এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | 213.147.88.10 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৯618839
  • সোহিনী সেনগুপ্তটা ঠিক মানে ইয়ে...সে তুই বুর্জোয়া বল আর যাই বল।
    বাকি দুজন খুবই পছন্দের তো।
    তবে কিনা ষোলতে তো কাউকেই চিনতুম না ( সোহিনী বাদে), আর এরকম আবেগঘন চিঠি ঠিক ওনাদের এড্রেস করা যেত না কিনা।
    তবে তুই পল্লবী জোশী ছেড়ে সোহিনী বলেছিস, কারণ বোধ হয় নামটা ভালো রাইম করে, তাই না? ;-)
  • শ্রী সদা | 127.194.205.213 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৭618840
  • বোঝো !
  • রোবু | 213.147.88.10 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:২১618841
  • ওই ষোল সতের বছর বয়সেই একবার বন্ধুর দাদার কাছ থেকে ফ্রয়েড ফর বিগিনারস নিয়ে এলাম (বয়সের ধর্ম), তাইদিয়েই আজও কেমন চালিয়ে যাচ্ছি দেখছিস? হু হু বাওয়া।
  • শ্রী সদা | 127.194.205.213 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:২৭618842
  • ফ্রয়েড ফর বিগিনারসটা হেব্বি ঃ) সেই ফর ডামিজ সিরিজের প্রোগ্রামিং এর বই থাকে না, ঐ রকম ঃ)
  • শঙ্খ | 151.0.8.142 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩১618843
  • আচ্ছা রোবু,

    "
    না, প্রথম গল্পে কিছুতেই সৎ পথে চাকরি না পেয়ে সুইসাইডের ইচ্ছা। কিন্তু ওষুধ কিনতে না পারায়, লাইনে গলা দিতে সাহস না হওয়ায় ভোট বানচালের চেষ্টা, যাতে পুলিশ ওকে মেরে ফ্যালে। পুলিশ মেরে ফেলেই পকেটে হাত দিয়ে দেখল, লেখা আছে "আমাদের চাকরি-বাকরির ব্যাবস্থা করো"।

    দ্বিতীয় গল্পে একটি ছেলে, সাধারণ ঘরের। একটি মেয়ের সাথে ভাব ভালোবাসা। মেয়েটি বড়লোক। ছেলেটি গরীব বলে মেয়েটি অন্য বয়ফ্রেন্ড জোটায়। সে জদুপুরে কম্পাঃ লিটাঃ পড়ত। নতুন বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে থাকতে শুরে করে, নিউ আলিপুরে। পশ এরিয়া। সেখানকার কিছু ছেলে মেয়েটিকে রেপ করে। তখন প্রথম ছেলেটি খুব সাহায্য করে। ওদের মফস্বল পাড়ার লোকজনও খুব সাহায্য করে। রেপড মেয়েটিকে নিউ আলিপুরের বয়ফ্রেন্ড বে করবে না বলে, তখন প্রথম ছেলেটি বে করে।
    "

    এই গল্পগুলো গেল কই? কোন লিং মিং তো দেখলুম না? নিদেন রোমান হরফে কিছু?
  • রোবু | 213.147.88.10 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪০618844
  • এগুলো ঐ ফেবুগুরুর পাতায় আছে। কী করে খুঁজতে হয় জানি নে।

    ফ্রয়েড ফর বিগিনার সত্যি আছে রে। মানে আমি পড়েছি। এমনি এমনি বলছি না। কার্টুন করে বুঝিয়ে দেওয়া। তাড়াতাড়িতে কোনও কিছু শিখতে বেশ ভালো জিনিস। তখন আসেপাশের সব বন্ধু বান্ধব ফ্রয়েড ইউং ফুকো ছাড়া (ষোল সতের নয়, আঠারো উনিশ) মুখ খোলে না। লজ্জায় এবং দায়ে তাড়াতাড়ি শিখতে হবে বলে ফ্রয়েড ফর বিগিনারস।

    http://www.amazon.com/Freud-Beginners-Richard-Appignanesi/dp/037571460X
  • Atoz | 161.141.84.239 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪৮618845
  • ঐ গল্পগুলো তাহলে এখানে পাওয়া যাবে না? ঐগুলো তো বেশ ভালো গল্প মনে হচ্ছে! বেশ একটা সমাজ চেতনার ব্যাপারও আছে!
  • শঙ্খ | 151.0.8.142 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫০618846
  • হুম পেয়ে গেছি। সেই সেপ্টেম্বর ছয় থেকে ছেলেটি লিখে চলেছে। প্রথম গল্প সিআরপিএফের গুলি, দ্বিতীয় গল্প কোটি কোটি স্পার্ম। ঃ-)) খনি পুরো!!
  • শ্রী সদা | 127.194.205.213 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৪618847
  • কোটি কোটি স্পার্ম :O
  • Atoz | 161.141.84.239 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৬618849
  • গুণে দেখলো????? ঃ-O ঃ-O?
  • শঙ্খ | 151.0.8.142 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৮618850
  • হ্যাঁ ঃ-) অলস দুপুরে গুচ্ছ মেটিরিয়াল পেয়ে গেছি। গল্প তো গল্প এমনকি কমেন্টগুলোও বেশ। পাইকে বেশ ম্যাডাম ম্যাডাম করছে। মাঝখান থেকে সিকি আর রোবু বেজায় হেসে এসেছে।
  • শ্রী সদা | 127.194.205.213 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৯618851
  • এই স্পার্মের গপ্পোটা এই থ্রেডে বাংলায় তোলা হোক, জনস্বার্থে।
  • Lama | 213.99.212.53 | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৮618852
  • দার্শনিক ভাবনা আসছে মাথায়।

    কোটি কোটি স্পার্মের মধ্যে একটা থেকে একটা সি আর পি এফ হতে পারে - শুধু একটাই। একজন সি আর পি এফ কোটি কোটি গুলি ছুঁড়তে পারে। তার মধ্যে একটা গুলি (যদি লক্ষ্যভেদ করে) কোটিকোটি স্পার্মের লক্ষ্য বানচাল করে দিতে পারে...
  • siki | 132.177.215.229 | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫৮618853
  • এ তো পুরো প্যারাডক্স। মানে সেই ফিজিক্সের উদস্থৈতিক কূট-এর মত। :)
  • টু কুমুদি, উইথ লাভ - রোবু | 213.147.88.10 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪৯618854
  • year 2003.

    soddo madhyamik pass kore chele ta chemistry tuition te vorti hyeche.
    kichu din porte porte,sekhne te chele ta ekta meye er prem te poreche and same side meye tao chele tar prem te poreche.
    tader madhyay churanto prem cholche.tuition batch te sobai hoi-choi kore sei moja lutche-o.oi chele and meye tar prem aaro govir theke govir hoyeche.

    year 2005

    class 12 te test suru hobe.
    sei chele and meye ta thck krlo,ekta mutual understanding te aaste.aj theke no more contrt .coz,amder prem er janny,amder life te career er proti probhab porbe,tai, amder r kono jogajog noy.only frnd,and just frnd and just frnd.jakhn ami job peye jabo then, amra biye kre nebo.ato din amra nije der moton kore enjoy kori.
    HS pass kore chele ta gelo engineering porte.
    and meye ta gelo college te math hons porte.
    meye der dukhoo sobai bojhe,tai meye take besi din single thakte holo na.seo ekta chele er sange prem krte lege gelo.
    and flirt baaj chele der kokhono meye der obhab hoy na,tai sei chele tao anny jon er sange prem krte lege gelo.
    ai bhabe cholche.ora nije der moton kore enjoy kore jaache.
    chele ta engineering pass kore,ekta private company te gelo.besh kichu din kaaj kora er por.
    ai bar decision te fera.
    chele ta ato din engineering college te je meye tar sange prem koreche,tar negative and emotional point chele ta janto.tai chele ta bar-bar meye take sei jayga tei hurt krte laglo.and chele tar ai hurt te meye ta khubi dukhoo,kosto pelo and tader madhya break up hoye gelo.sobai janlo meye ta break up koreche chele tar sange but actually reason ta dhaka pore gelo.
    and same side,oi sei meye tao,seo ato din college life te jar sange prem koreche,tar negative and emotional point janto.sei chele take sei khane tei bar bar hurt krte laglo meye ta then,r ki, oder madhyay break up hye gelo.sobai janlo chele ta flirt koreche.but actual reason to.........
    oi chele and oi meye ta akhn single.tara kichu din single thaka'r por.
    tara abar dui jon kacha-kachi chole alo.
    and tara biye kore nilo.
    and aneek dukhoo,kosto pelo oder sei lover gulo.................amder ai bloody society oi lover der kokhono mone rakhbe na.
    mone rakhbe ai chele ta and meye takei.
    karon,math te jodi keu 99 out of 100 pay, take keu mone rakhe na. but je math te 100 out of 100 pay,takei sobai mone rakhe.
  • Bhagidaar | 216.208.223.1 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০২:৪৫618855
  • উরিশ্লা !
  • b | 135.20.82.164 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১০618856
  • শেষ লাইনে অতি মোলায়েম ও সুক্ষ্ম মোচড়। তার ওপরে বিষয়বস্তু ভয়ানক ডার্ক। রোয়াল্ড ডালের প্রভাব লক্ষণীয়।
  • Tim | 188.91.253.11 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১৮618857
  • ঃ-)
    লেখক যেভাবে সম্পর্কের জটিলতাগুলো এঁকেছেন তাতে আমি মুগ্ধ।
  • Lama | 213.132.214.155 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১২:০৩618858
  • রমানাথ রায়
  • san | 69.144.58.33 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৪618860
  • নাজুক ! নাজুক !
  • netai | 131.241.98.225 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০৮618861
  • গভীর গভীর
  • jhiki | 233.255.230.69 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২৬618862
  • এই ছেলেটা আর মেয়েটা বড় হয়ে দক্ষ ম্যানেজার হবে।
  • siki | 131.243.33.212 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৫618863
  • হায়! কী ফ্রাস্টু খেলাম। এমন ছাত্রজীবন আমরা পাই নি।
  • Rit | 213.110.246.22 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৮618864
  • ওরে বাবারে। এ তো পুরো খনি। হীরে, পান্নার ছড়াছড়ি।
  • Ekak | 125.115.139.226 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৭618865
  • meye der dukhoo sobai bojhe,tai meye take besi din single thakte holo na

    হোয়াট আ স্টেটমেন্ট ম্যাআন ,হোয়াট এন ইনসাইট ! এ কাঁপাবে !!
  • + | 213.110.243.22 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩১618866
  • আগের গপ্পগুলো ও রোবুদাই বেনামে লিখেছে। নিশ্চিত হলুম
  • Atoz | 161.141.84.239 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৯618867
  • ইনি এক অসাধারণ লেখক। এরকম অল্প কথায় এরকম ঘ্যাঁচ করে দারুণ এক কাহিনি বলে দেওয়া যায়---উফ্ফ, কী দারুণ! একেবারে উইন উইন। ঃ-)
  • রোবু | 213.147.88.10 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:২১618868
  • গান্ধী-র এ হেন রিয়েলাইজেশনের কারণ?
  • cb | 127.194.68.116 | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৭618869
  • এ তো পুরো পোনুর চিঠি ২, বিভূতি বাবু বেঁচে থাকলে বড়ই খুশি হতেন
  • শঙ্খ | 151.0.8.156 | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৩618871
  • ইয়ার 2003।

    সদ্য মাধ্যমিক পাশ করে ছেলে টা কেমিস্ট্রি টিউশান তে ভর্তি হয়েছে।
    কিছু দিন পড়তে পড়তে, সেখানে তে ছেলে টা একটা মেয়ে এর প্রেম তে পড়েছে অ্যান্ড সেম সাইড মেয়ে টাও ছেলে টার প্রেম তে পড়েছে।
    তাদের মধ্যে চূড়ান্ত প্রেম চলছে। টিউশান ব্যাচ তে সবাই হই-চই করে সেই মজা লুঠছে-ও। ঐ ছেলে অ্যান্ড মেয়ে টার প্রেম আরো গভীর থেকে গভীর হয়েছে।

    ইয়ার 2005

    ক্লাস ১২ তে টেস্ট শুরু হবে।
    সেই ছেলে অ্যান্ড মেয়ে টা ঠিক করলো, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তে আসতে। আজ থেকে নো মোর contrt। কজ, আমদের প্রেম এর জন্য, আমাদের লাইফ তে কেরিয়ার এর প্রতি প্রভাব পড়বে, তাই, আমাদের আর কোনো যোগাযোগ নয়। ওনলি ফ্রেন্ড, অ্যান্ড জাস্ট ফ্রেন্ড অ্যান্ড জাস্ট ফ্রেন্ড। যখন আমি জব পেয়ে যাবো দেন, আমরা বিয়ে করে নেবো। এত দিন আমরা নিজে দের মতন করে এনজয় করি।
    HS পাশ করে ছেলে টা গেলো ইন্ঞ্জিনিয়ারিং পড়তে।
    অ্যান্ড মেয়ে টা গেলো কলেজ তে ম্যাথ অনার্স পড়তে।
    মেয়ে দের দুক্ষু সবাই বোঝে, তাই মেয়ে টাকে বেশি দিন সিঙ্গল থাকতে হোলো না। সেও একটা ছেলে এর সংগে প্রেম করতে লেগে গেলো।
    অ্যান্ড ফ্লার্ট বাজ ছেলে দের কখনো মেয়ে দের অভাব হয় না, তাই সেই ছেলে টাও অন্য জন এর সঙ্গে প্রেম করতে লেগে গেলো।
    এই ভাবে চলছে। ওর নিজে দের মতন করে এনজয় করে যাচ্ছে।
    ছেলে টা ইন্ঞ্জিনিয়ারিং পাশ করে, একটা প্রাইভেট কোম্পানি তে গেলো। বেশ কিছু দিন কাজ করা এর পর।
    এই বার ডিসিশান তে ফেরা।
    ছেলে টা এতো দিন ইন্ঞ্জিনিয়ারিং কলেজ তে যে মেয়ে টার সঙ্গে প্রেম করেছে, তার নেগেটিভ অ্যান্ড ইমোশনাল পয়েন্ট ছেলে টা জানতো। তাই ছেলে টা বার-বার মেয়ে টাকে সেই জায়গা তেই হার্ট করতে লাগলো। অ্যান্ড ছেলে টার এই হার্ট তে মেয়ে টা খুবই দুক্ষু, কষ্ট পেলো অ্যান্ড তাদের মধ্যে ব্রেক আপ হয়ে গেলো। সবাই জানলো মেয়ে টা ব্রেক আপ করেছে ছেলে টার সঙ্গে বাট অ্যাকচুয়ালি রিজন টা ঢাকা পড়ে গেলো।
    অ্যান্ড সেম সাইডে, ঐ সেই মেয়ে টাও, সেও এতো দিন কলেজ লাইফ তে যার সঙ্গে প্রেম করেছে, তার নেগেটিভ অ্যান্ড ইমোশনাল পয়েন্ট জানতো। সেই ছেলে টাকে সেই খানে তেই বার বার হার্ট করতে লাগলো মেয়ে টা দেন, আর কি, ওদের মধ্যে ব্রেক আপ হয়ে গেলো। সবাই জানলো ছেলে টা ফ্লার্ট করেছে। বাট অ্যাকচুআল রিজন তো.........
    ঐ ছেলে অ্যান্ড ঐ মেয়ে টা এখন সিঙ্গল। তারা কিছু দিন সিঙ্গল থাকার পর।
    তারা আবার দুই জন কাছা-কাছি চলে এলো।
    অ্যান্ড তারা বিয়ে করে নিলো।
    অ্যান্ড অনেক দুক্ষু, কষ্ট পেলো ওদের সেই লাভার গুলো.................আমাদের এই ব্লাডি সোসাইটি ঐ লাভার দের কখনো মনে রাখবে না।
    মনে রাখবে এই ছেলে টা অ্যান্ড মেয়ে টাকেই।
    কারণ, ম্যাথ তে যদি কেউ 99 আউট অফ 100 পায়, তাকে কেউ মনে রাখে না। বাট যে ম্যাথ তে 100 আউট অফ 100 পায়, তাকেই সবাই মনে রাখে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন