এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sucheta | 202.63.56.114 | ০২ মার্চ ২০০৯ ১৭:৫৪561152
  • সোমা,

    যে লোকের গায়ে জ্বালা ধরছে বলে বলেছেন, সেই লোকের মধ্যে যে আমাকেও ধরা হয়েছে একটি দুগ্‌ধপোষ্যও বুঝবে। তা আপনি আবার গায়ের জ্বালা আমার কথার মধ্যে কোথায় দেখলেন!!! কী মুশকিল!!! নিজের ভাবনা অন্যের ঘাড়ে নাই বা চাপালেন।
  • siki | 122.160.41.29 | ০২ মার্চ ২০০৯ ১৮:৪৭561153
  • ওরে বাবা, দুই বাংলা এক ইত্যাদি সে-সব তো আম্মো জানি-মানি। কিন্তু ভারতে বাঙালি বলতে কেবলমাত্র পশ্চিমবঙ্গ বা ত্রিপুরাবাসীদেরই ধরা হয়, তার বাইরেও এই যে অবৈধভাবে ঢুকে পড়া প্রতিবেশী দেশ থেকে আসা অজস্র লোক রোজ আসছে, মিশে যাচ্ছে ভারতের জনসাধারণ্যে, তাদের আলাদা করে বোঝাবার জন্যেই "বাংলাদেশী' টার্মটার ব্যবহার। ডায়ালেক্টেই যেমন চিনে নেওয়া যায় কে মেদিনীপুর আর কে বাঁকুড়া, তেমনি বনগাঁ বসিরহাট মালদায় ডায়ালেক্টেই চিনে নেওয়া যায় কে এপার, কে ওপার বাংলার।
  • anaamik | 59.164.100.29 | ০৩ মার্চ ২০০৯ ০১:৫৫561154
  • সারমর্ম: অর্পণকে খাঁটি বাঙালরা 'শুদ্ধ' ঘটি মনে করেন। ;-)
    ওয়েলকাম অ্যাবোর্ড দ্য পালতোলা নৌকা, মেট। ;-)
  • h | 203.99.212.224 | ০৩ মার্চ ২০০৯ ০৯:৩২561155
  • সিকি কি neighbour watch প্রোমোট করছো ;-), মানে কতটা পথ পেরোলে তবে রাজ থ্যাকারে হওয়া যায়;-)
  • siki | 122.160.41.29 | ০৩ মার্চ ২০০৯ ১০:১৩561156
  • রাজের অ্যাজেন্ডা আলাদা, বোধ হয় বাল থ্যাকারে বলতে চেয়েছিলে, ইন ফ্যাক্ট ওদের দুজনেরই কিছু অ্যাজেন্ডা আছে, অ্যালাস, আমার কোনওই অ্যাজেন্ডা নাই, ঝান্ডা নাই।

    খামোকা ঠাকরে হতে যাব কেন? আমি তো বলি নি ওদের ঘাড় ধরে বিদেয় করে দাও ভারত থেকে, ঘরে এনে দুধভাত খাওয়াতেও বলি নি। দু-চাররকমের বাঙালি নিয়ে চর্চা কল্লাম শুধু :-)
  • Guruchandali | 12.217.30.133 | ০৯ মার্চ ২০০৯ ০৮:১৫561157
  • -------------------------------------
    নতুন বুলবুলভাজা : ৮ই মার্চ
    -------------------------------------

  • shyamal | 24.117.80.243 | ০৯ মার্চ ২০০৯ ০৮:৩৯561158
  • একটি তথ্য ঠিক ভুল নয়, কিন্তু বহু পুরোন। বলা হয়েছে উচ্চবর্ণের মহিলাদের সাক্ষরতা ৩৯% আর দলিত মহিলাদের ২৩%। এটা বহু পুরোন তথ্য। ২০০১ এর গণনা অনুযায়ী ভারতে মহিলাদের সাক্ষরতা ছিল ৫৩%। দলিত মানে যদি ST হয় তবে তাঁদের সাক্ষরতা ছিল ৩৪%।
    ২০০৯ এ নিশ্চয় আরো বেশী।

    তবে নিবন্ধটির মূল বক্তব্য একেবারে ঠিক। প:বঙ্গেও অনেক পঞ্চায়েত (বাম, ডান সব) বলেন রেপ ভিক্টিমকে রেপিস্টের কাছ থেকে ৫-১০ হাজার টাকা নিয়ে অভিযোগ তুলে নিতে। একে বলে সালিশী সভা। পুরো বেআইনী।
  • bb | 117.195.177.107 | ০৯ মার্চ ২০০৯ ২২:২৫561159
  • আমার মনে হয় এটা একটা বিশেষ রঙ লাগানো। যেহেতু ভারতে অধিকাংশ আর্থিকভবে অন্নুনত মানুষ দলিত শ্রেনীর, তাই তারাই শোষিত বা অত্যাচারিত। খুঁজে পেতে দেখলে দেখা যাবে এটা গরিব হবার জন্য,নইলে আজ থেকে বহুবছর আগে বিভুতিভুষণের অশনি সংকেতে আমরা মণ্বন্তরের সময় ব্রাক্ষ্মণের কন্যার দেহের বিনিময়ে খাদ্য জোগাড়ের কথা পড়তাম না। কিছু লোক এটাকে জাতপাতের চোখ দিয়ে দেখিয়ে থাকেন।
    তথাকথিত উচ্চবিত্ত সমাজে মহিলা এখনও লাঞ্ছিত হন,সেখানে তো আর জাতের সমস্যা নেই।
  • Blank | 59.93.192.3 | ১০ মার্চ ২০০৯ ০০:১১561160
  • BB
    বিশেষ রঙের চশমাটা ছেরে, আপনি বরং রেফারেন্স গুলো ও ('ও' টাতে জোর দিলাম), পড়ে দেখুন। আর 'আমার মনে হয়', এই কথাগুলো শুনলে আজকাল বড্ড খোরাক লাগে। আমার নিজের সারাদিনে কত্ত কিছু মনে হয় ....
  • arjo | 168.26.215.13 | ১০ মার্চ ২০০৯ ০০:৫৫561162
  • ভারতবর্ষে মহিলারা এখনো পিছিয়ে এবং অত্যাচারিত উচ্চবর্ণ এবং নিম্নবর্ণ নির্বিশেষে। নিম্নবর্ণের মহিলারা আরও বেশি নির্যাতিত এবং অত্যাচারিত। গোবলয়ের কথা যা পড়েছি এবং যা শুনেছি তা ভয়ানক। দ:ভারতে অবস্থা অনেক উন্নত, অন্তত যা শোনা যায়। ডেটা নেই। মূল বক্তব্যের সাথে একমত। প্রশ্ন একটাই সংরক্ষণই কি এর সলিউশন?
  • bb | 125.16.17.151 | ১০ মার্চ ২০০৯ ১০:০৫561163
  • Blank আমি রংচশমা পরে নেই, বরং যারা জাতের নামে বজ্জাতি করছেন তাদের বলি অহেতুক রং না লাগিয়ে সমস্যার মুলে যাবার চেষ্টা করুন।
    জাতপাতের ভিত্তিতে সংরক্ষণ করলে সমস্যার সমাধান হয় না। অর্থনৈতিক স্বাধীনতা না হলে মহিলাদের প্রতি অত্যাচার উচ্চবিত্ত/নিম্নবিত্ত সকল সমাজে চলতে থাকবে।
    আর নেট এ কেউ কিছু লিখলেই তাই বিশ্বাস করতে হবে তার মানে নেই।
  • Blank | 203.99.212.224 | ১০ মার্চ ২০০৯ ১৩:২৯561164
  • বিবি র জন্য
    এবারের বুলবুলভাজার কথা গুলো ই বলা এখান,
    http://epw.in/uploads/articles/8623.pdf

  • lcm | 69.236.185.129 | ১০ মার্চ ২০০৯ ১৪:৪৯561165
  • bb-র বক্তব্য সহজ। নির্যাতিত/অত্যাচরিত মানুষের পার্সেন্টেজ কনস্ট্যান্ট। আগে অনেক গরীব মানুষ সংখ্যায় বেশী ছিল, তাই স্বাভাবিকভাবেই নির্যাতিত/লাঞ্ছিত গরীব মানুষের সংখ্যাও বেশী ছিল। এখন গরীবরা মাইনরিটি, মধ্যবিত্ত/উচ্চবিত্ত বেশী, তাই নির্যাতিত/অত্যাচারিত-রা এখন বেশীর ভাগই ধনী/মধ্যবিত্ত।
  • bb | 117.195.174.146 | ১০ মার্চ ২০০৯ ১৯:৩৩561166
  • LCM এই সহজ সরল ব্যাখ্যার জন্য ধন্যবাদ। কিন্তু আমি জানতাম না আমি এটা বলেছি।:)
  • Guruchandali | 117.195.37.108 | ১৫ মার্চ ২০০৯ ১৫:৩৩561167
  • -----------------------------------
    নতুন বুলবুলভাজা: লা জওয়াব দিল্লী - ৮
    -----------------------------------
  • rawbanz | 98.240.249.46 | ১৬ মার্চ ২০০৯ ০৯:৪০561168
  • দিল্লী কালীবাড়ীতে একটা পান্থনিবাস আছে,সেখানে অনেক লোক থাকেন দিল্লী বেড়াতে গেলে, তবে কালীবাড়ীর লাইব্রেরীটার কথাই বেশী মনে আছে, ওখানেই প্রথম টিনটিন এর প্রায় সবকটা কমিকস বই ও জো -জেট - জোকোর বই গুলো ইংরিজিতে পেয়েছিলাম।
  • a | 203.201.231.35 | ১৬ মার্চ ২০০৯ ১২:০১561169
  • এইবারেরটা গ্যঁর্হা ফাটিয়ে দিয়েছে কিন্ত
  • siki | 122.162.236.53 | ১৬ মার্চ ২০০৯ ১২:৫৫561170
  • শুধু নিউ দিল্লি কালীবাড়ি নয়, দিল্লির সমস্ত কালিবাড়িতেই একটা করে পান্থনিবাস আছে, অত্যন্ত শস্তায় সেখানে থাকা এবং খাওয়া যায়। তবে নিউ দিল্লি কালীবাড়ির পান্থনিবাসটা শুধুই ডর্মিটরি, অন্যান্য কালীবাড়িতে ডাবল বেডরুম ঘর পাওয়া যায়।

    আর দিল্লি কালীবাড়ি লাইব্রেরির কথা তো গ্যাঁড়া আগের বারেই শুনিয়েছে। দিল্লির অন্যতম সেরা বাংলা বইয়ের কালেকশন।
  • Guruchandali | 12.217.30.133 | ২২ মার্চ ২০০৯ ০৯:০৯561171
  • -----------------------------------
    নতুন বুলবুলভাজা : একশো দিনের কাজ ও বিশ্বব্যাঙ্ক
    -----------------------------------
  • pi | 69.255.233.93 | ২৬ মার্চ ২০০৯ ১৯:৪৮561173
  • NREGA র টাকা র কোন অংশ কি কোনোভাবে world bank দ্যায় ?
  • arjo | 168.26.215.13 | ২৭ মার্চ ২০০৯ ০০:৪২561174
  • আচ্ছা এর সাকসেস কি করে মাপা হয়? শুধুই চাকরীর পরিসংখ্যান দিয়ে?

    নাকি পুরো অর্থনীতিতে এই প্রকল্পের ইনপুট দিয়ে?

    (ডি: অ্যাকাডেমিক প্রশ্ন)
  • Guruchandali | 117.195.35.77 | ২৯ মার্চ ২০০৯ ০৯:২৯561175
  • ----------------------------------------
    নতুন বুলবুলভাজা: লা জওয়াব দিল্লী - ৯
    ----------------------------------------
  • dipu | 121.243.161.234 | ২৯ মার্চ ২০০৯ ০৯:৪৯561176
  • ফাটাফাটি হয়েছে।
  • I | 59.93.214.34 | ২৯ মার্চ ২০০৯ ১৩:৫১561177
  • গ্যাঁড়াকে হাম্পা।
  • d | 117.195.42.223 | ২৯ মার্চ ২০০৯ ১৬:৪৮561178
  • এ: শুধু ঘেভর হতে যাবে কেন? অজ্জিত আর আমি মিলেই তো বেথেকে করিমস চিনিয়েছিলাম।

    করিমসের নান- অমন নরম মুখে দিলে মিলিয়ে যাওয়া টাইপ নান আর কোত্থাও খাইনি। ইন ফ্যাক্ট আর কোথায়ও নান খেতে ভালই লাগে না, কেরম চামড়া চামড়া লাগে।

    করিমসের শাহী টুকরা -- আহ্‌হা -- পাঁউরুটির মত অখাদ্য জিনিষ দিয়ে যে অমন স্বর্গীয় খাবার তৈরী হতে পারে ---স্রেফ করিমস-ই দেখিয়েছে। নিজামুদ্দিনের করিমসের অ্যাম্বিয়েন্স খুব ভাল। বসে খাবার পক্ষে খুবই ভাল অভিজ্ঞতা। তবে গুরগাঁওয়ের করিমসও রীতিমত ভাল। সেক্টর-১৪ ছাড়িয়ে, বিশাল মেগামার্টের প্রায় উল্টোদিকে করিমস। তার থেকে একটু পিছিয়ে এসে একটা আইসক্রীমের দোকান --- কি যেন নামটা? ওদের আইসক্রীমও বড্ড বড্ড ভাল।

    "মোতি-মহল' বাটার চিকেন? মুর্গ হান্ডি? কিম্বা খুরানাজ'এর তাওয়া চিকেন (সৌজন্য অজ্জিত)? এসব না বললে হবে?

    আর জিকে-২'র মেনল্যান্ড চায়না থাকতে "বারকোস' কোন দু:খে ফার্স্ট প্রাইজ পেতে যাবে, অ্যাঁ?

    জিকে-ট্যুতেই সেই ছোট্টমত দক্ষিণ ভারতীয় রেস্ট্যুরেন্টটা? সেটারও নাম ভুলে গেছি। কি ভাল আপ্পাম বানাত। আহা! আর হ্যাঁ জন্‌পথের সর্ভানা ভবনের তামিল থালি --- সেও বড়ই ভাল। সর্ভানা ভবনের মাইসোর পাকও খাসা খেতে। দিল্লীতে আমার খাওয়া মাইসোর পাকের মধ্যে ওদেরটাই শ্রেষ্ঠ।

    সিপিতে সেলার্সের বীফ স্টেক? সেলার্সই তো বোধহয় নামটা। আর বড়াখাম্বার পশে গোলগাপ্পে। সাউথ এক্স-২ তে বেঙ্গলী স্যুইটসের বিভিন্নরকম চাট।

    দিল্লীহাটের মোমো খেয়েছেন। যান এবারে গিয়ে চাণক্যপুরীতে চাণক্য সিনেমার পেছনের গলিতে মোমো খেয়ে আসুন। বলুন দিকিনি কোনটা বেশী ভাল? অদ্দুর যেতে পারবেন না? বেশ তাহলে লাজপত্‌নগর মার্কেটে 3Cর সামনের গলিতে যে মোমো'র দোকানটা আছে, সেটায়ই নাহয় একবার খেয়ে দেখলেন।

    গুরগাঁও সেক্টর ১৪ এ সেই কি যেন দোকানটায় নিরামিষ থালি। গুপ্তাজ কিম্বা গুপ্তা ব্রাদার্স নাম বোধহয়। আর গুরগাঁওতেই ডিএলএফ ফেজ-১ এর "দানা-চোগা'তেও খাবারদাবার বেশ ভাল এবং পকেটসই।

    হলদিরামের কড়ি-চাউল কিম্বা পনির টিক্কা। শীতের দিনে মুং কি হাল্‌ওয়া। (অজ্জিত যাই বলুক, সোহন-হাল্‌ওয়া বেশী খাবেন না। দাঁতের সাথে বিশ্রীভাবে চিপকে যায়। খেতেও খুব আহামরি কিসু নয়)। দোলের সময় গুঁজিয়া। ছোটছোট চোখের মত দেখতে মিল্কপাউডার দিয়ে বানানো বাঙালী গুঁজিয়া নয়। খোয়া-কিশমিশ-কাজু-কেশর-পিস্তা ইত্যাদি বিভিন্ন কম্বিনেশানে স্টাফিং ভরা, সাইডে ডিজাইন করা এইম্মোটা মোটা স্বাস্থ্যবান উত্তরভারতীয় গুঁজিয়া। না ভাল লাগলে আপনি খাদ্যরসিকই নন। আর "পিন্নি' যেন কোন উৎসবের সময় বেশী করে? হ্যাঁ হ্যাঁ গরমের দিনে হলদিরামের ঠান্ডা বাদাম মিল্ক একগ্লাস নিয়ে বসুন দেখি--- দেখবেন দিল একেবারে তর্‌র্‌র্‌র্‌র্‌র হয়ে যাবে। হুঁ।

    আরো কত্ত কি যে বাদ গেল। অজ্জিত, রাঙা, দ্রি, আজ্জো এসে বলে দেবেখনে।
  • ranjan roy | 122.168.51.84 | ২৯ মার্চ ২০০৯ ২০:০৫561179
  • আমি পাতি বাঙালী। তাই চিত্তরঞ্জন পার্কের বৌদির দোকানের সর্ষেবাটা দিয়ে পাবদা মাছের ঝাল আর ভাত-মাত্র ১৩৫/-।
    আর গ্যাঁড়া কি করোলবাগের কালীবাড়ির কথা বলছেন? আহা , একবার বুক করে তিনদিন থাকা যায়, একটা তক্তপোষ, পরিষ্কার বাথরুম ও দুবেলা মাছের ঝোলভাত। আশির দশকে ইউনিয়নের হয়ে বোট ক্লাবে ধর্ণায় বসতে হলে সবচেয়ে ভাল শস্তার ঠিহা ছিল। তখন দিনে মাত্র ১৫/-। আজকে জানিনা। দমদিকে অভিনন্দন ঐ খানদানী মোতিমহলের বর্ণনাটা দেয়ার জন্যে আর জিকে-২'র ঐ রেস্তোরাঁ!
    কিন্তু একটা অনুযোগ! শীতের দিনে দক্ষিণদিল্লির ফুটপাথে সামনে দাঁড়িয়ে গরম গরম রুমালী রুটি ( কোন বাঙালীর উর্ধ্বতন চোদ্দোপুরুষেও অমন বানাতে পারে নি।)? আহা! এর কথা কেউ বলুন।
    আমার তিনমেয়ের সংযুক্ত ঠিহা চিত্তরঞ্জন পার্কের এ' ব্লকে। তিনবছর ধরে একবারও যাইনি। ওরা সবগুলো ভোজনরসিক, পানীয়প্রিয় ও রেস্তোরাঁবাজ।
    মে' মাসের শেষে যাব।
    গ্যাঁড়াকে ধন্যবাদ। অন্য যারা যোগ দেবেন তাদেরও। আগামী সপ্তাহে সবারটা পড়ে একটা শর্ট লিস্ট করবো। তারপর দিল্লি গেলে চষে বেড়াবো।
    কিন্তু পেটে খেলে পিঠে সইবে কি না?
  • gyaarhaa | 122.162.236.192 | ২৯ মার্চ ২০০৯ ২১:১২561180
  • না, আমি চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ির ধর্মশালার কথা বলেছিলাম। সারা দিল্লি জুড়ে ঐ কালীবাড়ি আর লাগোয়া ধর্মশালা অগুন্তি, তাদের প্রত্যেকেই পরিচ্ছন্নতা আর কমদামের জন্য নামকরা।

    আরেকটা ইনফো। মুঘলাই খানাপিনা আর রেস্তোরাঁ সারা দিল্লি জুড়ে পাওয়া গেলেও মুঘলাই পরোটা দিল্লিতে পাওয়া যায় না। এগ্‌জিস্ট করে না।
  • Du | 71.252.203.133 | ২৯ মার্চ ২০০৯ ২২:০৫561181
  • এই পুরো সিরিজটাই ফাটাফাটি হচ্ছে
  • nyara | 64.105.168.210 | ২৯ মার্চ ২০০৯ ২৩:০৭561182
  • লা জওয়াব, শমিক। বেড়ে হচ্ছে। খাওয়াদাওয়ার কথা আছে বলে মুক্তকচ্ছ হয়ে এটায় লিখলাম, কিন্তু দু যা বলেছেন, পুরো সিরিজটাই খুব ভাল হচ্ছে।
  • Tim | 198.82.167.98 | ৩০ মার্চ ২০০৯ ০০:০৬561185
  • শমীক বলেইছিলো, "দৌড়েগা""। বিন্দাস দৌড়োচ্ছে লেখাটা। চলুক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন