এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতার এই পদক্ষেপ কত ট ঠিক বা ভুল্রাজ্য রাজনীতি সর্বভারতীয় ক্ষেত্রে


    অন্যান্য | ২৬ সেপ্টেম্বর ২০১২ | ২৯২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ডিডি | 120.234.159.216 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:১৪572426
  • ম্যাক্সিমিনকে আমি ই উত্তর দিয়ে দি, কেমন?
    পচ্চিম বংগে চাষীরাও যেমন ছোটো, ফড়েরাও তেমনি। মান্ডীগুলও হতদরিদ্র।

    গরুর গাড়ী,ঠেলা গাড়ী করে করে চাষীরা লোকাল সবজি মন্ডিতে আনে, সেখান থেকে ফড়েরা নিয়ে যায় টেম্পোতে বা খুব বেশী হলে এক টনী লরীতে। সেটা জমা হয় শহরের পাইকারী বাজারে আর সেখান থেকে ডাইরেক্ট বা আরো এক/দুই হাত ঘুড়ে পাড়ার পল্টুর দোকানে।

    এই পুরো সাপ্লাই চেইনে মিডলম্যানেরা নেহাৎঅই আঞ্চলিক। তাদের না আছে টাকা পয়সার শক্তি, না আছে লজিস্টিকের মাসল। তাই বিহার বা ঝাড়খন্ড থেকে সংঘটিত ভাবে ফসল (সবজি) নিয়ে এসে কলকাতায় ফেলবে এমনটা এখন পর্যন্ত্য ভাবা যায় না। প্লাস নষ্ট হবার চান্স খুব।

    সীজনাল ফল কি করে কাঁহা কাঁহা মুলুক থেকে দেশের সর্বত্র বিলি হয় জানা নেই।
  • Papiss | 131.241.218.132 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:১৭572428
  • হীরকরাণী ২ হইতে চলিল;-)
  • ম্যাক্সিমিন | 69.93.198.162 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪১572429
  • ডিডি থ্যাঙ্ক ইউ। ওয়ালমার্ট অনেক জিনিস নিয়েই ব্যাবসা করবে সবগুলো পেরিশেবল নয়। ননপেরিশেবলস তারা নিজেরাও এ রাজ্যে বিক্রি করতে পারে। বস্তুত তারা এক্সপোর্টও করবে।

    পরিষ্কার বলে দিই, এগুলো সবই রিটেল এফ-ডি-আই এর পক্ষের যুক্তি।
  • Papiss | 131.241.218.132 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪২572430
  • এইটা কি রিটেল-৪?
  • | 120.227.150.5 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪৯572432
  • আচ্ছা একটা জিনিস জানি না। উমেশ, ধর কেউ মন্ত্রী হিসাবে কোন প্রকল্প অ্যাপ্রুড করলে। বাজেট অ্যালোকেশন হয়ে গেল। কাজ ও শুরু হয়ে গেল। পরের মন্ত্রী এসে সেটাকে আটকে দিতে পারে। ইন টার্ম্স ওফ বাজেট,স্কেডিউল?
  • ম্যাক্সিমিন | 69.93.198.162 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪৯572431
  • এ রাজ্যে বেচবে মানে, ট্রাকে করে নিয়ে এসে বড়বাজারে বেচে দিয়ে যাবে। নিজের মালিকানায় দোকান খুলতে পারবে না।
  • PM | 93.231.150.162 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:৫৪572434
  • ব্রতীন, তোমার যুক্তি অনুসারে cpm নিশ্চই প্রচুর কাজ করেছিলো ..... তাই না লোকে ১ বার ২ বার নয় ....৭ - ৭ বার জিতিয়েছিলো ঃ)ঃ)
  • ম্যাক্সিমিন | 69.93.198.162 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:৫৪572433
  • :D এটা ভালো বলছেন Papiss ..
  • Papiss | 131.241.218.132 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:৫৬572435
  • ধুর ওগুলো সব ইসে। মানে ওই ইসে আর কি;-)
  • | 120.227.150.5 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৫:০০572438
  • /প্রথম
  • | 120.227.150.5 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৫:০০572437
  • PM প্রহম ১৫ বছর অন্ততঃ অসাধারন কাজ করেছিল সিপিএম। সবাই সেটা জানে। কিন্তু তারপরেই..
  • quark | 24.139.199.1 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৫:০৫572439
  • উঁহু! সিপিয়েম জিতেছিলো রিগিং ক'রে, "আমরা" জিতেছি মানুষের ভোটে।

    ভালো কাজের লিস্টে ১ থেকে ৩ নম্বর পাথর পাল্টানো আর বিউটিফিকেশনে আটকে গেল।

    ৪ নম্বরে এসে রাস্তা সংস্কার। ইদিকে ৩৪ নম্বর জাতীয় সড়কের প্রায় ৩০ কিমি রাস্তা রাজ্য সড়ক হ'য়ে গেল। ৩৫ নম্বরও চওড়া হবে ব'লে জানা যাচ্ছে।
  • quark | 24.139.199.1 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৫:০৬572440
  • সরি "৩৫ নম্বরও চওড়া হবে না ব'লে জানা যাচ্ছে"।
  • ম্যামি | 69.93.198.162 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৫:০৭572442
  • হ্যাঁ তাই তো; প্রথম ১৫ বছরে শিক্ষাক্ষেত্রেও অসাধারণ কাজ করেছিল। আর বানতলা কবে ঘটেছিল ভুলে গেছি।
  • | 120.227.150.5 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৫:০৭572441
  • তুমি তো বাইরে থাকো। যারা দেশে থাকে তাদের কাছে একটু খোঁজ নাও। আর চোখ থেকে লাল রঙের চশমা খুলে একজন সাধারন মানুষ হিসাবে দেখ। তাহলে মনে হয়...
  • quark | 24.139.199.1 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৫:০৮572444
  • এইটে কাকে বলা হ'ল?
  • | 120.227.150.5 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৫:০৮572443
  • আমি সবার আগে চাই আমার রাজ্যের উন্নতি সেটা এই করুক না কেন...
  • Papiss | 131.241.218.132 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৫:১৫572445
  • বোতীন - আবাপ-র প্রথম উঃসঃ টা পড়ো। রাজ্যের উন্নতির হিসেবটা আছে;-)
  • ডিডি | 120.234.159.216 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৫:১৮572446
  • ধ্যাৎ। বরম এই কূট প্রশ্নের উত্তর দিন।

    ইদিকে তো মনমোহনদাকে তার জোতসংগীরা সবাই এক বাক্যে বলেছে , "রিফর্ম খুব মিষ্টিকুষ্টি জিনিস সে আমরাও মানি কিন্তু রিফর্ম করে ইলেকশন জেতা যায় না রে কাকামণি"।

    কিন্তু আমার প্রশ্নটা ( কুট) হচ্ছে রিফর্মের কথা উথলেই শ্যার বাজার হু হা করে চেগে ওঠে। কারা ওথায়? শুধুই ধান্দাবাজ প্লেয়ারেরা, এম এন সিরা, সি আই এ, বৃহৎ মিডিয়া নাকি ম্যাংগো পাব্লিকেরাও থাকে তার সাথে? কাদের কলকাঠিতে ওঠে বসে শ্যার বাজার? না কি এটা ম্যাংগো পিপলের আশার ব্যারোমিটারও? তাইলে ?
  • Papiss | 131.241.218.132 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৫:২৩572449
  • ডিডি কি বিশ্বাস করেন শেয়ারবাজারটা ম্যানিপুলেটেড নয়? কোনো একটা ঘটনা ঘটলে যাদের লাভ হওয়ার কথা তারা বাজারে বেচাকেনা করে দাম বাড়ায়/কমায় না সিওর? আমি সিওর নই।
  • ঊমেশ | 90.254.147.148 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৫:২৩572448
  • ব্রতীন, আজকের আবাপে তে অমিতাভ গুপ্তের লেখা টা পড়ো।
    মমতা নিয়ে এতো ভালো লেখা অনেক দিন দেখেনি।

    আজ রেলের যা অবস্থা তাতে নতুন প্রকল্প বানানো বেশ চাপের। টাকা কোথায়? ভাড়া না বাড়িয়ে টাকা আসবে কোথা থেকে?
    কিন্তু ভাড়া বাড়াবো না। ভীষ্ম এর প্রতিজ্ঞা।

    রেলের ভাড়া বাড়ালে যে মানুষ গুলো সব থেকে বেশী ফল ভোগে সেই মুম্বাই এর লোক কিছুই প্রতিবাদ করে না, কিন্তু যারা রেলে চাপে না, রেলে চাপলে বেশীর ভাগ টিকিট কাটে না সেই মানুষ গুলো সব থেকে বেশী চেঁচায়।
    রেলে ভাড়া বাড়ালে বাড়ে যা বাড়ে তাতে মান্থলী তে ১৫-২৫ টাকার ফারাক পড়ে। যারা মান্থলী কেটে যায় তাদের এটা গায়ে লাগে না, কিন্তু যাদের এই সামান্য টা গায়ে লাগবে তারা এমনিতেই টিকিট কাটে না।
    রেলের ভাড়া বাড়ালে সারা ভারতে কটা মানুষ যে অখুশী হবে আমার সন্দেহ আছে, শুধু বাংলা মানুষ বাদে, যাদের ভাড়া বাড়লে আসলেই কিছুই ফারাক পড়ে না।
    কিন্তু ভাড়া না বাড়িয়ে বোকা বোকা বাংলার মানুষ দের আরো বোকা বানানো যায়।
  • ম্যাক্সিমিন | 69.93.198.162 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৫:২৭572450
  • সবচেয়ে অসাধারণ কাজটা করেছিল ২০০৫ থেকে ২০১০ এ -- রাজ্যের আগেকার জমা ঋণ যখন ধাপে ধাপে মকুব করে দেওয়া হচ্ছিল তখন এই সুবিধা গ্রহণ না করে। (পাঁচ বছর মেয়াদী এই সুবিধা এখন আর নেই।)
  • siki | 24.140.82.133 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৫:৩৩572451
  • আবাপের আজকের লেখাটা সত্যি ভালো লেগেছে পড়ে। কিছু সাদাসিধে কথা সাদাসিধে ভাষায় লেখা হয়েছে।

    শেয়ারবাজারে ম্যানিপুলেশন, শুধু ভারত কেন, সব দেশেই চলে। কিন্তু তবুও একটা দেশের অর্থনৈতিক পালস বোঝার ট্রায়েড অ্যান্ড টেস্টেড বেস্ট উপায় হল শেয়ার বাজার। এই জন্যেই সেনসেক্ষের ভালো নাম সেনসিটিভ ইনডেক্স।

    ওঠায় নামায় কারা? মানুষই। ভারতের জনসংখ্যার তুলনায় খুব অল্পসংখ্যক মানুষ। কিন্তু তাদের সংখ্যাটাও খুব কম নয়। এত সংখ্যক মানুষ আসেও কিন্তু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে। এত ডাইভার্সিফায়েড মানুষ শুধু কিছু অর্থনৈতিক রিফর্মের অ্যাজেন্ডায় একইরকম ভাবে রিয়্যাক্ট করবে, এটা খুব বেশি জেনারেলাইজড হয়ে যাচ্ছে না? ... কিন্তু হচ্ছে। ওভার-অল শেয়ার বাজার চড়ছে। মানে এই বাজারের সাথে জড়িত লোকগুলোর অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যা-ই হোক না কেন, শেয়ারবাজারের কার্যকারণ ফলের ব্যাপারে তাদের নলেজ একই লেভেলের, কমবেশি। তাই তারা সকলেই একইভাবে রিয়্যাক্ট করছে।

    এই লেভেলে ম্যানিপুলেশন বোধ হয় সম্ভব নয়।
  • quark | 24.139.199.1 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৫:৩৯572452
  • উপা সরকার মানি পাওয়ার, মাসল পাওয়ার, মাফিয়া পাওয়ার দিয়ে চলছে। আজ নয়, প্রথম থেকে। উনি এসব জানতেন। তবু এতদিন ছিলেন।

    "কেন?" - এ প্রশ্ন করা যাবে না।
  • Papiss | 131.241.218.132 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৫:৪০572453
  • সেইটা দ্রি ভালো বলতে পারবেন;-)
  • PT | 213.110.243.23 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৬:৪২572454
  • কোন নতুন সরকার ক্ষমতায় আসার প্রথম দেড় বছরে যদি শুধু আলো লাগানো, রং করা আর পাথর লাগানো নিয়ে ব্যস্ত থাকে তাহলে ধরে নেওয়া যায় যে তাদের আগের সরকার তাদের জন্য করার বিশেষ কিছু রেখে যায়নি। অথবা তাদের নিজেদের কিছু করার মত ব্লু-প্রিন্ট নেই।

    আমি গত কয়েক মাসে তিন বার কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কল্যাণী ইউনি পর্যন্ত যাতায়াত করেছি। এয়ারপোর্ট-বিরাটি হয়ে নাহলে সোদ্পুরের রেল ব্রিজ পেড়িয়ে বিটি রোড ধরে। রাস্তাগুলো প্রতিবারই তার আগের বারের চাইতে খারাপ অবস্থাতে দেখেছি। আগামী সপ্তাহে আবার যাব-দেখা যাবে মা কি হইয়াছেন!
  • | 233.176.142.195 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৬:৫৮572455
  • উমেশ,অরি আচ্ছা পড়ে বলছি।

    PT দা আমার কাছে নির্দিষ্ট খবর আছে অপনি একট নির্দিষ্ট সময় অবধি টোট্যালি বাম বিরোধী ছিলেন। এখন হঠাৎ?

    এই ভাবে ব্যাপার টা দেখা যাকঃ

    ১। অনেক কিছু কাজ করার আছে। কিন্তু পয়সা নেই। কারন নতুন সরকরের সময় অত দেনা ছিল আপনি জানেন পোনু দা ও সিপিএম নেই বলে তেমন টাকা দিচ্ছিলেন না।

    ২। বিউটিফিনেশনের দরকার আছে। আমর মেহনতী মানুষের পক্ষে বলে রাজ্যে একটাও দরিদ্র লোক থাকলে বিউটিফিকেসন করবো না এটা শুঅন্তে আদর্শের দিক থেকে ঠিক থাকলেও বাস্তব -সন্মত নয় বোধহয়।

    ৩। টাকা নেই এই সময় এত টাকা কোথা থেকে আসছে এটা নিয়ে আমার মনেও সন্ধেহ ছিল। কারন শত দোষ থাক সত্ত্বেও আমি মমতা কে সৎ ভাবি। পরে দেখলাম রবীন্দ্রনাথ আর কোটাক ব্যাঙ্কের শান্তি -পূর্ণ সহাবস্থান। ফেয়ার এনাফ।

    (আবার লিখছি কলের আগে খানিক টা কাজাতে হবে)
  • | 120.227.131.168 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৮572457
  • মমতা কী ভুল করেন নি। নিশ্চয় করেছেনঃ

    ১। দীনেশ ত্রিবেদী বেশীর ভগ ঠিক ঠাক সাজেসন কাটিয়ে দিয়ে একজন ভুঅলভাল লোক কে মন্ত্রী করে যার এক মাত্র যোগ্য তা সে মমতার অনুগত।

    ২। ট্রেনে র ভাড়া না বাড়াতে দিয়ে এই ট্রেন শিল্পের নাভিঃশ্বাস তুলে দিয়েছে। যেখানে বেটার পরিষেবার জন্যে বেশীর ভাগ মানুষ বেশী ভাড়া দিতে প্রস্তুত। সেখানে জাস্ট বাড়াতে দেব না ট ভারতীয় রেল কে কোমা তে নিয়ে চলে যাচ্ছে।

    ৩। যথেষ্ট ট্রেন না থাক সত্ত্বেও এক গাদা নতুন ট্রেন দিয়েছেন যেটা দেখতে বেশ ভালো লাগলেও ইম্প্লিমেন্টেশন গিয়ে ঝাড় নেমেছে।

    ৪। বাসের ভাড়া বাড়তে না দেওয়া টাও এই রকম বোকা বোকা ব্যাপার।

    ৫। ব্রাত্য কে শিক্ষা মন্ত্রী করা ( আগে ও লিখেছিলাম বোধহয়)
  • quark | 24.139.199.1 | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৮572459
  • ১ নম্বর আর ৩ নম্বর পয়েন্ট দুটো একজনের লেখা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন