এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 131.243.33.212 | ০৯ আগস্ট ২০১৩ ১০:৫৮615477
  • সরি। guruchandali জিমেল। আগেরটার বানান ভুল ছিল।
  • siki | 131.243.33.212 | ০৯ আগস্ট ২০১৩ ১০:৫৮615476
  • guruchanaali জিমেলে আর siki.guru জিমেলে একটা মেল করুন। ঠিকানা জানিয়ে। দেখছি কী করে পাঠানো যায়।

    পাই, ইশান, এফোয়াইআই।
  • cm | 127.202.90.20 | ০৯ আগস্ট ২০১৩ ১১:৪৩615478
  • শিবুদাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম এই যে বলছেন নকশালদের রাজনীতি পছন্দ হয় নি, নকশালদের রাজনীতি বলতে কি বোঝাচ্ছেন? কিন্তু তার উত্তর মনে হয় শিবুদার পোস্টেই আছে, আর আমিও তার সাথে বহুলাংশে একমত নকশাল রাজনীতির প্রধান প্রকাশ দেখি সি পি এম বিরোধিতায়। এমনটি কেন? এর আংশিক উত্তর অবশ্য কদিন আগে কুসুম্বার লেখায় এসেছে, যেখানে উনি বলছেন যে সত্তরের দশকে ক্ষমতার রিঅ্যালাইনমেন্টের সময় মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত চাষা সি পি এমের সাথে নিজেদের অ্যালাইন করে। কিন্তু একদম নীচের স্তরের সাথে একাত্মতা স্থাপনের উদ্দেশ্যেই কি এই বিরোধের সূত্রপাত?
  • cm | 127.202.90.20 | ০৯ আগস্ট ২০১৩ ১১:৪৪615479
  • শেষ লাইনটার ঠিক মানে হচ্ছেনা, কিন্তু নকশালরা একদম নীচের স্তরের সাথে একাত্মতা স্থাপন করতে চাইছিল বলেই কি এই বিরোধ শুরু?
  • bb | 127.216.212.189 | ০৯ আগস্ট ২০১৩ ১৩:০৩615480
  • শিবুদাকে নকশালদের ব্যাপারে ক। কল্লোলদার লেখা আমার কাছে একজনের সুখপাঠ্য লেখা ছাড়া কিছু নয়। এটা ওনার ব্যক্তিগত মতামত আর মানুষ হিসাবে ওনার পরিবর্তনের ইতিহাস। কিন্তু তাতেই প্রাক্তণ নকশালরা বা তাদের রাজনীতি ভাল হয়ে যায় না। তাদের নীতিতে বা কাজে আখেরে মমতার হাত শক্ত হচ্ছে।
  • কল্লোল | 111.63.160.222 | ০৯ আগস্ট ২০১৩ ১৬:৩৭615481
  • প্রথমতঃ নকশাল রাজনীতি বলে আজ আর একটা কিছু হয় না।
    সিপিএম বিরোধীতা থেকেই নকশালদের উঠে আসা, যেমন সিপিআই বিরোধীতা থেকে সিপিএমের উঠে আসা। পার্টির ভিতরে মতাদর্শগত লড়াই চালানো যায় না, এটাই ভারতীয় কমিউনিষ্ট আন্দোলনের অনেক দুর্বলতার একটা। তাই সিপিআই-সিপিএম-নানান নকশাল গোষ্ঠী, পীযুষ দাশগুপ্ত বানাম প্রমোদ দাশগুপ্ত, সইফুদ্দিন ইঃ
    কিন্তু সিপিএম বিরোধীতা তো এখন বামফ্রন্টের ভিতরেও। বাম আমলের শেষের একটা বড় সময় জুড়ে সিপিএম কাজকম্মো সমর্থন যোগ্য ছিলো না।
    প্রশ্ন তবে কি? পবয়ের দুর্ভাগ্য মমতা ছাড়া কোন বিকল্প ক্ষমতা গড়ে ওঠে নি।
    যাই হোক, আমার স্মৃতিকথার অংশটুকু তুলে দেবার উদ্দেশ্য ছিলো এটা বোঝানো যে নকশাল মানেই অন্ধ সিপিএম বিদ্বেষ নয়। আমি এবং সারা পব জুড়ে আমার মতো বহু নকশালও বিরাজ করতো।
    আজ আমি আর নকশালপন্থার সমর্থক নই। আমি নিজেকে মার্কসবাদী বলেও মনে করি না।
    তবে, যাক দেখে ভালো লাগলো, শিবু এখানে তক্কোও করলো, শুধু লেগপুল কল্লো না।
  • dd | 69.92.171.199 | ০৯ আগস্ট ২০১৩ ১৭:০৫615482
  • ৬৬-৬৭-৬৮-৬৯। এই সময়ে কি ভয়ানক সরিকি সংঘর্ষো হতো এখন ভাবতেও পারবেন না। রোজই লাশ পরতো। দুটো তিনটে থেকে আটটা দশটা। সব বামে দলেদের নিজেদের মধ্যে মারপিটে। লিং আছে কি না জানি না। কলকাতাতেও একটানা বোমবাজী চলতো পাড়া দখলের জন্য।

    নকুদের জন্মো যখন হোলো তখোন ওটা পুরোটাই ছাত্রোদের সংগঠন = প্রেকটিক্যালি। আর ছাত্রো মহোলে তখন সিপিএম ছাড়া আর বিশেষ কেউ ছিলো না। সামান্য এদিক ওদিক আরেস্পি,এস ইউসি,ফ্ব্লক - এঁরা ছিলেন। বংশ পরম্পরার কলেজ ঘাঁটি। ছাত্রো পরিষদকে লেন্স দিয়ে খুঁজতে হতো।

    তাই মারপিট হতো মাকু নকুতে। এক মারপিটের সময় (বোধয় ৬৮) এক বহিরাগত সিপিএম খুন হয় কলেজ স্ট্রীটে। সে সময়ে জ্যোতি ভশচাজ (শিক্ষামন্ত্রী ছিলেন? ওয়ার্কার্স পার্টীর নেতা) বলেছিলেন কেডারদের হাতে রাইফেল তুলে দিবেন। এরকম আরো কতো অ্যানেকডোট আছে। পুলিশের গুলিতে কি নীরোধ লাগানো আছে এইসব বাদ্দিয়েও। তো ঐ সরিকি সংঘর্ষের যুগে দু দলে মারপিট খুব কমোন ব্যাপার ছিলো। জলভাত। রোজকার ঘটনা।

    নকু মাকুদের মারপিট তাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নেহাৎই ট্র্যাডিশন।

    এর পরে ৭০-৭২ সন্ত্রাসের সময় যখন ১০০% ছাত্রো পরিষদ তখোন সিপির দুই উপদলেই নিয়মিতো খুন খারাবী হতো।

    এখন আর হিংসা,খুনোখুনী কোথায়?
  • dd | 69.92.171.199 | ০৯ আগস্ট ২০১৩ ১৭:০৫615483
  • ৬৬-৬৭-৬৮-৬৯। এই সময়ে কি ভয়ানক সরিকি সংঘর্ষো হতো এখন ভাবতেও পারবেন না। রোজই লাশ পরতো। দুটো তিনটে থেকে আটটা দশটা। সব বামে দলেদের নিজেদের মধ্যে মারপিটে। লিং আছে কি না জানি না। কলকাতাতেও একটানা বোমবাজী চলতো পাড়া দখলের জন্য।

    নকুদের জন্মো যখন হোলো তখোন ওটা পুরোটাই ছাত্রোদের সংগঠন = প্রেকটিক্যালি। আর ছাত্রো মহোলে তখন সিপিএম ছাড়া আর বিশেষ কেউ ছিলো না। সামান্য এদিক ওদিক আরেস্পি,এস ইউসি,ফ্ব্লক - এঁরা ছিলেন। বংশ পরম্পরার কলেজ ঘাঁটি। ছাত্রো পরিষদকে লেন্স দিয়ে খুঁজতে হতো।

    তাই মারপিট হতো মাকু নকুতে। এক মারপিটের সময় (বোধয় ৬৮) এক বহিরাগত সিপিএম খুন হয় কলেজ স্ট্রীটে। সে সময়ে জ্যোতি ভশচাজ (শিক্ষামন্ত্রী ছিলেন? ওয়ার্কার্স পার্টীর নেতা) বলেছিলেন কেডারদের হাতে রাইফেল তুলে দিবেন। এরকম আরো কতো অ্যানেকডোট আছে। পুলিশের গুলিতে কি নীরোধ লাগানো আছে এইসব বাদ্দিয়েও। তো ঐ সরিকি সংঘর্ষের যুগে দু দলে মারপিট খুব কমোন ব্যাপার ছিলো। জলভাত। রোজকার ঘটনা।

    নকু মাকুদের মারপিট তাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নেহাৎই ট্র্যাডিশন।

    এর পরে ৭০-৭২ সন্ত্রাসের সময় যখন ১০০% ছাত্রো পরিষদ তখোন সিপির দুই উপদলেই নিয়মিতো খুন খারাবী হতো।

    এখন আর হিংসা,খুনোখুনী কোথায়?
  • cm | 127.202.91.235 | ০৯ আগস্ট ২০১৩ ১৭:০৯615484
  • সি পি আই বিরোধিতা কথাটি কি ঠিক? সি পি আই-এর মূল নীতির সাথে বিরোধিতা, সি পি আইএর সমর্থকদের সাথে নয়। কিন্তু নকশালদের ক্ষেত্রেকিন্তু নীতিগত অবস্থানের বিরোধের চেয়েও বড় হয়ে ওঠে ব্যক্তিবিরোধ।
  • pi | 118.22.232.92 | ০৯ আগস্ট ২০১৩ ১৮:৩২615486
  • PM দা, হ্যাঁ, কোলকাতায় কলেজস্ট্রীটে ধ্যানবিন্দু, বইচিত্রে, পাতাবাহার, NHBT, ( সামনের সপ্তাহ থেকে দে'জ), ভবানীপুরে থীমা ও কল্যাণদার দোকান, উল্টোডাঙায় সুনীলদার স্টলে, যাদবপুর সুপারমার্কেটের্র সামনে কুণ্ডু বুক স্টলে, ( সামনের সপ্তাহ থেকে স্টেশনের সামনের স্টলে) পাওয়া যাবে। এছাড়া কাব্লিদার বাড়ি তো আছেই।
  • pi | 118.22.232.92 | ০৯ আগস্ট ২০১৩ ১৮:৩৪615487
  • তবে কারুর কারুর তক্কো মানেই গালাগালি আর অভদ্রতার ট্র্যাডিশন দেখি সমানে চলিতেছে।
  • sch | 126.203.206.155 | ০৯ আগস্ট ২০১৩ ১৯:১৫615488
  • উল্টোডাঙ্গায় সুনীলদা'র স্টল কোথায়?
  • pi | 118.22.232.92 | ০৯ আগস্ট ২০১৩ ১৯:৩১615489
  • ব্রিজের কাছেই। ব্রিজের ওখানে কাউকে জিগেশ করলেই হবে, সুনীলদার স্টল কোনখানে।
  • Ishan | 202.43.65.245 | ০৯ আগস্ট ২০১৩ ১৯:৩৭615490
  • সোজাসুজিই বলি। দুমদাম কাউকে মিথ্যেবাদী বলাটা অসভ্যতা। প্রাথমিক ইশকুলেই শেখায় মনে হয়। এই অসভ্যতায় আপত্তি জানালাম। এবং এটা প্রথমবার দেখছি না এই পাতায়। এই ঘৃণ্য ব্যক্তি আক্রমনগুলো যিনি ক্রমাগত করছেন, এবং করেই চলছেন, সেগুলো তাঁর রুচির পরিচয় -- এটুকুই বলব আপাততঃ।
  • dd | 132.167.30.89 | ০৯ আগস্ট ২০১৩ ১৯:৪৬615491
  • তাই ?

    আমার আবার শিবুর পোস্ট পড়ে মনে হোলো একটা ভাইটাল কমা বাদ পরে গ্যাছে। আমি পড়েছিলাম এরম "দ্যাখেন, আমি (কিন্তু)আপনের মতোন, (ঐসব) বেসিক মিথ্যুকদের বিশ্বাস করতে পারি না" গোছের।
  • Sibu | 183.60.205.153 | ০৯ আগস্ট ২০১৩ ১৯:৪৭615492
  • কে কাকে মিথ্যেবাদী বলল এই সুতোতে? এরকম হাওয়াতে ভাসানো কথার কি মানে?
  • dd | 132.167.30.89 | ০৯ আগস্ট ২০১৩ ১৯:৫৬615493
  • অ্যাক্চুয়ালি হাওয়াতে ওড়ে, আর জলে ভাসে।

    আর মাটী শক্তো হলে নাচা কোঁদা করা যায়, ক্যাৎক্যাতে কাদা থাকলে পিছলে যায়।

    এ সবই মনে রাখাটা জরুরী।
  • siki | 69.164.108.255 | ০৯ আগস্ট ২০১৩ ২০:০৩615494
  • শিবুদা, একটু ওপরেই তোমার আজ সকালের পোস্টের প্রথম লাইন --

    দেখুন কল্লোলদা, আপনার মত বেসিক্যালি মিথ্যেবাদীর কথায় আমি কতটা গুরুত্ব দেব  ...
  • Sibu | 183.60.205.153 | ০৯ আগস্ট ২০১৩ ২০:০৭615495
  • ঐটে?

    কল্লোলদা, ওটা এভাবে পড়ুন।

    দেখুন কল্লোলদা, (একটু আগে আপনি যে বললেন) আপনার মত ...
  • Ishan | 202.43.65.245 | ০৯ আগস্ট ২০১৩ ২০:১১615497
  • না। ওইভাবে পড়বনা। কারণ এটাই প্রথমবার নয়। এর পরেও লিখতে হলে সাবধানে লিখবেন। এটা লোককে গালাগাল প্র্যাকটিস করার জায়গা নয়।
  • Sibu | 183.60.205.153 | ০৯ আগস্ট ২০১৩ ২০:১১615498
  • কল্লোলদার ৯ আগস্ট ৬ঃ২২ দ্রঃ।
  • cm | 127.208.212.92 | ০৯ আগস্ট ২০১৩ ২০:১৩615500
  • কি রকম হল ব্যাপারটা, কল্লোলদা Date:09 Aug 2013 -- 06:22 AM
    "অবশ্য আপনার মতে, আমার মতো "বেসিকালি মিথ্যাবাদী"র স্মৃতি আপনি কতটা মান্যতা দেবেন, সে আপনার ব্যাপার।"

    কম্পাউন্ড ইন্টরেস্টের অঙ্ক হয়ে যাচ্ছেনা?
  • Sibu | 183.60.205.153 | ০৯ আগস্ট ২০১৩ ২০:১৩615499
  • আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। আমি কিভাবে লিখব সেটা আমার ব্যাপার। ইচ্ছে হলে আপনি আমার পোস্ট ডিলিট করতে পারেন।
  • Ishan | 202.43.65.245 | ০৯ আগস্ট ২০১৩ ২০:২৩615501
  • ওসব অঙ্ক টঙ্ক না। উনি রেগুলারলিই লোকজনকে মিথ্যেবাদী বলে থাকেন। এই কদিন আগে প্পনকেও বলেছেন। আমাকে তো বোধহয় বছর দুই ধরে বলে গেছেন। ওসব অনেককাল ইগনোর করেছি, আর করবনা। লোককে তো কোনো একটা সময়ে একটু শিখতেই হবে।
  • pi | 118.22.232.92 | ০৯ আগস্ট ২০১৩ ২০:৩৮615502
  • আমার সম্বন্ধেও ক'দিন আগে খুব সুভদ্র বিশেষণ প্রয়োগ করলেন।
  • aka | 22.207.104.59 | ০৯ আগস্ট ২০১৩ ২০:৪২615503
  • এখানে বলেন নি, একেবারেই বলেন নি। যথাযথ বিরোধ করুন মানে থাকে, নইলে যেটা করলেন সেটাও ব্যক্তিগত আক্রমণ।
  • cm | 127.208.212.92 | ০৯ আগস্ট ২০১৩ ২০:৪৪615504
  • সে কি শিবুদা চিত্রকল্প না কল্পচিত্র কি যেন বলে ছাই সেটা ব্যবহার করেননা কেন?
  • Ishan | 214.54.36.245 | ০৯ আগস্ট ২০১৩ ২০:৫২615505
  • আর এই খেলাটাও দীর্ঘদিন ধরে দেখে আসছি। ব্যক্তি আমাকে "অ্যাডমিন" বলে প্রজেক্ট করে, "আপনি আমার পোস্ট ডিলিট করতে পারেন" বলে শহীদ সাজার অপচেষ্টা।

    আমি ব্যক্তি হিসেবে আমার কথা লিখছি। অসভ্যতাকে অসভ্যতা লিখছি, ব্যস। ওইসব অ্যাডমিন ফ্যাডমিন তুলে লাভ নেই।
  • aka | 22.207.104.59 | ০৯ আগস্ট ২০১৩ ২১:০০615506
  • ছায়ার সাথে যুদ্ধ।

    কল্লোলদা বললেন 'আমার মতন মিথ্যেবাদির কথা বিশ্বাস করবেন কিনা' ইত্যাদি

    সেটা শিবুদা তুলে ধরে বললেন 'আপনার মতন মিথ্যেবাদির কথায় কতটা গুরুত্ব দেব সেটা বেসিকালি ইমোশনাল ব্ল্যাকমেল, বা রেটরিক। আমার কোনটাতেই আগ্রহ নেই'।

    এবারে প্রথমটা না দেখে দ্বিতীয় পোস্ট দেখে অসভ্যতা টসভ্যতা???
  • de | 130.62.176.14 | ০৯ আগস্ট ২০১৩ ২১:১১615508
  • ইন্ভার্টেড কমা ভুলে গেছেন বলে একজনকে এভাবে বলা ভালো লাগলো না --
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন