এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রসারণশীল মহাবিশ্ব(২)

    tan
    অন্যান্য | ১৯ এপ্রিল ২০০৬ | ৬৬৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 202.122.18.241 | ১৬ আগস্ট ২০০৬ ২৩:০০563262
  • এ তো ভয়ানক ত্যাঁদরামো।

    একাদশে বৃহষ্পতি, শিয়রে শনি... ইত্যকার কতই তো জানলাম ও মানলাম। পুনিম্মায় প্লেটো ,নবমীর নেপচুন না হয় বাদই দিলাম। কিন্তুক আরো তিনটে বতুন গোহো। আমার ইনি্‌কমেন্ট হবে কিনা কি করে বুঝবো তাইলে ?
  • tan | 131.95.121.127 | ১৬ আগস্ট ২০০৬ ২৩:১১563263
  • গ্রহের ফের কি আর আটকানো যায়? :-))
    কিন্তু এগুলিকে নাকি নতুন ধরনের ক্যাটেগোরিতে ফেলে দেবে,টুইয়ে দেবে! ট্রানে্‌স্‌নপচুনিক না কি যেন বলবে,ঐরকম নাকি শত শত আছে!!!!!
  • tan | 131.95.121.127 | ১৯ আগস্ট ২০০৬ ০১:৩৬563264
  • ট্রান্স-নেপচুনিক,নেপচুনের পরের সব গ্রহগুলোকে এই নাম দেবে।কেউ বলছেন প্লুটন বলা হবে।সে হিসাবে প্লুটো,চ্যারন আর জেনা এই তিনটি হবে প্লুটন।
    এদিকে এইরকম আরো অনেক পাওয়া যাবে,শতাধিক,কুপার বেলট বলে একটি ঠান্ডা বরফগোলায় ভর্তি অঞ্চল ওখানে এইসব প্লুটো টাইপের গ্রহের ছড়াছড়ি।
    গ্রহের ফের আর আটকানো গেলো না দীদা।

  • dd | 202.122.18.241 | ১৯ আগস্ট ২০০৬ ২২:০০563265
  • চিন্তা কর্বেন না।

    বৈদিক জ্যোতিষীরা কয়েছেন নতুন তিনটে গ্রহকে সৌর জগতে ঢুকালেও কিসু হবে না। বেদ অভ্রান্ত। জ্যোতিষ ঈশ্বরপ্রদত্ত। তার কোনো হের ফের হবে না। আর ইদিকে আমি কিনা চিন্তায় কাত .... সেরেস বক্রী হলে কি করা উচিৎ ? কে দেবে বিধান ?

    বিজন দারুওয়ালা দিবেন। উনি কইলেন যে মাত্র দশ বছর টাইম দিলেই উনি নতুন গ্রহদের ফন্দী ফিকির সব বুঝে নেবেন আর সেই মতন পেস্কিপশন করবেন। দশ বচ্ছর এট্টু অপিক্ষা করুন।

    আইজের টাইম্‌স ওব ইন্ডিয়ায় - পড়ুন।
  • intellidiot | 220.225.245.130 | ০৩ জুলাই ২০০৯ ১৪:৩৩563267
  • যারা রাতের আকাশ দেখতে পছন্দ করেন তাঁদের জন্য এক অসাধারন সফটওয়ার কেস্টারস। কেডিই এডুকেশান প্রোজেক্টের অংশ। বিস্তারিত দেখুন এখানে http://edu.kde.org/kstars/

    উবুন্টু থাকলে সিন্যাপটিকে রিপোসিটোরি সার্চ করলে পেয়ে যাবেন। একশ মিলিয়ন উঙ্কÄলতম তারার (USNO NOMAD Catalog অনুসারে) হাল হদিশ সব পাওয়া যাবে। এছাড়াও গ্রহ উপগ্রহ তো আছেই।
  • Atoz | 161.141.84.164 | ১৯ অক্টোবর ২০১৪ ০১:৫২563268
  • দারুণ তো এই কেস্টারস !
  • জনৈক | 103.115.84.195 | ১৯ অক্টোবর ২০১৪ ০৯:২১563269
  • আমরা সবাই জানি যে বর্তমানে মহাবিশ্ব ডার্ক এনার্জি ডমিনেটেড। জন্মের পর আনুমানিক ১০,০০০ বছরের কিছু বেশী সময় ছিল রেডিয়েশন ডমিনেশন, তারপর থেকে দ্শ বিলিয়ন বছরের কিছু অল্প সময় পর্য্যন্ত ছিল ম্যাটার ডমিনেশন। এই সময় পর্য্যন্ত মহাবিশ্বের এক্সপ্যানশন রেট কমে আসছিল। এই সময়ের পর থেকে শুরু হয় ডার্ক এনার্জি ডমিনেশন, যার ফলে মহাবিশ্ব ক্রমবর্দ্ধমান হারে এক্সপ্যান্ড করতে থাকে। এই ডার্ক এনার্জি কি ও কোত্থেকে এলো সেটা জানার কাজ চালাচ্ছে দি ডার্ক এনার্জি সার্ভে (http://www.darkenergysurvey.org/)। মহাবিশ্বের জন্মের ১০**(-৩৬) সেকেন্ড পরে যে ইনফ্লেশনারি এরা শুরু হয়েছিল এবং সেই সময়ে প্ল্যাংক ফ্লাকচুয়েশন ম্যাগনিফাই হয়ে যে অ্যানাইসোট্রপির দেখা দেয়, যার ফলে পরে ফলে গ্যালাক্সি ও অন্যান্য সমস্ত স্ট্রাকচার তৈরী হয়েছিল, সেই লার্জ স্কেল স্ট্রাকচারেরও খোঁজ করছে ডার্ক এনার্জি সার্ভে। এই সার্ভেতে ডার্ক এনার্জি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, যা চার মিটার ব্যাসের ব্ল্যাংকো টেলিস্কোপে লাগানো হয়েছে। প্রতিটি ক্যামেরাতে চুআত্তরটি সিসিডি ব্যবহার করা হচ্ছে এবং প্রতিটি ক্যামেরার সেন্সিটিভিটি ৫৭০ মেগাপিক্সেল। ২০১২ থেকে ২০১৬ পর্য্যন্ত এই সার্ভে চলার কথা। এখনো পর্য্যন্ত আমাদের গ্যালক্সির এটি বৃহত্তম সার্ভে। আশা করা হচ্ছে আমাদের গ্যালাক্সির চারপাশে যে ডার্ক এনার্জি হ্যালো আছে তার উত্পত্তি ও সঠিক আয়তনের খোঁজ দেবে এই সার্ভে। এর দ্বারা মহাবিশ্বের বর্তমান এরার এক্সপ্যান্সন রেটের উর্দ্ধসীমাও জানা সম্ভব হবে।
  • sswarnendu | 198.154.74.31 | ১৯ অক্টোবর ২০১৪ ০৯:৩৪563270
  • বাহ এটা আজই প্রথম দেখলুম। দারুণ !!
    আলোচনা চলুক, ফিজিক্সটা মাথায় ঢোকাবার আরো একটা সুযোগ পাওয়া গেল...
    প্রতিদানে উৎসাহ দেব আর আগ্রহী ছাত্রের মত পড়া করে আসব
    আর যতটুকুন দৌড়ে কুলোবে অঙ্কের দু-এক পয়সা লিখব।
  • sswarnendu | 138.178.69.138 | ২০ অক্টোবর ২০১৪ ১৫:৫০563119
  • যাহ আর কেউ কিছু লিখছে না কেন?

    আর এই টই এর আগের একটা সাইডলাইন আলোচনার সূত্র ধরে... self-similarity ছাড়াও হসডর্ফ ডাইমেনশন বোঝা যায়... সেলফ সিমিলারিটি থাকলে ডাইমেনশনটা বার করতে সুবিধে হয়... আর হসডর্ফ ডাইমেনশন মোটামুটি সহজ কথাতেই বোঝা যায়... এই টই টা ঘেঁটে যাবে... পরে কখনো চেষ্টা করব অন্য জায়গায়।

    কিন্তু টই এগিয়ে চলুক প্লিজ
  • সিকি | 135.19.34.86 | ২০ অক্টোবর ২০১৪ ১৬:৫২563120
  • ইয়ে স্বর্ণেন্দু, এটা প্রায় আট বছরের পুরনো একটা টই। ২০০৬ সালের।
  • sswarnendu | 138.178.69.138 | ২০ অক্টোবর ২০১৪ ২০:৩১563121
  • এ বাবা... ওপরের শেষ কমেন্টদুত দেখে আর আগে দেখিনি...
    :(
  • জিজ্ঞাসু | 161.141.84.164 | ২১ অক্টোবর ২০১৪ ০১:৫৭563122
  • হসডর্ফ ডাইমেনশন? কী সেটা? ফ্র্যাক্টালের কোনো ব্যাপার?
  • sswarnendu | 138.178.69.138 | ২১ অক্টোবর ২০১৪ ১৭:১৮563123
  • মানে ফ্র্যাক্টালের হসডর্ফ ডাইমেনশন ফ্র্যাকশন হয় আর কি... তাই ই অমন নাম...
  • জিজ্ঞাসু | 161.141.84.164 | ২১ অক্টোবর ২০১৪ ২৩:৫৮563124
  • একটু ডিটেলে লিখুন্না, একেবারে যাকে বলে সোজা বাংলা করে।
  • জিজ্ঞাসু | 161.141.84.164 | ২৩ অক্টোবর ২০১৪ ০০:৫১563125
  • হসডর্ফের জন্য অপেক্ষা করছি যে! লিখবেন্না?
  • কল্লোল | 125.242.67.101 | ২৩ অক্টোবর ২০১৪ ০৯:৪৫563126
  • ট্যান। আরও লিখুন। খুব আগ্রহ নিয়ে পড়লাম। খুবই লজ্জার যে আগে চোখে পড়েনি। লিখুন কিন্তু।
  • | ২৩ অক্টোবর ২০১৪ ১০:১৫563127
  • ট্যানই তো অন্য নাম নিয়ে স্বর্ণেন্দু'কে 'লিখুন লিখুন ' বলছে।
    :-))
  • sswarnendu | 222.73.197.225 | ২৩ অক্টোবর ২০১৪ ১৫:৪৪563128
  • @জিজ্ঞাসু

    ( আপনিই Atoz, মানে থুড়ি tan? )

    লিখব... অন্য দেশে এসেছই তাই আপনার লেখার রিক্যুইজিশন দেখেও লেখা হয়নি... আজ বিকেলের মধ্যে লিখে ফেলব... কোথা রইল ।
  • sswarnendu | 222.73.197.225 | ২৩ অক্টোবর ২০১৪ ১৫:৫০563130
  • *এসেছি
    * কথা রইল
    লিখতে চেয়েছিলাম ...
  • cm | 127.247.114.167 | ২৩ অক্টোবর ২০১৪ ১৬:৪৬563131
  • বেশ খাসা পড়ছিলুম কিন্তু Date:11 Aug 2006 -- 09:34 PM এসে আটকে গেলাম। হঠাৎ করে স্টেট চলে আসায়। পার্টিকল আর স্টেটের কি সম্পোক্কো?
  • sswarnendu | 222.73.197.225 | ২৩ অক্টোবর ২০১৪ ১৮:২১563132
  • হসডর্ফ ডাইমেনশন

    প্রথমে আমরা ভাবব বিভিন্ন ডাইমেনশন এর ( সাধারণ অর্থে ডাইমেনশন ... আরো স্পেসিফিকালি বললে R^n এর লিনিয়ার স্পেস ডাইমেনশন n, সেই অর্থে ) r রেডিয়াস এর 'ball' এর 'ভল্যুম' নিয়ে...
    ওয়ান ডাইমেনশনে r রেডিয়াস এর 'ball' মানে ( -r, r ) এই ইন্টারভাল টা আর তার 'ভল্যুম' মানে লেন্থ... সেরকম টু ডাইমেনশনে r রেডিয়াস এর 'ball' মানে r রেডিয়াস এর সার্কুলার ডিস্ক আর তার 'ভল্যুম' মানে এরিয়া... থ্রি ডাইমেনশনে r রেডিয়াস এর 'ball' মানে r রেডিয়াস এর গোলক আর তার 'ভল্যুম' মানে ভল্যুম। এবার দেখুন ওয়ান ডাইমেনশনে r রেডিয়াস এর 'ball' এর 'ভল্যুম' হচ্ছে r এর প্রোপর্শনাল... টু ডাইমেনশনে r square এর... থ্রি ডাইমেনশনে r cube এর... এইরকম... পোলার কোঅর্ডিনেট ব্যবহার করে সহজেই দেখা যাবে n ডাইমেনশনে r রেডিয়াস এর 'ball' এর 'ভল্যুম' r to the power n এর প্রোপরশনাল...

    এ তো গেল ball এর কথা... একটা জেনেরাল সেট এর ক্ষেত্রে কি করব ' ভল্যুম ' বার করতে? ধরুন একটা টু ডাইমেনশনাল সেট আছে আমার কাছে... টু ডাইমেনশনাল সেট কথাটার কোন মানে হয় না, তাই বুঝিয়ে বলি কি লিখতে চাইছি... ধরুন R^3 র একটা সাবসেট আছে আমার কাছে, যে সাবসেট টা একটা সারফেস... যেমন ধরুন sphere...মানে গোলকের গায়ের গোলাকার সারফেসটা ... ইন্টিউটিভলি বুঝতেই পারছেন এই জিনিসটা টু ডাইমেনশনাল... ( খেয়াল করুন এই ডাইমেনশনের কনসেপ্টটা লিনিয়ার স্পেস ডাইমেনশন এবং হসডর্ফ ডাইমেনশন দুটোর থেকেই আলাদা ... এটাকে জিওমেট্রিক ডাইমেনশন বা টপোলজিকাল ডাইমেনশন বলে... টেকনিকাল ভাষায় dimension as a manifold )...
    তা সে যাই হোক, এইবারে এইরকম সেট এর 'ভল্যুম' কি করে বার করব? আইডিয়াটা এইরকম... প্রথমে আমি এই সেট টাকে ওই ডাইমেনশনের (মানে এক্ষেত্রে টু ) r রেডিয়াস এর 'ball' দিয়ে ঢেকে ফেলব... এমনভাবে যাতে জাস্ট ঢাকা পরে ( মানে ঢাকাটা থেকে একটাও ball তুলে নিলে আর ঢাকা পরবে না... সেট টার খানিকটা বাকি থেকে যাবে ) ... r যা খুশি হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবেই পজিটিভ ... এবার ঢাকা দিতে যতোগুলো ball লাগল তাদের ' ভল্যুম ' গুলো যোগ করুন... একটু ভাবলেই বুঝতে পারবেন যে এই যোগফলটা সেটটার আসল ' ভল্যুম' এর থেকে বেশি হবে...। এবার কি করব? আগের r এর থেকে ছোট আর একটা r নিয়ে প্রসেসটা আবার করব... এবার যোগফলটা এখনো সেটটার আসল ' ভল্যুম' এর থেকে বেশি, কিন্তু আগের যোগফলটার চেয়ে কম। অর্থাৎ r ক্রমশ ছোট করতে থাকলে আমরা আসল ভল্যুম এর কাছাকাছি আসতে থাকব ক্রমশ ... r going to zero limit এ এই যোগফলটার limiting value টাই আসল ভল্যুম। ( সমস্ত ভদ্রসভ্য সেটের জন্যে এই লিমিটটা এক্সিস্ট করবে )।

    আচ্ছা বেশ, এ তো হল.... এইবার একটু ভাবুন এই যে বললাম যে সেটটা টু ডাইমেনশনাল তাই টু ডাইমেনশনের r রেডিয়াস এর 'ball' দিয়ে ঢেকে ফেলব.... আপনি আমার কথা না শুনে সেটটাকে থ্রি ডাইমেনশনের r রেডিয়াস এর 'ball' দিয়ে ঢেকে এই প্রসেসটা করতে চাইলেন... কি হবে?
    কি হবে বুঝতে বেশ অনেকটা ভাবতে হবে ... কিন্তু মনে হয় বুঝতে পারবেন... ধরুন কোন একটা r এর জন্য একটা যোগফল পেয়েছেন, r কমালে ঢাকা দিতে লাগা ball এর সংখ্যাটা বাড়বে 1/r^2 এর মত ( এইটাই বোঝাটা একটু ঝামেলা ... এইটা হবে সেট টা টু ডাইমেনশনাল বলে... কারণটা একজন ওপরে বুঝিয়েছিলেন ... box counting argument দিয়ে) ...
    আর প্রত্যেকটা ball এর ভল্যুম বাড়ছে r^3 এর মত... অর্থাৎ যোগফলটা r^3/r^2 = r এর মত চেঞ্জ করবে r পাল্টালে ... তার মানে r going to zero লিমিট এ পাব ০।

    আচ্ছা যদি আপনি ওয়ান ডাইমেনশনের r রেডিয়াস এর 'ball' দিয়ে ঢেকে এই প্রসেসটা করতে চাইতেন... কি হবে? এটা ডিটেলে লিখব না, অল্প ভাবলেই বোঝা যাবে এক্ষেত্রে যোগফল গুলো এবং তাদের limiting value সবই + ইনফিনিটি হবে।

    ( চলবে )
  • sswarnendu | 222.73.197.225 | ২৩ অক্টোবর ২০১৪ ১৮:৫৭563133
  • হসডর্ফ ডাইমেনশন (২)
    ( চলবে-র পর থেকে )

    এবার দেখুন ১,২,৩ এ স্পেশাল কিছু নেই... একটা সেট এর টপোলজিকাল ডাইমেনশন n হলে n এর থেকে ছোট যেকোন পজিটিভ ইন্টেজার ডাইমেনশনের ball নিয়ে ওপরের প্রসেসটা করলে + ইনফিনিটি পাব... আর n এর থেকে বড় যেকোন পজিটিভ ইন্টেজার ডাইমেনশনের ball নিয়ে ওপরের প্রসেসটা করলে শূন্য পাব.... আর সেট টা ভদ্র সভ্য হলে n ডাইমেনশনের ball নিয়ে ওপরের প্রসেসটা করলে একটা finite number পাব। অর্থাৎ আমরা উল্টোদিক থেকে বলতে পারি যে যদি কোন সেট এর ক্ষেত্রে N এর থেকে ছোট যেকোন পজিটিভ ইন্টেজার ডাইমেনশনের ball নিয়ে ওপরের প্রসেসটা করলে + ইনফিনিটি পাই, N এর থেকে বড় যেকোন পজিটিভ ইন্টেজার ডাইমেনশনের ball নিয়ে ওপরের প্রসেসটা করলে শূন্য পাই আর N ডাইমেনশনের ball নিয়ে ওপরের প্রসেসটা করলে একটা finite number পাই তাহলে সেটটার 'ডাইমেনশন' N। এই ডাইমেনশনের কনসেপ্ট টাকে, মানে এই ball দিয়ে ঢাকা দিয়ে তাদের ভল্যুম ( টেকনিকাল ভাষায় মেজার) যোগ করে লিমিট নিয়ে ডাইমেনশনের কনসেপ্ট টাকে অঙ্কের ভাষায় বলে মেজার থিওরেটিক ডাইমেনশন ( measure theoretic dimension ) । হসডর্ফ ডাইমেনশন ও একরকম মেজার থিওরেটিক ডাইমেনশন... কিন্তু আমরা এখনো সেখানে পৌঁছোই নি, আপাতত যে ডাইমেনশনের কনসেপ্ট অবধি পৌঁছলুম সেটার নাম লেবেগ ডাইমেনশন ( Lebesgue dimension )।

    ( আরো চলবে )
  • sswarnendu | 222.73.197.225 | ২৩ অক্টোবর ২০১৪ ২৩:৫৪563134
  • লোকে ঘেঁটে গেছে মনে হচ্ছে... ক্ষান্ত দেওয়া উচিত বোধহয়
  • cm | 116.208.12.187 | ২৪ অক্টোবর ২০১৪ ০০:০২563135
  • হুঁ ধরে লিখলে ভাল। যেমন কভারিং ডাইমেনশন সহজেই স্পষ্ট করে বলা যায় ।
  • sswarnendu | 222.73.197.225 | ২৪ অক্টোবর ২০১৪ ০০:০৫563136
  • হ্যাঁ বিশেষ সুবিধে করতে পারছি না মনে হয়... তাই এ অপচেষ্টা থেকে বিরত হলুম।
  • Ishan | 214.54.36.245 | ২৪ অক্টোবর ২০১৪ ০০:২৪563137
  • দিব্বি বুঝতে পারছি। আপনি একটা বলের উপরিতলের আয়তন (মানে এক্ষেত্রে ক্ষেত্রফল) মাপতে চান। মাপবেন কিকরে? না, বলটাকে চেপ্টে একটা আসনের মতো বানিয়ে ফেললেন। কিছু একটা বিদঘুটে শেপ হল, যেটা পৃথিবীর চ্যাপ্টা ম্যাপের চেয়েও খারাপ। এবার আপনি একটা জানা মাপের চাকতি বসিয়ে বসিয়ে মাপতে লাগলেন লাগলেন ক্ষেত্রফল। এবার যা ফল পেলেন, সেটা ভুলভাল এল, এবং আসল ক্ষেত্রফলের চেয়ে বড়ো হল। কারণ, চাকতিগুলোর মাঝে ফাঁক থাকবে, আর বাইরে খানিক বেরিয়েও থাকবে। এই ভুলভাল মাপের পরিমান ক্রমশ, কমবে যদি চাকতি গুলো ছোটো হয়। যত ছোটো হবে, মাপ ততো ঠিক হবে। চাকতির ব্যাসার্ধ শূন্য করে দিতে পারলে একদম ঠিকঠাক মাপ আসবে। কিন্তু সেটা এমনি এমনি করা যায়না, তাই অঙ্ক করে লিমিট দেখতে হবে। একদম ক্লিয়ার। কোনো ত্রুটি বিচ্যুতিই দেখতে পারছিনা। :-)

    এবার আপনি একটা থ্রি ডাইমেনশনাল বলের জায়গায় বড়ো ডাইমেনশন দিয়ে কেউটে ধরবেন। ধরুন না।
  • ^O^ | 161.141.84.164 | ২৪ অক্টোবর ২০১৪ ০১:৫৭563138
  • চান্দুবাবু, এইসব ব্যারিয়ন আর মেসন ধরণের পার্টিকলগুলো তো স্টেটই, কোনোটা থ্রী বডি বাউন্ড স্টেট, কোনোটা টু বডি বাউন্ড স্টেট। কোনোটা গ্রাউন্ড স্টেট আবার কোনোটা এক্সাইটেড স্টেট। একেক স্টেটের একেক নাম। জে/সাই, এটা, কাই এইসব নাম।
  • sswarnendu | 222.73.197.225 | ২৪ অক্টোবর ২০১৪ ০২:২৩563139
  • ঈশান,
    ধন্যবাদ... খানিক বোঝা যাচ্ছে জেনে উৎসাহ পেলুম। তবে চাকতিগুলোর মাঝে ফাঁক থাকা চলবে না, তাই ওভারল্যাপ থাকবে...
    আর বলছিলুম এইটা থেকে ডাইমেনশনের আইডিয়াটা... ধরুন বলটাকে চেপ্টে একটা আসনের মতো বানিয়ে ফেলার পর জানা মাপের চাকতি বসিয়ে বসিয়ে মাপার জায়গায় জানা মাপের বল বসিয়ে বসিয়ে মাপার চেষ্টা করলেন, তাতে ওই লিমিট করে-টরে উত্তর আসবে শূন্য। আবার যদি চাকতির জায়গায় জানা মাপের সুতো বসিয়ে মাপতে যেতেন উত্তর আসত + ইনফিনিটি। মানে আপনি যদি আগে থেকে নাও জানতেন যে বলের উপরিতল আসলে আসনের মত না সুতোর মত না ইঁটের মত, তাহলেও এইভাবে মাপার চেষ্টা করে , একবার সুতো দিয়ে, একবার চাকতি দিয়ে আর একবার বল দিয়ে...তার উত্তরগুলো থেকে বলতে পারতেন যে বলের উপরিতল আসনের মত কারণ চাকতি দিয়ে মেপে একটা ফাইনাইট নন- জিরো উত্তর এলো... বাদবাকিতে হয় শূন্য নয় ইনফিনিটি ...
  • ^o^ | 161.141.84.164 | ২৪ অক্টোবর ২০১৪ ০৩:০৩563141
  • গোল গোল চাকতি বসিয়ে কেন মাপছেন? চৌকো চৌকো কার্ড বসিয়ে বসিয়ে মাপলে ধারগুলো বেশ গায়ে গায়ে লেগে থাকতো, কোনো গ্যাপ থাকতো না বা ওভার্ল্যাপ থাকতো না। একেবারে পাশের দিকে যেখানে ছেতরে গ্যাছে গোল সারফেস চ্যাপ্টা করে বসাতে গিয়ে, সেইখানে না হয় ছোট্টো ছোট্টো চাকতি বসাতেন!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন