এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | 125.241.79.104 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৬618972
  • আগেই বলেছিলুম রোবু প্রেমে পড়েছে। তখন বৌমার নাম জানতে চাইলুম, বল্লো না, সেদিন পরামস্শ চাইলে আজ এমন দশা হয়? এমন চিটি লিকতে হয়?
  • সে | 203.108.233.65 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:১২618973
  • এই ভাষাতেই কলকাতার প্রচুর ছেলেমেয়ে স্বচ্ছন্দে কথা বলে/ পরষ্পরকে বুঝতেও পারে। এই লেখাটা সেই কথ্যভাষাতেই লেখা। আধুনিকতম বাংলা - কোনো ভুল নেই।
  • sch | 126.203.186.188 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৬618974
  • রোবু ভালো আছো তো ? মাথায় চোট লাগে নি তো ? এ সব কোত্থাকে আমদানি করছ দাদা।
  • siki | 131.243.33.212 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৭618975
  • রিয়া বললেই কেমন মনে হয়, "তেল মাখো, রিয়া, তেল মাখো।"
  • siki | 131.243.33.212 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৮618976
  • একদম। এইটাই এখন কলকাতার সো কলড বাংলা ভাষা।
  • Tim | 105.59.86.134 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৩618977
  • রোবু কি এটা একই খনি থেকে তুলে আনলো, না এ আরেকজন? গোলা চিঠি হয়েচে, রাজামুন্দ্রির দানো অবদি কেঁদে ভাসাবে।
  • sosen | 125.242.230.10 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৭618978
  • সেই। আফনেরা খালি ভাষা দ্যাখেন, ভাব দ্যাখেন্না, অন্তর্নিহিত যন্ত্রণা দ্যাখেন্না। এ আসলে রবুরি লেখা চিঠি। পড়ে অবধি চোখ দুটো ক্যামন ---
  • | 24.97.133.205 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৩618979
  • ইয়ে, এগুলো কি অনুমতিসাপেক্ষে কপি করা? করো বন্ধুতালিকায় থাকলে কিম্বা ফ্রেন্ডস অব ফ্রেন্ডস টাইপের অ্যাকসেস (জেনে বা না জেনে) দেওয়া থাকলে সেখান থেকে যথেচ্ছ কপি করা যায়?
  • শ্রী সদা | 127.194.200.242 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৮618980
  • রোবুদা ভুল করে গুরুতে পোস্ট করে ফেলেছে, অ্যাকচুয়ালি হয়তো যেতো মেল এ। এখন চাপে পড়ে সাড়াশব্দ করছে না।
  • + | 213.110.243.22 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৯618783
  • রোবুদা কে কালকেই কন্গ্র্যা জানালাম, কেউ আমার সাথ দিলনা।

    যাই হোক, কন্গ্র্যাঃ)

    খালি এরকম জিনিস ভুল জায়্গায় আর কপি করোনা
  • sch | 126.203.186.188 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:০২618784
  • ট্রিট হোক --
  • Atoz | 161.141.84.239 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৫618785
  • ওঁ স্বাহা, ওঁ স্বাহা ওঁ স্বাহা।

    দারুণ!!!
  • siki | 127.213.247.147 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০২618786
  • দ-কে জানাই,

    প্রেমে ও রণে সকলই সিদ্ধ। :)
  • | 24.97.164.246 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৩618787
  • মানে সমস্ত লেখাগুলোই প্রেমিকার থেকে কপি করা বলছ? কাজেই কপিরাইট ভ্যালিড নয় বলছ?
  • rabaahuta | 172.136.192.1 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৮618788
  • গল্পগুলো ফেসবুকের গুচ গ্রুপে ছিল। এবার ওগুলো পাবলিক নাকি শুধু মেম্বারের জন্যে, কপিরাইটের কিরকম নিয়ম সে তোমরা বিচার করে দেখো।
  • রোবু | 213.147.88.10 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩০618789
  • হ্যাঁ, একই ব্যক্তির লেখা, আগের গল্পগুলো যার। গুরুর ফেবু গ্রুপে আছে। না অনুমতি কিছু নেওয়া নেই। তবে যেহেতু গুরুর ফেবুগ্রুপে আছে, আশা করি ভুল কিছু হয়নি। আর হলেও এখন তো আর কিছু করার নেই। কপিরাইট নিয়ে কেউ যদি ঠিকঠাক জানিয়ে দেন, তাহলে আর এগুলো এখানে দেবো না।
  • রোবু | 213.147.88.10 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫০618790
  • এই সদা, গুরুর ফেবু রূপে তো তুইও আছিস বে!! খালি ঝগড়া না করে একটু ভালো জিনিসে চোখ রাখ না!!
  • ss | 86.118.6.148 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:১০618791
  • "লিটন তো গ্র্যাজুয়েট পাস করতে-ই পারেনি", তাতে কি ? "raaW ( Research ayaanD Anaalysis Wing)" এর থেকে আজ যে raw আনন্দ পেলাম, মন ভরে গেল ; কিন্তু গপ্পের মরাল টা একঘর হয়েছে - "অ্যান্ড চূড়ান্ত ওয়ার অ্যান্ড তার পরিণতি হবে আরো ভয়ঙ্কর" - নি:সন্দেহে ভয়ংকর !!
  • ss | 86.118.6.148 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০৫:২২618792
  • "raaW" কি ভাবে এই "গ্র্যাজুয়েট পাস" না করা ছেলেদের recruit করছে তাই নিয়ে CBI তদন্ত দাবি করছি..
  • শঙ্খ | 151.0.8.141 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০৬:০৬618794
  • ( আমি জানি না, তুমি এফবি তে আছো কিনা, থাকলে হয়তো অন্য নামে তে আছো, কিংবা আমায় ব্লকড করে রেখে দিয়েছ, বাট কি আর করা যাবে। তোমার জন্য 4 ইয়ারস ওয়েট করে ছিলাম। ভেবেছিলাম তুমি ফিরে আসবে, বাট আসলে না তো। তোমার সঙ্গে & তোমার ফ্যামিলি এর সঙ্গে আমি যা খারাপ বিহেভ করেছি, জানি ক্ষমা করা যায় না। বাট ওটা একটা পাগলামো ছিলো। জানি, তুমি আমায় তোমার ভালোবাসার সব কিছু দিয়ে দিয়েছিলে, কিন্তু কেন জানি না, আমি ওটা রাখতে পারি নি। তোমার বাড়ি গিয়ে আমি উল্টো-রথ এর দিন তে একটা লেটার দিয়ে এসেছিলাম, জানি না তোমার মা তোমায় দিয়েছেন কিনা। আমার বন্ধু দের কে দিয়ে ঐ সেই এ.আর.রহমান এর কনসার্ট ডিভিডি টা তোমার বাবা এর হাতে দিয়ে এসেছি, আশা করি পেয়েছো অ্যান্ড তুমি ঐ সিম চেঞ্জ জন্য যে টাকা টা দিয়েছিলে, সেম টাইম তে তোমার বাবা এর হাত দিয়ে এসেছি। অ্যাক্চুয়ালি তোমার সঙ্গে আমি যা করেছি, নিজের সাহস পায়নি তোমার বাড়ি গিয়ে তখনি ক্ষমা চেয়ে নেবার, ভুল টা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায়। শুধু ভাবি, তোমার সঙ্গে যদি কখনো দেখা হয়, তাহলে কি করবো। দূর, তোমার ভালোবাসা শেষ হলো, আর ঠিক তার-পর থেকে আমার ভালোবাসা শুরু হলো)।

    ডিয়ার রিয়া,

    আই নো হোয়াট আই ডিড উইথ ইউ আই আটারলি আন্‌অ্যাট্রিবিউটিভ ক্যারেকটারিস্টিক ফেজ অফ মাই ক্যারেকটার, বাট ফার্স্ট আওয়ার ফ্রেন্ডশিপ ফার্স্ট বিগান ফ্রম ফোন...দ্যাট টাইম আই ওয়াজ রিডিং অ্যাট ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট ...ইউ অলসো প্রমিসড মি হোয়েন ইউ মেট মি দ্যাট আফটার ইয়োর গ্র্যাজুয়েশান ইউ শ্যাল ম্যারি মি, অ্যান্ড আই অ্যাম স্টিল ওয়েটিং ফর ইউ। আই অলসো সেন্ট কৌস্তভ কাপল অফ টাইমস ফর দিস দেন ইয়োর মাদার টোল্ড হিম আই শুড কাম বাই মাইসেলফ রাদার দেন সেন্ডিং কৌস্তভ অ্যাজ এ মিডিয়াম। প্লিজ গ্র্যান্ট মি ফর 1 লাস্ট টাইম আই নো আই হ্যাড ডান মিসটেক ...বাট উই আর আফটার অল মেয়ার হিউম্যান বিয়িংস অ্যান্ড হিউম্যান বিয়িংস মেকস মিসটেকস। উই আর নট সুপারহিউম্যান অর বিয়ন্ড ক্রিটিসিজমস

    আই থট দিস লেটার রাইটিং থিং ওয়াজ গোইং টু বি ইজি বাট আই গেস ইট নট অলওয়েজ দ্যাট ওয়ে। আই হ্যাভ সো মেনি ফীলিংস টু এক্সপ্রেস দ্যাট আই হ্যাভ নো আইডিয়া হোয়ার টু বিগিন। আই নেভার এক্সপেক্টেড টু ফীল দিস ওয়ে টুওয়ার্ড ইউ অ্যান্ড টু বি অনেস্ট আই ট্রায়েড নট টু ফল ইন লাভ উইথ ইউ। বাট ইট গট মি, ইট শিয়োর গট মি গুড। নাও দ্যাট আই ডোন্ট হ্যাভ ইউ আই নীড ইউ মোর দ্যান এভার! আই রিড আ কোট সামহোয়ার ওয়ান্স দ্যাট সেইড, "ইট'স নট মিসিং ইউ দ্যাট কিলস মি, ইট নোইং দ্যাট আই হ্যাড ইউ ইন মাই লাইফ দ্যাট ডাজ।" দ্যাট ইজ সো অ্যাবসোলিউটলি ট্রু। বাট হোয়াটস রিয়েলি বদারিং মি ইজ দ্যাট আই কান্ট টেল ইউ হাউ আই ফীল।

    আই মেড দা চয়েস টু লেট ইউ গো ইন দা ওয়ার্স পসিবল ওয়ে, আই স্ক্রুড আপ সো ভেরি ব্যাডলি অ্যান্ড আই ডোন্ট ব্লেম ইউ ফর নেভার ওয়ান্টিং টু স্পীক টু মি অ্যান্ড ফর হেটিং মি অ্যাজ মাচ অ্যাজ ইউ প্রবাবলি ডু রাইট নাও। ইউ সেইড সাম প্রেটি ন্যাস্টি থিংস টু মি বাট আই ডোন্ট হোল্ড ইট এগেইনস্ট ইউ। আই প্রবাবলি উড হ্যাভ সেইড ওয়ার্স ইন ইয়োর কেস, ইউ নো মি! আ'ম ব্রোকেন, রিমেমবার, বাই ইনসাল্টিং ইউ থ্রোইং এ.আর.রহমান কনসার্ট ডিভিডি অ্যাট ইউ ???

    আই জাস্ট ওয়ান্ট টু বি উইথ ইউ ওয়ান্স লাস্ট টাইম, এক্সপ্রেস ইউ হাউ মাচ আই লাভ ইউ, এমব্রেস ইউ। আই মিস ইউ দ্যাট মাচ এক্সট্রীম অ্যান্ড নট অনলি দ্যাট হোয়াট আই ডিড অ্যাট ইয়োর হাউস হোয়াট নট মার্সিবল বাট ইয়েট আই অ্যাম টেলিং ইউ উই আর আফটার অল হিউম্যান বিয়িং উই ডু নট পজেস এনি সুপারন্যাচারাল পাওয়ারস। প্লিজ, আই মিস দ্যাট সো ভেরি মাচ!

    আ'ম সরি দ্যাট আই ওয়াজ সাচ এ জার্ক অ্যান্ড দ্যাট আই নেভার শোড ইউ হাউ মাচ আই লাভড ইউ। আই রিমেমবার হোয়েন ইউ টোল্ড মি মোর দ্যান ওয়ান্স টু লেট গো অ্যান্ড লেট ইউ লাভ মি। আই নেভার লিসনড অ্যান্ড কেপ্ট মাই স্টুপিড গার্ড আপ। আ'ম সরি! আই রিয়েলি ওয়ান্টেড টু গো টু দা জু, আই উইল ফরএভার ড্রিংক পীচ আইসড টী সো ইট ক্যান রিমাইন্ড মি অফ ইউ, অ্যান্ড ওয়েভ অ্যাট এভরি জিটনি অ্যান্ড ট্রানজিট বাস আই সী অন দা স্ট্রীট।

    আই উইল অলওয়েজ হ্যাভ আওয়ার শুটিং স্টারস টু রিমাইন্ড মি। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট মাই উইশ ওয়াজ??? আই উইশড দ্যাট আই উড নেভার বি স্টুপিড এনাফ টু লেট ইউ গো, বাট আই ডিড! আ'ম সরি রিয়া...
  • শঙ্ | 151.0.8.141 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০৬:০৮618795
  • এই চিঠিটা কেন জানি বেশ ভালো লাগল। কোথাও একটা সেই অঞ্জন দত্ত/নিমা রহমানের 'প্রিয় বন্ধু'র ভালোলাগাটা ফিরে পেলুম।
  • Atoz | 161.141.84.179 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০৭:০৫618796
  • অতি চমৎকার!
    সত্যি করে বলছি, দারুণ লাগলো চিঠিটা।
    সহজ সরল ক্ষমাপ্রার্থী এক প্রাণ, একটুও কোথাও জটিল না করে একটুও অন্যকিছু না মিশিয়ে লিখে দিয়েছে।
    কালই এক বন্ধুর সঙ্গে কথায় কথায় এই সমসাময়িক সাহিত্য আর সিরিয়ালের পরকীয়াপ্রবণ মারধোরওয়ালা সব কাহিনী দেখে দেখে মন বিরক্ত হয়ে যাবার কথা উঠেছিল। তার উপর আবার একপাতা যেতে না যেতেই সব খুলে টুলে অত্যন্ত বিশ্রীভাবে বর্ণনা করতে থাকে বিশেষ প্রক্রিয়ার। বিরক্তিকর ব্যাপার বটে।
    সেইখানে এনার এই লেখাগুলো তো অনেক ভালো আর রিফ্রেশিং।
  • pi | 118.22.231.245 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০৩618797
  • রোবু, ওঁকে জানিয়ে দিলে ভাল হয়, বা এখনো জানিয়ে দেওয়া যায়, এখানে দিচ্ছিস।
  • aka | 78.190.42.63 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১৯618798
  • চিঠিটা ভালই। তবে সত্যি বলছি লিটনের গল্পটা বেশ।
  • h | 127.194.236.218 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৪618799
  • এই টা কেস টা কি?
  • | 24.97.8.92 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৬618800
  • কোনও গ্রুপে লিখলেই সেই গ্রুপের সকলের সম্পত্তি তো আর হয়ে যায় না, যদ্দুর জানি আর কি। পাবলিক ডোমেনে প্রকাশিত লেখা লিঙ্কসহ শেয়ার করা যায়, কিন্তু লেখককে না জানিয়ে বেমালুম কপি করে যাওয়া উচিৎ নয় বলেই মনে করি।
  • রোবু | 177.124.70.1 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৫618801
  • ঠিক আছে, আমি লেখককে জানিয়ে দিচ্ছি। ফেবু গ্রুপে ওনার লিটনের গল্পে এই থ্রেডের লিংক দেওয়া আছে যদিও। লিংক দিইনি, কারণ সবাই পড়তে পারেননা বলে।
  • নেতাই | 131.241.98.225 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৮618802
  • চিঠিটা খুব ই ভালো লাগলো
  • de | 190.149.51.69 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১৬618805
  • উফ্‌ফ্‌! এগুলা কি? ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন