এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রামায়নের অন্য 'গল্প'

    Avik Mukherjee লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২৩ মে ২০১৪ | ১৯৭৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 24.96.19.228 | ২৩ মে ২০১৪ ১৪:৪১636540
  • স্যান

    টোটাল ফিকশন বলে মনে হয় কিছু হয়না ,টোটাল রিয়ালিটির মতই :)
  • Reshmi | 129.226.173.2 | ২৩ মে ২০১৪ ১৪:৪৪636541
  • সীতা না হয় মা-র কাছে ফিরে গেল, কিন্তু লব আর কুশ তো মনে হয় থেকেই গেছিল রাজগৃহে। তো, রাম যদি মেনে নাই নিল, কুশ কি করে থাকার অনুমতি পেল?
  • san | 52.104.27.252 | ২৩ মে ২০১৪ ১৫:০৪636542
  • আবার ফিলজফিতে চলে গ্যালো ঃ-)
  • sosen | 24.139.199.11 | ২৩ মে ২০১৪ ১৫:২২636543
  • রামায়ণ একটা বোরিং বই। রাবণায়ণ লিখুন।
  • Ekak | 24.96.19.228 | ২৩ মে ২০১৪ ১৫:৩২636544
  • এইটা কাজের কথা কয়েচে সোসেন ।রামায়ন সিরিয়াসলি এত ঘ্যানঘেনে কালার্লেস যে ওনিয়ে প্যাচাল পারাও পোষায় না :|
  • অভীক | 125.250.56.231 | ২৩ মে ২০১৪ ১৬:২৬636545
  • সত্যি কত কি জানা যাচ্ছে! কিন্তু কেউ প্রশ্নের উত্তর দেয় না এটাই মুস্কিল। একক হরধনু নিয়ে দুর্দান্ত একটা ব্যাখ্যা দিলেন।
  • Avik | 125.250.56.231 | ২৩ মে ২০১৪ ১৬:৩৮636546
  • থামবেন না বন্ধুরা, নানা অদ্ভূত বিশ্লেষণ পাচ্ছি , টাকা দিয়ে বই কিনেও পাব কিনা সন্দেহ।
  • RATssss | 75.116.116.6 | ২৪ মে ২০১৪ ০১:৩৯636547
  • কিছু প্রশ্ন বহুদিন ধরে ছিল, উত্তর মেলেনি।
    ১। সীতার বিয়ে কত বছর বয়সে হয়? ৬ না ১৬? রামের বয়স কত ছিল? ১৭ না ২৫?
    ২। বিয়ে কারবার কত বছর পরে রাম সীতা লক্ষ্মন বনবাসে যান? ২ না ১২? - এই সময়ে সীতার গর্ভবতী না হওয়ার কারণ কি?
    ৩। ১৪ বছর বনবাসে & রাবন বাসে সীতা কেন গর্ভবতী হন নি?
    ৪। বনবাস থেকে ফিরে সীতার অগ্নি পরীক্ষা হয় কত দিন পরে?
    ৫। অবশেষে সীতা কত বছর বয়সে লব (মতান্তরে লব ও কুশ) -এর জন্ম দিলেন?
    ৬। অপহরণ কালে মন্দোদরী ও রাবনের বয়স কত ছিল?
  • Avik Mukherjee | ২৪ মে ২০১৪ ০৮:৩৬636548
  • রাবনের কাছে থাকাকালীন সীতার গর্ভবতী না হবার ব্যাপার বোঝা যায়। রম্ভার অভিশাপ ছিল তো রাবন তাই কেস খেয়েছিল। সেই কারণে সীতার গায়ে হাত দিতেই পারেনি।
  • Avik Mukherjee | ২৪ মে ২০১৪ ০৮:৩৭636550
  • আচ্ছা সীতা কি নেপালি ছিলেন? জনক রাজা মিথিলার মানুস। মিথিলা তো দারভাঙ্গা পেরিয়ে! নেপাল বর্ডার এর কাছে ।তখন কি জায়গাটা বর্তমান নেপাল নিয়েই ছিল?
  • Atoz | 161.141.84.164 | ২৬ মে ২০১৪ ০২:২৭636551
  • র‌্যাটস্স্স্স্স,
    যুক্তিনির্ভর আনুমাণিক উত্তর
    ১। সীতা ১৬ রাম ২৫ (সীতার শিশুকালে জনকের বাড়ীতে রেখে যাওয়া পরশুরামের হরধণুতে জীর্ণতা, মনে বহুকাল ও ধনু রাখা ছিল, তার মানে হরধনু ভাঙার সময় সীতা প্রয় তরুণী, বালিকা নন ) আর রাম তো সীতার থেকে ৮/৯ বছরের বড় হবার সম্ভাবনাই বেশী।

    ২। ২ বছর ( রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এই চারভাইয়ের বিয়ের পর পরই তো যৌবরাজ্যে কার অভিষেক হবে এই নিয়ে গন্ডগোল লাগলো দশরথের রিটায়ার করতে চাওয়ার ইচ্ছাপ্রকাশমাত্রেই)
    এই ২ বছরের টেনশন ফেনশনওয়ালা সময়ের মধ্যে ফট করে গর্ভবতী হয়ে যাওয়া বেশ শক্ত ব্যাপার।

    ৩। বনবাসে ছেলেপুলে হলে মহা ঝামেলা, কে দেখবে শুনবে কে যত্ন নেবে, রাজপুরীর সুযোগ সুবিধা তো নেই। তাই হয়তো জন্মনিয়ন্ত্রণ অথবা ব্রহ্মচর্যপালন করতেন। বনবাসে ব্রহ্মচর্যবিষয়ক শাস্ত্রনির্দেশও থাকতে পরে।
    আর লঙ্কায় রাবণ জোর করতে পারেন্নি, আগে থেকেই কী একটা অভিশাপ ছিল রাবণের উপরে যে অনিচ্ছুক মহিলার উপরে জোর করলে মাথা দুম ফট হয়ে যাবে। তাও মাঝে মাঝে উনি ক্ষেপে উঠতেন কিন্তু মন্দোদরী কনুই ধরে টেনে কইতেন "এই ব্যাটা গাধা উল্লুকের ছা, মাথা দুম ফট হোক তাই চাস?"

    ৪। একটা অগ্নিপরীক্ষা তো লঙ্কাতেই হয়েছিল, সেটা যুদ্ধে রাবণ ও তার বাহিনী হেরে মরে যাবার পরে যখন অশোকবন থেকে সীতাকে উদ্ধার করে আনা হলো, তখনই।

    ৫। লবকুশের জম্মের সময় সীতার বয়স খুব সম্ভব ৩৫/৩৬।(১৮+১৪+৩ বা ৪)

    ৬। মন্দোদরীর খুব সম্ভবত ৫০/৫১ আর রাবণের ৬১/৬২। (কারণ কোনো ভার্সনে আছে সীতা মন্দোদরীর কন্যা, সম্ভবত মন্দোদরীর টীনেজ আমলে লিভ টুগেদারের সময়ের সন্তান(মন্দোদরী অপ্সরার মেয়ে, তাদের হয়তো বাধ্যতামূলকভাবেই লিভ টুগেদার করতে হতো ) যাকে উনি পরিত্যাগ করেন বা করতে বাধ্য হন। তাই সীতার চেয়ে মন্দোদরী অন্তত ১৭/১৮ বছরের বড় তো হবেনই।
  • Avik Mukherjee | ২৬ মে ২০১৪ ০৯:৩১636552
  • সীতা যে রাবন কন্যা এটা একটা ভারসানে ছিল বটে! এই নিয়ে আরও একটু গভীরে যাওয়া যাক।
  • শুভদীপ | 130.59.133.200 | ২৭ মে ২০১৪ ০২:০৭636553
  • আচ্ছা রামচন্দ্রের জন্ম নিয়ে কথা হোক না কেন ।
    দশরথের এক মেয়ের কথা শোনা যায় শান্তা নামে, কিন্তু যাই হোক প্রধান তিন রাণীর গর্ভে সন্তান আসছিল না । হয়তো ততোদিনে ক্ষমতা হারিয়েছিলেন বা স্পার্ম কাউন্ট কমে গেছিল ।
    মার্কেটে এলেন শান্তার স্বামী ঋষ্যশৃঙ্গ মুনি, যিনি নাকি কৈশোর বয়স অবধি নারী দেখেননি । নগ্ন নগরবেশ্যাদের দেখে ভেবেছিলেন ঋষি, শুধু বুকের কাছে বাতাবিলেবুর মতো কি যেন !! [বিশ্বাস না হলে কৃত্তিবাসই ভরসা]
    ঋষ্যশৃং এসে যজ্ঞ করলেন, পায়েস বেরলো, সেই পায়েস খেয়ে তিন রাণী গর্ভবতী হলেন । এখানে কবি 'পায়েস'এর ব্যাপারটা খুলে বলেননি ।

    শুধু বোঝার ব্যাপার হলো যদি এটা নিয়োগপ্রথাই হবে, তাহলে এতো রেখেঢেকে বলা কেন ? মহাভারতে নিয়োগ প্রথা তো খুল্লমখুল্লা এসেছে । তাহলে কি মহাভারতের সমাজ রামায়ণের চেয়ে আরও বেশী প্রাচীন, যেখানে যৌনতা নিয়ে এত ঢাকঢাক গুরগুর ছিল না ??
  • Avik | 125.250.98.158 | ২৭ মে ২০১৪ ১২:৫৬636554
  • যজ্ঞটা কি ঋষ্যশৃঙ্গ মুনি করেছিলেন? তাহলে তো রক্ত স্রোত অন্য দিকে বইলো নিয়োগপ্রথা দ্বারা !
  • Avik | 125.250.98.158 | ২৭ মে ২০১৪ ১৩:১৩636555
  • সীতা শাশুড়ি হিসাবে কেমন হতে পারতেন? আর লব কুশের বিয়ে নিয়ে কারো কোনো তথ্য জানা আছে কি?
  • ab | 208.7.62.204 | ২৭ মে ২০১৪ ১৩:৩৪636556
  • দাদারা দিদিরা রামায়্ন, মহাভারত, পুরান, বেদ নিয়ে যতো ইচ্ছা কুরুচিকর ক্থা লিখুন। যার যার রুচি তার তার কাছে। তবু কিজানেন, ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কেউ কখনো বড়ো হয়নি। এই দ্যাখেন না কংগ্রেস আর বামপন্থীরা এদেশের সংখ্যাগুরু হিন্দুদের পাত্তা না দিয়ে কতো কি বলার চেষ্টা করলো। ফল কি হলো? দেশের লোক আজ ওদের পথের ধারে বসিয়ে দিয়েছে। তা আপনেরাও যা পারেন হিন্দু দেববদেবীদের নিয়ে কুচ্ছো করুন। তবে কোন হিন্দু রেগে গিয়ে নালিশ করলে বলবেন না, দেখেছো বিজেপি কি পাজি, আমরা আমাদের যা ইচ্ছা বলবো তাও ওদের সইবেনা!
  • avik | 125.250.230.50 | ২৭ মে ২০১৪ ১৪:১৮636557
  • আপনি অপব্যাখ্যা করছেন 'Name: ab ' আমরা কেউ কুরুচি খারাপ কথা বলছি না। নানা দিক তুলে ধরছি। যেগুলো মূলত মেন গল্পে পায়না। লব কুশের বিয়ে নিয়ে মেন গল্পে কিছু আছে? এটার মধ্যে কুরুচির কি যে পেলেন আপনি জানেন! আমরা প্রত্যেকে দেশের সংবিধান কে মানি। গল্পের মুখ অন্য দিকে ঘোরাবেন না। জানলে তথ্য দিন। নাহলে আসুন।
  • /\ | 69.160.210.2 | ২৭ মে ২০১৪ ১৬:৫০636558
  • রামের পর অযোধ্যায় রাজা হয়েছিল কে? কোনো ডেটা?
  • সিকি | 135.19.34.86 | ২৭ মে ২০১৪ ১৬:৫৬636559
  • আহা abর খারাপ লেগেছে, ওকে একটু জল দাও।
  • তাপস দাশ | ২৭ মে ২০১৪ ১৭:০৬636561
  • কার কাছে নালিশ সেইটা জানলে এই ব্যপারে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি মতামত দেব । @ কাম আন এবি - মেক ইত ফাস্ট
  • ab | 208.7.62.204 | ২৭ মে ২০১৪ ১৭:৪৮636562
  • তাপস আমি রোজ স্নানান্তে বাল গোপালের পুজো করি আর দুটো বাতাসা দিই। আইজকাও পুজোর পরে গোপালের কাছে নালিশ জানালাম যেন এই কুচ্ছো বন্ধ হয় আর আপনাদের সবাকার শুভবুদ্ধির উদয় হয়। তবে ফাস্ট কাজ হইব না লেট কাজ হইব বলতে পারবনি - ওনার লীলা উনিই জানেন।
  • সিকি | ২৭ মে ২০১৪ ১৮:৪০636563
  • বাল গোপাল।

    হুম্‌ম্‌। :-)
  • ab | 208.7.62.204 | ২৭ মে ২০১৪ ১৯:০৬636564
  • হুমহাম কল্লে হবে কত্তা? তাপসবাউ আবার কি মতামত দেবেন কেজানে।
  • Avik Mukherjee | ২৭ মে ২০১৪ ১৯:০৭636565
  • ' ab ' আপনি ভুল বুঝেছেন। আমরা কোনো কুচ্ছো করছি না। এই ধরুন একজন প্রশ্ন করলেন যে রামের পরে কে রাজা হন। এর মধ্যে কি কুচ্ছো আছে? এই তথ্য গুলো অনেকের অজানা। আমার তো বটেই। এতে দোষ কোথায় মাথায় আসছে না!
  • সিকি | ২৭ মে ২০১৪ ১৯:১১636566
  • বাল গোপালবাবু কি ডায়েটে আছেন? দুটো বাতাসা দিয়ে সারাদিন চালিয়ে দেন?
  • ab | 208.7.62.204 | ২৭ মে ২০১৪ ১৯:১৬636567
  • বাল গোপাল চাইলে কনামাত্র শাকভাত খেয়েও ক্ষুন্নিবৃত্তি করতে পারেন, দুটো বাতাসা তো ওনার কাছে অনেক!
  • Avik Mukherjee | ২৭ মে ২০১৪ ১৯:২২636568
  • ' ab ' দা আপনি কেন এখানে এই সব আলোচনা করছেন বলুন তো। আমি নিজেও ঈশ্বর বিশ্বাসী আর জানার আগ্রহে এই প্রশ্ন ধারা খোলা। পারলে অংশ নিন। আমাদের উত্তর দিন বা প্রশ্ন রাখুন।
  • এমেম | 127.194.246.56 | ২৭ মে ২০১৪ ২০:০৮636569
  • ইশ্বরবিশ্বাসী হলে বুঝি অন্যের সেন্টিমেন্টকে আঘাত করতে বাধে? জাতে নীচু হলে মন্দিরের প্রবেশদ্বার রুদ্ধ করতে বাধে? অন্য ধর্মের লোককে হেয় করতে বাধে?
  • kc | 222.43.14.251 | ২৭ মে ২০১৪ ২০:১৬636570
  • কেন, এগুলো ঈশ্বরে অবিশ্বাসীদের একচেটিয়া নাকি?
  • cm | 127.247.114.220 | ২৭ মে ২০১৪ ২০:২০636572
  • ভোগটা ভাল দেবেন প্লীজ। আর রোজ পারলে একটু পায়েস দেবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন