এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • বাংলা গানের দুনিয়ায় বাংলাদেশ অনেক এগিয়ে

    sarkar chaandaan
    গান | ২৬ জুন ২০১৩ | ২৩৯০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 118.12.169.134 | ২৭ জুন ২০১৩ ০৮:৪০612902
  • আমার পছন্দের বাংলাদেশী ব্যাণ্ড ঃ


  • lcm | 34.4.162.218 | ২৭ জুন ২০১৩ ০৯:২১612906
  • বাংলাদেশের বাংলা অনেক "এগিয়ে" বলতে কী বোঝানো হচ্ছে?
    সংখ্যায় এগিয়ে নাকি গুণমানে ?
    সংখ্যায় এগিয়ে থাকা তো উচিত।
    আর, গুণমান তো আপেক্ষিক ব্যাপার।
  • শ্রী সদা | 132.176.98.243 | ২৭ জুন ২০১৩ ০৯:৩২612907
  • শুনলাম। মেলোডি ইঃ নিয়ে কিছু বলার ক্ষমতা নেই, কিন্তু লিরিসিস্টদের অবিলম্বে কবীর সুমন, চন্দ্রিল, অনিন্দ্য চাটুজ্জে বা অনিন্দ্য বোসের বাড়িতে বাসন মাজার কাজ খোঁজা উচিত, তবে হয়তো বছর দশেক পরে বাংলাদেশে কিছু ঠিকঠাক লিরিক লেখা হবে।
  • sarkar chaandaan | 47.228.106.201 | ২৭ জুন ২০১৩ ০৯:৪২612908
  • ধিম তানা,simply kona,kona
  • শ্রী সদা | 132.176.98.243 | ২৭ জুন ২০১৩ ১০:০২612910
  • চন্দনবাবু বব ডিলানের নাম শুনেছেন? লোনার্ড কোহেন? জিম মরিসন?
  • টাঙন | 80.39.186.67 | ২৭ জুন ২০১৩ ১২:২৭612912
  • তৌফিক ও ফয়সালের রাজত্বর পর লিরীক নিয়ে শ্রী সদার ওই দশ বছরের টিপ্পনিটা আর খাটেনা। গত বছর জয়দেব মেলার বাউল আখড়াগুলোতে বাংলাদেশ থেকে আসা দলের জয়জয়কার শুনেছি। তুলনামূলক আলোচনা করার তেমন বিদ্যে নেই। ব্যক্তিগত অভিজ্ঞতার নিরীখে দুএকটা কথা বলতে পারি। বিগত দশ বছর নতুন বাংলা গানে একের পর এক চমক ও আবিষ্কারের আনন্দ কিন্তু বাংলাদেশ থেকেই পেয়েছি। মহীন সুমন নচি অঞ্জন শিলাজিত্‍ মৌসুমি মগ্ন তরুন বন্ধুদের জেমসের অবাক ভঙ্গীমার প্রেমে পড়তে দেখেছি। নচি সেই কবেই ফিনিস, সুমন আর্কাইভে চলে গেছে, শিলাজিতের পরীক্ষামূলক কাজকম্মও একঘেয়ে হয়ে গেছে, মৌসুমি গান বানানো ছেড়ে বাংলাদেশে দেশে ঘুরছেন গানের সন্ধানে, একা রূপম চিত্‍কারে চাগিয়ে রেখেছে তরুনদের, সেরকম সময়ে নতুন আলোর ঝলকানি কানে বেজেছে বাংলাদেশ থেকে আসা আনুষে আনাদিল, বাংলা ব্যান্ড, অর্ণব, কৃষ্ণকলিদের গানে গানে। শেষে লাল মিঞা এবং তারোপর এই সবাইকে আত্মস্থ করে অল্টারনেটিভ হিপহপ নিয়ে তৌফিক ও ফয়সাল। তৌফিকদের পর রূপমের আর নতুন গান গাওয়াটাই ভীষন টাফ হয়ে গেছে বলে মনে হয়, শুনছিলাম পটাও এইরকম মন্তব্য করেছে রাজত্ব শুনে। 'তোরই জন্য শরীরের ভারে আমি নত'র সমতুল্য গান অন্য ভাষায় আছে কিনা জানা নেই, সুমন আমাদের প্রথম যৌবন, মহীনের ঘোড়াগুলিকে এখনও নতুন করে আবিষ্কার করি, কদিন আগেই মুগ্ধ হয়েছি বাপিদা অর্থাত্‍ তাপস দাসের ছায়া ঘেরা আঁকা বাঁকা পথে, কিন্তু তৌফিক ফয়সালের নতুন এলবামের জন্যই আমার তরুণ বন্ধুদের অধীর প্রতীক্ষা লক্ষ্য করছি।
  • Rivu | 78.232.127.201 | ২৭ জুন ২০১৩ ১২:৩১612913
  • "তোরই জন্য শরীরের ভারে আমি নত" কি ইউটিউবে আছে? লিং দেবেন?
  • lcm | 34.4.162.218 | ২৭ জুন ২০১৩ ১২:৪০612914
  • সদা বলতে চায় কী? ডিলান, কোহেন-দের নাম না শুনে থাকলে ভালো বাংলা গান গাওয়া যায় না। এসব না জেনে, পশ্চিমের লোকজন কিন্তু ইংরিজি গান দিব্যি গেয়েছে এবং গেয়ে যাচ্ছে। এদেশে আসার আগে আমিও ভাবতুম যে এখানের কাছে ডিলান টিলান-দের বোধহয় ভগবানের মতন। গপ্পো তো না নয়ই, বরং অনেক সংগীত বোদ্ধার মতে ডিলান ইজ হাইপ্‌ড।
  • শ্রী সদা | 132.176.98.243 | ২৭ জুন ২০১৩ ১৩:৩৯612915
  • টাঙনকে বলি।
    বাংলাদেশের প্রখ্যাত রকস্টার আয়ুব বাচ্চু, জেমস এদের গান গুলো শুনলে মনে হয় ক্লাশ ফাইভের বাচ্চাকে দিয়ে লিখিয়েছে ঃ) অবশ্য জেমসের গুরু আজম খান শোনার (সৌ)ভাগ্য হয়েছিল একবার। তার পরে আর জেমস ততটা খারাপ লাগেনি :P
    আর - "একা রূপম চিত্‍কারে চাগিয়ে রেখেছে তরুনদের" - রূপমের গান কলেজ ফেস্টে মাল খেয়ে নাচা বাদে অন্য কোথাও সিরিয়াসলি নেওয়া হয় বলে জানি না। ব্যান্ড ভালো শুনতে হলে চন্দ্রবিন্দু শুনুন - কি আশ্চর্য কলমের জোর আর সেন্স অফ হিউমার থাকলে "খেলছে শচীন","ঝিলমিল","হতে পারে ক্লিশে" এইটাইপের আপাদমস্তক সিরিয়াস জিনিস খিল্লির মুডে শোনানো যায় ! "জুতোর ঘুম ভেঙ্গে জাগে পেরেক/টাকা পাঠাচ্ছেনা মেজমামা" -ব্যবহৃত হতে পারে যদি বলো হ্যাঁ এর মত সো কলড প্রেমের গানে!
    এই ইন্টেলেকচুয়াল জিনিসপত্তর সমসাময়িক বাংলাদেশের গানে পাইনা। সবই মূলতঃ তুমি-আমি টাইপ প্রেম নির্ভর, একটু অল্টারনেটিভ যাঁরা করছেন তাঁদের অনেকক্ষেত্রেই চিৎকার করছেন মনে হচ্ছে। আশাহত।
  • কৃশানু | 177.124.70.1 | ২৭ জুন ২০১৩ ১৪:৩২612916
  • সদা-র সাথে কিছুটা একমত। শহুরে বাংলার গান অপার বাংলায় পাইনি বিশেষ।
    ফোক এবং ফোক বেসড এক্সপেরিমেন্ট এর কথা বলছি না।

    নিজস্ব মত।
  • শ্রী সদা | 132.176.98.243 | ২৭ জুন ২০১৩ ১৪:৪২612917
  • ইয়েস। ইয়েস। "শহুরে" ইজ দ্য টার্ম।
    এই কারণে নচিকেতা ভালো লাগেনি কখনো, যদিও ওনার মতো ক্যাসেট বিক্রির রেকর্ড বোধয় নব্বই পরবর্তী কোনো গায়কের নেই। বড্ড মোটা দাগের, চিৎকৃত, অগভীর।
  • কল্লোল | 125.244.236.179 | ২৭ জুন ২০১৩ ১৬:২৫612920
  • এইগুলো উন্নত গানের নমুনা??????
    সর্কর চান্দান - আমার মনে হয় এই মানুষটি বোধহয় ব্যাজ্যনিন্দা করছেন।
  • টাঙন | 80.39.185.30 | ২৭ জুন ২০১৩ ১৬:৩৪612921
  • বাংলা ব্যাণ্ডকে প্রথমে অনেকেই "সুর নাই, চিত্‍কার" বলেছিলেন। লাল মিঁঞার "মুজীব হত্যার বিচার চাই" ও তৌফিক ফয়সালের বিদ্রোহী শুনলে শাহবাগ প্রজন্মের অন্তর্নির্মানের সন্ধান পাওয়া যায়, সারা দুনিয়ার তরুণ সমাজ যখন চিত্‍কার করছে আর উন্নয়নের ভাঙ্গা কাঁসরখান তা চাপা দিতে চাইছে তখন গান শ্লোগান হয়ে যায় কীভাবে তার হদিস পাওয়া যায়। অন্য কোথায় সিরিয়াসলি নেয়া হয় জানিনা, চন্দবিন্দুর আতুপুতু গুডবয় মার্কা নাকি সুরের 'শহুরে' 'ইন্টেলেকচুয়াল' গান বড্ড ক্লান্তিকর ঠেকেছে(বাথরুমটাকি তোর বাবার সহ কয়েকটি দুএকবার ভালোও লেগেছে শুনতে), এস আর এ'র এক বন্ধু বলেছিল যে ওই চাঁদের টুকরো গায়কদের রেওয়াজের আগে চার টাকা দামের(তখনকার সবচেয়ে দামী) রসগোল্লা ঠোঁটে না ঠেকিয়ে মুখে পোড়া প্র্যাক্টিস করা উচিত্‍। চন্দ্রবিন্দু প্রেমিক যে বন্ধুরা আমার আছে তাদের বেশীরভাগই রূপম সম্পর্কে প্রায় শ্রী সদার মতই পোষণ করে দেখেছি। কিন্তু অপমান আর অভিমানের পাহাড় চাপা ততটা 'ইন্টেলেকচুয়াল' নয় বুকে রূপমের গানকে যে ক্ষুব্ধ চিত্‍কারের অহঙ্কার জাগাতে দেখেছি তা মোদো বেলেল্লা বলে খারিজ করে দিতে পারিনি। কি জানি, বিষয়টা চব্যচোষ্য গুডবয় বনাম লাথখোর কিনা বা গুরু বনাম চাঁড়াল কিনা!
  • শ্রী সদা | 132.176.98.243 | ২৭ জুন ২০১৩ ১৭:০২612923
  • ঐটাই তো ক্যালি স্যার, চিৎকার না করলে প্রতিবাদ, ক্ষোভ,কনফিউশন ইঃ প্রকাশ করা যায়না এটা একটা বিশুদ্ধ অসামাজিক নির্মান। কোনো সাপোর্ট মিউজিশিয়ান ছাড়া একটা অ্যাকুস্টিক গিটার নিয়ে ডিলান সাহেব যখন মিনমিনে গলায় ঘ্যানঘ্যানে সুরে "আ হার্ড রেন গ'না ফল" গান তখন যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী সভ্যতার বিরুদ্ধে তাঁর ক্ষোভ, ঘৃণা চিনে নিতে আমাদের সমস্যা হয়না, হাজার চিৎকার, স্লোগান, দাপাদাপিতে সেই ইউনিক প্রতিবাদের ভাষা আর কখনো খুঁজে পাইনি।প্রতুল মুখোপাধ্যায় তিন লাইনে মহাকাব্য লিখে দেন - "স্লোগান দিতে গিয়ে আমি বুঝেছি এই সার/ সাবাশ যদি দিতেই হবে সাবাস দেব তার/ ভাঙছে যারা, ভাঙবে যারা ক্ষ্যাপা মোষের ঘাড়" - খুব চেঁচিয়ে না বললেও কি মানে বুঝতে সমস্যা হয়?
    উদাহরণ দিতে বসলে রাত ভোর হয়ে যাবে।
  • টাঙন | 80.39.185.58 | ২৭ জুন ২০১৩ ১৭:২৮612924
  • প্রতুলের গানে যথেষ্ট চিত্‍কার বর্তমান। এমনকি অর্ণবের মৃদু স্নিগ্ধতাতেও আছে। কিন্তু চন্দবিন্দুতে পাইনি। সুমন চিত্‍কার করে হাল ছেড়োনা বলেছিল বলেই আমরা যৌবন পেয়েছিলাম।
  • dukhe | 212.54.74.119 | ২৭ জুন ২০১৩ ১৭:৩৫612925
  • মুখে পোড়া কীভাবে প্র্যাক্টিস করে?
    মেয়েদুটো গান শিখছে, কিন্তু এখনো এরকম কোনো প্র্যাক্টিস করাচ্ছে না। রেওয়াজের আগে রসগোল্লাও তো খেতে দেখি না। ওদের কি আদৌ সুর তালের কোনো জ্ঞান হবে?
  • টাঙন | 80.39.185.58 | ২৭ জুন ২০১৩ ১৭:৪৪612926
  • যদি দাঁত দুপাটি পরস্পর জড়াজড়ি ছাড়তেই না চায় চন্দগায়কদের মত তাহলে তাদের মুখে রসগোল্লা পুরুন। দুটাকারগুলো দিয়েই শুরু হোক।:-D
  • শ্রী সদা | 132.176.98.243 | ২৭ জুন ২০১৩ ১৭:৫২612927
  • সুমনের কলমের জোর এর এক শতাংশও যাদের নিয়ে আলোচনা করা হচ্ছে তাদের নেই। চিৎকারটুকু শুধু দেখলে হবা?
  • | 60.82.180.165 | ২৭ জুন ২০১৩ ১৮:০১612928
  • উপলের মাঝেমাঝে আধো আধো উচ্চারণের ত্রুটি তো সুপুরি মুখে পুরে কাটাতে হবে- রসগোল্লাতে কি কাজ হবে?
  • টাঙন | 80.39.185.58 | ২৭ জুন ২০১৩ ১৮:১৩612929
  • আমড়াও চালাতে পারেন:-)
  • কৃশানু | 177.124.70.1 | ২৭ জুন ২০১৩ ১৮:৫৮612930
  • না, গান নিয়ে আলোচনাতে আমি সম্পূর্ণ অনধিকারী - কিন্তু তাতে কী, ন্যাজ আমার মোটা।

    সদা-র ৫:০২ আর ৫:৫২ কে 'ক' দিয়ে যাই। রুপম-কে কখনোই কোনো মুখ-পোড়াবিপন্ন বিক্ষুব্ধ গায়ক মনে হয় নি। কলমের সে জোর নেই।

    বাংলাদেশ এর শাহবাগ প্রজন্মের অন্তর্নির্মান-এর যে গানগুলো বললেন, সেগুলো দিন। শুনে দেখব। নাম গুলো ভালো লেগেছে।
    চানদান-বাবু যে গান দিচ্ছেন, ওগুলো এ পার বাংলায় ১৯৮০ সালে হত, যে কোনো হিসেবে খাজা গান। দুঃখিত। আমি ১০০% নিশ্চিত, বাংলাদেশে এর থেকে অনেক ভালো গান হয়।

    তবে সত্যি কথা বলতে কী, এপার বাংলা-তেও প্রতুল,সুমন, মৌসুমী-র এর পরবর্তীতে কলমের জোর কমে এলো। অনুপম ন্যাকা, শ্রীজাত মিষ্টি, রূপম বিকট। চন্দ্রবিন্দু-র খচরামো ও শহুরে আঁতেলপনা আমার অনেক কাছের।

    সবই ব্যক্তিগত মতামত।
  • pi | 118.12.169.134 | ২৭ জুন ২০১৩ ১৯:১৭612932
  • সদা, কিশানু, অর্ণবের গান ভালোলাগে না ?
  • কৃশানু | 177.124.70.1 | ২৭ জুন ২০১৩ ১৯:২৫612934
  • অনুপম এর মতই লাগে। পাই-দি। মাঝারিয়ানায় ভর্তি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন