এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • বাজে,খুব বাজে সিনেমা

    dd
    সিনেমা | ০১ এপ্রিল ২০০৬ | ৬২৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 61.17.241.68 | ০১ এপ্রিল ২০০৬ ১০:৩২564144
  • কি কোরবো ? অচেনা শহরে একাকী রয়েছি। তাই টি ভিতে যা দেখায়, দেখি।
    দুটো য্যাচ্ছেতাই সাই ফাই দেখলাম। বলি।

    .স্নেকহেড টেরর : এক নির্জন শহরে ,অতি সুন্দর লেকে উৎপাত শুরু হয়েছে। খোক্ষোশ টাইপের কিছু হিংস্র মাগুর মাছ সবাইকে কামড়ে টামড়ে বিলকুল খেয়ে ফেলছে। বল্লে বিশ্বাস করবেন না, সেই ধামশা মাগুর মাছেরা আবার চ্যঁআ চ্যঁআ করে আওয়াজ করে। অবশেষে সব মাগুর মাছেরা মরে যাবে। চিন্তা করবেন না।

    .প্রেডাটর বনাম এলিয়েন। একদিকে ভোঁদোর আর গরিল্লার মিশ্রনে তৈরী প্রেডাটর আর অন্যদিকে চামচিকে আর গিরিগিটির ককটেইল এলিয়েন। দুয়ে মিলে খুব মারপিট। শেষ মেষ গির্গিটিরা হেরে গ্যালো। জয় ভোঁদোরের জয়।
  • samik | 221.134.224.26 | ০১ এপ্রিল ২০০৬ ২২:২২564246
  • বা:, ব্যাপক টপিক। আমি একটা দেখেছিলাম, হিন্দি সিনেমা, মনীষা কৈরালা ছেলো। দিল কি জ্‌হ্‌গারোখে মে। বন্ধুর সাথে বার খেয়ে টাইমপাস কত্তে গেসলুম। হাফটাইম পজ্জন্ত টিকতে পারি নি।
  • samik | 221.134.224.26 | ০১ এপ্রিল ২০০৬ ২২:৪১564257
  • দিল কি ঝারোখে মে।
  • vikram | 134.226.1.194 | ০২ এপ্রিল ২০০৬ ০০:১৩564268
  • আমি ইংরিজিতে ড্রাকুলা (আসল নয়) একটা সিনেমা দেখেছিলাম তাতে শয়তানের শয়তানির শেষ দৃশ্যে হিরো তাকে একটা ক্রস দেখিয়ে গো টু হেল বললো এবং সে হেল এ চলে গেল ও সিনেমা শেষ হলো।

    বিক্রম

  • Skywalker | 80.219.175.45 | ০২ এপ্রিল ২০০৬ ১৬:৪৭564279
  • "বান্টি আউর বাবলি"।
  • dd | 59.144.68.84 | ০২ এপ্রিল ২০০৬ ১৯:১২564290
  • আর কাল দেখলাম মেল্টডাউন।
    জেট লি। ধবধবে সাদা স্যুট পরে কি মারপিটই না কল্লে। এক হাতে সোঁ সোঁ করে গাড়ী চালাচ্ছে, অন্য হাতে বন্দুক চালাচ্ছে আর আরেক হাতে বগ দেখাচ্ছে । স্যুট একবারও টসকালো না, নোংরা হলো না। উঠতি সি ই ওরা শেখো।
    প্রতিপক্ষ প্রায় শ খানেক টেরোরিস্ট । জেট লি বন্দুক আর কারাটে দিয়ে খুব মারলো । শেষে একটা আস্তো হেলিকপটার ছুঁরে মাল্লো। তাতেই টেররিস্টরা ফৌত হলো।
  • bozo | 129.7.152.174 | ০৪ এপ্রিল ২০০৬ ২২:৫৭564301
  • আমি দেখেছিলাম, আমার প্রিয় অভিনেতা সানি র 'গদর এক অমর প্রেম কাহানী'
    সানি পাজি কি-ই না করল। প্রথমে ট্রাক চালাতো, মাঝে ট্রেন ও চালালো, শেষে হেলিকপ্টারে উঠে ফাটাফাটি।
    কিন্তু সব কিছু ছাপিয়ে যখন নলকূপ তুলে আক্রমন করল, যেন গদা হস্তে মহাভারতের ভীম।
    বেঁচে থাক সানি।
    ও আমাশা পটেল ও ছিল সেই মুভি তে। ১৯৪৭ এ বসেই সে মায়ের সাথে ১৯৫৪ এর গান গাইত- 'কে সারা সারা'।
  • vikram | 134.226.1.136 | ০৫ এপ্রিল ২০০৬ ০০:০২564312
  • পরিনীতা।

    ফোয়ারা তুলে পাঁচিল ভাঙছে শর্মিলার মেয়েলি ছেলে আর ইতরে জনা তোড় তোড় করে চিৎকার করছে।

    বিক্রম

  • Som | 210.212.137.6 | ০৫ এপ্রিল ২০০৬ ১০:০৪564323
  • সইফ পিয়ানো বাজায়ে ফ্যান্টাসিছে বিদ্যা-সঞ্জয় বেডসীন। জ্বলছে,ভাবছে,বাজাচ্ছে। পিয়ানোর ওপর জলের গ্লাস কাঁপছে, নড়তে নড়তে কিনারায় সরে যাচ্ছে, বিদ্যা-সঞ্জয় জড়াজড়ি করছে, সইফ ঘামছে, গ্লাস সরছে, সব্যসাচী বৌ নিয়ে দরজায় দাঁড়িয়ে, বাজনা তুঙ্গে - গ্লাস পড়ে ভেঙে গেল - সইফ বাজনা থামালো ধুম করে - "বাবা বিয়ে ঠিক করো" - "শাব্বাস বেটা" - সব্যসাচী গন, ঘেমো সইফ আবার পিয়ানোয় - ফুলে ফুলে ঢলে ঢলে - অহো:
  • dd | 61.17.45.32 | ১০ এপ্রিল ২০০৬ ১২:১৭564145
  • এলিয়েন রিজারেকশন দেখেছেন ? দেখেন নি ? বেশ করেছেন ।

    আমি গত রাত্রে দেখলাম - সেই গিরগিটি আর ক্ষোক্কোশের ককটেইল। শেষ পজ্জোন্তো হেরে যাবে। বোধহয় মরেও যাবে।

    এই সিনেমা না দেখার আনন্দ থেকে বঞ্চিত হবেন না ।
  • dd | 59.93.72.108 | ২৫ এপ্রিল ২০০৬ ০৯:১৯564156
  • এই বইটার নাম জানি না। মাঝখান থেকে দেখেছি।
    এটা এক ভুতের গল্প। সেই ভুত একটি পরিবারকে খুব উত্যক্ত করতো। শেষে বাগে পেয়ে বাড়ীর কর্তা ক্রস দিয়ে ঠুকে, লাঠি দে পিটিয়ে, স্টেক দিয়ে খুঁচিয়ে ভুতটাকে এমন মার মাল্লো যে ভুতটা মরেই গেলো।
    এছাড়া হলে গিয়ে দেখলাম বেসিক ইন্সটিনক্ট টু। বড় দু:খের বই। মনটা বিষাদে ভরে গ্যালো। তাহলে শ্যারন স্টোনের ও বয়স বাড়ে? সেও বুড়ী হয় ? তাইলে তো আমরাও একদিন বুড়ো হয়ে যাবো। আমি ও আমার সমবয়সী তরুন বন্ধুটি সেদিন খুব বিমর্ষ ছিলাম।
  • dd | 59.93.72.108 | ২৫ এপ্রিল ২০০৬ ০৯:২৮564167
  • আর windtalkers দেখলাম গতকাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্যাসিফিক থিয়েটার আমার খুব প্রিয়। কিন্তু কি অবিশ্বাস্য যুদ্ধের সীন। ভাবা যায় না ২০০২ সালে হলিউডে এরকম আজগুবী যুদ্ধু দেখানো হয় সিনেমায়। তবে কিছু অথেন্টিক হ্যান্ডগান আর জাপানী হোগা ,আমেরিকান শেরম্যান আর স্টুয়ার্ট ট্যাংক দেখিয়েছে - ইন অ্যাকশন।
    বাকীটা বাজে - খুব বাজে।
    ও হ্যাঁ , একটা গল্প গোছের কিছু ছিলো। সেটা ততো ইমপর্ট্যান্ট নয়।
  • vikram | 134.226.1.136 | ২৫ এপ্রিল ২০০৬ ১৪:৪০564178
  • ডেভিলস অ্যাডভোকেট। শয়তান, শয়তাএর ছেলে পিলে, এক ছেলে অ্যাডভোকেট। শয়তান তার সৎ ছেলেমেয়েদুটোকে মেটিং করিয়ে অ্যান্টিক্রাইস্ট বানাতে চায়। ছেলেটা কোনো কেস হারে না। তারপর কিসব জানি হয়। তারপর মেয়েটা যখন অনেক্ষন ধরে জামাকাপড় খুলে আছে তখন ছেলেটা নিজেকে গুলি করে মেরে ফেললো আর শয়তান আর তার মেয়ে হঠাৎ আগুনে জ্বলে পুড়ে গেলো। কিচ্ছু বুঝলাম না।

    বিক্রম
  • Arjit | 128.240.229.3 | ০৭ নভেম্বর ২০০৬ ১৯:১৫564189
  • LOC - কি কুক্ষণেই যে দেখলুম। উফ্‌ফ...
  • J | 160.62.4.10 | ০৭ নভেম্বর ২০০৬ ১৯:১৭564200
  • বোরাত
  • Arjit | 128.240.229.3 | ০৭ নভেম্বর ২০০৬ ১৯:২৪564211
  • ও, সেদিন স্টারপ্লাসে দেখালো "অকসর" - উফ্‌ফ এই মডেল-টার্নড-অ্যাকট্রেসগুলো এক্কেরে যাচ্ছেতাই - উদিতা গোস্বামী - সর্বক্ষণই এঁরা বেড়াল-হাঁটায় ব্যস্ত, নর্মালসি বলে কিসু নাই। প্রসঙ্গত - ক্যাট-ওয়াক কেন বলে? ওই হাঁটা দেখলে বেড়ালে ওয়াক করে তাই?
  • dd | 202.122.18.241 | ০৭ নভেম্বর ২০০৬ ২০:৫৭564222
  • LRM
    সারা ফিলিম জুড়ে সবাই কাঁদছে। সেলুনে ক্ষৌরকার,গাড়ীতে পুলিশ। সমুদ্র সৈকতে মুন্না ভাই আর সার্কিট- পরষ্পরকে জাপটা জাপটি করে। ইস্তক মুম্বাইএর যতেক লোক।

    আপনের কাঁদবার ইচ্ছে চাগিয়ে উঠলে চলে যান। হলে বসে কাঁদুন। ইন্টারভালে আলুর চপ খেতে ভুলবেন না।
  • tan | 131.95.121.127 | ০৭ নভেম্বর ২০০৬ ২১:৫৩564233
  • সার্কিট আর মুন্নাভাই জাপ্টাজাপ্টি?
    কি সাংঘাতিক ক্যাঁচাল!!!
    :-)))
  • agantuk | 206.135.171.98 | ০৮ নভেম্বর ২০০৬ ০১:১৬564244
  • ক্যাঁচাল তো বটেই। rediff.com এর chat-এ জনৈক samarjit প্রশ্ন করেছিলেন, 'why was Circuit's love life never shown in either of the movies?' এবং পরিচালক রাজকুমার হিরানি তার উত্তরে বলেছিলেন, 'Circuit is in love with Munna. You did see their love life.' মজার কথা হল, এই link-টা rediff-এ আর সহজে পাওয়া যাচ্ছে না; google-এ গিয়ে cache থেকে পুরনো পাতা তুলে আনতে হল...
  • tan | 131.95.121.127 | ০৮ নভেম্বর ২০০৬ ০১:২১564247
  • আর ইন্টার্ভ্যালে ফ্রীতে আলুর চপ দেয়?
    তাইলেও তো ক্যাঁচাল! লাগে রহো ব্যাপারটাই বা কি?
    :-)))
  • tan | 131.95.121.127 | ০৮ নভেম্বর ২০০৬ ০১:২৬564248
  • মুন্নাভাই এম বি বি এস এ কিছু হাস্যকর পরীক্ষাদৃশ্য! কোনো চেক ফেক কিছু করছে না,আইডি টাইডি কিছু লাগছে না, আরেকজন মুন্নাভাইয়ের হয়ে পরীক্ষা দিয়ে পালালো! মুন্নাভাই টপার হলো!

  • vikram | 128.42.22.163 | ০৮ নভেম্বর ২০০৬ ০৩:৩৫564249
  • মুন্নাভাই দুটো সিনেমাই বেশ ভালো। দ্বিতীয়টা অপূর্ব। আর পরীক্ষার চেকের দৃশ্যটা হাস্যক্লর কেন হবে ? মজার তো!

    বিক্রম
  • Ishan | 130.36.62.139 | ০৮ নভেম্বর ২০০৬ ০৩:৩৯564250
  • প্রথমটা বেশি ভালো। দ্বিতীয়টায় একটু আর্ট ফিলিম আর্ট ফিলিম ভাব এসে গেছে।
  • r | 61.95.167.91 | ০৮ নভেম্বর ২০০৬ ২৩:৪২564251
  • আমার আগেই মনে হয়েছেলো বাজে হবে। তাই কোনোটাই দেখি নাই। কি সু-দূরদৃষ্টি মাইরি! ;-)
  • dam | 61.246.72.174 | ০৮ নভেম্বর ২০০৬ ২৩:৫১564252
  • না না দ্বিতীয়টাই বেশী ভাল লেগেছে।

    হলে গিয়ে হো হো করে হাসতে হলে LRM দেখুন।
  • Gaza | 170.213.132.253 | ০৯ নভেম্বর ২০০৬ ০২:০৬564253
  • LRM রাজু(RK Hirani) বহুত গাঁজা খায় ,অগে আমি সাপ্লই দিতাম একোন কিনে খায় producerএর পয়সায়।
    গাঁজা
  • | 203.99.212.57 | ১০ নভেম্বর ২০০৬ ১৭:২৫564254
  • ক্যাট রা ঐ ভাবে হাঁটে তাও cat walk। হাঁতার actual style হোলো, যত গুলো পা থাকবে, তার অর্ধেক পায়ের চাপ পড়বে।

    মানে পেছনের পা টা পড়বে, সাম্নের পায়ের ফেলে যাওয়া ছাপের ওপর।

    সব বিড়াল জাতীয় প্রানীরা এমন ভাবে হাঁটে। কিছু দ্বিপদ প্রানী ঐ ভাবে হাঁটার চেষ্টা করে খুশী হয়।
  • Parolin | 213.94.228.210 | ২০ নভেম্বর ২০০৬ ১৮:২৬564255
  • মহামুল্য কুড়ি ইউরো , অমুল্য উইকেন্ডীয় দেড়টি ঘন্টা , আর আধ লিটার টেসকোর সস্তার পেট্রল জলে দিয়ে দেখে এলুম -
    Borat: Cultural Learnings of America for Make Benefit Glorious Nation of Kazakhstan
    অখাদ্য, যমের অরুচি। Da Ali G show এর সারক্যাসমের ছিটে-ফোঁটাও নেই। আছে কেবল অতি মোটাদাগের অসহনীয় স্ল্যাপস্টিক ভাঁড়ামো, অতি কদাকার দুই ন্যাংটো লোকের মারপিট, আর কাজাখস্তান আর জিউইশদের সম্বন্ধে যা খুশি তাই বলা। দেখে থেকে যে গা শুদ্ধু এমন জ্বলে গেছে যে এখোনো ধোঁয়াচ্ছে।

  • d | 122.162.104.146 | ২১ মে ২০০৭ ২০:৫৯564256
  • "ওয়াটার'
    অসহ্য বাজে সিনেমা।
  • vikram | 134.226.1.234 | ২২ মে ২০০৭ ০০:৩৮564258
  • স্পাইডারম্যান থ্রী - ভয়াবহ।

    বিক্রম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন