এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • বাজে,খুব বাজে সিনেমা

    dd
    সিনেমা | ০১ এপ্রিল ২০০৬ | ৬২৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 82.39.107.109 | ২২ মে ২০০৭ ০০:৪৩564259
  • বল্লে হবে? আবাপ শনিবার লম্বা আর্টিকল নামিয়ে দিয়েছে স্পাইডারম্যান নিয়ে - বলিউডে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। যদিও আমি দেখি নি, দেখবো না - আমার সুপারহিরো অসহ্য লাগে।
  • `' | 10.153.103.97, 10.150.50.89, 10.150.50.89, 203.91.207.30 | ২৫ মে ২০০৭ ১৩:১৯564260
  • নি:শব্দ

    - নি:শব্দ গালাগালি দিলাম
  • dd | 10.10.1.253, 61.246.241.130 | ২৬ মে ২০০৭ ২০:৪৭564261
  • আজকে দেখলাম চিনিকম।

    গল্পের বিশেষ ধার ধারেন নি লেখক। সব চরিত্রই ওয়ান ডাইমেনশনাল, অনেকটা তাসের রাজার মতন।

    খুব প্রেডিক্টেবল সাব প্লট। গুছিয়ে কাঁদতে পারেন।

    খুব বাজে সিনেমা, কিন্তু আমার খারাপ লাগে নি। কি কোরবো ? অমিতাভ কে যে আমার খুব ভাল্লাগে। আর এটা আগাগোড়া ওর সিনেমা।
  • i | 202.128.112.253 | ৩০ জুন ২০০৭ ১৫:০২564262
  • নিশিযাপন। সন্দীপ রায়ের। সিনেমা বলা যাবে কিনা সন্দেহ আছে। যা তা একেবারে।
  • shyamal | 24.117.80.201 | ৩০ জুন ২০০৭ ১৫:১৫564263
  • নিশিযাপন নারায়ন গাঙ্গুলির বিখ্যাত গল্প নিয়ে করা ছবি। আমার বেশ ভালো লেগেছিলো। বিপদে পড়লে সাধারন ভদ্রলোকেরা কিরকম হয়ে ওঠে তার দৃষ্টান্ত। এই গল্পটা নিয়ে রেডিওতে নাটক হয়েছে।
  • i | 202.128.112.253 | ৩০ জুন ২০০৭ ১৫:২৫564264
  • ২৫ বছর আগের আকাশবাণীর রাত ৮টা কলকাতা ক। সেই নাট্যরূপই ২৫বছর পরের চিত্রনাট্যের উপজীব্য। ফলে যা হওয়ার তাই হয়েছে। তার ওপর ভদ্রলোক কোনদিনই পিতৃদেবের বিশাল ছায়াটি থেকে বেরোনোর চেষ্টাই করেন নি বিন্দুমাত্র বরং আরো সেঁদিয়েছেন ছত্রছায়ায়।
    আর ভালো লাগা না লাগা ব্যক্তিবিশেষের ব্যাপার। এই আর কি...
  • I | 81.152.156.230 | ৩০ জুন ২০০৭ ১৫:৩৩564265
  • নিশিযাপন আধপচা সিনেমা।
  • shyamal | 24.117.80.201 | ৩০ জুন ২০০৭ ১৫:৩৮564266
  • অরন্যের দিনরাত্রির সিকুয়েল হিসেবে আবার অরন্যে সম্বন্ধে অনেক আশা ছিল। ভালো চলছিল । শেষ টা গৌতম ঘোষ একেবারে ডুবিয়েছেন এক দাড়িওয়ালা বুড়োকে দিয়ে নানারকম শিশুসুলভ প্রোপাগান্ডার কথা বলিয়ে। সত্যজিতের নুয়ান্সের কাছে এই মোটা দাগের ছবি হাস্যকর। উনি কমেডি বানানোর চেষ্টা করুন। বা ঋতুপর্নর কাছে ভাল সিনেমা বানানোর একটা কোর্স নিন।
  • I | 81.152.156.230 | ৩০ জুন ২০০৭ ১৫:৩৯564267
  • Pierrot le fou। গদার। খালি রিল খচ্চা। রিলের দাম নাই?
    সত্যবাবুর জলসাঘর। যাত্ররাজা ছবিবাবু।
  • I | 81.152.156.230 | ৩০ জুন ২০০৭ ১৫:৪০564269
  • আবার অরণ্যে অখাদ্য।
    এই প্রথম শ্যামলবাবুর সঙ্গে মতে মিলল :))
  • dear | 203.145.188.131 | ৩০ জুন ২০০৭ ১৬:৫৭564270
  • (অভ্রো দিয়ে লিখছি !)

    চিনি কম --- ভুল-ভাল সিনেমা।
    প্রথম ২০ মিনিট খারাপ লাগে নি।
    কিন্তু এরপর সময় যত এগিয়েছে তত ঝুলেছে। শেষে তো একেবারে ঝুলন !
    ---গপ্পে গাছে উঠিবার জন্য গরু জুটিয়াছে মাত্র!

    নিশিযাপনঃ এটি কিন্তু বেশ ভাল
    সিনেমা । সত্যিকারের বিপদ,
    মৃত্যুভয়, খিদের মুখোমুখি হলে
    কিভাবে মানুষের পরিশীলিত
    সামাজিক পালিশটা উঠে গিয়ে
    প্রবৃত্তিগত চেহারাটি বেরিয়ে পড়ে
    তা দেখলুম।
    মজার ব্যাপার,সমস্যা মিটে গেলে
    ওরা সবকিছু ভুলেও যায়--- আবার
    সভ্যতার চশমা প'রে নেয়।---ভাল।

  • কনফু | 58.107.216.189 | ৩০ জুন ২০০৭ ১৮:৩৮564271
  • সম্পূর্ণ রঙীনঃ একটি ফুলে দুইটি ভ্রমর-
    ---------------------------------------

    সোজা সাপ্টা কাহিনি। দুই নায়ক, এক নায়িকা। নায়কদের একজনের বাবা নিজে নিজে খুন হন, ঘটনাচক্রে সন্দেহ গিয়ে পড়ে মূল নায়কের উপর। এদিকে নায়ক নায়িকার মাঝখানে চলে আসে আরেক প্রায়-নায়িকা। আমাদের নায়ক লোকসম্মুখে চুমু খান সেই নবাগতা নায়িকাকে- তাও আবার অনেককাল আগে মূল নায়িকাকে যেই ইশটাইলে খান, ঠিক সেই ইশটাইলে। এই না দেখে নায়িকার অভিমান ভেঙে পড়ে। ওদিকে বাবার খুনী সন্দেহ করায় নায়কদের মধ্যে বিরোধ শুরু হয়।

    কাহিনিতে চলে আসেন ভিলেন। সেই ভিলেন কিন্তু আবার ভালো মানুষ, পুরোপুরি ভিলেন না। মেয়ের চিকিৎসার খরচ তোলার জন্যে তিনি ভিলেনের রোল করছেন।

    তো এইরকম গোলমালের মাঝখানে সিনেমার শেষপ্রান্ত হাজির হয়ে যায়। নায়িকাকে কিডন্যাপ করে ফেলে ভালো মানুষ-ভিলেন, আর সহযোগী ভিলেন। ওখানে তুমুল মারামারি, নিজেদের মধ্যকার ভুল বুঝাবুঝি ভেঙে দুই নায়ক 'বুকে বুক মিলিয়ে' যুদ্ধ করে ভিলেনদের বিরুদ্ধে। শেষ পর্যায়ে ভিলেন ছুরি হাতে এগিয়ে আসে নায়ককে মারতে, আর বন্ধুকে বাঁচাতে সেই ছুরির সামনে পিঠ পেতে দেন অন্য নায়ক। লাভের মধ্যে লাভ- নায়িকার কোলে মাথা রেখে মৃত্যু হয় তাঁর। শেষমেষ নায়ক নায়িকার মিলন ঘটে। সিনেমারও শেষ হয়।

    এতক্ষণের কাহিনি পড়ে যদি ভাবেন, এই সিনেমার নাম রঙীন একটি ফুলে দুইটি ভ্রমর, তবে পাঠক, আপনার দোষ দিব না। বিশ্বাস করুন- সিনেমার শুরুতে যদি স্ক্রীনে না দেখাতো, তারচেয়ে বড় কথা- সাথের টিকেটের গায়ে যদি স্পষ্টাক্ষরে লেখা না থাকতো- আমি বিশ্বাসই করতাম না এই মাত্র যেই ছবিটা দেখলাম, সেটার নাম- স্পাইডার ম্যান-থ্রি!

    হায়, সেলুকাস! হলিউডের পরিচালকেরা যে ইদানীং মনোযোগ দিয়ে বাংলা সিনেমা দেখা শুরু করেছেন, সিনেমার শেষে ক্রেডিট ডিসপ্লেতে এই তথ্যটাও যোগ করা দরকার ছিলো।

    যারা এখনো দেখেন নি, তারা বেঁচে গেছেন। আর যারা বাঁচতে পারেন নি,আসেন ভাইয়েরা, আমরা গলা ছাইড়া কান্দি! :-((

  • Blank | 74.138.155.3 | ০১ জুলাই ২০০৭ ১১:৫০564272
  • ডাই হার্ড ফোর। আর কিছু বলার নেই এব্যপারে। এর থেকে পিজ্জার সাথে গ্লুকোজ জল মিশিয়েও খাওয়া ভাল।
  • Bu | 59.93.195.75 | ০১ জুলাই ২০০৭ ২০:১০564273
  • আমি ভুল করে গতকাল হিমেশ রেশমিয়ার সিনেমাটা দেখে ফেলেছি , নামটা মনে নেই, দলে পরে গেছিলাম , যাচ্ছেতাই বই .... যত কম বলা যায় তত ভালো ....
  • Somnath | 59.93.207.111 | ১৯ ডিসেম্বর ২০০৭ ২৩:০২564274
  • অনেককাল আগে টিভিতে, বোধহয় তখন সুপারহিট মুকাবলা ইত্যাদি ছিল, "খোয়াইশ" নামের একটা সিনেমার একটা গান দিত। কথা মনে নাই। একখানা ছোকরা, বেশ গোদা ও বডিবিল্ডার একখান মেয়েকে ঝর্নার ধারে টারে কি সমুদ্র কিনারায় প্রচুর আদর করছে। মেয়েটি মনোযোগ সহকারে আদর খেয়ে চলেছে। তো, প্রথম থেকে দেখেই আমি ভেবেছিলুম, এখনো মনে আছে, মেয়েটির ক্যাপা আছে, যদিও দেখতে তেমন ভালো ছিল না। ভারতীয় সিনিমায় অমন রেলিশ করে আদর খাওয়া আর খেয়ে চক্ষু বুজে অমন বুঁদ হয়ে যাওয়া আগে দেখি নাই। মানে স্রেফ পুরোপুরি আদরটুকু মন ভরে খাওয়াই ছিল গানটির চুম্বক। মানে আরো এক্সপ্লিসিটলি বলতে গেলে, আদর খেতে খেতে মেয়েটির নরম হতে থাকা, ও প্রায় ন্যাতা হয়ে যাওয়া গানটা দেখলে ফীল করা যেত।

    তারপর মনে পরে না ছেলেটিকে কোথাও দেখেছি। মেয়েটির মুখও ভুলে গেছিলাম। প্রচুর জল গড়িয়ে গেল হিন্দি ফিলিমের নদী-টদি দিয়ে, সাহিত্য ছোঁয়ালে এরম করে লেখাই নাকি দস্তুর। দেসিটরেন্ট এর দৌলতে আবার সিনেমাটা দেখে, নামিয়েই ফেললাম। মনে পড়ল সেই সময় আবাপ লিখেছিল কণ্ডোম কেনা নিয়ে একটি মেয়ের দোকানে গিয়ে অমন ডিটেল দরদাম করা আগে কক্ষনো দেখানো হয় নাই। ভারতীয় ফিলিম কি সাবালক হইল....! এইসব।

    তো সিনেমা শুরু থেকে গুছিয়ে চালিয়ে দেখা গেল স্টারকাস্ট --


    STARRING
    HIMANSHU MALIK

    Introducing .............
    MALLIKA SHERAWAT
  • Arapn | 79.73.70.194 | ১৯ ডিসেম্বর ২০০৭ ২৩:১৩564275
  • মাত্র চার বছর আগের কথা, ওমনাথের কলমের ছোঁয়ায় হয়ে গেল অনেক্কাল আগে! প্রচুর জল।
  • omnath | 59.93.240.44 | ২০ ডিসেম্বর ২০০৭ ০২:০৫564276
  • তা হবে চার বছর। সে সবের স্মৃতি নাই। গানটুকু মনে ছিল শুধু। সময়ের গতি প্রকৃতি পুরো ধোঁয়া।

    কিন্তু আশ্চর্য গত ক'দিনে যে ক'টা হিন্দি সিনেমা নামালাম, মাইরি ডিসকোগ্রাফি দেখে নয়, প্যায়ার কে সাইড এফেক্ট, কিস কিস কি কিসমত, বাচকে রহনা রে বাবা; কি অদ্ভুত! সব গুনোয় মহিলা তার ইয়ে নিয়ে স্বমহিমায় হাজির। ভুতুড়ে ব্যপার।
  • Sudipta | 122.169.159.126 | ২০ ডিসেম্বর ২০০৭ ১০:৩৫564277
  • সালাম-এ ইশ্‌ক দেখেছেন কেউ? মাল্টি স্টারার গুলোর মধ্যে এত নিকৃষ্ট মানের সিনেমা কখনো দেখি নি;
  • Arijit | 128.240.229.67 | ২০ ডিসেম্বর ২০০৭ ১৫:০৫564278
  • নেমসেক
    দ্য ভিঞ্চি কোড
  • S | 122.163.101.244 | ২০ ডিসেম্বর ২০০৭ ১৫:২১564280
  • অ্যা:, দ্য ভিঞ্চি নয়, দা ভিঞ্চি।

    আম্মো গত সপ্তাহে দেখলাম; স্টার মুভিজে দিয়েছিল। অখাইদ্য।
  • Arijit | 128.240.229.67 | ২০ ডিসেম্বর ২০০৭ ১৫:২৩564281
  • ছরি - দা ভিঞ্চি। বই পড়লে অখাইদ্য, বই না পড়ে থাকলে কেম্নি সেটা জানি না। বেথে কি বই পড়েছ? অ্যাকচুয়ালি ড্যানদা বইয়ে বেশ গুছিয়ে একটা বিল্ড-আপ করেছেন, সেটা আড়াই ঘন্টায় করতে গিয়ে ঝুলে গেছে। আর আমার টম হ্যাংকসকে ভাল্লাগেনি। একমাত্র একটা রোলই ভালো লেগেছে - টীবিং (গ্রেইল এক্সপার্ট)।
  • S | 122.163.101.244 | ২০ ডিসেম্বর ২০০৭ ১৫:২৫564282
  • দূ:খের বিষয়, এই একটা ইংরেজি বই আমি পড়েছি। সম্ভবত সেই জন্যেই অখাইদ্য লেগেছে। এটা আড়াই ঘন্টার সিনেমা-ও নয়, মানে আড়াই ঘন্টায় আঁটাতে গিয়ে ঝুলে গেছে।

    টম হ্যাংকুকে ভালো লাগে নি। ল্যাংডনের যা বর্ণনা আছে, তার সাথে টমিকে মানায় নি।
  • `' | 203.91.207.30 | ২০ ডিসেম্বর ২০০৭ ১৫:২৯564283
  • আমার টম হ্যাঙ্কস কে বড্ড ভালো লাগে, যেখানেই হোক। এখানেও লেগেছে। সিনেমাটা পচাস্য পচা, প্রোমো অ্যাডটা খুব ভালো ছিলো।
  • Bianry | 198.169.6.69 | ২০ ডিসেম্বর ২০০৭ ২০:৪৫564284
  • একটা অতি অতি অতি বাজে সেনমা দেখলাম -- 'ফ্রেড ক্লাউস'

    আর আগে দেখেছিলুম 'এনচ্যানটেড', গানা গুলো বেশ মনে ধরলো।
  • Sudipta | 122.169.159.126 | ২০ ডিসেম্বর ২০০৭ ২১:০৫564285
  • অরিজিতদা, একমত দ্য ভিঞ্চির ব্যাপারে, বইটা এত interesting লেগেছিল, দুদিনে শেষ করেছিলুম, আর সিনেমা, বোধ হয় টম হ্যাংক্সের করা সবচেয়ে অখাদ্য সিনেমা; আর ও ব্যাপার হল, ৬০০ পাতার বই এত সহজে কি ২।৫ ঘন্টায় নামানো যায়?
  • agantuk | 128.48.203.91 | ২৫ এপ্রিল ২০০৮ ২২:৪০564286
  • My Blueberry Nights। অবশ্য ওয়ং কার ওয়াই আমার খুব প্রিয় পরিচালক, তাই হয়ত আরো বেশী হতাশ হয়েছি।
  • dd | 122.167.41.255 | ১৭ মে ২০০৮ ২২:৩৮564287
  • ভুতনাথ।
    হ্যাঁ। বলতেই পারেন এই ছিনেমাতো পোলাপানেদের জন্য, আপনে বুরা ভাম ভালো বাজে বলার কে ?

    তাও বলি।

    ফার্স্ট হাপটা আকাট ক্যাওড়ামি। বিলকুল পয়সা উসুল। তারপরই গল্প শেষ। তখন বাধ্য হয়ে শ্রাদ্ধ শান্তির স্বপক্ষে এম্নি কুযুক্তি দেখলো যে....

    শুদু বাজে লাগে নি। রাগে গা জ্বলে যায় এম্নি হাঁদা সিনেমা।
  • rokeyaa | 203.110.246.230 | ০৩ মার্চ ২০০৯ ২০:১৬564288
  • মন্দ মেয়ের উপাখ্যান।
    বাপ্রে, লোকে হাঁটু খাটিয়ে অ্যামন সিনেমাও বানাতে পারে?
    পরীক্ষার পর ভালো সিনিমা দেখবো বোলে নামালুম, আর সব জ্বালিয়ে দিলো!
  • dipu | 121.243.161.234 | ০৩ মার্চ ২০০৯ ২১:২৩564289
  • সে কি রে, মন্দ মেয়ের উপাখ্যান তো আমার বেশ ভালৈ লেগেছিল। এই একটা সিনেমাতেই রিতুপন্না একটু ভাল অভিনয় করেছেন। আর ঐ যে সিনেমাহলের মালিক, কি যেন নাম, উনিও অনবদ্য। আর একটা জিনিস কখনো ভুলব না, পরান বন্দ্যোপাধ্যায়ের সেই গান 'ও লাগর লাগএ হে......' :)))
  • dipu | 121.243.161.234 | ০৩ মার্চ ২০০৯ ২১:২৮564291
  • *'ও লাগর লাগর হে...."

    ইনফ্যাক্ট সমতা দাশ, জুন মালিয়া অর সুদীপ্তা চক্কোত্তি চাড়া আর সবাই দারুণ অভিনয় করেছেন। পাপোষ তাল পজ্জন্ত চলেবল। সেই বুড়োবুড়ির মুখের এক্সপ্রেশন ভোলা যাবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন