এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | 233.223.151.253 | ১২ জুলাই ২০১৪ ২৩:৫৮644280
  • গত ৪ টে বিশ্বকাপে এই ম্যাচটা ভালো হয়েছে, কারণ দুটো টিমই চাপমুক্ত হয়ে খেলেছে।
    এইবার আর তা হবে না, ব্রাজিল চাপে আছে।

    ব্রাজিল, বাই চান্স জিতে গেলেও লোকে বলবে ফিফা জিতিয়েছে :-)
  • T | 24.139.128.15 | ১৩ জুলাই ২০১৪ ০০:০৪644281
  • এইবার ব্যাপারটা বিরক্তিকর এবং বোকাবোকা লাগছে।
  • রোবু | 233.223.151.253 | ১৩ জুলাই ২০১৪ ০০:৩০644282
  • দ্যাটস দা পয়েন্ট :-)
  • + | 122.79.39.63 | ১৩ জুলাই ২০১৪ ০২:৩২644283
  • আজ্কের রেফারীর অরয় বলে রেফারী টানে???
  • lcm | 118.91.116.131 | ১৩ জুলাই ২০১৪ ০৩:২২644284
  • এ ব্রেজিল কেমন ব্রেজিল শিশুর চোখে অশ্রু ভরাও
    এ তোমার কেমন খেলা অবিশ্বাসের ডালি সাজাও
  • Rit. | 213.110.246.230 | ১৩ জুলাই ২০১৪ ০৪:২৯644285
  • ফাইনাল টা যুবভারতীতে হলে আর্জেন্টিনাই ফেবারিট হত। মারাদোনা বোধ হয় তাই বিশ্বাস করেন।

    "দিয়েগো মারাদোনা নাকি মাত্র ক’দিন আগেও তাঁর ম্যানেজারকে জিজ্ঞেস করেছেন, “হ্যাঁ রে, কলকাতায় ব্রাজিলের ফ্ল্যাগের সংখ্যা কমার ব্যাপারে কিছু জানলি?” ছ’বছর আগে কলকাতায় দু’দিনের সফর মারাদোনাকে এত ছুঁয়ে গিয়েছিল যে, বারবারই তিনি বলে ফেলেন, “এত দেশে গিয়েছি। কিন্তু আর্জেন্তিনার বাইরে কোথাও যদি সবচেয়ে বেশি ভালবাসা পেয়ে থাকি, তা হলে এক নম্বর হল নাপোলি। দুই কলকাতা।”

    দিয়েগোর বাংলা-প্রীতি দেখে তাঁর ম্যানেজার সেবাস্তিয়ান দে মন্তে দু’হাতে তাঁর ছেলেমেয়ের নামে দু’টো ট্যাটু করেছেন। দু’টোই বাংলা হরফে! রোববার কাপ ফাইনাল ব্রাজিলের মতো শত্রু দেশে খেলার বদলে সল্টলেক স্টেডিয়ামে হলে কি মারাদোনা-সহ আর্জেন্তিনীয়রা অনেক আশ্বস্ত বোধ করতেন?" - গৌ ভ

    সকাল সকাল অনেকটা এগিয়ে গেলাম।
  • lcm | 118.91.116.131 | ১৩ জুলাই ২০১৪ ১২:৫৯644286
  • ১৯৮১/৮২ সাল হবে। বিজলিতে নুন শো-তে একটা সিনেমা লেগেছে। বিজলি মানে, হাজরা মোড়ের কাছে ভবানীপুর থানার লাগোয়া সিনেমা হল। শেষ সপ্তাহের শেষ দিন। হলের সামনে একগাদা হাইস্কুল আর কলেজের ছেলেদের ভিড়। আমি, অনিন্দ্য, ইন্দ্র গেছি দেখতে। ফ্রন্ট রো-র টিকিট ছিল ৯০ পয়সা এবং সীমিত সংখ্যার সিট। সেটা সোল্ড আউট। পরের টিকিট দু টাকার। মুশকিল হল অনিন্দ্যর টিকিটের পয়্সা হচ্ছে না। আমাদের দুজনের কাছে ঠিক দু টাকা করেই আছে। বাড়ি গিয়ে যে নিয়ে আসবে তার সময় নেই। অনিন্দ্য ওর চেনা একটা গ্রুপের দুটো ছেলের কাছে গিয়ে হাত জোড় করে সামনে বসে পড়ল - বস্‌, দুটো টাকা, বিকেলেই ফেরৎ দেবো, প্লিজ। চার-আনা, আট-আনা জুড়ে হয়ে গেল ওর দু টাকা। অনিন্দ্যর মুখে হাসি - চাঁদের আলো।

    সেই আলো যা সে সময়ে ফুটে উঠত ব্রেজিল আর ফুটবল - এই দুটো শব্দ একসঙ্গে ভাবলে। সিনেমাটি ছিল - জায়ান্ট্স অফ ব্রেজিল। এর বহু বছর পরে, এদেশে এসে আমি ওটার একটা ভিডিও টেপ পাই এবং কিনি। ভালো করে দেখি আবার। ষাট/সত্তর দশকের ব্রেজিলের ফুটবল নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম। তেমন ভালো কোয়ালিটি নয়। এবং খুবই কম দৈর্ঘ্যের। কিন্তু ইন্টারনেট, কেব্‌লটিভি হীন যুগে জায়ান্ট্‌স অফ্‌ ব্রেজিল ছিল একটুকরো জানালা।

    বিশ্বকাপে ব্রেজিলের শেষ দুটো খেলা দেখে ৩২ বছর আগের সেই সিনেমা দেখার ঘটনা আজ মনে পড়ল। গত দশটা বিশ্বকাপে ব্রেজিল সেমিফাইনালে উঠেছে ৪ বার। জার্মানি ৮ বার। এবারেও উঠেছে। সেই নিরিখে খারাপ কিছু ফল নয়।
    কিন্তু বিশ্বকাপে ব্রেজিলের খেলা দেখে এত হতাশ কি কখনও হয়েছি। মনে পড়ছে না। ব্রেজিলের তো রক্তে ফুটবল - তবে কি ওদের ট্রান্সফিউশন হচ্ছে, রক্তবদল !
  • Arpan | 125.118.150.253 | ১৩ জুলাই ২০১৪ ১৫:০৫644287
  • ৩২ বছর আগের একটুকরো ছবি - দ্য বেস্ট টিম হু ডিড নট উইন দ্য কাপ?



    যতদিন এই গ্রহে ফুটবল খেলা হবে ততদিন এই ক্লিপ দেখে মানুষের মনে অবধারিত প্রশ্ন উঠবে এরা ফুটবলার ছিল, না এগারো জন রকস্টার?

    লং লিভ জোগো বোনিতো।
  • b | 135.20.82.164 | ১৩ জুলাই ২০১৪ ১৬:৪০644288
  • ১৯৮২ বিশ্বকাপ খুব একটা মনে নেই।

    ১৯৮৬ সাল অবদি ছিলো বিউটিফুল ফুটবল। জোসিমার, জিকো, সক্রেটিসের ব্রাজিল। ১৯৯০ সালে, লাজারোনির কোচিং-এ প্রথম পরিবর্তন আসে, আঁটোসাঁটো ডিফেন্স, কুইক কাউন্টার অ্যাটাকিং-এ গোল।
    ১৯৯০ এর বিশ্বকাপে ব্রাজিলের একটা ম্যাচ পুরোনো টাচ ফিরে এসেছিলো। কিন্তু মারাদোনার একটা, একটাই দুর্ধর্ষ থ্রু বল ব্রাজিলকে আউট করে দেয়।

    তার পরে ব্রাজিল জিতলে আনন্দ পেয়েছি, এখনো পাই, অভ্যাসের দাসত্বে, কিন্তু ওদের খেলা দেখে আর মন ভরে ন।
  • dri | 52.104.12.65 | ১৩ জুলাই ২০১৪ ২০:৩৬644291
  • আমার মনে হয় ব্রাজিলের জন্য একটা স্মরণসভার আয়োজন করা উচিত।

    কিন্তু আজ? আজ কি হবে? লাতিন আমেরিকায় ইওরোপিয়ান চ্যাম্পিয়ান প্রথম বারের জন্য? নাকি কাপ উঠবে মেসিমশায়ের হাতে?

    আগেরবার জার্মানী আর্জেন্টিনাকে ৪-০ হারানোর পরের ম্যাচেই স্পেনের বিরক্তিকর টিকটিকি ফুটবলের কাছে হার মেনেছিল ১-০ গোলে। আর্জেন্টিনার দিন মাঠ কাঁপানো শোয়াইনস্টাইগারদের খুঁজেই পাওয়া যায় নি স্পেনের দিন।

    তবু আজ কাগজে কলমে জার্মান মাঝমাঠই সুপিরিয়ার। দিমারিয়া কি খেলবে আজ?
  • dc | 132.164.248.228 | ১৩ জুলাই ২০১৪ ২০:৫৭644292
  • ম্যাচ কখন শুরু হবে? আজ খেলাটা দেখব কিনা ভাবছি, ফাইনাল বলে কথা।
  • sm | 122.79.37.96 | ১৩ জুলাই ২০১৪ ২১:২৩644293
  • দি মারিয়া খেলুক না খেলুক, আর্জেন্টিনা জিতছেই । জার্মানি হারবে ওই এক্স ফ্যাক্টর কম থাকার জন্য। তবে যদি টাই ব্রেকার অবধি গড়ায়, জার্মানির জেতার চান্স ৬০-৪০।
    খেলার সম্ভাব্য ফল ২-০।
  • sm | 122.79.37.96 | ১৩ জুলাই ২০১৪ ২১:২৮644294
  • তবে, জার্মান রা প্রথম থেকেই কড়া ট্যাকেল করতে থাকবে। আর্জেন্টিনা গুটিয়ে গেলে মুশকিল। এই পরিস্থিতি তে মারাদোনা অনবদ্য ছিল; ধরে খেলার জন্য। মেসির ওখনে খামতি আছে।
    লাভেজ্জি আর হিগুএন কে প্রচুর পরিশ্রম করতে হবে।
  • dri | 52.104.12.65 | ১৩ জুলাই ২০১৪ ২১:৪৭644295
  • প্লাস জার্মান অ্যাটাক, কাউন্টার-অ্যাটাককেও আটকাতে হবে আর্জেন্টিনাকে। মুলার, ক্লোজে এই প্লেয়ারগুলো হাফচান্স থেকে গোল করে দেওয়ার ক্ষমতা রাখে। পেনাল্টি বক্সে খুব ডেঞ্জারাস।

    জার্মানী প্রথমে গোল করে দিলে শোধ দিয়ে খেলায় ফেরা খুব কঠিন হবে আর্জেন্টিনার।

    তবে ব্রাজিলের মত একপেশে ম্যাচ দেখতে চাই না। কনটেস্ট দেখতে চাই।
  • . | 69.93.255.96 | ১৩ জুলাই ২০১৪ ২১:৪৮644296
  • এই ন্যুয়েরকে কদিন আগেই চার গোল দিয়েছিল রিয়াল মাদ্রিদ।
  • .. | 24.99.115.240 | ১৩ জুলাই ২০১৪ ২২:৫১644298
  • মেসি,মাস্চারেনো শোভিত বার্সিলোনা কে বেয়ার্ন মিউনিখ 4 গোল দিয়েছিল ২০১৩ তে উএফা সেমিফাইনাল ম্যাচে , মুলার দুটো ।মেসি রা একটাও দিতে পারেনি
  • lcm | 118.91.116.131 | ১৩ জুলাই ২০১৪ ২৩:০২644299
  • . | 69.93.255.96 | ১৩ জুলাই ২০১৪ ২৩:১৩644301
  • মেসি,মাস্চারেনো শোভিত বার্সিলোনা কে বেয়ার্ন মিউনিখ ৪ গোল দিয়েছিল ২০১৩ তে উএফা সেমিফাইনাল ম্যাচে , মুলার দুটো ।মেসি রা একটাও দিতে পারেনি।
    *******
    আমার বক্তব্যটা ন্যুয়েরকে অপরাজেয় জায়গায় তোলা নিয়ে ছিল। বেয়ার্ণ মিউনিখ বনাম বার্সিলোনা, বা মেসি মাস্‌চেরানো সমৃদ্ধ বার্সা বা আর্জেণ্টিনা নিয়ে নয়। বেয়ার্ণ-এ বোধহয় রবেন-ও খেলে। এনি ওয়ে।
  • + | 213.110.243.22 | ১৩ জুলাই ২০১৪ ২৩:২১644302
  • সেখানে বেয়ার্ণ ডিফেন্সে দান্তে ছিলঃ) এই ফ্যাক্টর মিস করলে হবে???
  • Ishan | 183.17.193.253 | ১৪ জুলাই ২০১৪ ০০:২১644303
  • রিও থেকে সরাসরি।
    খেলার আর আধ ঘন্টা। ওয়ার্ম আপ করে এলাম। শারীরিক ভাবে ফিট থাকাটা দরকার। কদিন আগেই ফেসবুকে একজন লিখেছেন, কীভাবে খেলতে হয়, ব্রাজিলের সমর্থকদের শেখা উচিত আর্জেন্টিনা সমর্থকদের কাছ থেকে। ঠিকই বলেছেন। আজ শুধু মেসি মাঠে নামছেনা, নামছে সৌরজগতের তৃতীয় গ্রহের সাত বিলিয়ন পা। এলিয়েনরা বাইরে থেকে নজর রাখছে সৌরজগতের ঐক্যের দিকে।

    মাঠে ইতিমধ্যেই সুদূর রাশিয়া থেকে নেমে পড়েছেন ভ্লাদিমির পুতিন, জার্মানি থেকে চ্যান্সেলার অ্যাঞ্জেলা, হাতের পাঁচ পেলে তো আছেই। সবাই রেডি। অতএব বাই চান্স যারা করেননি, তাঁরা অবিলম্বে ওয়ার্ম আপ করুন। মাঠে নামতে হবে সবাইকে। এ শুধু মেসি নয়, সৌরজগতের সম্মানের প্রশ্ন।
  • Ishan | 183.17.193.253 | ১৪ জুলাই ২০১৪ ০০:২৯644304
  • কোপাকাবানায় দেখলাম শুধু সাদা-নীলের সমুদ্র। এরা তাঁবু খাটিয়ে আছে শহরের প্রান্তে, হোটেলে জায়গা কোথায়? ব্রাজিল সরকারই ব্যবস্থা করে দিয়েছে। সে নিয়ে অসন্তোষের শেষ নেই। বিচের পাশেই বিয়ারের দোকান। ব্যবসা ভালই হচ্ছে, গজগজ করার কোনো কারণ নেই। কিন্তু প্রশ্ন করতেই ফুঁসে উঠলেন দোকানদার। এত জামাই আদর কিসের? আজ আর্জেন্টিনা জিতলে প্রেসিডেন্টের দুঃখ আছে। এমনিই হারত, এখন গো হারা হারবে।
    -- সাত গোলে তো? পাশে কয়েকজন আর্জেন্টিনা সমর্থক এসে জুটেছেন দেখি নি। শুনে দোকানদার আরও রেগে গেলেন। দেখুন, এই জন্যই, এই জন্যই হারবে। প্রেসিডেন্ট লাতিন আমেরিকার দোহাই দিয়েছেন, মারাদোনা টিভিতে চে গুয়েভারা আওড়াচ্ছেন ভোকাল টনিক হিসেবে, কে বোঝাবে অবুঝ ব্রাজিল সমর্থকদে? তাদের চোখে আর জল নেই, কিন্তু বুকে এখনও আগুন।
  • Ishan | 183.17.193.253 | ১৪ জুলাই ২০১৪ ০০:৩৪644305
  • ওদিকে মারাদোনার ব্যক্তিগত সচিব জানালেন, তিনি শুধু চে আওড়াচ্ছেন এমনই না। তিনি কিউবায় চিকিৎসা করেছেন, রাউলের সঙ্গে রেগুলার বিয়ার খেতেন, শাভেজের সঙ্গে সেদিনও ডিনার করেছেন, জন হেনরি তাঁর প্রিয়তম চরিত্র। ঘনিষ্ঠ মহলে তিনি বলছেন, সেবার জন হেনরি পারেনি, এবার বদলা নেবার সুযোগ। জার্মান মেশিনের বিরুদ্ধে আজ ফুল ফুটবেই শিল্পী মেসির পায়ে। মেশিনের বিরুদ্ধে জিতবে মানুষ।

    মারাদোনার জন্য অবশ্য আর কেউ বসে নেই। সবাই মাঠে নেমে পড়েছে। শুরু হয়ে গেল খেলা। মেসির পায়ে ফুল ফুটুক না ফুটুক, মারকানায় আজ বসন্ত।
  • . | 69.93.255.96 | ১৪ জুলাই ২০১৪ ০২:১৭644306
  • মেসির পায়ে ফুল ফুটবে কি করে? গাছের কাণ্ডকে কি আদরেই না জড়িয়ে ধরছে পরমবীর যোদ্ধারা। ফুল ফুটতে না দেওয়ার জন্যই আজ .......
  • কল্লোল | 111.63.91.174 | ১৪ জুলাই ২০১৪ ০৩:১৫644307
  • জার্মানী।
  • Arpan | 125.118.21.178 | ১৪ জুলাই ২০১৪ ০৩:২৬644308
  • ফুল ফোটাতে হাজার একর জমি আর কি চাইলেই পাওয়া যায় আজকাল!

    মেসিবাউ আর যাই হোক, মারাদোনা নন। উনি ক্লাব ফুটবলেই সুন্দর।
  • robu | 122.79.36.48 | ১৪ জুলাই ২০১৪ ০৩:৩০644309
  • কনগ্রা জার্মানি।
    গোল্ডেন বলটা পুরো ফালতু হল।
  • robu | 122.79.36.48 | ১৪ জুলাই ২০১৪ ০৩:৩২644310
  • কনগ্রা জার্মানি।
    গোল্ডেন বলটা পুরো ফালতু হল।
  • + | 213.110.243.23 | ১৪ জুলাই ২০১৪ ০৩:৩৮644313
  • মেসি গোল্ডেন বল!!!!!!!!!!!!! মাইরি!!!!!!!!!!!!! কিছু কমেন্ট করলেই লোকজন রেগে যাবে।

    খালি একটা প্রশ্ন। নক আউট স্টেজে ভদ্রোলোক কটি গোল ও অ্যাসিস্ট করেছেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন