এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • ঋতুপর্ণ ঘোষ

    gaja
    সিনেমা | ৩০ মে ২০১৩ | ৮০৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • gaja | 121.93.163.126 | ৩০ মে ২০১৩ ১১:১৩609462
  • ৪৯ বছর বয়েসে চলে গেলেন ঋতুপর্ণ ঘোষ।
  • কল্লোল | 111.63.133.126 | ৩০ মে ২০১৩ ১১:২৭609545
  • পরিচলক হিসাবে আমার খুব যে পছন্দের ছিলেন এমন নয়। কিন্তু আর একটি প্রেমের গল্পে ওনার অভিনয় অনবদ্য।
    মানুষ হিসাবে খুব শ্রদ্ধা করি। না, কোন পরিচয় ছিলো না কোনোকালেই, কিন্তু ওনার ভিতরের নারী স্বত্ত্বাকে কোনদিন গোপন করেননি - এটা আমায় খুব নাড়া দিতো। খুব সাহসী মানুষ।
  • siki | 132.177.20.10 | ৩০ মে ২০১৩ ১১:৩১609556
  • পুরুষের মধ্যে নারীসত্ত্বা, যখন বুঝতাম না, প্রচুর টন্ট করেছি। বোঝবার পরে নিজের কাছে নিজেই লজ্জিত হয়েছি এবং নিজের ওরিয়েন্টেশন রেখেঢেকে না রেখে সেটাকে প্রকাশ করার যে সাহসিকতা, সেটাকে কুর্নিশ জানিয়েছি।

    পরিচালক কেমন, সে বিষয়ে আমার জ্ঞান নেই, আমি সিনেমা বুঝি না। তবে উনিশে এপ্রিল আর দহন খুব ভালো লেগেছিল। তারপরে হয় দেখি নি, নয় দেখেছি কিন্তু ভালো লাগে নি।
  • কৃশানু | 177.124.70.1 | ৩০ মে ২০১৩ ১১:৩৯609567
  • সিকি-র প্রথম প্যারার ফিলিং আমারো, যদিও কোনদিন মুখে টন্ট করি নি, মনে মনে করেছি। তখন অনেক কিছুই জানতাম না, ইন্টারনেট এর এক্সেস ও কম ছিল। পরবর্তীকালে অনেক কিছুই জানতে ও বুঝতে শিখি, শ্রদ্ধাও বাড়ে। সেই সাহসকে কুর্নিশ জানাতেও শিখি।
    সিনেমা আলাদা করে তো কিছু বুঝি না। বেশিরভাগ সিনেমাই ভালো লেগেছে। চোখের বালি, অন্তরমহল, দহন খারাপ লেগেছে।
    প্রিয় বাড়িওয়ালী, শুভ মহরত, উত্সব, উনিশে এপ্রিল, আবহমান, হীরের আংটি।
    কেন ভালো লাগা কেন খারাপ লাগা এই নিয়ে আজ আর কথা বলছি না। আজ দিনটা ভালো নয়।
  • Rivu | 184.250.0.46 | ৩০ মে ২০১৩ ১১:৫৬609578
  • এস্পেসালি বলব শুভ মহরতের কথা। বাংলায় ওর চেয়ে ভালো গোয়েন্দা কাহিনী আর দেখেছি বলে মনে পড়েনা। অবশ্য, বাংলা সিনেমা খুব বেশি দেখিও নি।

    খুব ত্যালেন্তেদ একজন ফিল্ম মেকার, অভিনেতা ও লেখক চলে গেলেন। ওনার স্পেস ভরাট হওয়া টা মুস্কিল।
  • Fatbottom | 24.96.62.162 | ৩০ মে ২০১৩ ১২:১০609589
  • বেশ ভালো ফিলিং হতো, যখনই ওনাকে দেখতুম । ওনার আসপাশের নারীদের চেয়েও বেশি টানতেন উনি । 'খালি করে চলে গেলেন' বললে এইরকম মানুষদেরই বোঝায় ।
  • ওপু | 24.99.57.214 | ৩০ মে ২০১৩ ১২:২০609600
  • খুব খারাপ লাগছে। একটা সময় যখন প্রচণ্ড ভাবে বাঙলা সিনেমার পতন হয়ছিল, হিন্দি আর সাউথ নকল ছাড়া কোন কমারসিয়াল সিনেমা হত না, তখন ঋতুপর্ণ এক মাত্র অরিজিনাল ছিলেন। মাত্র ৪৯ বছর। আমদের পাড়াতে আগের মাসে একটি ছেলে মারা যায়, তার বয়স ১৭। ঠিক এই ভাবে, ঘুমাতে ঘুমাতে।
  • Kaju | 131.242.160.180 | ৩০ মে ২০১৩ ১২:৪১609611
  • 'রোববার' পত্রিকাটা অনাথ হয়ে গেল। আর কে 'ফার্স্ট পার্সন' লিখবে?
  • ঐশিক | 132.181.132.130 | ৩০ মে ২০১৩ ১২:৪৯609622
  • রেনকোট বেশ ভালো লেগেছিল, পুরো সিনেমাতে একটা দমবন্ধ করা ভ্যাপসা ব্যাপার ধরে রেখেছিলেন, হীরের আংটিও বেশ লেগেছিল, রোববার এর ফার্স্ট পারসন কে খুবই মিস করব। হ্যা মেমোরিস ইন মার্চ ও বেশ ভালো লেগ্ছিল
  • Deb | 169.53.46.141 | ৩০ মে ২০১৩ ১৩:০০609463
  • ব্যোমকেশ টা হলো না।
  • গান্ধী | 213.110.246.230 | ৩০ মে ২০১৩ ১৩:১৫609474
  • একসময় খুব খিল্লি করতাম, কিন্তু সবকটা সিনেমাও দেখতে যেতাম ঠিক। হীরের আংটি বা উনিশে এপ্রিল তো অনেক আগে টিভিতে দেখেছি, স্কুলের শেষের দিকে বা কলেজ লাইফে প্রতিটা সিনেমা দেখতে যেতাম।

    বাংলা সিনেমার আকালে এই একজনই অন্য রকম সিনেমা করে গেছিলেন। ফেবুতে আজ যারা হাহুতাশ করছে তারা যখন এই সিনেমাগুলোকে ট্যাঁশ-আঁতেল বলে আওয়াজ দিত তখনও দেখেছি। শেষের দিকের দু-একটা সিনেমা ভালো লাগেনি বলে কম বাজে কথা বলিনি, তবু সকাল থেকে কেমন একটা বাজে ফিল হচ্ছে। আজকের মন কেমন করানো বৃষ্টিটাও পিছু ছাড়ছেনা।

    আরেকটা নতুন বাড়িওয়ালি-শুভ মহরৎ পেলামনা। ব্যোমকেশের জন্যও অপেক্ষায় ছিলাম।
  • Bangal-e | 131.241.218.132 | ৩০ মে ২০১৩ ১৩:৪৩609485
  • শুনলাম ব্যোমকেশ-এর শুটিঙ্গ শেষ।মাত্র দু-দিন আগে শেষ হয়েছে।
  • | 190.215.104.219 | ৩০ মে ২০১৩ ১৩:৪৪609496
  • প্রথম সিনেমা দেখেছি তিতলি। প্রিয়া তে। আমি আর শান্তনু। সিনেমাটা দেখার পরে অদ্ভুত একটা ভালো লাগার অমেজ ছিল মনে। অন্য রকম গল্প। মেয়ে মা কে তার প্রতিদ্ব্ন্দ্বী বলে ভাবছে। আর "মেঘ পিয়নের ব্যাগের ভেতর " গানের অদ্ভুত সুন্দর চিত্রায়ন।

    ওনার প্রায় সব ছবি ই দেখেছি। বেশ বাজে লাগছে।
  • de | 69.185.236.51 | ৩০ মে ২০১৩ ১৩:৫৫609507
  • চলতি হাওয়ার পুরোপুরি বিরুদ্ধে দাঁড়িয়ে কি করে সামাজিক স্বীকৃতি আদায় করে নিতে হয়, হাতে কলমে শিখিয়ে গেছেন উনি। অত্যন্ত বড় মাপের একজন মানুষ।

    ওনার বাচনভঙ্গী ইঃ নিয়ে করা খিল্লিতে আমিও পার্টিসিপেট করেছি একসময়। পরে ধীরে ধীরে নিজের কার্য্যকলাপ দিয়ে উনি অন্যভাবে ভাবিয়েছেন, র‌্যাদার ভাবতে বাধ্য করেছেন। ওনার বিভিন্ন সাক্ষাৎকার ইঃ পড়ে/শুনে সত্যিই বড়ো প্রভাবিত হয়েছিলাম।

    পরিচালক হিসেবে বড়মাপের তো অবশ্যই, আমার তার থেকেও বেশী ভালো লেগেছিলো এই সৎ দর্শন, এমন একজন বিখ্যাত মানুষ খুব সহজ-স্বাভাবিক ভাবে সমাজের আরো কিছু মানুষকে তাঁদের প্রাপ্য সম্বন্ধে সচেতন হবার, অসম্মানে কুঁকড়ে না থাকার শিক্ষা দিয়ে গেলেন -- এটার জন্য স্যালিউট তাঁকে। তিনি না বোঝালে এর অনেক কিছু অজানা থাকতো।

    অনন্য সেন্সিটিভিটি এবং পান্ডিত্য -- এতো শিক্ষিত পরিচালক+অভিনেতা খুবই কম আছে/ছিলেন বাংলায়!
  • Bhagidaar | 218.107.178.181 | ৩০ মে ২০১৩ ১৪:০৩609518
  • ভালো লিখলেন দে দি। পড়ে ভালো লাগলো।

    আমরা যে কত সময় না জেনে শুনে কত ইনসেনসিটিভ মন্তব্য করি!
  • stoic | 170.103.2.236 | ৩০ মে ২০১৩ ১৪:১০609529
  • দে র সঙ্গে ক।
  • শ্রী সদা | 132.176.98.243 | ৩০ মে ২০১৩ ১৪:৪৫609540
  • দে দির লেখাটা খুব ভালো লাগলো।
  • bb | 127.221.52.69 | ৩০ মে ২০১৩ ১৪:৫৬609543
  • আমার ঋতুপর্ণের বাচনভঙ্গী এবং সবাইকে তুই বলে বলা একদম ভাল লাগে না। বড় আরোপিত মনে হয়।

    কিন্তু মানুষটি ভীষন গুনি ছিলেন। সাহস প্রচুর -নইলে ঐ মাপের মানুষদের ক্লোসেট থেকে বেরতে অনেক ধক লাগে, নিজের স্বত্তাকে প্রকাশ করেছেন।

    নব্বইয়ের দশকে হল বিমুখ বাঙালীকে উনি আবার বাঙলাসিনেমা মুখী করে তুলেছিলেন- সিনেমায় একটা অন্য সফল আঙ্গিক এনে ছিলেন। রবীন্দ্রনাথেক উপর ভাল পড়াশুনা করেছিলেন এবং তাকে আবার প্রাসঙ্গিক করে তুলেছিলেন।

    এইক্ষতি বাংলা সিনেমার পক্ষে বড় ধাক্কা।
  • sosen | 24.139.199.11 | ৩০ মে ২০১৩ ১৫:২৪609544
  • অনেক অভিযোগ, অনেক অন্তরায়। সেইসব পেরিয়ে ব্যক্তিমানুষটিকে চিরকাল ভাললেগেছে। অন্য যৌনতার মানুষদের নিয়ে ওনার সাম্প্রতিক সিনেমাগুলোকে একটা খোঁজ মনে হচ্ছিল। একজন মানুষ, যে হাতড়ে চলেছে একটা পরিচয়। ভালো লাগেনি অনেক জায়গা, অবান্তর লেগেছে, একই সাথে মনে হয়েছে পরিণতির দিকে এগিয়ে চলেছে এই সন্ধান। সে পরিণতি আর দেখা হলনা।
    ভালো লিখিয়ে ছিলেন। আর গানের বোধ ছিল সুন্দর।
    সর্বোপরি, হয়ত আমি ওঁকে ওঁর সাহস, গাটস এর জন্য চিরকাল মনে রাখব। স্রোতের বিপরীতে একজন আইকনের ঘাড় শক্ত করে দাঁড়ানো যে কত কঠিন, ইমেজ শুধু ঝেড়ে ফেলা নয়, অন্য ইমেজ , স্বকীয়তা গড়ে তোলা, যার নজির আর নেই। ট্যাবু -ওয়ার্ডকে মা কাকিমার বৈঠকখানায় এনে দাঁড় করানো, শুধু তাই নয় সিনেমায় সেই সব আঁধার কোনাকে আলো ফেলে দেখানো। না: সব সেলাম-ই ওঁর জন্য কম।

    সকাল থেকে হাত কেঁপে যাচ্ছে কিছু লিখতে গেলেই। যেন এক প্রিয়জন হারালাম।
  • সে | 203.108.233.65 | ৩০ মে ২০১৩ ১৬:৪০609546
  • আরেকটি প্রেমের গল্প ও কশ্মকশ বাদ দিয়ে সবকটি ছবি একাধিকবার দেখা।
    নৌকাডুবি যখন তৈরী করছিলেন তখন ফেসবুকে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিলেন। রাত তিনটে সাড়ে তিনটের সময়েও দেখেছি অনলাইন। প্রশ্ন করে উত্তর পেয়েছি যে নৌকাডুবির জন্যে কাজ করে যাচ্ছেন। তারপরে হঠাৎ করে ফেসবুক অ্যাকাউন্ট ডিসেব্‌ল্‌ করে ফেল্লেন।
    চ্যাটে ওনাকে কতকিছু লিখেছি। ঊনিশে এপ্রিলে মিঠুর ঘর দোতলায় না একতলায় এইসব ভুলভাল কথাও জিগ্যস করেছি।
    খুব বিষন্ন মনে হতো।
    টিভিতে ওনাকে নিয়ে যে প্রোগ্রামটা হতো সেটা দেখে উঠতে পারতাম না কাজের চাপ ছিলো খুব সেসময়।
    সব ছবিই প্রিয়, কিন্তু বিশেষ ভাবে ভালো লেগেছে সব চরিত্র কাল্পনিক, বাড়িওয়ালি, তিতলি, অন্তরমহল, মেমরিস ইন মার্চ, রেনকোট, অসুখ, উৎসব, দোসর, ঊনিশে এপ্রিল।
    দহন,দ্য লাস্ট লীয়র, চিত্রাঙ্গদা, আবহমান ভালোই লেগেছে।
    শুভ মহুরৎ, চোখের বালি, খেলা, নৌকাডুবি মোটামুটি লেগেছে।
    হীরের আংটি একটু কাঁচা হাতের কাজ। কিন্তু ছোটোদের ছবি হিসেবে বেশ লেগেছিল।
    বয়েসে আমার চেয়ে কিছু বড়ো, কিন্তু ফেসবুকে আমরা আপনি আপনি করেই লিখতাম। বাড়ীতে আমরা সকলেই ওনার ছবির ভক্ত। খুব মন খারাপ আমাদের সবার।
  • গান্ধী | 213.110.243.22 | ৩০ মে ২০১৩ ১৬:৪৩609547
  • আরেকটি প্রেমের গল্পের ডিরেক্টর কিন্তু কৌশিক গাঙ্গুলী (যদি ভুল না করি)
  • Kaju | 131.242.160.180 | ৩০ মে ২০১৩ ১৬:৪৮609549
  • ঠিক।
  • সে | 203.108.233.65 | ৩০ মে ২০১৩ ১৬:৪৮609548
  • একটু দেখিয়ে দিন কোথায় লিখলাম যে আরেকটি প্রেমের গল্পের ডিরেক্টর ঋতুপর্ণ?
  • গান্ধী | 213.110.243.22 | ৩০ মে ২০১৩ ১৬:৫০609550
  • ওহ, বলেননি। প্রথমবার পড়ে কমেন্ট করেছি। ভালো করে দেখি নাই। ফিরিয়ে নিলাম
  • PT | 213.110.243.23 | ৩০ মে ২০১৩ ১৭:৪৯609551
  • তাঁর চারপাশের সময়টাকে ধরেছেন কোনো ছবিতে? কেউ একটু ব্যাখ্যা করে বোঝাবেন?
  • ম্যাক্সিমিন | 69.93.247.98 | ৩০ মে ২০১৩ ১৮:৩৯609552
  • মাঝে মাঝে মনে হয়, দিন কীভাবে চলে যায়। মনে হয় ওমুকের সঙ্গে এই সেদিন দেখা হল, আসলে অনেকদিন হয়ে গেছে। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আগে মাঝে মধ্যে দেখা হয়েছে (ফিল্ম স্টাডিজ বিভাগে তাকে বক্তৃতা দিতে ডাকা হত), শেষবার দেখা হয়েছিল আকস্মিকভাবে। সেও দুবছরের বেশি হয়ে গেল। আর দেখা হবে না।

    অর্কুটের এক বন্ধু বলল, আপনার ঋতু ফাটিয়ে দিয়েছে, দেখে আসুন। মেয়ে বলল, না মা কাজ নেই, তোমার হয়তো ভালো নাও লাগতে পারে। মেয়ে অবশ্য ছবিটা দেখে নি, রিভিউ পড়েই বলেছিল। ছবিটা ছিল 'আরেকটি প্রেমের গল্প। প্রিয়াতে চলছিল। ভাবলাম দেখেই আসি। ভালো লাগছিল। পাশে যারা বসেছিল মনে হল তাদেরও ভালো লাগছে। ছবি শেষ হওয়ার পর ঋতু স্টেজে এল। দর্শকরা সকলে দাঁড়িয়ে পড়েছে ঋতু তাদের ধন্যবাদ দিচ্ছে। সবাই দাঁড়িয়ে আছে বলে কিছুই দেখতে পাচ্ছি না, ব্যালকনিতে ছিলাম, বেরিয়ে গিয়ে একতলার দরজা দিয়ে ঢুকলাম চেষ্টা করে সামনে গেলাম। কী বলছে শুনছি, ঋতু দেখতে পেয়ে স্টেজ থেকে নেমে কাছে এসে বলল 'ভালো লেগেছে ম্যাম?'
  • ম্যাক্সিমিন | 69.93.247.98 | ৩০ মে ২০১৩ ১৮:৫৫609553
  • ফেয়ারওয়েল ঋতু।
  • Ishani | 233.239.132.234 | ৩০ মে ২০১৩ ১৯:৪৩609554
  • উল্কার আলো
    ........................

    খুব কি অনেক দিন ? অনেকগুলো বছর ? ১৯৯৪ থেকে ২০১২ তো দু'দশকও নয় ! যাত্রা শুরু ' হীরের আংটি ' পরে, তারপর একে একে আরও ১৭ টি ছবি পেরিয়ে ২০১২ তে মুক্তি পেয়েছিল 'চিত্রাঙ্গদা ' . ' সত্যান্বেষী ' তো নির্ণীয়মান . আজ ভোরবেলায় কিংবা হয়ত মধ্যরাতেই চলে গেলেন ঋতুপর্ণ ঘোষ . মাত্রই ৪৯ বছর বয়সে .
    ছবি তো দেখেছি সবক'টিই . একটিও বাদ যায়নি . এবং একাধিকবার . কোন ছবি বেশি প্রিয়..বলতে পারি না . তিতলি ? সে তো রঙিন কবিতা . ক্যানভাস জুড়ে রঙের খুনখারাপি . দোসর ? সাদা কালোয় ? কেন ? কারণ..এ ছবি রঙিন হবার কথাই নয় . অভিমানের রং সাদা-কালোই ! মেমোরিজ ইন মার্চ ? চিত্রাঙ্গদা ? অন্যরকম ভাবনার ফসল . আবহমান ? সেখানে প্রেক্ষাপটে নায়কের আড়াল খুঁজে ফেরা . বাড়িওয়ালি ? কেউ কি পারত আমাদের এভাবে চেনাতে নি:সঙ্গ মধ্যবয়সিনী কিরণ ঠাকুর খেরকে ? অন্তরমহল আমাদের দাঁড় করিয়ে দেয় অভিজাত পরিবারের ঘূণধরা অন্দরমহলের দরজায় . দহন দেখে নিজের মেয়েজন্মকে ধিক্কার দিয়েছিলাম , উনিশে এপ্রিলে অপর্ণা-দেবশ্রীকে দেখে মনে মনে মিলিয়েছি আমি আমার মায়ের সঙ্গে কতটা বিনিময়ের জায়গায় আছি ! এভাবেই তো প্রতিটি ছবি . দেখেছি, মেলাতে চেষ্টা করেছি , ভেবেছি .
    অনেকদিন পর এমন এক পরিচালক..যাঁর ছবি দেখে মনে হয়েছিল..ছবি অন্যভাবেও ভাবনার জগতের দরজা কখনো সপাটে খুলে দিতে পারে , আবার কখনো আলতো হাতে . এও বুঝেছি , পরিচালক শিল্পী তৈরী করে নিতে জানেন, নিজের ক্ষমতা কাজে লাগিয়ে. এবং অন্তর্দৃষ্টিও .
    এ হয়ত সম্ভব হয়েছিল ঋতুপর্ণ নিজেও মনে মনে শিল্পী বা নিখুঁত অভিনেতা ছিলেন বলেই. আমরা তো তাও দেখেছি..আর একটি প্রেমের গল্পে..চপল ভাদুড়ি , মেমোরিজ অফ মার্চে আর চিত্রাঙ্গদায় মুখ্য চরিত্রে. নিজের মনের চোখ ছবি আঁকতে না পারলে কি আর ছবি তৈরী করা যায় ?
    চলচ্চিত্র তো অডিওভিস্যুয়াল মাধ্যম, সেখানে অসতর্কতা, ত্রুটি.. আমরা নির্মমভাবে সমালোচনা করি. কারণ দেখা-শোনা-অনুভব..এ তিনটি একসঙ্গে হয় বলে ভুলগুলি অনেক বিবর্ধিত অবস্থায় প্রতিবিম্বিত হয় . আর এখানে ঋতুপর্ণ খুব কুশলী হাতে চলচ্চিত্র মাধ্যমটিতে নিয়ন্ত্রণ করতে জানতেন . ভাবনায়, ক্যামেরায়, সংলাপে , সম্পাদনায়.. কোথাও কোনো বাড়তি কথা খরচ না করে.
    উল্কা যেমন আকাশে.. আসে, হঠাত আলোর ঝলকানি বা আমরা দেখি.. মেঘ চিরে আগুনরেখা হয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যায় বিদ্যুত ..তেমনই . ঋতুপর্ণ .
  • রূপঙ্কর সরকার | 126.203.209.250 | ৩০ মে ২০১৩ ২০:০৪609555
  • এত অল্প বয়সে চলে গেল, খুব একটা কষ্ট পায়নি নিজে কিন্তু আমরা, যারা বেঁচে রইলাম, আরো কিছু অতি উচ্চমানের ছবি দেখা থেকে বঞ্চিত হলাম। ভাল ছবি বাংলায় হয় কম। কী অসাধারণ ডিটেলের দিকে নজর ছিল। প্রতিটা প্রপ্‌ বেছে নিত নিজের খুঁতখুঁতানি মিটিয়ে। ওর এক বাল্যবন্ধুর সঙ্গে কিছুদিন কাজ করেছি। তার কাছে ওর ডিটেল নিয়ে বাতিকের ডিটেলে গল্প শুনতাম। আর আমি মশকরা করে বলতাম 'ডাবওয়ালা'। রামের চেহারা আর শ্যামের গলা, দুই না মেলালে, অর্থাৎ 'ডাব' না করলে শান্তি হতনা তার।

    অনেকের বড় উপকার করে গেল। আমার চেনা কিছু 'অন্যরকম' মানুষ, যারা সংকোচে কুঁকড়ে থাকত, তারা 'ঋতুদার' নজির দেখিয়ে সামনে এসে দাঁড়ায় এখন, চোখে চোখ রেখে কথা বলে। একটা বড় দরজা খুলে দিয়ে হঠাৎ উধাও হয়ে গেল। ভাল থেক, যেখানেই থাক।
  • | 60.82.180.165 | ৩০ মে ২০১৩ ২০:১৯609557
  • আমার রবীন্দ্রনাথ। একটু আগেই তারায় দেখছিলাম ঋতুপর্ণ র সাক্ষাৎকার। রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চমৎকার কথোপকথন শেষে পড়ে শোনালেন এই রবীন্দ্রনাথ-

    পূর্ণ হয়েছে বিচ্ছেদ, যবে ভাবিনু মনে,
    একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে।
    শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বনের শিরে,
    খর বিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে চিরে,
    দূর হতে শুনি বারুণী নদীর তরল রব-
    মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব

    এমন রাত্রে,কতবার মোর বাহুতে মাথা,
    শুনেছিলো সে যে কবির ছন্দে কাজরি গাথা।
    রিমিঝিমি ঘন বর্ষণে মন রোমাঞ্চিত,
    দেহে আর মনে এক হয়ে গেছে যে বাঞ্ছিত
    এল সেই রাতি বহি শ্রাবণের সে -বৈভব-
    মন শুধু বলে, অসম্ভব এ অসম্ভব।

    দূরে চলে যাই নিবিড় রাতের অন্ধকারে,
    আকাশের সুর বাজিছে শিরায় বৃষ্টিধারে।
    যূথীবন হতে বাতাসেতে আসে সুধার স্বাদ,
    বেণীবাঁধনের মালায় পেতেম যে- সংবাদ
    এইতো জেগেছে নবমালতীর সে -সৌরভ-
    মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব।

    ভাবনার ভুলে কোথা চলে যাই অন্যমনে
    পথসংকেত কত জানায়েছে যে -বাতায়নে।
    শুনিতে পেলাম সেতারে বাজিছে সুরের দান
    অশ্রুজলের আভাসে জড়িত আমারি গান।
    কবিরে ত্যজিয়া রেখেছো কবির এ গৌরব-
    মন বলে শুধু অসম্ভব, এঅসম্ভব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন