এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • বাজে,খুব বাজে সিনেমা

    dd
    সিনেমা | ০১ এপ্রিল ২০০৬ | ৬২৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | 69.93.201.40 | ২৭ মে ২০১২ ০১:১২564202
  • উনিশে এপ্রিল বাজে সিনেমা? সে কী?
  • maximin | 69.93.243.238 | ২৭ মে ২০১২ ১২:০৫564203
  • ইয়ে সালি জিন্দেগি। লোকজন বলল নাকি ফাটাফাটি। টিকিট কেটে গেলাম। শুরুতেই একটা সুন্দর গান তারপর কিছুক্ষণ মোটামুটি কিন্তু খানিকক্ষন পর থেকে বড্ড যেন লাউড লাগতে লাগল। শেষ পর্যন্ত বসে থাকাই মুশকিল হয়েছিল।
  • pinaki | 88.64.121.217 | ২৭ মে ২০১২ ১৭:২৭564204
  • ঘজনী।
    কিছু সংলাপ কিছু প্রলাপ।

    দুটোর যে কোনো একটার জন্য আমার ডিভোর্স হয়ে যেতে পারত।
  • maximin | 69.93.243.238 | ২৭ মে ২০১২ ১৭:৫৪564205
  • সব চরিত্র কাল্পনিক
    বাড়িওলি
    আবহমান
    সাত খুন মাফ
  • অপু | 24.99.92.117 | ২৭ মে ২০১২ ১৮:১৯564206
  • সাত খুন মাফ খুব ভালো লেগেছে।

    বাড়িওয়ালি ও।
  • তাপস | 233.29.202.46 | ০৭ মে ২০১৪ ১৭:২৭564207
  • শো
  • pi | 24.139.209.3 | ০৭ মে ২০১৪ ১৭:৩৫564208
  • হনুমান ডট কম।
    অলীক সুখ।
  • তাপস | 122.79.39.109 | ০৮ মে ২০১৪ ০১:০২564209
  • অমিত্তা বচ্চন অভিনীত বাংলা ছবি - অনুসন্ধান ।
  • pi | 233.176.37.67 | ১৭ জুলাই ২০১৬ ১৮:৪২564210
  • সনম তেরি কসম।

    কতটা বাজে হওয়া সম্ভব দেখার জন্য দেখে গেলাম এবং তারপরে দেখি আরো বাজে হওয়া সম্ভব, এবং এবং তারপরেও মনে হল, এতটা বাজে হওয়া বোধহয় অসম্ভব।
    সবশেষে মনে হল, নিজের উপর এতটা অত্যাচার করার থেকে বাজে আর আর কিছু হয়না।
  • Ekak | 53.224.129.50 | ১৭ জুলাই ২০১৬ ২১:০১564212
  • সিনেমার নাম নকশাল

    হুরিবব্বাল সেকি সিনেমা ....না এক্স ফাইলস ......না মিউসিক্যালস .....এই পেছনে গম্ভীর গলা ......এই দৌড়ুচ্ছে.....এই জ্ঞান দিচ্ছে .....মানে পরিচালকের অবস্থা হয়েছে নতুন বিরিয়ানি বানাতে শিখে বন্ধুদের নেমন্ত করার মতো .......জাফরানে....আলুতে ......ডিমে....মাংসে......ভাতে.....নিন নিন আরেকটু নিন লজ্জা কৱেন না ......আর শালা মিঠুনের হুইস্কিলালিত থম্থমেন্দ্রিমা বদন......ধৃতির স্বভাবসিদ্ধ শব্দ চেবোন....আর থেকে থেকে থেকে থেকে পেচুন থেকে গমগমে গলায় বিপ্লব বিপ্লব বিপ্লব বিপ্লব করে হুমহুনা :(:( মারিটি বলছি আমি তো বিধর্মী কিন্তু নকশাল নিয়ে যদি বিন্দুমাত্র নকুটে পীড়িত মনের কোণে লুকিয়ায়ে আপনারে পীড়িত করে তবে "নকশাল " দেখে ফেলুন ....একদম পোলিওর ড্রপ হয়ে যাবে !
  • avi | 233.191.63.14 | ১৮ জুলাই ২০১৬ ১৩:১২564213
  • দূর, লোকজন ভালো ভেবে হতাশ হয়েছে যেসব সিনেমা দেখে, তার লিস্টি হয়ে যাচ্ছে বেশিটা। চ্যালেঞ্জিং মোডে বাজে, অতি বাজে সিন্মা দেখুন। আমরা ধর্মতলায় দেখতে গেসলুম "দ্রোণা"। একখানা সিন্মার মতন সিন্মা। বচ্চন-মা, বচ্চন-ছানা, কেকে মেনন আর পিগি চপস। উরেব্বাবা, পুরো রদ্দিমার্কা ভিডিও গেম, ভালো লাগার একমাত্র এলিমেন্ট প্রিয়াঙ্কা চোপড়া, তাও কান বন্ধ করে দেখলে। এটার পরে একটি বচ্ছর আর সিন্মা দেখতে যাই নি কেউ।
    তারপর দিল্লি। এক সিনিয়ারের সাথে ইউসিএমেসে প্রচুর ভাটিয়ে ঠিক হল এমন কিছু করবো যাতে বহুদিন মনে থাকে। কনৌট প্লেসে গিয়ে দেখি ফার্স্ট ডে, ফার্স্ট শো - য়ামলা পাগলা দিওয়ানা পার্ট টু। তিনটে দেওল আর একটা শিম্পাঞ্জির গল্প, যার নাম আইনস্টাইন। গল্পের মূল বিষয় হল শিম্পাঞ্জির আই কিউ দেওলদের থেকে বেশি এটা দেখানো। তো তাই দেখালো। শেষে সানি পাজী যখন একটা বোয়িং প্লেন দিয়ে গোটা ছয়েক সুমো পালোয়ানকে ঠেঙাচ্ছেন, তখন হল জুড়ে প্রবল বল্লে বল্লে। সবার সে কি উত্তেজনা! আমাদের পপকর্ন আগেই ফুরিয়ে গেছে, আমরা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখছি। ওফফ। এখনো সেই সিনিয়ারের সাথে কথা হলেই য়ামলার কথা হয়। কটা সিন্মা এরম স্থায়ী ইমপ্যাক্ট ফেলতে পারে, অ্যাঁ?
  • PM | 116.78.41.6 | ১৮ জুলাই ২০১৬ ১৩:৫৩564214
  • কাল সন্ধ্যে বেলা গাড়িতে আসতে আসতে একটা ফিল্মএর রিভিউ শুনলাম । নাম "গ্রেট গ্র্যান্ড মস্তি"--মনে হলো ননসেন্স কমেডি টাইপ। RJ প্রায় কেঁদে কেটে অনুরোধ করলো "যদি আপানার হাতে অঢেল সময় থাকে তাহলে কাচা কাপড় আবার কাচুন--কিন্তু প্লিজ এই সিনেমাটা দেখতে যাবেন না "ঃ)
  • | 213.99.211.81 | ১৮ জুলাই ২০১৬ ১৪:৩১564215
  • ইয়েস । এই টা আমিও শুনেছি ঃ)
  • Rivu | 80.213.1.162 | ১৯ জুলাই ২০১৬ ১১:৩২564216
  • ব্যাপারটা হচ্ছে যে সবকিছুই ফিরে দেখার প্রয়োজন আছে. বাজে ইজ এ স্টেট অফ মাইন্ড. আমি যেমন সেদিন প্রায় ঘন্টা তিনেক বসে করণ অর্জুন দেখলাম. বেস্ট থ্রি আওয়ার্স অফ মাই লাইফ. প্রথমতঃ একটি টেকিলার বোতল নিয়ে বসুন. যতবার রাখী বলবেন মেরে করণ অর্জুন যায়েঙ্গে, একটা ছোট শট মারবেন. এতে সুবিধে হচ্ছে যে মোটামুটি প্রথম এক ঘন্টার মধ্যে আপনি মাতাল হয়ে যাবেন. চিন্তা নেই, তাপ্পরে আর মদ খেতে হবেনা. খাবেনই বা কি করে, ততক্ষনে তো করণ অর্জুন ফিরেই এসেছে.

    যাগ্গে, এ সিনেমার প্রাণ হলো গান. এইটা মনে রাখবেন. প্রথমে কাজলের ঐ গানটা. জাতি হুম মায়, জলদি হ্যায় কেয়া. এই গানটার মতো অনবদ্য ভিসুয়ালইজেশন আজ অবধি হিন্দি সিনেমায় হয়নি. খড়ের উপরে অপ্সরা বিভঙ্গে কাজল নাচছে, শাহরুখ গাইহরিণ (কেন বাপু, সব সময় হরিণী কেন, হরিণের কি কাম থাকতে নাই?) এর মতো পাগল দৃষ্টিতে তাকিয়ে আছে, ক্যামেরা জুম করে ঘোড়াদের উপরে. তারা, স্বভাবতই, কিংকর্তব্যবিমূঢ় (দর্শকও তাই অবশ্য). এইরকম ভাবে ঘোরতর এক বুর্জোয়া সমাজে প্রলেতারিয়েতের জীবন যন্ত্রনা ফুটিয়ে তোলা হয়. ঘোড়া এখানে গতি নয়, শোষণের মোটিফ. সে আবার শেষের দিকে আসবে, পরে বলছি. একটি অসাধারণ সিন আসে যেখানে কাজল শাহরুখ এর গেঞ্জির মধ্যে মাথা ঢুকিয়ে নাচছেন. সেই সময় ক্যামেরা ক্ষনিকের জন্যে জুম করে ব্যাথাতুর শাহরুখের মুখে, লিপ রিডিং জানলে আপনি নিশ্চিত পড়তে পারতেন তিনি বলছেন হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে.

    এর পরে আসে মমতা কুলকার্নির সেই অবিস্মরণীয় নাচ, রানাজী মাফ করনা গলটি মারে সে হো গৈ. গানের মাঝখানে সেই সলাজ বিনম্র উচ্চারণ, "ভুল হুই মুঝসে ক্যাসে আচম্ভা, বহনই ভি থা পিয়া জিতনা লম্বা". এইখানে সরল দর্শকের চোখ এড়িয়ে যায় যে মমতাদেবী হাত দিয়ে পরিষ্কার ইঙ্গিত করেন উনি লম্বা বলতে কি বলতে চেয়েছেন. ভারতীয় পৌরুষের এতো সোচ্চার উচ্চারণ আর কখনো পেয়েছেন? এর পরে কিছু গুরুত্ত্বপূর্ণ কাহিনী পেরিয়ে আমরা প্রবেশ করি সিনেমার মূল অংশ তথা ক্যালকেলী তে. এইখানে আবার, ফিরে আসে প্রলেতারিয়েত তথা ঘোড়া. সলমন খান প্রথমে একটা ঘোড়াকে সপাটে লাথি মারেন, মানে ঘোড়ার উপরে একটি লোক বসে ছিল, তাকে মারলেও হতো, কিন্তু উনি শিকারী মানুষ. এতেও শান্ত না হয়ে পরের সিনে উনি একটি ঘোড়াকে লাগাম টেনে থামান, তার পরে, তার মুখে একটি সপাটে ঘুষি. "ফুল ছিঁড়তে ছিঁড়তে তুমি ক্রমে নরমুণ্ড লোভী হয়ে ওঠো" ( কৃষ্ণসার হরিণ ইঃ).

    যাকগে, এ ছবিতে শেখার অনেক কিছুই আছে. এ আসলে এক অমোঘ শ্রেণী সংগ্রামের গল্প যাতে প্রচুর উলুখাগড়া তথা ঘোড়ার প্রাণ যায়. পুরোটা লিখে উঠতে পারলুমনা. ঘুম্পায়. আপনারা অবশ্যই দেখে নেবেন.

    পুনশ্চ: পুরো ছবি জুড়ে জনি লিভার কি এক অদ্ভুত ভাষায় কথা বলেন. ওটা আপনি প্রথমে ভাববেন কমিক রিলিফ, পরে দেখবেন, ওটা সত্যিই কমিক রিলিফ, কারণ ঐ মুহূর্ত গুলিতেই আপনি সর্বব্যাপী এক কমিকের থেকে রিলিফ পাচ্ছেন. এইভাবে দর্শকের ন্যারেটিভ ও পার্সপেক্টিভ ঘেঁটে দেওয়া হয়, যাকে বোদ্ধারা পরবর্তীকালে যথাক্রমে পাসোলিনি ও ডয়েটভস্কির মিলিত প্রভাব হিসেবে উল্লেখ করেছেন.
  • sinfaut | 11.39.84.80 | ১৯ জুলাই ২০১৬ ১১:৩৬564217
  • আমার অঞ্জন চৌধুরি টাইপের সিনেমা দেখতে বে এ এ শ ভালো লাগে। অবশ্যই বাড়িতে, টিভিতে। এমন ম্যাসোকিজম থেকে চোখ ফেরানো যায়না।
  • d | 144.159.168.72 | ১৯ জুলাই ২০১৬ ১১:৫০564218
  • হা হা হা হা। ও ঋভু, আরো কিছু সিন্মার রিভিউ লিখে ফেলুন না।
  • s | 192.67.124.113 | ১৯ জুলাই ২০১৬ ১১:৫৩564219
  • হুঁ। ক্ষমতা থাকে তো সুনীল দত্তের ইঁয়াদে ২ ঘণ্টা ধরে একটানা না ঘুমিয়ে, না নেশা করে দেখে দেখান।
    হাতের কাছে ছুঁড়ে মারার কিছু রাখবেন না।
  • s | 192.67.124.113 | ১৯ জুলাই ২০১৬ ১১:৫৬564220
  • কাটমান্ডুও দেখতে পারেন, মনে জংগী ভাব আনতে হলে।
  • pi | 233.176.39.45 | ১৯ জুলাই ২০১৬ ১২:০০564221
  • ঋভু, আরো , এবং বড় লেখা ঃ)
  • PM | 233.223.154.179 | ১৯ জুলাই ২০১৬ ২১:২৮564223
  • রিভু র রিভ্যুর তুলনা নেই ঃ)। নেতাই কি রিজাইন করেছে গুরুর সভা-রিব্যুয়ারের পোস্ত থেকে ?
  • dd | 116.51.29.37 | ১৯ জুলাই ২০১৬ ২২:০৬564224
  • ঋভ্ভুকে - হাঃ হাঃ হাঃ
  • Bratin | 37.63.162.229 | ১৯ জুলাই ২০১৬ ২৩:১৯564225
  • উফফ টোটাল টোটাল!!

    ঃ))))
  • Rivu | 77.164.19.213 | ২০ জুলাই ২০১৬ ০৮:০৮564226
  • যাঁরা পড়েছেন, সবাইকে ধন্যবাদ। লিখে উঠলেই দিয়ে দেব এখানে।
  • avi | 37.63.178.47 | ২০ জুলাই ২০১৬ ০৮:৪৩564227
  • অসামান্য রিভ্যু। :))))
    এখানে গুণ্ডা নিয়ে কোনো আলোচনা হয় নি দেখলাম। :( এটার ওপর একটা করণ অর্জুন (আবাপ কি এটার নাম কর্ণ অর্জুন লেখে?) ঘরানার রিভ্যু হয়ে যাক।
  • রিভুকে | 165.136.80.37 | ২০ জুলাই ২০১৬ ১০:৩৭564228
  • জাস্ট ফেলে চুমু।
  • d | 144.159.168.72 | ২০ জুলাই ২০১৬ ১০:৫৩564229
  • গুন্ডা নিয়ে লেখার ক্ষমতা কারো আছে কি! সে তো সব লেখালেখির বাইরে। ক্ষুদ্র কীবোর্ডের সাধ্য কি তাকে ধারণ করে।
  • | 213.99.211.18 | ২০ জুলাই ২০১৬ ১১:১৯564230
  • আনন্দবাজার র কথা আর বলো না।

    গাভাসকার কে গাওস্কর করে দেওয়ার পর থেকে বেটা দের কোন বানানে আমি আর থাকি নাঃ)
  • | 213.99.211.18 | ২০ জুলাই ২০১৬ ১১:২২564232
  • তবে বানান রীতি নীতি নিয়ে আনন্দ র একটা বই আছে " কী লিখবেন, কেন লিখবেন" । বই টা মন্দ নয়।

    এছাড়া কুন্তক র বহু পুরোনো একটা বই আছে।"শব্দ নিয়ে খেলা"। সেখানে ছোট ছোট গল্পের মধ্যে মজার ছলে বানান শেখানো হয়েছে।

    দেখতে পারো।
  • Ekak | 53.224.129.63 | ২০ জুলাই ২০১৬ ১১:২২564231
  • গুন্ডা নিয়ে প্রচুর আলোচনা প্রচুর ব্লগে -ফোরামে হয়ে হয়ে হেজে গ্যাছে :)
  • π | ২০ জুলাই ২০১৬ ১১:২৪564234
  • গুণ্ডা কে বাজে, খুব বাজে , কোন ক্যাটেগরিতে ফেল্লেই ভগমান পাপ দেবেন। গুণ্ডার ক্যাটেগরি গুণ্ডা ই। ক্যালকমে এককালে এনিয়ে পোস্টের বন্যা বইতো। এখানে বোধহয় সুকি লিখছিলেন একবার।

    অভি, শুরু করে দিন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন