এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 202.131.141.197 | ১৪ আগস্ট ২০০৬ ১৪:৩৫560916
  • আমি পরশু থেকে মেয়ের ডাকনাম দিয়েছি: বরফি।

    আর কিছু করার ছিল না। কথা অনেকদিন থেকেই বলছিল, কিন্তু কী ভাষায় বলছে বোঝা যাচ্ছিল না। পরশু দেখি কথাগুলো অনেকটা ঐ গর্‌র্‌র্‌মুশ্‌শ্‌ গর্‌র্‌র্‌মুশ্‌শ্‌ টাইপের লাগছে। তাই ঝটপট বরফি নামটাই দিয়ে দিলাম।

    টিভিতে একদিন প্রতিদিন সিরিয়াল শুরু হলেই তেনার আ-আ-আ করে গলা মেলানো শুরু হয়। মাঝরাতে হঠাৎ ঘুম থেকে উঠে কী প্রেম। আমরা গভীর ঘুমে, হঠাৎ, আধো আধো স্বরে 'উবু দশ কুড়ি' গোনার স্টাইলে আওয়াজ পেয়ে যেগে উঠে দেখি মেয়ে সোটান উঠে বসে একবার আমাকে একবার মা-কে টাচ করে আধো আধো স্বরে বলেই যাচ্ছে, 'বা-ব্বা:, মা। ব্বা:, মা।'

    বোঝো কান্ড। কী, না জল তেষ্টা পেয়েছে। দোল, দোল, মানে জল খাবে, উঠে বসে জল খাওয়ালে সাথে সাথে আবার ঘুম।
  • raatri | 59.93.199.241 | ১৪ আগস্ট ২০০৬ ২০:৪৮560917
  • ও মা!একদিন প্রতিদিনের title musicটা তো টুংকাই-এরও খুব পছন্দের।কথা বলা শিখেই 'এদ্দিন,এদ্দিন' করতো।এখন তার সাথে 'পুতিদিন' যোগ হয়েছে।যেখানেই যে অবস্থায় থাক,পাইপাই করে দৌড়য় ঐ গানটা কানে এলে।

    তিনি কখনো খুব বীর,আবার কখনো ভয় পাওয়ার অভিনয় করেন।একদিন বললো 'কক্কোচ(cockroach) বেয়িএচে,এন্দেক্তান(injection) দিয়ে আতি'!কাল্পনিক cockroach বলাই বাহুল্য!কাল আবার বলে দেখি 'ইফি!ভত্তি ইফি!পোচ্চোন্দো ভয়!পালাই!'
    (ইফি হলো মাকড়সা,ipsy wipsy spider rhymes অনুযায়ী এখন ইফি বলে।)

    এখন সবাই দিনে কয়েক দফা এন্দেক্তান খাচ্ছি।তিনি স্বঘোষিত ডাক্তার কিনা!জানলায় দাঁড়িয়ে সব ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া দেখে।'তুমি স্কুলে যাবে?'...'না'জোরে চেঁচিয়ে বলে।'হত্ততাল!'বোঝো!আর বাবার ভীষণ ভারী ব্যাগটা পেলেই টানতে টানতে 'তাতা,থিউ বাই,হত্ততাল' বলে রওনা!
  • raatri | 59.93.199.241 | ১৪ আগস্ট ২০০৬ ২১:০২560918
  • হাঁটা শিখেই চোখ বুজে হাঁটা,পিছন দিকে হাঁটা,ঝুঁকে ঝুঁকে হাঁটা এই সব শুরু করে দিলো।আমরা যত ভয় পাই,ওর তত মজা।ওর দাদু বললেন 'কায়দাটা দেখো!'এখন ওভাবে হাঁটবে আর বলবে 'কায়দা!কায়দা!'

    আর আমাকে দেখিয়ে দেখিয়ে পেপার ছিঁড়ে মুখে দেবে,মাটি থেকে কি তুলে মুখে দেবে।আমি আঁতকে উঠে হাত খুলিয়ে,মুখ খুলিয়ে দেখি কিছু নেই,পেপার-ও গোটাই আছে।আর তার তখন হা-হা করে রীতিমতো অট্যহাসি!

    আর কম্পিউটারে বসলে তো কথাই নেই।কি সব এনে মুখে দেবে।সেদিন একটা ঘড়ি এনে বললো 'মুখে দিচ্ছি কিন্তু!'কোনোদিন রিমোট এনে বলবে 'কান্টে(current) ধয়েচি'।মানে সোজা কথায় উঠে পড়ো!আমার সাথে খেলো!
  • s | 141.80.168.31 | ১৪ আগস্ট ২০০৬ ২১:৫৪560919
  • হা হা হা হি হি হি হো হো হো ওরে বাবা!!!
  • Paramita | 64.105.168.210 | ১৫ আগস্ট ২০০৬ ১১:১৭560920
  • স'র উৎসাহে মেঘের লেটেস্ট:

    কবি কবি ভাব

    মেঘের ডে কেয়ারের দিদিবন্ধু তনিশা। মেঘ তাকে ডাকে তনিশি। আর খাওয়া শেষ করে মেঘ বলে "ফিনিশ"। এদিন খাওয়া শেষে বললো, ফিনিশ! মা বললো, ভেরি গুড। তাতে মেঘের স্বগতোক্তি :

    ফিনিশি
    তনিশি
    ফানিশি
    একটু থেমে "তনিশি দিদি"
    তরপর আবার
    ফিনিশি
    পানিশি
    তনিশি
    মাসি

    প্রিয় বাংলা গান

    পেট সং : পেটকাটি চাঁদিয়াল - রাস্তায় বেরোলেই ইনফাইনাইট লুপে চালাতে হবে নয়তো মাথা খারাপ করে দেবে - প্রিলিউড ইন্টারলিউডে "তক তক তক" মিউজিক নিজেই দেবে মাঝে মাঝে

    দোলো সং : আমাদের নানান মতে নানান দলে দলাদলি। ঘুমে কার্যকরী উইথ পিঠ চাপড়ানো তালে তালে

    মনোপিনি সং : মনোবীণায় এখনই বুঝি আমার বিদায় সুর বাজে

    বোন্দু সং : বন্ধু তোমার এ গান শোনাবো বিকেলবেলায় - এও ঘুমের পক্ষে ভারি কার্যকরী

    তবে দিন কয়েক হলো এইসব পাকা পাকা গান ছেড়ে "ইন্দি বিন্দি সিন্ধিতে" (দাদা দিদি সং) সেটল করেছে, এটাই আশার কথা।
  • raatri | 59.93.206.212 | ১৫ আগস্ট ২০০৬ ১৩:০৭560921
  • টুংকাই আজ 'দন-গন-মন' অবধি গাইলো।এছাড়া,দিনের নানা সময়ে নানা ধরণের গান তো আছেই।ঘুম থেকে উঠে 'দো,এ দিয়ার,অ ফী মল দিয়ার...এ,আ দদ্দ দদ্দ থান'।আমি ধরবো 'মি,আ নেম আই কল মাইসেল্ফ,ফা...' টুংকাই-'আ নন্নন নন্নন ন'।একটু পরে হয়তো 'মম তিত্তে ইতি ইত্তে কে দে আতে তাতা তৈ তৈ' বা 'আমবা হবাই আজা'।কখনো বা দোহার-এর 'ঔয়ি এয়ো,এখে দায়ো,ববানি আমাল ববনো কয়েথে আয়ো'(গৌরী এলো,দেখে যা লো,ভবের ভবানী আমার ভবন করেছে আলো)।কখনো 'বাগানে ফু তোয়া মানা,থবাই দানে,কথা থোনে,বাতাত থোয়ে না,থে পোত্তে দানে না'(এই বাগানে ফুল তোলা মানা,সবাই জানে কথা শোনে,বাতাস শুধু শোনে না,সে তো পড়তে জানে না) ইত্যাদি।
    আর আমরা যা নতুন গাইবো,সেটাই 'আবা গাও','আবা গাও' করে যতক্ষণ না নিজের দখলে আসে শুনে যাবে।তবে গাইবে না।২-৩ দিন পর হয়তো শুনবো নিজে বসে গুণগুণ করছে।

  • raatri | 59.93.241.77 | ১৫ আগস্ট ২০০৬ ১৯:৫৮560922
  • বলে তো অনেক কিছুই,কিন্তু দোভাষী ছাড়া সে কথা বোঝা প্রায় অসম্ভব!বয়সটা তো দেখতে হবে!এইটুকু পুঁটের মুখ দিয়ে আর কতই বা বেরোবে!আর এতো বকবকালে ভুলভালও হবেই!

    একটু আগে বললো 'ওক্কি আকুই(লক্ষ্মী ঠাকুর)গিতার বাজাচ্চে'।তারপর 'উগ্গা(দূর্গা) আকুর অথুই দনন কোয়েথে,কপ কোয়ে ধোয়েথে,আপ কোয়ে মেয়েথে'।
  • Samik | 59.144.179.160 | ১৫ আগস্ট ২০০৬ ২৩:৩৫560923
  • ওর বয়েস কত?

    আমার মেয়ে দেড় বছর, বলে অনেক কিছুই কিন্তু আমরা কিছু বুঝতে পারি না।
  • Mita | 69.134.231.58 | ১৬ আগস্ট ২০০৬ ০০:০৩560924
  • "কপ কয়ে ধোয়েথে, আপ কয়ে মেয়েথে" টা জাস্ট টু মাচ!!

    রাত্রি, শমীক, পারোমিতা,
    শিশু টক পড়তে দারুন লাগছে। পারোমিতা, মেঘের গানের চয়েস ভালো, পেট কাটা চাঁদিয়াল আমার ও খুব পছন্দের গান :-)
  • tania | 151.151.73.163 | ১৬ আগস্ট ২০০৬ ০০:২০560926
  • আমার ছেলের ভোকাবুলারি খুব লিমিটেড। তারই মধ্যে দুএকটা কথায় আজকাল চমকে দিচ্ছে। যথা:
    মিকি (গম্ভীর মুখে): মামমাম, I need to go to দোকানে।
    আমি : কেন?
    মিকি : I need to bring Gordon home (Gordon হল Thomas the Train ফ্যামিলির আর একটি ট্রেন)
    আমি : কেন?
    মিকি: কারণ, I need to.
    আমি: কেন?
    মিকি : কারণ if I don't bring him home for my birthday, Gordon will be very mad!
  • mita | 69.134.231.58 | ১৬ আগস্ট ২০০৬ ০০:২৯560927
  • ঠিক ই তো, নেহাত Gordon mad হবে তাই আনতে হবে, নাহলে ওর আর কি! :-)
  • s | 141.80.168.31 | ১৬ আগস্ট ২০০৬ ০১:৩১560928
  • 'কপ কোয়ে ধোয়েথে আপ কোয়ে মেয়েথে'..... উরে বাবা রে, আর পারছি না। সঙ্গীতাদি, আমি বেদম হাসতে হাসতে পুরো মাটিতে গড়াগড়ি খেয়েছি। পেটে রীতিমত ব্যাথা করছে এত্ত হেসেছি। আচ্ছা, ও এসব শিখলো কোথা থেকে? অ্যাঁ?
  • Tina | 64.12.116.5 | ১৬ আগস্ট ২০০৬ ০২:৪৯560929
  • তানিয়া,
    মিকি র ও বুঝি টমাস ট্রেন কে পছন্দ? আমার ছেলে ঋজু ও তাই, আমার তো মুখস্ত হয়ে গেলো টমাস এর গল্পগুলো তাকে পড়ে শোনাতে শোনাতে।
    সেই যে একটা গল্পে টমাস খুব ভয় পাবে, জেমস না পার্সি কে একটা যেন তাকে ভয় দেখাবে। তারপর থেকে ঋজু খালি তোয়ালে দিয়ে মুখ ডাকবে আর দু-হাত নেড়ে আমার সামনে গিয়ে "মাম্মি আমি একটা স্পুকি ঘোস্ট" বলবে। আর আমি ও খুব ভয় পাওয়ার ভান করি। আর মাঝে মাঝে দুজনে মিলে ট্রেন ট্রেন খেলি আর সারা বাড়ী দৌড়ো ই।
  • tania | 151.151.73.163 | ১৬ আগস্ট ২০০৬ ০২:৫৯560930
  • আর বোলো না, থমাসের গল্প পড়তে পড়তে পাগল হবার জোগাড়! আর ঐ ভুতের গপ্পোটা মিকিও খুব এনজয় করে। মাঝে মাঝে আমাকে হঠাৎ 'boo!' বলে ভয় দেখায়। আর ভয় না পেলে রেগে গিয়ে বলে, 'মামমাম, আমি বু করছি, তুমি scared হবে?'
  • raatri | 59.93.240.22 | ১৬ আগস্ট ২০০৬ ১১:৩৫560931
  • কেন মিতাদি,অসুর দমন শুনে চমকাও নি?আমি তো চমকেছিলাম বেদম।তারপর আমি যেই submit করলাম,তখন বললো 'জদিনন মম,তদত্তু রিদনন তব'(যদিদং হৃদয়ং মম,তদস্তু হৃদয়ং তব)।কার সাথে যে কার যদিদং হলো,সেটা ঠিক বুঝলাম না।ওর বাবা আঁতকে উঠেছে দূর্গা ঠাকুরের আর অসুরের যদিদং হলো কিনা ভেবে!
    আসলে খাওয়ানোর সময় তো খালি পালায়,ওকে বসিয়ে রাখার জন্য নানা গল্প,গান,কবিতা করে যেতে হয়।সেখানেই দূর্গাঠাকুরের গল্প,আমার এক বন্ধুর বিয়ে আসছে সামনে এসব গল্প করেছি আর কি।

    আর নানা কারণে তার আবার আজকাল 'আন্দন্দ' হচ্ছে!এক হাত মাথার ওপর তুলে 'আন্দন্দ' বলে চোখ বুজে থাকে কিছুক্ষণ।

    একটা বাইক আছে খেলনার।সামনের সিটে যে বসে চালাচ্চে,সে নাকি 'উক্কাই'।পিছনের সিট ফাঁকা।বললাম-'কাকে নেবে এখানে?' বললো'মাম্মাকে'।
    'আর?'
    'পাপাকে'।
    'আর?'
    'ধুধদ্দাকে'(সুভদ্রাকে)।
    'আর?' বললেও মাম্মা,পাপা আর সুভদ্রাই ঘুরে ঘুরে আসছে দেখলাম।আমার কেন যেন মনে হচ্ছে মাম্মা-পাপা এসব eyewash,আসলে বাইকে চড়বে ঐ সুভদ্রা একাই।এই সুভদ্রাটি কে সেটাই এখন খুঁজে দেখতে হবে!!
  • Arjit | 128.240.229.6 | ১৬ আগস্ট ২০০৬ ১৪:৩১560932
  • উরি বাপরে - থমাসের গপ্পো পড়ে পড়ে আর ট্রেন কিনে কিনে আম্মো পাগল হয়ে গিচি। কোনটা নেই? থমাস (উচ্চারণ "থমেস" - জর্ডি কিনা), গর্ডন, এডোয়ার্ড, পের্সি (অ্যাকচুয়ালি পার্সি), জেমস...এখন নেহাত ঘরে ঋকের দাদু-দিদা আছেন, নইলে ওই ঘরে মেঝে জুড়ে কাঠের ট্রেন লাইন সাজানো থাকে, আর তার ওপর সারি দিয়ে ট্রেন...
  • raatri | 59.93.241.57 | ১৭ আগস্ট ২০০৬ ২০:০৫560933
  • এখন এই 'ধুধদ্দা' জানলো কোথা থেকে?কেন,ঐ যে পুরীর ছবি আছে না তিন ভাই-বোনের 'জজনান,বননান আর ধুধদ্দা'!!
  • raatri | 59.93.240.155 | ১৮ আগস্ট ২০০৬ ২০:১৭560934
  • সর্বাণী,
    হাসো!হাসো!কার হাতে যে পড়েছি আমরা আর কি নিদারুণ শাসনে দিন রাত কাটাচ্ছি যদি জানতে!!

    তার মেজাজে আমরা কুপোকাত!আবার মাঝেমাঝে কত্তো যেন ভীতু এইভাবে 'মাম্মাম কতা বোব্বে না!পোচোন্দো আগী!'

    পরশু বললো 'আমি পাগোল হোয়ে গেচি!'হ্যাঁ,তা আর হবি না,পুরো পরিবারের কাজ আর চিন্তা তোর ঐটুকু মাথায়!

    আগে স্কুলের গপ্পো করলে 'কি টিফিন নেবে' জানতে চাইলে বলতো 'অ্যাপেল'...'আর?'...'এফ'(গ্রেপস)।এমনকি 'মাসিমণিটার বিয়েতে কি খাবে?'একই উত্তর! standard! আপেল আর আঙুর।কিন্তু এখন ভালো রে ভালো পড়ে সুকুমার রায়ের উপর খুব বিশ্বাস হয়েছে!'কি টিফিন নেবে?'...সব চেয়ে ভালো যখন,তখন 'পাইতি আর ঝোলা গুই'। naturally!আমরাও খুশী!খরচ কম!
  • raatri | 59.93.255.60 | ২০ আগস্ট ২০০৬ ২৩:৩৯560935
  • আজ কি যেন বিড়বিড় করছে দেখে কান পাতলাম।শুনি 'আধের আধনা...'।সে 'তুমি সন্ধ্যার মেঘমালা' গাইছিলো।

    কাল আইসক্রীম বানালো,'দুধ দিলাম,লোসুন দিলাম...আলু,আলু,দুধ দিলাম,লোসুন দিলাম ,আলু,আলু'তারপর একটা প্রেসার কুকারের স্টীম বেরোবার মতো 'হুশশ' আওয়াজ।হয়ে গেলো নাকি আইসক্রীম!

    দীপংকরদা মাঝে মাঝে ফোন করেন রাতের দিকে,যখন টুংকাই খাবার নিয়ে তুমুল অশান্তি করে।আমি বলি 'ঐ দেখো জ্যেঠু পাপাকে বলছে ইন্দ্রনীল তোর ছেলেটা কি করছে রে।জানো তো জ্যেঠু টীচার।বড়ো বড়ো দাদা-দিদিদের বকে।তোমায় বকবে এবার।'এরকম ২-৩ দিন বলেছি।সেদিন যখন উনি ফোন করেছেন আর আমি আবার ঐসব বলেছি,টুংকাই বললো 'কতা বব্বে'।ওকে ফোন দেওয়া হলো।প্রথমে আমি একটু শিখিয়ে দিলাম 'বলো,জ্যেঠু ভালো আছো?তুমি আসবে।'ওগুলো রিপিট করলো।তারপর নিজে নিজে বললো 'তুমি তীচার?বব্বে?এন্দেক্তান দিয়ে দাও'।কে যে কাকে injection দেবে তাই নিয়ে অবশ্য বিতর্ক থাকতে পারে।তবে বকাবকির ফলস্বরূপ কেউ একটা যে injection খাচ্ছেই এটা নিশ্চিত।
  • m | 67.173.95.163 | ২২ আগস্ট ২০০৬ ০১:০৪560937
  • টিনটিনের আজ আত্ম সমালোচনার দিন।ঘুম থেকে উঠে বিছানা থেকে নামতে গিয়ে পতন,সঙ্গে সঙ্গে হাসি,বেবি পয়ে গেছে।তুলে দেখি,বাঁ পায়ের পাতা বেশ ফোলা,পা ফেলতে পারছে না,গতকাল দৌড়তে গিয়ে পড়েছিলো,আজ তার ফল ফলেছে।বল্লাম ,আজ আর স্কুলে যেতে হবে না,শুনে প্রবল চীৎকার ,বেবি পেক্কুলে যাবে।সারাদিন আজ বিছানায় অথবা সোফায়,বেশ কয়েকবার নামার চেষ্টা করে বিফল হয়ে,জ্ঞানের আলো ছড়িয়ে চলেছে:

    বেবি পায়ে আইত( আইস) প্যাক দেবে,নানা বেবি ভালো কয়ে শেঁক দিয়ে নাও তো,মাম্মা কথা যদি না শোনো,সেদিন পয়ে গেছিলে না,কপালে ফুলে গেছিলো না আ আ,
    তার পরেই বেবি হাত্তে পারছে না,আর যদি কথা না শোনো এইবার কিন্তু বসিয়ে রাখবো,টাইম আউট দেবো-

    তোতাপাখির মত চলছে,বিরক্ত আমি
    এত কথা বোলো না বাবা।চুপ করে খেলা করো না,

    উত্তর,এত বেশি বোকো না বেবি,বেশি কথা বলছে বেবি,বাজে কথা বলতে হয় না,মাম্মার কথা ভালো বেবি শোনে,পেক্কুলে যেতে হবে তো ও ও,শেঁক দিয়ে পা কমে যাবে,পেক্কুলে যাবে,

    মা গীন কালারের মেঘের কোলে টা কব্বে,( মেঘের কোলে ওর প্রিয় গান,সেটা আজকাল নানা কালারের হচ্ছে,কখনো গীন,কখনো বু,কখনো ব্যাক)আমি গান ধরেছি,রাখাল ছেলে র সঙ্গে তে পৌঁছোনো মাত্র,রাখাল ছেলের সঙ্গে বেবি টেনিস কোটে( কোর্টে)চলে যাবে:-))

    এর পর এই গান বাতিল।মাম্মা "ফেস"( ফ্রেশ) গান কব্বে,কোন গান করবো,উত্তর অন্য গান,এই নামে আমার কোনো গান জানা নাই:-( তখন বল্লো গান ভালোবেসে গান,সেটা শুরু করা মাত্র সে শূণ্য স্থান পূরণ করতে লেগে পড়ে।আমি গান থামিয়ে কটমট করে তাকানো মাত্র একগাল হেসে বল্লো ,অকে(ওকে) সরি:-))))))))))))))))
  • m | 67.173.95.163 | ২৪ আগস্ট ২০০৬ ০১:৪২560938
  • টিনটিনের ইংরেজি শিক্ষা:

    আগে বাড়িতে আমাদের কাছ থেকে শোনা কিছু শব্দ নিজের কথার মাঝখানে ঢুকিয়ে দিতো।
    স্কুলে যাবার পর থেকে রোজ ই কিছু নতুন শব্দ শিখে আসে,আমি বালিশ টা ঠিক করে দিতে গম্ভীর মুখে বল্লো-গুড জব,আমি বল্লাম,কি বল্লে,একগাল হেসে, গুডজব বল্লো বেবি।আমি বল্লাম থ্যাংকিউ বল্লো ,অকে।
    what`s ur name? জানতে চাইলে বলে,বেবি ওয়াটিজ উর্নেম বলবে না,মেজাজ ভালো থাকলে বলে,ওয়াটিজ উর্নেম টিনটিন উজান ঘেনু বেবি বলবে না:-)))

    খেলতে খেলতে শুনি বলছে, বেবি ব্লক দিয়ে বিল্ডিং বানাও তো,পয়ে( পড়ে ) যাবে, ফাঁকা রেখো না,সাপোর্ট দিতে হবে,মাম্মা সাপোর্ট দিয়ে দাও তো,এগুলো সব ই এক ই সুরে বলে চলে।মাম্মা সাপোর্ট দিতে চলে এলো,এই বার শুরু হলো,বেবি সিই( সিঁড়ি) দিয়ে বিল্ডিং এ উঠবে।আমি বোঝালাম,এই ব্লকের বাড়িতে সিঁড়ির দরকার নেই,খুব বুঝলো,এলিভেটায়ে( হোটেলে ঐ দিয়ে সারাক্ষণ নিচে চলে যেতে চাইতো)করে নামবে,অ্যাপারমেন্টে ( অ্যাপার্টমেন্ট)এলিভেটার নেই,সঙ্গে সঙ্গে স্বর পরিবর্তন করে,বেবি বাইরে যেতে চায় য় য়।

    আমবেলা ছাতা নিয়ে খেলছিলো,আমি সেটা ভেঙে ফেলার আগের মুহুর্তে হাত থেকে নিতেই গম্ভীর হয়ে বল্লো বল্লো,এক্কিউস মিজ( এক্সকিউজ মি),আমি শুনে ছাতা নেবো কি,হেসেই বাঁচি না,পাশে দেখি বাবা গম্ভীর ভাবে বসে আছে:-((

    এছাড়াও বেবি নাকি সব কিছু "ডাইভার্ট" করে দিচ্ছে,"পব্লেম" হয়েছে,টোনি( ওদের টিচা বা চিটা-বদলে যাচ্ছে মাঝে মাঝেই)বলেছে,বেবি নো নো কোয়ো না,ডোণ্ডু ধ্যাত( সম্ভবত don`t do that)বলেছে:-( কেন বলেছে,বেবি গুলো দর্জায় ( দরজায়) লকে হাত দিয়েছে।তুমি কি দিয়েছো,না বেবি দেয় নি,পরক্ষণেই, দিয়েছো:-))))
    তাছাড়া কাল বিকেল থেকে বেবি সব কিছু "ডিস কনেনটি নিউ" (ডিসকন্টিনিউ) করে দিচ্ছে, ভাত খেতে খেতে,চান করতে গিয়ে,ছবি আঁকার সময় ...খুব চিন্তায় আছি:-))))
  • m | 67.173.95.163 | ২৪ আগস্ট ২০০৬ ০৩:২৭560939
  • এই মাত্র আমার পিঠে চড়ে বল্লো বেবি সব সময় পাগলামো করছে,তার পরেই "ডিস কনেন টিউন" করছে বলে বিছানায় গড়িয়ে পড়লো:-)
  • Arjit | 128.240.229.3 | ২৪ আগস্ট ২০০৬ ১৩:৫৮560940
  • ঋকের হল-অব-ফেম-এ যাওয়া ডায়লগগুলো:

    (১) hey babe, will you be my gal - চার বছর বয়সে, সুমনাকে। এটা একটা গান এখেনে খুব চলে।

    (২) I will be all alone in the big world - তিন বছরে, আমি একবার বলেছিলাম যে "তুমি দুষ্টু করলে আমি মুফাসার মতন চলে যাবো"।

    (৩) "আমি দুষ্টু করেছি না" - এখনও বাংলায় নেগেটিভ ভার্ব বলতে পারে না।

    ৪) When I am big like daddy, I will be a daddy too, and I will have glasses like daddy - নার্সারীতে
  • raatri | 59.93.196.110 | ২৪ আগস্ট ২০০৬ ২৩:১৮560941
  • টুংকাই-এর জগৎজোড়া 'বান্দান্দা'।কোথায় যাচ্ছো-র জবাবে সবসময়ই বলে বান্দান্দায়।আজ বললো 'বান্দান্দায় বোছে কোব্বো শুধু পয়া পয়া খেলা'।

    বাইরে বৃষ্টি নেমেছে।টুংকাই প্যান্ট ভিজিয়ে অম্লানবদনে বললো 'বিত্তি পোত্তে।আমার দামা-পেন্তু ভিদে গেয়ো।কি কোব্বো?'

    দেওয়ালে মশা বা মথ বসলে তাদের ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া আজকাল তার অন্যতম প্রিয় খেলা।এখন যা কিছু অপছন্দের,সবই ফুঁ।কাল ওর পুলু(পিসি)-র ভয় দেখিয়ে খাইয়েছি।যখন সে চলে গেছে,তখন কি বীরত্ব!একসাথে ফুঁ, 'দুজ্জা,গোয়ে'(দূর যা,go away)...বিপুল ইচ্ছাশক্তি!

    বাবা-ছেলে দুজনেরই সর্দি-জ্বর।ছেলে তাই নিয়ে নেচে বেড়াচ্ছেন।বাবা একটু শুয়েছে।বললাম 'পাপার শরীর খারাপ।আদর করে দাও'।খানিক 'ছাত,ছাত,ছাত,ছাত,ব্যাতা পেও না' বলেই বাবার পিঠে উঠে ধুরুম ধুরুম নৃত্য!ব্যাথা পেও না তো আগেই বলা আছে!!
  • Tina | 205.188.117.10 | ২৫ আগস্ট ২০০৬ ০৫:৫৯560942
  • কাল বাজার করে এনে শাক-সব্জি সব ফ্রিজে তুলে রাখছি, তা ঋজু ও সাহায্য করছে। হঠাৎ দেখি করলা র গায়ে হাত বুলিয়ে বুলিয়ে সে বলছে "উচ্চিংড়ে র ছা উচ্ছে খেও না উচ্ছে খেলে মুচ্ছো যাবে আমার সহ্য হবে না" :-))
  • Samik | 202.131.141.197 | ২৫ আগস্ট ২০০৬ ১১:৪৬560943
  • অল্প অল্প কথা ফুটছে। 'তোমার নাম কী?' 'তুমহারা নাম ক্যা হ্যায়?' 'হোয়াট ইজ ইয়োর নেম?' যে কোনও ভাষাতে জিজ্ঞেস করলেই একটা লাজুক অথচ ফিচেল হাসি দিয়ে : 'তাঝ্‌স্‌স্‌'; মানে সাঁঝ।

    মাঝে মাঝেই সোফার নিচে বল ঢুকে যায়, উঁ: উঁ: শুনে বুঝে বল বের করে দিতে হয়, আজ দেখি খোলা মেঝে দেখিয়ে বলছে 'তিতি, তিতি'।

    ভালো করে তাকিয়ে দেখি, সত্যিই তিতি, কিছু সুড়সুড়ি পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। ক্রেশ থেকে ওকে চিটি-ও চিনিয়ে দিয়েছে।
  • raatri | 59.93.255.9 | ২৬ আগস্ট ২০০৬ ১০:৪৭560944
  • টুংকাইকে দেখার মেয়েটা মানে রীতা যদি কোনো খাবার 'আমি খাবো,আমি খাবো' করে,তাহলে দেখছি টুংকাই-এর একটু আগ্রহ হয় খেতে।competition আর কি!আমি বলবো 'টুংকাই,তাড়াতাড়ি খেয়ে নাও,পিসি খেয়ে নেবে।অ্যাই রীতা,তোকে কালকে দেবো'।এরপরে টুংকাই নিজে নিজেই বলবে 'পচ্ছু এবো'।কোথা থেকে পরশু শিখলো কে জানে!

    চানাচুরের প্যাকেট এনে বললো 'আউভাজা খুলে দাও'।ছোটো লম্বালম্বা কোনো জিনিস মানেই আলুভাজা।প্রথম গার্ডার দেখে আলুভাজা বলছিলো,কাঁচা চাউমিন দেখেও।

    ওর দিদিভাইএর সাথে সন্ধ্যা দিতে গিয়ে কাল বলে এসেছে 'আকুই পুজোর চেয়ে বয়ো এখা এবন পয়া'।
    এটাএকটা কবিতার অংশ:
    ঠাকুর মানে রাঁধুনি নয়
    ঠাকুর মানে রবি।
    রবি মানে রবীন্দ্রনাথ
    আঁকলো নিজের ছবি।
    ঠাকুর মানে দেবতা নয়
    ঠাকুর লেখে ছড়া।
    ঠাকুর পুজোর চেয়ে বড়ো
    লেখা এবং পড়া।
  • raatri | 59.93.197.35 | ২৬ আগস্ট ২০০৬ ১৭:১৮560945
  • গালে হাত দিয়ে ভাবছিলাম পরশু শিখলো কোত্থেকে।টুংকাই-ই সব প্রশ্নের উত্তর দিয়ে দিলো।বললো 'কাক্কে ছুতি,পোচ্চু ছুতি'।ও হরি!আমি-ই তো কোনো কোনো শুক্রবার বাড়ি এসে নাচতে নাচতে 'কালকে ছুটি,পরশু ছুটি' বলি।
  • a x | 207.69.137.34 | ২৬ আগস্ট ২০০৬ ২১:২৫560946
  • আচ্ছা ম, এই যে উজান নিজেকে থার্ড পার্সনে বেবি করে বলে, এই বেবিটা কোত্থেকে শিখেছে?
  • a x | 207.69.137.34 | ২৬ আগস্ট ২০০৬ ২১:২৮560948
  • রাত্রি এ ছেলে তো বড় হয়ে হয় ডাকাত হবে নয় মহাপুরুষ! এই কপ কোয়ে ধোয়েতে টা আমি যেখানে সেখানে বলে বেড়াচ্ছি এখন! :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন