এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • robu | 122.79.39.205 | ০৯ জুলাই ২০১৪ ১০:২১644215
  • আমি বলি? এই টিমই কনফেড জিতেছিল আগের বছর। ভালো খেলে। ৭ গোল খারাপ, কিন্তু সেমিতে যাওয়া খারাপ না। মনে রাখতে হবে ২০০৬ এর সোনার টিম কিন্তু কোঃ ফাঃ। অথচ ২০০৫ এর কনফেড ফাইনাল দেখে মনে হয়েছিল এবার খেলার দরকার নেই, ব্রাজিল এমনিই জিতবে।
    খেলায় এসব হয়। বাচ্চারা, সাপোর্টাররা দুঃখ পায়, কিন্তু, হয়েই থাকে।
    স্টিল, রুটিঙ্গ ফর থার্ড প্লেস।
  • de | 190.149.51.67 | ০৯ জুলাই ২০১৪ ১০:৫৩644216
  • কি বিশ্রী খেলা - আম্মো এট্টু সমব্যাদনা নিলুম - যা আবাজ খেলাম বাড়িতে -

    ছ্যাঃ! এচ্চেয়ে কলম্বিয়া উঠলেও জার্মানদের কাছে কম গোলে হারতো!

    ভগোমান কি কয়! স্টেটমেন্টের দাবী জানিয়ে গেলাম!
  • j | 230.227.106.153 | ০৯ জুলাই ২০১৪ ১১:০৩644217
  • লোকে তো গোল দেখতে চায় , তাতেও খারাপ লাগে !
  • aranya | 78.38.243.218 | ০৯ জুলাই ২০১৪ ১১:১০644218
  • ফুটবল প্রেমিক-রা কি শুধু গোল দেখতে চায়? তারা দেখতে চায় 'জোগো বোনিতো' - সুন্দর ফুটবল
  • lcm | 118.91.116.131 | ০৯ জুলাই ২০১৪ ১১:১৫644219
  • ক্যানো! জার্মানদের খেলা যথেষ্ট শৈল্পিক মনে হয় নি? আমার তো দারুণ লাগল। কয়েকটা গোল তো যেন কারুকাজ।
  • sm | 122.79.36.101 | ০৯ জুলাই ২০১৪ ১১:২৫644220
  • এই জার্মানি মোটেও রুমেনিগে, লোথার মাথেউস এর জার্মানি নয়। অতি ধুর টিম।গ্রুপ্লিগের ম্যাচে যথেষ্ট ছড়িয়েছে।
    ওটা ছিল ব্রাজিলের বাজে দিন।
    ব্রাজিল টিমে কাকা বা রবিন হোর ব্যাক আপ সাপোর্ট না থাকা টা বড় ফ্যাক্টর।
    তবে ফাইনাল এ আর্জেন্টিনা উঠলে , জার্মানি হারবে।
    কারণ জার্মানি; সাত গোলে জিতে এখন পিছন ভারী হয়ে গেছে। গভীর ওভার কনফিডেন্স ভুগছে।
  • robu | 122.79.39.103 | ০৯ জুলাই ২০১৪ ১১:২৬644221
  • জার্মানরা ফাটিয়ে খেলেছে। আমার তো সুন্দর লেগেছে।
    তা বলে এত গোল খেতে কোন সাপোর্টারেরই বা ভালো লাগে!
    যা হোক, সবাই এখন আবাজ দেবেই, সে কিছু করার নেই।
    এবঙ্গ, ব্রাজিল কিছু শিল্প দেখচ্ছিলও না।
  • robu | 122.79.39.103 | ০৯ জুলাই ২০১৪ ১১:২৯644222
  • আমার মনে হয় না এইসব কনফিডেন্স ওভার কনফি, জার্মানদের খুব একটা এফেক্ট করে।দে আর আ ডিফারেন্ট টিম।
  • sm | 122.79.38.189 | ০৯ জুলাই ২০১৪ ১১:৩৬644224
  • দেবে দেবে, সব দেখতে পাবেন। জার্মান এখন অনেক পিছন পাকা হয়েছে।
    আচ ওদের গোলি তা কোন টাইম খেলে বলুন তো?
    অতার রিফ্লেক্স অসাধারণ।ব্যাটা নিশ্চয় কিছু খেয়ে নেমেছে।
  • aranya | 78.38.243.218 | ০৯ জুলাই ২০১৪ ১১:৪৯644225
  • হ্যাঁ, খুবই শৈল্পিক, মায়াবী সব গোল। স্কুলের বাচ্চা-দের মত ডিফেন্স হলে আক্রমণের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়
  • lcm | 118.91.116.131 | ০৯ জুলাই ২০১৪ ১১:৫২644226
  • অত শত জানি না। কোন টিম আগের বিশ্বকাপের কোন টিমের চেয়ে ভালো - ওসব জানি না। আজকের খেলা হেব্বি লেগেছে, অনেকদিন মনে থাকবে।

    ব্রেজিল তো মনে রাখার মতন একটাই গেম খেলল এই বিশ্বকাপে - এই আজকের টা। আগের ম্যাচগুলোতে তেমন স্মরণীয় কিছু তো খুঁজে পেলাম না। আর্জেন্টিনার-ও তাই
  • lcm | 118.91.116.131 | ০৯ জুলাই ২০১৪ ১১:৫৫644227
  • বোঝো! জার্মানরা যখন অসাধারন সেট পিস মুভমেন্ট করে গোল দিচ্ছে, তখন সেগুলো হল বিপক্ষের ডিফেন্সের দোষ। এই যদি ব্রেজিল ৭ - জার্মান ১ - রেজাল্ট হত, তখন এই গোলগুলোই হত ব্রেজিলের শিল্প !

    একদিক দিয়ে ভালো হয়েছে, সাত গোল মেরেছে - নেইমার থাকলে কি হত, সিলভা থাকলে এই হত - এসব গপ্পো আর চলবে না।
  • sm | 122.79.38.15 | ০৯ জুলাই ২০১৪ ১২:০০644228
  • মেসি কে মনে হচ্ছে ফাইনালে সাত জার্মান একা জগাই, ফাইট দিতে হবে।
    আজকে খালি রবেন টা যাতে ভালো না খেলে প্রার্থনা করুন, ফাইনাল টা আমি দেখছি ।
  • aranya | 78.38.243.218 | ০৯ জুলাই ২০১৪ ১২:০২644229
  • জার্মানি অসাধারণ খেলেছে, এ নিয়ে দ্বিমত নেই।
    ব্রাজিল ডিফেন্স ওরকম পাড়া ফুটবল না খেললে জার্মানি-কে এত ভয়ঙ্কর দেখাত না, এত গোল-ও হত না, ম্যাচ-টা এত একপেশে হত না, দেখে আনন্দ পাওয়া যেত।
    এবং খেলা সেশে জার্মানি-ই জিতত, একটু কম মার্জিনে
  • Arpan | 125.118.57.5 | ০৯ জুলাই ২০১৪ ১২:০৩644230
  • ক্রুয়েফের ভবিষ্যদ্বাণী (বর্তমানের পাতা থেকে)ঃ

  • ঊমেশ | 90.254.147.148 | ০৯ জুলাই ২০১৪ ১২:১০644232
  • কাটা ঘায়ে নুনের ছিটা দিতে চাই না, তবুও আজ সুযোগ পেয়েছি।
    ২০১০ এ যখন ফুটবলের ভগবানের টিম এই জার্মানী'র কাছে ৪ গোল খেয়ে কচু-কাটা হয়েছিলো, তখন ব্রাজিলিয়ানরা নিজেদের উল্লাস এর সাথে সাথে আমাদের যথেচ্ছ হেয় করেছিল।
    আজ ৭ গোলের পর আমাদের কি করা উচিত?

    এবার একটা জিনিস পরিষ্কার হলো কেন গান্ধী প্রথম থেকে শুধু চিলি, কোস্টারিকা, বেলজিয়াম, লিভারপুল দের ব্রাজিলের সামনে চাইছিল। ভারি কোনো টিমের সামনে পড়লে যে ব্রাজিলের কি অবস্থা হবে সেটা প্রথম থেকে বোঝা যাচ্ছিল।
  • নেতাই | 131.241.98.225 | ০৯ জুলাই ২০১৪ ১২:১০644231
  • এই জার্মানিকে ফাইনালে হারিয়ে মজা আয়েগা। শুধু আজ সময়ে মেসি বাঁ পায়ের পাতাটা একটু মাড়িয়ে দিতে হবে।
  • de | 190.149.51.69 | ০৯ জুলাই ২০১৪ ১২:১২644233
  • নেতাই!!!!! বডিগার্ড দেকে দেকে ছেলেটা কি হয়ে যাচ্চে!
  • lcm | 118.91.116.131 | ০৯ জুলাই ২০১৪ ১২:১৪644235
  • চিলের কাছে হারলে আজকে আর ব্রেজিলকে এই দুর্দশা দেখতে হত না।

    অ্যাট লিস্ট জার্মানি পর্তুগাল-কে ৪-০ হারিয়েছে, নেদারল্যান্ড্‌স ও স্পেনকে ৫-১ এ হারিয়েছে।

    তেমন কনভিন্সিং রেজাল্ট একটা ম্যাচেও ব্রেজিল বা আর্জেন্টিনা দেখাতে পারে নি।
  • aranya | 78.38.243.218 | ০৯ জুলাই ২০১৪ ১২:১৫644236
  • মেসি আজ জেতাবে, রোব্বার-ও জেতাবে - প্রেডিক্ট করে গেলাম।
    নেতাই-এর হিংস্র অ্যাপ্রোচ মুর্দাবাদ
  • lcm | 118.91.116.131 | ০৯ জুলাই ২০১৪ ১২:১৮644237
  • পাড়ার ফুটবল খেলে কি আর এদ্দুর আসে! আসলে পাড়ার ফুটবল ওসব কিসু না, তেমন প্রতিদ্বন্দীর সামনে পড়লে - ঐ উমেশ যে কথা কইসে।
  • b | 135.20.82.164 | ০৯ জুলাই ২০১৪ ১২:৪৪644238
  • ব্রাজিলের শিল্প? সে তো ঐ উৎসব শিল্প, যাত্রা শিল্প এসবের কাছাকাছি ছিলো বোধ হয়।
  • Arpan | 52.107.175.154 | ০৯ জুলাই ২০১৪ ১৩:০৭644239
  • ব্রাজিলের জোগো বোনিতো ৮৬-এর ঐ সোনার প্রজন্মের সাথেই সেশ হয়ে গেছে।

    কলম্বিয়া ম্যাচের পরে জিকো আক্ষেপ করেছিলেন যে থিয়াগো সিলভা বা দাভিদ লুইস নেইমারের জন্য লং বল বাড়াচ্ছে এটা দেখা খুবই কষ্টকর।

    মুশকিলটা হয়েছে যে টিমের রিজার্ভ বেঞ্চও একসময় হাসতে হাসতে ওয়ার্ল্ড কাপ জিততে পারত তাদের দেশে নতুন ট্যালেন্ট একটা দুটো, বাকিরা ঐ মধ্যমেধার।
  • pinaki | 90.254.154.105 | ০৯ জুলাই ২০১৪ ১৪:২২644240
  • আজকের সম্ভাব্য রেজাল্টঃ

    নেদু - ৩ (স্নাইডার - ফ্রীকিক, পার্সি, রবেন - পেনাল্টি)

    আর্জেন্টিনা - ১ (মেসি)

    জাবালেতা লাল কার্ড (কাকে ফাউল করার জন্য সেটা বলতে পারলেও নকুলদানা দেবো না)
  • + | 213.110.243.23 | ০৯ জুলাই ২০১৪ ১৪:৫৮644241
  • এই ব্রাজিল খারাপ মানছি। কিন্তু কালকে বেসিক্যালি মার্সেলো-ফার্নান্ডিনহো-লুইজের ১০ মিনিটের স্পেলের জন্য এতটা বাজে লেগেছে। ডিফেন্সে যদি একজন লীডার থাকত আর মাঝমাঠে একজন অ্যাটাকিং মিডফিল্ডার আর একজন স্ট্রাইকার তাহলেই এতটা বাজে দেখাতনা টিমটাকে। জার্মানী আহামরি কিছু খেলেনি কালকের ম্যাচের শুরুতে।

    এই টিমেই হাল্কের জায়্গায় কুটিনহো-ফ্রেড (রোবিনহো, হাফ ম্যাচ, বাকি হাফ ফ্রেড), পাউলিনহো (কাকা) থাকলে কি এতটা বাজে হত? একটা মাঝমাঠ থাকত, থিয়াগো সিল্ভার রিপ্লেসমেন্ট ব্রাজিলে নেই। ব্রাজিলে কাল হেরেছে তাতে ডিফেন্সের থেকেও মাঝমাঠের দোষ বেশি। পুরো মাঝমাঠে রাজত্ব করে গেছে জার্মানরা। ৩টে ডিফেন্সিভ (হাল্ককে আমি অপোনেন্টের ডিফেন্সিভ মিডফিল্ডার ধরি) নামিয়েও কিছু করতে পারেনি স্কোলারি।

    প্রথম গোলের সময় মার্সেলো প্রায় সেন্টার সার্কেলে বল জমা করে কর্ণার করল, গোল (ডেভিড লুইজ মার্ক করেনি, মানে মুলারকে খুঁজে পায়নি)

    দ্বিতীয় গোলে ফার্নানডিনহো ক্লিয়ার করতে পারলোনা, তারপরও গোল হত না, সৌজন্যে মার্সেলো। স্টপার আর রাইট ব্যাক পেনাল্টি বক্সের মাথায় এক লাইনে, একা মার্সেলো নিচে যে কারণে ক্লোসে অফসাইড হয়নি

    তৃতীয় গোল (গুলিয়ে গেছে, মনে পড়ছেনা)

    ৪র্থ - ফার্নানডিন্হোর জমা, দুই স্টপার পজিশনে নেই।

    এরপর আর টিমের কিছু থাকেনা, এখানেই একজন লীডার থাকলে অন্তত ২ন্ড গোলের পর দায়িত্ব নিয়ে মাঠে ঠিক করত। কাকা-রোনাল্ডিনহো কে এই জন্যই দরকার ছিল।
  • নেতাই | 131.241.98.225 | ০৯ জুলাই ২০১৪ ১৫:০৭644242
  • সেই বিশ্লেষন হচ্ছে যখন------ সাত নম্বর গোলের আগেই অফসাইড ফ্ল্যাগ ওঠার কথা। রিপ্লাই দেখে মনে হল। নইলে টিভিতেও বলেনি। আর কিবা ছয় কিবা সাত।
  • T | 24.139.128.15 | ০৯ জুলাই ২০১৪ ১৫:১১644243
  • ঊমেশ, এটা বিরোধী দলকে বিদ্রুপের সময় নয়। ;)
  • + | 213.110.243.23 | ০৯ জুলাই ২০১৪ ১৫:১৭644244
  • লাইনসম্যান তখন রেস্ট নিচ্ছিল

    লিনেকারের টুইট যেটা ফেবুতে দেখলামঃ)
  • cb | 52.104.60.157 | ০৯ জুলাই ২০১৪ ১৫:২৪644246
  • এটা নিশ্চয় ব্যাবধানের বিশ্লেষণ চলছে আই হোপ, কারণ জয় পরাজয়ের কোন পরিবর্তন হত না বলেই আমার ধারণা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন