজানের মতো এই অভ্যাস টা ছিলো। সব নাম সে বাংলা আর ইংরেজি দুটোতেই বলতো। কথা বলার সময় দুটো ভাষা মিশিয়ে বলতো। তারপর বাড়ী র বাইরে এ কাজ অনেকবার করার পর সে বোধ হয় একটু বুঝে গিয়েছে যে তারা বাংলা বোঝেনা। এখন সে আর বাইরে বাংলা বলে না, যদি দেখে আমরা বলছি তখন ই বলে।
  • Paramita | 64.105.168.210 | ৩০ এপ্রিল ২০০৬ ১১:৫৮560817
  • টিনা, কুকাবুরার গানটা আমি শুনেছি আমার মেয়ে একটা মিউজিক প্লে গ্রুপে লাফ-ঝাঁপ করতে যায়, সেখানে শিখিয়েছে ও বাড়িতে একটা সিডি পাঠিয়ে দিয়েছে, তাতে। এটার সুরটা তো খুব ক্যাচি বটেই, আরো কিছু বাঁদরবিষয়ক নার্সারি গান আছে, সেগুলোও আমার খুব ভালো লাগে। ঐ প্লে গ্রুপের থিম হলো গিয়ে মাঙ্কি।

    ভুদু এখনো বার্নি দেখে নি(এই আঠেরো মাস হলো), তবে বেবি আইনস্টাইনের ডিভিডিগুলোতে মন-প্রাণ সঁপেছে। বার্নি যে কি'রম নেশা ধরানো বন্ধুদের বাচ্চাদের দেখেই বুঝি। বাংলায় ভালো অ্যানিমেশান জানা আছে কারো? হাতে ক্ষীরের পুতুল, হযবরল আরো কিছু এসেছিলো, সেগুলোর কোয়ালিটি কহতব্য নয়। পুরোনো আলিবাবা শ্রুতিনাটকে অ্যানিমেশান লাগিয়ে ডিভিডি হয়েছে, দেখেছেন কেউ? আমি দেখিনি তবে রিপোর্ট ভালো পেয়েছি।
  • Arjit | 128.240.229.7 | ০৩ মে ২০০৬ ২০:০২560828
  • সেদিন ইয়র্কশায়ার ডেলসে হাঁটতে গেছি - প্রায় পাঁচ মাইল - ঋক তো পাঁচ মাইল হেঁটে দিলো, কোন ঝামেলা নেই - শুধু সেই সাড়ে তিন ঘন্টা মুখটা এক সেকেণ্ডের জন্যেও বন্ধ হয়নি। শেষে বাধ্য হয়ে বল্লুম - ওরে তোর রেডিওটা বন্ধ কর। জিগ্গেস করলে - কোন রেডিও - তো বল্লুম - তোর পেটের মধ্যে যেটা আছে। ব্যাটা উল্টে বল্লে - আমার tummy-তে যে রেডিওটা আছে ওতে স্টপ বাটন নেই - শুধু প্লে আর রিওয়াইন্ড।

    ব্যোম শঙ্কর।
  • Tina | 64.12.116.5 | ০৩ মে ২০০৬ ২১:২৬560839
  • অরিজিৎ,
    তোমার ছেলের দেখছি sense of humor টা দারুণ। তবে পাঁচ মাইল হাঁটিয়েছো আবার বকবক করবে না এ কিরকম কথা? :-)))

    আমার ছেলের আজকাল যা হয়েছে যেন রেকর্ডার। একবার শুনলেই হলো, তার পরেই যেন তোতা পাখি। কেন জানি না খারাপ শব্দ গুলো তার আবার ভালো মনে থাকে আর ওগুলো ই সে বেশি করে বলে। তাই তার সামনে ওগুলো বলার সময় বানান করে বলি।
  • m | 24.166.170.155 | ০৪ মে ২০০৬ ০৮:১৯560850
  • টিনটিন কে দেখি, কোনো বাজে কাজ করলে ,নিজেই অবিকল আমার ভঙ্গী কে নকল করে বলে,বেবি এটা কি ই ইকল্লে?হু? মানা করেছি না? ইমা কি কল্লে? মনে হয় আমি ই বলছি।আমি যদি বলি কি হচ্ছে,সে সবজান্তার মত বলে,বেবি বেশি ন্যাকামো কোনো( কোরো) না।ন্যাকামো কোনো না।সঙ্গে ফাটা রেকর্ডের মত ,হে ভগমান,কি অবস্থা,হু। সব কথা র শেষে একটা হু ঝুলেই আছে। দেওয়ালে সপরিবারে হাসি মুখের একটি ছবি আছে,তাতে বাবা বেবির গায়ে হাত দিয়ে আছে,মাঝে মাঝে সে দিকে তাকিয়ে -ছবি ই ই ,বেবি বাবান হাব্বুলিয়ে(হাত বুলিয়ে)ছবি।

    ঘুম থেকে উঠেই,চাবি নিয়েছো,পাস(পার্স) নিয়েছো,টিফিন,জলের্বোতল,কোকের বোতল,ল্যাপটপ,মোবাইল,সেল ফোন নিয়েছো? সব এক নি:শ্বাসে উচ্চারিত হবে,এই সব নিয়ে ও আপিসে কাদ(কাজ)করতে যায়।কালো ল্যাপটপে অপিসে বাবান কাদ,বেবি কাদ। এই সব কাদের মাঝে মাঝে সে আবার নান্না ও করে,রান্না তে কি কি মতলা(মশলা) দেবে??উত্তরের অপেক্ষা তার নেই ,নিজেই বলে,লংকা গুয়ো,জিরে,তেজপাতা,জিন্দার-গাল্লিক পেত(পেষ্ট),ওনিওন,লংকা গুয়ো,নুন ,অলিভ অয়েল তেল।ক্যানোলা অয়েল তেল ও বেবি চেনে?হু--- যদি বলি এই বার চুপ করো,সে বলে বেবি সারাদিন খালি বকবক ,বকবক।
  • Paramita | 64.105.168.210 | ০৪ মে ২০০৬ ১১:১৮560861
  • অরিজিৎ আপনার ছেলে (কতো বয়েস?) পাঁচ মাইল হেঁটেছে - ছেলেকে ম্যারাথনের জন্যে গ্রুম করুন মশাই! আবার কমপ্লেন করছেন বেশী কথা কইছে! বাড়ি থেকে একশো মিটার দুরে লেকে সান্ধ্যভ্রমণে মেয়েকে দিয়ে যাই, যদি সে তিনবার রাস্তায় গড়াগড়ি না খেয়ে, পাঁচবার উল্টোদিকে হাঁটা না দিয়ে, আড়াইবার পাশ দিয়ে হেঁটে যাওয়া "দাদা"দের মুগ্‌ধকন্ঠে না ডেকে গন্তব্যে পৌঁছতে পারে, জানবো তার "হাউদু"র (দাদু বা মাতামহ) ভাগ্য সেদিন খুব ভালো।

    টিনা,ম, আমি ঐ রিপিটেশনের জন্য অপেক্ষা করছি অনেকদিন ধরে, কিন্তু সে রাস্তায় সে গেল না। যা বক্তব্য বুঝিয়ে দেয়, শুধু দুটো সিলেবলের পর সব টেলড্রপ হয়ে যায় : ডাপা (ডায়াপার), বাকু (বকম বকম), নোমো (no more) ইত্যাদি।
  • Arjit | 128.240.229.66 | ০৪ মে ২০০৬ ১৪:২৪560869
  • পারমিতা (আদি) - ঋক চার পেরিয়েছে।

    "তুই বড্ড বক বক করিস" বল্লে উত্তর দেয় "তুমি বকর বকর করো"।
  • Arjit | 128.240.229.66 | ০৪ মে ২০০৬ ১৪:৩১560871
  • তবে ঋক আরো ছোট বয়স থেকে হেঁটে হেঁটে ঘুরছে - আড়াই বছরে পুরো ভেনিস, রোম, মিউনিখ, সাড়ে তিনে এরকম আরো গোটা ছয়েক শহর...এক একটা ট্রিপে। তখন একটু বায়না করতো, এখন অতটা করে না - তবে তার জন্যে ঘুষ দিতে হয় - হয় ট্রেন, নয় গাড়ি, নয় শিয়ারারের নাম লেখা নিউক্যাসল ইউনাইটেডের জার্সি...
  • m | 24.166.170.155 | ০৫ মে ২০০৬ ০০:৪১560872
  • টিনটিন কে কিছু তেই নিজের নাম শেখাতে পারছি না, সে নিজের নাম বলে উজান্টিন্টিন। পাড়া -পড়শী সুইমিংপুলের ধারে পাশে যত স্বল্প বেশ নারী,যারা ওর ঠাকুমার বয়সী তারাও হলো "বেবি":-(সব লোক ই ওর দাদা।বাড়ির বাইরে পা দিলেই হাত ছাড়িয়ে এক দৌড়,আমাদের যে দিকে যাবার ঠিক তার বিপরীত দিকে,সে দৌড় আধঘন্টা বাদেও এক ই রকম প্রানবন্ত,অন্যদিকে আমাদের প্রানান্ত,

    প্রচন্ড পরিচ্ছন্নতার বাতিক,এক টুকরো কাগজ পেলেই সঙ্গে সঙ্গে ময়লার ঝুড়িতে,কিছু না পেলে নিজের বা আমাদের বই কয়েক টুকরো করে,ছি ছি নুংগা,ম্যায়লা বলে আবার ফেলে আসা।কিছুনা পেলে নিজের দু -চার টে খেলনা ফেলে আসে। এর সঙ্গে আছে ডায়পার নিয়ে চিন্তা,কিছুক্ষণ পরে পরে ,ডায়পারে কি হচ্ছে?হু? বলে পরীক্ষা,এবং খুলে ফেলা।চোখ পাকালে বলে বেবি ফেস(ফ্রেশ) ডায়পার পর্বে।
  • Tina | 64.12.116.5 | ০৬ মে ২০০৬ ০০:১৯560873
  • ঋজু আজ সকালে দুটো হাইস্কুলে পড়া ছেলেমেয়ের সাথে বেশ আড্ডা মারলো। শেষে আবার তাদের বলে দিয়েছে high school is lot of fun। বলার সময় বুকের ওপর আড়াআড়ি দুই হাত রাখা। ছেলেমেয়ে দুটো হেসে কুটিপাটি। আমি মনে মনে বলি ওরে তোর বয়েস কতো? :-)))

  • Samik | 221.134.238.183 | ০৬ মে ২০০৬ ২০:৩৫560874
  • জোর খবর। ভূতো আজ সকাল থেকে হন্টন শুরু করেছে। দিব্যি টলোমলো পায়ে তিন চার পাঁচ স্টেপ হেঁটে ফেলছে।
  • vikram | 134.226.1.136 | ০৬ মে ২০০৬ ২০:৪০560875
  • প্রথম গোঁফের রেখা
    দাড়ি কাটতে প্রথমবারে
    রানিং বাসে নামতে প্রথম আছাড় পথের ধারে
    এমনি নানা স্মৃতির সাথে জড়িয়ে চিরদিন
    সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম বোরোলিন।

    বিক্রম

  • tan | 131.95.121.251 | ০৬ মে ২০০৬ ২০:৫১560876
  • বে থে, এখনো কি ক্রেশেই দাও সাঁঝকে, নাকি অন্য ব্যবস্থা হয়েছে?

  • Samik | 221.134.238.183 | ০৬ মে ২০০৬ ২১:৪৮560877
  • না ট্যান, ক্রেশই ভরসা, দুইজনই চাকুরিজীবি, কী করা!

    উত্তর ভারতীয়রা কিন্তু একে ক্রেচ্‌ বলে।
  • raatri | 59.93.240.219 | ০৭ মে ২০০৬ ১৬:১৪560878
  • আমারটিও তো উজান,মামাবাড়ি ভারি মজায় গিয়ে আরো কথা শিখে ফেলেছেন।প্রথমে নাম বলতে শিখলেন উউউউ-দান,কাল থেকে দিব্য উদান বলছেন,বলেই আর কেউ দিক-না-দিক থোড়াই কেয়ার ভাবে নিজে হাততালি।
    টুংকাই-টা পারে না।বলে কাক্কাই।
    আর সারাদিন নাকি সে মানুষটির ফোনের পর ফোন আসে,যা পায় তাই কানে, 'হ্যা,পাপা'...বেচারা জ্ঞান হয়ে থেকে দেখছে পাপাকে ফোনে ছাড়া পাওয়া যায় না।সে অভ্যেস যাবে কোথায়!আর ফোন বাজলেই সেটা নিন্নিন,মানে আমার বোন,যে ওকে সবচেয়ে বেশি ফোন করে বকবকায়।হাঁটে হাঁটে,ফোন তুলে কানে দেয়,তারপর চেয়ারে বসে ফোনের ডাইরি উল্টোয়।

  • raatri | 59.93.240.219 | ০৭ মে ২০০৬ ১৬:৩০560879
  • বাচ্চাটি রামফাজিল।এক-একজনে্‌ক অন্তত: দশটা করে নামে ডাকে।যেমন আমার মাকে-দিইইইদান,দি,দিদিলা,দিদিলা-দিলা-দিলা,দিদিনা,দিদিনি,দাদিন ইত্যাদি।ওবাড়ী গেলেই আমার ডাকনাম ধরে মাঝেমধ্যে ডাকার ইচ্ছে জেগে ওঠে।
    অন্য বাচ্চা দেখলে পাগল,সে ১৩-১৪ বছর অবধি সবাইকে সমবয়স্ক ভাবে।ও পাড়ায় পার্কে অনেক কুঁচোর সাথে ভাব হয়েছে।মৃত্তিকা নামে এক ৮ মাসের পুতুল তার প্রতি বিশেষ মনোযোগ দেখায়,আমাদেরও তাকে দিব্য লাগছিলো,এরই মাঝে গল্পে ঐশানীর প্রবেশ(একই রকম বয়স)!টুংকাই দেখি তার প্র্যাম দেখে 'তোন,তোন,উউউউদান' (বোন,বোন,আমি উজান) বলে আমায় ফেলে পার্কের বিপরীত দিকে টলোমলো পায়ে রওনা হলো।১৫ মাসের পক্ষে কি বাড়াবাড়ি না?
  • Paramita | 64.105.168.210 | ১৫ মে ২০০৬ ০০:১৭560880
  • একটা সাদা পাতায় দুটো লালনীল রং হাতের ছাপ - শুক্কুরবার মেয়ের ডে কেয়ার ফেরত ব্যাগে খুঁজে পেলাম। পাশে আঁকাবাকা অক্ষরে লেখা হ্যাপি মাদার্স ডে। তায় আবার আনন্দমেলার প্রচ্ছদের মতো অক্ষর কাটা। সব চিন্তাশীল কেয়ারগিভারের সৌজন্যে(উনিশ মাসের বাচ্চার অ্যাতো ক্যালি নেই)। ভালো লাগে, ছেলেবেলায় কখনো আমাদের মার জন্য কোন দিন ছিল না, সব আমাদের দিন। কিরম ফোকটে পেয়ে যাওয়া ভালো লাগা - যদি কনজিউমারিজমের চক্কর হয়, তাও ক্ষতি কি।

    শুভেচ্ছা।
  • a_x | 70.39.101.94 | ১৫ মে ২০০৬ ০৫:২৪560882
  • ক্ষতি জানার ইচ্ছে থাকলে How to Read Donald Duck: Imperialist Ideology in the Disney Comic এইটা দিয়ে শুরু করতে পারেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন