এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রামায়নের অন্য 'গল্প'

    Avik Mukherjee লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২৩ মে ২০১৪ | ১৯৭৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Avik Mukherjee | ২৩ মে ২০১৪ ০৮:৪৫636486
  • রামায়নের নানা অজানা কাহিনী আছে। যেমন ধরুন অযমুখির নাক কান কেটেছিল লক্ষ্মন। এই কাহিনী আমাদের টিভি তে দেখা রামায়নে মেলেনি। তাই লোকেও কম জানে।এইরকম কিছু আলোচনা হোক না !
  • - | 109.133.152.163 | ২৩ মে ২০১৪ ০৯:০৩636527
  • এইটাই মোদীবাবুর কৃতিত্ব!
    এই মুহূর্তে একটা বামপন্থী প্রধান ওয়েবাড্ডায়, ৩টে লেখা আর টই, শ্রীরামচন্দ্রের নামে। ঃ-)
    রামকে গালাগাল দিয়ে লিখছে, তবু রামভক্ত তুলসীদাসের দেওয়া নামই ব্যাবহার করছে নিজের লেখার শিরোনামে। পাব্লিসিটি রিস্ক না নেবার জন্য নামকরনের সময় নতি স্বীকার করে নিচ্ছে ভক্তের কাছে!
    হয়ত নিজের বন্ধুর লেখা হিন্দু-মুসলিম সম্পর্কের আলোচনার সুখ্যাত করতে চায় রামভক্তিকে নিন্দার ছলে, তবু শিরোনামে ব্যাবহার করে অক্লেশে সেই চিরকালের রামায়নেরই নামেরই শেষাংশটুকু!
    রামায়নের অখ্যাত কাহিনী বলার ছলে নিশ্চয়ই বিভিন্ন রূপে নেগেটিভ মানসিকতারই চর্চা হবে। হোক।
    তবু তো সকলে রামকথাই বলবে। সেটুকুই আ-রাম! [আমার না, রামভক্তদের] ঃ-))
  • সিকি | 135.19.34.86 | ২৩ মে ২০১৪ ০৯:৩৩636538
  • ওয়ান্স আ চাড্ডি ...

    :-))
  • Avik Mukherjee | ২৩ মে ২০১৪ ০৯:৩৭636549
  • না দাদা যিনি ওসব লিখলেন তা পুরো ভুল। আমি পুরান, রামায়ন, মহাভারত নিয়ে পড়তে ভালোবাসি। তাই একটা সুস্থ আলোচনা চাইলাম।নিজে এই দেশের পরিবর্তন কেও স্বাগত জানায়।গল্পের মুখ অন্য দিকে ঘোরাবেন না দয়া করে।জানতে চাই, জানতে সাহায্য করুন।
  • π | ২৩ মে ২০১৪ ১০:১১636560
  • এটা ভারি মজার। প্রশ্ন করা হলে - সেগুলোর একটারও উত্তর দিতে পারেন না, আর কুটকুট করে এধরণের মন্তব্যগুও যেখানে পারেন ছড়িয়ে রেখে আসেন।
  • Avik | 125.243.200.254 | ২৩ মে ২০১৪ ১১:১৮636571
  • হ্যাঁ, সৎ ভাবে জানাকে প্রভাবিত করবেন না দয়া করে।
  • /\ | 69.160.210.2 | ২৩ মে ২০১৪ ১৩:০২636582
  • রাম ও রামায়ণ রিলেটেড একটা থিয়োরি, আমার, আগেও বলেছি নিশ্চয়ই, তবে অধিকন্তু আর কি

    দ্যাখেন রাম কে লোকে গালি দেয় সীতারে বনবাসে পাঠালেন বলে। নাকি দেশবাসীর কথায়, কোট আনকোট "গুজবে"। কিন্তু ভেবে দ্যাখেন, রাজা হয়ে রামকে তো সেই অশ্বমেধ যজ্ঞ করতেই হত। আর যজুর্বেদে যেমন লিখেছে সেই যজ্ঞে সীতাকে রাজমহিষী হিসেবে প্রধাণ পুরোহিতের সাথে প্রকাশ্য উঠোনে সেই সব কাজ করতেই হত যা রামের মতো পত্নীপ্রেমিকের পক্ষে সহ্য করা অসম্ভব। ওদিকে সীতার দিকে তাকিয়ে পুরোহিতদের তরফ থেকে অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি করানোর জন্য রাজা রামের উপর চাপ তো ছিলই, এ মানে বোঝাই যায়। সেটা যে রামও বুঝতেন না এ হতে পারে? সুতরাং শেষে পুরোহিতের উপর নেওয়া রামের আলটিমেট প্রতিশোধ, সীতাকে বনবাসে পাঠিয়ে সোনার সীতা নির্মাণ। এবং অশ্বমেধ করা। উঠোনে সোনার মুর্তি ও প্রধান পুরোহিতকে একত্রে ভেবেই বুঝতে পারবেন পলিটিক্স প্রবণ রাজার উপর কেরদানী মারতে গেলে ক্ষি হয়।

    কেস হল অন্যত্র। বাল্মিকী। একদা দস্যু ছিলেন, যুগের হাওয়া বুঝে (দশরথের কালে যা ও বা ছাড়, কিন্তু ভাবী রাম রাজ্যে দস্যু ফস্যুদের অবধারিত শূল) ঋষি হলেন। কিন্তু সব রিপু কি আর পোষ মানে? সীতা নিজে নির্বাসনের খারে ছিলেন (তাঁকে নিশ্চয়ই রাম অশ্বমেধ, পুরোহিত, সোনার সীতা এসব কেস এক্সপ্লেইন করেন নি, পেট পাৎলা আশঙ্কাতেই হয়তো), আশ্রমে অসহায়ও। তো, কারণ যাই হোক, অন্তঃস্বত্ত্বা সীতা এসে লবের জন্ম দিয়েছিলেন। কিন্তু ফিরে গেলেন লব + কুশ কে নিয়ে। পুরো কেচ্ছাটি চাপা দেওয়ার জন্যে প্রাক্তন দস্যুবাবু নিজেই সাত কান্ড রামায়ণ লিখে ফেললেও অযোধ্যাবাসী, ভবিষ্যৎ পাঠক যেই বোকা বনুক, অন্তত দুজন তো জানতেনই কী হয়েছিল। এক রাম। অগ্নিপরীক্ষা কিংবা ডি এন এ টেস্ট দাবি করলেন। দুই সীতা। সেটা রিফিউজ করলেন। মানে করতে হতই। যাইহোক।

    এবার এই থিওরির এহেন লিপিবদ্ধ প্রকাশ কেন্দ্রে বিজেপি সরকারের আগমণের সঙ্গে রিলেট করে নেগেটিভ মানসিকতার চর্চা বলতেও পারেন, আবার রামচরিত্রের কালিমা অপনয়ন ও বলতে পারেন ভেবে দেখুন।
  • san | 52.104.27.252 | ২৩ মে ২০১৪ ১৩:১০636593
  • সে আবার কি , লব আর কুশ যমজ ছিল না ?
  • /\ | 69.160.210.2 | ২৩ মে ২০১৪ ১৩:১৫636604
  • নাঃ । বাল্মিকী কুশ কে তৈরি করেছিলেন। ধানের কুশ থেকে। তখন নাকি সীতা আশ্রমে ছিলও না। মানে রূপকথা লিখতে তো কিছু বাকি রাখেনি। এখন আরেসেস - সেকালেও ক্লোনিং ছিল, ঐ দেখুন পোমাণ বলেও চেঁচায়।
  • jhiki | 190.214.232.76 | ২৩ মে ২০১৪ ১৩:১৫636487
  • ঃ))))))
  • de | 190.149.51.68 | ২৩ মে ২০১৪ ১৩:১৭636509
  • অগ্নিপরীক্ষা = ডি এনে টেস্ট ঃ))

    তা সীতার পাতালপ্রবেশের কি ব্যাখ্যা? ভূচাল ছাড়া?
  • san | 52.104.27.252 | ২৩ মে ২০১৪ ১৩:১৭636498
  • ভাল কথা , আমার বহুদিনের জানার ইচ্ছে। রাম যে আসলে কোনো ঐতিহাসিক চরিত্র নন তার কি কোনো প্রমাণ পাওয়া গেছে ? বিশুদ্ধ অ্যাকাডেমিক ইন্টারেস্ট। আমাকে চাড্ডি বললে খুবই রেগে যাব :-D
  • de | 190.149.51.68 | ২৩ মে ২০১৪ ১৩:১৯636520
  • ঐতিহাসিক চরিত্রের প্রমাণ আছে তাহলে?
  • san | 52.104.27.252 | ২৩ মে ২০১৪ ১৩:২১636521
  • ও না না , ফর এ , এগেইনস্ট এ কোনোদিকে কোনোরকম প্রমাণ পাওয়া গেছে কিনা - এইটা জানার ইচ্ছে।
  • Reshmi | 129.226.173.2 | ২৩ মে ২০১৪ ১৩:২৬636522
  • কুশ কে বানানোর জাস্টিফিকেশন কি দেওয়া আছে রামায়ণে? লবের খেলার সঙ্গী ছিল না তাই? কিন্তু আশ্রমে আর বাচ্চা কাচ্চা ছিল না?

    আর ঐ কুশকে তৈরি করার ব্যাপরটা কি লব জন্মানোর সঙ্গে সঙ্গেই করা হয়েছিল? নাকি টাইম গ্যাপ ছিল? কারণ সঙ্গে সঙ্গেই করা হলে তো সীতার ঐ সময়ে আশ্রমে না থাকাটা অস্বাভাবিক।
  • blank | 122.79.38.104 | ২৩ মে ২০১৪ ১৩:৩৩636523
  • ক্যাটায়ন অ্যানায়ন সবার নাম সেই রামায়ন থেকে টোকা। হে রাম
  • /\ | 69.160.210.2 | ২৩ মে ২০১৪ ১৩:৩৮636525
  • স্যানের জন্যে, নেট থেকে

    কথিত আছে অযোদ্ধার অধিপতি রাম তার পত্নী সীতাকে পঞ্চবটির বনে বনবাস দিয়েছিলেন। বাল্মিকী সীতার থাকার জন্য একটি কুঠরি তৈরি করে দেন। এ কুঠরিতে সীতা থাকতেন। সীতার সঙ্গে থাকত পুত্র লব। প্রায় দিন সীতা শিশুপুত্র লবকে বাল্মিকী মুুণির আশ্রমে রেখে বনের মধ্যে ফলমূল সংগ্রহ ও অন্যান্য প্রয়োজনীয় কাজ কাম সারতেন। একদিন পুত্র লবকে মুণির কাছে রেখে সীতা প্রয়োজনীয় কাজকাম সারতে অন্যখানে চলে যান। মুণি কিছুক্ষণের মধ্যে ধ্যানমগ্ন হন। ইতিমধ্যে লব মুণির আশ্রম ছেড়ে বনের মধ্যে একা চলে যান, যা মুণি টের পাননি। বেশ কিছুক্ষণ পরে প্রয়োজনীয় কাজ সেরে সীতা মুণির আশ্রমে চলে আসেন পুত্র লবকে নেয়ার জন্য। সীতার উপস্থিতি টের পেয়ে মুণি ধ্যান ভেঙ্গে দেখতে পান লব নেই। ভাবলেন, লবকে হয়তো বনের হিংস্র প্রাণী বাঘ খেয়ে ফেলেছে। এখন কী দিয়ে সীতাকে বুঝ দিবেন ? বড় চিন্তায় পড়লেন। শেষটায় আশ্রমের আশেপাশে থাকা কুশখড় দিয়ে একটা মূর্তি গড়ে ফুঁ দিয়ে লব-এর মতো সন্তান তৈরি করে সীতাকে দিয়ে দিলেন। এমন সময় সেখানে লব এসে হাজির। বাল্মিকী ব্যাপারটি বুঝতে পেরে সীতাকে সব ঘটনা খুলে বললেন এবং দুটি ছেলেকেই তার কাছে রাখতে বললেন। কুশখড় দিয়ে তৈরি বলেই সীতার অপর পুত্রের নাম কুশ।
    ============================

    তো, লবের একটা মৃত্যু সম্ভাবনা দেখা গেছিল, এবং স্বামিপরিত্যক্তা সন্তানহীনা সীতা একা কীভাবে বাঁচবেন সেটা বাল্মিকী ও সীতা দুজনের কাছেই একটা বড় ইস্যু ছিল সেটার আভাস ও পাওয়া যাচ্ছে। সীতাকে কনভিন্স করানো গেছিল বলেই মনে হয় (নিয়োগ প্রথার রেফারেন্স তো ঋষিদের কাছে সর্বদাই মজুত থাকে) , অমতে বা বলপূর্বক কুশের জন্ম হলে তার পরেও দীর্ঘদিন সীতা ঐ আশ্রমেই থেকে যেতেন কিনা সন্দেহ থাকে। দেশে তো আর মুনিঋষিদের আশ্রমের কমতি ছিল না।

    ============================

    ভূমিকম্প? না না। তাতে সীতা একা তলাবে কেন? আরো কিছু সাথে যেত। সত্যি কথাটা হল ডি এন এ টেস্ট এ অরাজি হওয়ার পর সীতা আর খুঁজে পাওয়া যায় নি। সত্যিটা রাম যদি বুঝে থাকেন, বোঝার কথাই, গুমঘর টার এর গল্প তো শোনা যায় একালেও, এমনকি এই সেদিনও আনারকলি কে গেঁথে দিল। তবে সেসব কথা বললে রামের কঠিন কঠোর নিষ্ঠুর একটা মুখ বেরিয়ে আসে, এই বাজারে সেসব বলাটা মোটেই বুদ্ধিমানের কাজ নয়।
  • cm | 120.225.180.34 | ২৩ মে ২০১৪ ১৩:৩৮636524
  • ও সব তো দুর র‌্যাম্বো রামের অবতার।
  • Avik | 111.62.5.161 | ২৩ মে ২০১৪ ১৩:৪২636526
  • দারুন চলছে , আমি ভাবিনি এত জলদি এত ভালো ভালো পোস্ট পাব। আচ্ছা লব নামকরণ হবার কারণ কি? কুশ টা তো বুঝলাম।
  • Avik | 111.62.5.161 | ২৩ মে ২০১৪ ১৩:৫৭636528
  • /\ আপনার তথ্য খুব উপযোগী। সীতা হরণের একটা অল্টারনেটিভ কাহিনী চালু আছে। সেটা একটু যদি বলেন কেউ। আমার ঠিক নাম মনে নেই। তবে সীতার বদলে নাকি নকল সীতা হরণ হয়েছিল আর আসল সীতা অন্য কথাও ছিলেন!!!!
  • san | 52.104.27.252 | ২৩ মে ২০১৪ ১৩:৫৮636529
  • আচ্ছা । প্রশ্ন হল এরপর কোন ভরসায় সীতা দুটি ছানা সহ রামের কাছে গেলেন। মানে কেসটা যদি এই হয় , তখনও লোকে অলৌকিক জিনিসে ততটা বিশ্বাস করত না ( যেমন রামের বিশ্বাস হয় নি বলে বলছ ) , তাহলে একজন স্বামীপরিত্যক্তা মহিলা এমনি এমনি টুপিটাপা দেবার আশায় ভরা সভায় চলে গেলেন ছেলেভোলানো গল্প নিয়ে ?
  • san | 52.104.27.252 | ২৩ মে ২০১৪ ১৩:৫৯636530
  • অলরেডি যখন তিনি চরিত্রের অশুদ্ধতার সন্দেহে পরিত্যক্তা ।
  • | ২৩ মে ২০১৪ ১৪:০২636531
  • :-))) এই থিয়োরিটা বেশ। একটু ফেমিনিস্ট টাচ দিয়ে সীতায়ন এর মত একটা গপ্পো নামিয়ে দেওয়া যায়।
  • /\ | 69.160.210.2 | ২৩ মে ২০১৪ ১৪:০৯636532
  • মানে জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হয় - এটা সাহস করে লিখতে পারলাম না।

    তবে সীতার জন্ম বৃত্তান্ত দেখলে, ভূমি কর্ষণের সময় লাঙলের ফলায় ভূমি থেকে উঠে আসা শিশু যদি কোনো ভূমিহার কৃষক রমণীর গর্ভের দ্যোতক হয়, বা সমাজে ধুলিমাটি মর্যাদার অন্ত্যজ রমণীর প্রতি রাজানুগ্রহের পরিচায়ক হয়, তবে অগ্নিপরীক্ষা বিমুখ সীতাকে তার মায়ের কাছে বা তার মাতৃসমাজে ফিরিয়ে রেখে আসা হয়েছিল এমনটাও হতে পারে। যেখানে হয়তো বিবাহসম্পর্কের ওরসজাত না হলেও সন্তানজন্মদানে মায়ের অগৌরব নেই।
  • Avik | 111.62.5.161 | ২৩ মে ২০১৪ ১৪:১৬636533
  • 'ভূমি থেকে উঠে আসা শিশু যদি কোনো ভূমিহার কৃষক রমণীর গর্ভের দ্যোতক হয়, বা সমাজে ধুলিমাটি মর্যাদার অন্ত্যজ রমণীর প্রতি রাজানুগ্রহের পরিচায়ক হয়, তবে অগ্নিপরীক্ষা বিমুখ সীতাকে তার মায়ের কাছে বা তার মাতৃসমাজে ফিরিয়ে রেখে আসা হয়েছিল এমনটাও হতে পারে। যেখানে হয়তো বিবাহসম্পর্কের ওরসজাত না হলেও সন্তানজন্মদানে মায়ের অগৌরব নেই।'

    কিছু লিখেছেন সত্যি। একটা দারুন রূপক। মনে থাকবে বস।
  • de | 69.185.236.51 | ২৩ মে ২০১৪ ১৪:২২636535
  • এটা আমারো বড় পছন্দ হলো - ডিটেলে পুরো রামায়ণের ঘটনা নিয়েই বড়ো লেখা লেখো ওমনাথ - খুব ভালো অ্যানালিসিস হচ্চে!
  • san | 52.104.27.252 | ২৩ মে ২০১৪ ১৪:২২636534
  • ডিডিদারও একখান বৈপ্লবিক থিওরি ছিল রামায়ণ নিয়ে। সেই টইটা কই , /\ এর কি মনে আছে ?
  • /\ | 69.160.210.2 | ২৩ মে ২০১৪ ১৪:৩০636536
  • সীতা নিয়ে যায় নি তো। বাল্মিকী ওদের নিয়ে গেছিল রাজসভায়। লব, কুশ আর তৎসহ সীতাকে। বেসিকালি ঘাড় থেকে নামাতে চাইছিল। ভয়ও ছিল হয়তো কুশের পরে আরো এধরণের কেস হয়ে যেতে পারে। জনতার জন্য প্রয়োজণীয় টুপিটাপা সহই গেছিল । সীতার কোনো ভয়েস পাওয়া যায় রামায়ণে? কখনো, কোথাও? রাজকন্যা, মহারাণী কোনোভাবে?

    চিরকালই মনে হয়, সময়ে গর্ভনিরোধকের আবিষ্কার বহু মহাকাব্য, পুরাণ ও সাহিত্যকীর্তির কালজয়ী হওয়ার পথের প্রধাণ বাধা ছিল। সেইজন্যেই ওটাকে সময়ে আবিষ্কার করা হয় নি।
  • Ekak | 24.96.19.228 | ২৩ মে ২০১৪ ১৪:৩৯636539
  • সীতা দের সমাজ রামেদের সমাজের চেয়ে খানিক লিবারেল ছিল মনে হয় । আর যৌনতার প্রয়োজন নিয়ে সচেতন ছিল । হরধনু তে গুন পরানো নইলে একটা ইস্যু হত না । লক্ষ্যভেদ এর মত কিছু রাখা হত যোদ্ধা কেমন এইটুকু বোঝার জন্যে । হরধনু একটা গাঁট মার্কা লম্বা জিনিস যেটা বাঁকিয়ে গুন পরাতে গেলে প্রথম চাপ পরে পেকতরালিসে আর একটু হাঁটু ভেঙ্গে ( একচুয়ালি যেভাবে বড় ধনুকে গুন পরানো প্রচলিত ) পরাতে গেলেই গ্লুতিয়াল মাসলে প্রেসার পরে । লক্ষনীয় একটিভ সেক্সুয়াল লাইফের জন্যে এই দুটি অঞ্চলে খানিক জোর থাকা দরকার । মানে সোজা কথায় মেয়েকে কার হাতে তুলে দিচ্ছি এই নিয়ে বাপের রিয়ালিস্টিক চিন্তা ভাবনা ছিল ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন