এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 125.118.21.178 | ১৪ জুলাই ২০১৪ ০৩:৪৪644314
  • হামেশ ছাড়া কাউকে ভাবা যায় না।

    সে যাক, হামেশের জয় করার জন্য পুরো দুনিয়া পড়ে রয়েছে।
  • Abhyu | 141.220.2.65 | ১৪ জুলাই ২০১৪ ০৩:৫৩644315
  • হামেস হয়তো পরের বিশ্বকাপের মারাদোনা হবে।
    আর গোল্ডেন বল ফালতু কেন? বেশ কটা ভালো গোল তো করেছে/করিয়েছে এই বিশ্বকাপে?
  • Arpan | 125.118.21.178 | ১৪ জুলাই ২০১৪ ০৩:৫৪644316
  • সে তো হামেসও করিয়েছে। ওইদিন রেফারি চোখ বুজে না থাকলে সেমিতেও দলকে তুলে দিত।
  • kc | 198.71.214.79 | ১৪ জুলাই ২০১৪ ০৪:০১644317
  • ভাগ্যিস রেফারি চোখ বুজে ছিল। হলে এই ৭-১ দেখতে পেতাম না।
  • lcm | 60.247.118.35 | ১৪ জুলাই ২০১৪ ০৪:০৬644318
  • ২০১৮ তে রাশিয়া যাবো/ পুতিন বলে দিয়েছে ভিসা লাগবে না/
  • skm | 108.199.50.19 | ১৪ জুলাই ২০১৪ ০৪:১৫644319
  • মেস্সী এর থেকে রব্বেন অনেক ভালো খেলেছে এই টুর্নামেন্ট ae।
    রেফ আর্জেন্টিনা কে ফাভুর korchhilo
  • aranya | 78.38.243.218 | ১৪ জুলাই ২০১৪ ০৮:০১644320
  • জায়ান্টস অব ব্রাজিল সিনেমাটার কথা মনে পড়ল, লসাগু-র লেখা পড়ে।
    আর্জেন্টিনা হারায় দুঃখ পেলাম, তবে জার্মানি আজ যোগ্য দল হিসাবেই জিতেছে, নো ডাউট।
    কনগ্রা টু জার্মানি সাপোর্টারস
  • lcm | 118.91.116.131 | ১৪ জুলাই ২০১৪ ০৯:২৯644321
  • ১৯৯৮ এর পর মাঝের তিনটে বিশ্বকাপ (২০০২, ২০০৬, ২০১০) তেমন ভালো লাগে নি। ২০১৪-র এবারে দারুণ হয়েছে। ১৭১টা গোল হয়েছে। ১৯৯৮-এর বিশ্বকাপেও ঠিক ১৭১ টা গোলই হয়েছিল।
  • b | 135.20.82.164 | ১৪ জুলাই ২০১৪ ০৯:৩৬644322
  • আমেন টু দ্যাট।
    ১৯৮৬-র বিশ্বকাপ নিয়ে নীরেন চক্কত্তির একটা কবিতা বেরিয়েছিলো। আনন্দমেলায়।

    আছে কারুর কাছে?
  • de | 69.185.236.51 | ১৪ জুলাই ২০১৪ ১৩:০৭644324
  • কালকে দশটায় ২৪ ঘন্টার খাস খবরের পর থেকেই জানি জার্মানী হয়তো জিতছে - সেখেনে মদ-অন মিত্তির ফিরিস্তি দিচ্ছিলেন - " সকালে উঠে আদ্যাপীঠে উপোস করে পুজো দিয়েচি, তারাপীঠে পুজো পাঠিয়েচি, তারপর গেছি লোকনাথ বাবার মন্দিরে, সেখানে যজ্ঞ হচ্ছে, তারপর এই এইমাত্তর দক্ষিনেশ্বর আর কালীঘাটে বলে এলাম " মা মেসিকে গোল দাও"! মেসি গোল পেলে আমরা বড় করে উৎসব করবো!" এর পরে একে একে তিনোদের নানা নেতা - "কলকাতার রং এখন নীল-সাদা, আমাদের টিম তাই আর্জেন্টিনা"!

    এইসব শুনেটুনে গা-পিত্তি জ্বলে যাচ্ছিলো - তখনই বল্লাম, আজ ঠিক জার্ম্মানী জিতবে, ভালো হবে, জিতলে পর এগুলোর মুখে আবার স্টেটমেন্ট শুনতে হবে যে এইসব পুজো-টুজো দিয়েই এরা মেসিকে জিতিয়ে দিলো! কুঁড়ে আর অপোগন্ড কতগুলো কুসংস্কারাচ্ছন্ন লোকের বাতেলা অ্যাট লিস্ট শুনতে হোলো না!

    মেসি আর হিগুয়াইন যে রেটে সুযোগ নষ্ট করেছে, তাতে এটা হওয়ারই ছিলো। জার্মানরা বেটার টিম হিসেবেই জিতেছে। গোয়েট্‌সের গোলটা অসাধারণ!

    খেলাটা দেখতে খুব ভালো লেগেছে। সেটাই তো বড় কথা - সাপোর্টার ইঃ তো মজারই জন্য। নাহলে এমনি খেলা খেলতে আমাদের দেশের এখনো কতোদিন অপেক্ষা করতে হবে তা কে জানে? কতো সুন্দর আড্ডা হোলো সবার সাথে এই বিশ্বকাপ উপলক্ষে। সেটাও বড় পাওনা। দিনশেষে সেটুকুই হাতে থাক, তিক্ততা মুছে যাক!
  • dri | 52.104.13.39 | ১৪ জুলাই ২০১৪ ২২:৩৭644325
  • গোল্ডেন বল রিসিভ করার সময় মেসিকে খুব আনিজি লাগছিল। মনে হয় ওর নিজেরও মনে হচ্ছিল ও ওটা ডিজার্ভ করে না।

    নক আউট স্টেজে যে গোলগুলো দেখলাম তার মধ্যে মনে থেকে গেল তিনটে গোল। হামেশের, ইউ এসের, এবং ফাইনালের গোল।

    এবার ইন জেনারাল গোলকীপিংএর স্ট্যান্ডার্ড খুব ভালো ছিল।

    মেক্সিকো, চিলি, কলাম্বিয়া, আলজিরিয়া, কোস্টারিকার সীমিত ক্ষমতার এফর্ট ভালো লাগল।

    আর জার্মানীর কৃষিকাজও খুব সুন্দর, ইওরোপের মধ্যে বেস্ট।
  • | ১৪ জুলাই ২০১৪ ২২:৪০644326
  • dri | 52.104.13.39 | ১৪ জুলাই ২০১৪ ২৩:২২644327
  • দেয়ার ইজ নো পয়েন্ট বিটিং দা ডেড হর্স।

    ব্রাজিলকে এখন একটু একা থাকতে দিতে হবে।
  • কল্লোল | 125.242.151.170 | ১৪ জুলাই ২০১৪ ২৩:৩৯644328
  • একটা কথা বলি। ১৯৮২র ব্রাজিল বিশ্বকাপ জেতেনি। তো? আজকে টোস্টাও ঠিক বলেছে। ব্রাজিলের নিজস্ব ফুটবল সংষ্কৃতি ফিরিয়ে আনতে হবে। এইতো ২০১৮র বিশ্বকাপে ইউরোপের দলগুলো প্লেয়ার ছাড়বে না বলছে। একদম ঠিক সিদ্ধান্ত। আমার টাকা দিয়ে কেনা ক্রীতদাস। সে দেশের হয়ে খেলে চোট পাবে আর আমি ভুগবো। নো ওয়ে।
    লাও এবার দেশের মাটিতে খেলা প্লেয়ার তোলো।
  • Bhagidaar | 216.208.217.6 | ১৪ জুলাই ২০১৪ ২৩:৪০644329
  • ওরে টিমটা পাঁচবার জিতেছে রে! সবথেকে বেশি বার!
  • Arpan | 125.118.28.3 | ১৪ জুলাই ২০১৪ ২৩:৪২644330
  • ধুর ও কিছু না। প্লাতিনি এলে সব ঠিক হয়ে যাবে।
  • dri | 52.104.13.39 | ১৪ জুলাই ২০১৪ ২৩:৫৫644331
  • অবশ্যই।

    ব্রাজিল আবার জগতোসভায় শ্রেষ্ঠো আসনো লবে।

    কোশ্চেনটা হল, কবে?
  • Arpan | 125.118.28.3 | ১৫ জুলাই ২০১৪ ০০:১০644332
  • আগে ব্রাজিল কোপা টার্গেট করুক, ব্রাজিলের টিমগুলো কোপা লিবের্তাদোরেসে (ইওরোপের চ্যাম্পিয়ন্স লিগের ইকুইভালেন্ট) বেটার পারফার্ম করুক। এখন খেলা হলে উরুগুয়ে, কলম্বিয়া আর আর্জেন্তিনা সবাই ব্রাজিলের থেকে এগিয়ে থাকবে।

    আর জার্মান মডেল ফলো করুক। স্টাইল না, ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের। ইউরো ২০০৪-এ হতকুচ্ছিত ফলের পরে ফোলারকে সরিয়ে ক্লিন্সম্যান আর লো-কে আনা হয়, কিন্তু তার পরেও দাঁত কামড়ে দশ বছর পরে থাকার পরে তবে মেজর ট্রফি জিততে পেরেছে। মাঝে অগুন্তি সেমিফাইনাল আর ফাইনালে হেরেছে, তবে অধৈর্য হয়নি একবারও।
  • Arpan | 125.118.28.3 | ১৫ জুলাই ২০১৪ ০০:১১644333
  • * পড়ে
  • hehe | 131.241.218.132 | ১৫ জুলাই ২০১৪ ১৩:২৪644335
  • মারাদোনা নিজেই খাঁটি কথা বলেছে যে এই ওয়ার্ল্ড কাপ এ মেসি কে গোল্ডেন বল দেওয়া উচিত হয় নি ওটা ফিফার বিজনেস পলিসি , নক আউট স্টেজে আটকে গেছে , রবেন মুলার বা রডরিগেজ এর পাওয়া উচিত ছিল ইত্যাদি। হার্জেন্তিনা সমর্থক রা কিছু বলবে তাদের ঈশ্বরের এই বক্তব্য সম্পর্কে ?
  • j | 230.227.106.153 | ১৫ জুলাই ২০১৪ ১৭:১০644336


  • @lufthansa
    The best extra weight we've ever carried!
  • pinaki | 90.254.154.105 | ১৫ জুলাই ২০১৪ ১৯:২০644337
  • রবেন, মুলার পেলে মেসিও পায়। রবেন বা মুলার মেসির চেয়ে বিশাল কিছু আলাদা করে দেখিয়েছে এমন নয়। হামেস বা কোনো গোলকীপারের পাওয়া উচিৎ ছিল। আমরা আসলে মেসির পারফর্ম্যান্সকে মাপার সময় অনেক বেশী এক্সপেক্ট করছি, মারাদোনার ৮৬ র সাথে তুলনা করছি বলে আমাদের মানতে বেশী অসুবিধে হচ্ছে। গ্রুপ লীগের তিনটেতেই আর্জেন্টিনা মেসির জন্য উৎরেছে। প্রি কোয়ার্টারেও মেসির পাসে ফিনিশ হয়েছে। সেমিফাইনাল ফাইনাল দিমারিয়া খেলে নি। রবেন বা মুলারের পাশে যারা আর মেসির পাশে যারা - এদুটোর কোনো তুলনাই হয় না দিমারিয়া না থাকলে। কাজেই রবেন বা মুলার যোগ্যতর এমন ভাবার কোনো কারণ দেখি না। ঠিক হত হামেসকেই যদি দেওয়া হত। বুট + বল - দুটৈ।
  • robu | 122.79.37.45 | ১৫ জুলাই ২০১৪ ১৯:৫৯644338
  • অথবা মাসচেরানো।
  • robu | 122.79.37.45 | ১৫ জুলাই ২০১৪ ২০:০১644339
  • সবচেয়ে ভালো এন্টারটেনারকে দিতে হলে ফ্রেডকে দিতে পারত।
  • aranya | 154.160.226.53 | ১৬ জুলাই ২০১৪ ০৫:৫৪644340
  • একটা কথা মনে হয় - শকার এখন কন্ট্রোল করছে ইউরোপের ক্লাবগুলো, যেহেতু তাদের হাতে টাকা আছে। ব্রাজিল, আর্জেন্টিনা ইঃ ল্যাটিন আম্রিগান দেশ থেকে প্রতিভাধর ইয়ং প্লেয়ার-রা ইওরোপের ক্লাবে খেলতে যায়, সেখানে কোচেরা ইউরোপিয়ান স্টাইলে খেলা শেখান, ক্রিয়েটিভিটি, ইম্প্রোভাইজেশন - ইঃ তে জোর কম।
    ব্রাজিল, আর্জেন্টিনা-র নিজস্ব যে খেলার স্টাইল ছিল, সেই জোগো বোনিতো, সুন্দর ফুটবলের পুনর্জন্মের কোন আশা নেই, যদি না ঐ দেশগুলোর ক্লাব ফুটবলে টাকা আসে, লোকাল লীগ শক্তিশালী হয়

    - এটা ভাটে লিখেছিলাম, এখানেও থাক। ক্লাব ফুটবল যারা ফলো কর, তাদের কি পর্যবেক্ষণ?
  • কল্লোল | 111.59.21.204 | ১৬ জুলাই ২০১৪ ০৬:১৭644341
  • আমি খুব ক্লাব ফুটবল দেখি না। তবে আমার মনে হয় এটা একটা সামাজিক-দার্শনিক প্রশ্ন। পেলে, গ্যারিঞ্চা, টোস্টাওরা বিদেশে বহু টাকার প্রস্তাব পেয়েও যাননি। পেলে গেলেন, অনেক টাকাতেই গেলেন কসমসে, কিন্তু অবসরের পর। আর ইউএসএতে ফুটবল জনপ্রিয় করার উদ্দেশ্য নিয়ে। পরে বেকেনবাউয়ারও গেছেন সেখানে।
    এই যে জিকো সক্রেটিসের প্রজন্ম পর্যন্ত একদল খেলোয়ার (মূলতঃ তৃতীয় বিশ্বের) অনেক টাকার হাতছানি উপেক্ষা করেছেন, তার পিছনে উন্নত বিশ্বের বিরুদ্ধে তৃতীয় বিশ্বের রাজনৈতিক লড়াইয়ের পরোক্ষ ভূমিকা প্রবল।
    ৮০র দশকে এসে এই চিন্তা পিছু হটে ও বিশ্বায়নের দর্শন চলে আসে। ফলে তৃতীয় বিশ্বের খেলোয়ারেরা ইউরোপে আসতে শুরু করে। তখন থেকেই লাতিন আমেরিকার ফুটবল দর্শন পাল্টাতে থাকে। ব্যাতিক্রম মারাদোনার আর্জেন্টিনা। সেটা শুধু ব্যক্তি মারাদোনার জন্যই। তখন থেকেই ব্রাজিলের কোচেরা - "সুন্দর ফুটবল" ছেড়ে "জেতার ফুটবল"এর কথা বলতে শুরু করেন। জেতেনও কখনো কখনো। কিন্তু ভুলে যান, সেই সব জিতের পিছনে রোমারিও-বেবেতো-রোনাল্ডো-রোনাল্ডিনিহো-রিভাল্ডোদের শৈল্পিক অবদান।
    ফলে ব্রাজিলের পুরোনো ফুটবল ফিরে আসার সম্ভাবনা বেশ কম। ব্রাজিলকে নতুন ফুটবলে মানিয়ে নিতে হবে। না হলে ব্রাজিল "ফুটবলের ওয়েস্ট ইন্ডিজ" হয়ে রয়ে যাবে।
  • lcm | 118.91.116.131 | ১৬ জুলাই ২০১৪ ০৮:২৫644342
  • ১৯৭০-এর পরে অনেকদিন ধরে 'সুন্দর' ফুটবল খেলার ২৪ বছর পরে ১৯৯৪-এ ব্রাজিল বিশ্বকাপ পায় - একটু 'অসুন্দর' খেলে ।

    ১৯৮২/১৯৮৬-র ব্রেজিলের কয়েকটা ম্যাচ্কয়েক বছর আগে আবার দেখলাম। পুরো খেলা বসে দেখলাম। এখন আর তত মোহময় লাগল না। হাইলাইট্স গুলো দেখলে হেব্বি লাগে। কিন্তু পুরো খেলা দেখলে অসাধারণ কিছু মনে হয় না। ১৯৭৮, ১৯৮২, ১৯৮৬-র ব্রেজিল/আর্জেন্টিনার খেলাগুলো - দেখবেন সেই অসাধারণত্ব পাচ্ছেন না।

    অনেক সিনেমা বা গপ্পো যেমন আবার এখন দেখলে/পড়লে সেই মুগ্ধতা আর পাওয়া যায় না - তেমন আর কি।

    টাকা শিল্প, সৃজনশীলতা নষ্ট করে দেয় - এটা এত জেনেরিক ভাবে বলা যায় না।

    আগে সব কিছু ভালো ছিল - অতটা জেনারেলি বলা যায় না।
    বাজে খেলা, গান, ছবি, সাহিত্য, শিল্প আগেও হয়েছে। উইথ অর উইদ`আউট মানি।
  • j | 230.227.106.153 | ১৬ জুলাই ২০১৪ ০৮:৩৫644343
  • "বাজে খেলা, গান, ছবি, সাহিত্য, শিল্প আগেও হয়েছে। উইথ অর উইদ`আউট মানি।"

    হক কথা
  • b | 24.139.196.8 | ১৬ জুলাই ২০১৪ ০৮:৪৯644344
  • ক্রিয়েটিভিটি, ইম্প্রোভাইজেশন এসব ইউরোপিয়ান ফুটবলে নেই? ডি স্তেফানো, বেস্ট, ইউসেবিও, পুসকাস বাদ দিন, হালের রবেন, ভ্যান পার্সি, কিম্বা রোনাল্ডোকে দেখে কখনো তো মনে হয় নি ক্রিয়েটিভিটি এক্কেবারে গোল্লায় গেসে। হ্যাঁ, গ্রীসের খেলা দেখলে মনে হয় বটে, একদল স্পার্টান থার্মোপিলির ময়দানে নেমেছে।
  • lcm | 118.91.116.131 | ১৬ জুলাই ২০১৪ ০৯:০০644346
  • একদম ঠিক। ইওরোপীয় ফুটবলেও সৃষ্টিশীলতা অবশ্যই আছে।

    টিম গেমে ব্যক্তিগত দক্ষতা থাকবে, তবে ঐ লিজেন্ডারি ব্যাপার স্যাপার দিনে দিনে কঠিন হয়ে উঠবে। এখন প্রত্যেকের প্রত্যেকটি মুভ অপর পক্ষ নিরন্তর বিশ্লেষণ করে চলেছে।

    মনে রাখতে হবে ব্রেজিলের যে সময়ের খেলাকে সোনার সময় বলা হচ্ছে, তখনও কিন্তু দলগত নৈপুণ্য নিয়েই পরীক্ষা নিরীক্ষা হয়েছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন