এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • বাজে,খুব বাজে সিনেমা

    dd
    সিনেমা | ০১ এপ্রিল ২০০৬ | ৬২৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 204.126.37.78 | ২৩ মে ২০১২ ১৩:২৯564169
  • রিদ্ধি, গান্ডু আমার মহা গান্ডু লেগেছে। সব খারাপ লাগাটা তৈরী হয়েছে ঐ লাস্টের বিকট যৌনদৃশ্যটার জন্য। ওটা বাদ গেলে বেশ কুলকাল যাচ্ছিল সিনেমাটা।
  • harmad | 132.248.183.1 | ২৩ মে ২০১২ ১৭:২০564170
  • Ghajini সে কি অদ্ভুত "Perfect" movie by "Mr.Perfectionist"
  • ঢ্যাঁড়স | 220.210.15.150 | ২৩ মে ২০১২ ১৯:২২564171
  • আহা সে কি action sequence ওর পর আবার শার্লম হোমসে ওর চেয়ে বেটার দেখা গেল।
  • Generic Letter | 81.182.169.251 | ২৪ মে ২০১২ ০১:৪৮564172
  • কেউ কি ইহা প্রত্যক্ষ করিয়াছেন?



    ভালমন্দের সংজ্ঞা ঘেঁটে দেওয়া বস্তু।
  • পাই | 82.83.81.233 | ২৪ মে ২০১২ ০৬:৫৯564173
  • এটা তো ভালোমন্দের ঊর্ধে।
  • পাই | 82.83.81.233 | ২৪ মে ২০১২ ০৬:৫৯564174
  • *ঊর্ধ্বে।
  • একক | 24.99.234.252 | ২৪ মে ২০১২ ০৭:৪৮564175
  • গান্ডু দেখে বেজায় হতাশ হয়েছি . তারচে বেশি ক্রুদ্ধ .এতো সম্ভাবনা নিয়ে এতো আবাল পরিণতি খুব দুর্লভ . কিউ যে আসলে চিন্তায় মধ্যবিত্ত সেটা বোঝা গ্যালো . ভাঙ্গবো যদি তবে ভাঙ্গবো ,অত বুকনি কেন ?
    গোটা মুভিতে একজন ই ভিলেন . সে হলো "সমাজ" , উফফ বাবাগো ! গান্ডু র সমাজের ওপর রাগ , রিস্কার সমাজের ওপর রাগ প্রতিটা গানে , কথায় "সমাজ" "সমাজ" "সমাজ" মাথা পুরো চটকে দিলে !!
    যে যাকে পাচ্ছে লাগাচ্ছে . নো পবলেম . কিন্তু পারলে সেটাকেও "সমাজ" -এর উল্টোদিকে দাঁড় করায়.

    এরা কী সিনেমা বানাবে ? এখনো উত্তরাধুনিকতাকে কে ভেতর থেকে জানলই না , বাঙালি পরিচালকেরা উপু হয়ে বসে কাউন্টার-কালচারের ঘামাচি মেরে দিচ্ছে একে অপরের . ধাক্কা দুভাবে হয় , তোমার বাপ-চদ্ধং ছাপ্পান্নো পুরুষ তুলে খেস্তালুম . সেটা একটা ফর্ম . এজেন্ডা কে এজেন্ডা দিয়ে এটাক .এসব ওয়ার্ল্ড সিনেমা র ৪০ বছর আগের গল্প !

    এখনকার ফর্ম হলো : মুখে একটাও কথা না বলে সামনে দাঁড়িয়ে নির্বিকার ছড় ছড় করে মুতে দিলুম .সমস্ত এজেন্ডার উপর বমন ও মুত্রত্যাগ পূর্বক একটা সরু করে বিড়ি ধরিয়ে দিগন্তের দিকে চলে যায় যে একাকী রাখাল সেই তো এই সময়টাকে রিপ্রেসেন্ট করে . এই শূন্য সময় .

    গান্ডু সিনেমাটা সেকন্ড ফর্ম টা নিয়ে শুরু করেছিলো . কিন্তু ওই যে :( জ্ঞানবৃক্ষের পচা আপেল খাওয়া ডিরেক্টর ...বেচারার তো অনেক কিছু "বলার" আছে :( ... প্রতিটা ডায়লগ -এ ,প্রতিটা গান এ এজেন্ডা পুশ করতে লাগলো . নিজের হাতে নিজের সিনেমাটার পুরো গুলু গুলু টিল ডেথ - করে দিলে গা !!!
  • S | 109.26.200.89 | ২৪ মে ২০১২ ১৯:৪১564176
  • গান্ডুর একটা সিন 3000 Miles to Graceland থেকে নকল। এইটা ভারতের সব ডিরেক্টরদের প্রব্লেম। ভাবে তারাই একমাত্র বিদেশি সিনেমা দেখে। তাই চটপট নকল করে ফেলে।
  • Generic Letter | 161.201.30.167 | ২৪ মে ২০১২ ২১:৩১564177
  • গান্ডুর ব্যাপারে একককে ক্ক। ভীষণ হতাশ হয়েছি।
    চমক আছে, ঝলকানি আছে, কিন্তু soulless।
    পরিমিতিবোধের অভাব। শেষ পর্যন্ত একটা হয়েও-হল-না ব্যাপার। নিজেকে একটু চিটেড লাগল।
    ওদিকে আমার অনেক জায়গায় স্ক্রিপ্ট খুব ভাল লেগেছে। রিক্শাওয়ালার ভাষাটা ভাল ধরেছেন কিউ। জয়রাজের অভিনয় ভাল লেগেছে।
    আসলে মুশকিলটা হল, সিনেমাটার মূল চরিত্র কিউ, গান্ডু নয়। গপ্প, ইস্যু, প্রবলেম ছাপিয়ে ফর্ম, ডিরেকটরের স্টাইল, "সাহসিকতা", "নভেলটি" এগুলো বড় হয়ে উঠল। মার খেল আর্টের সিন্সিয়ারিটি।
  • riddhiman | 74.134.148.140 | ২৫ মে ২০১২ ০২:১২564179
  • জি-এল , গপ্প ইস্যু প্রবলেম কেন এড্রেস করতে হবে? ইস্যুটাই বা কি ? স্টাইল বেশী হলে আর্টের সিন্সিয়ারিটিই (?) কম্বে কেন? আপনি যদি কনক্রিট উদাহরণ না দিয়ে ব্ল্যন্কেট স্টেটমেন্ট মারেন, পাইয়ের হেট স্টোরিকে বোকা বোকা বলার মতই চরম বোকা বোকা হয়ে যাবে।

    আর এককের পয়েন্ট গুলৈ আমি উল্টে গান্ডুকে সাপোর্ট দিতে গিয়ে বলে এসেছি! মানে সমাজ তমাজের চক্কড়ে না পড়। ওনার পোস্টের তৃতীয় প্যারা ডিটো। আমরা একি সিনেমা দেখেছি তো? সমাজ দোষী এই মেসেজ্টা ক্খন কবে এল? এটা কি শুধু এক দুটো গানের লিরিক্স বেস করে বল্লেন? বরং ঐ শহুরে ফ্রাস্টুপনা আর চুল্কুনি গুলোকে সিনেমার ভেতরেই খিল্লি করা হয়েছে। রিক্শার কাছে এগুলো বাল। রিক্শা আর গান্ডুর ডায়লগ গুলো মনে করুন। রিক্শা সমাজ নিয়ে একটা শব্দ ও খরচা করেনি ।। গান্ডুর আরো গভীরে যেতে হবে।
  • Generic Letter | 77.171.97.37 | ২৫ মে ২০১২ ০৩:৪৯564180
  • ঋদ্ধি, রিকশার ডায়লগের ব্যাপারে এক্কেবারে একমত। সেটা আমিও বলেছি। ওখানটায় খুব জেনুইন। আমার ওভারল স্ক্রিপ্ট খুব ভাল লেগেছে। জয়রাজের য়াক্টিং ফাটাফাটি (অয় য ফলা কি করে লেখে?)
    যেখানে ভাল লাগেনি সেটা হল সিনেমাটা পুরোটাই বড্ড চড়াদাগের। সমস্ত কিছু যেন প্রয়োজনের থেকে বেশী - সেক্ষ বেশী, ক্যামেরার ঝাঁকুনি বেশী, র‌্যাপের ব্যবহার বেশী, পুরোটাই যেন দর্শকের উপর একটা আক্রমণ। এর ফলে ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলোর দিকে মন যায় বেশী - পুরোটা তেমন মিশ খেল না। শূণ্যতা নিয়ে সিনেমা হলে আশা করব সিনেমার শেষে মনটা খাঁ খাঁ করবে, জিভ তেতো লাগবে, কিন্তু ঠিক কেন বলা যাবে না - তা নয়, শেষে একটা বাপরে টাইপের ফিলিং হয়।
    অবশ্য একটা কথা বলব - আমি নিজে এটাকে "বাজে, খুব বাজে"র লিস্টে ফেলিনি। আলোচনায় এলো, তাই বল্লম।
  • পাই | 138.231.237.8 | ২৫ মে ২০১২ ০৬:০৫564181
  • রিদ্ধির জন্য দামদিদির ইসেতেও গন্ধ নাই কেস মনে হয় ! x-(
  • শ্রী সদা | 69.97.137.55 | ২৫ মে ২০১২ ১১:১৭564182
  • :P
  • গান্ধী | 213.110.243.21 | ২৫ মে ২০১২ ১১:৩১564183
  • ayA অ্যা

    @জেনেটিক দা
  • Generic Letter | 81.182.169.251 | ২৫ মে ২০১২ ১১:৩৭564184
  • অ্যাই আমায় জেনেটিক বানিয়ে দিলি?!!!
  • গান্ধী | 213.110.243.21 | ২৫ মে ২০১২ ১১:৩৯564186
  • ওহ

    জেনেরিক দা

    স্যরি
  • ঝিকি | 229.83.85.197 | ২৫ মে ২০১২ ১১:৩৯564185
  • অ্যা-করাও করিয়ে দিল ☺
  • অপু | 132.248.183.1 | ২৫ মে ২০১২ ১১:৪১564187
  • ৯১-৯৪ । BSc পড়ার সময়। এই সময় আমি যা সিনেমা দেখেছি তার ৭৫% ভুলভাল। সেই সময় আমি 'যা হয় স্কিমে' চলতাম। মানে আজকে সিনেমা দেখতে হবে । কোন সিনেমা কোন হল কিচ্ছু ঠিক নেই। আমার এরিয়া ছিল আশুতোষ কলেজের আশেপাশে। পূর্ন,উত্তরা,কালিকা,ভারতী, আরো তিন চারটে হল ( শ্রী হরির মিষ্টির দোকানের পাশের হল টার নাম যেন কী?)। আর তাড়া থাকলে লিলুয়া আর চন্দন। সপ্তাহে ২-৩ অন্ততঃ। খুব ফাঁকি দিয়েছি। ঃ-((
  • rajdeep | 230.227.106.153 | ২৫ মে ২০১২ ১১:৪৮564188
  • ইন্দিরা

    জেবনে এখনও অব্দি একটাই ফাস ডে ফাস সো দেখেছি ... সেটা ওখানেই
  • শ্রী সদা | 69.97.137.55 | ২৫ মে ২০১২ ১১:৫৫564190
  • ঐ সময় মেনস্ট্রিম হিন্দি সিনেমা যা বেরোতো অধিকাংশই ভুলভাল, এখন বসে দেখা যায় না। ২০০০ সালের পর থেকে বেশ ভালো ভালো সিনেমা তৈরী হতে শুরু করলো হিন্দিতে।
  • অপু | 132.248.183.1 | ২৫ মে ২০১২ ১২:০১564191
  • হ্যাঁ ইন্দিরা। আরেক ট হল ছিল রুপালী, ভবানীপুরের পাশে। ওখানে ও যেতাম।
  • কাজু | 131.242.160.180 | ২৫ মে ২০১২ ১২:১৩564193
  • সঞ্জয় মুখো একদিন ছোটোবেলার সিনেমা দেখার গল্প করছিলেন। সিনেমা দেখেটেখে তখন শ্রীহরি-র লুচি ছোলার ডাল নাকি মাস্ট ছিল। বোতিন্দা খাইসো ওখেনে কহনো?
  • ঝিকি | 229.83.85.197 | ২৫ মে ২০১২ ১২:১৩564192
  • বিজলী তে 'উনিশে এপ্রিল' দেখেছিলাম, মে-জুন মাসে। পড়া জুড়ে সারাক্ষন দেবশ্রী, অপর্ণার মুখ দেখার ক্লান্তি, আর তার সাথে গরম, মনে আছে বেরিয়ে এসে গুচ্ছের গাল দিয়েছিলাম।
    অন্য এক মে-জুনে ঐ বিজলীতেই বোধহয় 'ব্যান্ডিট কুইন' দেখেছিলাম। ঠান্ডা-গরম বোঝা তো দুরের কথা শেষ হওয়ার পর বন্ধুর ঠেলা খেয়ে উঠেছিলাম।
  • অপু | 132.248.183.1 | ২৫ মে ২০১২ ১২:৩৭564194
  • রোজ যেতাম। ছোলার ডাল আর কচুরি। মাঝে মাঝে মিষ্টি দই
  • Departed | 69.160.210.2 | ২৫ মে ২০১২ ১৬:১৬564195
  • উদিকে পাওলি যে হেট স্টোরি তে রাম তেরি গঙ্গা ময়লি-র মন্দাকিনি হয়ে কাঁচুলিবিহীন সাদা জামা পরে বৃষ্টি ভিজে পূর্ণ পরিস্ফূট সীন উপহার দিলেন, এ নিয়ে রিদ্ধি কিছু লিখবে না?
  • harmad | 127.194.207.51 | ২৬ মে ২০১২ ১১:০৬564196
  • তাই নাকি ? দেখ্তে হয় তো !!
  • riddhiman | 118.218.136.234 | ২৬ মে ২০১২ ১৪:১২564197
  • ডেপার্টেদ ও সব রাজ কাপুর জমানার চুলকুনি তো আজকাল পাড়াই পাড়াই মিস জোজো করে, এগুলো নিয়ে বিশেষ মাথা ঘামানোর কোন কারণ নেই, । এমনিতে পাওলি যা সিন দিয়েছে, আমাদের শ্যারোন মাসিমাকে ইনফি খাইয়ে দিয়েছে।

    মহাশ্বেতা দেবীর গল্প নিয়ে একটা ইটালিয়ান সাহেব ছবি করছে। ছবির নাম 'চোলি কে পিছে' । (মহাশ্বেতা এসব জনার কবে লিখল ভগবান জানে, তবে লিখতেই পারে, যা মাল খায়,। শুনেছি মাল খেয়ে ফোনে পাবলিক কে যা তা খিস্তৈ আর পেছন থেকে নবারুন বলে মা থামো থামো একটু কন্ট্রোল। মা কালী বালছি) তো যাই হোক, ওখানে একটা আদিবাসী মেয়ের ভূমিকায় পাওলি। কিছু একটা ফ্রন্টাল নিউডিটি টাইপ কর্তে হবে, তো পাওলির আগে দুজন্কে ওফার ছিল , দুটোরি দম নেই করার এসব, এক্জন কে একটা বাল, আর আরেকজন নন্দ্না সেন। বলেছে ট্টু মাচ একস্পোস। তো বাপ এদ্দিন ধরে কি শেখাল? কিসের ক্যপাবইলিটি, অটোগ্রাফে চুদুর্বুদুর ঠিক আছে, কিন্তু ল্যাঙ্গটো আদীবাসি হতে গেলে টাই টাই ফিশ। ঘেন্না ধরে গেল সালা।
  • riddhi | 118.218.136.234 | ২৬ মে ২০১২ ১৪:২০564198
  • তবে ডিপার্টেড, পূর্ণতা দাবী করার আগে মনে রাখতে হবে এই ডিরেকটর বিক্রম ভাট একটা বৃহৎ সাইকো কাম বাল। ওর মানসিক অবস্থার কিছুটা আভাস ওর তৈরি ১৯২০ নামে একটা ভূতের ছবি দেখলে পাওয়া জাবে। এই সিনেমাতে নামার আগে পাওলির ওজন ছিল ৫৫। বিক্রম ওকে ৪৫ এ নামিয়েছে। চিন্তা করো,। আমার একবার টাইফয়েড হবার পার ৪৫ হয়েছিল। পাওলির হাইট কম্সে কম ৫ ৫ হবে। ৪৫ রীতিমত আন্ডারোয়েট। তাই জন্য ছত্রাকে যেটুক দেখেছি ওকে তো আরো ভাল লেগেছিল । এখানে পুরো মুখ ফুখ ঢুকে গেছে।
  • bb | 127.216.212.37 | ২৬ মে ২০১২ ১৬:২৭564199
  • উনিশে এপ্রিল বাজে সিনেমা!!!
  • অপু | 24.99.101.94 | ২৬ মে ২০১২ ২১:২৪564201
  • আমার খুব খারাপ লগে নি কিন্তু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন