এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতার এই পদক্ষেপ কত ট ঠিক বা ভুল্রাজ্য রাজনীতি সর্বভারতীয় ক্ষেত্রে


    অন্যান্য | ২৬ সেপ্টেম্বর ২০১২ | ২৯২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 24.139.128.15 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৫:১৭572317
  • তাতিন, জে ইউ তে গত দেড়বছর ধরে এক্সিকিউটিভ কাউন্সিল একপ্রকার তুলে দেওয়া হয়েছে। ডিন একাই সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন। অবশ্য এই খবরের লিঙ্ক দিতে পারব না। ইলেক্ট্রিক্যালের এক সর্বজন শ্রদ্ধেয় প্রফেসরের সাথে সেদিন দেখা হলো। ভদ্রলোক আই আই এস সিতে ওয়র্কশপে এসেছিলেন। মাথা নেড়ে দুঃখু করে বললেন, যতটুকু যাও বা ছিল সব যাচ্ছে আস্তে আস্তে।
  • Papiss | 131.241.218.132 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৫:২০572318
  • সৌভিক সম্পর্কে বিশেষ আইডিয়া নেই, তবে যাদবপুরের টেম্প ভিসি যিনি হয়েছিলেন - অভিজিৎ চক্রবর্তী - সেটা কী ছিলো? অরাজনৈতিক? বা তাঁর বর্তমান পোস্টিংটাও নিশ্চয় অরাজনৈতিক? রিসেন্টলি কল্যানী এবং ডাব্লুবাটের সিলেকশনগুলোতেও নিশ্চয় সরকারি প্রতিনিধি (বা চামচ) অরাজনৈতিক দাবীদাওয়া পেশ করেছিলেন?

    ঢপবাজিরও একটা লিমিট থাকা দরকার। আনন্দবাজারে সুনন্দ স্যান্যালও একটা স্টেটমেন্ট দিয়েছেন।
  • pinaki | 148.227.189.8 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৫:২৯572319
  • ইলেক্ট্রিকালের সর্বজনশ্রদ্ধেয় সেই প্রফেসরের নাম জানতে পারি?
  • T | 24.139.128.15 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৫:৩২572320
  • নাম নেওয়া কি খুব জরুরি? হিন্ট দিচ্ছি, ভদ্রলোক হাই ভোল্টেজের।
  • quark | 24.139.199.1 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৫:৩৩572321
  • @ তাতিন Date:28 Sep 2012 -- 03:12 PM,

    ইয়ে, মশকরা করেন নাকি মহায়?
  • pinaki | 148.227.189.8 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৫:৪২572322
  • হুমমম। বুঝলাম তিনি কে। তিনি সর্বজনশ্রদ্ধেয় সেটা মেনে নিতেও আমার আপত্তি নেই। কিন্তু সত্যি কথা বলতে ইলেক্ট্রিকালের 'সর্বজনশ্রদ্ধেয়' প্রফেসরের সংখ্যাটা শেষ অব্দি গিয়ে এখন মাত্র দুটিতে গিয়ে ঠেকল কিভাবে - ওভার আ পিরিয়ড অফ লাস্ট ফিফটিন ইয়ার্স - সেইটা একটু ভেবে দেখারও প্রয়োজন আছে বলে মনে করি। কখনও তাঁর সাথে দেখা হলে এই প্রশ্নটা একটু করবেন। তিনি যদি দুঃখ করে থাকেন ইসি ইত্যাদি ডিফাংক্ট করে দেওয়ার জন্য, যা অবশ্যই সঙ্গত, তাহলে এটাও তাঁদের ভাবতে হবে তাঁদের মতে 'ফাংশনাল' এবং 'গণতান্ত্রিক' ইসি যখন ছিল, সেই আমলেই ধীরে ধীরে যাদবপুরের (আপাততঃ ইলেক্ট্রিকালের) এই হাল হল কেন।
  • T | 24.139.128.15 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৬:০৩572323
  • পিনাকী দা, আমি অস্বীকার করছি না তো। বলতে চাইছি, অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। প্রসেস রিভার্স হওয়ার আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

    আর অন্য খবর দিই,

    এই সর্বজনশ্রদ্ধেয় প্রফেসরের সংখ্যা ইলেক্ট্রিক্যালের ক্ষেত্রে এখন প্র্যাকটিক্যালি একটি। অন্য যাঁর কথা বলছেন তিনি এখন এমেরিটাস। খুব একটা আসেন না, বয়স হয়েছে। গত পনেরো বছর ধরে বা তারও বেশী সময় ধরে যাদবপুর ইলেক্ট্রিক্যালে যা সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে তার বেশীরভাগই আঁৎকে ওঠার মতো। এটা এঁদের চোখের সামনেই ঘটেছে। আমি দ্বিমত পোষণ করছি না।

    বর্তমানে ইলেক্ট্রিক্যাল পুরোপুরি আড়াআড়ি বিভক্ত। জুপিটার বিল্ডিং এর জনতার সাথে রীতিমতোন তিক্ত সম্পর্ক মেন বিল্ডিং এর। কেউ অন্যের নাম শুনলেও তেলেবেগুনে জ্বলে ওঠে। বছর তিনেক আগে এই কাদা ছোঁড়াছুঁড়িতে বিরক্ত হয়ে একজন তরুণ প্রফেসর (যিনি ভালো কাজ করতে চাইছিলেন) বি ই কলেজে চলে গেলেন।
  • | 233.179.135.34 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৬:৩৮572324
  • যা বুঝলাম আমাদের মেক সিউর করতে হবে যাতে এই রেল কখন ই স্ব্যং সম্পুর্ণ হয়ে না ওঠে। কিংবা চেষ্টা ও না করে। কারন এর উদ্দেশ্য অন্য।
  • | 233.179.135.34 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৬:৪৫572325
  • সুনন্দ স্যানাল আমার নিজের মাস্টার মশাই। আমার বাবার ও। ওনার সম্পর্কে আমার নিজেও খুব উঁচু ধারনা ছিল।

    সম্প্রতি বিদ্যামন্দিরের অ্যালুমনি র এক্সকিউটিভ কমিটি তে ঢোকার ফলে অনেক নতুন নতুন তথ্য জানলাম ওনার সম্পর্কে। এনি এক সময় সক্রিয় বাম চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন। সত্তরের দশকে র প্রথম দিকে বিদ্যামন্দিরে যে শিক্ষক আন্দোলন হয়েছিল মাইনে কড়ি বাড়ানোর দাবি তে ( যে টা এক দম ভ্যালিড ছিল। কারন অন্যান্য শিক্ষক দের থেকে বিদ্যামন্দিরের শিক্ষক দের মাইনে বেশ খানিক টা কম ছিল)।

    রাতারতি যে লোক টি দল বদ্লান তিনি নিজে খুব আদর্শ বাদী এমন বলা বোধহয় যায় না। আর তিনি হয়তো বাম দলের পরিবর্তনে বিরক্ত এমন ও হতে পারে। কিন্তু এক্ষেত্রে ওনার বিশ্বাস যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার একট জায়্গা বোধহয় থেকে যায়।
  • :-D | 69.160.210.2 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩৬572327
  • ব মূলত লোকাল ট্রেনের ভাড়া নিয়েই কনসার্ন, যা বোঝা যাচ্ছে, যেটাতে তাঁর ব্যক্তিগত সুবিধে অসুবিধে। দূরপাল্লার ট্রেনের কথা ভাবতে মনে হয় তাঁর ঠিক এখনই ইচ্ছে করছে না ।
    কিংবা রেল বলতে উনি শুধু পশ্চিমবঙ্গের মধ্যে চলাচলকারী ট্রেন নিয়েই কথা বলতে চাইছেন।
  • tatin | 125.249.41.218 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৭:৪০572328
  • রাষ্ট্রপরিচালনের এক একটা অংশ রেল, সড়ক, পরিবহন ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, গণবণ্টন, শিক্ষাব্যবস্থা এই সবগুলি। এগুলো হঠাৎ বিচ্ছিন্নভাবে 'স্বয়ংসম্পূর্ণ' হতে যাবে কেন?
  • তাতিন | 125.249.41.218 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৭:৪৩572329
  • সৌভিক ভট্টাচার্য বাংলার রাজনীতিতে কোনওভাবেই বিলং করেন না। তবে ন্যাশনালি ও ইন্টার্ন্যাশনালি মেকানিকালের কেউকেটাদের একজন।
  • | 233.179.135.34 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৭:৫৬572330
  • তাহলে এক্ষেত্রে কী করনীয়?
  • Papiss | 131.241.218.132 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৭:৫৭572331
  • বোতীন Date:28 Sep 2012 -- 04:45 PM - একদম ভোরবেলা মেনুহিন আর রবিশঙ্করের "স্বরকাকলি" কম্পোজিশনটা শুনলে মনটা যেমন ফুরফুরে আনন্দে ভরে যায়, ঠিক তেমন মনে হল;-)
  • pinaki | 148.227.189.9 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৮:০৩572332
  • উরিস্লা, T কি একই পাঠশালা নাকি? কোন ইয়ার পাস আউট? আমি '৯৭। আমারে চেনো নাকি? :-)
  • chondal | 37.62.185.50 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৮:০৫572333
  • রেলভাড়া নিয়ে নর্থ্-ইষ্ট্(এন্.এফ্.আর্)-এর কিছু কথা বলি; প্যাসেঞ্জার ট্রেনের ১০কিমি পর্যন্ত ভাড়া ২টাকা, এই রাস্তা বাস/ম্যাজিক-এ গেলে ১০ বা ১৫ টাকা। ২টাকা হলেও প্রচুর লোক টিকিট কাটেনা খুচরো না থাকায়, তারা টিটিকে ১০ টাকা ধরিয়ে দেয়! রেলের আখেরে লাভ হ​য় না। টিটিবাবুই বা কী করে, টি.এ. কবে পাবে তার নেই ঠিক, ৪-৫ মাস পায় নি, ফাণ্ড নেই রেলের,...........চলছে এভাবেই।
  • de | 190.149.51.68 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৮:০৬572334
  • আমারো একখান অবসার্ভেশন -- কয়ে যাই, এই পাপীসস ধীরে ধীরে বোতীনকে রাঙিয়ে ফেলচে -- এ পাড়ার একমাত্তর রেসিডেন্ট তিনোর এই হাল দেখলে দিদি যে কি কত্তেন --ঃ)
  • bb | 127.195.165.80 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৮:১০572335
  • ও ব্রতীন তাহলে তো তোমাদের ঐ চাটুকারদের অনেকেরই বিশ্বাসযোগ্যতা নেই। আমি অব্শ্য সুনন্দ স্যানালকেও বিশ্বাস করি না - কেননা এই সব লোকগুলি নির্বাচনের আগে মমতার গুণগান করতে ব্যস্ত ছিলেন - যেন জানতেন না তার স্বরূপ।
  • | 233.179.135.34 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৮:১৩572336
  • পাপীসস টা কেমন শোনাচ্ছে মানে পাপী দের থেকে তৈরী সস?

    দে, যাতা দিচ্ছো তো!! ঃ))
  • | 233.179.135.34 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৮:১৫572338
  • সে টা জানি না বিবি দা। ওনার ওপর আমার অনেক আশা ছিল । এবং ধারনা ট খুব উঁচু।
  • PT | 213.110.243.23 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৯:৩১572339
  • এবং সুনন্দ সান্যাল একদা একটি চ্যানেল সিপিএম সমর্থকদের প্যাঁদানি খাওয়াকে সমর্থন করে ভাষ্যও দিয়েছিলেন। মনে হয় আনন্দ থেকে সুনন্দ সবাই ভেবেছিলেন যে মমতাকে নিজেদের কন্ট্রোলে রাখতে পারবেন। সেইটি না হওয়াতেই গোলোযোগ।
  • T | 24.139.128.15 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৯:৩৫572340
  • পিনাকীদা, :) না, চিনি না তো। আসলে, আমার যাদবপুর এম ই কন্ট্রোল সিস্টেম। ২০০৬ পাস আউট। ছোকরা বিশেষ। :)
  • quark | 24.139.199.1 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৯:৫৯572341
  • হেহে! দল বদলে যদ্দিন আমার দলের হ'য়ে বলেছেন, কিচ্ছুটি বলিনি। আজগাল জানা যাচ্ছে উনি লোকটি ভালো নন!
  • | 120.227.210.188 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ২০:৫৫572342
  • তাই নাকি? আচ্ছা। তা এমন আপনা দের ক জন আছেন?

    আমার পুরো লেখা আবার পড়লে বোঝা যাবে।

    ওয়ন লাইনের অনেক চমক আমি ও দিতে পারি।
  • T | 24.139.128.15 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ২১:১৫572343
  • মনে পড়ে গেল,

    আমাদের পাড়ায় 'কেঁদোবাবু' ছিল ঠিক এমন। বাওয়াল হলেই ছুটে গিয়ে সামনে দাঁড়িয়ে পড়ত। 'ছাড় ছাড়... আমাকে ছেড়ে দে, মেরেই ফেলব শালাকে। ছাড় বলছি...আটকাবি না আমায়।' এদিকে কেউই আটকায়নি, মাঝখান থেকে দেখা যেত কেঁদোই সবায়ের হাত ধরে আছে।
  • b | 135.20.82.166 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ২১:২০572344
  • ভারতীয় রেল অন্ততঃ পঞ্চাশ বছর লসে চলচে এ সম্পর্কে ডেটা পাওয়া যাবে কি?
  • Papiss | 24.96.82.190 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ২১:২৬572345
  • একা বোতীন রক্ষা করে
    গুচর তিনোগড়

    ;-)
  • | 132.175.9.28 | ২৯ সেপ্টেম্বর ২০১২ ১২:২৯572346
  • পুসি রচনাবলীর রাজনৈতিক খন্ড বেরোচ্ছে নাকি বইমেলায় গুরু থেকে?
  • | 120.227.223.86 | ২৯ সেপ্টেম্বর ২০১২ ১৪:১৫572347
  • এ কী রে রেল নিয়ে এত ডেটা দিলাম। দোষ গুলো পয়েন্ট আউট করলাম।
  • | 120.227.223.86 | ২৯ সেপ্টেম্বর ২০১২ ১৪:১৬572349
  • তাতিন ওয়ান লাইনার দিয়ে ছেড়ে দিল। কী করলে রেলের লস কমতে পরে সেই নিয়ে কোন রুআRKআআ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন