এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 69.164.108.255 | ০৯ আগস্ট ২০১৩ ২১:২০615509
  • সরি, কিন্তু প্রথমটা দেখেও দ্বিতীয়টা একই রকমের আপত্তিকর লাগছে।

    আমার ভালো লাগে নি শিবুদার বক্তব্য। এটুকু বলতে পারি। খুব অ্যাগ্রেসিভ টোন লেগেছে। আলোচনায় এটা সামহাউ দরকার ছিল না। আলোচনার স্পেস কমিয়ে দিল।
  • aka | 22.207.104.59 | ০৯ আগস্ট ২০১৩ ২১:২৭615510
  • আমিও বলে রাখি এইটা আমারও অত্যন্ত বিরক্তিকর লাগছে।

    কল্লোলদার কথাকে আর একবার বলে তাতে আগ্রহ নেই বলাটা নাইদার অসভ্যতা নর অ্যাগ্রেসিভ। কোনমতেই না, সেটাকে অসভ্যতা বা অ্যাগ্রেসিভ ইত্যাদি বলাটাই বরং ব্যক্তিগত আক্রমণ বলে মনে হচ্ছে।
  • siki | 69.164.108.255 | ০৯ আগস্ট ২০১৩ ২১:৩০615511
  • কল্লোলদা নিজেকে একাধিক পোস্টে কুত্তাও বলেছে। কুত্তালগ্নে জন্ম, ঘেউ ঘেউ করে যাব ইত্যাদি। সেই কথা তুলেই পিটিও কয়েক লাইন লিখেছেন। কুত্তারা তখন লেজ নাড়ায় ইত্যাদি লিখেছেন। কথার পিঠে কথা এসেছে। কেউ বলবে এখানে, পিটি কুত্তা বিশেষণ নিয়ে অ্যাগ্রেসিভ হয়েছেন? স্পোর্টিংলি তোলা কথা, পিটিও স্পোর্টিংলি ব্যবহার করেছেন।

    এই তফাতটুকু বোঝা না গেলে হয় আমার বোঝবার ভুল, নয় তো আমি অসহায়।
  • POTKE | 233.239.136.199 | ০৯ আগস্ট ২০১৩ ২১:৩৪615512
  • শিবুদা আবার কাকে মিথ্যেবাদি বল্ল এখানে? স্কোর সেটল করার আগ্রহ থাকলে আলাদা কথা অবশ্য ঃ)
  • aka | 22.207.104.59 | ০৯ আগস্ট ২০১৩ ২১:৩৪615513
  • তাহলে সিকি তুমি অসহায়। আমি বুঝতে পারলাম না। আমার মনে হয়েছে শিবুদা বলেছেন রেটরিক বা ইমোশনাল ব্ল্যাকমেল না করে আসল কথা বলুন।

    বরং এই কথাবার্তা গুলো অ্যাগ্রেসিভ, ব্যক্তিগত আক্রমণ মনে হল যা আলোচনার স্পেস কমিয়ে দিল। যা নিয়ে আলোচনা হচ্ছিল তা বাদ দিয়ে এই ছায়াযুদ্ধ শুরু হল।

    চলুক।
  • | 24.97.13.226 | ০৯ আগস্ট ২০১৩ ২১:৩৫615514
  • 'আগামীর অবয়ব' টইটা কি এক্কেবারে ডুবে গেছে?
  • Ishan | 202.43.65.245 | ০৯ আগস্ট ২০১৩ ২১:৩৬615515
  • হ্যাঁ, শিবু অসভ্যতা করেছেন। আগেও করেছেন, এখানেও করেছেন। এবার থেকে সাবধানে লিখলে ভালো করবেন। এইটি আমার ব্যক্তিগত চেতাবনি। তক্কো টক্কের গপ্পোই নেই। আমি আগ্রহীও নই।

    হ্যাঁ, কেউ ভয় পেলেন কিনা জানাবেন। :)
  • aka | 22.207.104.59 | ০৯ আগস্ট ২০১৩ ২১:৩৭615516
  • বিরক্তিকর।
  • Ishan | 202.43.65.245 | ০৯ আগস্ট ২০১৩ ২১:৩৮615517
  • হ্যাঁ প্রচন্ড বিরক্তিকর।
  • aka | 22.207.104.59 | ০৯ আগস্ট ২০১৩ ২১:৪১615361
  • ইয়েস। নিতান্তই ব্যক্তিগত স্কোর সেটলিং।
  • আগামীর গল্প | 103.115.84.195 | ০৯ আগস্ট ২০১৩ ২১:৪২615362
  • না, বায়ুভূত হয়ে উবে গেছে। তবে আগামীর কথা কেই বা সঠিক বলতে পারে!
  • Ishan | 202.43.65.245 | ০৯ আগস্ট ২০১৩ ২১:৪৩615363
  • সেটা আকাকে দেখেই বোঝা যাচ্ছে।
  • pinaki | 227.211.165.118 | ০৯ আগস্ট ২০১৩ ২১:৪৮615364
  • এই সুতোয় শিবুদাকে বেনিফিট অফ ডাউট দিলাম। কিন্তু কল্লোলদা নিজেকে 'মিথ্যেবাদী' বলে পোস্টটা করল তার ব্যাকগ্রাউন্ড ওটাই যে শিবুদা এর আগে সরাসরি কল্লোলদাকে মিথ্যেবাদী বলেছে। প্পনকেও বলেছে। ঈশানকেও বলেছে। বিবিও হামেশা বলে থাকেন। এখন শিবুদার ব্যাপারটা আমি যা বুঝি, শিবুদা রগচটা। এবং এরকম একটা মনোভাব নিয়ে চলে যে আমার যা মনে হবে আমি বলব। তাতে কার কী ছেঁড়া গেল আমার দেখার দরকার নেই। আর বিবি পুরোটাই করেন একটা 'দেখো আমি কত সোবার' এই আবরণের আড়ালে। এই আচরণগুলো অর্কুটে চলত। এবং তার পাল্টাও একই লেভেলে আসত। তাতে করে যেটা হত, তা হল যে কোনো আলোচনাই ব্যক্তিগত মারামারিতে দাঁড়িয়ে যেত। এই সাইটকে যদি তার থেকে আলাদা কিছু উপায়ে চালাতে হয়, তাহলে ব্যক্তি আক্রমণ, শ্লেষ, এগুলো যত সম্ভব এভয়েড করার চেষ্টা করা উচিত। এখন বাঙালীর তর্ক হবে আর শ্লেষ আসবে না, তা হয় না। কিন্তু কোথাও একটা দাঁড়ি টানতে হবে। আর সেটা বড়দের দিক থেকে বড়দের মত আচরণ দিয়েই করতে হবে। নইলে এমন ভাবার তো কোনো কারণ নেই আমি ঢিল ছুঁড়ছি মানে অন্যের হাতে পাটকেল নেই। কিন্তু তাতে করে তো লাভ কিছু নেই। আপনি অন্যকে মিথ্যেবাদী ভাবতেই পারেন, কিন্তু সোশ্যাল ফোরামের ডেকরাম মেনে আপনি যখন তখন সরাসরি সেটা বলতে পারেন না। কারণ আপনার মাথায় রাখা উচিত যে আপনি যেমন অন্য অনেককে মিথ্যেবাদী ভাবেন তেমনি আপনাকেও অন্যরা অনেক কিছু ভাবে। আপনি আপনার মনে হওয়াটা বলছেন মানে আপনি অন্যকেও লাইসেন্স দিচ্ছেন, তার মনে হওয়াটা সরাসরি বলার জন্য। এতে করে কামড়াকামড়ি ছাড়া অন্য কোনো পরিণতি দাঁড়াবে না।

    আমার মতামতটা 'আক্রমণ' হিসেবে না দেখে পজিটিভ স্পিরিটে দেখলে ভালো লাগবে।
  • aka | 22.207.104.59 | ০৯ আগস্ট ২০১৩ ২১:৫২615366
  • পিনাকির পোস্টটা ভালো লাগল।
  • 4z | 152.176.84.188 | ০৯ আগস্ট ২০১৩ ২১:৫৮615367
  • যাঃ কোথাকার জল কোথা দিয়ে গড়িয়ে কোথায় গিয়ে দাঁড়ালো! জ্জিও বাঙালী
  • PT | 213.110.246.230 | ০৯ আগস্ট ২০১৩ ২২:১৭615368
  • খুব খারাপ লাগছে লিখতে তবু এই মন্তব্যের প্রেক্ষিতে উত্তর দেওয়া প্রয়োজনঃ

    """""""কুত্তারা জঙ্গলমহলে মাওদের দেওয়া মৃত্যুদন্ড নিয়ে চিল্লিয়েছে। জ্ঞানেশ্বরী নিয়ে চিল্লিয়েছে।
    অন্য কুত্তারা তখনও ন্যাজ নাড়তো, এখনো নাড়ে।"""""""

    অনেক কুত্তা অচেনা লোক দেখলে চিল্লায়, কিন্তু সেটা তার প্রভুর পক্ষ নিয়েই চিল্লায় - বোধহয় লেজও নাড়ে। যে বোঝে সে বোঝে। কাজেই যারা "সিপিএম যাক যে আসে আসুক" বলে চিল্লিয়েছিল তারা আসলে মমতার হয়েই ল্যাজও নাড়ছিল। এই প্রাগৈতিহাসিক সত্যটা ভুলে গেলে চলবে কি করে?

    বি-গু মমতাকে স্বৈরতান্ত্রিক বলেছে চিল্লিয়ে, আশা করি দেবলীনা-জয়তি এবং তার শুভানুধ্যায়ীরাও কোন একদিন চিল্লিয়ে এটা বলবে।
  • আগামী বাবু | 56.23.68.178 | ০৯ আগস্ট ২০১৩ ২২:১৮615369
  • এই যাঃ, পাইদিদি, আমি কিন্তু ঐ টইটা উড়ে গেছে, এরকম কিছু বোঝাতে চাইনি। নেহাত একটু মজা করেছি মাত্র, আর কিছুনা। আমার পোষ্টের দ্বিতীয় লাইনটা দ্র্ষ্টব্য।
  • Sibu | 84.125.59.177 | ০৯ আগস্ট ২০১৩ ২২:২৯615370
  • পটকে, স্কোর সেটলিং একটা তো আছেই ঃ-)।

    এনিওয়ে, গুরুর ক্ষমতার পক্ষ থেকে স্কোর সেটলিং শেষ হলে (এবং পুরনো কাসুন্দি ঘাঁটা শেষ হলে) আবার মিনিময় করা যাবে।

    আপাততঃ কাজাই। ;-)
  • bb | 127.216.212.189 | ০৯ আগস্ট ২০১৩ ২২:৩৭615372
  • পিনাকী দ্বিচারীতা দেখলে আবার লিখব তার সঙ্গে কাউকে মিথ্যাবাদী বলাকে এক করা অসত্য ভাষণ, সেটার প্রতিবাদ করলাম।
  • pinaki | 227.211.165.118 | ০৯ আগস্ট ২০১৩ ২৩:৩২615373
  • Name: bb

    IP Address : 127.221.198.88 (*) Date:25 Jul 2013 -- 07:37 PM

    ন্যানো হলে সিঙ্গুরের লাভ হতনা যারা বলছেন তারা মিথ্যাবাদী। রাজনৈতিক বাধ্যবধকতার জন্য তারা ইচ্ছাকৃত ভাবে লোককে ভুল বোঝাচ্ছেন - ইচ্ছুক, অনিচ্ছ্ক ভুল ভাল। ন্যানো এলে আর শিল্প আসার যে সম্ভাবনা ছিল সেগুলি ধরা পড়ে না আর তাই এই নিয়ে কাটাছেঁড়া করার কোন মানে নেই।
    যখন মোবাইল ফোন আবিষ্কার করা হয়েছিল তখনই কি তার সব ক্ষমতা আবিষ্কৃত হয়েছিল না বোঝা গিয়েছিল। ভাবের ঘরে চুরি করে তর্কে জেতা যায় কিন্তু বাস্তব বদলায় না।

    -------------------------------------------

    কে অসত্য বলছে?

    আশা করি মানসম্ভ্রম থাকলে এবার নিজের থুতুটি নিজে চেটে বাড়ী যাবেন।
  • PM | 233.223.158.97 | ১০ আগস্ট ২০১৩ ০০:৩৮615374
  • বাপরে এতো কিছু হয়ে গেছে!!!!!

    পিছিয়ে গিয়ে শিবু বাবুর পোস্ট পড়লাম। অন্তত আজকের পোস্ট পড়ে আমার মনে হলো না যে উনি কল্লোলদা কে "মিথ্যাবাদী " বলতে চেয়েছেন। আমার মনে হলো কাল্লোলদার আগের পোস্টে নিজেকে "মিথ্যাবাদী" বলাকে ওনার " ইমোসানাল ব্ল্যক মেলিং" বলে মনে হয়েছে সেটাই উনি বলতে চেয়েছেন। আমার মনে হচ্ছে অন্তত এক্ষেত্রে শিবু-বাবুর কথা বুঝতে গন্ডোগোল হচ্ছে। আগে উনি কাকে কি বলেছেন আমি জানি না অবশ্য।

    এই প্রসংগে আমার মনে হলো যে আমার 4.12 PM এর পোস্ট-টা নিয়েও কন্ফিউসন হতে পারে, ঐ পোস্টের " কুত্তা" শব্দটা কাল্লোলদার আগের পোস্টের "কুত্তা" শব্দ টার কন্টিনিউএসান মাত্র। বিশেষ কোনো মানুষ বা সংস্থা কে উদ্দেশ্য করে বলা নয়।

    তেমনি "পাড়ার অন্য কুত্তারা তখনো ল্যাজ নাড়ছিলো, এখনো নাড়ছে।" কল্লোলদার এই উক্তিও ( 3.52 PM) আমি নিশ্চিত ( ২-৩ বছর কাল্লোলদার লেখা পড়ার সুত্রে)কোনো ব্যক্তি বিশেষের উদ্দেশ্যে করা উক্তি নয়। যদিও আমার মনে হচ্ছে এই উক্তিটার সুত্রেই হঠাৎ হাওয়া একটু গরম হয়ে ওঠে।
  • bb | 127.216.212.189 | ১০ আগস্ট ২০১৩ ০০:৪৯615375
  • পিনাকী- ভাবের ঘরে চুরি করে আর কতদিন চালাবেন? আমি পরিষ্কার বলেছি তাদের অব্স্থান কে মিথ্যাবাদী এবং সেটা অব্শ্যই এই ঘট্নার পরিপ্রেক্ষিতে।
  • pinaki | 148.227.189.9 | ১০ আগস্ট ২০১৩ ০০:৫৩615376
  • ওহ, আজকাল 'অবস্থান' ও মিথ্যেবাদী হচ্ছে। গ্রেট। এই দুনিয়ায় কত কী জানার, ইত্যাদি।

    আচ্ছা 'অবস্থান' কি হারামী হতে হতে পারে? হলে জানাবেন, আপনার 'অবস্থান' কে বলব।
  • PM | 233.223.158.97 | ১০ আগস্ট ২০১৩ ০১:১০615377
  • পিনাকি 09:48 PM এ আপনি এতো সুন্দর একটা পোস্ট করলেন, নিজেই সেটা ভায়োলেট করছেন। আপনার কথাই কোট করি "এতে করে কামড়াকামড়ি ছাড়া অন্য কোনো পরিণতি দাঁড়াবে না।" সকলে একটু বারান্দায় ঘুরে আসুন আর এক গ্লাস জল খেয়ে নিন প্লিজ
  • pinaki | 148.227.189.9 | ১০ আগস্ট ২০১৩ ০১:৩২615378
  • এইটা দেখানোর জন্যেই করলাম। এখনো অব্দি কোনোদিন করি নি। কিন্তু করতে চাইলে করা যায় না এমন নয়।

    সত্যিসত্যি 'অবস্থান'কে গালি দেওয়া আর 'অবস্থান'কে অজুহাত করে ব্যক্তিকে গালি দেওয়া - এদুটোর তফাৎটা একটা পূর্ণবয়স্ক মানুষকে নিজেকে বুঝতে হবে। নইলে সহ্যসীমা তো সবার সমান নয়।
  • ranjan roy | 24.96.10.136 | ১০ আগস্ট ২০১৩ ০১:৪৮615379
  • প্লীজ! প্লীজ! প্লীজ! প্লীজ!
    আমি সবাইকে হাতজোড় করছি, সনির্বন্ধ অনুরোধ করছি।
    এখানে আমরা সবাই গুরুচন্ডালী। হতেই পারে কেউ মাকু, কেউনকু, কেউ তিনো, কেউ কং, কেউ বং, কেউ সং। কেউ উদো, কেউ বুদো, কেউ হিজবিজবিজ, কেউ আমার মত কাগেশ্বর কুচকুচে।
    কিন্তু এটা না রাজনৈতিক না ব্যক্তিগত স্কোর সেটল করার জায়গা।
    এটা খালি সময়ে নিজেদের রাজা-উজির মারা, লেগ পুল করা ইত্যাদির নির্মল বাবার আখড়া।
    সবাই শান্ত হোন, চীন আগে গুলি ছুঁড়ে ছিল না ভারত-- সেই তর্কে যাবেন না; এর কোন মীমাংসা হয় না।
    সবাই এক গ্লাস করে ফ্রিজের জল খান আর খানিকক্ষণ অন্য কোন টইয়ে যান।

    "ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে কুলক্ষয়,
    ক্রোধে সর্বনাশ হয়, ক্রোধে অপচয়।
    ক্রোধ সম পাপ দেবি নাহিক সংসারে,
    অবক্তব্য কথা লোকে ক্রোধ হইলে বলে।"
    (কাশীরাম দাস)
    "কিৎ কিৎ খেলা মাঝে কেনারাম কুন্ডু,
    খচ্‌ করি খসাইল ক্যাবলার মুন্ডু"।
    ( নারায়ণ গাঙ্গুলী)।
  • s | 182.0.249.87 | ১০ আগস্ট ২০১৩ ০২:৪২615380
  • এই বাওয়ালের মধ্যেও পিটিদা ওনার ডিঃপাঃ ™ থিওরীতে অটুট থাকিয়া প্রমান করিলেন ডিপা ™ পন্থীদের কোন বিকল্প নেইঃ)
  • vulval | 127.194.198.170 | ১০ আগস্ট ২০১৩ ০৩:৪৪615381
  • দাদারা একটা কথা বলি। আমি বা আমার মতো কেউ কেউ আছেন যারা প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত নই বা যুক্ত হতে চাইওনা। কিন্তু রাষ্ট্র যদি জয়িতার উপরে বেআইনীভাবে অত্যাচার করে তবে তার প্রতিবাদ অবশ্যই করতে চাই। আপনারা টইয়ের নাম রেখেছেন "জয়িতা'র জন্য" কিন্তু একটু ভেবে দেখুন সে কোথায়? এর ফলে অন্য কোনো টইও খোলা যাচ্ছে না কারন সেটা আরো পলিটিকাল স্টেটমেন্ট হতে পারে আর এখানে কোনো কথা বলা বা আলোচনাও করা যাচ্ছে না। এতে কি লাভ? মাঠে নেমে জীবন বিপন্ন করে যারা কাজ করে চলেছেন তাদেরও বলছি .. এটা আভ্যন্তরিন বিতর্কগুলো সামনে নিয়ে আসার জায়গা কি? এতে করে তো আপনারা যেটা করতে চাইছেন সেটাই হলো না ... লোকে ভয় পেয়ে বা প্রসঙ্গ না পেয়ে কথা বললো না... ভেবে দেখতে অনুরোধ রইল
  • 4z | 209.7.156.163 | ১০ আগস্ট ২০১৩ ০৩:৫৮615383
  • নিজেদের মধ্যে স্কোর সেটল করে চলুন আপনারা আর জয়িতাকে আরো পিছনে ঠেলে দিন। No, she neither needs your support nor your concern. আপনারা শুধু ব্যক্তিগত স্কোর সেটল করে চলুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন