এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অরবিন্দ কেজরিওয়ালঃ আবার আশাভঙ্গ নাকি অনেক দিনের সযত্নে লালিত স্বপ্ন কে চুঁয়ে ফেলা ?


    অন্যান্য | ১২ জানুয়ারি ২০১৪ | ১৮০৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.99.238.225 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫৪629485
  • মুর্শিদাবাদ আমার মামাবাড়ি । বীরভূমে ছড়িয়ে রয়েছে আরেকটি শাখা । ছোটবেলার প্রতি বচ্ছর মিনিমাম চার মাস ওসব দিকেই কেটেছে । পাড়া আলাদা একশবার ছিল । কিন্তু "বাবু পাড়া " বলে মনে হয়নি । হাড়ি পাড়া , মুসলমান পাড়া এমনকি পাগমারা দের আলাদা পাড়া ও দেখেছি । মমিন ডাক্তার বড়লোক হলেও মুসলমান পাড়ায় বাড়ি । হিন্দু পাড়া থেকে আলাদা । আমাদের বিয়ে -অনুষ্টানে সবাই আসতেন ।আলাদা ব্যবস্থা । এমনকি বেশ নাম করা কংগ্রেসী নেতাকেও বাড়ি এসে আলাদা থালা বাটিতে খেতে দেখেছি জাত আলাদা হওয়ায় । কিন্তু অতিথির সঙ্গে কোনো দুর্ব্যবহারের প্রশ্ন ওঠেনা । উভয় পক্ষেই জাতের ব্যাপারটা মেনে নিতেন । কাস্ট সিস্টেম ওয়াস মাচ মোর প্রিভেল্যান্ট দ্যান ইকনমিক অর্ডার । আবার আমার ছোটো দিদা ওখানে মুসলমানের অনুদান প্রাপ্ত ইস্কুলের দিদিমনি ছিলেন । বাড়িতে সর্বক্ষণ সব জাতের লোক আসছে যাচ্ছে । নাছের ঘরে তাদের আপ্যয়ন করা হচ্ছে । আমাদের জেলে নিরঞ্জন বা মুড়িভাজার লোক বা কামিন বউ কে কেও কোনদিন খারাপ ব্যবহার করছে আমি অন্তত দেখিনি । কারন টা মনে হয় কাওকে বাদ দিয়ে কারো চলবেনা । এবং হায়ারার্কি টিঁকিযে রাখতে গেলে টাকার বাইরেও পার্সোনাল রিলেশনের দরকার আছে । হ্যা, এবার একটা কথা না বললে অনৃত ভাষণ হবে যে হাড়ি পাড়ার ছেলেদের সঙ্গে খেলে এলে স্নান করতে পাঠানো হত শীত-গ্রীষ্ম যাই হোক । কিন্তু তাতে মেলামেশা আটকায় নি ।

    স্টার্ক ডিফারেন্স বরং শহরেই বেশি চোখে পড়েছে । শুধুই ইকনমিক অর্ডার । এটাই হয়ত এক দিক দিয়ে ঠিক । সিওর নই । শহরে পার্সোনাল রিলেশন ছাড়াও শুধু টাকা দিয়ে সমৃধ্ধি কেনা যায় এটা একটা কারণ মনে হয় । গ্রামে এটা যায়না । নিরঞ্জন কে খেপালে ও পুকুর পাহারা দেবেনা বা কাজে ফাঁকি দেবে । কেও ফলিডল ঢেলে দিতে কতক্ষণ ? আমজিয়া কে তাড়ালে আম চুরি হয়ে যাবে । এফিসিয়েন্ট পরিবর্ত লোক পাওয়া অত সোজা না । এই আরকি টুকিটাকি অভিজ্ঞতা ।
  • একক | 24.99.238.225 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫৯629486
  • আচ্ছা সেই "রকেট " বাস টা এখনো চলে ? ধর্মতলা থেকে উঠে মরগ্রামে নাবতুম । শেষ দুবার গ্রামে গেছি ভুটান থেকে ফেরার পথে । লুরু এসে থেকে আর যাইনি । তাই জানিনা ।
  • bratin | 122.79.36.82 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১৭629487
  • আমার বাবা আমাকে সরকারী স্কুলে পড়িয়েছিল এবং তার মাম যথেষ্ট ভালো ছিল।

    এখম যে কোন কারনেই হোক এই স্কুল গুলোর মান খুব খারাপ হয়ে গেছে কাজেই এই এই প্রজন্মের কোন বাবা মা সরকারী স্কুলে নিজের ছেলে নেয়ে কে পড়াবেন না যদি তার সামর্থ্য থাকে।

    আমার ছেলে বা মেয়ে কোন স্কুলে পড়ে সেখাবে ঘোড়ায় চড়া বা বক্সিং শেকায় কিনা সেটা অনেক টা স্ট্যাটাস সিম্বল।
  • সে | 203.108.233.65 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৯629488
  • " অদ্ভুতভাবে যাদের মধ্যে সেই মানসিকতা সবচে বেশি দেখি তারা আদতে মফস্বলি । নিজেরাই স্মল ঘেট থেকে এসেছে । যেভাবে হোক ভুলতে চাইছে অতীত ।" ---ক
  • b | 135.20.82.164 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০২629489
  • আমার দু-পয়সাঃ

    "পাড়ার ফুটবল মাঠে পাঁচতলা বাড়ির ছেলেটির পাস থেকে গোল করে হিরো হত বস্তিবাসী তুখড় সেন্টার ফরওয়ার্ড। তাতে ।।।। একে অন্যের ভাল-মন্দ বোঝার সুযোগ ছিল"

    এখন স্পোর্ট্স কালচার সর্বত্রভাবে উঠে যাবার দরুণ এই বর্গীকরণ আরো বেশিমত্রায় প্রকট।
  • bratin | 122.79.39.129 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৫629490
  • সে আমাকে বল্লো কিনা বুঝতে পারছি না তবু গেয়ে রাখা ভালো আমি গাঁয়ের বা মফস্বলের ছেলে হিসাবে গর্বিত ছিলাম আছি এবং থাকবো। ঃ)))
  • bratin | 122.79.36.122 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৬629491
  • সে আমাকে বল্লো কিনা বুঝতে পারছি না তবু গেয়ে রাখা ভালো আমি গাঁয়ের বা মফস্বলের ছেলে হিসাবে গর্বিত ছিলাম আছি এবং থাকবো। ঃ)))
  • সে | 203.108.233.65 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৪০629492
  • উঃ আমি বলিনি! আমি "ক" দিয়েছি কেবল।
  • Ekak | 132.167.100.49 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৫৬629493
  • কোনো জায়গায় থাকা নিয়ে গর্বিত না হবার ই বা কিয়াছে । হবার কিয়াছে তাও অবশ্য জানিনা । মানসিকতা , ত্রেইত আলাদা হয় । স্বাভাবিক ।
  • bratin | 122.79.38.139 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:০৩629495
  • কিন্তু সেটাকে গোপন করার কোন কারন দেখি না।
  • Ekak | 132.167.100.49 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:১২629496
  • এটাত আঁচিল আছে ধরে নিয়ে আঁচিলের ওষুধ অফার করার পদ্ধতি :)
  • bratin | 122.79.38.78 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:১৯629497
  • না আমি এটাকে রুট কে অস্বীকার করা হিসাবে দেখি। এনিওয়ে। ঃ)))
  • Ekak | 132.167.100.49 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩১629498
  • আমিও তাই দেখি । রুট টা একটু মোটা । ফরিদপুর-উত্তর কলকাতা - মুর্শিদাবাদ -ডানকুনি এসব দিয়ে শুরু আর দুর্গাপুর নেপাল ভুটান হয়ে বেড়েই চলেছে :( পুরোটাই রুট । তাও তো কালাপানি পেরৈনি । পুরো বাড়ন্ত হনুমানের কেস :):)
  • aranya | 154.160.226.53 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৩629499
  • পিটি, আশির দশকে আইআইটি কেজিপি-তে, যেখানে কেজরী পড়েছে, মফস্বল থেকে আসা ছাত্র বেশ ভাল সংখ্যায় ছিল, গ্রাম থেকে আসা ছেলেমেয়েও ছিল কিছু। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে অনেক বেশি ছিল, উচ্চবিত্ত বাড়ির তুলনায়। কেজরী ছোটবেলায়, স্কুলে পড়ার সময় কাদের সাথে মিশত, তা অবশ্য জানি না।
    এই অ্যাঙ্গল-টা -কেজরী কোন কলেজে পড়েছে, যোগেন্দ্র যাদব কোথায় পড়েছে, অথবা অন্য কে কোথায় পড়েছে -এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় না। আইআইটি-র তুলনায় অন্য কোন কলেজ বা ইউনি-র ছাত্র বেশি সমাজ সচেতন হবে বা তার চেয়েও যেটা ইম্পর্ট্যান্ট - নিজে সময় দিয়ে সমাজের জন্য কিছু কাজ করবে - এমন কোন এভিডেন্স আছে বলে মনে হয় না
  • Ekak | 132.167.100.49 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৫629500
  • এনিওয়ে তোমার ইমোশন কে কোনভাবেই প্রশ্ন করছিনা । যদিও ব্যাপার টা আলাদা করে বুঝিনা । সেটা এক্ষেত্রে কোনো ব্যাপার নয় ।
  • cm | 127.247.113.103 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৯629501
  • অ্যাঁ এও ফরিদপুর!
  • bratin | 122.79.39.32 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৮629502
  • গুড। বুঝলেই ভালো একক। ঃ))
  • Atoz | 161.141.84.164 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৯629503
  • এই সরকারী স্কুলগুলো বা সরকারের অনুদানপ্রাপ্ত স্কুলগুলো(বাংলামাধ্যম স্কুল) আশি নব্বইয়ের দশকে যখন আমরা পড়েছি, তখন ভালো ছিল, এখন মান পড়ে গেছে এটা অনেকের কাছে শুনছি, আমার পুরানো শিক্ষিকাদের কাছে, এই গুর্চতে অনেকের কাছে আর আরো বহু বন্ধুবান্ধবদের কাছে। এর কারণ কী? সময়ের পরিবর্তন? অর্থনীতির পরিবর্তন? এটা তো হঠাৎ করে হয়ে যায় নি, সময় লেগেছে। এই এত এত স্কুলের মান এইভাবে পড়ে যাবার কারণ কী?
  • s | 182.0.249.87 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৪৪629504
  • স্কুলের মান কেন পড়ে গেছে সে আলোচনা শুরু করলে আবার গরুর রচনা শুরু হবে।
  • Atoz | 161.141.84.164 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৫৪629506
  • ঠিক আছে, গরুর রচনা বাদ। ধরে নিন, যাবার ছিল, গ্যাছে। নতুন কাল নতুন অর্থনীতি মানুষের হাতে প্রচুর ঝমরঝমর টাকা দিয়েছে, তারা তাই অনেক খরচওয়ালা বেসরকারী স্কুলেই ছেলেমেয়েকে পড়াবে। চাপে পড়ে বাকীরাও পড়াবে।
    তাহলে সরকারী স্কুলগুলোর রিসোর্স (সব রিসোর্স, টাকাকড়ি ও কর্মী )এইসব বেসরকারীগুলোতে অ্যাবসর্ভ করিয়ে দিয়ে নানারকম নিয়ম আরোপ করলে কেমন হয়? ধরা যাক কোনো এলাকায় স্কুল তৈরী করলে এই এই ব্যাপারগুলো মানতে হবে, সমস্ত হিসাব থাকবে, সরকারী সাহায্য কিছুটা নিতে হবে, ছেলেপুলেরা যারা পড়বে তাদের কাছ থেকে যে অর্থ নেওয়া হবে তার ব্যাপারটা রিজনেবল হবে, নির্দিষ্ট সংখ্যক স্কলারশিপ দিতে হবে, প্রতি বছর ছাত্র ছাত্রীদের দ্বারা অ্যাসেসমেন্ট হবে ইত্যা ইত্যা?
    তাহলে কেমন হয়? কাজেও লাগলো আবার বাজে সরকারী স্কুলের পিছনেও বৃথা বৃথা টাকা গেল না সমাজের?
  • Ranjan Roy | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:০৬629507
  • কেজরির আম্বানি ও বীরাপ্পা মইলিকে কাঠগড়ায় তোলার চেষ্টা কতটা কাজে দেবে নিয়ে একটু দু'পয়সা হোক।
  • a | 132.164.133.57 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩১629509
  • আর যাই হোক, আআপ কিন্তু মুকেশ আম্বানির পেছনে আছোলা বাঁশ ঢুকিয়ে দিয়েছে! :d
  • সিকি | 158.195.135.39 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩১629508
  • আমি গ্রামে মফসসলে বড় হয়েছি, এবং সেই ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি আদৌ গর্বিত বা বিব্রত হই না। অনেক জায়গায় ঘুরে ঘুরে বড় হয়েছি, এবং প্রতিটি জায়গাই আলাদা আলাদা করে গ্রাম মফসাল ছিল, ফলে ছোট থেকেই শহরের প্রতি একটা টান ছিল। হায়ার স্টাডিজের জন্য চলে গেলাম জলপাইগুড়ি, সে আরও গ্রাম এলাকা। সেই সময়েই গ্রাম মফসসলের প্রতি অপছন্দটা তীব্রতর হয়। সেই জন্য দিল্লিতে সেটল করার অপশন হাতে আসতেই দ্বিতীয়বার আর ভাবি নি। এখন আর মফসসল এলাকাতে, ইনক্লুডিং আমার হুগলির পাড়া টাড়া, গিয়ে দু হপ্তার বেশি থাকার কথা ভাবতেই পারি না। পোষায় না।
  • a | 132.164.133.57 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৫629510
  • গুরুদাসবাবু অনেকদিন ধরেই গ্যাসের দাম নিয়ে লেখালিখি করছিলেন। দেখা যাক, এবার ওনার PIL কোনদিকে এগোয়।
  • PT | 213.110.243.21 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৬629511
  • অরণ্য

    বিস্তির্ণ ভারতীয় সমাজের সঙ্গে আইআইটির শিক্ষা এবং সরকারের অর্থব্যয়ের বিশেষ কোন যোগাযোগ নেই। এটা পড়ে দেখতে পারেন।

    Had the IITs followed their original mission and had their work raised the productivity of the adults in the 77 percent of the population that are unorganized laborers to even half of the level of the leading industrialized countries with improvements in products, processes, and infrastructure, supported by education and training, India’s gross national product would have increased over ten times. This goal was central to the IITs’ mission of creating a prosperous nation. http://www.hindu.com/nic/renaissance_iit.htm

    কেজরি এসব নিয়ে এখনো মুখ খোলেননি-বোধহয় খুলবেনও না।

    ঐ দু একটা স্কুলে রং করা, শীলা দীক্ষিতকে ভয় দেখানো, আম্বানিকে "ভারতে কি করিয়া বেওসা করিতে হয়"-এই ব্যাপারে ধমকি লাগানো এসব দেখে আমি খুব বিশেষ ভরসা পাচ্ছি না। তার ওপরে কেজরীর উত্থান আন্নার হাত ধরে। তিনি আন্নার ছায়ার বাইরে এখনো বেরোননি। ভারতে শুধু আইন মোতাবেক অন্যায়ের প্রতিবিধান করা গেলে মোদী সম্ভবতঃ গুজরাটের কোন জেলে বন্দী থাকতেন এতদিনে।

    আর সত্যি কি বিপুল সংখ্যক দিল্লীবাসী কেজরিতে আস্থা রেখেছে? শতেকের হিসেবে অধিকাংশই কেজরির বিরুদ্ধে ভোট দিয়েছে আর বেশীর ভাগ মানুষ বিজেপিকে ক্ষমতায় দেখতে চেয়েছে।

    আমার কাছে পাল্টানো মানে রুটিন রুটি সেঁকা নয়। তার উদাহরণ তো নিজের রাজ্যে দুবেলা দেখছি।
  • dd | 132.167.47.144 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০০629512
  • দিল্লীতেও তাইলে কল্লোল ছিলো? হ্যাঁ ?
  • সিকি | 158.195.135.39 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৫629513
  • ছিল তো। কল্লোলদার সঙ্গে প্রথম আলাপ তো দিল্লিতেই।

    কেজরির হাত ধরে আন্নার উত্থান নাকি আন্নার হাত ধরে কেজরির উত্থান, এটা নিয়ে একটু দ্বিমত আছে। জনলোকপাল কেজরিরই ব্রেনচাইল্ড, এতে যোগ দেন কিরণ বেদী, সিসোদিয়া এবং ভূষণ বাপ ব্যাটা। তারপর তাঁরা মিলেই আন্দোলনের জন্য একটা মুখ খুঁজতে গিয়ে আন্নাকে তুলে আনেন।

    আন্না সত্যাগ্রহী হিসেবে মহারাষ্ট্রে এমনিই নামকরা ছিলেন। তবে জনলোকপাল আন্দোলনে তাঁকে জোড়েন কেজরিই। অনশন করার জন্য আন্নার চেয়ে ভালো লোক আর ছিল না, আর গান্ধিবাদী সৎ হিসেবেও আন্নার চেয়ে বেশি উপযুক্ত লোক ছিল না।
  • সিকি | 158.195.135.39 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৭629514
  • অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কেজরি একেবারেই ফেলিওর। অ্যানার্কিস্ট মনোবৃত্তি নিয়ে রাজ্য চালানো যে যায় না, তার প্রকৃষ্ট উদাহরণ হল কেজরি। পলিটিকাল ম্যাচিওরিটি খুবই কম।
  • PT | 213.110.243.21 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৩629515
  • কে কার আলোতে উদ্ভাসিত হয়েছে কে জানে!!
  • Ranjan Roy | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪৩629517
  • সিকি ও পিটি--দুজনকেই ক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন