এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 24.139.128.15 | ০৯ জুলাই ২০১৪ ০২:২৬644180
  • গান্ধী কই। আহা বেচারা! সমবেদনা রইল।
  • robu | 122.79.39.205 | ০৯ জুলাই ২০১৪ ০২:৩৪644181
  • আম্মো একটু সমবেদনা নিলাম ঃ-(
    কিন্তু সমবেদনা কেন টি? ঃ-)
  • T | 24.139.128.15 | ০৯ জুলাই ২০১৪ ০২:৩৫644182
  • আজ ব্রাজিলের সাপোর্টার ছিলাম।
  • dri | 52.104.14.189 | ০৯ জুলাই ২০১৪ ০৩:১৭644183
  • হ্যা, আমার তো মনে হয় ব্রাজিলিয়ান গোলে জার্মান অ্যাট্রসিটির জন্য আমাদের গান্ধীজীর সত্যাগ্রহ আন্দোলন শুরু করা উচিত, ইমিডিয়েটলি।
  • j | 151.197.2.185 | ০৯ জুলাই ২০১৪ ০৩:১৯644184
  • ণিলে গেম তো হল না
  • Arpan | 125.118.78.145 | ০৯ জুলাই ২০১৪ ০৩:২৭644185
  • ফেসবুক থেকেঃ

    Diego Costa made a marginally better decision by going with Spain.
  • dri | 52.104.14.189 | ০৯ জুলাই ২০১৪ ০৩:৫৪644186
  • কাল মেসির সামনে আরো একটি সুযোগ নিজেকে মেলে ধরার। বিগ ম্যাচ, বিগ প্ল্যাটফর্ম। ক্লাব ফুটবলের অনেক গালগল্প শুনেছি, দেখিনি। কাল নিজের চোখে দেখতে চাই।

    সত্যি।

    অ্যান্ড গুড লাক।
  • + | 213.110.243.23 | ০৯ জুলাই ২০১৪ ০৪:০৮644187
  • আছি। স্কোলারি, আগেও বলেছিলাম যে টিমে এক্সপেরিয়েন্সড প্লেয়ার লাগে। ২ গোলের পর টিম যখন দাঁড়িয়ে গেল, তখন একটা কাকা-রোনাল্ডিনহো লাগত। থিয়াগো সিলভা না থাকায় টিমে কোনো ক্যাপ্টেন নেই। মার্সেলো-ফার্নান্ডিনহো জীবনের সবথেকে বাজে ম্যাচ খেলল বোধহয়।

    ৫-০ টিম হারছে, চেঞ্জে কোনো অ্যাটাকিং প্লেয়ার নেই, নামল দুটো বক্স-বক্স মিডফিল্ডারঃ পাউলিনহো-রামিরেজ। টিমের কোনো ডেপ্থ নেই। হেরেছে, ঠিক আছে।

    নেইমার-অস্কার-বার্নার্ড এদের বয়েস ২২, এদের বিশ্বকাপ হবে পরেরটা। ফলে চিন্তা নেই।
  • :-I | 69.93.241.87 | ০৯ জুলাই ২০১৪ ০৪:১৮644188
  • এভাবে হার মানা যাচ্ছে না বলে কাঁদলে হবে? আমরা তো এতক্ষণ নিমতলা ঘাটে বসে কাঁদছিলাম, তাই এই দলের, এই হারের জন্য আর কান্না অবশিষ্ট ছিল না। হয়তো আরও বড় দুঃখ এই দুঃখকে ঢেকে দিল।
    খেলাটা দেখতে পারলাম না, দেখলে স্কোলারির মুখটা দেখতাম।

    ভাগ্যিস এরা হেরেছে, নয়তো এই দল বিশ্বকাপ জিতলে কারা কাদের পাশে বসতোঃ

    ১। মার্কোস - সীজার
    ২। কাফু - আল্‌ভেজ্‌/মাইকন
    ৩। লুসিও - থিয়েগো সিল্‌ভা
    ৪। রকে জুনিয়র - দাভিদ লুইজ্‌
    ৫। রবার্টো কার্লোস - মার্সেলো
    ৬। ক্লেবার্‌সন - হাল্ক
    ৭। এড্‌মিলসন(জুনিন্‌হো) - লুইস গুস্তাভো
    ৮। রোনাল্‌ডিনহো - নেইমার
    ৯। জিল্‌বার্তো সিল্‌ভা - পাউলিন্‌হো
    ১০। রোনাল্ডো - ফ্রেড
    ১১। রিভাল্‌ডো - অস্কার

    এটা কতটা ঠিক হ'ত, তা বিচার করবেন না? কার জন্য কি শাস্তি হতে পারে ভেবে নিন।

    স্কোলারি যে বাঁ দিকের লোকগুলোর জন্য বিশ্বকাপ জয়ী কোচ হিসেবে পরিচিত হয়েছিল, সেটা ভুলে গিয়েছিল, বা ভোলাতে চেয়েছিল মানুষকে।

    এই ভয়ঙ্কর হার ব্রেজিল ফুটবলে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। তবে সামাজিক বিক্ষোভ মাথা চাড়া দেবে না। এই ভয়ঙ্করতার জন্যই।

    আর? স্কোলারি আর দল বা দেশ সহজে পাবে না, এটাই মঙ্গল।
  • anandaB | 154.160.98.31 | ০৯ জুলাই ২০১৪ ০৪:২৬644191
  • ৮ টা কোনমতে মানলেও ৩ নম্বর টা মানা গেল না, থিয়াগো সিলভা হাসতে হাসতে যে কোনো চ্যাম্পিয়ন দলে ঢুকে পড়বে

    নেইমার এর বিচার at least আর একটা ওয়ার্ল্ড কাপ দেখে করা উচিত বলে আমার মনে হয়
  • :-I | 69.93.241.87 | ০৯ জুলাই ২০১৪ ০৪:২৬644190
  • কাল আর্জেণ্টিনা জিতবেই। এটা চার দিন আগে গুগ্‌ল্‌এর মাধ্যমে World Cupএর কোন একটা সাইটে গিয়ে দেখছিলাম। বিশ্বকাপের ফাইনাল অবধি পুরো টেনে দিয়েছে। ফাইনালে জার্মানী আর আর্জেণ্টিনা, তৃতীয় স্থানের জন্য ব্রেজিল আর হল্যাণ্ড। ফ্ল্যাগের রং দিয়ে দিয়ে। ফাইনাল জয়ী লেখে নি। তৃতীয় কে তাও লেখে নি। আপশোস এখন খুঁজে পাচ্ছি না।
  • lcm | 138.32.84.27 | ০৯ জুলাই ২০১৪ ০৪:৩১644192
  • ইউএস CNN এর ব্রেকিং নিউজে ফুটবল, ইয়ানি, সকার !!
  • :-I | 69.93.241.87 | ০৯ জুলাই ২০১৪ ০৪:৩৮644193
  • তাহলে মানছেন দুটো মাত্র খেলোয়াড়। থিয়েগো-র ব্যাপারে আগেও লিখেছিলাম। ও ২০০২-এর দলে ঢুকবার ক্ষমতা রাখতো। আর নেইমার, এখনও বলছি, ও অনেক দূরই যাবে। যাওয়া উচিত। তবে ওর মানসিকতা পাল্টাতে হবে। কলম্বিয়ার সাথে দু গোলে জেতার সময় মাঠ ছেড়ে উঠে আসতে হবে। যদি স্কোলারির মত গাধা এই বুদ্ধি না রাখে, তখন ওকে দাপটের সাথে বোঝাতে হবে, বস্‌, আমাকে প্রোটেক্ট করো। নয়তো মরবে। পার্সেণ্টেজ ফুটবল শিখতে হবে। তাতে যে যাই বলুক। এই যে মেসি বার্সিলোনায় গত বেশ কিছুদিন কিছুই করতে পারছিল না, কতজন কত কি বলেছে। মেসি ধরা পড়ে গেছে। ও জাভি ইনিয়েস্তা ছাড়া খেলতে পারে না, ইত্যাদি। এখন দেখা যাচ্ছে তো। নেইমারকেও এটা করতে জানতে হবে। সবাই রোনাল্ডোর মত শক্তি রাখে না। ওকে তো এই বছরেই অ্যানিমিকও বলেছিল না?
  • :-I | 69.93.241.87 | ০৯ জুলাই ২০১৪ ০৪:৫১644194
  • স্কোলারি যে কত বড় শয়তান, ২০০২-এর দলে কাকা দলে থাকতেও একবারও নামায় নি। ও বেলোত্তি বলে একজনকে জুনিন্‌হোর জায়গায় নামাতো। কিন্তু কাকাকে নয়। দ্বিতীয় তুরস্ক ম্যাচ রোনাল্ডো বার করলো, প্রথম তুরস্ক ম্যাচ রিভাল্ডোর অভিনয়। ইংল্যাণ্ড ম্যাচ রোনাল্ডিনহো, রিভাল্ডো। ফাইনাল তো সবাই জানেন। নাম কিনে নিয়ে গেল স্কোলারি। এবারে তো আবার সব্বাই "আমাদের বাবার মত" বলেছে। বড়দা, মেজদা, কাকা, জ্যাঠা সবাইকে লাথি মেরে বাচ্চাদের সিংহের মুখে ছেড়ে দিল। একটা পাঁঠা জ্যাঠাকে রাখলো - ফ্রেড।

    অদ্ভূত লাগলো - থিয়েগো সিল্‌ভাকে যে কারণে হলুদ দেখিয়েছে, ঠিক ওই ভাবে গোল করেছে রোনাল্ডো এবং রোনাল্ডিন্‌হোও। ছেলের কাছে রাখা ভিডিও দেখে জানলাম।
  • :-I | 69.93.241.87 | ০৯ জুলাই ২০১৪ ০৫:০৪644195
  • anandaB
    একটা কথা লিখতে ভুলে গেছি। থিয়েগো ২০০২-এর দলে ঢুকতে পারত বটে, তবে লুসিওকে বসিয়ে নয়। লুসিও অবশ্য পাশে ভালো প্লেয়ার পেয়েছিল, এ বেচারার সেটা ঘটে নি, ওই এক স্কোলরির জন্য। ম্যাক্স্‌ওয়েলকে মার্সেলোর জায়গায় একবারও নামালো না। আর আজ শুনলাম ওই দিক দিয়েই তিন চারটে গোল খেয়েছে শুরুর দিকেই। অ্যাটলেটিকো মাদ্রিদে আর লিভারপুলে ব্রেজিলের দুজন খুব ভালো ডিফেণ্ডার ছিল, একজন তো কনফেডে খেলেওছিল। তিরিশজনের দল থেকে বাদ দিয়েছে।
  • anandaB | 154.160.98.31 | ০৯ জুলাই ২০১৪ ০৫:১০644196
  • থিয়েগোর হলুদ টা পুরোপুরি ভেগ এবং একেবারে সঠিক ডিসিশন রেফারির, ব্যাটা কি ভেবে যে ওই পুশ টা করতে গেল? না লুসিও র অল্টারনেট হিসাবে থিয়েগো র কথা বলিনি
  • anandaB | 154.160.98.31 | ০৯ জুলাই ২০১৪ ০৫:১৩644197
  • আজকে ২ থেকে ৫ অবধি ব্রাজিলের ডিফেন্স বলে কিছু ছিল না, জার্মান টীম অলমোস্ট প্রাকটিস ম্যাচ এর মত খেলেছে

    এইমাত্রে মুলার-এর একটা পোস্ট ম্যাচ রিঅ্যাকশন পরছিলাম, জার্মান টীম খুব অবাক হয়ে গেছে এরকম কোলাপ্স দেখে
  • ... | 117.193.242.2 | ০৯ জুলাই ২০১৪ ০৬:০৩644198
  • আমি চাই এই @#$%$^%$#@#$ স্কোলারির কেরিয়ার যেন এখানেই শেষ হয়। পুরো নিজের ইগোর জন্য দেশ টাকে ডোবালো।
  • কল্লোল | 111.63.66.8 | ০৯ জুলাই ২০১৪ ০৬:৪৮644199
  • স্কোলারিকে টাকে বিছুটি। ও যেন বাকি জীবন টাক চুলকেই যায়। কিংবা ওকে মোবার কোচ করে দেওয়া হোক।
    কাকা, রোবিনহো, রোনাল্ডিনিহো। এই মিডফিল্ডে ঘুমাতে ঘুমাতে ঢুকে যায়। এদের জীবনের শেষ বিশ্বকাপ হতো এটা।
    ফ্রেড আর হাল্ক - নেওয়া যায় না।

    নেইমার পরের বার।
  • aranya | 78.38.243.218 | ০৯ জুলাই ২০১৪ ০৭:৩৯644202
  • স্কোলারি-কে মোবার কোচ করে দেওয়া হোক - এটা ভাল হয়েছে, যা শত্রু পরে পরে :-)
    ৪ বছর পর পর ফুটবল দেখি। রেগুলার ফলোয়ার-দের কাছে কটি কোশ্নঃ

    ১। ব্রাজিলের যে ডিফেন্ডার-রা বিশাল সব গ্যাপ তৈরী করল, কাউকে মার্ক করল না, জার্মান অ্যাটাকার-দের অফুরন্ত স্পেস দিল, কিংবা যে মিডফিন্ডার-রা ব্লক করতে পারে না, তারা সবাই কি বিশ্ব ফুটবলে বেশ নামী-দামি প্লেয়ার, বড় ক্লাবে খেলে?
    এর উত্তর-টা হ্যাঁ-ই মনে হয়, তাও জানতে চাইছি
    ২। স্কোলারি-র কি আদৌ কোন রিজার্ভ বেঞ্চ ছিল - থিয়েগো সিল্‌ভা কি সত্যিই আন-রিপ্লেসেবল?
    ৩। দানি আলভেজ আজ খেলেনি কেন?

    হ্যাটস অফ টু দ্য জার্মান টিম। ওয়েল অয়েলড মেশিন-এর মত খেলল।
  • aranya | 78.38.243.218 | ০৯ জুলাই ২০১৪ ০৭:৪১644203
  • আমাদের জেনারশনের বাঙালী-দের ব্রাজিলের প্রতি কিছু দুর্বলতা আছে, মারাদোনা-র কারণে আর্জেন্টিনা-র ওপরেও। কিন্তু জার্মানি-র খেলা বরাবর-ই ভাল লাগে। গত বিশ্বকাপে জার্মানি-আর্জেন্তিনা ম্যাচটার কথা মনে পড়ছিল আজ।
  • lcm | 118.91.116.131 | ০৯ জুলাই ২০১৪ ০৮:৩১644204
  • আপিসে কনফারেন্স রুমে বড় পর্দায় খেলা দেখার বন্দোবস্ত হয়েছিল। ভারি উপভোগ্য ম্যাচ হয়েছে, একটা ম্যাচে আট আটটা গোল - ভাবা যায়!

    যাই হোক, এবার ওয়ার্ল্ড কাপ কোচেদের প্রথম পাঁচ মাইনের হিসেবে দেখো -
    ১) কাপেলা, রাশিয়ার ইতালিয়ান কোচ - ১১ মিলিয়ন
    ২) হজসন, ইংল্যান্ডের ব্রিটিশ কোচ - ৫.৮ মিলিয়ন
    ৩) প্রানদেলি, ইতালির ইতালিয়ান কোচ - ৪.৩ মিলিয়ন
    ৪) স্কোলারি, ব্রেজিলের ব্রেজিলিয়ান কোচ - ৪ মিলিয়ন
    ৫) হিজফেল্ড, সুইজারল্যান্ডের জার্মান কোচ - ৩.৭ মিলিয়ন
  • lcm | 118.91.116.131 | ০৯ জুলাই ২০১৪ ০৮:৪০644205
  • রিও-তে তেমন গন্ডগোল হয় নি। জনগণ শক্‌ড, বাট, নো বিগ গোলমাল।
    পুলিশ অবশ্য রায়ট নিয়ে খুবই অ্যালার্ট ছিল। খেলা শেষে স্টেডিয়ামে মাইকে জার্মান সাপোর্টারদের একা বাইরে বেরোতে বারণ করা হয়েছিল, পুলিশ এসকর্ট করে নিয়ে গেছে।
  • aranya | 78.38.243.218 | ০৯ জুলাই ২০১৪ ০৮:৪২644206
  • 'ভারি উপভোগ্য ম্যাচ' :-)
  • quark | 127.194.228.173 | ০৯ জুলাই ২০১৪ ০৮:৪৬644207
  • কারা যেন বলেছিলেন, যারা প্রথমদিকে কম গোলে জিতে পরে পিক করে তারাই নাকি প্রোব্যাবল চ্যাম্পিয়ন। মানে অনেকটা এইরকমই থিয়োরি আর কি! সত্যি বলতে কি এই ব্রাজিলকে প্রথম থেকে কখনোই চ্যাম্পিয়ন মনে হয় নি। আর এই জার্মানির যা টিমগেম, আটকানো যে কোন ডিফেন্সের পক্ষেই চাপ।
  • quark | 127.194.228.173 | ০৯ জুলাই ২০১৪ ০৮:৫০644208
  • ঠিক, একসময়ে ব্রাজিলের রিজার্ভ বেঞ্চে আরেকটা কাপ উইনিং টিম বসে থাকতো। আর এখন মাঠের এগারো জনই কাপ উইনার নয়।
  • anandaB | 60.46.163.198 | ০৯ জুলাই ২০১৪ ০৮:৫২644209
  • এতকিছুর পরেও আমার মনে হয় এই জার্মানি এমন কিছু দুর্ধর্ষ টীম নয়, আর্জেন্টিনা র কথা বলতে পারি না কিন্তু ফাইনালে হল্যান্ড উঠলে এদের হারানো উচিত
  • aranya | 154.160.98.31 | ০৯ জুলাই ২০১৪ ০৯:০০644210
  • জার্মানি টেকনিকালি বোধায় মোস্ট সাউন্ড টিম। কম্বিনেশন দারুণ, অনেকেই নিশ্চই একসাথে জার্মান লীগে খেলে, সেটাও প্লাস পয়েন্ট। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, এক্স ফ্যাক্টর ইঃ কম - একটা মেসি বা রোনাল্ডো (ব্রাজিলের) নেই।
    তবে এই টিম গেমে পৃথিবীর যে কোন দলকেই কাঁদিয়ে ছাড়বে
  • ... | 117.193.242.2 | ০৯ জুলাই ২০১৪ ০৯:২২644211
  • আচ্ছা কাল ব্রাজিল সাদা প্যান্ট পরে খেলেনি কেন?
  • ... | 117.193.242.2 | ০৯ জুলাই ২০১৪ ০৯:২৩644213
  • হলুদ হয়ে গেলে ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন