এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতার এই পদক্ষেপ কত ট ঠিক বা ভুল্রাজ্য রাজনীতি সর্বভারতীয় ক্ষেত্রে


    অন্যান্য | ২৬ সেপ্টেম্বর ২০১২ | ২৯৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 120.227.212.169 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৪:৩৯572292
  • আমি এক জন নিরপেক্ষ মানুষ হিসাবে ব্যাপার টা জানতে বা বুঝতে চাইছি

    ১। যদি রাজনীতি র উর্দ্ধে ওথে শুধু লজিক্যালি আলোচনা করতে চাই।

    ২। রাজ্য রাজনীতি তে গুরুত্ব বাড়বে না কমবে? এখন এবং লং রানে?

    ৩। সর্ব ভারতীয় ক্ষেত্রে। আসন্ন নির্বাচন মাথায় রেখে, কংগ্রেসের অবস্থা মূল্যবৃদ্ধি এবং অন্যান্য ইস্যু( পুকুর চুরি, FDI ) তে বেশ শোচনীয়। বিজেপি একটু সঙ্ঘ বদ্ধ হয়ে এক জন সর্ব জন গাড়্য নেতা দেবে ধরে নিয়ে
  • Demba Ba | 131.241.218.132 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪৭572381
  • ইস্‌ গোড়ায় গন্ডগোল।

    "যে কোনো একজন নিরপেক্ষ মানুষের জায়গায় দাঁড়িয়ে" বা "যে কোনো একজন নিরপেক্ষ মানুষের দিক থেকে" টাইপ কিছু বল্লে ঠিক হত। এখন মনে হচ্ছে বোতীন নাকি নিরপেক্ষ।

    ;-)

    কিন্তু রাজনৈতিক টই খুল্লে যে বড়?
  • | 120.227.212.169 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৪:৫৬572392
  • আমি তৃণ হুসাবে পরিচিত এখানে।তাই আর কী! ঃ))

    এখানে তোমার অনেকে আছো যারা রাজনীতি অনেক ভালো জানে তাত্ত্বিক দিক থেকে ও এবং পথে নেমে রাজনীতি করার ক্ষেত্রে।

    তোমাদের কাছ থেকে এই ব্যাপার গুলো জানতে চাইছি।
  • বলরাম হাড়ি | 94.235.75.82 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৫:০২572403
  • এই টইয়ের একমাত্র ইন্টারেস্টিং ব্যাপার হল "গাড়্য নেতা"।
  • Demba Ba | 131.241.218.132 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৫:০৬572414
  • FDI নিয়ে লজিক্যালি তর্ক তো অন্য টইয়ে হচ্ছে। সেটা সেখানেই থাকুক। মমতার FDI বিরোধীতাটা ঠিক...

    কেন? কারণ উনি FDI নিয়ে বলতে গিয়ে গ্যাট এনে ফেল্লেন, গ্যাটকে চাড্ডি গাল দিলেন। অথচ ৯১ সালে গ্যাট-বিরোধী একটা কথাও তো ওঁর মুখে শুনিনি! শুধু ৯১ কেন, এই ২০১২-র আগে কোনোদিনও শুনিনি। বরং বিবেক দেবরায়দের লেখা ব্রোশিওরে বেশ গা ছমছম করা লেখাপত্তর ছিলো।

    কিন্তু রাজ্য রাজনীতিতে এইটা খুব খাবে, পঞ্চায়েতে হুলিয়ে জিতবে, কিন্তু সবই শর্ট টার্মে। চমক দিয়ে বিরোধী হিসেবে চলা যায়, সরকার নয়। ওই কথাটা মনে রেখো - ইউ ক্যান ফুল অল দ্য পিপল সাম অফ দ্য টাইম, সাম অফ দ্য পিপল অল দ্য টাইম, বাট ইউ ক্যান নট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম।

    সর্বভারতীয় ক্ষেত্রে খাচ্ছে না। টিওআই বা অন্য কাগজগুলোর রিপোর্টের নীচে কমেন্টগুলো কখনো পারলে পড়ে দেখো।
  • cb | 213.91.201.56 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৫:২২572425
  • *দে রেখে দিচ্ছে লোকজন কমেন্টে
  • ম্যাক্সিমিন | 69.93.219.211 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৫:৩২572436
  • পদক্ষেপের ইমিডিয়েট ফল -- রাজ্যে বিভিন্ন ইস্যুতে সিপিএম-কংগ্রেস ঐক্য।

    স্পেকুলেশন -- সর্বভারতীয় রাজনীতিতে এই দুই দলের মধ্যে দীর্ঘস্থায়ী আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া।
  • প্পন | 126.50.59.180 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৬:০৩572447
  • ভুল্রাজ্য - এই একটা নতুন শব্দ শিখলাম।
  • sch | 132.160.114.140 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৬:২৬572458
  • আচ্ছা একটা পাগলকে নিয়ে এত মাথা ঘামিয়ে কিছু লাভ আছে?
  • | 120.227.149.77 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৬:৫৮572293
  • অপ্পন, টই তে স্পেস কমাতে গিয়ে হয়েছে।ঃ)
  • aka | 85.76.118.96 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৭:১৫572304
  • এটা মমতা করে নি, ইউপিএ মমতাকে দিয়ে করাল। অতএব মমতার দিক থেকে কিছুই করার নেই।
  • | 120.227.149.77 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৭:১৯572315
  • ওকে অরি,মিনি থ্যাঙ্কু।

    কিন্তু, FDI আমার নিজে র ধারনা এই রকম। আমি আমি যেটুকু বুঝেছি। আমি এই ব্যাপারে অনেকের থেকে ই কম জানি কাজেই আমাকে সহজ করে বুঝিয়ে দিলে সুবিধা হয়।

    একট উদাহরন নিয়ে দেখা যাক। ধরা যাক আলু। এখন যা অবস্থা ঃ ধরা যাক ১ কেজি আলু ফলাতে সব মিলিয়ে এক জন চাষীর খরচ ৮ টাকা। সে ৯ টাকা কোন মিড্ল ম্যান কে বিক্রি করলো। লাভ ১ টাকা/কেজি।

    সেই আলু আরো ২/৩ জনের হাত ঘুরে আমরা সাধারন মানুষ যখন কিনলাম সেটার দাম হল ১৪ টাকা/কেজি।

    যদি, এখন FDI আসে । এরা হয়তো একটা সেন্ট্রালিজড জায়গা থেকে আলু কিনবে। ব নিজেরাও ফলাতে পারে ( আউট সোর্সড) ১০ টাকা দরে। আর বিক্রী করবে ১২ টাকায়।

    চাষীর লাভ ২ টাকা/কেজি এবং সাধারন মানুষের সেভিংস ২ টাকা/কেজি।

    আরো সুবিধা
    ------------------------

    ১। প্রসেসিং শিল্প হয়তো অনেক ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে।

    ২। নিজেদের প্রয়োজনে কোথাও কোথায় বেটার রাস্তা ঘাট করবে এই কোম্পানী গুলো বা সরকার কে সাহায্য করবে সেটা করতে।

    আরো অনেক ...

    সব থেকে বড় অসুবিধা
    ----------------------------------------

    ১।এই রকম ওর্গানাইজড স্ট্রাক্চার হবার ফলে মাঝে অনেক লোক যাদের এটা ই রুজি তারা পথ বসবে।

    ২। কেজি প্রতি ২ টাকা বিদেশে চলে যাবে।

    আরো অনেক..
  • কৃশানু | 226.113.128.239 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩০572326
  • আমার একটাই কোস্নো। এই বিষয়ে মুখ খুলতে ভয় পাই এত কম জানি তাই। নাইভিটি যদি অপরাধ হয় তাইলে নয় একটু কান মূলে দেবেন।
    সেটা হলো গিয়ে, বোতিনদার উদা অনুসারে, বাকি টাকাগুলি ফড়ে আর মিড্ল ম্যানরা পেত। তো তাদের এখন কি হবে? আমি বড়লোক মিড্ল ম্যানদের কথা বলছি না। কিন্তু আরো অনেক মানুষ ও তো এই কাজে জড়িত।
  • siki | 24.140.82.133 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৭:৫৩572337
  • এইখানেই তো কবি কেঁদেছেন। এই ফড়ে এবং মিডলম্যানেরা সংখ্যায় যেমনই হোক না কেন, তারা পার্টির ফান্ড রেইজিংয়ের মস্ত বড় সহায়ক। এরা নিশ্চিহ্ন হয়ে গেলে অনেক পার্টিরই তাই অসুবিধে।

    কালের নিয়মে ফড়ে বা মিডলম্যানেরা নিশ্চিহ্ন হয়ে যাওয়া যদি বড় পাপ হয়, তা হলে কলকাতার বুক থেকে পালকিবাহক বা পাঙ্খাপুলার সম্প্রদায় নিশ্চিহ্ন হয়ে যাওয়াও পাপ। নেহাত সেই যুগে কোনও মমতা বা সিপিএম ছিল না তাই। (আমার নয়, ন্যাড়াদার দেওয়া উদাহরণ, বেশ লাগসই লেগেছিল তাই মনে আছে)।

    ফড়ে সম্প্রদায় কখনওই নিশ্চিহ্ন হয় না। তারা অন্য কিছুতে ঠিক ফড়েগিরির রাস্তা খুঁজে নেবে। ভারতের মত বিপুল জনসংখ্যার দেশে কি মিডলম্যানের চাগ্রির কমতি পড়েছে?
  • quark | 69.90.249.141 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৮:৩০572348
  • ১। কোম্পানী ১০ টাকায় আলু কিনবে এবং কিনেই যাবে এটা ধ্রুবসত্য ধ'রে নেওয়া হ'ল।

    ২। কোম্পানী নিজে আলু ফলালে কৃষক কি করবে পরিষ্কার হ'ল না। সে কি কোম্পানীর মজুরী খাটবে? নয়া নীলদর্পন?
  • PT | 213.110.243.23 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৯:০২572359
  • ব্যাপারডা zদি এতঐ সহz তাইলে "ভাল-মাট" জার্মানি ছেড়ে পলাল কেন? সেখেনে তো তিনো বা ছিপিএম ছেলনি!!

    একটি উচ্চকিত ভাবনাঃ পাল্কিবাহক আর পাঙ্খাপুলারের জায়গাতে তো গাড়ির চালক আর ফ্যানের মিস্তিরি এসে গেল। তারপরে অটোরিক্সা আর ঠান্ডা মেশিনের মিস্তিরি।

    তবে এদেশে কি হবে বলা মুস্কিল। আমি কাজের জন্য জার্মানির মার্ক কোম্পানির তৈরি একটি বস্তু (TLC plate) প্রায়শঃই কিনি যেটা লোকাল সাপ্লায়াররা মার্ক কোম্পানির থেকে অনেক কম দামে দিতে পারে। মার্ক কোম্পানির কোন প্রতিনিধি এর কোন ব্যাখ্যা দিতে পারেনি!!
  • kumu | 132.160.159.184 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৯:৪১572370
  • TLC plate??????
    সারাজীবন নিজের হাতে বানিয়ে নিয়েচি,শেষের দিকে কিনে নিতাম।টিএলসি করতে খুব ভাল লাগে,এখনো,সস্তায় পুষ্টিকর।

    পিটি,আপনিও কেমিস্ট্রি?শুনে বড় আনন্দ পেলাম।টিএলসিতে কী করেন?
  • PT | 213.110.243.23 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৯:৪৮572379
  • রাসায়নিক বিক্রিয়ার প্রগতি (উফ্ফ!!) দেখার জন্য লাগে। তারপরে কলাম ক্রোমাটোগ্রাফিতে যৌগের শুদ্ধিকরণের (উফ্ফ!!) সময়ও যৌগ কলাম থেকে নামল কিনা দেখার জন্যেও লাগে।
  • kumu | 132.160.159.184 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৯:৫২572380
  • সে জানি তো,আমি জিগাচ্ছিলাম আপ্নের কোন লাইন-ফার্মা/জৈব রসায়ন/অন্য কিছু
  • PT | 213.110.243.23 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৯:৫৯572382
  • সিন্থেটিক অর্গ্যানিক-বায়োঅর্গানিক-মেডিসিনাল কেমিস্ট্রি। কার্বোহাইড্রেট আর নিউক্লিওসাইড কেমিস্ট্রিতে ট্রেনিং প্রাপ্ত।
    আপনি?
    (ব-ভাই মাপ করে দিও)
  • | 120.227.209.66 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ২০:০২572384
  • কিন্তু তার (n-1 ) টা দেশে ব্যবসা করছে। এবং তাদের লস হলে করবে না নিশ্চয় ই। তার মানে জার্মানীর গল্প টাতে আরো কিছু প্যারমিটার আছে।

    অবশ্য নিশ্চয় ই এই পুরো ব্যাপার টা এত সহজ নয়।
  • | 120.227.209.66 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ২০:০২572383
  • কিন্তু তার (n-1 ) টা দেশে ব্যবসা করছে। এবং তাদের লস হলে করবে না নিশ্চয় ই। তার মানে জার্মানীর গল্প টাতে আরো কিছু প্যারমিটার আছে।

    অবশ্য নিশ্চয় ই এই পুরো ব্যাপার টা এত সহজ নয়।
  • S | 138.231.237.5 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ২০:৫৪572385
  • ওয়ালমার্ট কেন জার্মানি তে ব্যবসা গোটালো এক কথায় বলা মুশকিল। নিচের লিংক টাতে কিছু কারণ বলা হয়েছে। আমার অবশ্য মনে হয়েছে এগুলো নিতান্তই তুচ্ছ।
    http://www.huffingtonpost.com/david-macaray/why-did-walmart-leave-ger_b_940542.html
  • প্পন | 190.215.41.55 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ২১:০০572386
  • বেশ কথা, ওয়ালমার্ট তো তালে দেখা যাচ্ছে অপরাজেয় অবধ্য কিছু নয়।
  • কল্লোল | 125.241.117.168 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ২১:৪৬572387
  • দিনকতক আগে একটা মেল পেয়েছি। হয়তো এখানে অনেকেই পেয়েছেন। তাতে বলা হচ্ছে, কালো টাকার পরিমান ১৪৫৬ লক্ষ কোটি। এই টাকা উদ্ধার হলে গ্রাম প্রতি ১০০ কোটি টাকা খরচ করা যাবে। ২০ বছর ট্যাক্স দিতে হবে না। বিদ্যুত বিনামূল্যে পাওয়া যাবে। এরকম আরও অনেক কিছু আছে।
    অর্থনীতির মানুষেরা বলুন তো, দাবী গুলো কি ঠিক?
  • PM | 96.22.56.206 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ২২:১৭572388
  • ব্রতীন, আমার মনে হয় মমতা চুড়ান্ত ভালো সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষিতে। সিপিয়েম-এর হাতে কোনো ইসু নেই আপাতত। আইন শৃংখ্লা ছাড়া।

    মমতা সবসময় ভাবেন আজকের রাজনীতি নিয়ে। সামনের সপ্তাহে কি হবে তা সামনের সপ্তাহে ভাবলেও চলবে। আর তা ছাড়া তখন স্ট্যান্ড পালটাতে ২ মিনিট লাগবে। যেমন লেগেছিলো রাষ্ট্র্পতি নির্বাচনের সময় প্রনবকে সমর্থন করতে..... অত গালাগালি দেবার পরেও।

    যারা মমতাকে বোকা বা অস্থির মস্তিষ্ক ভাবেন (আমিও ভাবতাম আগে) তাদের সাথে আমি এখন একমত নই। বরং আমার মনে হয় উনি সল্পমেয়াদি রাজনীতির রানী। তবে এটা কতদিন সফলভাবে চলবে তা বলা মুস্কিল।

    আমার আরো মত যে প্রকাশ কারাতের থেকে মমতার প্র্যক্টিকাল রাজনৈতিক বুদ্ধি অনেক বেশী। কারাত যে ইস্যুতে সমর্থন প্রত্যাহার করেছিলো তার থেকে মমতার ইস্যুর গ্রহনযোগ্যতা সাধারন মানুষের কাছে হাজার গুন বেশী।

    এই বিষয়ে গেলো রোববারের আজকালের নেপথ্য ভাষনের বক্তব্যের সাথে আমি মোটের ওপোর একমত।
  • প্পন | 190.215.113.113 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১০:১৪572393
  • প্রথম উঃসঃ পড়ে মনে হল লেখক বলতে চেয়েছেন মমতাই উন্নততর বামফ্রন্ট। ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন