এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.160.226.53 | ১৬ জুলাই ২০১৪ ০৯:০৫644347
  • 'ক্রিয়েটিভিটি, ইম্প্রোভাইজেশন এসব ইউরোপিয়ান ফুটবলে নেই' - এ কথা বলতে চাই নি। ইউরোপে ক্লাব কোচেরা কিভাবে ট্রেনিং করান - কতটা একক ড্রিবলিং এনকারেজ করেন, ফর একজাম্পল, এই লাইনে ভাবছিলাম।
    লসাগু-র পয়েন্ট-টা ভাল -পুরনো খেলাগুলো আবার দেখতে হবে
  • Arpan | 125.118.36.98 | ১৬ জুলাই ২০১৪ ১০:৩৫644348
  • নতুন নতুন ফর্মেশন চিন্তাভাবনা তো ক্লাব ফুটবলেই উঠে আসে। দেশের হয়ে একসাথে প্লেয়াররা ক্যাম্পে থাকে বড় জোর মোটে একটা মাস।

    হ্যাঁ, একটা ব্যপার ঠিক এখন যে দুটো দেশ গত কয়েক বছর ধরে টপ টুর্নামেন্টগুলোতে সবচেয়ে সাফল্য পেয়েছে, স্পেন আর জার্মানি, লক্ষ করলে দেখা যাবে তাদের টিম একটা বা দুটো মেজর ক্লাবের প্লেয়ারেই বোঝাই করা। তাদের মধ্যে বোঝাপড়াটাও তাই বাকিদের থেকে ভালো। এই সময়ে দেখলাম লিখেছে বায়ার্নে জেনেবুঝেই গুয়ার্দিওলাকে রিক্রুট করেছিল যাতে স্পিড আর পাওয়ারের সাথে পাসিং ফুটবল মিশে দলের খেলা আও ধারালো হয়। এইবার জার্মান টিমে বায়ার্নের ক'জন প্লেয়ার খেলে সে তো সবাই জানে। ইংল্যান্ড আর ইতালির লিগ নামকরা হলেও বার্সা বা বায়ার্ন মডেল সেখানে ফলো হয়নি, কাজেই দেশের সাফল্যও নেই।

    আর ব্যক্তিগত নৈপুণ্য অন্য জিনিস। সেটা কোচিং করে ডেভেলপ করা যায় না। আর কোচেরা যতই ফর্মেশনে বা ট্যাকটিক্সে জোর দিক, সবাই ভালো করে জানে একটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা জাটান ইব্রাজিমোভিচ না থাকলে টিমে এক্স-ফ্যাক্টর আসে না। এমনকী এলএম১০-ও জন্মসূত্রে আর্জেন্তিয়ান হলেও ছোট থেকেই ফুটবল শিখেছে ইওরোপে।

    ব্রাজিল নিয়ে এত হা-হুতাশের কারণ হল ছিল আল্টিমেট স্কিলফুল প্লেয়ারদের সাপ্লাই লাইন (এই কিছুদিন আগে রোনাল্ডিনহো বা কাকা বা এখনকার নেইমার অব্দি)। একটা সময় এমনো গেছে ব্রাজিলের সিনিয়র টিম আর এ-টিম দুটোকেই খেলতে দিলে দুটো টিমই ফাইনালে ওঠার ক্যাপা রাখত। এখন স্বাভাবিক নিয়মেই তাতে সাময়িক বিরতি পড়েছে, তাই এত চোখে লাগছে। সে তো শুনেছি ৭০-এর জায়ান্টরা রিটায়ার করার পরে ৭৪ সালের টিমও ঝুল ছিল।
  • Arpan | 125.118.158.191 | ১৬ জুলাই ২০১৪ ১০:৪০644349
  • (প্রচুর টাইপো, মোবাইল থেকে লেখার এই মুশকিল) ঃ(
  • ঊমেশ | 90.254.147.148 | ১৬ জুলাই ২০১৪ ১৪:২৪644350
  • আমি ১৯৯৪ এ রোমারিও'র জন্যে ব্রাজিল কে সাপোর্ট করা ছাড়া ১৯৮৬ থেকে কোনোদিন ব্রাজিল কে সাপোর্ট করিনি।

    তবে, ব্রাজিলের খেলা দেখতে আমারও ভালো লাগতো।
    আমার মনে হয়, এতো বাজে ব্রাজিলের খেলা কোনোদিন দেখিনি।
    প্রথম থেকে বলছি, যে টিমে হাল্ক, ফ্রেড এর মতো প্লেয়ার প্রথম টিমে চান্স পায়, রামিরেজ, জো এর মতো প্লেয়ার টিমে চান্স পায়, তারা আর যায় হোক, আমার চেনা ব্রাজিল টিম নয়।
  • + | 213.110.243.22 | ১৬ জুলাই ২০১৪ ১৫:০৯644351
  • অপ্পণদাকে ক্ক
  • + | 213.110.243.22 | ১৬ জুলাই ২০১৪ ১৫:৩৬644352
  • ব্রাজিলের যদি নেক্স্ট জেনারেশন ভাবা যায় তারা বোধহয় আগের ব্রাজিলকে ফিরিয়ে অনতে পারবে

    নেইমার-অস্কার-লুকাস মৌরা-কুটিনহো-বার্নার্ড

    পরের বিশ্বকাপের ব্রাজিলের খেলা নিয়ে হাহুতাশ করতে হবেনা বোধহয়, জিতুক না জিতুক, কয়েকজন ব্রাজিলিয়ানের খেলা দেখতে পাব
  • নেতাই | 131.241.98.225 | ১৬ জুলাই ২০১৪ ১৬:১০644353
  • সবাইকে ক
  • de | 69.185.236.51 | ১৬ জুলাই ২০১৪ ১৬:২৪644354
  • নেতাইকে ক
  • ranjan roy | 24.98.31.254 | ১৬ জুলাই ২০১৪ ১৯:১৯644355
  • দে কে ক!
  • fan | 127.194.40.243 | ১৬ জুলাই ২০১৪ ২১:৪১644357
  • "ইউরোপে ক্লাব কোচেরা কিভাবে ট্রেনিং করান - কতটা একক ড্রিবলিং এনকারেজ করেন" - ইউরোপে "টিম" হিসেবে খেলতে শেখায়।পাস ,হেড ,রান এগুলো শেখায় , সঙ্গে যোগ করুন স্পিড আর স্টামিনা -এটাই আধুনিক ফুটবল। আর ড্রিবলিং ? জর্জ বেস্ট বা ক্রুয়েফের খেলা নাই বা তুললাম, রবেন বা CR7 যখন প্রচন্ড গতিতে কাটিয়ে বেরিয়ে যায় দেখেছেন ? ফাইনাল এ সয়েনস্টাইগার মাঝমাঠ জুড়ে যে মাপা পাশ দিয়ে গেল আবার মেসির থেকে বল কেড়ে ডিফেন্স ও করলো সেটা কোনো স্কিল নয় ?ফাইনাল এর মারিও গতজে বা কয়েকটা বিশ্বকাপ আগের আর্জেন্টিনার বিরুদ্ধেই করা দেনিস বার্গক্যাম্প এর গোল মনে করুন -সেটা স্কিল নয় ? ল্যাটিন আমেরিকা ফুটবলার কে সর্বদা বেশি সুপিরিয়র ভাবা হবে কেন ?
  • + | 213.110.243.23 | ১৬ জুলাই ২০১৪ ২২:৩৬644359
  • আবার একটা ক্ক
  • Arpan | 125.118.159.165 | ১৬ জুলাই ২০১৪ ২২:৩৬644358
  • যারা ক্লাব ফুটবলের উত্তেজনা কাকে বলে জানেন না তারা দেখে ফেলুন।





  • নেতাই | 132.177.250.249 | ১৬ জুলাই ২০১৪ ২৩:৫৯644360
  • আবারো সবাইকে ক
  • দ্রি | 52.104.12.171 | ১৭ জুলাই ২০১৪ ০০:১৫644361
  • আমার সবাইকে দেওয়ার মত অ্যাতো ক নেই। সীমিত সামর্থে আমি ফ্যানকে একটি ক দেব, ঐ শোয়াইনস্টাইগারের ব্যাপারে।

    ফাইনালে যদি একটি প্লেয়ারকে বাছতে হয়, সে হবে শোয়াইনস্টাইগার। মেসি, আমি শিওর জীবনে অনেক ভালো খেলেছে, খুব ভালো কাটায়।

    কিন্তু এই ইম্পর্ট্যান্ট ম্যাচে, শোয়াইনস্টাইগার ওয়াজ বেটার। বড় ম্যাচে যারা ভালো খেলে তারা আমার চোখে স্পেশাল।
  • Arpan | 125.118.72.120 | ১৭ জুলাই ২০১৪ ০০:১৭644362
  • দ্রিকে ক্ক।

    বেকেনবাওয়ারকে খেলতে দেখিনি, কিন্তু বুড়ো হয়ে বলতে পারব সোয়েনস্টাইগার বলে একটা প্লেয়ার ছিল আমাদের সময়ে।
  • def | 125.112.74.130 | ১৭ জুলাই ২০১৪ ১০:১৪644363
  • ইওরোপে ছোটবেলা থেকে অনেক মেথদিকালি ফুটবল খেলতে শেখায় ।টিম গেম কিভাবে টিম হয়ে খেলতে হয় শেখায় ।পাস ,শট,হেড, ফিস্ট ,ফ্রিকিক, মার্কিং ,ক্লিয়ারেন্স , উইথ / উইদাউট দা বল রান সব ধরে ধরে শেখায়। আর এখন কম্পিউটারে প্রতিপক্ষর খেলা দেখে অঙ্ক কষা স্ট্রাটেজি বেরিয়ে যায় কাকে কোন ওষুধে আটকানো যায় ,বড় ম্যাচে মেসি দের একক ড্রিবলিং এ পাঁচ জন কে কাটিয়ে গোল করার দিন শেষ , ওসব পুরনো স্টাইল যখন ফুটবল অনেক স্লো ছিল ।
  • lcm | 118.91.116.131 | ১৭ জুলাই ২০১৪ ১০:৪৩644364
  • হ্যাঁ, এই স্লো খেলার কথায়...
    মূলার সাতটা ম্যাচে মোট ৮৪ কিমি দৌড়েছে, এর মধ্যে বল নিয়ে ৩৪ কিমি... প্রথম পাঁচ জন যারা বেশী দৌড়েছে তাদের মধ্যে চার জন জার্মানির। আর একজন হলেন আর্জেন্তিনার মাসচেরানো।

    স্লো স্পিডে ড্রিবলিং এখন শুধু কঠিন নয়, অবাস্তবও বটে। স্পিডের ওপর ড্রিবল না হলে প্লেয়ার কাটবে না। কিন্তু স্পিড তোলার জন্যে জায়গা চাই। অর্থাৎ, খানিকটা না দৌড়োলে তো স্পিড উঠবে না, বা বল ছাড়া দৌড়ে এসে বল ধরে ড্রিবল। বল নিয়ে স্পিড তোলার মতন জায়গা এবার মেসি সব সময় পায় নি। আর ফরোয়ার্ড ড্রিবলিং-এর জায়্গা তো আরো কম। এরই মধ্যে মেসি যেটার চেষ্টা করছিল, সাইড ড্রিবলিং, গোলের দিকে না গিয়ে গোলের প্যারালাল যেতে যেতে যদি গোলে শট নেবার মতন অ্যাঙ্গল পাওয়া যায়। ছোটো জায়গার মধ্যে ড্রিবল আজকাল দেখা যায় না, তার কারণ এখন অন-অ্যান-অ্যাভেরেজ খেলায় স্পিড বেশী। সব খেলায় নয়।
    ফাইনালের প্রথমার্ধে, বেশ স্পিডে খেলা হয়েছিল, দ্বিতীয়ার্ধে একটু স্লো হয়ে যায়। দমও তো লাগে। জার্মানি-ঘানা র সেকেন্ড হাফ দারুণ স্পিডে খেলা হয়েছিল। আক্রমণ প্রতিআক্রমণে ভরপুর। গোল না হলেও এমন গতিশীল খেলা আকর্ষক তো বটেই।
  • + | 213.110.243.22 | ১৭ জুলাই ২০১৪ ১৫:১৪644365
  • নতুন ফিফা র‌্যাঙ্কিং

    1Germany
    2Argentina
    3Netherlands
    4Colombia
    5Belgium
    6Uruguay
    7Brazil
    8Spain
    9Switzerland
    10France
    11Portugal
    12Chile
    13Greece
    14Italy1056
    15USA989
    16Costa Rica
    17Croatia
    18Mexico
    19Bosnia and Herzegovina
    20England

    ভারত ১৪৪ up-3
  • j | 230.227.106.153 | ১৭ জুলাই ২০১৪ ১৫:২৯644366
  • ৭ আর ব্রাজিলের পিছু ছাড়ছে না

    নিউমেরোলজিতে এইবার বিশ্বাস করিয়েই ছাড়বে দেখছি !
  • ঊমেশ | 90.254.147.148 | ১৮ জুলাই ২০১৪ ১১:৫১644368
  • মেসি'র গোল্ডেন বুট নিয়ে আমার মতঃ

    গোল্ডেন বুটের জন্যে যে নাম গুলো শর্ট লিস্ট হতে পারতো।
    শোয়ান-টাইজার, মুলার, নেইয়ার, রবেন, মাসচেরানো, মেসি, নেইমার আর জেমস রডগ্রিজ। বাকি কেউ আছে কি?

    এবার কাট-ছাট করা যাক।
    জেমস এর টিম সেমি তে আসেনি, বাদ

    রবেন, ডাইভার হিসাবে অনেক দিন থেকে বদনাম, এমন কি এবারের টুর্নামেন্ট এ করেছে, স্বীকারও করেছে, আমার মনে হয় এমন একটা সম্মান এরকম দাগী-মাল কে ফিফা দিতে চাইনি, বাদ

    নেইমার, বাদ

    শো'জার, সব ম্যাচ খেলেনি, এটা কারন হতে পারে, বাদ।

    নেইয়ার, গোল্ডেন বল পেয়েছে, কাপ পেয়েছে, তাই আর কিছু দেবো না, এটা কারন হতে পারে, বাদ

    এবার মাস'নো, মেসি আর মুলার মোটামুটি এক জায়গা তে, কিন্তু এদের মধ্যে মেসি কিছু ক্রিটিকাল সময়ে গোল করে টিম কে বাঁচিয়েছে, তাই বাকি দুজনের থেকে একটু এগিয়ে, তাই ওকেই বুট।

    পুরোটাই আমার নিজের মত, তাই অনেকের সাথে নাও মিলতে পারে।
  • + | 213.110.243.23 | ১৮ জুলাই ২০১৪ ১৩:৫২644369
  • বুট নয় বল

    ক্রিটিকাল সময়ে ম্যাচ বাঁচালো বিষয়ে দু-চার পয়সা

    মেসি ক্রিটিকাল সময়ে ম্যাচ বাঁচিয়েছে নাইজেরিয়া ম্যাচে

    মাসচারেনো ক্রিটিকাল সময়ে ম্যাচ বাঁচিয়েছে সেমিতে শেষ মূহুর্তে রবেনকে ট্যাকল করে, এছাড়াও অজস্রবার

    শো'জার প্রথম দুম্যাচ হাফ টাইম থেকে খেলেছে, বাকি সব ম্যাচ ফুল

    সোনাল বলের ক্ষেত্রে বড় ম্যাচে পারফর্মেন্সটা মাপকাঠি হওয়া উচিত ছিল।
  • ঊমেশ | 90.254.147.148 | ১৮ জুলাই ২০১৪ ১৪:২০644370
  • শোয়া'জার সব ম্যাচ খেলেনি, পর্তুগাল ম্যাচে ছিল না। কোয়ালিফাইং ম্যাচের কার্ড সমস্যা হতে পারে।
    মেসি ইরান ম্যাচেও ক্রিটিকাল সময়ে গোল করেছিল।

    এটা ভালো করে জানো, গোল করাটা ফুটবলে একটা দারুন ক্রেডিট ধরা হয়। সারা ম্যাচ ভুল-ভাল খেলে শুধু একটা গোল করে ম্যান-অফ-দ্য-ম্যাচ হয়েছে এরকম অনেক অনেক উদাহরণ আছে। এটাই মনে হয় মাসচেরানো'র থেকে মেসি কে এগিয়ে রেখেছিল।
  • ঊমেশ | 90.254.147.148 | ১৮ জুলাই ২০১৪ ১৪:২৫644371
  • আর একটা কথা,
    মেসি কে গোল্ডেন বল দেবার মুহুর্তে আমিও একটু অবাক হয়েছিলাম।
    তারপর ভাবতে বসলাম, মেসি না পেলে আর কে পেতে পারতো। কার মুখের খাবার মেসি কে দেওয়া হলো।

    ভেবে ভেবে উপরের সিদ্ধান্তে পৌঁছলাম।
  • + | 213.110.243.23 | ১৮ জুলাই ২০১৪ ১৬:১৮644372
  • Another Exclusive news for All of you , If Sources to be believe then

    Bengaluru FC will be have Fly Emirates as their main sponsor for 2014-15 Season .

    So After Puma Deal , Another Amazing Deal from BFC Management.
  • Arpan | 52.107.175.155 | ১৮ জুলাই ২০১৪ ১৭:০৬644373
  • এদিকে চিটফান্ড বন্ধ বলে কলতলার ক্লাবকর্তাদের কান্নাকাটি এখনো চলছে।

    আগামীদিনের আইলিগগুলো বিএফসিতে ঢুকলে অবাক হব না।
  • ঊমেশ | 90.254.147.148 | ১৮ জুলাই ২০১৪ ১৯:৪৪644374
  • গোয়া বাদ দিলে ভারতে সবথেকে বেশী ফুটবল উন্মাদনা কলকাতাতে।
    তবুও নাইকে, এডিডাস, পুমা'রা কলকাতা'র ক্লাব গুলোর সাথে ডিল করে না কেন?
    ভালো বাজার নেই বলে কি? সাপোর্টার দের ক্রয় ক্ষমতা কম?

    কিংফিসার না থাকলে তো কলকাতা'র ক্লাব গুলো বন্ধ হয়ে যেত!!!!
  • Arpan | 125.118.157.123 | ১৮ জুলাই ২০১৪ ২০:০৮644375
  • পরিকাঠামো তৈরি না হলে আর পেশাদার কর্তা না আসলে আদিদাস ছাড়ো, শ্রীলেদার্সও আসবে না। চিটফান্ড বাদে ঐ এক চিরাগ এসেছিল তাকেও নবাব কুন্ডুরা টিঁকতে দেয়নি।

    বিএফসির নিজেদের ওয়েবসাইট থেকে মার্চেন্ডাইজ বিক্রির ব্যবস্থা আছে। স্টেডিয়ামে ইয়ং ছেলে এবং মেয়েরা (ইয়েস আলাদা করে লিখলাম) ভিড় করে ক্লাবকে সাপোর্ট করতে আসে। কলকাতায় এগুলো কখনো হবে সুপর্ণা?
  • + | 213.110.243.23 | ১৮ জুলাই ২০১৪ ২০:৪৮644376
  • চিরাগ টিকেছিল, কারণ নবাবের অ্যাটিচিউড ভালো, কিন্তু চিরাগই তারপর প্রায় উঠে গেছে। চিরাগের সমস্যা কোলকাতায় ওদের সেল ভ্যালু নেই, সবাই মোবা-ইবে করে নাচে

    আর মোবা-ইবের ফুটবল টিম তো ইউবির কাছে বিক্রি। চাইলেও কেউ কিছু করতে পারবেনা ইউবি পার্মিশন না দিলে, যদিও কিছু করার ইচ্ছাও এদের নেই। ক্রয় ক্ষমতা কম নয়, তাদের কাছে পৌঁছালে তো?
  • + | 213.110.243.23 | ১৮ জুলাই ২০১৪ ২০:৫৪644377
  • আর ইবে-মোবা ম্যাচে এখন প্রচুর মেয়ে আসে, ইয়ং ছেলেও আসে, মানে আমাদের বয়েসী কলেজ স্টুডেন্ট, শুধু নিম্ন বা মধ্যবিত্যই নয়, পয়সা-ওলা ঘরের ছেলেরাও আসে। কিন্তু ক্লাবকর্তাগুলোর হাব-ভাব যে রেটে নামছে, তাতে কিছু ইন্টারেস্ট আর থাকেনা।

    আর এখনো কোলকাতার মাঠে যে ভাষায় গালাগালি চলে, মেয়েদের কেন আমাদেরই প্রবলেম হয়। আমরা ফ্যান ক্লাব যখন শুরু করেছিলাম ২০০৩ নাগাদ, মাঠে একটা নির্দিষ্ট জায়্গায় বসে গান গাওয়া, স্লোগান বা পোস্টার, এসব করা হয়েছিল, কিছুদিন, কিন্তু ফল কি হল? মোবা ক্লাবের কিছু আধা কর্তা ভেবেছিল যে এরা বোধহয় অন্যো লবির (বলরাম-বাবলু) লোকেদের ভোটে জেতাবে বলে এসব করছে। ব্যাস, কয়েকজনের মগজ ধোলাই করে পুরো কাজটা বন্ধ। এরপর আমার মত অনেকেই এসব থেকে কেটে গেলাম।

    দোষ অনেক কিছুরই, শুধু কর্তাদেরই নয়, আমাদের মত সমর্থকদেরও আছে।

    btw এখানে সুপর্ণা কেসটা কি ?? অপ্পণদা?
  • Arpan | 125.118.76.215 | ১৮ জুলাই ২০১৪ ২০:৫৮644379
  • ও কিছু না। সুপর্ণা বলে একজন অনেকদিন আগে শীতকালে বয়ফ্রেন্ডের সাথে ইডেনের রোদে বসে খেলা দেখতেন। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন