এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতার এই পদক্ষেপ কত ট ঠিক বা ভুল্রাজ্য রাজনীতি সর্বভারতীয় ক্ষেত্রে


    অন্যান্য | ২৬ সেপ্টেম্বর ২০১২ | ২৯৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 220.211.232.76 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১০:১৫572395
  • কালকে ইন্টারভিউতে বলেছে ওর জন্যই প্রণব রাষ্ট্রপতি হতে পেরেছে
  • | 127.99.59.108 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১০:১৫572394
  • PM আর অরি র সাথে এক মত আপাতত পঞ্চায়েত নির্বাচন কেই পাখীর চোখ করেচেন মমতা।

    কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে গুরুত্ব কী বেশ খানিক টা কমে গেল না। বিজেপি র ঐক্যবদ্ধতার কোন মেসেজ এখন ও পাচ্ছি না।
  • ডিডি | 120.234.159.216 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১০:১৭572396
  • পেপেসির প্রথম লিঙ, ঐ অমিতাভ গুপ্তের লেখাটা প্রচন্ড ভালো লাগলো পড়ে। একেবারে হুবহু আমার মনে কথা।

    শিল্পায়ন যে ই করতে যায় সেই ই মরে যায়। শাইনিং ইন্ডিয়ায় বিজেপি, অন্ধ্রে চন্দ্রবাবু নাইডু, কর্ণাটকে এস এম কৃষ্ণা, পচ্চিম বংগে বুদ্ধবাবু ইঃ।

    এই তো অবস্থা।
  • Papiss | 131.241.218.132 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১০:১৯572397
  • প্রথম উঃসঃ তে একটা পয়েন্ট চট করে কেউ লেখে না - এবং সেটা ঠিক - সেটা হল ওই সাব-অল্টার্ন ইমেজটা দেখানো। ওটা খুব ক্যালকুলেটেড স্টেপ এবং লোকে ওটাই খায়। এবং আরো বেশ কিছুদিন খাবেও। খবরের কাগজ বন্ধ করলো কিনা, কোনটাকে সাজানো ঘটনা বল্ল আর অম্বিকেশকে জেলে পাঠালো কিনা - এই নিয়ে মমতার মেইন ভোটব্যাঙ্কের কিস্যু ছেঁড়া যায় না।
  • কল্লোল | 125.184.30.49 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১০:২৯572398
  • সাব অল্টার্ন ইমেজ ভালো খায় লোকে। উঃ লালু। তবে বুজে শুনে ব্যাবহার না করলে লালুর দশা হবে।

    ওদিকে মমতা তো আবার তৃতীয় ফ্রন্টের (নাকং-নাবিজেপি-নাসিপিএম) কথা বলছে। এটা তো বামেদের অ্যাজেন্ডা ছিলো। তবে কি এবার কি সিপিএম চতুর্থ ফ্রন্ট খুলবে?
  • Papiss | 131.241.218.132 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১০:৩১572399
  • সিপিএমের অল-বাম ফ্রন্ট খোলা উচিত - ইনক্লুডিং লিবারেশন এট অল। এটা বহুদিন ধরে বলে আসছি ঘরে বাইরে।
  • | 127.99.59.108 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১০:৪৬572400
  • অরি র সঙ্গে আমি একমত। আবেগ জিনিস টা ভালো। কিন্তু ভালো রাজনীতি বিদ রা রাগেন না। আবেগ দিয়ে ( নিজের বা সাধারন মানুষের) রাজনীতির লং লাস্টিং এফেক্ট থাকা মুশকিল।

    আর একটু লং রানে রাজনীতি করতে হবে। বাঘ শিকার করতে গিয়ে দু টো শেয়াল পাওয়া যাচ্ছে ভেবে সেটার দিকে যাওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। এটা আমার মত।
  • kumu | 132.160.159.184 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১১:৪১572401
  • পেপসি,১০-১৯ খুব খুব সত্যি।ঐ সাব অল্টার্ন ইমেগ বহু বহু মানুষকে মন্ত্রমুগ্ধ করে রেখেচে।
  • কল্লোল | 125.241.32.211 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১১:৪৯572402
  • পাপিসস। ভারতে সংসদীয় রাজনীতিতে সিপিএম ছাড়া বাম বলে কিছু আছে?
  • Papiss | 131.241.218.132 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১১:৫৮572404
  • দেখুন - মোদ্দা কথা হল সংসদীয় গণতন্ত্রের কোনো অল্টারনেটিভ এই মুহুর্তে নাই। আর সেখানে লেফ্ট স্পেসটা গত লোকসভার সময় প্রায় ধুয়ে গেছে। কার দোষ সেই তুই থুলি/মুই থুলিতে যাচ্ছি না, কিন্তু সেই লেফ্ট স্পেসটা দরকার। আর সেটাকে রেলিভান্ট করতে গেলে সবকটা লেফ্ট (মাইন্ডেড) দলগুলো হাত না মেলালে হবে না। আর এখানে দাদাগিরির জায়গা নাই।
  • tatin | 125.249.41.218 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৬572405
  • --- ভারতের মত বিপুল জনসংখ্যার দেশে কি মিডলম্যানের চাগ্রির কমতি পড়েছে? ---

    কী বিনাইন প্রশ্ন! দেশে চাগ্রির কমতি সত্যই না থাকলে সরকারকে আলাদা করে ১০০দিনের কাজ বানাতে হয় কি?

    তবে, মিডলম্যানদের ইস্যুটা এত সরল নয়। ভারতে চাষ ব্যবস্থাটার সঙ্গে প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষভাবে জড়িত অজস্র লোকের কথা এবং জড়িয়ে থাকার প্রকৃতিগত অজস্রতা এর মধ্যে আসবে। সিঙ্গুরের জমির গল্পগুলো যখন উঠেছিল দ্যাখা যাচ্ছিল অপ্রত্যক্ষভাবেও কত লোক এই জমিতে জড়িয়ে থাকছেন এবং গ্রামীণ অর্থনীতি কী ভাবে ওই সামান্য ১০০০ একরের ওপর নির্ভর করছে। সরাসরি বাজারে ফসল আনা মিডলম্যান ছাড়াও এরকম অনেকে আছেন যাঁরা এই সো-কলড ইনেফিসিয়েন্ট ব্যবস্থাটার জন্যই কুড়িয়ে বাড়িয়ে নিজের পেট চালিয়ে নিতে পারছেন। এই চালানোটা নিশ্চয়ই খুব সুখের নয় কিন্তু সাস্টেনেবেল। এই জায়গায় বিকল্প কাজ বা চালিয়ে নেওয়ার ব্যবস্থা তৈরি না করে ব্যবস্থা সুপার এফিসিয়েন্ট করে এদের রাজার এঁটো বানিয়ে দেওয়া হয়ত বৃটিশ আমলে সম্ভব ছিল, আজকের গণতত্নত্রে একটু হলেও দুরূহ
  • | 120.227.150.5 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১২:৪৮572406
  • তাতিন ভালো প্রশ্ন এনেছে। আমার অল্প ইকো পড়ার বিদ্যে দিয়ে একটা প্রশ্ন করতে চাই। এখানে অনেকে আছেন একটু বুখইয়ে বলুন..

    ছদ্ম বেকারত্ব বলে একট টার্ম শোনা যায়। যেটাকে বাংলা করলে দাঁড়ায় এই রকম। এক টুকরো জমি থেকে ম্যাক্সিম্যাম যা আয় হতে পারে সেটা মোটামুটি ধ্রুবক।( টেকনোলজি ( ইনক্লুডিং সব কিছু)) ব্যবহার করে সেটা কে বাড়ানো যেতে পারে একটা নির্দিষ্ট সীমা অবধি। তাহলে সেই জমি তে ১০ জন চাষী প্রত্যক্ষ ভাবে যুক্ত থাকুন বা ২০। How does it maater?।
  • ম্যাক্সিমিন | 69.93.198.162 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:১৯572407
  • মমতার পদক্ষেপটা হল মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া। ইস্যু কিছুই ছিল না। এ রাজ্যে রিটেল দোকান খুলতে দেব না, এটা বলার জন্যে অন্য রাজ্যে রিটেল খুলতে দেব না বলার দরকার ছিল না, সেরকম বলার স্টেচারও (stature) তাদের নেই। রাজ্য রাজনীতিতে ইম্পর্ট্যান্ট শুধুমাত্র এই কারণে যে সিপিআই এম প্যাঁচে পড়েছে অর্থাৎ দুই পার্টির নেতা ও ক্যাডাররা একই কথা বলছে।
  • ম্যাক্সিমিন | 69.93.198.162 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:২৪572408
  • দুই পার্টি মানে সিপিআইএম আর কংগ্রেস।

    তাতিন যেটা বলেছে 'সো-কলড ইনেফিসিয়েন্ট ব্যবস্থাটার জন্যই কুড়িয়ে বাড়িয়ে নিজের পেট চালিয়ে নিতে পারছেন' পশ্চিমবাংলায় তারা সেরকমই চালিয়ে যেতে পারে, অন্য রাজ্যে ওয়াল্মার্ট হলে রাজ্যের মিডলম্যানদের কী আসে যায়?
  • :-D | 69.160.210.2 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩৫572409
  • অন্য রাজ্যে, মানে ধর পাশের রাজ্যে, ওয়ালমার্ট করে ১২ টাকায় আলু পাওয়া যাবে আর এ রাজ্যে না করে ১৪ টাকায়? এটা একটা সাস্টেইনেবল অর্থনীতির মডেল হিসেবে টিঁকে থাকতেও পারে ভেবে FDI বিরোধীতাটা শুধুমাত্র রাজ্যস্তরে হবে - এমত চিন্তাধারা একটু অপটু লাগল, এমনকি অরাজনৈতিকভাবেও।
  • | 120.227.150.5 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩৯572410
  • হাসি মুখ ও একদম ঠিক।

    মিনি দি ওটাই কিন্তু ঠিক। পাশের রাজ্য টা এই খানে গুরুত্বপূর্ন।
  • PT | 213.110.243.23 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৪১572411
  • "গরীবি হটাও"-এর শ্লোগানও কিন্তু ইন্দিরাকে বাঁচাতে পারেনি। প্রশ্নটা হচ্ছে শ্লোগানের মধ্যে কতটা "ঢপ" আছে! সেটা বোধহয় মানুষ নিজেই একসময়ে বুঝতে পারে - কিছু ঘটনা অবশই অনুঘটকের কাজ করে। বেশী মশলায় যেমন সব সময় ভাল রান্না হয় না রাজনীতিতেও প্যাঁচ-পয়্জারের একটা সীমা আছে-শেষ পর্যন্ত সামাল দেওয়া যায়্না। কাজেই ত্রিফলা আলোর জন্য কোটি টাকার শ্রাদ্ধ, সিঙ্গুরের জন্য লঙ্গরখানা, নিয়মিত ধর্ষণ, শিক্ষাক্ষেত্রে বাঁদরামি ইত্যাদি না সামলে শুধু প্যাঁচ কষে কতদিন চলে দেখা যাক!! ব্যব্সায়ীদের মিটিং আগ্রাতে চলে যাওয়াতে পার্থ চ্যাটার্জিকে কালকে সম্পুর্ণ উদভ্রান্ত মনে হচ্ছিল - কথাবার্তায় সেই যোশ নজরে এল না।
  • Du | 220.211.232.76 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৪৬572412
  • শিলাদিত্যকে ধরেছিল সে বেচারা সারের দাম বেড়েছে বলায়, আর এখন সারের দাম নিয়ে মহানেত্রীর কি তম্বি!
  • ঊমেশ | 90.254.147.148 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৪৮572413
  • মমতা'র UPA থেকে বেড়িয়ে আসাটা লক্ষ্য ছিল, সুযোগ খুঁজছিলো, ভালো একটা সুজোগ পেলো আর বেড়িয়ে গেলো সাথে পেলো বোকা বাঙালী দের বোকা বানানো আরো সুযোগ।

    "আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মানটা আগে"-এর মধ্যে যে কি গর্ব আছে জানি না, কিন্তু বাঙালী খায়।

    মমতা'র লক্ষ্য ছিল রেল ছেড়ে দেবার। রেল যা দুধ দেবার দিয়ে ফেলেছে, আর দেবার কিছু নেই, এখন রেলের নেবার সময়। রেলের প্রকল্প যেগুলো দেখিয়েছে তা ভাড়া না বাড়িয়ে সম্ভব নয়, কিন্তু ভাড়া বাড়ালে আবার তার দায় আছে, তাই ছেড়ে দেয়া ভালো।
    এখন ভাড়া বাড়ালে কোনো দায় নেয়, প্রকল্প গুলো না হলেও বলা যাবে ওরা হতে দিচ্ছে না।

    সবেতেই জিত-জিত সিচুয়েশান।
  • ম্যাক্সিমিন | 69.93.198.162 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫০572415
  • কেন কেন কেন? পাশের রাজ্য থেকে আনতে পারে না এ কেমন মিডলম্যান? মিডলম্যান বলে বুঝি পার্চেস সোর্স ডাইভার্সিফাই করতে পারবে না?
  • PT | 213.110.243.23 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫২572417
  • এই "আত্মসম্মান" ব্যাপারটা বোধহয় মোদীর "অস্মিতা" থেকে শেখা!!
  • a | 135.16.135.194 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫২572416
  • নাঃ, একটা কথা বোধহয় কেউ খেয়াল করছেন না। সেটা হল মমতার ফেডারেশন পদ্ধতি খুব কথাবার্তা বলছেন অফ লেট। কালও বলেছেন উনি স্টেট বনাম সেন্টার লড়াই করছেন। সেদিক থেকে, বিহার-ওড়িশা-ইউপি-তামিলনাডু নিয়ে থার্ড ফ্রন্ট হতেই পারে, যাদের মূল কথা হল কংবিরোধী, অসাম্প্রদায়িক, স্টেটমুখী সরকার প্রতিষ্ঠা করা। আর সেন্টারে তথা সর্বভারতীয় রাজনীতিতে ক্ষমতা বাড়ানো।
  • | 120.227.150.5 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৫572418
  • এর সাথে ভালো জিনিস গুলো র লেখা হোকঃ

    ১।সল্ট লেকে র প্রতি টি আইল্যান্ড এবং তার সাথে রাস্তায় সৌন্দর্য্য়্করণ। নতুন করে পাথর লাগালো এবং রং করা।

    ২।বেশীর ভাগ টি বাস স্ট্যান্ড সুন্দর বসার জায়্গার ব্যবস্থা করা

    ৩। কলকাত র বেশীর ভাগ জায়্গার রাস্তার মাঝে স্ট্যান্ড করে গাছ লাগিয়ে বিউটিফিকেশন করা

    ৪। বেশ কিছু রাস্তার সংস্কার। বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে র সুবিধা আমি। পাই । তিনি কী ছিলেন আর কী হয়েছে ঃ ও রাস্তায় যারা যাতায়াত করেন করলেই বোঝা যাবে।

    তাই বলি বললে সব টুকু বলুন না হলে আপনাকে আপনার ( আপনার ভাষা তে)ক্লিনিক্ল্যাল(!!??) মমতা বিরোধী হিসাবে লোকে ভাববে ঃ))
  • | 120.227.150.5 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৭572419
  • যে কাজ মমতা করছে।

    যদি ভুলভাল কমেন্ট্স কর বন্ধ করে আমার বিশ্বাস বাংলা থেকে সিপিএম কে Control+ Shift+ Delete করে দেব।
  • ম্যাক্সিমিন | 69.93.198.162 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৮572420
  • ডি ও ব্রতীন শিগগির করে আমার প্রশ্নের উত্তর দাও।
  • Du | 220.211.232.76 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৯572421
  • স্টেটমুখী বোধহয় সোনার পাথরবাটি হয়ে দাঁড়াবে। কারণ প্রত্যেকেই নিজের স্টেট দেখবে আর সব স্টেটের রিপ্রেজেন্টেশন তো সমান হবে না।
  • Papiss | 24.99.4.62 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:০৫572422
  • আহেম। সত্যি কত্ত কত্ত কাজ করে ফেলেছে। এই পিটি, অজ্জিত এরা সব ফালতু লোক - এদের কথা এক্কেরে শুনবেন না;-)
  • cb | 213.91.201.56 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:০৭572423
  • ওফ, কি কাজ, কি কাজ,

    ওফ
  • de | 190.149.51.66 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:০৮572424
  • মমতা জেতার পর থেকে কল্কেতা যাই নি -- এবার তাহলে গিয়ে অনেক সুন্দর দেখবো কলকাতাকে -- আর যদি তা না হয়, বোতীনের কপালে দুঃখ আচে-
  • | 120.227.150.5 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:১৪572427
  • দেখতে পাবেন। সবুরে মেওয়া ফলে।

    ওয়েট অ্যান্ড সি। এখন ই অত চাপ নিচ্ছেন কেন?

    আপনাদের দুঃশ্চিন্তা আমি ফিল করতে পারি। কিন্তু কী করবেন। ইতিহাস বড়ই নির্মম। আপনি কাজ করলে আছেন না হলে নেই। প্লেন অ্যান্ড সিম্পল।

    মানুষ আপানকে ১ চান্স দিতে পারে ২ চান্স দিতে পারে। কিন্তু বেশী নয়।

    বোধি দা,অরি,কেসি,রঞ্জন দা,ডিডি,কেসি, দু দি,দে,শিবু দা,কল্লোল দা,বিবি দা এদের কথা আমি যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনি কারন এনারা যথেষ্ট ব্যালান্সড কথাবার্তা বলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন