এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sudipta | 122.169.130.241 | ১৩ এপ্রিল ২০০৯ ১৫:০৯561219
  • মিষ্টি কলকাতার বাইরে অধিকাংশ জায়গাতেই কিলোদরে বিকোয়। পিস হিসেবে নিতে গেলে দাম বেশী পড়ে। ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ তিন শহরেই দেখেছি বাসে উঠেই টিকিট কাটতে হয়, আর কলকাতায় (বা প:ব: তে) নামার এক স্টপ (বা তার-ও পরে) আগে, যেখান থেকে নাকি বাস খারাপ হলে আর টিকিট-ও দিতে হবে না, আবার পায়ে হেঁটেও দিব্যি পৌঁছানো যাবে।
  • Guruchandali | 117.195.34.229 | ১৯ এপ্রিল ২০০৯ ১৫:১৩561220
  • এই সপ্তাহে "বুলবুলভাজা', "খবর্নয়?' অথবা "আলোচনা' বিভাগে কোন লেখা প্রকাশিত হবে না।
  • kc | 213.132.250.2 | ১৯ এপ্রিল ২০০৯ ১৫:৫০561221
  • কেন ?
  • Samik | 122.162.236.47 | ১৯ এপ্রিল ২০০৯ ১৭:২০561222
  • সুদীপ্ত,

    একটা ছোট কারেকশন। "কলকাতার' বাইরে নয়। পশ্চিমবঙ্গের বাইরে অধিকাংশ জায়গাতেই কিলোদরে বিক্রি হয়।
  • sayan | 115.108.25.26 | ১৯ এপ্রিল ২০০৯ ১৭:৩০561223
  • মনে হয় জিসি-তেরো বাজারে নামছে এই সপ্তায় ...
  • rawbanz | 68.32.1.253 | ১৯ এপ্রিল ২০০৯ ১৯:১১561224
  • ব্যাঙ্গালোরের বাস গুলো [সিটি লিমিট বা তার বাইরের অধিকাংশই] সরকারি, কলকাতার সাধারন বাস গুলোর থেকে অনেক বড়, স্পেশিয়াস ও বটে। এই টিকিট কাটা - বাই দ্যা ড্রাইভার - মোটামুটি নর্থ আমেরিকার সব শহরে চল আছে। ব্যাঙ্গালোরের AC বাসের কথা না বলা অনুচিত, এই AC বাস, বিশেষ কিছু রাউটেই চলে জানি, এতে LCD with cable ba dish connection অব্ধি দেখেছি। বেশ ভালো জিনিস। even chennai তেও আছে এই AC বাস। এর electronic display board এ নামবার ও ডেস্টিনেশান বলে দেয়, দেখতেও ভালো, ঝাঁ চক্‌চকে । ভলভো।
  • No Name | 203.33.160.232 | ২৬ এপ্রিল ২০০৯ ০৭:৩২561225
  • শমীক,
    আপনার দিল্লীকথা আমি মন দিয়ে পড়ি, লা জবাব! একটা কথা, অন্য সব শহরের তুলনায় কলকাতার কেমন যেন হত কুচ্ছিত চেহারা মনে হয়, যেমন ধরুন বাস গুলোর কথা।
    আপনি কলকাতার এইরকম একটা সারভাইভাল গাইড প্লীজ লিখুন।
    কলকাতার নাম আলোচনায় out of bounds বলে, নিজের নাম দিলাম না।
  • d | 117.195.34.224 | ২৬ এপ্রিল ২০০৯ ১২:০২561226
  • শমীক তো কলকাতায় থাকেও না, জানেও না। শমীক কিকরে কলকাতার গাইড লিখবে, অ্যাঁ?
  • Guruchandali | 117.195.42.154 | ২৬ এপ্রিল ২০০৯ ২১:৫১561227
  • -----------------------------------------------------------
    নতুন বুলবুলভাজা: প্রাইভেট ইঞ্জিনিয়ারীং কলেজ: কিছু ঘটনা কিছু বক্তব্য
    -------------------------------------------------------------
  • Blank | 59.93.218.216 | ২৬ এপ্রিল ২০০৯ ২২:১১561229
  • WBUT নামক জিনিসটাই অতি ঢপের। তার অন্যতম বড় কারন হলো তার VC (নাকি ডিরেক্টার) টি। চুড়ান্ত খামখেয়ালি এবং অতি বাজে। আমার কিছু জুনিয়ার মাস্টার্স করেছে WBUT থেকে। তাদের কাছে শুনেছি কি টাইপের পাবলিক এটি।
    বেশীর ভাগ প্রাইভেট কলেজ গুলোর হাল এর চেয়েও খারাপ। শুধু টাকা নেওয়া ছারা আর কিছুই হয় না ওতে। AICTE অ্যাপ্রুভালটাও টাকা ফেলে জোটানো যায় সহজে।
    তবে এই রেসাল্ট বেড়োনোর পরে আন্দোলন জিনিসটা বেশ বোকা বোকা। পরীক্ষার আগেই এটা করা উচিৎ। ক্লাশ হয় নি, তো পরীক্ষা দেবো কেন?
  • Tim | 71.62.2.93 | ২৭ এপ্রিল ২০০৯ ০৪:০৮561230
  • সুমন্ত'র লেখার ধরণটা ভালো লাগলো। মেদহীন ঝরঝরে লেখা। ডিরেক্ট।
  • pinaki | 131.151.102.250 | ২৭ এপ্রিল ২০০৯ ০৫:১৩561231
  • এখন বোধহয় ৭০ না ৭২ টা কলেজ। এই মন্দা আরো এক দুবছর চললে কি যে হবে - ভাবলে শিউরে উঠতে হয়। এখন তো আবার ম্যানেজমেন্ট কোটা চালু হয়েছে ২০০৭ থেকে। আট লাখ টাকা লিমিট করে দিয়েছে সরকার। ফলে প্রচুর লোক ঘটি বাটি বেচে ছেলেমেয়েদের এখানে পড়াচ্ছেন। চাকরি না পেলে এখানেও কিছু আত্মহত্যার ঘটনা ঘটতে শুরু করলে অবাক হব না।
  • arjo | 24.42.203.194 | ২৭ এপ্রিল ২০০৯ ০৭:৩৩561232
  • শুধু আইটি আর মাঝে মাঝ দু একটা নন্দীগ্রাম, সিঙ্গুরের হাওয়া তুলে কি আর সবার চাকরী হয়। বিশ্ব অর্থনীতির মন্দা না এলেও এই অবস্থা তৈরী হতই। সেক্টর ফাইভ যা বাড়ার বেড়ে গিয়েছে। এর থেকে বেশি অদূর ভবিষ্যতে বাড়বে না (চোখে পড়ার মতন)। অন্য চাকরীর সংস্থানও হওয়ার কোনো চান্স নেই। সিঙ্গুর শুয়ে পড়ার পর আমরাও আপাতত সিনেমা টিনেমা, মহাকরণে ছবি টবি ইত্যাদি উচ্চ মার্গীয় জিনিষপত্তর নিয়ে ব্যস্ত আছি। তাই এই অবস্থা আনএক্সপেকটেড কিছু না। মন্দার ফলে শুধু একটু তাড়াতাড়ি হল এই যা।
  • a x | 75.53.196.7 | ২৭ এপ্রিল ২০০৯ ০৮:৫৩561233
  • ভালো লাগল এবারের বুলবুলভাজা। অনেক অজানা তথ্য সামনে এল।
  • Samik | 122.160.41.29 | ২৭ এপ্রিল ২০০৯ ১৪:৩২561234
  • ইঞ্জিনীয়ারিং কলেজ করতে তো বিশেষ ইনভেস্টমেন্ট লাগে না। একটা সাইনবোর্ড হলেই হয়। পরিবেশবান্ধব, দূষণের বালাই নেই। সহজে ভোট টানা যায়।

    অ-নামিক,

    চিনি বেশি ঢাললে তো মিষ্টি হবেই। দিল্লির পাতে অনেক চিনি ঢালা হয়, তাই দিল্লি অনেক সাজানো গোছানো। তবে তাই বলে কলকাতাকে হতকুচ্ছিৎ বলতে আমি রাজি নই। কলকাতার অনেক সৌন্দর্য আছে, যা দিল্লির নেই। তবে সে-সব লিখবে কলকাতার লোকজন। আমি না।
  • Shitanshu | 203.110.246.230 | ০১ মে ২০০৯ ০৩:৩৬561235
  • বেসরকারী ইন্‌জীনিয়ারিং কলেজের বর্তমান সম্পর্কে সুমন্ত এক্‌দম সঠিক তথ্য দিয়েছে। তবে এই শিক্ষা ব্যব্‌সার ক্রীড়্‌নক পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে দু একটি কথা যোগ করতে চাই। পরীক্ষার প্রশ্নপত্রে সিলেবাসের মাত্র দুটি বা তিনটি অধ্যায় যা প্রশ্নকর্তা তার কলেজে পরাবেন ও সজেশন দেবেন, সেই দুটি বা তিনটি অধ্যায় থেকে ৭৫% প্রশ্ন আসবে। বকি ছাত্ররা যারা বন্ধুভ্যগ্যে সেই প্রশ্নের সাজেশন পাবেনা তারা যাতে পরিক্ষা হলে ঘটি হারায় তার আরো পাকা ব্যবস্থা করতে প্রশ্নপত্রের গণিতে অনেক সময় প্রয়োজোনীয় ডাটা দেওয়া থাকবে না। কখনো ভুল ডাটা যেমন লোহার ঘনত্ব ৫০০কেজি/ঘনমি (যা জলের থেকে হাল্কা),দেওয়া থকবে, যার ফলে গণনালব্ধ ফল পরিক্ষার্থীদের বিভ্রান্ত করবে। কোন শিক্ষক প্রশ্ন করার বরাত পাবেন তাতেও মোনোপোলি। জলপাইগুড়ি গভ ইন্‌জী কলেজের শিক্ষকে্‌দর কাছে প্রশ্ন চাওয়ার আর্জি পাঠানো হয় জমা দেওয়ার শেষ দিনের আগের দিন।কখনো তাও হয় না।যাতে যেসব কলেজের কতৃপক্ষ সফ্‌ট ওয়ার কম্পনির এইচ আর ম্যনেজার কে স্কর্পিয়ন গাড়ি ঘুষ দিতে পারেন নিজেদের কলেজের ছাত্রদের বেশী কোরে রিক্রুট করার স্বার্থে, সেই সব কলেজের শিক্ষকদের প্রশ্ন বারবার নির্বচিত করা যায়।
    আমার রিভিউ করতে দেওয়া মর্কশীট ইউনিভরসিটী থেকে ফেরোত পেতে দেড় বছর এরো বেশী সময় লেগেছিলো। তার জন্য আমার বাবকে দুবার, এবং কলেজের এক শিক্ষকর্মীকে দুবার গিয়ে খোচাতে হয়েছিলো। মার্‌ক্‌শীট টি পওয়ার পর অমর একবারূ মোনে হয়নি সেটি রিভিউ হয়েছিলো বোলে। তার ওপর কোনো অবহেলার সাখ্যস্বরুপ একটা টাইপ করা লেটার উঠেগে ছিলো।
    কি বিচিত্র এই ইউনিভর্সিটি!
  • bb | 117.195.169.239 | ০১ মে ২০০৯ ১৪:৫৯561236
  • শিতাংশু লেখা পড়ে মনে হলো তুমি অনেক ছোট তাই লিখছি , আমাদের এই সব সময় অন্যদের দোষ দেবার বা অন্যের প্রতি আঙ্গুল তোলার অভ্যাসটা বড্ড বেশী।
    কলেজগুলির অনেক সমস্যা আর তারা পড়ানোর চেয়ে ব্যবসায় বেশী আগ্রহী এটা জেনেই কিন্তু ছাত্র আর তার পিতামাতা পড়াতে পাঠান বেশী পয়সা দিয়ে। কারন আমার ছেলে/মেয়ে ইঞ্জি হয়ে প্রচুর টাকা রোজগার করবে এই স্বপ্নটা মধ্যবিত্তরা দেখে থাকি।
    খুব কম কলেজেই কিন্তু ছাত্ররা পড়াশুনার মান নিয়ে আন্দোলন করে, পরীক্ষায় ফেল করলেই তখন এই সব কথা তোলা হয়।
    এইসব কলেজের শিক্ষকরাও কিন্ত হালফিলে পাশ করা ইঞ্জি কলেজের ছাত্র, তাই তাদের সবার মান খারাপ মেনে নিতে কষ্ট হয়। আর তারা ইচ্ছে করে এসব করেন এটা মানাও কষ্টকর।
    তোমার ব্যক্তিগত অভিঞ্জতাটা লিখেছ ঠিক আছে, কিন্তু ঘুষ দেবার অভিযোগগুলি কিন্তু এই প্রসঙ্গে relevant নয়, আর তার বিশ্বাসযোগ্যতা কম।
    কিছুটা অযাচিত ভাবে উপদেশটা দিলাম কারণ আমার experience বলে, অন্যকে দোষ দেবার আগে আমরা যদি একটু নিজেদের দিক তাকিয়ে দেখি তাহলে কিন্তু অনেক সমস্যার আরেকটা দৃষ্টিভঙ্গী পাওয়া যায়।
    ডি: সুমন্তর লেখার অভিযাগগুলি সমন্ধে এই মতামত নয়, কারন আমি বাস্তব জানিনা।
  • Samik | 122.160.41.29 | ০১ মে ২০০৯ ১৫:২৬561237
  • bb,

    আমি নিজে জলপাইগুড়ি ইঞ্জিনীয়ারিং কলেজের ছাত্র ছিলাম, তাই সীতাংশুর কথাগুলো একেবারে অবিশ্বাস করে উঠতে পারছি না। ছিলাম তো ওই সিস্টেমে; চার বছর। জলু কলেজের শিক্ষক অশিক্ষক অনেক লোককেই দেখেছি, সে সব গল্প অন্য কোথাও করা যাবে বরং।
  • shyamal | 24.117.212.59 | ০১ মে ২০০৯ ২০:১৬561238
  • এ ব্যপারে অন্য একটি থেডে (এ আই সি টি ই) লিখেছিলাম। মূল সমস্যা হল শিক্ষাদান যে একটি স্বীকৃত ব্যবসার উপায় তা আবেগপ্রবন বাঙালি স্বীকার করবেনা। বাজারে কারিগরি শিক্ষার চাহিদা আছে, সেটা বেসরকারী কলেজরা মেটাচ্ছে। অথচ বাজারকে উপেক্ষা করে সরকার কলেজগুলোর টিউশনের লিমিট করে দিয়েছে। মুশকিল হল সরকারের আমলারা মনে করে তারা বেশি বোঝে, তাই তারা জানে কলেজের মালিকের কত লাভ করা উচিৎ। এই বোকা বোকা অহংকার থেকে সমস্যার সৃষ্টি। কলেজগুলোকে টিউশন ঠিক করতে দিন। যদি বাবামারা পড়াতে অসমর্থ হন টিউশন আপনিই কমবে। কলেজের মালিক একটি পরিষেবা দিচ্ছেন। তাকে লাভ করতে দেবনা, এটা গোঁয়ার্তুমি। বেসরকারী স্কুলে তো তা হয় না।
    যদি কলেজ কর্তৃপক্ষকে স্বাধীনতা দেওয়া হয় তবে কিছুদিন পরে প্রতিযোগিতায় যারা টিঁকে থাকতে পারবেনা সেই কলেজরা উঠে যাবে আর বাকিগুলো উন্নতি করবে। শিক্ষার মান বজায় রাখার জন্য WBUT থেকে প্রশ্নপত্র আসুক। উচ্চ মাধ্যমিকে তো অনেক বেসরকারি স্কুল কলেজ আছে। সেখানকার ছাত্ররা তো বোর্ডের পরীক্ষা দিচ্ছে। বেসরকারি কলেজে তা হতে পারবেনা কেন?

    কলেজের ল্যাব ভাল , স্টাফ ভাল কিনা তার জন্য সরকারের খবরদারির তো দরকার নেই। যেখানে এগুলো ভাল নয় সেখানে ভাল ছেলেমেয়ে যাবেনা। আর তা সত্বেও যদি কোন, তত ভাল নয় এমন ছেলে বা মেয়ে যায়, তাতে আপনার আমার আপত্তি করার কি অধিকার আছে? সে যদি ভাল না হয়, WBUT পরীক্ষায় পাশ করবেনা।

    দশ বছর খোলা বাজারে কলেজগুলোকে দাঁড়াতে দিন। তারপরে তাদের সরকার অনুরোধ করতে পারে, দরিদ্র, মেধাবী ছাত্রের জন্য কয়েকটি সীট ফ্রি রাখতে।

    যেসব কোম্পানী এসব কলেজের পাশ করা ছাত্রদের চাকরি দেয় তারা নিজের স্বার্থেই দেয়। কোন কলেজে খারাপ মানের ছাত্র থাকলে তারা দেবে কেন?

    আমি একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ( এ আই সি টি ইর নয়) কিছুদিন পড়িয়েছিলাম। সেই অভিজ্ঞতার থেকেই বলছি।

  • saikat | 59.93.242.121 | ০২ মে ২০০৯ ১৯:০৩561240
  • শ্যামলবাবু বেসরকারী স্কুলের কথা লিখেছেন যে সেখানে সরকার নাক গলায় না (লাভ করার ব্যাপারে), অথচ কি মুস্কিল দেখুন, ঐ নাক না গলনোর জন্য হাই কোর্ট আবার সরকারকে বকে দিয়েছে:

    http://epratidin.in/Details.aspx?id=2379&boxid=143641362

    সরকারের উচিত স্কুলগুলোর ওপর নজরদারী রাখা !!!! তা সে নজরদারী মানে আমলাদের বেশী বোঝা তো ? আমি বুঝতে পারি না যে বুদ্ধিমান বিচারপতিরাও কেন শিক্ষা as পরিষেবা আর বাজার অর্থনীতি বুঝতে পারে না।
  • shyamal | 24.117.212.59 | ০২ মে ২০০৯ ২২:২৮561241
  • বিচারপতির কাজ কোন মামলা এলে তার নিষ্পত্তি করা ভারতীয় আইন মেনে। এই মামলা সবে শুরু হয়েছে। কোন স্কুল যদি ছাত্রের ফি বাড়ায় সেটা সংবিধানসম্মত কিনা তা বিচার করবে সুপ্রীম কোর্ট। আমার ধারণা এই মামলা সুপ্রীম কোর্ট অবধি গড়াবে। অভিভাবক কিন্তু ফি দিতে অপারগ হলে সব সময়ে ছাত্রকে সরকারি স্কুলে দিতে পারেন যা প্রায় অবৈতনিক।

    ভারতে একটি বিরাট সমস্যা হল বিচারপতিরা , দ্যাশের ভাষায় যারে কয় ল্যাবা। এরা এত অপদার্থ যে মামলার নিষ্পত্তি হতে ৫, ১০, ১৫, ২৫ বছর লেগে যায়। justice delayed is justice denied.
    আমার হাতে যদি ক্ষমতা থাকত তবে আইন করতাম, কোন মামলা একটি কোর্টে যদি ছমাসের মধ্যে নিষ্পত্তি না হয়, তবে ভারপ্রাপ্ত বিচারপতি তিনমাসের জন্য সাসপেন্ড হবেন, মাইনে পাবেন না। কোন বিচারকের যদি এই সাসপেনশন তিনবারের বেশী হয় তাঁর চাকরি যাবে।
  • Guruchandali | 59.161.56.108 | ০৩ মে ২০০৯ ১০:৪৬561242
  • ------------------------------------
    নতুন বুলবুলভাজা: ভোটের গরম
    ------------------------------------

  • Tim | 71.62.2.93 | ০৩ মে ২০০৯ ১১:১৬561243
  • এই লেখার পিডিএফ এবার মেলে মেলে ঘুরবে। চাট্টি পায়ের ধুলো দিও ইন্দোদা। :)

  • dipu | 121.243.161.234 | ০৩ মে ২০০৯ ১১:১৮561244
  • অ-সা-ধা-র-ণ!!!

    দ্বিতীয় প্যারায় প্রথম লাইন্র ওটা "লেখা দে' হবে। ঠিক করে দেওয়া হোক।
  • d | 59.161.56.108 | ০৩ মে ২০০৯ ১১:৩১561245
  • ন্যা: তা কি করে হবে? ওটা আগের প্যারার শেষ প্রশ্নটার উত্তর।
  • a x | 75.53.196.7 | ০৩ মে ২০০৯ ১১:৩৮561246
  • যা-তা!! :-))
  • dipu | 121.243.161.234 | ০৩ মে ২০০৯ ১১:৪৮561247
  • অ:। আমারই ভুল।
  • kk | 69.153.171.89 | ০৩ মে ২০০৯ ১২:১৯561248
  • ডাগ্‌দার, জাস্ট ফাটাফাটি। অ্যাদ্দিনে h, dri, shyamalএর গুরুপাক থেকে আবার চন্ডালিতে ফিরে এলো। এই আশাতেই তো বারবার এখানে ফিরে আসি।
    তা ধন্যবাদটা বোধহয় বেশী ঈশেনের প্রাপ্য, ইন্দোকে provoke করার জন্যে, তাই না? তা ঈশেন, এই ফর্মুলাটা আর একটু frequently ব্যবহার করলে হয়না? ব্যাটা নাহয় আর কয়েক বছর বদ্দিই থাকুক, চিকিৎসক হবে'খন পরে কোনো একদিন।
  • I | 59.93.192.167 | ০৩ মে ২০০৯ ১৪:০৫561249
  • দুটো এক-ই ভুল চোখে পড়ল। আমার ভুল না, আমি কিন্তু ঠিকই লিখেছিলাম। ""দিল'' কী ...-হবে, ""দিলে'' নয়।
  • d | 117.195.33.201 | ০৩ মে ২০০৯ ১৫:২৮561251
  • আম্মো করিনি।
    তবে ঠিক করে দিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন