এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতার এই পদক্ষেপ কত ট ঠিক বা ভুল্রাজ্য রাজনীতি সর্বভারতীয় ক্ষেত্রে


    অন্যান্য | ২৬ সেপ্টেম্বর ২০১২ | ২৯৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 120.227.131.168 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৯572461
  • দে, ভালো লাগবেই। আমার চ্যালেঞ্চ !! ঃ))
  • Papiss | 24.99.79.203 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৯572460
  • টাকাটা কোত্থেকে আসছে ক্লিয়ার হল না। কোটাক ব্যাঙ্ক টাকা দিচ্ছে? কেন?

    আর তাহলে এই ইউএসবি আলো নিয়ে ঘোটালা হল কেন? সব নীল-সাদা রঙ অভিষেকের বাবার দোকান থেকেই কিনতে হবে বলে ফর্মান জারি হল কেন? সুব্রত বক্সী মিটিং করে কেন বল্ল যে এম্পি-ল্যাড ফান্ডের টাকা বিউটিফিকেশনের জন্যেই খরচ করতে হবে?

    বোতীন আশা করি এম্পি-ল্যাড ফান্ডের কথা জানো - মানে মেইনলি কোন ধরণের কাজের জন্যে এগুলো খরচ করা হয়।

    বিউটিফিকেশন (ইউএসবি আলো, নীল সাদা রঙকে বিউটিফিকেশন বলা যায় কিনা সেটা তর্কসাপেক্ষ) করছো ভালো, কিন্তু সেটা যদি অ্যাচিভমেন্টের লিস্টে ১, ২ ও ৩ নং হিসেবে থাকে তখন প্রশ্ন উঠবেই।
  • quark | 24.139.199.1 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:১১572462
  • সরি, আমার প্রশ্নটা Date:27 Sep 2012 -- 04:58 PM এর পরে।
  • quark | 24.139.199.1 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:১৩572463
  • এত ক'রেও ভালো লিস্টি ৩ পর্যন্ত আর ভুল লিস্টি ৫ এ। ;-)
  • | 120.227.131.168 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:২৬572464
  • অরি, তিনকোনা আলো নিয়ে আমার বক্তব্য এই রকমঃ

    ১। এটা করার আগে কস্ট বেনেফিট অ্যানালিসি করর হয় নি।

    ২। বারো কোটি টাকা বেশী বিদ্যুত বিল এসেছিল শুনেছি

    ৩। দেখতে তেমন খারাপ নয়

    ৪। এত ঘন ঘন না পুঁতলেও চলতো।

    ৫। কারা এটা করবে সেটা টাকা পয়সার লেন দেন হয়েছে মনে হচ্ছে। সেটা খুব ই ল্জ্জর ব্যাপার।
  • | 120.227.131.168 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:২৮572465
  • হ্যাঁ কোয়ার্ক স্যার। ঃ))
  • Papiss | 131.241.218.132 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩৩572466
  • তো? এই যদি হাল হয় then why is it an achievement?
  • quark | 24.139.199.1 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩৪572467
  • ইয়ে, তাইলে দাঁড়ালো কী? আলো লাগানোটা অ্যাচিভমেন্ট। কিন্তু সেইটে কত্তে টাকাপয়সার লেনদেন হয়েছে, সেইটে লজ্জার। পয়েন্ট টু বি নোটেড, মি লর্ড!
  • che | 131.242.63.60 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩৯572468
  • "PT দা আমার কাছে নির্দিষ্ট খবর আছে অপনি একট নির্দিষ্ট সময় অবধি টোট্যালি বাম বিরোধী ছিলেন। এখন হঠাৎ?" - এটা কি ভাবে এই টইয়ে প্রাসঙ্গিক?
  • | 120.227.131.168 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:৪২572294
  • আর কী কী ভালো হয়েছে
    ------------------------------------------------

    ১। এখন জানি না এটা ৫/ মাস আগের কথা। আমার বেশ কিছু বন্ধু স্কুলে এ চাকরী করেন। সেই সময় শুনতাম ব্রাত্য বাবু নাকি মাঝে মাঝে ই র‌্যান্ডাম লি কোন স্কুল ধরে তাদের অ্যাটাডেন্স চেক করতেন। খানিক টা হলে ও আমার বে-পরোয়া বন্ধু রা ভয় পেয়েছিল। এখন সে চেকিং হয় কি না হয় জানি না।

    ২। বন্ধ জোর করে অসফল করতে গিয়ে এক দিনের টাকা কেটে নেবার ব্যাপার ট একেবারে ভুল ভাল। আমাদের গুরু তে এই নিয়ে অনেক তর্ক ও হয়েছে। আমার নিজের বক্তব্য ও টা ভুল।

    কিন্তু তার ফল টা হয়েছে সুদূর -প্রসারী বাম জমানায় যেমন ওনাদের ডাকা বন্ধ মানুষ ছুটি র দিন হিসাবে ট্রীট করতো একহ সেট করর আগে অন্ততঃ দু বার ভাববে।

    কোয়ার্ক বাবু ৫-৫। ঃ))
  • :) | 24.140.82.133 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:৪৬572295
  • ট্রেন শিল্পের নাভিশ্বাসটা কিন্তু কোটেশনযোগ্য। :)
  • | 120.227.131.168 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:৫৯572296
  • ওকে রেল শিল্প?

    হল? ঃ))
  • কল্লোল | 125.184.34.160 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৯:০৬572297
  • ব।
    কারুর ব্যক্তিগত বিশ্বাস-অবিশ্বাসের প্রসঙ্গ না আসাই কাম্য। কেউ একটা সময় বাম বিরোধী ছিলো বলে পরে বাম সমর্থক হতে পারবেনা? আমি তো একসময় মার্কসবাদী ছিলাম, এখন নই।
  • PT | 213.110.243.23 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৯:১০572298
  • উরিত্তারা! বোতিন আমার জীবনের গো-পো-ন কথাগুলো কিভাবে জেনে যাচ্ছে? আরে আমি তো কোন ছাড়, দিদি নিজেই এখন বাঁয়ে সরতে সরতে প্রায় ইয়াংসি নদীর ধারে এসে দাঁড়িয়েছেন। ওদিকে kumu আমার অন্য গো-পো-ন তথ্য জেনে নিয়ে নিজে চেপে গেল!

    কাল আনন্দে বিস্তর আলোকপাত হয়েছে এই চৈতন্য আলো নিয়ে। বোঝাই যাচ্ছে যে কাউকে টাকা পাইয়ে দেওয়ার জন্যে হাজারটা বেনিয়ম করে বিল পাশ করা হয়েছে। এবং মেয়র জানিয়েছেন যে "নেত্রীর কলকাতা-সৌন্দর্যায়নের স্বপ্নকে" দ্রুত বাস্তবায়িত করার জন্যেই দরপত্র না ডেকেই ২৭ কোটি টাকা খরচ করা হয়েছে। এই করতে গিয়ে নাকি বস্তি উন্নয়্নের (বা ঐরকম কিছু খাতে) খাতে খরচা কমানো ঝয়েছে!!
  • | 120.227.131.168 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৯:৪৫572299
  • কল্লোল দা, PT দা ওটা লেখা আমার উচিত হয় নি।

    শর্তহীন ক্ষমা।

    PT প্লিজ মাইন্ড কোরো না। হিট অফ দ্য মোমেন্টে লেখা।
  • Blank | 180.153.65.102 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ২০:২২572300
  • মমতার কথা লিখতে দিয়ে বোতিন দার হিট জনিত সমস্যা হয় !!!!
  • | 120.227.131.168 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ২০:৩০572301
  • বুনানের এই কথা খুব একটা ভালো লাগলো না ঃ((

    মজা হলেও।
  • bb | 127.216.208.97 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪১572302
  • আমার ও - অন্ততঃ মজার ছলে হলেও ওনাকে নিয়ে এই মন্তব্যটি হজম হল না।
  • PT | 213.110.243.23 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১১:০৯572303

  • আমি সত্যি কিছু মনে করিনি। এখানে অনেকেই আমাকে সিপিএম ছাপ্পা মেরে দিয়েছে-তুমি তাতে একটা নতুন ডাইমেনশন যোগ করেছ - এইটুকুই।
  • তাতিন | 125.249.41.218 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৩:০২572305
  • ---যেখানে বেটার পরিষেবার জন্যে বেশীর ভাগ মানুষ বেশী ভাড়া দিতে প্রস্তুত।---

    এই 'বেশীর ভাগ' কোয়ালিফায়ারটাকে জাস্টিফাই করার মতন ডেটা আছে? আমি পটনা থেকে হাওড়া ফিরি মাঝেমাঝে এবং মূলতঃ স্লিপার ক্লাসে, রেলভাড়া না বাড়ায় বেশির ভাগ মানুষ কী পরিমাণ খুশি সেটা চোখে পড়ে।

    আর রিগার্ডিং ব্রাত্য, এখানে কেউ জেউ বা সি ইউ থেকে আছেন? দুট বিশ্ববিদ্যালয়ের সিপিএমঘনিষ্ঠ শিক্ষকরাও বলছেন ভালো কিছু হচ্ছে। যাদবপুরের নতুন ভিসি অ্যাপয়েণ্টমেন্ট বোধহয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম অরাজনৈতিক ভিসি নির্বাচন।
  • | 233.176.134.233 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৩:১৫572306
  • তাতিন,

    একটা উদাহরন দি। আমার বাড়ি তারকেশ্বর নেমে আরেক টু যেতে হয়। আমি গত ত্রিশ বছর ধরে সেখানে যাতায়াত করছি।আমার যা মনে আছে লাস্ট ১০ বা ১২ বছরে কোন ভাড়া বাড়ে নি। একবার কারগিল র জন্যে একটাকা বেড়েছিল। পরে সেটাকে কমিয়া দেওয়া হয়েছে।লাস্ট ছ মাস আগে আমি বাড়ি গেছি। এখন ও ভাড়া টা বোধহয় ১১ টাকা বা ১২ টাকা। স্মৃতি থেকে লিখছি হাওড়া থেকে তারকেশ্বর র দূরত্ব ৫৬ কিমি । আমার মামা এবং গ্রামের আরো অনেক ডেলি প্যাসেঞ্জার কে জানি যারা বেশী ভাড় অদিতে প্রস্তুত যদি ট্রেনের গ্যাপ টা একটু কমে। প্রসঙ্গত এখন ট্রেন রাফলি ১ ঘন্টার গ্যাপে চলে । আর হাওড়া থেকে তারকেশ্বরের পৌঁছতে সময় লাগে ১ ঘন্টা ৪৫ মিনিট।

    আমার স্থির বিশ্বাস এই লাইনে ইমিডিয়েট্ললি ভাড়া বাড়ানো দরকার। যেহেতু ১০-১২ বছরের এক বার ও ভাড়া বাড়ে নি
  • | 233.176.134.233 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৩:১৯572307
  • সে তো ভাড় অকমিয়ে দিলে লোকে আরো খুশী হবে। আমাদের লং টার্মে রেল যাতে লসে না চলে সেট দেখাও তো কর্তব্য। এখানে আমরা তো দানছত্র খুলি বসি নি । বা জেনে বুঝে রেল কে আরো রুগ্ন শিল্পে নিয়ে যেতে পারি না যেটা পয়েন্ট অফ নো রিটার্ন হয়ে যাবে।
  • তাতিন | 125.249.41.218 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৩:২৮572308
  • য়াপনার স্থির বিশ্বাস বা কর্তব্যবোধ নিয়ে আমি কোনও মন্তব্য করিনি। শুধু বেশীর ভাগ মানুষের ঘাড়ে সেইটা না চাপালেই মঙ্গল
  • Papiss | 131.241.218.132 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৩:৪৮572309
  • "দুট বিশ্ববিদ্যালয়ের সিপিএমঘনিষ্ঠ শিক্ষকরাও বলছেন ভালো কিছু হচ্ছে।"

    আহেম।

    এই প্রসঙ্গে আজকের আনন্দবাজারের খবরটাও দ্রষ্টব্য।
  • tatin | 125.249.41.218 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৪572310
  • খবরটা আগের থেকে খারাপ কিছু হচ্ছে এরকম বলছেনা। যতটা নিয়ন্ত্রণমুক্তি হওয়ার প্রমিস করেছিল, ততটা হয় নি। কিন্তু দলতন্ত্র কমছে এ কথা সত্যি।
  • Papiss | 131.241.218.132 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৫572311
  • বটে।
  • quark | 24.139.199.1 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৫:১০572313
  • অন্য টইতে দিয়েছি তবে "যাদবপুরের নতুন ভিসি অ্যাপয়েণ্টমেন্ট বোধহয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম অরাজনৈতিক ভিসি নির্বাচন" এই বক্তব্যের প্রেক্ষিতে এখানেও থাক -

    যাদবপুরের ক্ষেত্রেও সার্চ কমিটির প্রস্তাবিত নামের সাথে রাজ্য সরকার একমত হতে পারে নি - http://www.anandabazar.com/28raj1.html
  • তাতিন | 125.249.41.218 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৫:১১572314
  • ভারতীয় রেল অন্ততঃপক্ষে টানা পঞ্চাশবছর লোকসানে চলেছে/ প্রফিটমেকিংটা রেল চালানোর কাছে বোনাসের মতন। হলে ভাল। কিন্তু রেল চালানোর আসল উদ্দেশ্য তো অন্য।
  • তাতিন | 125.249.41.218 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৫:১২572316
  • ্তা স্বত্তেও এটা অরাজনৈতিক অ্যাপয়ন্টমেন্ট। সরকার আর দলকে না গোলানোর ব্রাত্যভাষণটি স্মর্তব্য
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন