এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • বাজে,খুব বাজে সিনেমা

    dd
    সিনেমা | ০১ এপ্রিল ২০০৬ | ৬২৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • টেস্ট | 111.63.169.48 | ০২ মে ২০১২ ২১:৫১564325
  • টেস্ট
  • টইয়ের নাম | 111.63.169.48 | ০২ মে ২০১২ ২১:৫৩564326
  • টেস্ট
  • sosen | 24.139.199.1 | ০৩ মে ২০১২ ১৫:৫০564327
  • ধুম। ১, ২, বাবাগো। না খেতে পাওয়া বচ্চনবধূ।
    দেবদাস নতুন। আমার অনেক ধৈর্য্য। ৬ বারে দেখে পুরোটা শেষ করেছি। প্রায় ২ মাস ২ মাস গ্যাপে।
    সন্দীপ রায়ের সব ফেলুদা, বোম্বেটে বাদে। যা তা।
  • Malini | 81.169.35.111 | ০৪ মে ২০১২ ০৮:৩৭564328
  • ইংলিশ বাবু দেশী মেম।

    আমি ও আমার কাজিন গেছিলাম দেখতে। দুজনেই বিভত্স শাহরুখ ফ্যান।

    তাও সঝ্য করতে পারিনি।

    কদিন আগে দেখলাম "জ্যাক এন্ড জিল"। এত খারাপ সিনেমা দেখিনি।
  • kiki | 69.93.244.156 | ০৪ মে ২০১২ ১১:৪৯564329
  • পিয়ানো

    শেষে হিঁচকি উঠে গেলো।ঃ(
  • ঝিকি | 229.83.85.197 | ০৪ মে ২০১২ ১১:৫৬564330
  • হুঁ এগুলো যদি বাজে হয় তাহলে 'রুদ্রাক্ষ' আর 'মোক্ষ' কি?

    আমি বিভিন্ন সময়ে বিভিন্ন অংশ দেখে রুদ্রাক্ষ সেষ করেছিলাম, কিন্তু মোক্ষলাভ অবধি পৌঁছতে পারিনি ☺

    আর একটা হল 'নো স্মোকিং'.....ওটা মনে হয় গাঁজা খেতে খেতে দেখলে বুঝতে পারা যাবে ☻
  • সোসেন | 24.139.199.1 | ০৪ মে ২০১২ ১২:৩৩564331
  • নো স্মোকিং: ওরে বাবা। সারা ফিলিম ভাবলাম এইবার বুঝতে পারবো কেস টা কি। গালে হাত দিয়ে বসে রইলুম স্কলার সুলভ মুখ নিয়ে। ফিলিম শেষ হয়ে গেল । কিসুই বোঝা গেল না। সাথে ছিল "সিগনিফিক্যান্ট আদার"। সে দেখি ঘুমিয়ে পড়েছে। সিনেমা শেষ হলে ডাকতেই চোখ কচলে বললো, এই যা শেষ হয়ে গেল? তুই ঘুমোস নি?
    হেব্বি রাগ হয়েছিল।
  • সায়ন | 170.83.97.83 | ০৪ মে ২০১২ ১৩:০১564332
  • প্যায়ার ইশ্‌ক মোহব্বতে অর্জুন রামপল
    জানম সমঝা করোর সল্লু ভাই
    হোয়াট্স ইওর রাশির কে জানে কে
    - এগুলো দেখুন। বাবা কেন চাকর অল টাইম ক্লাসিক লাগবে।
  • ঝিকি | 229.83.85.197 | ০৪ মে ২০১২ ১৩:০৭564333
  • সায়ন 'বাবা কেন চাকর' দেখেছ কি??

    আমি দেখেছি, গ্রামের রাস্তা আর নয়ানজুলির মাঝে কচুবন, আর সে বনে নাচগান করে তাপস পাল আর অঁজন চৌধুরীর এক মেয়ে........ না দেখলে জানবে না বাবা সত্যি-ই কেন চাকর!!
  • শ্রী সদা | 69.97.136.215 | ০৪ মে ২০১২ ১৩:৩০564146
  • মাই নেম ইজ খান।
    নোবেল চোর।
  • গান্ধী | 213.110.246.25 | ০৪ মে ২০১২ ১৩:৪৩564147
  • শাহরুখের "ওয়ান টু কা ফোর"
  • Lama | 126.203.207.240 | ০৪ মে ২০১২ ২০:২১564148
  • মিঠুন্দা অভিনীত "কৃষ্ণ অবতার'। নাঈকার নাম মনে নাই।

    নাঈকাকে অপহরণ করে ব্যক্তিগত বিমানে চাপিয়ে ব্যক্তিগত দ্বীপে এনে বন্দী করে রেখেছে খলনায়ক। বিমানের চাকা ধরে ঝুলতে ঝুলতে নায়ক এবং তার পোষা ডোবারম্যানও পৌঁছে গেছে। কিন্তু খলনায়কের চ্যালারা নায়ককে পিটিয়ে আধমরা করে মৃত ভেবে ফেলে চলে গেছে। তার পোষা কুকুর গা ঢাকা দিয়েছে।

    গভীর রাতে কুকুর কোথা থেকে একটা লাল শাড়ি জোগাড় করে পরে ফেলেছে। তারপর ভিলেনের ব্যক্তিগত এয়ারপোর্টের একমাত্র পাহারাদারকে সিডিউস করেছে। পাহারাদার কাছে আসা মাত্র ঘ্যাঁক। তারপর নায়ককে জিভ দিয়ে চেটে বাঁচিয়ে তোলা। তারপর নায়ক কর্তৃক সদলবলে ভিলেন সংহার এবং নায়িকা উদ্ধার। কিন্তু মারপিটের ধকলে নায়ক কাহিল। রে রে করে তেড়ে আসছে ভিলেনের দলবল। শেষরক্ষা বুঝি হয় না।

    কি হবে এবার?

    কি আবার হবে? নায়কের পোষা কুকুর শাড়ি পরতে জানে, আর প্লেন চালাতে জানে না বুঝি? নায়ক নায়িকা গান গাইতে গাইতে আর ডোবারম্যান প্লেন চালাতে চালাতে উড়ে পালাল। নটে গাছটি মুড়োলো।
  • প্পন | 122.133.206.20 | ০৪ মে ২০১২ ২০:৩৬564150
  • ডিঃ আমি দেখি নাই।
  • প্পন | 122.133.206.20 | ০৪ মে ২০১২ ২০:৩৬564149
  • লামা গুল্প দিল কিনা বুঝছি না। এই মুভিটা তো?

    http://www.imdb.com/title/tt0490440/
  • একক | 24.96.77.24 | ০৪ মে ২০১২ ২০:৪৫564151
  • "সব চরিত্র কাল্পনিক" দেখলুম কিছুদিন আগে. এই কমডমুখো তাকে কেন যে নেয় কে জানে :(
    তাঁতের শাড়ি তে বিপাশা একটা অদ্ভুত ইঞ্জিরি মিডিয়াম ভাবভঙ্গি করে গ্যালো . সব মিলিয়ে খুব খারাপ নয় , কিন্তু এভাবে আর কদ্দিন ??
  • Ishan | 202.43.65.245 | ০৪ মে ২০১২ ২০:৫৯564152
  • অ্যাই, নো স্মোকিং বহুত ভালো সিনেমা। কোনো ফাজলামি নয়।
  • kk | 117.3.243.18 | ০৪ মে ২০১২ ২১:৩৬564153
  • ইকি?'নো স্মোকিং' তো খুব ভালো সিনেমা।

    তোমরা 'তিন থে ভাই', 'জোড়ি ব্রেকার' এইসব দেখোনা?
  • শ্রাবণী | 69.94.99.169 | ০৪ মে ২০১২ ২১:৫২564154
  • আমি একবার একটা সিনেমা দেখেছিলাম, নামটা পরে বলব, দেখার গল্পটা আগে বলে নিই। একটা বিয়েবাড়ি ছিল, শয্যাতুলুনির টাকা পাওয়া গিয়েছিল......বর কনে বিদেয় হলে পাঁচজনে লাফালাম ওই টাকায় সিনেমা যাব, এমনিতে তখন "গান্ধী" জাতীয় সিনেমা ছাড়া আর হলে গিয়ে কিছু দেখার পারমিশন ছিলনা, তবে সেদিনের ব্যাপার আলাদা, বিয়েবাড়ির ঝক্কি ও খাটনির চোটে বারণ করার লোকেরা সব এলিয়ে পড়েছে, তবু অল্প আপত্তি উঠল একোণ ওকোণ থেকে।

    দলে কলকাতার দুটি পাকা কলেজের ফার্স্ট ইয়ারের দিদি ছিল, তাদের কাছে এই কদিন শোনা সব লেটেস্ট পাকা সিনেমার গল্প শুনে দুধের স্বাদ ঘোলে মেটানো হচ্ছিল। তারা তো এমন গজব জীবনে শোনেনি, শয্যা তুলুনির টাকায় নাকি শালীদের সিনেমা দেখার অধিকার যুগে যুগে চলে আসছে, অতএব খোদ দুধেই চুমুক দেওয়ার সুযোগে আমরা আত্মহারা!
    শেষে অনুমতিও পাওয়া গেল কিন্তু উইথ স্লাইট খিঁচ.....বাড়ির সবচেয়ে কাছের হলটিতে গিয়ে সিনেমা দেখতে হবে, ও সঙ্গে একখানি ছেলে চলনদার যাবে.....:(
    তাই সই, পাহারাদারটি তার আগের দিনই সুদুর কাশ্মীর বর্ডার থেকে এসে পৌঁছেছে, সে ভরসা দিল, হলে গিয়ে চুপচাপ ঘুমোবে, আমাদের কথাবার্তা শুনবে না, কাবাবে হাড্ডি হবেনা!

    মন্দ কী, কাছের হল হলেও, প্রায় স্বাধীনতা.....দুপুরের শো, বাসী টাটকা মিলিয়ে মিশে খেয়েদেয়ে হেঁটেগড়িয়ে পাঁচমিনিটে হইহই করে হলে পৌঁছে গেলাম, তখন শহরের চালু সিনেমার ব্যাপারে কোনো খবর রাখতাম না, "আদার ব্যাপারী"...
    কাউন্টার ফাঁকা, ওদিকে বসে থাকা লোকটি হাই তুলতে তুলতে আধো ঘুমে টিকিট দিল। হলটা খুব ভালো ছিল, নতুন, আমার খুব পছন্দের ওপরে উঠে দেখি অন্যতম আকর্ষণ, চিপসের কাউন্টারই বন্ধ, দুপুর তো, পরে খুলবে নিশ্চয়, ইন্টারভ্যালে খাব....কয়েক মিনিট আছে, দরজায় দাঁড়ানো লোকটি জানালো আগের শো চলছে, এখুনি শেষ হবে.....একজিট দরজা অন্য পাশে, সেখানে চোখ রাখি, লোক বেরোলেই ঢুকব( আমাদের শহরে হলে সিট নাম্বার হত না, হুড়োহুড়ি করে ঢুকে আগেভাগে সিট রাখতে হত)...
    তা আমরা বোধহয় একটু তাড়াতাড়িই এসে পড়েছি, এই শোয়ের অন্য দর্শকরা তখনও এসে পৌঁছয় নি।
    ওই দরজার দিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় এই দরজার লোকটি পর্দা সরিয়ে, হাত বাড়িয়ে টিকিটগুলো নিয়ে বলল, "যাও, শো শেষ"....কিছু না বুঝেই হলে ঢুকে পড়লাম, সিনেমা শুরু হল, আমরা ছ জন আর ঐ টিকিট দেখার লোকটি....আমাদের চলনদার একটু দুরে গিয়ে নরম গদি আঁটা চেয়ারে একটায় বসে, আর একটায় পা তুলে ঘুমোতে লাগল...আমরা মেয়েরা তাও কিছুক্ষণ খুব আশা নিয়ে পর্দার দিকে তাকিয়ে রইলাম, যদি পছন্দসই কিছু চোখে পড়ে....তবে বেশীক্ষণ পারলাম না...
    ওখানেই বসে গল্প টল্প করতে থাকলাম(চিপসের লোকটাকে কোথা থেকে ধরে এনে চিপস খাওয়া হচ্ছিল গল্পের সাথে).....শেষে একজন এসে বলে, "আপনারা কী দেখবেন পুরোটা"? নাহলে বন্ধ করে দেবে। পয়সা ফেরত দেবেনা শুনে আমরাও ঠিক করলাম, পুরোটাই চালাক, বসে থাকব....বাড়িতে সবাই জিজ্ঞেস করলে জানালাম "দারুন সিনেমা দেখলাম, তোমরাও গিয়ে দেখে এস"। কেউ যাবার আগেই অবশ্য সিনেমা পাল্টে গেছিল, কোনো বড় রিলিজের আগে ওটা ফিলার ছিল, হয়ত বিনা পয়সায় এনেছিল হল মালিক!:)))

    সিনেমার নাম আমি শিওর কেউ কখনো শোনেনি.........."ইঁট কে জবাব পাত্থর সে"

    কিছু মনে নেই,(দেখিইনি তো) শুধু আবছা মনে আছে চালু হিন্দি সিনেমার এমন কোনো মশলা নেই যা তাতে ছিলনা!
  • পাই | 138.231.237.4 | ০৪ মে ২০১২ ২১:৫৬564155
  • নো স্মোকিং তো ভাল সিনিমার টইতে লিখতে যাচ্ছিলুম ঃ)
  • ঝিকি | 149.195.27.198 | ০৪ মে ২০১২ ২১:৫৭564157
  • ভুতের ভবিষ্যৎ - নুন ছাড়া ঝালমুড়ি
  • শ্রী সদা | 127.194.204.83 | ০৪ মে ২০১২ ২২:০০564158
  • নো স্মোকিং তো ভাল লেগেছিল বেশ। আর একটা জালি সিনেমার নাম না বললে পাপ হবে - গৌতম ঘোষের কালবেলা। অত সুন্দর গল্পটার পুরো ** মেরে দিয়েছিল ।
  • পাই | 138.231.237.7 | ২৩ মে ২০১২ ১০:৪৩564159
  • হেট স্টোরি। যথারীতি এটাও পুরো দেখতে পারিনি। তবে নিশ্চিত, পুরো দেখলে অতি বাজে সিনেমা বলে টই খুলতুম।

    তবে এনিয়ে রিদ্ধির রিভ্যু পড়ার ইচ্ছে রইলো ;)
  • kc | 204.126.37.78 | ২৩ মে ২০১২ ১১:০৫564160
  • গান্ডু,
    বাজে, বাজে, খুব বাজে সিনেমা।
  • শঙ্খ | 118.35.10.119 | ২৩ মে ২০১২ ১১:০৬564161
  • হেওয়ার (য ফলা দিতে পারছি না কেন?)। অতি অখাদ্য, ওশান'স ইলেভেনের ডিরেক্টরের হাত থেকে এইরকম পাতি একটা মুভি, জাস্ট ভাবা যায়না। শুধুই মুয়ে থাই এক্সপার্ট জিনা কারানো, বাদবাকি কাস্টগুলো (কারা শুনবেন? ডগলাস কাকু, বেন্দেরাস দা, ম্যাকগ্রেগর দা) সব নর্দমা দিয়ে গলে গেলো। ধুর ধুর।
  • cb | 202.193.160.9 | ২৩ মে ২০১২ ১১:১০564162
  • ভূতের ভবিষ্যৎ!!!!!

    এই টই য়ে?
  • lcm | 79.236.160.162 | ২৩ মে ২০১২ ১১:১৫564163
  • স্মোকিং ছাড়ার কোনো টিপ্‌স পাওয়া যায় ভেবে একজন নো-স্মোকিং দেখার পর তার স্মোকিং নাকি বেড়ে গেছিল।
  • S | 109.26.200.89 | ২৩ মে ২০১২ ১১:১৯564164
  • ক্যাশ - এই শতাব্দীর সবথেকে ঝুল সিনেমা। আপিসে ৬ দিন কাজ করে শনিবাঅর দেখতে গেছিলাম। ৬ দিনের কাজে যত না ক্লান্ত ছিলাম, তার থেকে বেশি হলাম সিনেমাটা দেখে।
  • riddhi | 118.218.136.234 | ২৩ মে ২০১২ ১১:৪২564165
  • পাই, বাঙ্গালী মেয়ে ফাক বলছে, করেও দেখাচ্ছে সেটা আর নেয়া গেল না? ঃ)প্লট নিয়ে কিছু বলার নেই। আলেকজানদর দুমার কাউন্ট ওফ মন্টি ক্রিস্টো থেকে নেয়া। যেটাকে বেস করে বাংলা আর হিন্দীতে দুটো ্ছবি হয়ে গেছে। 'দো আনজানে' আর 'জীবন-ম্রিত্যু'। আজ অব্দিযত ভারতীয় ছবি হয়েছে, সেখানে সেক্স অস্ত্র হিসেবে ব্যবহার হয়নি। যারা সেক্সের পথে গেছে, তারা ভিলেন বা মিস্গাইডেদ। এখনে ব্যাপারটা অভিনব। এই ডায়ালগ সিকোয়েন্স ঃ-
    সেক্সমাস্টারঃ 'সেক্স ইজ ন্যাচারল'
    পাওলিঃ হান সেক্স কিয়া হ্যায় লেকিন উসিকে সাথ জিসে পেয়ার হো। মে তুমসে সিখন চাহত হুন বিনা পেয়ার কিয়ে কইসে সেক্স করতে হেই' এটা কিন্তু নারী যৌনতা নিয়ে আমাদের ধারণার মূল ভিত্তিটাকেই আঘাত করে। পরে আবার লিখব। তবে তার আগে পুরোটা দেখতে বলব, নাতো আলোচনা হয় না।
  • riddhi | 118.218.136.234 | ২৩ মে ২০১২ ১১:৪৩564166
  • কেসির গান্ডু খারাপ লেগেছে???
  • পাই | 138.231.237.7 | ২৩ মে ২০১২ ১১:৫৫564168
  • যৌনতাকে অস্ত্র করেছে বলে বাজে লাগবে কেন, খুব ভোঁতা অস্ত্র ততোধিক ভোঁতা ভাবে এবং তার থেকেও বড় কথা, যেখানে প্রয়োজনই নেই সেখানে বোকা বোকা ভাবে প্রয়োগ করলে বোকা বোকা লাগবে না ? আর বোকা বোকা ব্যাপারস্যাপার বাজেই লাগে। নারীর যৌনতাকে ব্যবহারের স্মার্ট মেকাপ চড়িয়ে রাখলেও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন